Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী ২৭ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৬৪৮

বাংলাদেশের শিক্ষার মান আন্তর্জাতিক পরিম-লে স্বীকৃত
                                                                             ---স্পিকার
ঢাকা, ১৩ অগ্রহায়ণ (২৭ নভেম্বর) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষার গুণগতমান
আন্তর্জাতিক পরিম-লে স্বীকৃত। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা  বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় অবতীর্র্ণ হলে অধিকাংশ স্কলারশিপ বাংলাদেশের শিক্ষার্থীরা  অর্জন করতে সক্ষম হবে।
তিনি আজ ঢাকায় হোটেল ওয়েস্টিনে  ব্রিটিশ কাউন্সিল ও ক্যাম্ব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশনস  কর্তৃক  আয়োজিত ক্যাম্ব্রিজ শিক্ষার্থীদের অসাধারণ নৈপূন্যের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে একথা বলেন।
তিনি পাঠ্যপুস্তকের বাইরেও জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীতের প্রতি আহ্বান জানান এবং বর্তমান বিশ্বায়নের  যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে  শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর  গুরুত্বারোপ করেন।
শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তিসহ অন্যান্য শিক্ষার সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে স্পিকার  বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা গণিত, ইংরেজি ভাষা ও   সাহিত্য, পরিবেশ বিজ্ঞান ও শিল্প সংস্কৃতির মতো মৌলিক বিষয়গুলোতে অসাধারণ নৈপুন্যের স্বাক্ষর রাখছে  যা আমাদের জন্য খুবই আশাপ্রদ। তিনি আজকের এই  অর্জনকে আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার বহিঃপ্রকাশ হিসেবে আখ্যায়িত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের ভ্রারপ্রাপ্ত হাইকমিশনার মার্ক ক্লেটন(গধৎশ ঈষধুঃড়হ), ব্রিটিশ কাউন্সিলের আবাসিক পরিচালক জিম স্কার্থ ওবিই (ঔরস ঝপধৎঃয ঙইঊ), ব্রিটিশ   কাউন্সিল
বাংলাদেশের এক্সামিনেশনের পরিচালক দীপ অধিকারী এবং ক্যাম্ব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশনসের
আঞ্চলিক পরিচালক (দক্ষিণ এশিয়া) রুচিরা ঘোষ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে ক্যাম্ব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশনসে ১৩ জন শীর্ষ স্থান অধিকারী বাংলাদেশি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। বাংলাদেশের ৭টি স্কুলের ১৩ জন শিক্ষার্থীকে এ পুরস্কার প্রদান করা হয়।
#

কামাল/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৬/২০৩২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৬৪৭

স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৩ অগ্রহায়ণ (২৭ নভেম্বর) :

    দশম জাতীয় সংসদের স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, আ ফ ম রুহুল হক, মো. ইউনুস আলী সরকার এবং শরিফুল ইসলাম অংশগ্রহণ করেন।

    বৈঠকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল বিল, ২০১৬’ এর ওপর বিস্তারিত আলোচনা হয়। কমিটি ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি বিল, ২০১৬’পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষার পর প্রয়োজনীয় সংশোধন ও সংযোজন আকারে সংসদে উপস্থাপনের সুপারিশ করে।

    কমিটি গোপালগঞ্জ ইডিসিএল (এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড) এর বিল্ডিং নির্মাণ কাজ সমাপ্তের পূর্বেই কারখানার জন্য প্রয়োজনীয় মানসম্মত যন্ত্রপাতি ক্রয় করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। কমিটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জনবল নিয়োগের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। কমিটি দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলোর সুষ্ঠু পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে। তাছাড়া স¦াস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জনবল বৃদ্ধি সংক্রান্ত একটি অর্গানোগ্রাম দ্রুত প্রস্তুতকরণের সুপারিশ করে।

    বৈঠকে বাল্যবিবাহ রোধকল্পে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের সহযোগিতায় গ্রাম-গঞ্জে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত ক্যাম্পিং ব্যবস্থা জোরদার করার সুপারিশ করা হয়।

