Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০১৭

তথ্যবিবরণী 15.11.2017

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩০৮৯  

আর্জেন্টিনায় বিশ্ব শিশুশ্রম সম্মেলনে শ্রম প্রতিমন্ত্রী
শিশুশ্রম শিশুদের মানবাধিকার থেকে বঞ্চিত করে ও দেশের উন্নয়নে বিঘœ ঘটায়

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর ) :  

    শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক (চুন্নু) বলেছেন, শিশুশ্রম শুধু শিশুদের ন্যায্য মানবাধিকার থেকে বঞ্চিতই করে না, দেশের সার্বিক উন্নয়নেও বিঘœ ঘটায়। তিনি আজ আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ারসে চতুর্থ বিশ্ব শিশুশ্রম সম্মেলনে বক্তৃতায় এ কথা বলেন।

    শ্রম প্রতিমন্ত্রী বলেন, শিশুশ্রম নিরসনে সরকারের নানামুখী পদক্ষেপের ফলে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক খাতে কোন শিশুশ্রমিক নেই। এখন অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শিশুদের শ্রম থেকে ফেরানোই বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, সরকার ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে অঙ্গীকারবদ্ধ। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা-এসডিজিকে সামনে রেখে ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ২০২৫ সালের মধ্যে সব রকমের শিশুশ্রম নিরসনের লক্ষ্য নির্ধারণ করে শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধিমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশ আইএলও এর ৭টি কোর কনভেনশন সহ ৩৫টি কনভেনশন অনুস্বাক্ষর করেছে, যার মধ্যে শিশু শ্রম বিষয়ক কনভেনশনও রয়েছে। শ্রম আইনে ১৪ বছরের নিচে শিশুশ্রমকে নিষিদ্ধ করা হয়েছে। শ্রম আইনে বলা হয়েছে ১৪ থেকে ১৮ বছর পর্যন্ত শিশুরা ঝুঁকিপূর্ণ নয় এমন কাজ করতে পারবে। একই সাথে ত্রিপক্ষীয় পরামর্শের আলোকে ৩৮টি সেক্টরকে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। গৃহকর্ম থেকে শিশুদের রক্ষায় সরকার ২০১৫ সালে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা প্রণয়ন করেছে। দেশীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতায় ২০২৫ সালের মধ্যে শিশুশ্রমমুক্ত দেশ গড়া সম্ভব হবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ প্রকাশ করেন।

৪ দিনের এ আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে আগামী ১৭ নভেম্বর অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিগণ নিজ নিজ দেশের পক্ষে শিশুশ্রম নিরসন এবং শিশুদের অধিকার রক্ষায় অঙ্গীকার করবেন। সম্মেলন শেষে প্রতিমন্ত্রী আগামী ২০ নভেম্বর দেশে ফিরবেন।
 
#

আকতারুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২১১০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩০৮৮
মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত
 
উখিয়া (কক্সবাজার), ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে। 
      উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ২১জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৪৫ ট্রাকের মাধ্যমে ১১৯ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১১ হাজার ৯ শত ৯৩ প্যাকেট শুকনো খাবার, ১ হাজার ১ শত ২৬ প্যাকেট শিশুখাদ্য, ২ হাজার ৫ শত প্যাকেট রান্না করা খাবার,  ৩৪ হাজার ৮ শত  পিস গৃহস্থালি সামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  
জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত কক্সবাজার ৪ টি খাদ্য গুদামে প্রাপ্তি ও প্রদানের পর ৯৭৭ মেট্রিক টন চাল, ৭৯ মেট্রিক টন ডাল, ৯৪ হাজার ২ শত ২৯ লিটার তেল, ৬১ মেট্রিক টন লবণ, ৮১ মেট্রিক টন চিনি, ৭ হাজার  ৮ কেজি আটা, ৭৯ হাজার ৪ শত ৭০ কেজি গুঁড়োদুধ, ২৫ কেজি মুড়ি, ১৬ হাজার ১ শত পিস ও ৪৮৯ বান্ডিল কম্বল, ৫১১টি তাঁবু ও ত্রিপল মজুত রয়েছে।
জেলা প্রশাসক, কক্সবাজার এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কর্তৃক যৌথভাবে পরিচালিত ‘অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা’ নামক সোনালি ব্যাংক, কক্সবাজার শাখার চলতি হিসাব নং- ৩৩০২৪৬২৫ এ আজ পর্যন্ত ৩ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার ৫ শত ৭৬ টাকা জমা রয়েছে।
#
 
সাইফুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩০৮৭
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
 
উখিয়া (কক্সবাজার), ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) : 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
আজ কুতুপালং-১ ক্যাম্পে ১ হাজার ২৪ জন পুরুষ, ১ হাজার ৪ শত ৯১ জন নারী মিলে ২ হাজার ৫ শত ১৫ জন, কুতুপালং-২ ক্যাম্পে ১ হাজার ২০ জন পুরুষ, ১ হাজার ২ শত ৬৫ জন নারী মিলে ২ হাজার ২ শত ৮৫ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৪ শত ৬৯ জন পুরুষ, ৬ শত ২ জন নারী মিলে ১ হাজার ৭১ জন, থাইংখালী -১ ক্যাম্পে ১ হাজার ৩৫ জন পুরুষ, ৮ শত ৬ জন নারী মিলে ১ হাজার ৮ শত ৪১ জন, থাইংখালী -২ ক্যাম্পে ১ হাজার ১ শত ৩ জন পুরুষ, ১ হাজার ৩ শত ৩ জন নারী মিলে ২ হাজার ৪ শত ৬ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ১ শত ৮৭ জন পুরুষ, ১ হাজার ৩ শত ৩১ জন নারী মিলে ২ হাজার ৫ শত ১৮ জন, শামলাপুর ক্যাম্পে ৪ শত ৪৪ জন পুরুষ, ৪ শত ৩৪ জন নারী মিলে ৮ শত ৭৮ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ১৩ হাজার ৫ শত ১৪ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৫ লাখ ৪১ হাজার ৩ শত ১১ জনের নিবন্ধন করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। 
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ৬ লাখ ৩০ হাজার জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।
#
 
সাইফুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৫৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৩০৮৬
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
 সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মন্ত্রণালয়ের সংস্থা পরিদর্শন 
 
ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) :
আজ ঢাকার ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী কল্যাণ ব্যাংকের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মতবিনিময় সভা ও ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। 
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সভাপতি বলেন, প্রবাসী কর্মীদের টাকায় প্রতিষ্ঠিত এ ব্যাংক, কাজেই তাদের টাকার সঠিক ব্যবহার করতে হবে। তিনি আরো বলেন, বিদেশ গমনেচ্ছু প্রবাসী কর্মীদের ঋণ প্রদান এবং অন্যান্য সেবার ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখতে হবে। 
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আ ন ম মাসরুরুল হুদা সিরাজী স্বাগত বক্তব্য রাখেন এবং ব্যাংকের সার্বিক বিষয়ের ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ ইসরাফিল আলম। তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের অন্যতম উদাহরণ হলো প্রবাসী বাংলাদেশি কর্মী ও  তাদের পরিবারের কল্যাণে প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপন। 
পরে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র সভাকক্ষে প্রতিনিধিদলটি মতবিনিময় সভা ও বিএমইটি’র সদর দপ্তর পরিদর্শন করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে সভাপতি বলেন, বাংলাদেশে কর্মীরা বিদেশ থেকে শুধু টাকাই আয় করে না, তারা তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে আসে যা বাংলাদেশে উন্নত সমাজ পরিবর্তনে সহায়তা করে। তিনি আরো বলেন, বিএমইটি’র কর্মকর্তা ও কর্মচারীদের মনোবল এবং তাদের উদ্যোগ বিএমইটি-কে একসময় বুয়েট এবং এলজিআরডি’র মতো স¦নামধন্য প্রতিষ্ঠানে রূপান্তরিত করবে। 
বিএমইটি ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা স্বাগত বক্তব্য রাখেন এবং বিএমইটি’র সার্বিক বিষয়ের ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ ইসরাফিল আলম। তিনি বলেন, বিএমইটি’র সেবা প্রদান কার্যক্রমে পরিবর্তন এসছে, যা প্রশংসার দাবিদার। 
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩০৮৫
স্পিকারের সাথে নবনিযুক্ত সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সাক্ষাৎ
                                  
ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) :
 স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশে নবনিযুক্ত সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনার ডেরেক লো (উবৎবশ খড়য) আজ স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ৬৩তম সিপিসি, তথ্যপ্রযুক্তির বিকাশ ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, একই বছরে সিপিসি ও আইপিইউ’র মতো বৃহৎ দু’টি আন্তর্জাতিক গণতান্ত্রিক সংগঠনের সম্মেলনের সফল আয়োজন করে বাংলাদেশ বিশ্বের কাছে তার সক্ষমতা প্রমাণ করেছে। ৬৩তম সিপিসি সফলভাবে আয়োজন করায় হাইকমিশনার স্পিকারকে আন্তরিক অভিনন্দন জানান।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ ২৩ বছরের লড়াই সংগ্রামের ফসল বাংলাদেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর নেতৃত্বে শোষণমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের রয়েছে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। এই তরুণরা দেশের সম্পদ, তরুণ প্রজন্মকে সংসদ, গণতন্ত্র ও রাজনীতিতে আগ্রহী করে তুলতে হবে এবং  তারুণ্যের এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে শীঘ্রই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
হাইকমিশনার বলেন, বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের নিবিড় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শতকরা  সাত ভাগ অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশের জন্য অনন্য অর্জন উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য উন্নয়ন সূচকেও বাংলাদেশ  উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, যা অনুসরণযোগ্য। তিনি হাইকমিশনার বাণিজ্যিক প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যের অগ্রাধিকার দিক চিহ্নিত করে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন।
#

তারিক/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩০৮৪     

মাতৃত্বকালীন ভাতার মেয়াদ ৪ বছর করার চিন্তা করছে সরকার
                                   -- মেহের আফরোজ চুমকি

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর ) :  

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, গবেষণায়  দেখা যায় শূন্য থেকে  ৪ বছরের  মধ্যে শিশুর ৮০ শতাংশ  শারীরিক ও মানসিক  বিকাশ সাধিত হয়। এই সময়  মা যদি পুষ্টিকর খাবার না খায় তাহলে  শিশু অপুষ্টিতে ভোগে এবং  তার শারীরিক ও মানসিক বিকাশ সাধিত হয় না।  এই সমস্যা সমাধানে সরকার  বর্তমানে  বাংলাদেশের  প্রায় ৮ লাখ  হতদরিদ্র মাকে  প্রতি মাসে ৫০০ টাকা করে ২ বছর ভাতা প্রদান করে।  এই ভাতা প্রদানের  উদ্দেশ্য হল শূন্য থেকে  ২ বছর মেয়াদে শিশুর বিকাশে সহযোগিতা করা। কিন্তু দুই বছর পরে এই ভাতা বন্ধ করে দিলে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হতে পারে  তাই সরকার  ভাতা প্রদানের মেয়াদ ৪ বছর করার চিন্তা করছে।  

    প্রতিমন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সামাজিক নিরাপত্তা স্ট্রাটিজি বাস্তবায়নে  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের  করণীয় বিষয়ক সেমিনারে এসব কথা বলেন।

    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিব মিজানুর রহমানের সভাপতিত্বে  সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বাংলাদেশের  প্রতিনিধি  ক্রিসটা রেডার  (ঈযৎরংঃধ  জধফবৎ), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের  সচিব  নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের  মহাপরিচালক  কাজী রওশন আক্তার,  কেবিনেট ডিভিশনের  অতিরিক্ত সচিব   এ কে এম   মহিউদ্দিন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিব  মাহমুদা শারমিন বেনুসহ সরকারি  ও বেসরকারি  সংস্থার  প্রতিনিধিবৃন্দ।
 
#

খায়ের/মাহমুদ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩০৮৩   

বিশ^ স্বাস্থ্য সংস্থার সম্মেলনে যোগ দিতে স্বাস্থ্যমন্ত্রীর মস্কো যাত্রা

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর ) :  

    রাশিয়ার মস্কোতে অনুষ্ঠেয় বিশ^ স্বাস্থ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল মঙ্গলবার রাতে ঢাকা ত্যাগ করেছেন। ‘এন্ডিং টিউবারকিউলসিস ইন দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইরা : এ মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচ’ শীর্ষক দু’দিনব্যাপী এই সম্মেলন ১৬ নভেম্বর শুরু হবে।

বিশ^ স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. টেড্রোস অ্যাদানম গেব্রেইসাস (উৎ. ঞবফৎড়ং অফযধহড়স এযবনৎবুবংঁং) এই সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে ১৯৪টি সদস্যরাষ্ট্রের স্বাস্থ্য, অর্থ, আইন, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন খাতের মন্ত্রীগণ অংশ নিবেন।  এছাড়াও সম্মেলনে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি, দেশগুলোর যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা, সুশীল সমাজ, স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নিবেন।

