Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd সেপ্টেম্বর ২০২১

তথ্যবিবরণী ২৩ সেপ্টেম্বর ২০২১

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৪৫২৪

 

রোহিঙ্গা প্রত্যার্বতনে পাশে থাকবে জার্মানি

                         -- স্থানীয় সরকার মন্ত্রী

 

ঢাকা, ৮ আশ্বিন (২৩ সেপ্টেম্বর) :

 

          বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের বিষয়ে জার্মানি বাংলাদেশ সরকারের পাশে থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

 

          আজ মন্ত্রণালয়ে জার্মানির রাষ্ট্রদূত Achim Troster স্থানীয় সরকার মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসলে রাষ্ট্রদূত মন্ত্রীকে একথা জানান।

 

          মন্ত্রী বলেন, মিয়ানমারের আরাকান রাজ্যে হত্যা, নির্যাতন ও সহিংসতার শিকার হওয়া রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বে মানবিকতার উদাহরণ সৃষ্টি করেছে বলে মনে করে জার্মান সরকার। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দেশটি। এই সমস্যা সমাধানে তারা সবসময় বাংলাদেশ সরকারের পাশে থেকে বিশ্ব সম্প্রদায়ের জনমত আদায়ে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বলেও জানান তিনি।

 

          সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ফেইজ-৩ তে জার্মান সরকারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও যে কোনো উন্নয়ন প্রকল্প যা মানুষের জন্য কল্যাণকর সেগুলোতে সহযোগিতা কামনা করেন স্থানীয় সরকার মন্ত্রী।

 

          প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের অবকাঠামোগত, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিকসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, জার্মান সরকার বাংলাদেশের পাশে সবসময় আছে এবং থাকবে। বাংলাদেশের উন্নয়ন খাতে জার্মানির সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

          এ সময় মন্ত্রী এবং জার্মান রাষ্ট্রদূত উভয় দেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

 

          সাক্ষাৎকালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মরণ কুমার চক্রবর্তী ও মুহাম্মাদ ইব্রাহিম এবং যুগ্মসচিব মোহাম্মদ নুরে আলম সিদ্দীকি উপস্থিত ছিলেন।

 

 #

 

হায়দার/সাহেলা/এনায়েত/রফিকুল/সেলিম/২০২১/২১৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৪৫২৩

 

বিশিষ্ট ভাষাসৈনিক আহমদ রফিকের পাশে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

 

ঢাকা, ৮ আশ্বিন (২৩ সেপ্টেম্বর) :

 

          বিশিষ্ট ভাষাসৈনিক, বুদ্ধিজীবী, গবেষক, প্রাবন্ধিক আহমদ রফিকের পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

 

          আজ সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের নির্দেশনায় মন্ত্রণালয়ের পক্ষ হতে অসুস্থ আহমদ রফিকের হাতে তিন লাখ টাকার চেক তুলে দেয়া হয়। সহযোগিতার জন্য আহমদ রফিক এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

          সংস্কৃতি প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, আহমদ রফিক একাধারে বরেণ্য ভাষাসংগ্রামী, বুদ্ধিজীবী, লেখক, প্রাবন্ধিক ও গবেষক। তিনি আমাদের মহান মনীষী। ভাষা আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণ করেছেন। বাঙালির প্রতিটি আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সৃষ্টিশীল লেখা ও গবেষণা ছাড়াও তিনি জাতীয় ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছেন। বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর অসামান্য অবদান রয়েছে।

 

          কে এম খালিদ বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আহমদ রফিকের পাশে আছে। ভবিষ্যতেও তাঁর সুচিকিৎসাসহ যে কোনো সহায়তার প্রয়োজনে মন্ত্রণালয় পাশে থাকবে।

 

#

 

ফয়সল/সাহেলা/এনায়েত/রফিকুল/সেলিম/২০২১/২১১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৪৫২২

 

সাতটি বিভাগীয় শহরে নারীদের মোটর ড্রাইভিং প্রশিক্ষণ দেবে মহিলা বিষয়ক অধিদপ্তর

 

ঢাকা, ৮ আশ্বিন (২৩ সেপ্টেম্বর) :

 

