Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ডিসেম্বর ২০১৭

তথ্যবিবরণী 10.12.2017

তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৩৩৭২
মুক্তিযোদ্ধাদের সকল তথ্য ওয়েবসাইটে দেয়া আছে
                              --- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ময়মনসিংহ, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের সকল তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (িি.িসড়ষধি.মড়া.নফ) দেয়া আছে। এখন বিশ্বের যেকোন প্রান্ত থেকে একজন মুক্তিযোদ্ধা তার তথ্য দেখতে পারবেন। আর কষ্ট করে মন্ত্রণালয়ে যাওয়ার প্রয়োজন হবে না।
আজ ময়মনসিংহ জেলা মুক্তমঞ্চে ময়মনসিংহ মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, জীবিত সকল মুক্তিযোদ্ধার বক্তব্য রেকর্ড করে সংরক্ষণ করা হবে। পরে তা উপজেলা ও ইউনিয়নভিত্তিক সংকলন করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রকল্প নেয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রত্যেক মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনের হবে, যাতে একশ বছর পরেও মানুষ চিনতে পারে এটা মুক্তিযোদ্ধার কবর।
ময়মনসিংহ জেলা প্রশাসক খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ডা. এম আমান উল্লাহ। আলোচনায় অংশ নেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এডভোকেট নুরুজ্জামান খোকন, ময়মনসিংহ সেক্টরস কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল মোমেন প্রমুখ। 
পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
#
মারুফ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/২০৪০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                নম্বর : ৩৩৭১
মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত
উখিয়া (কক্সবাজার), ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে। 
উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ১৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৩০ ট্রাকের মাধ্যমে ১২ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১ হাজার ২ শত ৫০ প্যাকেট শুকনো খাবার, ৫ শত ২৮ প্যাকেট শিশু খাদ্য, ৩১ হাজার ৪ শত ৬১ পিস গৃহস্থালিসামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  
#
সাইফুল/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                 নম্বর : ৩৩৭০
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
উখিয়া (কক্সবাজার), ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) : 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
আজ কুতুপালং -১ ক্যাম্পে ১ হাজার ৩ শত ৩৫ জন পুরুষ, ১ হাজার ৮ শত ৩৪ জন নারী মিলে ৩ হাজার ১ শত ৬৯ জন, কুতুপালং-২ ক্যাম্পে ১ হাজার ১ শত ৩৬ জন পুরুষ, ১ হাজার ৫ শত ১ জন নারী মিলে ২ হাজার ৬ শত ৩৭  জন, নোয়াপাড়া ক্যাম্পে ৬ শত ৮৩ জন পুরুষ, ৭ শত ৮৮ জন নারী মিলে ১ হাজার ৪ শত ৭১ জন, থাইংখালী-১ ক্যাম্পে ৭ শত ৭৯ জন পুরুষ, ৮ শত ৭৪ জন নারী মিলে ১ হাজার ৬ শত ৫৩ জন,  থাইংখালী-২ ক্যাম্পে ৪ শত ৫৫ জন পুরুষ, ৩ শত ৯৭ জন নারী মিলে ৮ শত ৫২ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৩২ জন পুরুষ, ১ হাজার ৪৯ জন নারী মিলে ২ হাজার ৮১ জন, ঊনচিপ্রাং ক্যাম্পে ৭ শত ৯৯ জন পুরুষ, ৮ শত ৮৩ জন নারী মিলে ১ হাজার ৬ শত ৮২ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ১৩ হাজার ৫ শত ৪৫ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৮ লাখ ৪ শত ৭১ জনের নিবন্ধন করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩ শত ৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ শত ৭৮ জন মেয়ে। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭ শত ৭১ জন।
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক সংখ্যা ৬ লাখ ৩৯ হাজার ৩ শত ২০ জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে। ২৫ আগস্ট ২০১৭ এর পূর্বে আগত মিয়ানমার নাগরিকের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৬০ জন।
#   
সাইফুল/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/২০০৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                 নম্বর : ৩৩৬৯
বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে স্পষ্ট করেন অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয়