    বৈঠকে স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।    
#

হালিম/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/১৯৩৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৬৪৬
মওলানা ভাসানী ছিলেন গণমানুষের মুক্তিদূত
                          -- রাশেদ খান মেনন

ঢাকা, ১৩ অগ্রহায়ণ (২৭ নভেম্বর):
    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, মজলুম জননেতা মওলানা ভাসানী ছিলেন আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার গণমানুষের মুক্তিদূত। নিপীড়িত মানবাত্মার রোদন ধ্বনি তাঁকে ব্যথিত ও বিক্ষুব্ধ করতো, তাই ফ্যাসিস্ট-সাম্রাজ্যবাদীর রক্তচক্ষুকে উপেক্ষা করে নির্ভীক চিত্তে উচ্চারণ করছিলেন ‘খামোশ’। পশ্চিম পাকিস্তানি শাসক ও শোষকচক্রের বৈষম্য, বঞ্চনা আর নির্যাতনের  বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়ে তাদেরকে আসসালামুআলাইকুম জানিয়ে দিয়েছিলেন।
    তিনি আজ জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর ৪০ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ভাসানী ফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
    মন্ত্রী বলেন, আজকে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার  চেষ্টা করছে। নাসিরনগর আর গোবিন্দগঞ্জের হামলা একই সূত্রে গাঁথা। এদের উদ্দেশ্য বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রের প্রলেপ দিয়ে এর উন্নয়ন ও অগ্রগতি বিঘিœত করা। এর বিরুদ্ধে প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এখানেই ম্ওলানা ভাসানীর প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত। তিনি মওলানা ভাসানীকে শুধু স্মরণ নয় তাঁকে অনুসরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভাসানী ফ্রন্টের সভাপতি মমতাজ চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, এনডিপি নেতা আলমগীর মুজমদার প্রমুখ বক্তৃতা করেন।
#
মাহবুবুর/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৪৫ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৬৪৫
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৩ অগ্রহায়ণ (২৭ নভেম্বর):
দশম জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক আজ কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, ফাহমী গোলন্দাজ বাবেল, ডা. মো. এনামুর রহমান এবং সাবিনা আক্তার তুহিন বৈঠকে অংশগ্রহণ করেন।
     বৈঠকে ‘পাট বিল, ২০১৬’ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং বিলটি আগামী সংসদ অধিবেশনে পাসের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়।
    এছাড়াও বৈঠকে আগামী ১-৫ এপ্রিল/২০১৭ ঢাকায় অনুষ্ঠেয় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৩৬তম এসেম্বলি/২০১৭ উপলক্ষে এসেম্বলিতে অংশগ্রহণকারী প্রতিনিধিবৃন্দ এবং তাঁদের সাথে আগত অতিথিবৃন্দের সৌজন্যে এসেম্বলি ভেন্যু সংলগ্ন এলাকায় বাংলাদেশের ঐতিহ্যবাহী উৎপাদিত বস্ত্র ও পাটজাত দ্রব্যাদির প্রদর্শনীর প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।
    বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
সাব্বির/সেলিম/সঞ্জীব/মোশারফ/জয়নুল/২০১৬/১৯০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৬৪৪
নদীরক্ষায় দেশবাসীকে উদ্বুদ্ধ করবে তথ্য মন্ত্রণালয়

ঢাকা, ১৩ অগ্রহায়ণ (২৭ নভেম্বর) :     

    নদীরক্ষায় দেশবাসীকে উদ্বুদ্ধ করতে তথ্য মন্ত্রণালয়ের প্রতিটি বিভাগ একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন তথ্য সচিব মরতুজা আহমদ।

    আজ বাংলাদেশ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় নদীরক্ষা কমিশনের সাথে বৈঠকে সভাপতির বক্তৃতায় সচিব এই ঘোষণা দেন। নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম ও সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন বৈঠকে কমিশনের পক্ষে বক্তব্য রাখেন।

    তথ্যসচিব বলেন, ‘বিপুলসংখ্যক নদ-নদী বাংলাদেশের প্রাণ। দেশকে এগিয়ে নিতে নদীরক্ষার কোন বিকল্প নেই। সরকারি সংস্থাগুলোর পাশাপাশি একাজে জনগণকে উদ্বুদ্ধ করা একান্ত প্রয়োজন। আর তথ্য মন্ত্রণালয়ের বিভাগগুলো অত্যন্ত নিষ্ঠার সাথে এ সংক্রান্ত তথ্য জনগণের সামনে তুলে ধরবে।’

