Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ডিসেম্বর ২০২৪

তথ্যবিবরণী ২৭ ডিসেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ২১৮৫

 

সচিবালয়ে নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে প্রবেশাধিকার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

 

ঢাকা, ১২ পৌষ (২৭ ডিসেম্বর):

 

বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস (Digital Access Control System) এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিবর্গের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হয়েছে।

 

সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে।

 

বাতিলকৃত বিভিন্ন ক্যাটেগরির সচিবালয় প্রবেশ পাসধারীরা আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ, ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় স্থাপনকৃত বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাশের জন্য আবেদন করতে পারবেন।

 

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়েছে।

 

মোঃ খোদা বখস চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক স্বাক্ষরিত আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

 

#

 

খোদা বখস চৌধুরী/মেহেদী/সঞ্জীব/সেলিম/২০২৪/২৩৩৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ২১৮৪

 

বান্দরবানের লামায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য উপদেষ্টা

 

বান্দরবান, ১২ পৌষ (২৭ ডিসেম্বর):

 পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি এবং এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে বেতছড়া পাড়ার ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন পরিবারের সদস্যদের সাথে কথা বলেন উপদেষ্টা।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পার্বত্য উপদেষ্টা বলেন, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সকলের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট রয়েছে এবং আইনের মাধ্যমে সকল সমস্যার সমাধান করা হবে। তিনি আরো বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। যে মানুষগুলো আজ ঘর পুড়ে কষ্ট পাচ্ছে তাদের আমরা সহযোগিতা করবো, শুধু তাই নয় প্রধান উপদেষ্টাও এই ঘটনাকে নিন্দা জানিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আপনাদের জন্য দ্রুত বাড়ি ঘর তৈরি করে দেওয়া হবে।

পার্বত্য উপদেষ্টা আরো বলেন, জমি নিয়ে যে বিরোধ রয়েছে তা আইনের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। আপনাদের জীবনমান উন্নয়নে এ সরকার অত্যন্ত আন্তরিক। উপদেষ্টা দুর্গম এই এলাকাটিতে স্থানীয় চাহিদার ভিত্তিতে সুপেয় পানির ব্যবস্থা এবং শীতার্ত মানুষের জন্য গরম কাপড় ও কম্বল বিতরণ করার জন্য স্থানীয় প্রশাসনকে নিদের্শনা প্রদান করেন।

সুপ্রদীপ চাকমা পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল ও ঢেউটিন বিতরণ করেন। এর আগে উপদেষ্টা বান্দরবানের লামা উপজেলায় কেয়াজু ত্রিপুরা পাড়ায় ৩০ মিটার দীর্ঘ ব্রিজ ও সংযোগ সড়কের উদ্বোধন করেন।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কঙ্কন চাকমা, বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার, উপদেষ্টার একান্ত সচিব খন্দকার মুশফিকুর রহমান-সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর অপরাধের সাথে জড়িত সন্দেহভাজন ৪ জনকে আটক করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

#

রেজুয়ান/মেহেদী/সঞ্জীব/শামীম/২০২৪/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর: ২১৮৩

সংস্কারের প্রশ্নে আমাদের জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে

                                                -- পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ১২ পৌষ (২৭ ডিসেম্বর):  

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সংস্কারের প্রশ্নে আমাদের জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে যদি আমাদের অবস্থানে কিছুটা ছাড়ও দিতে হয়, সেই ছাড় দেয়ার প্রস্তুতিও আমাদের রাখতে হবে। তিনি বলেন, ঐক্যের কথা বললে বুঝতে হবে কী কী বিষয়ে ঐক্য চাই। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ঐক্য প্রয়োজন, রাজনৈতিক সংস্কারের জন্য ঐক্য প্রয়োজন, তরুণ প্রজন্মের প্রত্যাশা রাষ্ট্র পরিচালনায় অন্তর্ভুক্তির জন্য ঐক্য প্রয়োজন। জনগণকে সম্পৃক্ত করেই মতৈক্যে পৌঁছাতে হবে।

আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ স্লোগানে এবং ‘ঐক্য কোন পথে’ শিরোনামের জাতীয় সংলাপ-২০২৪ এর সংলাপ অধিবেশন-১ এ বক্তৃতাকালে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা সংস্কারের বিষয়ে একমত হলে একে অন্যকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নাই। কী কী সংস্কার প্রয়োজন, কে করবে, কত দিনে করবে, কিভাবে তা কার্যকরী হবে, আগামী দিনগুলোতে সে সিদ্ধান্তগুলো আমাদের নিতে হবে। সংস্কারে পিছপা হলে চলবে না। আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন হবে, যাতে সংস্কারে জনমতের প্রতিফলন দেখা যায়। জনমতের প্রতিফলন ঘটাতে না পারলে রাজনৈতিক স্থিতিশীলতাও কঠিন হবে। কারণ মানুষের প্রত্যাশার সাথে আমাদের যদি গ্যাপ থাকে তাহলে বার বার রাজনৈতিক অস্বস্তি ও জটিলতার মধ্যে পড়ার সম্ভাবনা বেশি।

উপদেষ্টা বলেন, শুধু অন্তর্বর্তীকালীন সরকারই না, এ পরিবর্তনের দায় ও দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে। কাগজে কলমে সংস্কার করে দিয়ে গেলে হবে না, সংস্কারটির চর্চা করতে হবে যাতে মানুষ এর সুফল পায়।

রিজওয়ানা হাসান বলেন, ক্ষমতা প্রয়োগে জনগণের অংশগ্রহণ প্রয়োজন। ঐক্যের প্রয়োজন, ঐক্যের পথ বন্ধুর, এখানে সকলের কথা শুনেই আমাদের ঐক্যের পথে যেতে হবে। তিনি বলেন, ছকে ফেলা রাজনীতি বদলানোর বা বৈষম্যহীনতা দূর করার যাত্রা সহজ হবার নয়। এ যাত্রায় খুবই কঠিন রাস্তার উপর দিয়ে আমাদের যেতে হবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, তরুণ নেতৃত্বের প্রতি আমি সব সময়ই আস্থাশীল ও আশাবাদী। বড়ো ধরনের পরিবর্তন সেটা তারুণ্যই আনতে পারবে। কারণ তারাই নতুন করে ভাবতে শিখেছে। তারাই একটা জিনিসকে নতুন চশমা দিয়ে দেখতে শিখেছে। কিন্তু নেতৃত্বে পরিবর্তন হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে তাও কিন্তু ঠিক না। পরিবর্তনটা একটা প্রক্রিয়া, কেবল আইন করে দিলেই হবে না। এই প্রক্রিয়া যাতে চালু থাকে এজন্য আমাদের নিজেদের প্রশিক্ষিত করতে হবে। এখানে তারুণ্যের যেমন ভূমিকা আছে, অভিজ্ঞতারও একটা ভূমিকা থাকবে।

উপদেষ্টা বলেন, আমি আশাবাদী এ সরকার দায়িত্ব নিয়ে যে কাজগুলো করছে, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট পাওয়ার পরই আমরা পাবলিক এনগেজমেন্টে চলে যাবো। প্রধান উপদেষ্টা বলেছেন ঐকমত্যের জন্য একটা কমিশন গঠন করা হবে। সংস্কারটি করতে পারলে যারা ভবিষ্যতে রাজনীতি করবেন তাদের জন্য অনেক ভালো হবে। বিদ্যমান রাজনৈতিক নেতাদের জন্যও ভালো হবে, ভবিষ্যত তরুণ নেতাদের জন্যেও ভালো হবে। কারণ তখন আমরা জানতে পারবো জনগণের প্রত্যাশা কী, এবং কোন প্রত্যাশার বিপরীতে ডেলিভারি কীভাবে দিতে হবে। ঐক্যের পথটা সরল না।