          মহিলা বিষয়ক অধিদপ্তরের উপজেলা পর্যায়ে আয়বর্ধক প্রকল্পের মাধ্যমে সাতটি বিভাগীয় শহর ও পাবনা জেলায় নারীদের মোটর ড্রাইভিং এবং বেসিক মেইন্টেইন্স বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। আগামী দেড়বছরে আটটি কেন্দ্রে ত্রিশ জন করে ছয়টি ব্যাচে মোট এক হাজার চারশত চল্লিশ জনকে এ প্রশিক্ষণ প্রদান করা হবে।  প্রশিক্ষণ শেষে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদ প্রদান করা হবে।

 

          আজ ঢাকায় ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ  প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর  এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের মধ্যে  সমঝোতা স্মারক  স্বাক্ষর হয়।

 

          মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষে অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের পক্ষে  বিআরটিসির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

 

#

 

আলমগীর/সাহেলা/এনায়েত/রফিকুল/সেলিম/২০২১/২১১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৪৫২১

 

কুয়াকাটা হবে আন্তর্জাতিক মানের নান্দনিক সমুদ্র সৈকত

                                             -- জাহিদ ফারুক

                                    

পটুয়াখালী, ৮ আশ্বিন (২৩ সেপ্টেম্বর) :

 

          প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের মানুষের কথা চিন্তা করেন বলেই পায়রা বন্দর, পদ্মা সেতু হয়েছে। এখানে এখন অনেক পর্যটক আসবে। আমরা এই সমুদ্র সৈকতটাকে আরো ভালো মানের করতে চাই। এটা হবে একটি আন্তর্জাতিক মানের নান্দনিক সমুদ্র সৈকত।

 

          আজ সাগরকন্যা কুয়াকাটার সৈকত পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক এসব কথা বলেন।

 

          প্রতিমন্ত্রী বলেন, ‘কুয়াকাটা সমুদ্র সৈকতের জন্য আমাদের প্রকল্প চলমান রয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের জন্যও আমাদের প্রকল্প আছে। আর এখানে ৯৫০ কোটি টাকার মতো একটি প্রকল্প চলমান আছে।

 

          এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ রোকন উদ-দৌলা, পানিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক মোঃ ফজলুর রশিদ, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল মান্নান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফ হোসেন কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আঃ বারেক মোল্লা প্রমুখ।

 

#

 

আসিফ/এনায়েত/রফিকুল/সেলিম/২০২১/২১১৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৪৫২০

 

রাষ্ট্রপতির সাথে প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

 

ঢাকা, ৮ আশ্বিন (২৩ সেপ্টেম্বর) :

 

          সাম্প্রতিককালে ই-কমার্সে ভোক্তাদের প্রতারিত হওয়ার বিষয়ে পত্রপত্রিকা ও অন্যান্য সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই তাদের জন্য সুরক্ষার পদক্ষেপ নিতে হবে। তিনি দেশে দ্রুত প্রসারণশীল ই-কমার্স ব্যবস্থায় ভোক্তা প্রতারণা বন্ধে কার্যকর উপায় বের করতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের প্রতি আহ্বান জানান ।

 

          বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

 

          রাষ্ট্রপতির উপ প্রেস সচিব মুন্সী জালাল উদ্দিন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে কমিশন চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম প্রতিবেদনের উল্লেখযোগ্য কিছু বিষয়সহ কমিশনের চলমান কর্মকাণ্ড রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে আরো অংশ নেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং কমিশনের সদস্য জি এম সালেহ উদ্দিন, ড. এ এফ এম মনজুর কাদির ও নাসরিন বেগম।

 

          ই-কমার্স একটি সম্ভাবনাময় খাত উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, কিছু সংখ্যক লোকের কারণে এ খাতটি যেন শুরুতেই মুখ থুবড়ে না পড়ে সে বিষয়ে সকলকে সতর্ক হতে হবে। এ খাতে প্রতারণাসহ ভোক্তার স্বার্থের জন্য ক্ষতিকর বিষয়গুলো চিহ্নিত করে সেগুলো কঠোর হস্তে দমনের জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।

 

          রাষ্ট্রপতি বলেন, প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সকল পদক্ষেপে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি ভোক্তারা যেন যৌক্তিক মূল্যে ও প্রত্যাশিত সময়ে মানসম্মত পণ্য পায় তা নিশ্চিত করার প্রচেষ্টা থাকতে হবে।

 

          রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

 

#

 

ইমরানুল/সাহেলা/রেজুয়ান/এনায়েত/রফিকুল/সেলিম/২০২১/২১০০ ঘণ্টা

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৪৫১৯

 

