তথ্যবিবরণী নম্বর : ৩২৩৭
আইনমন্ত্রীর সাথে জাপানের বিচারমন্ত্রী ও জাইকার প্রেসিডেন্টের বৈঠক
টোকিও, (জাপান), (১৭ই অক্টোবর):
জাপান সফররত বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং জাপানের বিচারমন্ত্রী কধঃংঁঃড়ংযর কধহবফধ আজ জাপানের রাজধানী টোকিওতে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে কধঃংঁঃড়ংযর কধহবফধ বাংলাদেশের আইনকানুন যুগোপযোগী করার ক্ষেত্রে জাপান সরকারের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া তিনি বাংলাদেশের বিচার ব্যবস্থার আধুনিকায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক জাপানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে বাংলাদেশের উন্নয়নে জাপান সরকারের সহযোগিতার কথা স্মরণ করেন। এ সময় তিনি সমাজ থেকে দুর্নীতি দূর ও সুশাসন নিশ্চিতে বিশেষ করে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জাপানের বিচারমন্ত্রীকে অবহিত করেন।
এরপর আইনমন্ত্রী জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকার প্রেসিডেন্ট ঝযরহরপযর করঃধড়শধ এর সাথে জাইকার প্রধান কার্যালয়ে বৈঠক করেন। এ সময় জাইকার প্রেসিডেন্ট আইনমন্ত্রীকে আশ্বাস দেন, বাংলাদেশের উন্নয়নে জাইকা যে সহযোগিতা করছে তা অব্যাহত থাকবে। আইনমন্ত্রী জাইকার প্রেসিডেন্টকে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত জাইকার প্রতিনিধিদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের বিষয়ে আশ্বস্ত করেন। এছাড়া বাংলাদেশে জাপানী বিনিয়োগকারীদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি বিনিয়োগের সুবিধার্থে তাঁদের আইনি সহায়তা দেয়া হবে বলে জানান।
এর আগে আইনমন্ত্রী গতকাল জাপানের হিরোশিমার মেয়র গধঃংঁর কধুঁসর, ওসাকার চিফ প্রসিকিউটর কধুঁসরহব ঞবৎধধিশর, জাপানের সুপ্রিম কোর্টের বিচারপতি ঞড়ংযরসরঃংঁ ণধসধুধশর এবং আইন প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ঝধশঁসধ ঞধঃংুঁধ এর সাথে বৈঠক করেন।
উল্লেখ্য আইনমন্ত্রী আনিসুল হক জাপান সফরের উদ্দেশ্যে গত ১১ অক্টোবর ঢাকা ত্যাগ করেন। আগামী ১৮ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
#
রেজাউল/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৩৬
নারীর ক্ষমতায়নে সমন্বিত কার্যক্রম নেয়া হয়েছে
-- স্পিকার
ঢাকা, ২রা কার্তিক (১৭ই অক্টোবর):
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়নে সরকার সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছে। এর মাধ্যমে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত হয়েছে।
স্পিকার আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে ‘‘দারিদ্র্যমুক্ত বাংলাদেশ” শীর্ষক প্যানেল আলোচনায় প্যানেলিস্ট হিসেবে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
স্পিকার বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় নারীদের সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। এর ফলে নারীদের দরিদ্রতা হ্রাস পেয়েছে।
স্পিকার বলেন, বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে জাতীয় সংসদের
৫০টি সংরক্ষিত আসনসহ স্থানীয় সরকার ব্যবস্থায় বিশেষ করে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে যথাক্রমে সংরক্ষিত মহিলা সদস্য ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের নারী সমাজ যথেষ্ট এগিয়েছে। সেনাবাহিনী, বিমান বাহিনীতে যোগ দিচ্ছে, প্রশাসনিক কাজ করছে, জাতিসংঘ শান্তি মিশনেও কৃতিত্বের সাথে কাজ করে চলেছে আমাদের নারীরা।
স্পিকার আরো বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ল্যাকটেটিং মাদার সহায়তা ভাতা, দরিদ্র নারীদের জন্য মাতৃত্বকালীন ভাতা, ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিডি), একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প প্রভৃতির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
#
কামাল/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/২০৩৫/২০৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৩৫
অর্থমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের মধ্যে বৈঠক
ঢাকা, ২রা কার্তিক (১৭ই অক্টোবর) :
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আজ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বৈঠক করেছেন। বৈঠকের পর তাঁরা যৌথভাবে সংবাদিকদের ব্রিফ করেন।
ব্রিফিংকালে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। এ পর্যন্ত তারা আইডিএ’র মাধ্যমে স্বল্পসুদে প্রায় ২৪ বিলিয়ন মার্কিন ডলার উন্নয়ন সহায়তা দিয়েছে। ভবিষ্যতে এ সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কিম তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে বিশ্বব্যাংক। এসময় তিনি দেশের অপুষ্টি খাতে অতিরিক্ত এক বিলিয়ন মার্কিন ডলার সহায়তার আশ্বাস দেন। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট আরো বলেন, বাংলাদেশ গত ৩০ বছরে দারিদ্র্যবিমোচনে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৬-এর বৃত্ত থেকে বেরিয়ে ৭-এ পৌঁছেছে। তবে প্রবৃদ্ধির এ হার আরো বাড়াতে হবে। এ প্রেক্ষাপটে দারিদ্র্যবিমোচন, শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু খাতে বাংলাদেশকে আরো সহায়তার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশের দারিদ্র্যবিমোচনের পদক্ষেপগুলো বিশ্বের কাছে তুলে ধরতেই বিশ্বব্যাংক প্রেসিডেন্টের এই সফর। যেসব দেশের দারিদ্র্যবিমোচন কর্মসূচি বিশ্বের কাছে অনুকরণীয়, সেসব দেশে পরিদর্শনে যান বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।
