তথ্যবিবরণী নম্বর : ৩০৮৯
আর্জেন্টিনায় বিশ্ব শিশুশ্রম সম্মেলনে শ্রম প্রতিমন্ত্রী
শিশুশ্রম শিশুদের মানবাধিকার থেকে বঞ্চিত করে ও দেশের উন্নয়নে বিঘœ ঘটায়
ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর ) :
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক (চুন্নু) বলেছেন, শিশুশ্রম শুধু শিশুদের ন্যায্য মানবাধিকার থেকে বঞ্চিতই করে না, দেশের সার্বিক উন্নয়নেও বিঘœ ঘটায়। তিনি আজ আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ারসে চতুর্থ বিশ্ব শিশুশ্রম সম্মেলনে বক্তৃতায় এ কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, শিশুশ্রম নিরসনে সরকারের নানামুখী পদক্ষেপের ফলে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক খাতে কোন শিশুশ্রমিক নেই। এখন অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শিশুদের শ্রম থেকে ফেরানোই বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, সরকার ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে অঙ্গীকারবদ্ধ। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা-এসডিজিকে সামনে রেখে ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ২০২৫ সালের মধ্যে সব রকমের শিশুশ্রম নিরসনের লক্ষ্য নির্ধারণ করে শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধিমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশ আইএলও এর ৭টি কোর কনভেনশন সহ ৩৫টি কনভেনশন অনুস্বাক্ষর করেছে, যার মধ্যে শিশু শ্রম বিষয়ক কনভেনশনও রয়েছে। শ্রম আইনে ১৪ বছরের নিচে শিশুশ্রমকে নিষিদ্ধ করা হয়েছে। শ্রম আইনে বলা হয়েছে ১৪ থেকে ১৮ বছর পর্যন্ত শিশুরা ঝুঁকিপূর্ণ নয় এমন কাজ করতে পারবে। একই সাথে ত্রিপক্ষীয় পরামর্শের আলোকে ৩৮টি সেক্টরকে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। গৃহকর্ম থেকে শিশুদের রক্ষায় সরকার ২০১৫ সালে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা প্রণয়ন করেছে। দেশীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতায় ২০২৫ সালের মধ্যে শিশুশ্রমমুক্ত দেশ গড়া সম্ভব হবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ প্রকাশ করেন।
৪ দিনের এ আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে আগামী ১৭ নভেম্বর অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিগণ নিজ নিজ দেশের পক্ষে শিশুশ্রম নিরসন এবং শিশুদের অধিকার রক্ষায় অঙ্গীকার করবেন। সম্মেলন শেষে প্রতিমন্ত্রী আগামী ২০ নভেম্বর দেশে ফিরবেন।
#
আকতারুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২১১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০৮৮
তথ্যবিবরণী নম্বর : ৩০৮৫
স্পিকারের সাথে নবনিযুক্ত সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশে নবনিযুক্ত সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনার ডেরেক লো (উবৎবশ খড়য) আজ স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ৬৩তম সিপিসি, তথ্যপ্রযুক্তির বিকাশ ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, একই বছরে সিপিসি ও আইপিইউ’র মতো বৃহৎ দু’টি আন্তর্জাতিক গণতান্ত্রিক সংগঠনের সম্মেলনের সফল আয়োজন করে বাংলাদেশ বিশ্বের কাছে তার সক্ষমতা প্রমাণ করেছে। ৬৩তম সিপিসি সফলভাবে আয়োজন করায় হাইকমিশনার স্পিকারকে আন্তরিক অভিনন্দন জানান।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ ২৩ বছরের লড়াই সংগ্রামের ফসল বাংলাদেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর নেতৃত্বে শোষণমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের রয়েছে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। এই তরুণরা দেশের সম্পদ, তরুণ প্রজন্মকে সংসদ, গণতন্ত্র ও রাজনীতিতে আগ্রহী করে তুলতে হবে এবং তারুণ্যের এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে শীঘ্রই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
হাইকমিশনার বলেন, বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের নিবিড় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শতকরা সাত ভাগ অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশের জন্য অনন্য অর্জন উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য উন্নয়ন সূচকেও বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, যা অনুসরণযোগ্য। তিনি হাইকমিশনার বাণিজ্যিক প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যের অগ্রাধিকার দিক চিহ্নিত করে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন।