জ্ঞাননির্ভর অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু হবে ‘ভিশন ২০২১ টাওয়ার’

                                                      -- আইসিটি প্রতিমন্ত্রী

 

ঢাকা, ৮ আশ্বিন (২৩ সেপ্টেম্বর) :

 

          তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেছেন, উদ্ভাবনই হচ্ছে এগিয়ে যাওয়ার মূলমন্ত্র। আর দেশের আগামীদিনের অর্থনীতির মূল চালিকাশক্তি হবে স্টার্টআপ। তাদের জন্য সরকার ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তুলবে। এই ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার জন্য মূল কেন্দ্রবিন্দুতে থাকবে এই ‘ভিশন ২০২১ টাওয়ার’। এর সাথে যুক্ত থাকবে দেশের আরো ১০টি বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, কাওরান বাজারে তৈরি হবে ১২ তলার ভিশন ২০২১ টাওয়ার।

 

          আজ কারওয়ান বাজার  সফটওয়্যার টেকনোলজি পার্কের সভা কক্ষে ‘ভিশন ২০২১ টাওয়ার-২’ তৈরির জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কাছে জমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

 

          প্রতিমন্ত্রী বলেন, গত ৬ বছরে স্টার্টআপে অনেক বিদেশি বিনিয়োগ এসেছে। গত এক মাসে ১০০ মিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ এসেছে। তিনি বলেন, দেশে ৩৯টি হাইটেক পার্ক, ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠিত হচ্ছে। বর্তমানে দেশের ৩৮শ’ ইউনিয়ন অপটিক্যাল ফাইবার ক্যাবলের সাথে সংযুক্ত। এর ফলে দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি।

 

          গত কয়েকদিন যাবত ই-কমার্স সেক্টরে অস্থিরতা যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সবাইকে আশ্বস্ত করতে চাই দেশে ই-কমার্সের প্রসার হবে। সব ব্যবসা আস্তে আস্তে ডিজিটাল হবে। এ সেক্টরে নিয়ম, আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারি-বেসরকারি সেক্টরের সবাই মিলে  ক্রমবর্ধমান এ ইন্ডাস্ট্রি  যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

#

 

শহিদুল/সাহেলা/রেজুয়ান/এনায়েত/রফিকুল/সেলিম/২০২১/২০২০ ঘণ্টা

 

 

Handout                                                                                                          Number : 4518
 


State Minister Shahriar Alam invites US investment in Bangladesh 
 


New York (USA), September 23 :

 

            State Minister for Foreign Affairs Md. Shahriar Alam participated in a meeting with Wendy Sherman, Deputy Secretary of State of the USA along with other Ministers and senior officials from Bhutan, Maldives, Nepal and Sri Lanka yesterday.

 

            In the meeting, State Minister Alam highlighted the social and economic progress achieved by Bangladesh even during the COVID-19 situation under the visionary leadership of Prime Minister Sheikh Hasina. He invited US investments in Bangladesh. He also requested the USA authorities for providing duty-free market access to Bangladesh products. Shahriar Alam talked about the climate challenges faced by Bangladesh and other climate vulnerable countries, and the pioneering role played by Bangladesh in addressing these challenges. The issue of the Rohingya crisis was also raised in the meeting, and State Minister Alam called upon the international community, including the USA, to take urgent steps for ensuring safe, dignified and sustainable return of the Rohingyas to their homeland. On bilateral issue, Shahriar Alam raised the issue of deportation of Rashed Chowdhury, the self-confessed killer of Bangabandhu now living in the USA. Recalling the earlier visit of Wendy  Sherman to Bangladesh as the Assistant Secretary of State, State Minister Alam invited her to visit Bangladesh again in her new capacity. Ms. Sherman thanked State Minister Alam for his substantive remarks, and recalling the long-standing relationship between Bangladesh and the USA, assured him of working further closely with Bangladesh in the coming days.

 

            Earlier in the day, State Minister Shahriar Alam participated in the Ministerial meeting of the Community of Democracies. In the meeting State Minister Alam informed the Ministers of the actions taken by Bangladesh to establish, uphold, and strengthen democracy. Mr. Shahriar Alam emphasised on the importance of inclusivity and equality for ensuring democracy. He also highlighted the role that the international community should play for strengthening global rule of law and multilateralism.

