তথ্যবিবরণী নম্বর: ৩৪১০
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল):
প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন এবং গবেষণার মাধ্যমে শ্রম অধিকার, শ্রম নীতিমালা, শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রম অসন্তোষ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
আজ ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের শ্রম অধিকার: চ্যালেঞ্জ, সংস্কার ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আলোচনায় শ্রম উপদেষ্টা বলেন, কোনো মালিক শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হবে। সম্পত্তি বিক্রি করে হলেও প্রত্যেক মালিককে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। তিনি আরো বলেন, বড় বড় নির্মাণ প্রতিষ্ঠানের লভ্যাংশের অর্থ আইন অনুসারে কেন্দ্রীয় তহবিলে জমা না দেয় তাহলে তারা কোনো সরকারি ক্রয়ে অংশগ্রহণ করতে পারবে না।
এ সময় শ্রম ও সংস্কার কমিশন প্রধান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষকগণ, আইএলও প্রতিনিধি, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
#
মালেক/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২২৫৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪০৯
সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা বিষয়ক আইন হওয়া প্রয়োজন
-- তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল):
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকদের জন্য সুরক্ষা আইনের পাশাপাশি সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা বিষয়ক আইন হওয়া প্রয়োজন। কোনো সাংবাদিক দায়িত্বশীল ও পেশাদার না হলে তিনি আইনি সুরক্ষা পেতে পারেন না। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ফ্যাসিবাদের পনেরো বছরে গণমাধ্যমের বাস্তবতা’-শীর্ষক মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।
বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে উপদেষ্টা বলেন, ওই সময় অনেক সাংবাদিক ভয়ে নয়, বরং লোভে পড়ে ফ্যাসিবাদী সরকারের সহযোগী হিসাবে কাজ করেছেন। তারা সাংবাদিকতার চেয়ে শেখ পরিবারের ভাবমূর্তি রক্ষায় অনেক বেশি তৎপর ছিলেন। ফ্যাসিবাদী সরকারের দালালি করে অনেক সাংবাদিক বিপুল সম্পদের মালিক হয়েছেন। সাংবাদিকদের আদর্শিক পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদের মধ্যে থাকার ফলে অনেক সাংবাদিকের মাঝে এক ধরনের সেলফ-সেন্সরশিপ কাজ করছে। এই অবস্থা দ্রুত পরিবর্তন হওয়া প্রয়োজন।
সমাজে গণমাধ্যমের প্রভাবের কথা উল্লেখ করে মাহফুজ আলম বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের অনেক সতর্ক থাকা প্রয়োজন। অসত্য সংবাদ প্রকাশের ফলে অনেকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, গণমাধ্যমে বিদ্যমান সংকট সমাধানে সরকার কাজ করছে। তিনি আরো বলেন, রাজনৈতিক ঐকমত্য ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়। তিনি গণমাধ্যমে ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, এখন গণমাধ্যম প্রতিষ্ঠানসমূহে সরকারের পক্ষ থেকে টেলিফোন করে চাপ দেওয়া হচ্ছে না। এটি গণমাধ্যমের জন্য ইতিবাচক দিক। সাংবাদিকতার অপব্যবহারকে ‘দুর্বৃত্তায়ন’ আখ্যা দিয়ে তিনি বলেন, সাংবাদিকতার অপব্যবহার অবশ্যই বন্ধ করতে হবে। তিনি গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক - আল মামুন। মূল প্রবন্ধে তিনি বিগত সরকারের আমলে গণমাধ্যমের অপেশাদার আচরণের চিত্র তুলে ধরেন। শিকারি সাংবাদিকতার সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় শিকারি সাংবাদিকতার মাধ্যমে মানুষকে অপরাধী বানিয়ে শাস্তি দেওয়া হতো। এক ধরনের ভয়ের পরিবেশ সৃষ্টি করাই ছিল শিকারি সাংবাদিকতার মূল উদ্দেশ্য। গত ১৫ বছর সরকার কীভাবে গণমাধ্যমকে প্রভাবিত করেছে, সে বিষয়েও মূল প্রবন্ধে আলোকপাত করা হয়।
মতবিনিময় সভায় অংশ নিয়ে সাংবাদিকগণ ফ্যাসিবাদী সরকারের আমলে গণমাধ্যমকর্মীদের ওপর নিপীড়নের চিত্র তুলে ধরেন। তাঁরা গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে সরকারের সহযোগিতা কামনা করেন।
এ সময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মদ, প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
মামুন/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২১৫৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪০৮
জনগণ যেন হয়রানি ও ভোগান্তির শিকার না হয় সেদিকে পুলিশ সদস্যদের লক্ষ্য রাখতে হবে
--- স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল):
জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আজ রাজধানীর রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘পুলিশ সপ্তাহ ২০২৫’ উপলক্ষ্যে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, পুলিশ সদস্যদের ব্যবহার, সেবার মানসিকতা ও আন্তরিকতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। এর মাধ্যমে পুলিশের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন ঘটবে। তিনি বলেন, সাধারণ মানুষ যেন কোনোরকম হয়রানি ও ভোগান্তির শিকার না হয়- সে দিকে লক্ষ্য রাখতে হবে। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কারো কাছ থেকে কোনো বিশেষ সুবিধা নেওয়া যাবে না। ঘুষ, দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর আমি পুলিশের বিভিন্ন ইউনিট ও থানা পরিদর্শন করি। পরিদর্শনকালে পুলিশের বিভিন্ন সমস্যা আমার নজরে আসে। তন্মধ্যে সবচেয়ে প্রকট সমস্যা হচ্ছে অধস্তন ফোর্সদের থাকা ও খাওয়ার সমস্যা। তিনি বলেন, পুলিশের যানবাহন সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হয়েছে। থানার জন্য ২শ’টি পিক-আপ ভ্যান ক্রয়ের প্রক্রিয়া চলছে যা আজ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উঠবে। এসব সমস্যা-সহ অন্যান্য সমস্যা সমাধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাজ করা হচ্ছে।
উপদেষ্টা বলেন, কাজ করতে গিয়ে পুলিশ সদস্যদের অনেক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এ চ্যালেঞ্জ মোকাবিলায় যে বিষয়টি সর্বাগ্রে প্রয়োজন তা হচ্ছে- পুলিশ সদস্যদের ধৈর্য ধারণ। ধৈর্য ধারণ করে আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, অপ্রয়োজনে লাঠিচার্জ বা বলপ্রয়োগ করা যাবে না।
পুলিশের সুদূরপ্রসারী কল্যাণে বর্তমান সরকার কাজ করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, কনস্টেবল থেকে এসআই’দের ঝুঁকি ভাতা প্রদানের ক্ষেত্রে উচ্চ সীমা (সিলিং) বন্ধ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর ফলে নিচের স্তরের পুলিশ কর্মকর্তারা আগের চেয়ে অধিক হারে ঝুঁকি ভাতা পাবেন। তিনি বলেন, পুলিশ সদস্যদের মোটরসাইকেল ক্রয়ের জন্য ঋণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে পুলিশের এসআই ও এএসআই'দেরকে এ ঋণ প্রদান করা হবে। সরকার যাতে ঋণের সুদের টাকা পরিশোধ করে-সে বিষয়েও অনুরোধ জানানো হবে। তিনি বলেন, অধস্তন পুলিশ সদস্যদেরকে নিজেদের বৃহত্তর জেলার মধ্যে পদায়নের চিন্তাভাবনা করছে সরকার। একইভাবে স্বামী-স্ত্রী দু'জনে পুলিশ সদস্য হলে তাদেরকে একই জেলায় পদায়নে অগ্রাধিকার দেওয়া হবে।
উপদেষ্টা আরো বলেন, পুলিশের জনবল সংকট রয়েছে। তাই তাদের সাংগঠনিক কাঠামোতে (টিওএন্ডই) জনবল বৃদ্ধি করা দরকার। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি আইজিপি'কে নির্দেশ দেন। তিনি বলেন, অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ধরন ও মাত্রা দিন দিন পরিবর্তিত হচ্ছে। তাই এসব অপরাধ দমনে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি এসময় দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের বিভিন্ন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পদায়নের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় ট্রাফিকদের দায়িত্ব পালনের সুবিধার্থে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা-সহ ট্রাফিক বক্স/শেলটার স্থাপন, রাতে টহলরত পুলিশ সদস্যদের জন্য তাঁবু স্থাপন, মাদকের মূল হোতাদের ধরতে শক্ত অভিযান পরিচালনা ইত্যাদি বিষয়েও আলোচনা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি। এতে স্বাগত বক্তৃতা করেন আইজিপি বাহারুল আলম বিপিএম। সভায় বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সদস্যগণ অংশগ্রহণ করেন।
পরে উপদেষ্টা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন এবং পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
#
ফয়সল/মাহমুদুল/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৫/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪০৭
কালো ধোঁয়া ও নিষিদ্ধ পলিথিন বন্ধে পরিবেশ মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট অভিযানে জরিমানা ও সতর্কবার্তা
ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানুর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কালো ধোঁয়া ছেড়ে পরিবেশ দূষণকারী পরিবহনের বিরুদ্ধে আজ আগারগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধনী ২০১০) এর ৬(১) ধারা অনুযায়ী আইনভঙ্গের দায়ে ৬টি গাড়ির চালককে মোট ১ হাজার ১শ’ টাকা জরিমানা এবং কয়েকজন চালককে সতর্কও করা হয়।