#
তারিক/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০৮৪
মাতৃত্বকালীন ভাতার মেয়াদ ৪ বছর করার চিন্তা করছে সরকার
-- মেহের আফরোজ চুমকি
ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর ) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, গবেষণায় দেখা যায় শূন্য থেকে ৪ বছরের মধ্যে শিশুর ৮০ শতাংশ শারীরিক ও মানসিক বিকাশ সাধিত হয়। এই সময় মা যদি পুষ্টিকর খাবার না খায় তাহলে শিশু অপুষ্টিতে ভোগে এবং তার শারীরিক ও মানসিক বিকাশ সাধিত হয় না। এই সমস্যা সমাধানে সরকার বর্তমানে বাংলাদেশের প্রায় ৮ লাখ হতদরিদ্র মাকে প্রতি মাসে ৫০০ টাকা করে ২ বছর ভাতা প্রদান করে। এই ভাতা প্রদানের উদ্দেশ্য হল শূন্য থেকে ২ বছর মেয়াদে শিশুর বিকাশে সহযোগিতা করা। কিন্তু দুই বছর পরে এই ভাতা বন্ধ করে দিলে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হতে পারে তাই সরকার ভাতা প্রদানের মেয়াদ ৪ বছর করার চিন্তা করছে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সামাজিক নিরাপত্তা স্ট্রাটিজি বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের করণীয় বিষয়ক সেমিনারে এসব কথা বলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বাংলাদেশের প্রতিনিধি ক্রিসটা রেডার (ঈযৎরংঃধ জধফবৎ), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তার, কেবিনেট ডিভিশনের অতিরিক্ত সচিব এ কে এম মহিউদ্দিন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বেনুসহ সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ।
#
খায়ের/মাহমুদ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০৮৩
বিশ^ স্বাস্থ্য সংস্থার সম্মেলনে যোগ দিতে স্বাস্থ্যমন্ত্রীর মস্কো যাত্রা
ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর ) :
রাশিয়ার মস্কোতে অনুষ্ঠেয় বিশ^ স্বাস্থ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল মঙ্গলবার রাতে ঢাকা ত্যাগ করেছেন। ‘এন্ডিং টিউবারকিউলসিস ইন দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইরা : এ মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচ’ শীর্ষক দু’দিনব্যাপী এই সম্মেলন ১৬ নভেম্বর শুরু হবে।
বিশ^ স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. টেড্রোস অ্যাদানম গেব্রেইসাস (উৎ. ঞবফৎড়ং অফযধহড়স এযবনৎবুবংঁং) এই সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে ১৯৪টি সদস্যরাষ্ট্রের স্বাস্থ্য, অর্থ, আইন, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন খাতের মন্ত্রীগণ অংশ নিবেন। এছাড়াও সম্মেলনে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি, দেশগুলোর যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা, সুশীল সমাজ, স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নিবেন।
পরে স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বিশ^ ব্যাংকের আয়োজনে ‘ওয়ার্ল্ড ব্যাংক নলেজ শেয়ারিং’ সম্মেলনে যোগ দিতে মস্কো থেকে ওয়াশিংটন যাবেন।
#
পরীক্ষিৎ/মাহমুদ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০৮২
বিপিএটিসি’র সিনিয়র স্টাফ কোর্সের ৩১ কর্মকর্তার ভিয়েতনাম সফর
হ্যানয় (ভিয়েতনাম), ১৫ নভেম্বর :
বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের একটি দল আজ ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ে মতবিনিময় করেন।
এ সময় তারা দু’দেশের শিল্প-বাণিজ্য এবং জনপ্রশাসন সংস্কার বিষয়ে আলোচনা করেন। তাঁরা আন্তর্জাতিক বাজারের অভিজ্ঞতা বিনিময় করেন এবং বাণিজ্য সম্প্রসারণের চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করেন।
লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৮৩তম সিনিয়র স্টাফ কোর্সের ৩১জন বাংলাদেশি কর্মকর্তার দল বর্তমানে হ্যানয়ে অবস্থিত ন্যাশনাল একাডেমি ফর পাবলিক এডমিনিস্ট্রেশনে ৯ দিনের প্রশিক্ষণের জন্য অবস্থান করছেন। প্রশিক্ষণের অংশ হিসেবে তাঁরা আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
যুগ্মসচিব শাহ মোঃ সানাউল হক বাংলাদেশ দলের নেতৃত্ব দেন।
#
মাসুম বিল্লাহ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০৮১
শুধু আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়
-- আইনমন্ত্রী
ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর ) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, শুধু আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।
