ঐধহফড়ঁঃ ঘঁসনবৎ : ৯২৩
ঔধঢ়ধহবংব চধৎষরধসবহঃধৎু ঠরপব-গরহরংঃবৎ পধষষং ড়হ ঋড়ৎবরমহ গরহরংঃবৎ
উযধশধ, গধৎপয ২১ :
ইধহমষধফবংয ংড়ঁমযঃ ংঁঢ়ঢ়ড়ৎঃ ড়ভ ঔধঢ়ধহ ভড়ৎ ধ ঢ়বধপবভঁষ ংড়ষঁঃরড়হ ড়ভ ঃযব ঢ়ৎড়ঃৎধপঃবফ জড়যরহমুধ পৎরংরং নু ংধভব ৎবঃঁৎহ ড়ভ জড়যরহমুধং ঃড় গুধহসধৎ. ইধহমষধফবংয ধঢ়ঢ়ৎবপরধঃবফ ঔধঢ়ধহবংব বসবৎমবহপু ধংংরংঃধহপব ঃড় ংঁঢ়ঢ়ড়ৎঃ ঃযব ফরংঢ়ষধপবফ ঢ়বড়ঢ়ষব ড়ভ জধশযরহব ঝঃধঃব ড়ভ গুধহসধৎ যিড় ঃড়ড়শ ংযবষঃবৎ রহ ইধহমষধফবংয. ঋড়ৎবরমহ গরহরংঃবৎ অ ঐ গধযসড়ড়ফ অষর ঃড়ষফ ঃযরং যিবহ ারংরঃরহম ঔধঢ়ধহবংব চধৎষরধসবহঃধৎু ঠরপব-গরহরংঃবৎ ড়ভ ঋড়ৎবরমহ অভভধরৎং ওধিড় ঐড়ৎরর সবঃ যরস ঃড়ফধু ধঃ ইধহমষধফবংয ওহংঃরঃঁঃব ড়ভ ওহঃবৎহধঃরড়হধষ ধহফ ঝঃৎধঃবমরপ ঝঃঁফরবং (ইওওঝঝ).
ঋড়ৎবরমহ গরহরংঃবৎ গধযসড়ড়ফ অষর ফবংপৎরনবফ যরংঃড়ৎরপধষ নধপশমৎড়ঁহফ ড়ভ ঃযব ংবঃঃষবসবহঃ ড়ভ বঃযহরপ পড়সসঁহরঃরবং রহ গুধহসধৎ. ঐব নৎরবভবফ ঃযব ঠরপব-গরহরংঃবৎ ড়ভ ঔধঢ়ধহ ধনড়ঁঃ ঃযব নরষধঃবৎধষ রহংঃৎঁসবহঃং ংরমহবফ নবঃবিবহ ইধহমষধফবংয ধহফ গুধহসধৎ ঃড় ংঃধৎঃ ঃযব ঢ়ৎড়পবংং ড়ভ ৎবঢ়ধঃৎরধঃরড়হ ড়ভ ঃযব ভড়ৎপরনষু ফরংঢ়ষধপবফ গুধহসধৎ হধঃরড়হধষং. ডযরষব ঃযব ঔধঢ়ধহবংব ঠরপব-গরহরংঃবৎ বসঢ়যধংরুবফ ড়হ ংধভব, ংবপঁৎব ধহফ ফরমহরভরবফ ৎবঃঁৎহ ড়ভ ঃযব ফরংঢ়ষধপবফ ঢ়বড়ঢ়ষব ঃড় গুধহসধৎ, গধযসড়ড়ফ অষর সবহঃরড়হবফ ঃযধঃ রভ ঃযবৎব রং হড় ষরভব ্ ষরাবষরযড়ড়ফ ড়ঢ়ঃরড়হং ভড়ৎ ঃযব জড়যরহমুধং ঃড় মড় নধপশ ঃড় গুধহসধৎ রঃ ড়িঁষফ নব ফরভভরপঁষঃ ঃড় রসঢ়ষবসবহঃ ঃযব নরষধঃবৎধষ ধমৎববসবহঃং. ঋড়ৎবরমহ গরহরংঃবৎ ংঁমমবংঃবফ ঔধঢ়ধহ সধু ৎব-নঁরষফ ঃযব যড়ঁংব রহ ঃযব ঘড়ৎঃযবৎহ জধশযরহব ঝঃধঃব ড়ভ গুধহসধৎ ঃড় ভধপরষরঃধঃব ঃযব ংধভব, ংবপঁৎব ধহফ ফরমহরভরবফ ৎবঃঁৎহ ড়ভ ঃযব ফরংঢ়ষধপবফ ঢ়বড়ঢ়ষব. ঔধঢ়ধহবংব ঠরপব-গরহরংঃবৎ যরমযষু ধঢ়ঢ়ৎবপরধঃবফ ঃযব মবহবৎড়ঁং ংঁঢ়ঢ়ড়ৎঃ ড়ভ ঃযব এড়াবৎহসবহঃ ড়ভ ইধহমষধফবংয ভড়ৎ ঢ়ৎড়ারফরহম ংযবষঃবৎ ঃড় ঃযব জড়যরহমুধং রহ ইধহমষধফবংয. ওধিড় ঐড়ৎরর ড়িঁষফ ারংরঃ জড়যরহমুধ পধসঢ়ং রহ ঈড়ী’ং ইধুধৎ ঃড়সড়ৎৎড়.ি খধঃবৎ যব ড়িঁষফ মড় ঃড় গুধহসধৎ ঃড় ারংরঃ জধশযরহব ঝঃধঃব ঃড় ড়নংবৎাব ঃযব ধপঃঁধষ পড়হফরঃরড়হং ড়হ ঃযব মৎড়ঁহফ.
