Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জুলাই ২০২৪

তথ্যবিবরণী ১৮ জুলাই ২০২৪

তথ্যবিবরণী                                                                                               নম্বর: ২৪৩   

 

১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনার তদন্তে

এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে

 

ঢাকা, ৩ শ্রাবণ (১৮ জুলাই) : 

 

          ১৬ জুলাই ২০২৪ তারিখে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় ০৬ (ছয়) জন নিহত হওয়া এবং সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তের জন্য ১ (এক) সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরু্জ্জামানকে এই কমিশনের দায়িত্ব প্রদান করা হয়েছে।  

 

কমিশন উক্ত তারিখে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় ০৬ (ছয়) জন ব্যক্তির মৃত্যুর কারণ উদঘাটন ও তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিতকরণ এবং সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিত করবে। আগামী ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে সরকারের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

 

আজ মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

 

#

 

মাহবুব হোসেন/শফি/রানা/রফিকুল/সেলিম/২০২৪/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ২৪২

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ৩ শ্রাবণ (১৮ জুলাই):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১০ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ১৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৬৫ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৮ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৮ হাজার ৭৭২ জন।

#

 

দাউদ/শফি/রানা/রফিকুল/শামীম/২০২৪/১৮২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর: ২৪১    

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ৩ শ্রাবণ (১৮ জুলাই) : 

 

সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:

মূলবার্তা :

          ‘গত ১৬ জুলাই ২০২৪ তারিখে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় ০৬ (ছয়) জন নিহত হওয়া এবং সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তের জন্য এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরু্জ্জামানকে এই কমিশনের দায়িত্ব প্রদান করা হয়েছে। কমিশন আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করবে।- মন্ত্রিপরিষদ বিভাগ।’

 

#

মাহবুব হোসেন/শফি/রানা/রফিকুল/আব্বাস/২০২৪/১৮০০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর: ২৪০

 

দক্ষতানির্ভর ও কর্মমুখী মানবসম্পদ হিসেবে দেশের তরুণ প্রজন্মকে গড়ে তোলা হচ্ছে

                                                                            -- তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

ঢাকা, ৩ শ্রাবণ (১৮ জুলাই):

 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শুধু সনদমুখী বা উচ্চশিক্ষামুখী, ঢাকা কিংবা বিদেশমুখী না হয়ে দক্ষতানির্ভর ও কর্মমুখী মানবসম্পদ হিসেবে দেশের তরুণ প্রজন্মকে তৈরি করা হচ্ছে। তিনি বলেন, ৪র্থ শিল্পবিপ্লবের এই ইন্টেলিজেন্স যুগে প্রতিযোগিতার বিশ্ববাজারে বাংলাদেশের তরুণ প্রজন্মকে নেতৃত্বের আসনে আসীন করতে হলে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। স্মার্ট নাগরিক ও স্মার্ট সমাজব্যবস্থা গড়ে তুলতে হলে শুধু শিক্ষাব্যবস্থার অন্তর্ভুক্ত হলেই হবে না; শিক্ষাব্যবস্থার বাইরে একটা নলেজ ইকোসিস্টেম গড়ে তুলতে হবে এবং আমাদের মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন আনতে হবে।

 

প্রতিমন্ত্রী আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘দীক্ষা-দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে’ প্রকল্পের আওতায় নির্মিত ২০টি কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

‘একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হলেও প্রযুক্তির নিত্য নতুন উদ্ভাবন ও প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে দক্ষতা অর্জন করতে না পারলে ৪র্থ শিল্পবিপ্লবের যুগে হয়তো প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দিতার বাজারে অপ্রয়োজনীয় হয়ে যেতে পারি। সেই আশঙ্কা ও প্রয়োজনীয়তা থেকে গবেষক, উদ্ভাবক ও দার্শনিকরা চিন্তা করছেন কীভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আগামীর প্রযুক্তি দক্ষতায় দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা যায়। তিনি বলেন, দক্ষতা উন্নয়নের পাশাপাশি আমাদের শিক্ষাব্যবস্থার বাইরে একটা ব্লেন্ডেড নলেজ ইকোসিস্টেম গড়ে তোলা প্রয়োজন।

 