 

            State Minister Shahriar Alam is now in New York for participating at the 76th United Nations General Assembly as a member of the Bangladesh delegation led by the Prime Minister Sheikh Hasina.

 

#

 

Tohidul/Sahela/Rejuan/Enayet/Sanjib/Salim/2021/20.00 Hrs

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর : ৪৫১৭

বাংলাদেশ সম্ভাবনা ও সুযোগে পরিপূর্ণ একটি দেশ

                                                               -- ভূমিমন্ত্রী

জেনেভা, ৮ আশ্বিন (২৩ সেপ্টেম্বর) :

          বর্তমান যুগকে এশিয়ার যুগ হিসেবে উল্লেখ করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশ সম্ভাবনা ও সুযোগে পরিপূর্ণ একটি দেশ - এই সুযোগ গ্রহণ করুন। এটাই বাংলাদেশের আহ্বান।

          গতকাল, সুইজারল্যান্ডের জেনেভা শহরের এক হোটেলে বিদেশি ও অনাবাসী বাংলাদেশি ব্যবস্যায়ীদের উদ্দেশে ‘দ্য রাইজ অভ্ বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অভ্ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ' (বাংলার বাঘের উদয় - বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা) শীর্ষক রোডশো-এ বাংলাদেশের পুঁজিবাজারের উপর দ্বিতীয় বিনিয়োগ শীর্ষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ভূমিমন্ত্রী।

          বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি, বিশেষত সুইস বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ সম্ভাবনা উপস্থাপনার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই রোডশো আয়োজন করে।

          মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে হাই-টেক শিল্প এবং জাহাজ নির্মাণের মতো ভারী শিল্পে বিনিয়োগ করার আহ্বান জানান। বিদেশি ও প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ ও রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় বিনিয়োগে বিশ্বমানের পরিবেশ ও সুযোগ আছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে আসুন এবং বিনিয়োগের পূর্বে পরিস্থিতি যাচাই করে দেখুন।

          অনুষ্ঠানে প্রদর্শিত ভিডিও বার্তার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম বলেন, বাংলাদেশ গত এক দশকে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম, এছাড়া দারিদ্র্য হ্রাস ও স্বাস্থ্য উন্নয়নে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

          অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোঃ আলমগীর হোসেন এবং বেসরকারি খাতের নেতৃবৃন্দ শীর্ষ সম্মেলনে অন্যান্যের মধ্যে অংশ নেন।

#

নাহিয়ান/সাহেলা/সঞ্জীব/জয়নুল/২০২১/২০৫৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ৪৫১৬

শিল্প মন্ত্রণালয়ের অধীনে চামড়া শিল্প কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব

ঢাকা, ৮ আশ্বিন (২৩ সেপ্টেম্বর) :

          চামড়া শিল্পের উন্নয়ন ও এখাতের বিদ্যমান সমস্যাসমূহ সমাধানের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে চামড়া শিল্প কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে।

          চামড়া শিল্পখাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়ণের লক্ষ্যে গঠিত টাস্কফোর্স - এর ৪র্থ সভায় এ প্রস্তাব করা হয়। আজ উক্ত টাস্কফোর্সের আহ্বায়ক ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন; শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার; শিল্পসচিব জাকিয়া সুলতানা; বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান; রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী;  পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আশরাফ উদ্দিন; ট্যানারি শিল্পের সাথে জড়িত ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

          সভাপতির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, চামড়া শিল্পখাত একটি বৃহৎ শিল্প। চামড়া রপ্তানির জন্য বিদেশে নতুন বাজার খুঁজতে হবে। চামড়া ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের জন্য প্রচেষ্টা চালাতে হবে। এজন্য সরকার সবরকম সহযোগিতা করবে। 

          আজকের সভায় ২৮ আগস্ট ২০২১ অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভায় সাভারের চামড়া শিল্পনগরী বন্ধের সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

          ট্যানারি কারখানাসমূহ হাজারীবাগ থেকে নির্মাণাধীন অসম্পন্ন চামড়া শিল্পনগরীতে স্থানান্তর করা হলেও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (সিইটিপি) এবং অন্যান্য উপাদানের কাজ এখনো শেষ হয়নি। এ অবস্থায় কয়েকটি ট্যানারির অনুকূলে পরিবেশ ছাড়পত্র প্রদান করা হলেও এখন পরিবেশ ছাড়পত্র নবায়নে সময়ক্ষেপণ করা হচ্ছে। আর পরিবেশগত ছাড়পত্র নবায়ন প্রাপ্তি বিলম্বিত হওয়ায় রপ্তানিকারক হিসেবে এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ইআরসি, আমদানিকারক হিসেবে ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আইআরসি ও শুল্কমুক্তভাবে পণ্য আমদানির বন্ড সুবিধার ছাড়পত্র পেতে জটিলতা সৃষ্টি হচ্ছে।

