তথ্যবিবরণী নম্বর : ৩২৫৭
একাদশ জাতীয় সংসদ নির্বাচন
প্রার্থীর নির্বাচনি ব্যয় ২৫ লাখ টাকার মধ্যে হতে হবে
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) :
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি ব্যয় ২৫ লাখ টাকার অধিক হতে পারবে না। এছাড়া প্রতিটি নির্বাচনি এলাকায় ভোটার প্রতি ১০ টাকা ব্যয় করা যাবে। বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর আর্টিকেল ৪৪বি এর ৩ দফা বলে নির্বাচন কমিশন প্রতিটি নির্বাচনি এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ও ভোটার প্রতি এ নির্বাচনি ব্যয় নির্ধারণ করেছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর আর্টিকেল ৪৪বি এর ৩ দফা মতে কোনো প্রার্থী যে রাজনৈতিক দল হতে মনোনয়ন পাবেন তার জন্য উক্ত রাজনৈতিক দল কর্তৃক কৃত খরচসহ তার নির্বাচনি ব্যয় ২৫ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি ব্যয় নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ভোটার প্রতি হারে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন দ্বারা ভোটার প্রতি ব্যয়ের হার ১০ টাকা নির্ধারণ করেছে। উল্লেখ্য, ভোটার প্রতি নির্বাচনি ব্যয় যাই নির্ধারিত হোক না কেন নির্বাচনি এলাকায় প্রার্থী কর্তৃক মোট নির্বাচনি ব্যয় ২৫ লাখ টাকার ঊর্ধ্বে হবে না।
#
আসাদুল(নির্বাচন কমিশন)/মাহমুদ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৫৬
দেশব্যাপী স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব শুরু ৮ ডিসেম্বর
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) :
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আগামী ৮-১৫ ডিসেম্বর দেশব্যাপী একযোগে ৬৪টি জেলায় ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৮’ আয়োজন করা হয়েছে।
আগামী ৮ ডিসেম্বর বিকাল ৫টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব
মোঃ নাসির উদ্দিন আহমেদ, চলচ্চিত্রকার মানজারেহাসীন মুরাদ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার এবং বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জাহিদুর রহিম অঞ্জন।
‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৮’ উপলক্ষে গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচক কমিটির সদস্যবৃন্দ উৎসবে ৪৮টি স্বল্পদৈর্ঘ্য এবং ২২টি প্রামাণ্যচিত্রসহ ৭০টি চলচ্চিত্র মনোনীত করেছেন।
স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উভয় ক্ষেত্রে পৃথকভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা এবং বিশেষ জুরি পুরস্কার প্রদান করা হবে। উভয় ক্ষেত্রে পৃথকভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারের অর্থমূল্য থাকবে ১ লাখ টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ৫০ হাজার টাকা ও বিশেষ জুরি পুরস্কার ২৫ হাজার টাকা।
আগামী ১৫ ডিসেম্বর জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের সমাপনী দিনে পুরস্কার ঘোষণা করা হবে এবং উৎসবে অংশগ্রহণকারী নির্মাতাদের সনদ প্রদান করা হবে।
#
হাসান/মাহমুদ/পারভেজ/আব্বাস/২০১৮/১৯২০ ঘণ্টা