প্রতিমন্ত্রী পলক বলেন, ৪র্থ শিল্পবিপ্লবের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ রূপকল্পের সফল বাস্তবায়ন করতে হলে আমাদের দক্ষতা অর্জন করতে হবে। সেজন্য আমাদের প্রথাগত শিক্ষাপদ্ধতির পরিবর্তনের পাশাপাশি আমাদের শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, আমাদের শিক্ষকদের রোল’টা শুধু শিক্ষকতা না হয়ে মেন্টরিং হতে হবে। কোনো শিক্ষার্থী কারিকুলামের বাইরে কিছু শিখতে চাইলে তাকে সঠিক প্ল্যাটফর্ম দেখিয়ে দিতে হবে। দীক্ষা ও মুক্তপাঠের মতো এমন অনেক প্ল্যাটফর্ম আছে, আমাদের শিক্ষার্থীদেরকে এই প্ল্যাটফর্মগুলোতে যুক্ত করতে হবে।

 

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আতাউর রহমান খান, এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মামুনুর রশীদ ভূঞা এবং দীক্ষা প্রকল্পের পরিচালক মোহাম্মদ কবীর হোসেন।

 

পরে প্রতিমন্ত্রী ‘দীক্ষা-দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে’ প্রকল্পের আওতায় নির্মিত ২০টি কোর্সের উদ্বোধন করেন।

 

চলমান পাতা/২

--০২--

 

অনুষ্ঠান শেষে সমসাময়িক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে গুজব, মিথ্যা ও অপপ্রচার করাটাকে একটা অস্ত্র হিসাবে বেছে নিয়েছে। শুধু দেশের ভেতরে না দেশের বাইরে থেকে কিছু কনটেন্ট বুস্ট করা হচ্ছে। একদিকে যে রকম আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা রক্ষার্থে চেষ্টা করছে, আমরা সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাইবার প্ল্যাটফর্মে চেষ্টা করছি। দেশের নাগরিকদের এবং রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থের যে জায়গায় যে ধরনের ভূমিকা নেওয়া উচিত বা প্রয়োজন সেটাই আমরা চেষ্টা করছি।

 

জুনাইদ আহমেদ আরো বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বার্থান্বেষী মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। পরিবেশ পরিস্থিতির প্রয়োজনীয়তার প্রেক্ষিতে গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার স্বার্থে আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি এবং যত দ্রুত পরিবেশটা নিয়ন্ত্রণে আসবে আইনশৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং আমরা এই আশঙ্কা থেকে মুক্ত হতে পারব।

 

প্রতিমন্ত্রী আরো উল্লেখ করেন, ফিজিক্যাল এবং ডিজিটাল নিরাপত্তা দুটোই এখন আমাদের সমানভাবে বিবেচনা নিতে হচ্ছে। এই কারণে সাংবাদিক বন্ধুগণ, গণমাধ্যম ও সকল নাগরিকের কাছে আমরা সহযোগিতা কামনা করছি। তিনি বিনয়ের সাথে সবাইকে ধৈর্য্য ধরে এই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

 

#

 

বিপ্লব/শফি/রানা/রফিকুল/সেলিম/২০২৪/১৮৫০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর: ২৩৯

 

আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে চায় সরকার

                                                                                       -- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

 

ঢাকা, ৩ শ্রাবণ (১৮ জুলাই):

 

কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে সরকার শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

 

আজ দুপুরে কোটা নিয়ে চলমান আন্দোলন বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ কথা জানান।

 

এ বিষয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বেশ কিছু ইতিবাচক বার্তা পেয়েছি। তারা বলেছে যে, তারা পড়ার টেবিলে ফিরতে চায়। আমরাও চাই তারা পড়ার টেবিলে ফিরুক। তাদের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, তারা সরকারের কাছ থেকে দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে সমাধানের পথ খুঁজছে। সরকারও সমাধানই করতে চায়। তিনি বলেন, কোটা নিয়ে আন্দোলনকারীরা আলোচনার পথে যেতে চায়। সরকারের পক্ষ থেকেও আলোচনার দরজা খোলা আছে।

 