পরে স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বিশ^ ব্যাংকের আয়োজনে ‘ওয়ার্ল্ড ব্যাংক নলেজ শেয়ারিং’ সম্মেলনে যোগ দিতে মস্কো থেকে ওয়াশিংটন যাবেন।

#

পরীক্ষিৎ/মাহমুদ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩০৮২
বিপিএটিসি’র সিনিয়র স্টাফ কোর্সের ৩১ কর্মকর্তার ভিয়েতনাম সফর
                                  
হ্যানয় (ভিয়েতনাম), ১৫ নভেম্বর :
বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের একটি দল আজ ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ে মতবিনিময় করেন।
এ সময় তারা দু’দেশের শিল্প-বাণিজ্য এবং জনপ্রশাসন সংস্কার বিষয়ে আলোচনা করেন। তাঁরা আন্তর্জাতিক বাজারের অভিজ্ঞতা বিনিময় করেন এবং বাণিজ্য সম্প্রসারণের চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করেন।
লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৮৩তম সিনিয়র স্টাফ কোর্সের ৩১জন বাংলাদেশি কর্মকর্তার দল বর্তমানে হ্যানয়ে অবস্থিত ন্যাশনাল একাডেমি ফর পাবলিক এডমিনিস্ট্রেশনে ৯ দিনের প্রশিক্ষণের জন্য অবস্থান করছেন। প্রশিক্ষণের অংশ হিসেবে তাঁরা আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
যুগ্মসচিব শাহ মোঃ সানাউল হক বাংলাদেশ দলের নেতৃত্ব দেন। 
#

মাসুম বিল্লাহ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৪৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩০৮১    

শুধু আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়
            -- আইনমন্ত্রী

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর ) :  
    
    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, শুধু আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।

    আজ ঢাকার বারিধারায় বেসরকারি প্রতিষ্ঠান প্রত্যয় মেডিকেল ক্লিনিক লিমিটেড আয়োজিত মাদক প্রতিরোধ বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, কর্মব্যস্ততার কারণে অভিভাবকরা অনেক সময় সন্তানদের প্রতি ঠিকমতো নজর দিতে পারে না। এ কারণে অনেক সন্তান মাদকাসক্ত হয়। তারা প্রথমে খেলার ছলে মাদক সেবন শুরু করলেও পরে নেশাগ্রস্ত হয়। তাই সন্তানদের উপযুক্ত সময় দিতে হবে ও পরিবারের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

    মন্ত্রী বলেন, পরিবার, সমাজ, সরকার, দেশ-সকলেই একসাথে মাদকের বিরুদ্ধে লড়াই শুরু করলে নিশ্চয়ই এই দেশ থেকে মাদক বিতাড়িত হবে।

    প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি রাষ্ট্রপতির এখতিয়ার তাই এ বিষয়ে তিনি কিছু বলবেন না। আপিল বিভাগে বিচারপতি নিয়োগের বিষয়ে তিনি বলেন, “এটি রাষ্ট্রপতির দায়িত্ব। তবে আমি মনে করি, প্রধান বিচারপতি নিয়োগের পরপরই আপিল বিভাগে বিচারপতির যে স্বল্পতা রয়েছে তা পূরণ করা হবে।”

    প্রত্যয় মেডিকেল ক্লিনিক লিমিটেডের চেয়ারম্যান নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বক্তৃতা করেন।

#

রেজাউল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ৩০৮০   

জেলা জজ ও সমপর্যায়ের তিন কর্মকর্তা বদলি

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর ) :  

    বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে জেলা জজ ও সমপর্যায়ের তিনজন কর্মকর্তাকে বদলি করেছে আইন মন্ত্রণালয়।

    বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ হোসনে আরা আক্তারকে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, ঢাকাস্থ বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ আনিসুর রহমানকে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ এবং ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রফিকুল ইসলামকে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব পদে বদলি করা হয়েছে।