#

দীপংকর/মেহেদী/রফিকুল/সেলিম/২০২৪/১৯৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ২১৮২

 

 

নাশকতাকারীরা কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না

                                                 ----ধর্ম উপদেষ্টা

চট্টগ্রাম, ১২ পৌষ (২৭ ডিসেম্বর):

 

      ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। নানামুখী আন্দোলন-সংগ্রাম ও নাশকতার মাধ্যমে সরকারের পথযাত্রাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এরূপ নাশকতাকারীরা কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না।

      আজ চট্টগ্রামের লালখান বাজারে জামেয়াতুল উলুম মাদ্রাসা মাঠে মরহুম ড. জামাল নজরুল ইসলামের স্মরণসভায় উপদেষ্টা এসব কথা বলেন। মরহুম ড. জামাল নজরুল ইসলাম স্মৃতি সংসদ এ স্মরণসভার আয়োজন করে।

      ধর্ম উপদেষ্টা বলেন, সরকার দায়িত্ব নেওয়ার প্রায় ৫ মাস অতিক্রান্ত হতে যাচ্ছে। এই সময়ে প্রতিমাসেই কোনো না কোনো নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। এসময়ে সচিবালয় ঘেরাও করা হয়েছে। এছাড়া সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো ও পাহাড়ি-বাঙালি সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। কিন্তু সরকার সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাচ্ছে। এ সরকারের ব্যর্থ হওয়ার কোনো আশঙ্কা নেই। এই সরকার ব্যর্থ হলে অমানিশা নেমে আসবে। তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।

     নাশকতাকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ধর্ম উপদেষ্টা আরো বলেন, নাশকতাকারীদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

      ড. জামাল নজরুল ইসলামের স্মৃতিচারণ করে উপদেষ্টা বলেন, তিনি অত্যন্ত সজ্জন, বিনয়ী ও সরল প্রকৃতির মানুষ ছিলেন। মাদ্রাসার প্রতিও তাঁর গভীর অনুরাগ ছিল। তিনি এই জামেয়াতুল উলুম লালখান বাজার মাদরাসা প্রতিষ্ঠার জন্য ৩০ বিঘা জমি দান করে গেছেন। তাঁর এ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

     ধর্ম উপদেষ্টা আরো বলেন, ড. জামাল নজরুল ইসলাম ছিলেন একজন নির্মোহ দেশপ্রেমিক। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উচ্চ বেতনের চাকরি ত্যাগ করে দেশে ফিরে এসে মাত্র আড়াই হাজার টাকা বেতনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন। এ সময় ড. জামাল নজরুলের রুহের মাগফেরাত কামনা করেন উপদেষ্টা। এছাড়া, তিনি ড. জামাল নজরুল ইসলামকে নিয়ে স্মৃতিচারণমূলক স্মারকগ্রন্থ প্রকাশের ওপর গুরুত্ব আরোপ করেন।

     জামেয়াতুল উলুম লালখান বাজার মাদরাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক মুফতি মুহাম্মদ ইজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডা. শাহাদত হোসাইন। অনুষ্ঠানে ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সৈয়দ রেজা মীর মোহাম্মদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ইয়াহিয়া আখতার প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

     এর আগে উপদেষ্টা চট্টগ্রাম মহানগরে কল্পলোক আবাসিক এলাকায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন।

                                                 #

আবুবকর/মেহেদী/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৯৪৫ ঘণ্টা

Handout                                                                                                     Number: 2181   

 

We Must Build National Consensus on Reforms

                                          –Environment Advisor

 

Dhaka, 27 December:

Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, has emphasized the need to build national consensus on reforms. She stated that achieving this may require some compromises, and we must be prepared to make them. She noted that unity is essential in various areas, including communal harmony, political reform, and ensuring the inclusion of the aspirations of the younger generation in governance. Public participation is crucial to achieving consensus.

