তথ্যবিবরণী নম্বর: ১৯০৯
নিজেদের সংস্কার ব্যতীত রাষ্ট্রীয় সংস্কার সম্ভব নয়
-- উপদেষ্টা আসিফ মাহমুদ
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর):
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নিজ মন্ত্রণালয়ের আওতাধীন কোনো অফিসের দেয়ালে কিংবা কক্ষে আমার ছবি দেখতে চাই না; নিজেদের মধ্যে সংস্কার ব্যতীত রাষ্ট্রীয় সংস্কার সম্ভব হবে না।
আজ রাজধানীর ঢাকা ওয়াসা পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, প্রবেশপথেই দরজায় আমার একটি ছবি দেখতে পেলাম; আগে যেখানে ফ্যাসিস্ট হাসিনার ছবি ছিল, এখন সেখানে আমার ছবি। উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাহলে পরিবর্তনটা আসলে হলো কোথায়! এ বিষয়টি পরিহার করতে সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন। জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানে শহিদ এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের স্মরণে ছবি কিংবা প্রদর্শনী রাখাকে উৎসাহিত করেন তিনি।
স্থানীয় সরকার উপদেষ্টা আরো বলেন, ওয়াসার নাম শুনলেই মানুষ মনে করে দুর্নীতির আখড়া, এই বদনাম ঘুচিয়ে সকলে একসাথে কাজ করে এবং দুর্নীতিমুক্ত হয়ে সুনাম বাড়াতে হবে। রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে, শ্রম ও নিষ্ঠার সাথে কাজ করতে কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানান তিনি। আগামীর নতুন বাংলাদেশে ওয়াসাকে নতুনভাবে ঢেলে সাজানোর কথা বলেন উপদেষ্টা।
মতবিনিময় সভায় উপদেষ্টা আরো বলেন, পানির অপর নাম জীবন, কিন্তু সেই পানি আবার মৃত্যুর কারণ হয়, যদি দূষিত থাকে। নগরবাসীর জন্য সুপেয় পানি নিশ্চিত করতে এবং শুষ্ক মৌসুমে পানির সরবরাহ বৃদ্ধিতে সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এছাড়া নগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতিকল্পে গুরুত্ব আরোপ করেন।
এর আগে ঢাকা ওয়াসা ভবনের নিচতলায় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর ফটো গ্যালারীর উদ্বোধন করেন তিনি। ‘মার্তৃভূমি অথবা মৃত্যু’ এবং ‘জেগে উঠি একসাথে, বৈষম্যহীন বাংলাদেশে’ প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত মতবিনিময় সভার শুরুতে ঢাকা ওয়াসাকে নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন সভার সভাপতি ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম।
সভায় স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
#
সালাউদ্দিন/মেহেদী/সঞ্জীব/সেলিম/২০২৪/২২০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯০৮
এলডিসি গ্রাজুয়েট দেশ হিসেবে আমাদের প্রস্তুত হতে হবে
- উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর):
বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এলডিসি গ্রাজুয়েশনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। প্রণোদনা কমানো নিয়ে যে পদক্ষেপ সেটা সঠিক। ভবিষ্যতে এলডিসি গ্রাজুয়েশন প্রণোদনা থাকবে না এবং রপ্তানি বাজারে শুল্ক দিয়ে প্রবেশ করতে হবে। এলডিসি গ্রাজুয়েট দেশ হিসেবে আমাদেরকে প্রস্তুত হতে হবে। বস্ত্রশিল্পের যে কোনো সমস্যা সমাধানে একসাথে কাজ করতে হবে।
‘বস্ত্র শিল্পের আধুনিকায়ন, বাংলাদেশের উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)’র সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় বস্ত্র দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষ্যে ‘Overview of textile sector in Bangladesh: Problems, Prospects and Smart way out’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
সোলার পাওয়ার ব্যবহারের আহ্বান জানিয়ে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বস্ত্রখাতে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এ খাতের খরচ কমাতে সোলার পাওয়ার অন্যতম সম্ভাব্য সমাধান। এ শিল্পের বিকাশে নতুনদেরকে একাডেমিক আগ্রহ বাড়িয়ে পেশাগতভাবে দক্ষ করতে হবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অভ্ ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি) অধ্যাপক ড. আইয়ুব খান। বস্ত্রশিল্পের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বস্ত্রখাতে মেধাব্যাংক ও দক্ষতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং কটন নির্ভরতা থেকে কৃত্রিম ফাইবারের দিকে এগিয়ে আসার পরামর্শ দেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, আরিফুর রহমান খান, তসলিমা কানিজ নাহিদা, বিটিএমসি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক-সহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বাংলাদেশ কটন এসোসিয়েশনের উপদেষ্টা মুহাম্মদ আইয়ুব, বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি মো: শাহরিয়ার, বিএলএমইএ ভাইস প্রেসিডেন্ট সিকে দে ছায়ান এবং বিজিবিএ সভাপতি মোহাম্মদ পাবেল উপস্থিত ছিলেন।