এছাড়া, একই দিনে ফেনী, নওগাঁ ও ভোলা জেলায় ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের দায়ে ৪টি মামলা করা হয়। এসব মামলায় মোট ১৪ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৯৭ কেজি পলিথিন জব্দ করা হয়।
অভিযানে বিভিন্ন সুপারশপ, দোকান মালিক ও সাধারণ জনগণকে পলিথিন ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়।
পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান চলমান থাকবে।
#
দীপংকর/মাহমুদুল/রানা/রফিকুল/সেলিম/২০২৫/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪০৬
সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি
-- তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল):
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। এটি দীপ্ত টিভি-কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।
আজ সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন।
#
মামুন/মাহমুদুল/রানা/রফিকুল/সেলিম/২০২৫/১৯৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪০৫
মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিয়োজিত চিকিৎসক দলকে সংবর্ধনা
ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল):
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় নিয়োজিত বাংলাদেশের চিকিৎসক দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান-সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত চিকিৎসক দলের উদ্দেশ্যে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, মানবতার ধর্মই পরম ধর্ম। চরম প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশ থেকে প্রেরিত চিকিৎসকরা মিয়ানমারে যে চিকিৎসা সেবা দিয়েছেন সেটা প্রশংসনীয়। তিনি এই প্রশংসনীয় কাজের জন্য চিকিৎসক দলকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।
বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত এ চিকিৎসাদল ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত মিয়ানমারে ভূমিকম্পে আহত ১ হাজার ২শ’র অধিক রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন এবং ২শ’ রোগীর সার্জারি করেছেন।
#
হোসেন/মাহমুদুল/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৫/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪০৪
গোখাদ্য বাণিজ্যিক কোম্পানির মুনাফার জায়গা হতে পারে না
--- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
সাভার (ঢাকা), ১৬ বৈশাখ (২৯ এপ্রিল):
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কৃষির উন্নতি হয়েছে সত্যি কিন্তু একই সাথে আমরা গোখাদ্য নষ্ট করেছি। তিনি বলেন, গোখাদ্য কখনও বাণিজ্যিক কোম্পানিগুলোর মুনাফার জায়গা হতে পারে না। সেই জায়গা থেকে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) নেপিয়ার ঘাসভিত্তিক খাদ্য ব্যবস্থাপনা নিয়ে যে কাজ করছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমাদের ঘাস উৎপাদনের জায়গা পর্যাপ্ত নয়। তাই যথাযথ পরিকল্পনা গ্রহণ করতে হবে।
আজ বিএলআরআই-এ আয়োজিত ‘Strengthening Partnership for Innovation in Livestock Research and Development’ শীর্ষক সেমিনার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, কৃষি ও প্রাণিসম্পদ আলাদা নয়; বরং অবিচ্ছেদ্য। তাই কৃষকদের মতো প্রাণিসম্পদ লালন-পালনকারীদের সকল সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যেই প্রাণিসম্পদ খামারিদের জন্য পৃথক ব্যাংক তৈরির বিষয়ে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি খামারিদের স্বল্প সুদে ঋণ প্রদানের সুযোগ সৃষ্টির লক্ষ্যেও মন্ত্রণালয় কাজ করছে। তিনি বলেন, দেশের মানুষের প্রয়োজনীয় আমিষের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে। খামারিরা যেভাবে ডিম, দুধ, মাংস উৎপাদন করছে এর ফলেই আমাদের লক্ষ্য পূরণ হবে। কৃষি কাজ বা প্রাণিসম্পদ পালনকে মর্যাদাপূর্ণ কাজ হিসেবে নিতে হবে। এসময় তিনি বিএলআরআই ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
সেমিনারে বিএলআরআই’র মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটির অধ্যাপক এবং ডেপুটি ডিরেক্টর গুলবালি ড. ক্যামেরন ক্লার্ক। স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক ড. এ বি এম মুস্তানুর রহমান।