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

#

রেজাউল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩০৭৯
নবান্নের আলোয় দূর হোক জঙ্গিবাদের আঁধার
                                  --- তথ্যমন্ত্রী
ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নবান্নের দিন নিজের মনকে আলোকিত করার দিন। সোনার ধান-ফলানো কৃষকের জন্য মমতা, উত্তরোত্তর সমৃদ্ধি, নারী অগ্রযাত্রা, ডিজিটাল বাংলাদেশ আর গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার আলোয় আলোকিত হবার সময় আজ। আর সেই আলোতে দূর করতে হবে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, বৈষম্য, দারিদ্র্য, অশিক্ষা আর কূপমন্ডূকতার সকল অন্ধকার।
অগ্রহায়ণ মাসের প্রথম দিন আজ বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আরটিভি আয়োজিত দিনব্যাপী নবান্ন উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
হাসানুল হক ইনু এসময় সকলকে বিশেষ করে দেশের কৃষকদের প্রতি নবান্নের আন্তরিক শুভেচ্ছা  জানান। তিনি বলেন, নতুন ধানের মৌ মৌ গন্ধে বাংলার গ্রাম-প্রান্তর আজ যে নবান্ন উৎসবে মেতেছে, তার পেছনে সবচেয়ে বড় অবদান বাংলার কৃষকদের। নবান্ন উৎসবকে দেশের লোকজ সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কৃষকের যাপিত জীবন, সবুজমাখা প্রকৃতির বৈচিত্র্য আর নদী-নালা, খাল-বিলের জলতরঙ্গ -এসবই আমাদের লোকজ সংস্কৃতির উৎস। আর ছয় ঋতুর পরিবর্তনের বৈচিত্র্য নগরের দালান-কোঠায় বসে যতটা না অনুভব করা যায়, তার চেয়ে অনেক বেশি অনুভব করা যায় বাড়ির উঠোনে বসে, ক্ষেতের আলে বসে বা নদীর পাড়ে বসে।
তিনি আরো বলেন, নাগরিক সভ্যতাকে অস্বীকার করে নয়, লোকজ সংস্কৃতির শেকড়কে শক্তভাবে আঁকড়ে ধরেই নাগরিক সভ্যতার বিকাশ সাধনে এগুনো উচিত। তবেই কেবল আধুনিকতার সাথে সাথে বাঙালির স্বকীয় বৈশিষ্ট্যও ধারণ করতে পারা যাবে।
ষড়ঋতু নিয়ে বাংলায় যত সাহিত্যকর্ম হয়েছে, তা আর কোন ভাষায় হয়েছে কিনা জানা নেই উল্লেখ করে হাসানুল হক ইনু তার বক্তৃতায় রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, বেগম সুফিয়া কামাল, শক্তি চট্টোপাধ্যায় প্রমুখ সাহিত্যিকদের হৈমন্তিক পঙ্ক্তিমালা স্মরণ করেন। 
নবান্ন উৎসবের এ অনুষ্ঠানে আরটিভির চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি, প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, পরিচালক ফিরোজ আলম প্রমুখ বক্তব্য রাখেন।
#

আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩০৭৮
 
কর্মসংস্থান মন্ত্রী’র শোক
 
ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর ) :  
 
চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
 
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, চট্টগ্রামের কৃতিসন্তান, স্থপতি ও দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরীর মৃত্যুতে দেশ একজন নিবেদিত সাংবাদিককে হারালো। তিনি চট্টগ্রাম তথা বাংলাদেশের সংবাদপত্র জগতে তার মেধা ও সৃজনশীলতার উজ্জল স্বাক্ষর রেখেছেন। তার মৃত্যু দেশের সংবাদপত্র জগতের  জন্য একটি অপূরণীয় ক্ষতি যা সহজে  পূরণ হবার নয়।
 
প্রবাসী কল্যাণ মন্ত্রী মরহুম স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী’র আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 
 
#
কিবরিয়া/জাহাঙ্গীর/রিফাত/রফিকুল/শামীম/২০১৭/১৬০৩ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩০৭৭
পূর্বকোণ পত্রিকার সম্পাদকের মৃত্যুতে গণপূর্তমন্ত্রীর শোক 
 
ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর ) :  
 
চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মরহুম স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান|
 