#
আসিফ/পবন/রানা/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৪/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯০৭
বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টার সাথে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর):
বেসামরিক বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উপদেষ্টা ভ্রাতৃপ্রতিম দুই দেশের মানুষের মাঝে উষ্ণ সম্পর্ক ও আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো গভীর ও অর্থবহ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষের আতিথেয়তার কথা স্মরণ করেন এবং ঢাকা-ইসলামাবাদ-করাচি বিমান যোগাযোগ ও দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পর্যটন সেক্টরে সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন।
#
তুহিন/পবন/রানা/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৪/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯০৬
ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষীদের পুনরায় বীজ সরবরাহ করা হচ্ছে
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর):
চলতি মৌসুমে প্রণোদনার আওতায় সরবরাহকৃত পেঁয়াজ বীজের অংকুরোদগম কাক্সিক্ষত মাত্রার চেয়ে কম হওয়ায় ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, গোপালগঞ্জ, মাদারীপুর এলাকার চাষীদের পুনরায় পেঁয়াজ বীজ সরবরাহ করা হবে।
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সভাপতিত্বে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
সভায় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিএডিসির কর্মকর্তাগণ অনলাইনে যুক্ত ছিলেন।
সভায় জানানো হয়, প্রণোদনার পেঁয়াজ বীজে যেখানেই কাক্সিক্ষত অংকুরোদগম হয় নি, সেখানেই পুনরায় বীজ সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে ৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার থেকে জেলাগুলোতে কিছু বীজ সরবরাহ করা হবে এবং কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় ও কাক্সিক্ষত জমি পেঁয়াজ চাষের আওতায় থাকে সে লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে উচ্চ ফলনশীল পেঁয়াজ বীজ সরবরাহ করা হবে।
#
জাকির/পবন/রানা/জয়নুল/২০২৪/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯০৫
বিমান ও পর্যটন উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর):
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত IWAMA Kiminori আজ সচিবালয়ে বেসামরিক বিমান পর্যটন ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের সাথে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উপদেষ্টা বাংলাদেশের প্রতি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখায় অকৃত্রিম বন্ধু জাপানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে জাপানের অংশগ্রহণ ও অবদানের কথা স্মরণ করে আগামী দিনগুলোতে এভিয়েশন সেক্টরে আরও সহযোগিতার আহ্বান জানান।
রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষের উষ্ণ আতিথেয়তার কথা স্মরণ করেন এবং ঢাকা-টোকিও বিমান যোগাযোগ ও দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পর্যটন সেক্টরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান, জাপানে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি KAWAI Hiroshi উপস্থিত ছিলেন।
#
মাহবুবুর/পবন/রানা/ফেরদৌস/শামীম/২০২৪/১৮১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯০৪
নৌপরিবহন উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের মাস্টার প্ল্যান পুনর্গঠন করা হবে
--নৌপরিবহন উপদেষ্টা
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর):