                                                           -- বিমান ও পর্যটন মন্ত্রী
মাস্কাট (ওমান), ১০ ডিসেম্বর :
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাজনীতির আদর্শ প্রতিষ্ঠায় এদেশের মানুষ দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করে আসছিলেন, ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু তা আরো স্পষ্ট করেন। তাই মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত বাংলাদেশকে যারা মৌলবাদ আর সাম্প্রদায়িক তকমা পরাতে চায় তাদের বিরুদ্ধে প্রবাসীসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে কাজ করতে হবে। 
বিমানমন্ত্রী আজ জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় ওমানের রাজধানী মাস্কাটের বাংলাদেশ স্কুল থেকে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালিপূর্ব সমাবেশে একথা বলেন। র‌্যালিতে উপস্থিত ছিলেন ওমানে নিযুক্ত বাংলদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার, বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মেজর (অব.) নাসিরউদ্দিন, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এটিএম নাসির মিয়া, স্থানীয় আওয়ামী লীগ ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। 
র‌্যালিতে ওমানের বাংলাদেশি বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বাংলাদেশ অ্যাম্বাসির কর্মকর্তা-কর্মচারী, ওমান প্রবাসীসহ প্রায় ২০০০ বাংলাদেশি অংশ নেন।
#
তুহিন/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/১৯৪৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৩৩৬৮
স্পিকারের সাথে গভর্নেন্স এডভাইজারের সাক্ষাৎ
ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) :
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি’র সিনিয়র গভর্নেন্স এডভাইজার ফ্রাঙ্কলিন ডি ভ্রাইজে (ঋৎধহশষরহ উব ঠৎরবুব) আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা সংসদীয় গণতন্ত্র, সংসদীয় কার্যক্রম ও সংসদীয় উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী জাতীয় সংসদ পরিচালিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা লাভের অব্যবহিত পরে ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। বর্তমানে সংসদের কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া ও  সংসদীয় কমিটির কার্যক্রম ফলপ্রসূভাবে গতিশীল রয়েছে।
ফ্রাঙ্কলিন ডি ভ্রাইজে বাংলাদেশ জাতীয় সংসদের  সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদানে আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশ জাতীয় সংসদের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করায় স্পিকার তাঁকে ধন্যবাদ জানান। এসময় তিনি সংসদীয় গবেষণা, নারী সংসদ সদস্যদের উন্নয়ন ও জলবায়ুর পরিবর্তন বিষয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।
#
তারিক/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৯৩০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                              নম্বর : ৩৩৬৭
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাথে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের সমঝোতা স্মারক
ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) :
সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়সমূহে অধ্যয়নরত কিশোর-কিশোরীদের মূল পাঠ্যক্রমের পাশাপাশি বয়ঃসন্ধি স্বাস্থ্য উন্নয়ন, টিকা, হাতধোয়া, মাসিককালীন পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর টয়লেট ব্যবহার, বাল্যবিবাহ প্রতিরোধ, পুষ্টিজ্ঞান, ঝরেপড়া রোধ, পাঠাভ্যাস গড়েতোলা, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধকরণ, নৈতিক মূল্যবোধের অবক্ষয়রোধ এবং মাদক ও জঙ্গিবাদের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাথে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 
আজ ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন এবং স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও ফারজানা ব্রাউনিয়া নিজ নিজ পক্ষে স্মারকে স্বাক্ষর করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
এসময় শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিশুরা যাতে ভালোস্বাস্থ্য, ভালোমন এবং অধিকার নিয়ে এগিয়ে যেতে পারে, সেজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। বয়ঃসন্ধিকালে মেয়েরা বিভিন্ন সমস্যায় পড়ে। এ বিষয়গুলো আমরা পাঠ্যপুস্তকে নিয়ে এসেছি। এখন এ বিষয়গুলো সবাই বুঝার চেষ্টা করছে। প্রতিটি নতুন স্কুলভবনে টয়লেটের ব্যবস্থা রাখা হচ্ছে। তিনি বলেন, স্বর্ণকিশোরী উদ্যোগ মেয়েদের  উজ্জীবিত করবে এবং সাবির্কভাবে এগিয়ে নিতে সহায়তা করবে।