তথ্য প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা সবচেয়ে ইতিবাচক যে বক্তব্যটি দিয়েছে তা হলো, চলমান ভাঙচুর, অগ্নিকাণ্ড ইত্যাদির সাথে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ কোনোভাবেই জড়িত নয়। অর্থাৎ, তারা স্বীকার করে নিয়েছে যে, আন্দোলনের নামে সহিংসতা ও সন্ত্রাস হচ্ছে। আমি তাদের ধন্যবাদ জানাই যে তারা এই সহিংসতা ও সন্ত্রাসকে নিন্দা জানিয়েছে।

 

প্রতিমন্ত্রী আরো জানান, এ বিষয়ে আমাদের বক্তব্য একই। প্রধানমন্ত্রীও বলেছেন, তিনি বিশ্বাস করেন শিক্ষার্থীরা সহিংসতার সাথে জড়িত নয়, এখানে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে। আন্দোলনকারীরা আরো বলেছে, চলমান আন্দোলনে কেউ সহিংসতা করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর দায়ভার নিবে না। আমরা মনে করি, যেহেতু আন্দোলনের ভিতরে সন্ত্রাস ও সহিংসতার উপাদানগুলো দৃশ্যমান, কাজেই আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

 

মোহাম্মদ আলী আরাফাত বলেন, আন্দোলনকারীরা পরিষ্কার বলেছে, তাদের আন্দোলনকে কেউ যেন ভিন্নখাতে প্রবাহের প্রচেষ্টা না করে। অর্থাৎ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তাদের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা আছে- যা আমাদেরও অভিমত এবং প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে এ বিষয়টিও উল্লেখ করেছেন।

 

এমতাবস্থায়, আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন এবং আমরা মনে করি তৃতীয় পক্ষের অসাধু সুযোগ নেয়ার অপচেষ্টা রোধের জন্য আমরা আন্দোলনকারী শিক্ষার্থী নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসে একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে চাই, যেন শিক্ষার্থীরা তাদের বক্তব্য অনুযায়ী পড়ার টেবিলে ফিরতে পারে।

#

 

ইফতেখার/শফি/রানা/রফিকুল/সেলিম/২০২৪/১৭৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর: ২৩৮

মরিশাসের শ্রমমন্ত্রীর সাথে সেদেশে

নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

 

পোর্ট লুইস (মরিশাস), ১৮ জুলাই:

মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জকি আহাদ আজ মরিশাস প্রজাতন্ত্রের শ্রম, মানবসম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ মন্ত্রী সুদেশ সাতকাম ক্যালিচার্নের সাথে সাক্ষাৎ করেছেন।

মরিশাসের শ্রমমন্ত্রী হাইকমিশনার জকি আহাদকে তাঁর অফিসে অভ্যর্থনা জানান এবং উভয় পক্ষ বাংলাদেশ ও মরিশাসের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। হাইকমিশনার মরিশাসের শ্রমমন্ত্রীকে অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান। সাক্ষাতকালে উভয় পক্ষ বাংলাদেশ ও মরিশাসের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক অভিন্ন স্বার্থ সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন।

উভয় দেশের উচ্চপর্যায় সফর, মারিশাসে বাংলাদেশি কর্মী নিয়োগ ও রেমিট্যান্স প্রেরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তাঁরা আলোচনা করেন। কর্মী নিয়োগ বিষয়ে আলোচনার সময় হাইকমিশনার বাংলাদেশ থেকে আরো দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগসহ রেমিট্যান্স প্রেরণের সুযোগ তৈরির বিষয়ে গুরুত্বারোপ করেন। মরিশাসের শ্রমমন্ত্রী প্রক্রিয়াধীন সমঝোতা স্মারক চূড়ান্তকরণে বাংলাদেশ হাইকমিশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

হাইকমিশনার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পক্ষ থেকে মরিশাস প্রজাতন্ত্রের শ্রমমন্ত্রী সুদেশ সাতকাম ক্যালিচার্নকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

#

জাহাঙ্গীর/ফাতেমা/সিরাজ/আলী/মানসুরা/২০২৪/১৬৩০ ঘণ্টা

2024-07-18-14-45-a51cb677ef76fc7a9701508268497998.docx