আজ ঢাকার বারিধারায় বেসরকারি প্রতিষ্ঠান প্রত্যয় মেডিকেল ক্লিনিক লিমিটেড আয়োজিত মাদক প্রতিরোধ বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কর্মব্যস্ততার কারণে অভিভাবকরা অনেক সময় সন্তানদের প্রতি ঠিকমতো নজর দিতে পারে না। এ কারণে অনেক সন্তান মাদকাসক্ত হয়। তারা প্রথমে খেলার ছলে মাদক সেবন শুরু করলেও পরে নেশাগ্রস্ত হয়। তাই সন্তানদের উপযুক্ত সময় দিতে হবে ও পরিবারের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
মন্ত্রী বলেন, পরিবার, সমাজ, সরকার, দেশ-সকলেই একসাথে মাদকের বিরুদ্ধে লড়াই শুরু করলে নিশ্চয়ই এই দেশ থেকে মাদক বিতাড়িত হবে।
প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি রাষ্ট্রপতির এখতিয়ার তাই এ বিষয়ে তিনি কিছু বলবেন না। আপিল বিভাগে বিচারপতি নিয়োগের বিষয়ে তিনি বলেন, “এটি রাষ্ট্রপতির দায়িত্ব। তবে আমি মনে করি, প্রধান বিচারপতি নিয়োগের পরপরই আপিল বিভাগে বিচারপতির যে স্বল্পতা রয়েছে তা পূরণ করা হবে।”
প্রত্যয় মেডিকেল ক্লিনিক লিমিটেডের চেয়ারম্যান নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বক্তৃতা করেন।
#
রেজাউল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০৮০
জেলা জজ ও সমপর্যায়ের তিন কর্মকর্তা বদলি
ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর ) :
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে জেলা জজ ও সমপর্যায়ের তিনজন কর্মকর্তাকে বদলি করেছে আইন মন্ত্রণালয়।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ হোসনে আরা আক্তারকে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, ঢাকাস্থ বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ আনিসুর রহমানকে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ এবং ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রফিকুল ইসলামকে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব পদে বদলি করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
#
রেজাউল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০৭৯
নবান্নের আলোয় দূর হোক জঙ্গিবাদের আঁধার
--- তথ্যমন্ত্রী
ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নবান্নের দিন নিজের মনকে আলোকিত করার দিন। সোনার ধান-ফলানো কৃষকের জন্য মমতা, উত্তরোত্তর সমৃদ্ধি, নারী অগ্রযাত্রা, ডিজিটাল বাংলাদেশ আর গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার আলোয় আলোকিত হবার সময় আজ। আর সেই আলোতে দূর করতে হবে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, বৈষম্য, দারিদ্র্য, অশিক্ষা আর কূপমন্ডূকতার সকল অন্ধকার।
অগ্রহায়ণ মাসের প্রথম দিন আজ বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আরটিভি আয়োজিত দিনব্যাপী নবান্ন উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
হাসানুল হক ইনু এসময় সকলকে বিশেষ করে দেশের কৃষকদের প্রতি নবান্নের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, নতুন ধানের মৌ মৌ গন্ধে বাংলার গ্রাম-প্রান্তর আজ যে নবান্ন উৎসবে মেতেছে, তার পেছনে সবচেয়ে বড় অবদান বাংলার কৃষকদের। নবান্ন উৎসবকে দেশের লোকজ সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কৃষকের যাপিত জীবন, সবুজমাখা প্রকৃতির বৈচিত্র্য আর নদী-নালা, খাল-বিলের জলতরঙ্গ -এসবই আমাদের লোকজ সংস্কৃতির উৎস। আর ছয় ঋতুর পরিবর্তনের বৈচিত্র্য নগরের দালান-কোঠায় বসে যতটা না অনুভব করা যায়, তার চেয়ে অনেক বেশি অনুভব করা যায় বাড়ির উঠোনে বসে, ক্ষেতের আলে বসে বা নদীর পাড়ে বসে।
তিনি আরো বলেন, নাগরিক সভ্যতাকে অস্বীকার করে নয়, লোকজ সংস্কৃতির শেকড়কে শক্তভাবে আঁকড়ে ধরেই নাগরিক সভ্যতার বিকাশ সাধনে এগুনো উচিত। তবেই কেবল আধুনিকতার সাথে সাথে বাঙালির স্বকীয় বৈশিষ্ট্যও ধারণ করতে পারা যাবে।
ষড়ঋতু নিয়ে বাংলায় যত সাহিত্যকর্ম হয়েছে, তা আর কোন ভাষায় হয়েছে কিনা জানা নেই উল্লেখ করে হাসানুল হক ইনু তার বক্তৃতায় রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, বেগম সুফিয়া কামাল, শক্তি চট্টোপাধ্যায় প্রমুখ সাহিত্যিকদের হৈমন্তিক পঙ্ক্তিমালা স্মরণ করেন।
নবান্ন উৎসবের এ অনুষ্ঠানে আরটিভির চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি, প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, পরিচালক ফিরোজ আলম প্রমুখ বক্তব্য রাখেন।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮১০ঘণ্টা