#
আফরাজুল/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/১৮৫৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৩৩৬৬
বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা পূরণে দেশীয় প্রতিষ্ঠানসমূহের অবদান রাখার সুযোগ সৃষ্টি হয়েছে
                                                                              --- বিদ্যুৎ প্রতিমন্ত্রী 
ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা পূরণে দেশীয় প্রতিষ্ঠানসমূহের আরো অবদান রাখার সুযোগ সৃষ্টি হয়েছে। পাবলিক সেক্টরেরও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে যেকোন পরিস্থিতি মোকাবিলা করার। বিগত কয়েকবছর গড়ে ৯০০-১০০০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোজিত হলেও আগামী বছর তা বেড়ে দাঁড়াবে ৩০০০ মেগাওয়াট।  
প্রতিমন্ত্রী, আজ বিদ্যুৎভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেডের সাথে বিদ্যুৎ ক্রয়চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন,  নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া এখন সময়ের ব্যাপার। ৩৬টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে, ৫৬টি অপেক্ষমান। এভাবেই ডিসেম্বর ২০১৮ এর মধ্যে ৪৬০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। 
চুক্তিতে স্বাক্ষর করেন পিডিবি’র সচিব মীনা মাসুদ উজ্জামান ও সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেডের মহাপরিচালক মোঃ মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিপিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ এবং সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বক্তব্য রাখেন।
#
আসলাম/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৪০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                নম্বর : ৩৩৬৫
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য নিয়োগ
ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) :
বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ নুরুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রহমত উল্লাহকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে পাঁচ বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ৩(২) এবং ৩(৩) মোতাবেক রাষ্ট্রপতি এই নিয়োগ প্রদান করেছেন।
#
জহিরুল হক/সেলিম/শেফায়েত/মোশারফ/রেজাউল/২০১৭/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                নম্বর : ৩৩৬৪
ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান স্পিকারের
ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মানবাধিকারের সার্বজনীন ঘোষণা অনুযায়ী বিশ্বের সকল মানুষের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখতে একতাবদ্ধ হতে হবে। এসময় তিনি সুন্দর-শান্তিময় আগামী নিশ্চিতের জন্য ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ গড়ারও আহ্বান জানান। তিনি আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ কর্তৃক  আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে আয়োজিত “চৎড়সড়ঃরহম  ঊয়ঁধষরঃু, ঔঁংঃরপব ধহফ ঐঁসধহ উরমহরঃু’’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
স্পিকার বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানবাধিকার প্রতিষ্ঠায় আজীবন লড়াই-সংগ্রাম করেছেন। তাঁর অবিসংবাদিত নেতৃত্বে জাতি পেয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭২ সালে দেশের জন্য প্রথম সংবিধান প্রণয়ন করা হয়। এই সংবিধানের ১১ অনুচ্ছেদে গণতন্ত্র ও মানবাধিকারকে রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়। সংবিধানের তৃতীয়ভাগে মৌলিক অধিকারসমূহ সংযোজন করা হয়। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ সম্প্রতি মানাবিক কারণে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জণগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দিয়ে মানবাধিকার রক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মানবতার এ নিদর্শন স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ববাসীর কাছে “মাদার অব হিউম্যানিটি” হিসেবে আখ্যায়িত। জাতিসংঘ সাধারণ পরিষদে শেখ হাসিনার ৫ দফা সুপারিশের আলোকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্বনেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলেস্টাইন এবং বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  জাতীয়  মানবাধিকার কমিশন বাংলাদেশের সদস্য নজরুল ইসলাম।
