তথ্যবিবরণী নম্বর : ৫৯২
রাষ্ট্রপতির কাছে দুদকের বার্ষিক প্রতিবেদন ২০১৯ পেশ করলেন দুদক চেয়ারম্যান
বঙ্গভবন, ২৪ মাঘ (৭ ফেব্রুয়ারি) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের নিকট আজ ঢাকায় বঙ্গভবনে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০১৯ পেশ করেন।
দুদক কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান এবং এ এফ এম আমিনুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দুদক চেয়ারম্যান জানান, ২০১৯ সালে ২১ হাজারের অধিক অভিযোগ পাওয়া গেছে। ৮ শতাংশ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে এবং ১৭ শতাংশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, ২০১৯ সালে ৩ হাজার ৪৯৭ কোটি টাকার অধিক জরিমানা হিসেবে আদায় করা হয়েছে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ৪৩৬ কোটি টাকার। এছাড়া দেশে-বিদেশে বিভিন্ন সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে।
সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান সরকারি কর্মকর্তাদের সততা জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে নবম গ্রেড থেকে উপরের কর্মকর্তাদের প্রতিটি ক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুপারিশ করেন। এছাড়া তিনি সিভিল সার্ভিস রিফর্মস কমিশন প্রতিষ্ঠারও সুপারিশ করেন।
দুর্নীতি রোধে কমিশন যে সমস্ত সুপারিশ পেশ করেন সেগুলো বাস্তবায়ন ও মনিটরিং এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন দুদক চেয়ারম্যান।
রাষ্ট্রপতি বলেন, দুর্নীতি উন্নয়নের বড় অন্তরায়। সমাজ থেকে দুর্নীতি রোধ করতে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটি দুর্নীতি মুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে সেজন্য দেশব্যাপী দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি আশা করেন ভবিষ্যতে কমিশন দুর্নীতি রোধে আরো সক্রিয় হবে।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত রাষ্ট্রপতির কার্যালয় মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
#
ইমরানুল/নাইচ/সঞ্জীব/জয়নুল/২০২০/২২১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৯১
‘বঙ্গবন্ধুর দর্শন ও সুনীল অর্থনীতি’ শীর্ষক সেমিনারে উপদেষ্টা ড. গওহর রিজভী
বঙ্গবন্ধু সমুদ্র সীমা বিজয় এবং সুনীল অর্থনীতির ক্ষেত্র তৈরি করে দিয়ে গেছেন
ঢাকা, ২৪ মাঘ (৭ ফেব্রুয়ারি) :
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমুদ্র সীমা বিজয় এবং সুনীল অর্থনীতির ক্ষেত্র তৈরি করে দিয়ে গেছেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র চার বছরের প্রচেষ্টায় প্রতিবেশীর সঙ্গে সীমানা বিরোধ মিটিয়ে বঙ্গোপসাগরে এক লাখ ১৮ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সীমাহীন সম্পদের ওপর দেশের একচ্ছত্র মালিকানা প্রতিষ্ঠা করেছেন।
উপদেষ্টা আজ ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘বঙ্গবন্ধুর দর্শন ও সুনীল অর্থনীতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী।
উপদেষ্টা বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মডেল হিসেবে সুনীল অর্থনীতির সম্ভাবনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের সূচনা ঘটিয়েছেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশ আজকে মধ্যম আয়ের দেশ, উন্নত দেশে যাব- সেটা বঙ্গবন্ধুর দর্শনকে ধারণ করার কারণে। বঙ্গবন্ধুকে প্রতিদিন প্রতিক্ষণ আমরা যদি ধারণ করতে পারি, তাহলেই আমরা এগিয়ে যাব।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনা করছেন বলেই বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ যখন সকল প্রতিবন্ধকতাকে মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে, তখন এই বাংলাদেশকে পিছিয়ে দেয়ার জন্য আজকে আন্তর্জাতিক পরিমন্ডলে ষড়যন্ত্রের ক্ষেত্র তৈরি করা হচ্ছে। কোন ষড়যন্ত্র যেন বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিতে না পারে সে জায়গায় সবাইকে সচেতন থাকতে হবে।
সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম এফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার এডমিরাল (অব.) মোঃ খুরশিদ আলম। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহানের সঞ্চালনায় আলোচনা করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মোঃ জাফর আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. মোঃ কাউসার আহমেদ এবং নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর আবু জাফর মোঃ জালালউদ্দিন।
অনুষ্ঠানে মুজিব জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় প্রকাশিত সংকলন ‘সোনার বাংলায় সুনীল স্বপ্ন’ এর মোড়ক উন্মোচন করা হয়।
#
জাহাঙ্গীর/রোকসানা/মাসুম/নাইচ/সাহেলা/সঞ্জীব/জয়নুল/২০২১/২১৩০ঘণ্টা
Handout Number : 590
Maldives Foreign Minister visits Bangladesh
Dhaka, 7 February :
Foreign Minister of Maldives Mr. Abdulla Shahid is scheduled to pay an official visit to Bangladesh on 8-11 February 2021 upon invitation of Foreign Minister of Bangladesh Dr. A K Abdul Momen.