She expressed these views while speaking at the first session of the National Dialogue 2024, held under the theme ‘Unity, Reform, Elections’ and titled "Which Path to Unity," at the Krishibid Institution Auditorium in Dhaka today.

The Advisor remarked that agreement on reforms should not result in treating one another as adversaries. Decisions on what reforms are necessary, who will implement them, how they will be carried out, and within what timeframe must be made. She stressed that backing down from reforms is not an option, as broad cooperation is needed to ensure public opinion is reflected in these changes. Failure to meet public expectations will lead to repeated political instability and complications.

Addressing the broader responsibility for change, she noted that it is not just the task of an interim government but a collective obligation. Merely drafting reforms on paper will not suffice; these changes must be practiced to benefit the public. Leadership changes alone are not enough without a shift in mindset. We must internalize that leadership is about responsibility, not power, and commit to fulfilling these responsibilities.

She also underscored the importance of public engagement in governance, noting that although the need for reform is widely acknowledged, the path forward remains challenging. She warned that breaking away from entrenched political norms or eliminating inequalities will not happen overnight. Patience and persistence will be essential.

Expressing faith in young leadership, Rizwana Hasan stated, "I remain optimistic and hopeful about the youth. Major changes are likely to come from them because they bring fresh perspectives and innovative approaches. However, change is a process—it cannot be achieved solely through new laws. Training ourselves to sustain this process is vital, and both youth and experienced individuals have roles to play."

She concluded by expressing confidence in the government’s initiatives and reform commissions, stating that public engagement would follow once commission reports are received. The Honorable Chief Advisor has also proposed forming a commission to build consensus. She added that effective reforms would benefit current and future political leaders by clarifying public expectations and ensuring responsive governance. Although the road to unity is challenging, the ultimate goal is to reflect the aspirations of the people.

#

Dipankar/Mehedi/Rafiqul/Shamim/2024/1900hour

 

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ২১৮০


ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো শাস্তিযোগ্য অপরাধ

                                                           -পরিবেশ মন্ত্রণালয়

ঢাকা, ১২ পৌষ (২৭ ডিসেম্বর):

 

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে থার্টি ফার্স্ট নাইটে দেশব্যাপী আতশবাজি ও পটকা ফোটানো হয়ে থাকে যা বিদ্যমান শব্দদূষণ ও বায়ুদূষণে ভিন্ন মাত্রা যোগ করে। এছাড়া, অতিরিক্ত শব্দের কারণে শ্রবণশক্তি ও স্মরণশক্তি হ্রাস, ঘুমের ব্যাঘাত, দুশ্চিন্তা, উগ্রতা, উচ্চ রক্তচাপ, কান ভোঁ ভোঁ করা, মাথা ঘোরা, হৃদরোগের ঝুঁকি, মানসিক অস্থিরতা, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বৃদ্ধিসহ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা হতে পারে। তাই থার্টি ফার্স্ট নাইটে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর এ ধরনের বিধিবহির্ভূত কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অনুরোধসহ সকলের সহযোগিতা কামনা করেছে।  

উল্লেখ্য, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৭ বিধি লঙ্ঘন করে অননুমোদিতভাবে থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপনের সময় আতশবাজি ও পটকা ফোটালে তা বিধিমালার ১৮ বিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এ আইনের ব্যত্যয় হলে বা ভঙ্গ করলে প্রথম অপরাধের জন্য অনধিক এক মাস কারাদণ্ড বা অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড এবং পরবর্তী অপরাধের জন্য অনধিক ছয় মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড প্রদানের বিধান রয়েছে।  

#


দীপংকর/রবি/সুবর্ণা/আলী/শফিক/২০২৪/১০২৯ ঘন্টা  
 

2024-12-27-17-40-8a55f7a1f7512ae5a869350af3f11e0d.docx