দুই দিনব্যাপী আন্তর্জাতিক এ কনফারেন্সে বাংলাদেশসহ ভারত, ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
#
তারিক/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/১৭৫০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৩৬৩
উচ্চশিক্ষার মান সমুন্নত রাখতে হবে
                       --- শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) :
এশিয়ান ইউনিভার্সিটি অভ্ বাংলাদেশের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান আজ ঢাকায় আশুলিয়ার টংগাবাড়িতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আখতারুজ্জামান। 
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা সম্প্রসারণের সাথে সাথে শিক্ষার মান সমুন্নত রাখতে হবে। তাহলেই যোগ্য গ্রাজুয়েট তৈরি করা সম্ভব। উচ্চশিক্ষা লাভকারী নতুন প্রজন্মের গ্রাজুয়েটবৃন্দ দেশ ও জাতির ভবিষ্যৎ গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ শক্তি বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ব্যবসা ও মুনাফার চিন্তা বাদ দিয়ে জনকল্যাণ, সেবার মনোভাব ও শিক্ষায় অবদান রাখার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে। এজন্য শিক্ষার পরিবেশ নিশ্চিত করা ও পরিচালনা ব্যবস্থার মান উন্নয়ন গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক বিশ্বে উন্নতমানের উচ্চ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলোকে আরো সচেতন হতে হবে।
শিক্ষামন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে শিক্ষাকার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করে বলেন, ন্যূনতম শর্তপূরণ না করলে তারা বেশি দিন চলতে পারবেন না। জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশনফিসহ অন্যান্য ব্যয় একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত নির্ধারিত রাখারও আহ্বান জানান মন্ত্রী। 
নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তাদের মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগাতে হবে। তাদেরকে দায়িত্বশীল দেশপ্রেমিক নাগরিক হিসেবে বিজ্ঞান-প্রযুক্তিতে দক্ষ, সৎ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। জ্ঞান ও মেধার প্রয়োগে সৃজনশীল হওয়ার জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে এশিয়ান ইউনিভার্সিটি অভ্ বাংলাদেশের বোর্ড অভ্ ট্রাস্টিজের চেয়ারম্যান ড. জাফার সাদেক, উপাচার্য ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক এবং উপ-উপাচার্য প্রফেসর ড. এনামুল হক খান বক্তব্য রাখেন। 
পরে শিক্ষামন্ত্রী কৃতী শিক্ষার্থীদের মাঝে পদক বিতরণ করেন।
#
আফরাজুর/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৮০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৬২
আর্জেন্টিনায় এমসি ১১-এ এলডিসি’র সভায় বাণিজ্যমন্ত্রী
উন্নত বিশে^র কাছ থেকে অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে
ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এলডিসিভুক্ত দেশগুলোর জন্য বিশ^বাণিজ্য ক্ষেত্রে উন্নত বিশ^কে বিগত ১০টি ডব্লিউটিও মিনিস্টিরিয়াল কন্ফারেন্সে গৃহীত সিদ্ধান্তগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। ডব্লিউটিও মিনিস্টিরিয়াল কন্ফারেন্সের সিদ্ধান্ত মোতাবেক এলডিসিভুক্ত দেশগুলোকে উন্নত দেশগুলো বাণিজ্য সুবিধা দেওয়ার কথা থাকলেও অনেক উন্নত দেশ তা দিচ্ছে না। এ বিষয়ে এলডিসিভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ থেকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বাণিজ্যমন্ত্রী গতকাল আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিতব্য ডব্লিউটিও-এর ১১তম মিনিস্টিরিয়াল কনফারেন্সের পূর্বে এলডিসি মিনিস্টিরিয়াল মিটিংয়ে স্বল্পোন্নত দেশসমূহের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আয়োজিত মিটিংয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে এসব কথা বলেন।