During the visit, the two Foreign Ministers will hold a bilateral meeting on 9 February 2021 to discuss issues of mutual interest covering the entire gamut of bilateral relations.
The Foreign Minister of Maldives is also expected to pay courtesy calls on the President and the Prime Minister of Bangladesh. The two Foreign Ministers will also witness the signing of an MoU on cooperation between the Bangladesh Foreign Service Academy and the Foreign Service Institute of Maldives.
Bangladesh and the Maldvies share excellent bilateral relation which has been strengthened over the years. Around 80,000 Bangladeshi expatriate workers are currently working in that country.
#
Tohidul/Roksana/Masum/Sanjib/Joynul/2021/2040 Hours
তথ্যবিবরণী নম্বর : ৫৮৯
বিভ্রান্ত না হয়ে দেশের মানুষকে টিকা গ্রহণের আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর
ঢাকা, ২৪ মাঘ (৭ ফেব্রুয়ারি) :
ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত টিকা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ভুল বা অসত্য তথ্য দ্বারা বিভ্রান্ত না হয়ে দেশের মানুষকে টিকা গ্রহণ করতে হবে। সরকার কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের মানুষের স্বার্থ ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আর্থিক, সামাজিক ও জনস্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সংক্রমণ ও মৃত্যুর হার অনেক কম হয়েছে।
ধর্ম প্রতিমন্ত্রী আজ ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী শুরু হওয়া কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ, ইসলামপুর, জামালপুর আয়োজিত টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ভ্যাকসিন পাওয়ায় অগ্রাধিকার প্রাপ্ত নাগরিকদের মধ্য হতে একজন বীর মুক্তিযোদ্ধা এবং ইসলামপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে টিকা প্রদান করে তিনি এ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ সংক্রমণ ও মহামারি পরিস্থিতি মোকাবিলা ও দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রথম পর্যায়ে অক্সফোর্ডের ৭০ লাখ ডোজ ভ্যাকসিন টিকা আমদানি করে অগ্রাধিকার তালিকা করে টিকা প্রদানের ব্যবস্থা করেছেন। পর্যায়ক্রমে দেশের সকল মানুষকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তাহের প্রমুখ।
#
আনোয়ার/রোকসানা/সাহেলা/মোশারফ/আব্বাস/২০২১/২০৪৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৮৮
কৃষিমন্ত্রীর সাথে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল প্রতিনিধিদের সাক্ষাৎ
ঢাকা, ২৪ মাঘ (৭ ফেব্রুয়ারি) :
কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের সাথে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) এক প্রতিনিধিদল আজ ঢাকায় সচিবালয়ে কৃষিমন্ত্রীর অফিসকক্ষে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে ছিলেন বিপিআইসিসির সভাপতি মসিউর রহমান, সহ-সভাপতি শামসুল আরেফিন খালেদ, ওয়ার্ল্ড’স পোল্ট্রি এসোসিয়েশন বাংলাদেশ শাখার সভাপতি আবু লুৎফে ফজলে রহিম খান এবং ফিড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক মোঃ আহসানুজ্জামান।
সাক্ষাৎকালে দেশের পোল্ট্রি শিল্পে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিপিআইসিসির নেতৃবৃন্দ করোনার কারণে পোল্ট্রি শিল্পের সমস্যা তুলে ধরেন। প্রতিনিধিবৃন্দ দেশে ভুট্টার উৎপাদন আরো বাড়াতে মন্ত্রীকে অনুরোধ করেন। তাঁরা বলেন, পোল্ট্রি ফিডের প্রায় সবটাই আসে ভুট্টা থেকে। সেজন্য উৎপাদন বাড়াতে পারলে ফিডের খরচ অনেক হ্রাস পেত।