    এসময় নদীকে দূষণ-দখল থেকে মুক্ত রাখা এবং এর জলপ্রবাহ ও নাব্যতা রক্ষার বিষয়ে প্রামাণ্যচিত্র, চলচ্চিত্র, কথিকা, নিবন্ধ প্রচার ও গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণে এ বিষয়গুলো অন্তর্ভুক্তির নির্দেশনা দেন মরতুজা আহমদ।

    তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ  শাহজাদী আঞ্জুমান আরা, রোকসানা মালেক, মো. নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক একেএম নেছার উদ্দিন ভূঁইয়া, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী খান, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বেগম কামরুন নাহার, তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইসতাক হোসেনসহ তথ্য এবং নৌপরিবহণ উভয় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে অংশ নেন।
#

আকরাম/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৬৪৩

মালয়েশিয়া থেকে নথি অনুমোদন তথ্যমন্ত্রীর
তথ্য মন্ত্রণালয়ে ই-ফাইলিংয়ের যাত্রা শুরু

ঢাকা, ১৩ অগ্রহায়ণ (২৭ নভেম্বর) :     
 

    ই-ফাইলিং পদ্ধতির চমকপ্রদ সূচনা করেছে তথ্য মন্ত্রণালয়। রোববার ‘নথি’ এ্যাপ্লিকেশনের মাধ্যমে মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ উপস্থাপিত একটি নথিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সুদূর কুয়ালালামপুর থেকে অনুমোদন দিয়ে কার্যকরভাবে এ পদ্ধতির যাত্রা শুরু করলেন। সরকারি অনুদানপ্রাপ্ত ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রের চূড়ান্ত প্রিন্ট পরীক্ষণের একটি প্রস্তাবিত তারিখ ই-ফাইলিংয়ের মাধ্যমে অনুমোদন  দেয়া হয়।

    এর আগে ২৬ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের ধারাবাহিক ই-ফাইলিং প্রশিক্ষণ উদ্বোধনকালে তথ্য সচিব মরতুজা আহমদ বলেন, শুধু প্রশিক্ষণে সীমাবদ্ধ না রেখে ই-ফাইলিং এর বাস্তব প্রয়োগ ঘটাতে হবে। আর তাহলেই কেবল আমরা দেশকে ই-প্রশাসনে উন্নীত করতে পারবো।
#

আকরাম/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭২৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৬৪২
কুয়ালালামপুরে ঢাকার সিনেমা ‘শিকারী’র শুভমুক্তি
দু’দেশের সাংস্কৃতিক সম্পর্কে নূতন মাত্রা
                                        -- তথ্যমন্ত্রী

