Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd এপ্রিল ২০২৫

তথ্যবিবরণী ৩ এপ্রিল ২০২৫

তথ্যবিবরণী                                                                                                             নম্বর: ৩১১৯

প্রকাশিত সংবাদ সম্পর্কে ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা কর্তৃপক্ষের বিবৃতি

ঢাকা, ২০ চৈত্র (৩ এপ্রিল): 

সম্প্রতি কিছু অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারের উপদেষ্টা এবং প্রাক্তন ছাত্র সমন্বয়কদের জন্য ফ্রি রুম এবং অন্যান্য পরিষেবা প্রদান সংক্রান্ত অসত্য এবং বিভ্রান্তিকর তথ্য সম্পর্কিত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। এ ধরনের সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট সাংবাদিক ও মিডিয়া হাউসের উচিত ছিলো হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা। সেটা না করে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, এ ধরনের প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং এর কোনো সত্যতা নেই।

অসত্য তথ্য প্রচারের মাধ্যমে আমাদের হোটেল, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সুনাম ক্ষুণ্ণ করার এই প্রচেষ্টাকে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এ বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি। এ ধরনের মানহানিকর খবর ছড়ানোর জন্য দায়ী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

আমরা আশা করি ভবিষ্যতে এ ধরনের সংবাদ পরিবেশন থেকে সংশ্লিষ্ট গণমাধ্যম বিরত থাকবে।

বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (বিএসএল) প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

                              #

মাহবুবুর/নোবেল/সঞ্জীব/কানাই/২০২৫/১৭৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর: ৩১১৮

ভারত থেকে ১০ হাজার ৮৫০ মেট্রিক টন চাল নিয়ে  mv HT UNITE জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

ঢাকা, ২০ চৈত্র (৩ এপ্রিল): 

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) ভারত থেকে ১০ হাজার ৮৫০ মেট্রিক টন সিদ্ধ  চাল নিয়ে mv HT UNITE জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক ৩ লাখ ৬ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

                                     #
ইমদাদ/নোবেল/সঞ্জীব/কানাই/২০২৫/১৭২৬ ঘণ্টা

2025-04-03-15-39-6c68ffbc38ea8447ae2fb8006e1cba30.docx