এছাড়া ফার্মের মুরগির মাংস নিরাপদ ও স্বাস্থ্যকর এই বার্তাটি কীভাবে ভোক্তার নিকট আরো জোরালোভাবে পৌঁছানো যায় সে ব্যাপারে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। এছাড়া, নেতৃবৃন্দ পোল্ট্রি শিল্পে সরবরাহকৃত বিদ্যুৎ বিলের ওপর ২০ শতাংশ রিবেট পুনরায় চালুর অনুরোধ করেন।
মন্ত্রী বলেন, মুরগির মাংস নিরাপদ ও স্বাস্থ্যকর এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে হবে। ফার্মের মুরগিতে মানুষের আগ্রহ বাড়াতে হবে। সে লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। তিনি বলেন, ভুট্টার উৎপাদন আরো বাড়াতে কাজ চলছে। দেশের আবহাওয়া ভুট্টা চাষের জন্য খুবই উপযোগী। দক্ষিণাঞ্চলের লবণাক্ত জমিতেও এখন ভুট্টার ফলন ভালো হচ্ছে। কাজেই, কয়েক বছরের মধ্যেই ভুট্টার উৎপাদন দ্বিগুণ হয়ে যাবে।
বৈঠকে দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়ন ও বিকাশে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে বলে মন্ত্রী প্রতিনিধিদলকে আশ্বাস প্রদান করেন।
#
কামরুল/রোকসানা/সাহেলা/সঞ্জীব/জয়নুল/২০২০/২০৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৮৭
সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় করোনা প্রতিরোধে সফলতার দ্বারপ্রান্তে বাংলাদেশ
---প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
রৌমারী (কুড়িগ্রাম), ২৪ মাঘ (৭ ফেব্রুয়ারি) :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সফলতার দ্বারপ্রান্তে বাংলাদেশ। তিনি বলেন, পৃথিবীর ১২০টির অধিক রাষ্ট্র এখনো করোনা ভ্যাকসিন নিতে পারেনি। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য ও সেরা ব্যবস্থাপনায় বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন এনে জনগণকে রক্ষা করতে সক্ষম হয়েছে। করোনা মহামারিতে দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আজ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর টিকা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা ও সুদূরপ্রসারী চিন্তা করোনাকালে দেশবাসীকে নানাভাবে সাহস যুগিয়েছেন এবং তাঁর ঐকান্তিক প্রচেষ্টাই আজ বাংলাদেশ করোনা প্রতিরোধে সফলতা পেয়েছে। করোনাকালে তিনি যেভাবে প্রণোদনা দিয়ে বাংলার গরিব-দুঃখী মানুষদের পাশে দাঁড়িয়েছেন তা একটি দৃষ্টান্ত। টিকা দিয়ে করোনার হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে তিনি নিজেই দায়িত্ব নিয়েছেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন যাতে সাধারণ মানুষ নিতে না পারে এ জন্য বিরোধী দলের নেতারা অপপ্রচার ও মিথ্যা বিবৃতি ছড়াচ্ছে। এসব গুজবে কান না দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান । তিনি বলেন, নির্ভয়ে টিকা গ্রহণ করুন, এ ভ্যাকসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। রৌমারী উপজেলায় প্রথম ধাপে ৫৭০টি ভায়ালের মাধ্যমে মোট ৫ হাজার ৭০০ জনকে পর্যায়ক্রমে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা হবে।
উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে টিকা গ্রহণ করেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, ডেন্টাল সার্জন ডা. দেলোয়ার হোসেন ভূঁইয়া এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা।
#
রবীন্দ্রনাথ/রোকসানা/সাহেলা/মোশারফ/আব্বাস/২০২১/১৯১৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৮৬
চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণের ফলে বছরব্যাপী
বিভিন্ন মেলার আয়োজন করার সুযোগ হলো
---বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ২৪ মাঘ (৭ ফেব্রুয়ারি) :