 মন্ত্রী বলেন, এলডিসিভুক্ত দেশগুলোর জন্য উন্নতবিশে^র শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা, সেবাখাতের সার্ভিস ওয়েভার, রুলস অভ্ অরিজিন বিষয়ক সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ এলডিসির সাথে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করবে। এলডিসিভুক্ত দেশগুলোর এ দাবির পক্ষে বাংলাদেশের জোরালো অবস্থান থাকবে। 
সফররত বাণিজ্য সচিব শুভাশীষ বসু, জেনেভা বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোঃ শামীম আহসান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভিসি বিজয় ভট্টাচার্য, ডব্লিউটিও সেলের মহাপরিচালক মোঃ মুনীর চৌধুরী এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।
#
বকসী/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/২০৩০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩৩৬১
আন্তর্জাতিক পর্বত দিবসে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) :  
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পঞ্চমবারের মতো জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক পর্বত দিবস’ পালন করছে জেনে আমি আনন্দিত। পার্বত্য এলাকার অধিবাসীসহ দিবস উদ্যাপনের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।   
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও মানুষের অপরিকল্পিত ব্যবহারের কারণে বিশ্বব্যাপী পার্বত্য অঞ্চলগুলোতে প্রতিকূল অবস্থার সৃষ্টি হচ্ছে। একদিকে জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি, খরা, ঝড়ঝঞ্ঝা অন্যদিকে বৃক্ষনিধনের মাধ্যমে বন উজাড়; দুইয়ের প্রভাবে পার্বত্য অধিবাসীদের জীবনজীবিকা আজ হুমকির মুখে। এ পরিপ্রেক্ষিতে এবারের পার্বত্য দিবসের প্রতিপাদ্য 'গড়ঁহঃধরহং ঁহফবৎ ঢ়ৎবংংঁৎব : পষরসধঃব, যঁহমবৎ, সরমৎধঃরড়হ' (ঝুঁকিতে পার্বত্য অঞ্চল : জলবায়ু, ক্ষুধা, অভিবাসন)  যথার্থ হয়েছে বলে আমি মনে করি। 
পার্বত্য এলাকা বাংলাদেশের এক অনন্য বৈশিষ্ট্যম-িত অঞ্চল। বৈচিত্র্যময় ভূ-প্রকৃতি, নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য, পার্বত্য অধিবাসীদের বর্ণিল কৃষ্টি-ঐতিহ্যে সমৃদ্ধ এ অঞ্চল কেবল বাঙালিদের নয়, বিশ্ববাসীকেও প্রবলভাবে আকর্ষণ করে। প্রকৃতির সাথে বসবাস করে পার্বত্য এলাকার জনগণ যেমন জীববৈচিত্র্যকে সংরক্ষণ করছে তেমনি তারা পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আন্তর্জাতিক পর্বত দিবস পালনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের জীবন ও সংস্কৃতি সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং পার্বত্য মানুষের টেকসই ভবিষ্যৎ গঠনের মৌলিক উপাদানসমূহ নিশ্চিত হবে-এটাই সকলের প্রত্যাশা।     
‘আন্তর্জাতিক পর্বত দিবস ২০১৭’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচি সফল হোক- এ কামনা করছি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।” 
#
আজাদ/তৌহিদুল/আশরোফা/রফিকুল/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৬০
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক 
ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) :
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। 
বৈঠকে সংসদভবন এলাকায় আন্ডারপাস নির্মাণের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং গণপূর্ত অধিদপ্তরের  বিশেষজ্ঞ প্রতিনিধিদের সমন্বয়ে এবিষয়ে দ্রুত সভা করার সুপারিশ করা হয়। কমিটি ঠাকুরগাঁও জেলার হরিপুর এবং রাণীশংকৈল উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে জনবল নিয়োগ দিতে বিলম্বিত হলে সংযুক্তি আদেশের মাধ্যমে লোকবল নিয়োগ করে  স্টেশন দু’টি দ্রুত চালু করার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ করে। এছাড়া বৈঠকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতায় ঠাকুরগাঁও, চাঁদপুর, শেরপুর ও হবিগঞ্জ জেলায় গৃহীত প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন করার সুপারিশ করা হয়। কমিটি জাতীয় সংসদ সদস্য ভবনের জরুরি সেবা (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিশ্চিত করার জন্য সার্বক্ষণিক লোকবল উপস্থিত রাখার সুপারিশ করে। 
কমিটির সভাপতি আলহাজ মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য সাধন চন্দ্র মজুমদার, এ কে এম ফজলুল হক, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং নূরজাহান বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজউকের চেয়ারম্যান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#
নুরুল/তৌহিদ/আশরোফা/রফিকুল/আসমা/২০১৭/১৫৪৫  ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৫৯ 