কুয়ালালামপুর (মালয়েশিয়া) ১৩ অগ্রহায়ণ (২৭ নভেম্বর):
    মালয়েশিয়াতে বাংলাদেশি সিনেমা ‘শিকারী’র বাণিজ্যিক প্রদর্শনী উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ।
    আজ কুয়ালালামপুরের জালান রাজা সড়কে ‘ফেডারেল সিনেমা’ প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী বলেন, ‘কুয়ালালামপুরে শিকারী সিনেমার শুভমুক্তির মাধ্যমে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের মেলবন্ধন রচিত হলো। দু’দেশের সাংস্কৃতিক সম্পর্কে যোগ হলো এক নূতন মাত্রা।’ মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
    মালয়েশিয়ায় বসবাসকারী ও কর্মরত বাংলাদেশিদের উদ্দেশ্যে হাসানুল হক ইনু বলেন, ‘প্রবাস জীবনে দেশের সিনেমা সুস্থ বিনোদন ও দেশের সাথে নৈকট্যের অনুভূতি দেবে।’ এসময় চলচ্চিত্রকে সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘ধর্মের সাথে চলচ্চিত্রের কোনো বিরোধ নেই। চলচ্চিত্রসহ সকল দেশজ সংস্কৃতিচর্চা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।’    
    বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং মালয়েশিয়ার এমবিসি ফিল্ম প্রোডাকশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মালয়েশিয়ার এমবিসি প্রোডাকশনের প্রযোজক রাফি মীর প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিপুলসংখ্যক ভারতীয়, নেপালী ও শ্রীলংকান নাগরিক উদ্বোধন প্রদর্শনীতে উপস্থিত হন।
#
আকরাম/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৪৫ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৩৬৪১
বাণিজ্যমন্ত্রী-মার্কিন রাষ্ট্রদূত বৈঠক
মার্কিন নতুন সরকারের সাথে বাণিজ্য ও
অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির আশা
ঢাকা, ১৩ অগ্রহায়ণ (২৭ নভেম্বর) :                         
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সাথে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাবে। বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে টিকফা চুক্তি স্বাক্ষর করেছে। টিকফার সুফল বাংলাদেশ এখনো পায়নি।
    মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
    মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে টিকফার সভা অনুষ্ঠিত হবার কথা ছিল, এখন এ সভা আগামী মার্চ বা এপ্রিলে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। মন্ত্রী নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ১০০ দিনের কর্মসূচির আওতায় প্রথমেই ট্রান্স পেসেপিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছেন। টিপিপি বাতিল হলে বাংলাদেশ ব্যবসায়িকভাবে লাভবান হবে। টিপিপি ডব্লিউটিও-এর মূলনীতির পরিপন্থী ছিল। টিপিপি বাতিল হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।
    তোফায়েল আহমেদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত টিকফা চুক্তি একে অপরের পরিপূরক। বাণিজ্য সুবিধা বৃদ্ধির জন্যই টিকফা স্বাক্ষর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় ব্যবসায়িক অংশীদার। গত অর্থবছর বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ৬২২০ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে আমদানি করেছে ১০০৬ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। বাংলাদেশের উদ্বৃত্ত বাণিজ্য ৫২১৪ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার।
    সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আগত নতুন সরকারের সাথে বাংলাদেশের চলমান বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে। আলোচনার মাধ্যমে উভয় দেশের অর্থনৈতিক কার্যক্রম আরো বৃদ্ধি পাবে। এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ইউএসটিআর-এর দেওয়া ১৬টি শর্ত পূরণে বাংলাদেশর অগ্রগতি খুবই সন্তোষজনক।
    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব(এফটিএ) মো. শফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
#

বকসি/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮১৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৬৪০
ভারতের মঞ্জুরি সহায়তায় মাদারীপুরে ৭টি উন্নয়ন প্রকল্প
মাদারীপুর, ১৩ অগ্রহায়ণ (২৭ নভেম্বর):
ভারতের মঞ্জুরি সহায়তায় মাদারীপুরে ৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হবে। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় ৩টি এবং রাজৈর উপজেলায় ৪টি প্রকল্প রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে
২ কোটি ৩০ লাখ টাকা। আগামী এক বছরের মধ্যে প্রকল্পগুলোর কাজ শেষ হবে।
আজ মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এবং মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান ও রাজৈর উপজেলার চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া।
অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বাবর আলী মীর এবং পৌর-মেয়র খালিদ হোসেন ইয়াদ এসময় উপস্থিত ছিলেন।
প্রকল্পগুলো হলো: মাদারীপুর সদর উপজেলাধীন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজ উন্নয়ন, চরমুগুরিয়া মার্চেন্ট হাইস্কুল উন্নয়ন ও চরমুগুরিয়া শ্রী-শ্রী কালিবাড়ি মন্দির উন্নয়ন এবং রাজৈর উপজেলাধীন কদমবাড়ি কলেজ উন্নয়ন, আমগ্রাম কৃষ্ণ মন্দির উন্নয়ন, গনেশ পাগলার আশ্রম উন্নয়ন ও কাপালি যুব সংঘ রাধা কৃষ্ণ মন্দির উন্নয়ন ও গনেশ পাগল মন্দির।
সদর উপজেলার তিন প্রকল্পের জন্য ব্যয় হবে ১ কোটি ৩৫ লাখ টাকা এবং রাজৈর উপজেলার ৪টি প্রকল্পের জন্য ব্যয় হবে ৯৫ লাখ টাকা।
নৌপরিবহণ মন্ত্রী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা কৃজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের সহযোগিতার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
#
জাহাঙ্গীর/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৬৩৯

পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৩ অগ্রহায়ণ (২৭ নভেম্বর) :     

দশম জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠক আজ কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মো. ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান, মো. ইয়াসিন আলী এবং মেরিনা রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে ‘বাংলাদেশ জীববৈচিত্র্য বিল, ২০১৬’ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং
সাবকমিটি কর্তৃক প্রণীত বিলের প্রতিবেদনটি আগামী সংসদ অধিবেশনে উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

সাব্বির/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭৫১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৬৩৮
 
ফিদেল ক্যাস্ট্রোর প্রতিকৃতিতে রাশেদ খান মেননের শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ১৩ অগ্রহায়ণ (২৭ নভেম্বর) :                             
    বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বিপ্লবী সমাজতন্ত্রের অতন্দ্র প্রহরী ও সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের পুরোধা কমরেড ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে তিনদিন ব্যাপী শোক পালন করছে। এই শোক পালনের প্রথম দিনে সকাল সাড়ে দশটায় পার্টি কার্যালয় সংলগ্ন শহীদ আসাদ মিলনায়তনে কমরেড ফিদেল ক্যাস্ট্রোর প্রতিকৃতি স্থাপন করা হয় ও তাতে পার্টির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের নেতৃত্বে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড হাজেরা সুলতানা, কমরেড কামরুল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড এনামুল হক এমরান, কমরেড দীপঙ্কর সাহা দীপু, কমরেড আমিরুল হক আমিন, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড জাকির হোসেন রাজু, ঢাকা মহানগর কমিটির সভাপতি কমরেড আবুল হোসাইন, কমরেড জাহাঙ্গীর আলম ফজলু প্রমুখ নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন গণসংগঠনও ক্যাস্ট্রোর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

    রাশেদ খান মেনন বলেন, ফিদেল ক্যাস্ট্রো কেবল তাঁর দেশের নেতাই ছিলেন না, অন্যান্য দেশের নিপীড়িত মানুষের সংগ্রামে তাদের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর নিঃশর্ত সমর্থন এবং একেবারে প্রথম পর্যায়েই স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের ঘটনা এদেশের মানুষ চিরকাল স্মরণ করবে। তিনি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। সা¤্রাজ্যবাদের অবরোধের বিরুদ্ধে তার নেতৃত্বে কিউবার জনগণের অসমসাহসী লড়াই এক অনন্য ইতিহাস। দুপুরে রাশেদ খান মেননের নেতৃত্বে ও ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ বনানীস্থ কিউবা অনারারি কনসাল জেনারেল কার্যালয়ে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন।

    আগামী ২৯ নভেম্বর বিকেল সাড়ে তিনটায় শহীদ আসাদ মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির উদ্যোগে শোক সভার মধ্য দিয়ে শোক পালনের কর্মসূচি শেষ হবে।
#

তুহিন/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭৪৯ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৬৩৭

আল্লামা জালালুদ্দিন আল-কাদেরীর ইন্তেকালে ধর্মমন্ত্রীর শোক

ঢাকা, ১৩ অগ্রহায়ণ (২৭ নভেম্বর) :                             
                                                                                    
    ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অভ্ গভর্নরস-এর গভর্নর, চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব আল্লামা জালালুদ্দিন আল-কাদেরীর ইন্তেকালে শোক জানিয়েছেন।

    আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, আল্লামা জালালুদ্দিন আল-কাদেরীর ইন্তেকালে দেশ একজন প্রকৃত আলেমে দ্বীন ও ইসলামী শিক্ষাবিদকে হারাল। তিনি বলেন, মরহুম আল্লামা জালালুদ্দিন আল-কাদেরী বিভিন্ন ক্ষেত্রে ইসলামী জ্ঞান বিতরণের মাধ্যমে ইসলামের সেবায় নিবেদিত ছিলেন। ইসলামের বিভিন্ন বিষয়ে তাঁর পা-িত্যপূর্ণ আলোচনা, খুতবা ও ওয়াজ মাহফিল ধর্মপ্রাণ মুসলমানকে সমৃদ্ধ করেছে। তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়া মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতার মাধ্যমে ইসলামী শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রেখেছেন। ইসলামের সেবায় তাঁর অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