বিকালে ‘প্রসপার বাংলাদেশ’ শিরোনামে একটি প্রেজেনটেশন উপস্থাপন করা হয়। সেখানে ‘গ্লোবাল পোভার্টি বাই-২০৩০ : শেয়ারিং বাংলাদেশ এক্সপেরিয়েন্স’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট এবং বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পল রোমার।
#
শাহেদ/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৬/২০২৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৩৪
ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে শিক্ষামন্ত্রীর ঢাকা ত্যাগ
ঢাকা, ২রা কার্তিক (১৭ই অক্টোবর):
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৪৩তম সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে আগামীকাল থেকে শুরু দুইদিনব্যাপী এ সম্মেলনে যোগ দিতে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল আজ ভোরে ঢাকা ত্যাগ করে। প্রতিনিধিদলের অপর সদস্য হচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক গাউসুল আজম সরকার।
মুসলিম দেশসমূহের সহযোগিতা সংস্থা - অর্গানাইজেশন অভ্ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের এ সম্মেলনে সদস্য দেশসমূহের মধ্যে সহযোগিতা আরো বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।
সম্মেলনে যোগদান শেষে মন্ত্রী ২০ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
#
সাইফুল্লাহ/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৩২
অজয় রায়ের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
ঢাকা, ২রা কার্তিক (১৭ই অক্টোবর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বাংলাদেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব কমরেড অজয় রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, কমরেড অজয় রায়ের মৃত্যুতে বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনের এক অভিভাবককে হারাল।
মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অজয় রায় আজ সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
#
তথ্যবিবরণী নম্বর : ৩২৩৩
মাহবুবুর রব সাদী বীর প্রতীকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
ঢাকা, ২রা কার্তিক (১৭ই অক্টোবর) :
তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনু তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধকালীন সাবসেক্টর কমান্ডার ও হবিগঞ্জ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মাহবুবুর রব সাদী বীর প্রতীকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, মাহবুুবুর রব সাদীর মৃত্যুতে তিনি জনদরদী এক রাজনৈতিক নেতাকে হারালেন।
মন্ত্রী প্রয়াত এ বিশিষ্ট নেতার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মাহবুবুর রব সাদী রোববার দিবাগত রাত ২টা ৩০মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
#
সাজ্জাদ/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮২৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৩১
বাজার তদারকি
৩৪ প্রতিষ্ঠানকে ২ লাখ ৮৭ হাজার টাকা জরিমানা
ঢাকা, ২রা কার্তিক (১৭ই অক্টোবর):
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় গতকাল ঢাকা মহানগর, চট্টগ্রাম, পাবনা, বরিশাল, বাগেরহাট, মৌলভীবাজার, কুষ্টিয়া, জয়পুরহাট ও সিলেটে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৩৪টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগরীর রমনা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরীর অপরাধে ক্যাফে ডি তাজ রেস্তোরাকে ৫০ হাজার টাকা ও আমেনা রেস্তোরাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, ওজনে কারচুপি, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, চট্টগ্রাম মহানগরের হালিশহর থানা এলাকায় ৩টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা, পাবনার আতাইকুলা থানা এলাকায় ৫টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, বরিশালের কোতয়ালী থানা এলাকায় ৩টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা, বরিশালের কোতয়ালী থানা এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, বাগেরহাট সদর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা, মৌলভীবাজার সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা, কুষ্টিয়া সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, জয়পুরহাট সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, সিলেট মহানগরের কোতয়ালী থানা এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা এবং সিলেট মহানগরের কোতয়ালী থানা এলাকায় ১টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী কর্তৃক অভিযোগ শুনানির মাধ্যমে মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়ের অপরাধে স্বপ্নকে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ২ হাজার ৫শ’ টাকা প্রদান করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার কর্তৃক অভিযোগ শুনানীর মাধ্যমে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের অপরাধে ইগলু আইসক্রিম এন্ড মিল্ক ইউনিটকে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ২ হাজার ৫শ’ টাকা প্রদান করা হয়।
#
আফরোজা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৩০
ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২রা কার্তিক (১৭ই অক্টোবর) :
দশম জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠক আজ কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, মো. মাহবুব আলী, মো. নূরুল ইসলাম তালুকদার বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বিগত ২৩তম বৈঠকে গৃহীত সুপারিশসমূহের বাস্তবায়ন অগ্রগতি, খসড়া জাতীয় যুবনীতি-২০১৫ এর সর্বশেষ অবস্থা এবং বাংলাদেশ হকি ফেডারেশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
কমিটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনমত গড়ে তোলার জন্য দেশের সর্বত্র র্যালি, পোস্টারিং, মিটিং ইত্যাদি কার্যক্রম আরো জোরদার করার সুপারিশ করে। দেশের বিভিন্ন স্থানে নতুন স্টেডিয়াম নির্মাণের পূর্বে আধুনিক ও দৃষ্টিনন্দন ডিজাইন প্রণয়ন করে নির্মাণকাজ পরিচালনা করার পরামর্শ দেয়া হয়। খসড়া জাতীয় যুবনীতি, ২০১৫ আগামী ডিসেম্বর মাসের মধ্যে চূড়ান্ত করার সুপারিশ করা হয়।
বাংলাদেশ হকি ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত না থাকায় হকি ফেডারেশনের কার্যক্রম সম্পর্কে আগামী বৈঠকে আলোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, হকি ফেডারেশনসহ অন্যান্য ফেডারেশনের কার্যক্রমে গতিশীলতা আনয়ণ করে দেশকে ক্রীড়াক্ষেত্রে ভালকিছু উপহার দেয়ার সুপারিশ করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মিজানুর/আফরাজ/আব্বাস/২০১৬/১৭৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২২৯
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রীর শোক
ঢাকা, ২রা কার্তিক (১৭ই অক্টোবর) :
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গভীর শোক প্রকাশ করেছেন।
আজ পৃথক শোকবার্তায় তাঁরা বলেন, জাহিদুল ইসলামের মৃত্যুতে দেশ একজন দক্ষ ও মেধাবী কর্মকর্তাকে হারালো। মন্ত্রীদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
#
শিপলু/মমিনুল/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭৩৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২২৮
সহিদুল ইসলামের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
ঢাকা, ২রা কার্তিক (১৭ই অক্টোবর) :
তথ্য মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ সহিদুল ইসলামের মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় মন্ত্রী তাঁর অকাল মৃত্যুতে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, আজ অফিসে আসার পথে যাত্রাবাড়ীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সহিদুল ইসলাম মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে ..... রাজেউন)।
সহিদুল ইসলাম ৮ই নভেম্বর ১৯৬০ সালে নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এবং ১৯৮৭ সালে তথ্য মন্ত্রণালয়ে চাকুরীতে যোগদান করেন। তিনি বাংলাদেশ হাইকমিশন নয়াদিল্লী এবং ওয়াশিংটনে প্রেস উইংয়ে কর্মরত ছিলেন। এছাড়া তিনি মন্ত্রী, সচিব ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি সদালাপী ছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
#
আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭২১ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২২৭
ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীকাল মানববন্ধন
ঢাকা, ২রা কার্তিক (১৭ই অক্টোবর) :
ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক সামাজিক আন্দোলন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামীকাল সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে প্রতীকী মানববন্ধন এবং ২০শে অক্টোবর বৃহস্পতিবার সভা অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিগত ৮ই অক্টোবর ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
মন্ত্রী কর্মসূচির বিস্তারিত তুলে ধরে বলেন, ১৮ই অক্টোবর সকাল ১১টা থেকে সারাদেশে সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়সমূহ নিজ নিজ ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে ১৫ মিনিটের জন্য প্রতীকী মানববন্ধন আয়োজন করবে। তিনি বলেন, আগামী ২০শে অক্টোবর একইভাবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সভা অনুষ্ঠিত হবে। শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করবেন।
তিনি আরো বলেন, স্থানীয়ভাবে কমিটি গঠন করে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জনমত সৃষ্টিতে প্রচারণাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কমিটি’র মাধ্যমে স্থানীয় ছাত্রী-উত্ত্যক্তকারী বখাটেদের সনাক্ত করে তাদের শোধরানোর চেষ্টা করা হবে। কোন উক্ত্যক্তকারীকে শোধরানো না গেলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে বলে মন্ত্রী তার বক্তৃতায় উল্লেখ করেন।
#
সাইফুল্লাহ/মোবাস্বেরা/গিয়াস/রফিকুল/কামাল/২০১৬/১৬২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২২৬
জাহিদুল ইসলামের মৃত্যুতে মন্ত্রিপরিষদ বিভাগের শোক
ঢাকা, ২রা কার্তিক (১৭ই অক্টোবর) :
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের মৃত্যুতে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমসহ মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মো. জাহিদুল ইসলাম আজ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ------ রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৩তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন।
#
মিজান/আফরাজ/আবব্াস/২০১৬/১৬৩৫ ঘণ্টা