আন্তর্জাতিক পর্বত দিবসে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) : 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 
“বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ১১ ডিসেম্বর ‘আন্তর্জাতিক পর্বত দিবস ২০১৭’ উদ্যাপিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘গড়ঁহঃধরহং ঁহফবৎ চৎবংংঁৎব: পষরসধঃব, যঁহমবৎ, সরমৎধঃরড়হ’ সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম আধুনিকতার ছোঁয়া বিবর্জিত পাবর্ত্য জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনেন। তাদের মানোন্নয়নে নানামুখী কর্মসূচি গ্রহণ করেন। আঞ্চলিক উন্নয়নের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে পাহাড়ি ছাত্রছাত্রীদের সমসুযোগ প্রদানের ব্যবস্থা নেন। এ লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে কলেজ, বিশ্ববিদ্যালয় ও কারিগরি প্রতিষ্ঠানসমূহে পাহাড়ি ছাত্রছাত্রীদের জন্য সুনির্দিষ্ট আসন সংরক্ষণের জন্য নির্দেশনা প্রদান করেন।   
পাবর্ত্য অঞ্চলে পৃথিবীর প্রায় এক দশমাংশ মানুষ বাস করেন। পাবর্ত্য অঞ্চলের মানুষের জীবন অত্যন্ত বৈচিত্র্যময়। পবর্তমালা, নদনদী, বহু প্রজাতির উদ্ভিদ ও প্রাণী এ অঞ্চলকে করেছে বৈচিত্র্যপূর্ণ। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে এ অঞ্চলের উন্নয়ন অপরিহার্য। 
আমাদের সরকার পাবর্ত্য অঞ্চলের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাবর্ত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আমরা ১৯৯৭ সালের ২ ডিসেম্বর শান্তি চুক্তি করেছি। এই চুক্তি এ অঞ্চলে শান্তিস্থাপন করতে সক্ষম হয়েছে। আমরা পার্বত্যবাসীর জীবনমানের উন্নয়নে বনায়ন, জীববৈচিত্র্যের উন্নত ব্যবস্থাপনা, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থার উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, অবকাঠামো, মোবাইল নেটওয়ার্কসহ সকল খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের সময়োচিত পদক্ষেপের ফলে আজ পাবর্ত্য অঞ্চলের মানুষ কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়। দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় এই এলাকার জনগণ সমঅংশীদার। 
আমি আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পাবর্ত্য অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে আমরা জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।    
আমি ‘আন্তর্জাতিক পর্বত দিবস ২০১৭’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি। 
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/তৌহিদ/জসীম/আসমা/২০১৭/১৫১০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৫৮
সরকার ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশে কাজ করে যাচ্ছে
       এলজিআরডি প্রতিমন্ত্রী
গংগাচড়া (রংপুর), ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) ঃ 
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, বর্তমান সরকার ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশে উদার ও সাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 
প্রতিমন্ত্রী আজ রংপুর জেলার গংগাচড়া উপজেলায় দক্ষিণ বেতগাড়ী হাজীপাড়া জামে মসজিদ ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, ইসলাম শান্তি, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও ন্যায় পরায়ণতার শিক্ষা দেয়। মহানবী (স.) এর জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মানবজাতি ইহকাল ও পরকালে মুক্তি পাবে। তিনি বলেন, সরকার ধর্মীয় জনগোষ্ঠীর মানমর্যাদা সুরক্ষা এবং নির্বিঘেœ ধর্মীয় আচারঅনুষ্ঠান পালন, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার ক্ষেত্রে নানামুখী কার্যক্রম চালাছে। 
রাঙ্গাঁ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে ইসলাম ধর্মের নামে যারা সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গি অপতৎপরতা চালাবে তাদের সমূলে নির্মূল করা হবে। এ ব্যাপারে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
 #
আহসান/তৌহিদুল/আশরোফা/শহিদ/রেজ্জাকুল/শামীম/২০১৭/১৪২২ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৫৭
বৈদেশিক ঋণ সহায়তাপুষ্ট প্রকল্পসমূহের মনিটরিং 
জোরদারের সুপারিশ সংসদীয় কমিটির
ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) :  
Todays handout.docx