    ধর্মমন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
#

আনোয়ার/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/১৭২২ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৬৩৬


রিক্রুটিং এজেন্সির লাইসেন্স পুনর্বহাল

ঢাকা, ১৩ অগ্রহায়ণ (২৭ নভেম্বর) :


    রিক্রুটিং এজেন্সি আল-আব্বাস ইন্টারন্যাশনাল (আরএল-২৪৮)-এর লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত আদেশটি প্রত্যাহার করা হয়েছে।  
#

হাছানাত/অনসূয়া/নুসরাত দীপংকর/সাহেলা/আসমা/২০১৬/১৫৩০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                            নম্বর: ৩৬৩৫

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র  বৈঠক
ঢাকা, ১৩ অগ্রহায়ণ (২৭ নভেম্বর):
জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৯তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটি মন্ত্রণালয় বা এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে যেসব গুরুত্বপূর্ণ প্রকল্প প্রণয়ন পর্যায়ে রয়েছে সেগুলোর ব্যাপারে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে জরুরি ভিত্তিতে একনেক সভায় অনুমোদন সাপেক্ষে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে।  
বৈঠকে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম বৃদ্ধি ও এর গুণগতমান বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটি মন্ত্রণালয় ও এর অধীন সকল ধরণের প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর তা সফলভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা পর্যবেক্ষণ করার সুপারিশ করে।
কমিটির সভাপতি বেগম রেবেকা মমিন-এর সভাপতিত্বে কমিটির সদস্য মোছা. মাহাবুব আরা বেগম গিনি, নাসরিন জাহান রতœা, ফজিলাতুন নেসা ও মনোয়ারা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
রুমা/অনসূয়া/নুসরাত/দীপংকর/গিয়াস/রেজ্জাকুল/শামীম/২০১৬/১৪১৭ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৬৩৪
মোহাম্মদ হানিফের দশম মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ১৩ অগ্রহায়ণ (২৭ নভেম্বর) :

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ হানিফের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
    “ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত সফল মেয়র এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি মোহাম্মদ হানিফের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
    মোহাম্মদ হানিফ ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। বাঙালির মুক্তিসনদ-৬ দফা ঘোষণার সময় থেকে তিনি জাতির পিতার একান্ত সহকারি হিসেবে গভীর নিষ্ঠা ও অত্যন্ত বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে আছে। স্বৈরাচারবিরোধী গণআন্দোলনেও এই অকুতোভয় নেতা বলিষ্ঠ ভূমিকা পালন করেন।
    বিএনপি-জামাত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় স্বাধীনতাবিরোধী অপশক্তি ২০০৪ সালের ২১ আগস্ট আমাকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালায়। সেদিন মোহাম্মদ হানিফ মানবঢাল তৈরি করে আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। মস্তিষ্কসহ তাঁর শরীরের বিভিন্ন অংশে গ্রেনেডের অসংখ্য স্পিøন্টারে তিনি মারাত্মকভাবে আহত হন। দীর্ঘ চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও মস্তিষ্কের স্পিøন্টার নিয়েই তিনি মৃত্যুবরণ করেন।     
    বাংলাদেশ আওয়ামী লীগ তথা বাংলাদেশের একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত দেশপ্রেমিক নেতা হিসেবে মোহাম্মদ হানিফ আজীবন এদেশের মানুষের অন্তরে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় প্রোথিত থাকবেন।
    আমি আশা করি, মোহাম্মদ হানিফের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে এ প্রজন্মের রাজনৈতিক কর্মীগণ দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হবে। দেশ ও জাতির কল্যাণে আরো নিবেদিত হয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে অংশীদার হবে।
    আমি মোহাম্মদ হানিফের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তাঁর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।       
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#

নজরুল/অনসূয়া/নুসরাত/দীপংকর/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৪০০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                    &nb

Todays handout (10).docx