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। আজ জাপানের রাষ্ট্রদূত মন্ত্রণালয়ের অফিসকক্ষে উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, জাপান-বাংলাদেশ উভয় দেশই দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপানের ভুমিকা অনবদ্য। বাংলাদেশের একমাত্র গভীর সমুদ্রবন্দর-মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরটি জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় নির্মিত হচ্ছে। এ বন্দরটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বন্দর নির্মাণের মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে তথা আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যুক্ত হবে। প্রথম পর্যায়ের কাজ শেষ হলে বন্দরের কার্যক্রম আরো গতিশীল করতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর কর্তৃপক্ষ গঠন করা হবে। এ সময় উপদেষ্টা ২০৩০ সালের মধ্যে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উপদেষ্টা আরো বলেন, কেবলমাত্র আঞ্চলিক সংযোগের মাধ্যম হিসেবেই নয়, কৌশলগত ও ভূ-রাজনৈতিকভাবে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের অবস্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঞ্চলিক ও বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতিতে বন্দরের সার্বিক নিরাপত্তা ইস্যুটি বিবেচনা করতে হবে। এছাড়া, এখানে একটি আন্তর্জাতিকমানের ডক-ইয়ার্ড নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। সরকার দেশের বন্দরগুলোর কার্যক্রমের মধ্যে সমন্বয় ও গতিশীলতা আনার লক্ষ্যে ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে বলে জাপানের রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি এ বিষয়ে জাইকা’র কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জাহাজভাঙ্গা শিল্পের পরিবেশগত মান যাচাইয়ের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হচ্ছে বলে উপদেষ্টা রাষ্ট্রদূতকে অবিহিত করেন। এছাড়া, তিনি বাংলাদেশের মেরিন একাডেমিগুলোর উন্নয়নে জাপান সরকারের পেশাগত ও কারিগরি সহযোগিতা কামনা করেন।
জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ জাপানের বন্ধুরাষ্ট্র। শিক্ষা, স্বাস্থ্য, মানব-সম্পদ ও অবকাঠামোসহ অন্যান্য বিভিন্ন সেক্টরের উন্নয়নে গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে জাপান বাংলাদেশের পাশে রয়েছে। জাপানের স্বেচ্ছাসেবীরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পযর্ন্ত বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করছে। জাপান বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। জাইকা মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণের কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের জাহাজভাঙ্গা শিল্পে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে জাপান দূতাবাস ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
আরিফ/ফাতেমা/রবি/সুবর্ণা/সাঈদা/লিখন/২০২৪/.২.৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯০৩
খাদ্য উপদেষ্টার সাথে বিশ্ব খাদ্য কর্মসূচির আবাসিক প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর):
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বিশ্ব খাদ্য কর্মসূচির আবাসিক প্রতিনিধি Dom Scalpelli এর নেতৃত্বে প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এসময় খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
#
ইমদাদ/ফাতেমা/রবি/সুবর্ণা/আসমা/২০২৪/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯০২
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস এর প্রশাসক নিয়োগ
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর):
বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহম্মদ মেহেদী হাসানকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর প্রশাসক নিয়োগ করা হয়েছে।
আজ বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে আরো বলা হয়েছে নিয়োগকৃত প্রশাসক ১২০ দিনের মধ্য একটি সুস্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।
#
কামাল/ফাতেমা/রবি/সুবর্ণা/লিখন/২০২৪/.২.৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯০২
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস এর প্রশাসক নিয়োগ
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর):
বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহম্মদ মেহেদী হাসানকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর প্রশাসক নিয়োগ করা হয়েছে।