ড. ক্যামেরন ক্লার্ক প্রাণিসম্পদ গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্ক জোরদারকরণ এবং যৌথ কর্মকাণ্ড গ্রহণের সফলতা ও সম্ভাবনা এবং স্থানীয় সম্পদ ও জাতসমূহ ব্যবহার করে স্থানীয় উৎপাদন বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রবন্ধ সম্পর্কে আলোচনা করেন অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ এর সাউথ এশিয়ান রিজিয়নের রিজিওনাল ম্যানেজার ড. প্রতিভা সিংহ।
এসময় অন্যান্যের মধ্যে বিএলআরআই, প্রাণিসম্পদ অধিদপ্তর, অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী উদ্যমী খামারি ও উদ্যোক্তা এসময় উপস্থিত ছিলেন।
#
মামুন/মাহমুদুল/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৫/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪০৩
পলিথিনমুক্ত মডেল বাজার গঠনকারীদের পুরস্কৃত করা হবে
--- পরিবেশ সচিব
ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেছেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধে আগে নিজেকে বদলাতে হবে, পরে সমাজ বদলাবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। তিনি বলেন, বাজার কমিটি ও সরকারি দপ্তরের সহযোগিতায় নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকমুক্ত মডেল বাজার গড়া সম্ভব। এ রকম বাজার গড়ে উঠলে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। তিন বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয় সংগঠনকে যুক্ত করে কমিটি গঠনের আহ্বান জানান।
আজ সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত নিষিদ্ধ পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব বলেন।
ড. ফারহিনা জানান, বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতির কারণে পরিবেশ দূষিত হচ্ছে, নদী-খাল ভরাট হচ্ছে, মাইক্রোপ্লাস্টিক মানবদেহে প্রবেশ করছে। সরকার নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে আইনানুগ অভিযান পরিচালনা করছে এবং পাশাপাশি সচেতনতা বাড়ানো ও বিকল্প পণ্যের বাজার সম্প্রসারণে প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে কঠোরভাবে ‘বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১’ অনুসরণ করার নির্দেশ দেন এবং পরিচ্ছন্নতা কর্মীদের প্রশিক্ষণের ওপর জোর দেন।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। উপসচিব সিদ্ধার্থ শংকর কুন্ডু মূল প্রবন্ধে পলিথিনের ক্ষতি ও সরকারের উদ্যোগ তুলে ধরেন।
সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ, বন বিভাগ, সরকারি দপ্তর, ব্যবসায়ী, হোটেল মালিক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে মতামত দেন। প্রধান অতিথি জানান, উপস্থাপিত মতামত গুরুত্ব দিয়ে বিবেচনা করে দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হবে।
#
দীপংকর/মাহমুদুল/রফিকুল/জয়নুল/২০২৫/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪০২
ই-৮ ভিসা ক্যাটাগরির প্রথম ব্যাচের ২৫ কর্মী দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে
সিউল (দক্ষিণ কোরিয়া), ২৯ এপ্রিল:
দক্ষিণ কোরিয়ার ওয়ানডো কাউন্টি এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশি কর্মীদের (ই-৮ ভিসা ক্যাটাগরি) প্রথম ব্যাচ আজ দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে।
দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে মৌসুমী কর্মীদেরকে ইনচন বিমানবন্দরে স্বাগত জানানো হয়। এ ব্যাচের ২৫ জন মৌসুমী কর্মী ওয়ানডো কাউন্টিতে বিভিন্ন মৎস্য কোম্পানিতে কাজ করবেন। ভবিষ্যতে এ প্রক্রিয়া চলমান থাকবে।
#
দক্ষিণ কোরিয়া/তৌহিদ/শাহিদা/মেহেদী/আলী/মানসুরা/২০২৫/১৫২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪০১
সকলের অংশগ্রহণে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে
- অধ্যাপক আলী রীয়াজ
ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল):
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, স্বাধীনতার পর প্রথমবারের মতো সকলের অংশগ্রহণে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। যাদের প্রাণের বিনিময়ে এই সুযোগ তৈরি হয়েছে তাদের কাছে আমাদের দায় রয়েছে। এই দায় ও অঙ্গীকার থেকেই রাষ্ট্র বিনির্মাণে কাজ করতে হবে।
আজ ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
গণতান্ত্রিক সমাজে ভিন্ন ভিন্ন মতাদর্শের চর্চা হবে উল্লেখ করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকবে, কিন্তু আমাদের লক্ষ্য এক। তিনি আরো বলেন, একটি জাতীয় সনদ তৈরির অভিপ্রায় থেকে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের ওপর আমাদের সাফল্য নির্ভর করছে বলে তিনি উল্লেখ করেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেয়। দলটির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মুশতাক, মাহমুদ হোসেন ছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম ও শেখ মোহাম্মদ শিমুল উপস্থিত ছিলেন।