          এ প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, সরকার ট্যানারি শিল্পনগরী বন্ধ করার পক্ষে নয়। দেশে কাঁচামাল আছে, জনশক্তি আছে, অভিজ্ঞতা আছে। কাজেই শিল্পনগরীর চামড়া কারখানাসমূহের সুষ্ঠু উৎপাদন কার্যক্রমের স্বার্থে পরিবেশগত ছাড়পত্রের নবায়ন ত্বরান্বিতকরণ, সিইটিপি, কার্যকর করা, আধুনিক প্রযুক্তির প্রয়োগ করার পাশাপাশি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে করতে হবে।

          বাণিজ্যমন্ত্রী সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বলেন, চামড়াজাত পণ্য রপ্তানি করে বিলিয়ন ডলার আয় করার লক্ষ্যে সরকার কাজ করছে।

          পরিবেশমন্ত্রী সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, সাভারে ২৫ হাজার ঘনমিটার তরল বর্জ্য শোধনের ক্ষমতা থাকলেও উৎপাদন হচ্ছে ৩৫-৪০ হাজার ঘনমিটার তরল বর্জ্য। এতে নদীর পানি দূষণ হচ্ছে। যৌথভাবে সরেজমিনে গিয়ে পরিদর্শন করতে হবে।

          শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সভায় কোরবানির ঈদে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক চামড়ার যে মূল্য নির্ধারণ করেছে, প্রান্তিক পর্যায়ে ব্যবসায়ীরা যথাযথ মূল্য কেন পাননি, এজন্য শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের খোঁজ নেওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।

          শিল্পসচিব জাকিয়া সুলতানা কেন্দ্রীয়ভাবে চামড়া মজুদ ও সংরক্ষণের জন্য গুরুত্বারোপ করেন।

#

মাহমুদুল/সাহেলা/সঞ্জীব/জয়নুল/২০২১/১৯৫০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                                 নম্বর : ৪৫১৫

সুশিক্ষিত মানুষই সুন্দর সমাজ গড়তে পারে

                              --  জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর, ৮ আশ্বিন (২৩ সেপ্টেম্বর) :

          জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, একটি উন্নত সমাজ গঠনে প্রয়োজন সুশিক্ষিত ও উন্নত মানসিকতার মানুষ। এজন্য সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে, যেন তারা একটি উন্নত সমাজ গঠন করতে পারে। কারণ সুশিক্ষায় শিক্ষিত মানুষ সুন্দর সমাজ গঠনের অন্যতম প্রধান নিয়ামক।

          আজ মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান কালে প্রতিমন্ত্রী একথা বলেন।

          প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সদিচ্ছা ও দেশপ্রেম নিয়ে একটি উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে প্রয়োজন সুশিক্ষিত তরুণ সমাজ। তাই প্রতিটি সন্তানকে পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ সেই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। কারণ একজন শিক্ষার্থীকে সঠিকভাবে গড়ে তুলতে এবং  মননশীলতার বিকাশে শিক্ষকের ভূমিকা অপরিসীম। এজন্য শিক্ষকদেরকে শিক্ষার্থীদের সামনে একজন আদর্শ হিসেবে উপস্থাপিত হতে হবে, যাতে শিক্ষার্থীরা তাদের অনুসরণ করতে পারে।

#

শিবলী/সাহেলা/সঞ্জীব/জয়নুল/২০২১/১৯১৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ৪৫১৪

সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে

                                                             -- স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, ৮ আশ্বিন (২৩ সেপ্টেম্বর) :

          নগরবাসীর সচেতনতা, জলবায়ু পরিবর্তন, সিটি কর্পোরেশন ও মন্ত্রণালয়ের সর্বাত্মক কার্যক্রমের ফলে আগামী এক মাসের মধ্যেই ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

          আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘ইইউ সাপোর্ট টু হেলথ অ্যন্ড নিউট্রিশন টু দ্য পুওর ইন আরবান বাংলাদেশ’ প্রকল্পের সমাপনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