আজ বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে আরো বলা হয়েছে নিয়োগকৃত প্রশাসক ১২০ দিনের মধ্য একটি সুস্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।
#
কামাল/ফাতেমা/রবি/সুবর্ণা/লিখন/২০২৪/১৪৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯০১
মহান বিজয় দিবস-২০২৪
মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের করণীয়
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর):
মহান বিজয় দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে ভিডিও এবং স্থিরচিত্র গ্রহণকালে স্মৃতিসৌধ এলাকায় অনিয়ন্ত্রিতভাবে মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে চলাচল না করার জন্য অনুরোধ করা হয়েছে।
সম্প্রতি ৯ পদাতিক ডিভিশন, সাভার এর সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়েছে।
#
শবনম/ফাতেমা/রবি/সুবর্ণা/আসমা/২০২৪/১২৩০ ঘণ্টা
আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ
তথ্যবিবরণী নম্বর : ১৯০০
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে প্রধান উপদেষ্টার বাণী
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর):
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:
“উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী এ উপমহাদেশের মেহনতি মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী তৎকালীন পাকিস্তান সরকারের গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এদেশের মানুষকে সোচ্চার ও সংগঠিত করেছিলেন।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন উদার ও প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ। সাধারণ মানুষের প্রতি তাঁর ছিল অকৃত্রিম মমত্ববোধ। সোহরাওয়ার্দী মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক রাজনীতি বিকাশে এবং এ অঞ্চলের জনগণের আর্থসামাজিক উন্নয়নে সারাজীবন কাজ করেছেন। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল এই রাজনৈতিক ব্যক্তিত্বকে ‘গণতন্ত্রের মানসপুত্র’ বলে আখ্যায়িত করা হয়।
গণতন্ত্রের অগ্রযাত্রা ও মানুষের কল্যাণে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ আমাদের সব সময় সাহস ও প্রেরণা জোগায়। জাতি এই মহান নেতার অবদান সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
#
আশরোফা/ফাতেমা/রবি/সুবর্ণা/সাঈদা/আসমা/২০২৪/১০১০ ঘণ্টা
আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ
আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ
তথ্যবিবরণী নম্বর : ১৮৯৯
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর) :
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
উপমহাদেশে রাজনীতি ও গণতন্ত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী। গণতন্ত্রের মানসপুত্র সোহরাওয়ার্দী ছিলেন প্রতিভাবান রাজনীতিক, আইনজ্ঞ, বঙ্গীয় ব্যবস্থাপক সভা ও গণপরিষদের সদস্য এবং অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রীসহ তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি এতদঞ্চলের শ্রমজীবী মানুষ ও অবহেলিত মুসলিম সম্প্রদায়ের স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি স্বল্প সময়ের মধ্যে নাবিক, রেলকর্মচারী, পাটকল ও সুতাকল কর্মচারী, রিক্সাচালক, গাড়িচালকসহ নানা শ্রেণি-পেশার মেহনতি মানুষের স্বার্থরক্ষায় বিভিন্ন ট্রেড ইউনিয়ন গড়ে তোলেন।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বিচক্ষণ ও প্রজ্ঞাবান রাজনৈতিক সংগঠক। পাকিস্তান প্রতিষ্ঠার পর তৎকালীন শাসকগোষ্ঠীর অন্যায্য ও গণবিরোধী কার্যক্রমের বিরু্দ্ধে জনগণকে সংগঠিত করতে তাঁর ভূমিকা ছিল অনবদ্য। ১৯৫৪ সালে অনুষ্ঠিত প্রথম প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগের বিরুদ্ধে যুক্তফ্রন্টের বিজয়েও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
শহীদ সোহরাওয়ার্দী আমৃত্যু আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। গণতন্ত্রের বিকাশ ও এতদঞ্চলের জনগণের আর্থসামাজিক উন্নয়নে হোসেন শহীদ সোহরাওয়ার্দী যে অবদান রেখে গেছেন জাতি তা শ্রদ্ধার সাথে স্মরণ করে। তাঁর জীবন ও কর্ম আগামী প্রজন্মকে গণতান্ত্রিক চিন্তা-চেতনা ও জনগণের সার্বিক কল্যাণে উদ্বুদ্ধ করবে বলে আমার বিশ্বাস।
আমি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
রাহাত/ফাতেমা/রবি/সুবর্ণা/সাঈদা/আসমা/২০২৪/১০০০ ঘণ্টা
আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