চীনের সহায়তায় চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণের ফলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাসহ বছরব্যাপী বিভিন্ন মেলার আয়োজন করার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত চীনা অনুদান সহায়তায় রপ্তানি উন্নয়ন ব্যুরো কর্তৃক বাস্তবায়িত ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’ এর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদানের সময় এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন এবং হাইটেক পার্ক গড়ে তোলা হচ্ছে। এগুলোর বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এতে করে বাংলাদেশে নতুন করে ব্যবসা-বাণিজ্যে ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারীগণ বিনিয়োগ করতে এগিয়ে আসছে। এসকল জোনে চীনের বিনিয়োগকারীগণ বিনিয়োগ করলে লাভবান হবেন। চায়না বাংলাদেশের বড় ব্যবসায়িক অংশীদার। উভয় দেশের বাণিজ্য দিন দিন বাড়ছে। চায়নার সাথে বাংলাদেশের রপ্তানির চেয়ে আমদানি বেশি। বাংলাদেশ রপ্তানি পণ্য তৈরি করতে যন্ত্রপাতি এবং পণ্যের কাঁচামাল চায়না থেকে আমদানি করে বিভিন্ন দেশে রপ্তানি করে। চায়না বর্তমানে বাংলাদেশের ৮ হাজার ২৫৬টি রপ্তানি পণ্যের উপর ডিউটি ফ্রি মার্কেট সুবিধা দিচ্ছে। চীনে বাংলাদেশের তৈরি পোশাক, পাট পণ্য, চামড়াজাত পণ্য রপ্তানি বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক মেলায় নিয়মিতভাবেই অংশগ্রহণ করে থাকে। চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণের ফলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা সহজ হবে। এখন থেকে উন্নত পরিবেশে আধুনিক সুযোগ সুবিধা সংবলিত হলরুমে এ বাণিজ্য মেলা আয়োজন করা সম্ভব হবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশাপাশি বছরব্যাপী এখানে বিভিন্ন মেলার আয়োজন করা সম্ভব হবে। আমাদের এক্সিবিশন সেন্টার না থাকার কারণে বছরব্যাপী নিজস্ব রপ্তানি পণ্যের কোনো প্রদর্শনী কেন্দ্র ছিল না। এখন নিজস্ব রপ্তানি পণ্য প্রদর্শন করার সুযোগ হলো।
উল্লেখ্য, পূর্বাচল নতুন শহরে ২০ একর জমির উপর ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণে ব্যয় হয়েছে ১ হাজার ৩০৩ কোটি টাকা।
চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার হস্তান্তর পত্রে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং চায়নার পক্ষে স্বাক্ষর করেন ঢাকায় নিযুক্ত চায়নার অ্যাম্বাসেডর লি জিমিং।
#
বকসি/রোকসানা/পাশা/মোশারফ/আব্বাস/২০২১/১৯০৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৮৫
কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ২৪ মাঘ (৭ ফেব্রুয়ারি) :
স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষা করে ২৯২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৩৮ হাজার ৬২ জন।
গত ২৪ ঘণ্টায় ১৫ জন-সহ এ পর্যন্ত ৮ হাজার ২০৫ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।
করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৩ হাজার ৩৭২ জন।
#
হাবিবুর/রোকসানা/সাহেলা/মোশারফ/আব্বাস/২০২১/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৮৪
শিল্পোন্নত দেশ গড়তে শিল্পখাতে দক্ষ মানব সম্পদ তৈরির কোনো বিকল্প নেই
---শিল্পমন্ত্রী
ঢাকা, ২৪ মাঘ (৭ ফেব্রুয়ারি) :
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, শিল্পোন্নত দেশ গড়তে শিল্পখাতে দক্ষ মানব সম্পদ তৈরির কোনো বিকল্প নেই। চতুর্থ শিল্প বিপ্লবের সফলতাকে অর্জন করতে কর্মদক্ষতা উন্নয়নের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করতে হবে। শিল্পখাতের ক্রমবর্ধমান উন্নতি ও উৎপাদনশীলতা অর্জনে দক্ষ মানবসম্পদ সৃষ্টির মাধ্যমে অধিকতর জনগোষ্ঠীকে শিল্পখাতের সাথে সম্পৃক্ত করতে হবে।
শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে এবং প্রিজম প্রোগ্রামের টেকনিক্যাল এসিস্ট্যান্স কম্পোনেন্ট এর সহযোগিতায় ভার্চুয়ালি নতুন জাতীয় শিল্পনীতি-২০২১ প্রণয়নের লক্ষ্যে অংশীজন পরামর্শক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন।
শিল্পসচিব কে এম আলী আজম এর সভাপতিত্বে অংশীজন কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