          মন্ত্রী বলেন, সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর জনগণকে সাথে নিয়ে নিবিড়ভাবে কাজ করছে। সকাল-বিকাল নিয়মিত স্প্রে করা হচ্ছে। কিভাবে এডিস মশার প্রজনন ধ্বংস করা যাবে সেসব বিষয়ে মানুষকে বিভিন্নভাবে সচেতন করা হয়েছে।

          মন্ত্রী জানান, ডেঙ্গু একটি গ্লোবাল চ্যালেঞ্জ। শুধু বাংলাদেশই এই চ্যালেঞ্জ মোকাবিলা করছে না, এশিয়াসহ বিশ্বের অনেক দেশেই এই ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে। ডেঙ্গু মোকাবিলায় যে সকল দেশ সফলতা পেয়েছে তাদের অভিজ্ঞতা এবং সরকারের সমন্বিত প্রচেষ্টায় এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে।

          এর আগে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, পৌরসভাগুলোকে শক্তিশালী করতে কাজ করছে সরকার। ইতিমধ্যে কিছু পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানগুলোর কিছু জনবল সংকট রয়েছে। আগামী ২ বছরের মধ্যে পৌরসভাগুলো তাদের সংকট কাটিয়ে সক্ষমতা অর্জন করবে।

          তিনি আরো বলেন, গ্রামীণ এলাকার তুলনায় নগর এলাকায় স্বাস্থ্য সেবা কিছুটা ভালো তবে এটি সন্তোষজনক অবস্থায় নেই।

          পৌরসভাগুলোতে স্বাস্থ্য সেবায় পর্যাপ্ত জনবল নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে যাতে তারা নিজেরা নাগরিক সেবা প্রদান করতে পারে।

          উল্লেখ্য, প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক সরাসরি নির্বাচিত এনজিওর মাধ্যমে চারটি সিটি করপোরেশন, দশটি পৌরসভা এলাকায় পাঁচ লাখ তিন হাজার ছয় শো সাতাশটি পরিবারকে বিনামূল্যে ভাউচার কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়া, দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পৌরসভার তিন হাজার ছয় শো ১৮ জন নির্বাচিত জনপ্রতিনিধি এবং পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক হাজার আটশো এক জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয়।

#

হায়দার/সাহেলা/সঞ্জীব/জয়নুল/২০২১/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ৪৫১৩

বিমানবন্দরে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কোভিড-১৯ টেস্ট করা যাবে বিদেশগামী যাত্রীদের                                                                                                                                                                                                                                                                                                    -- স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ৮ আশ্বিন (২৩ সেপ্টেম্বর) :

          আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ টেস্ট করার জন্য আরটিপিসিআর ল্যাব স্থাপন কাজ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপস্থিত মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে ব্রিফিংকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব বসানোর কাজ অতি দ্রুততম সময়ে শেষ হবে। আমি নিজে গত পরশু দিন এসে এখানে জায়গা নির্ধারণ করে দিয়ে গেছি। আশা করছি আজকের মধ্যেই অবকাঠামো নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে। ইতোমধ্যেই বেশ কয়েকটি মেশিনও চলে এসেছে। এ নিয়ে স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট সব কর্মকর্তারাই অক্লান্ত পরিশ্রম করছেন। সব ঠিক থাকলে ২৫ সেপ্টেম্বরের মধ্যেই বিদেশগামী যাত্রীরা এই পিসিআর ল্যাবগুলো থেকে পরীক্ষা করে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন।

          ল্যাবের সংখ্যা কত ও দৈনিক কতজন মানুষ এই ল্যাবগুলোতে পরীক্ষা করতে পারবেন এরকম একটি প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, এখানে মোট ৬ টি ল্যাবের মাধ্যমে ১২ টি মেশিন বসানো হবে। এই ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত সাড়ে তিন হাজার থেকে চার হাজার মানুষ পরীক্ষা করতে পারবেন। এখানে দ্রুততম সময়ে পরীক্ষার জন্য র‌্যাপিড পিসিআর ল্যাব এবং সাধারণ পরীক্ষার জন্য আরটিপিসিআর ল্যাব উভয়ই কাজ করবে।

          ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রীর সাথে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন খান এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম, বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক

2021-09-23-17-57-3229c02de5651e76128ff34debc4a9b1.doc