শোকবার্তায় মন্ত্রী বলেন, একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে মরহুম স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী চট্টগ্রাম থেকে পত্রিকা প্রকাশ এবং প্রচারসংখ্যা বাড়িয়ে তা জাতীয় পত্রিকার মর্যাদায় উন্নীত করেন। তিনি পত্রিকার মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরে সরকারকে দেশ পরিচালনায় সহায়তা করেছেন এবং দেশ সেবার মহানব্রত নিয়ে আজীবন কাজ করেছেন। মরহুম স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর মৃত্যুতে এদেশের গণমাধ্যমের যেমন অপুরণীয় ক্ষতি হলো, একইসাথে দেশ একজন একনিষ্ঠ সমাজ সেবককে হারালো।
 
উল্লেখ্য মরহুম স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী আজ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩০৭৬ 
 
সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে  
                                     -রেলপথ মন্ত্রী
 
ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর ) :  
 
রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বর্তমান সরকার রেলখাতের প্রতি অধিক গুরুত্ব দিয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা রেলপথ মন্ত্রণালয় গঠন করেছেন। তার ফলে মন্ত্রণালয় নতুন প্রকল্প গ্রহণ করতে পারছে। এ সরকারের আমলে অনেক প্রকল্প ইতোমধ্যে শেষ হয়েছে। অনেক প্রকল্প চলমান আছে। এগুলো শেষ হলে জনগণ রেলের মাধ্যমে আরো উন্নত সেবা পাবে বলে তিনি উল্লেখ করেন। 
 
মন্ত্রী আজ রেলভবনে বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশনের পুনর্বাসন  প্রকল্পের চুক্তিস্বাক্ষর অনুঠানে এসব কথা বলেন। বাংলাদেশের পক্ষে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. আঃ হাই এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতের কালিন্দী রেল নির্মাণ এর ভাইস প্রেসিডেন্ট ওভারসিস প্রজেক্ট শারদ শর্মা চুক্তিতে স্বাক্ষর করেন। ভারতের লাইন অভ্ ক্রেডিট এর অর্থায়নে প্রকল্পটি নির্মিত হচ্ছে।
 
মন্ত্রী বলেন, রেলখাত এগিয়ে চলেছে। জনগণ এর সুফল পাচ্ছে। ভবিষ্যতে রেলখাত আরো এগিয়ে যাবে। সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। নতুন লাইন নির্মিত হচ্ছে , পুরানো লাইন সংস্কার করা হচ্ছে, নতুন কোচ, ইঞ্জিন আনার মাধ্যমে সেবার পরিধি আরো বাড়ানো হচ্ছে। 
 
প্রকল্পের আওতায় বাঁধ, সেতু নির্মাণ, স্টেশন ভবন, প্ল্যাটফরম, শেড নির্মাণ, লেভেল ক্রসিং, রেল লাইন সংস্কার রয়েছে। এতে মোট মেইনলাইন ৪৪ দশমিক ৭৭ কিলোমিটার এবং লুপলাইন ৭ দশমিক ৭৭ কিলোমিটার সংস্কার করা হবে। চুক্তির শর্ত অনুযায়ী চুক্তির তারিখ থেকে ২৪ মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে।
 
অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ এতে সভাপতিত্ব করেন।
 
#
শরিফুল/রিফাত/রফিকুল/শামীম /২০১৭/১৫১৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩০৭৫
 
বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ কোনো রাজনৈতিক দলের নয়
                                                   -সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
 
ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর ) :  
 
প্রধানমন্ত্রীর নির্দেশে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের লক্ষ্যে আগামী সপ্তাহে সরকার ইতিবাচক পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 
মন্ত্রী আজ জাতীয় প্রেসক্লাব আয়োজিত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
 
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ কোনো রাজনৈতিক দলের নয়, এটি বাঙালির সম্পদ, জাতীয় সম্পদ। এ ভাষণই স্বাধীনতার মূলমন্ত্রে উজ্জীবিত করেছিল মুক্তিকামী জনতাকে। সেদিন এ ভাষণ নেতৃত্ব দিয়েছিল, কর্তৃত্ব করেছিল, শানিত করেছিল চেতনা, যদিও দীর্ঘ সময় ধরে এদেশে এ ঐতিহাসিক ভাষণ প্রচার ছিল নিষিদ্ধ। রেডিও-টেলিভিশনে প্রচার হতো না। মাইকে বাজানোর অপরাধে অনেককেই হতে হয়েছে নিগৃহীত। 
 
জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। 
 
#
 
নাছের/রিফাত/রফিকুল/শামীম/২০১৭/১৫৪০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩০৭৪
Todays handout (8).docx