শিল্পমন্ত্রী আরো বলেন, টেকসই অর্থনৈতিক উন্নয়নের একটি অপরিহার্য পূর্বশর্ত হচ্ছে পরিবেশবান্ধব শিল্পায়ন। সে লক্ষ্যে সরকার পরিবেশবান্ধব শিল্প কারখানা গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন। চতুর্থ শিল্প বিপ্লবের সফলতা অর্জনে সরকারি ও বেসরকারি সমন্বিত প্রচেষ্টায় শিল্পায়নের মাধ্যমে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন ও দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধি করাই এ নতুন জাতীয় শিল্পনীতি ২০২১ প্রণয়নের মূল উদ্দেশ্য।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, নতুন জাতীয় শিল্পনীতি-২০২১ প্রণয়নে শ্রমিকদের স্বার্থ ও উদ্যোক্তা উন্নয়নের সর্বাধিক গুরুত্ব প্রদান করা হবে। শিল্পায়নে পরিবেশের গুরুত্বারোপ করে তিনি বলেন, পরিবেশের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে নির্ধারিত স্থানে শিল্প কারখানা স্থাপন করায় বিষয়টি নিশ্চিত করে শিল্পনীতি প্রণয়ন করা হবে। বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে দেশীয় উদ্যোক্তাদের শিল্প কারখানা স্থাপনের বিষয়টি শিল্পনীতিতে অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মশালায় অন্যদের মধ্যে এমসিসিআই, ডিসিসিআই, বিডব্লিউসিসিআই, বিসিআই, এফবিসিসিআই এর সংগঠনের নেতৃবৃন্দসহ শিল্প-বাণিজ্য ও বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ; শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/রোকসানা/সাহেলা/মোশারফ/আব্বাস/২০২১/১৮২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৮৩
কোভিড-১৯ টিকা নিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী
ঢাকা, ২৪ মাঘ (৭ ফেব্রুয়ারি) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান আজ ঢাকায় শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজীতে কোভিড-১৯ এর টিকা নিয়েছেন।
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)'র কর্মকর্তা এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তাগণ আজ ঢাকায় মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেন।
#
সেলিম/রোকসানা/সাহেলা/মোশারফ/রেজাউল/২০২১/১৮০৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৮২
করোনা ভ্যাকসিন নিয়ে নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর
ঢাকা, ২৪ মাঘ (৭ ফেব্রুয়ারি) :
করোনা ভ্যাকসিন নিয়ে বিভিন্ন মহলের নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
মন্ত্রী আজ রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা (কোভিড-১৯) ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়া শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ আহ্বান জানান ।
উল্লেখ্য, এদিন রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে কোভিড-১৯ এর ভ্যাকসিন নেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, ‘পৃথিবীর ১২০টির অধিক রাষ্ট্র এখনো করোনা ভ্যাকসিন নিতে পারেনি। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য ও সেরা ব্যবস্থাপনায় বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছে। করোনা মহামারিতে দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহর থেকে প্রত্যন্ত অঞ্চলেও ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে।’
করোনা ভ্যাকসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে এ সময় আশ্বস্ত করেন মন্ত্রী। অসাধু ব্যক্তির অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সকলকে ভ্যাকসিন গ্রহণে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। একই সাথে সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ জানান তিনি।
দ্রুততম সময়ের মধ্যে জাতির জন্য করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করায় এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
#
ইফতেখার/রোকসানা/পাশা/মোশারফ/আব্বাস/২০২১/১৭৪৫ ঘণ্টা