প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয় এবং কমিশন ৩৫টি দলের মতামত পেয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ এ পর্যন্ত ২১টি রাজনৈতিক দল কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়েছে।
#
পবন/তৌহিদ/শাহিদা/মেহেদী/মিতু/আলী/মানসুরা/২০২৫/১২২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪০০
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে
ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল):
বাংলাদেশ থেকে এই বছরের প্রথম হজ ফ্লাইট (BG-3501) ৪১৪ জন যাত্রী নিয়ে আজ সৌদি আরবের জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এসময় জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মোঃ মাইনুল কবির ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মোঃ জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া, বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার ,হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ স্বাগত জানান।
বাংলাদেশের রাষ্ট্রদূত আগত হজযাত্রীদের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন হজযাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস প্রদান করেন। এবছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন পবিত্র হজ পালন করবেন ।
#
আসাদ/তৌহিদ/শাহিদা/মেহেদী/মিতু/আলী/মানসুরা/২০২৫/১২৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৯৯
৩০ এপ্রিল ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে
ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল):
সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ‘ড্র’ আগামী ৩০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ‘ড্র’ তে ৬,০০,০০০/- (ছয় লাখ) টাকার ১টি, ৩,২৫,০০০/- (তিন লাখ পঁচিশ হাজার) টাকার ১টি, ১,০০,০০০/- (এক লাখ) টাকার ২টি, ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার ২টি এবং ১০,০০০/- (দশ হাজার) টাকার ৪০টি সহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।
১ মে জাতীয় দৈনিক পত্রিকায় ‘ড্র’-এর ফলাফল প্রকাশিত হবে।
#
রেজানুর/তৌহিদ/শাহিদা/মেহেদী/মিতু/আলী/আসমা/২০২৫/১০০০ ঘণ্টা
Handout Number: 3398
Panel discussion at ECOSOC Forum
Bangladesh PR highlights roles of Social Business to mobilize private investment
Dhaka, 29 April:
The Permanent Representative of Bangladesh to the United Nations emphasized the potential of social business as an innovative tool for mobilizing private investment for sustainable development. During a panel discussion at the ECOSOC Forum on Financing for Development (FFD Forum) at the UN Headquarters, Ambassador Salahuddin Noman Chowdhury underscored the transformative role of social business in aligning private capital with positive social impact.
Ambassador Chowdhury presented social business as a proven model, pioneered by the Chief Adviser of Bangladesh Professor Muhammad Yunus, where the investments target social outcomes rather than personal profit. Bangladesh's experience demonstrates how this model has successfully mobilized private resources to empower women, support vulnerable communities, and address critical challenges in sectors such as food security, health, education, and renewable energy.
The Bangladesh PR also stressed the need to expand support for innovative financing instruments and to create an enabling ecosystem through appropriate policies, blended finance tools, and de-risking mechanisms.
Ambassador Chowdhury is leading Bangladesh's interministerial delegation to the FFD Forum and the Fourth Preparatory Committee Meeting of the Fourth International Conference on Financing for Development (FfD4).
Bangladesh is actively engaged in the FfD4 negotiations and anticipates participation in the Conference at the highest level.
#
Mission New York/Tohidul/Sahida/Mitu/Mansura/2025/913 Hrs.