#
ঞড়যরফঁষ/গধযসঁফ/ঝধহলরন/ঝধষরসুঁধসধহ/২০১৮/২১৪০ ঐৎং
তথ্যবিবরণী নম্বর : ৯২২
জাতীয় কবিতা উৎসবে তথ্যমন্ত্রী
শিল্প সাহিত্য ও শান্তির জন্য জঙ্গি ও জঙ্গিসঙ্গী বর্জন
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জঙ্গিদমন ও জঙ্গিসঙ্গীদের ক্ষমতা ও রাজনীতির বাইরেই রাখতে হবে।
মন্ত্রী আজ রাজধানীর জাতীয় জাদুঘরে কবি বেগম সুফিয়া কামাল মিলনায়তনে ‘কবিতাঙ্গন’ আয়োজিত জাতীয় কবিতা উৎসব ২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িকতার ছাতার তলেই কবিরা নির্ভয়ে কবিতা লিখছেন, শিল্পী, সাহিত্যিকরা তাদের সৃষ্টিশীল চর্চা অব্যাহত রেখেছেন। মননশীলতার এই চর্চার ধারা যাতে স্তব্ধ না হয়, সেজন্য বাংলাদেশে আর কখনই রাজাকার, জঙ্গি ও যুদ্ধাপরাধীদের ক্ষমতা আসতে দেয়া যায় না।
মুক্তিযোদ্ধা ইনু এ সময় কবিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘কবিরা মানুষের হৃদয় স্পর্শ করতে চায়, ঈশ^রকে ছুঁতে চায়। তারা কখনও রাজাকার হয়না, যুদ্ধাপরাধী হয়না, জঙ্গিসঙ্গী হয় না। তাদেরকে এবার শুধু জঙ্গির বিরুদ্ধে নয়, জঙ্গিসঙ্গীদের বিরুদ্ধেও কলম হাতে সোচ্চার হতে হবে।’
কবিতাঙ্গনের সম্পাদক কবি সর্দার আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনির্ভাসিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, কবি অসীম সাহা, আসলাম সানী, পারভেজ বাবুল, ভারতের কবি অমৃত মাইতি এবং আবৃত্তি করেন ড. শাহাদাত হোসেন নিপু, সীমা ইসলাম প্রমুখ।
#
আকরাম/মাহমুদ/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯২১
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ ) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা (ঐধৎংয ঠধৎফযধহ ঝযৎরহমষধ) সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে, ভারত থেকে বিদ্যুৎ আমদানি, বিদ্যুৎ আমদানিতে বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানের অংশ
গ্রহণ, সঞ্চালন লাইন, পাইপলাইন, এলএনজি, হাইড্রোকার্বন উত্তোলন এবং ২য় ও ৩য় ক্রেডিট লাইনের প্রকল্পসমূহ নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (উযধৎসবহফৎধ চৎধফযধহ) প্রদত্ত ১৬ তম ইন্টরন্যাশনাল এনার্জি ফোরামের মিনিস্ট্রিয়াল মিটিংয়ে অংশগ্রহণের আমন্ত্রণ পত্র এ সময় তিনি হস্তান্তর করেন। ঞযব ঋঁঃঁৎব ড়ভ এষড়নধষ ঊহবৎমু: ঞৎধহংরঃরড়হ, ঞবপযহড়ষড়মু ধহফ ওহাবংঃসবহঃ প্রতিপাদ্য নিয়ে ১০ থেকে ১২ এপ্রিল ভারতের নয়াদিল্লিতে এ সভা অনুষ্ঠিত হবে। হাইকমিশনার ভারতের নতুন বিদ্যুৎ মন্ত্রীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানান। তিনি আরো বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত বৈদেশিক বিনেয়োগকে আকৃষ্ট করছে যা দেশের জন্য ইতিবাচক অবদান রাখছে।
প্রতিমন্ত্রী বলেন, পারস্পরিক লাভজনক প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে উভয় দেশই লাভবান হতে পারে। আগামী সেপ্টেম্বরের দিকে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উদ্যাপনের সময় ভারতের বিদ্যুৎ এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রীকে বাংলাদেশে নিমন্ত্রণ জানানো হবে। বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দেশের মন্ত্রী ও বিশেষজ্ঞদেরকেও আমন্ত্রণ জানানো হবে। তিনি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য সংলাপের ওপর গুরুত্বারোপ করেন।
#
আসলাম/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯২০
নির্বাচনের আগেই গার্মেন্টস শিল্পে নি¤œতম মজুরি ঘোষণা করা হবে
--- শ্রম প্রতিমন্ত্রী
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ ) :
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক (চুনুœ) বলেছেন, আগামী নির্বাচনের আগেই গার্মেন্টস শিল্পের শ্রমিকদের জন্য নি¤œতম মজুরি ঘোষণা করা হবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর একটি কনভেনশন হলে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ গার্মেন্টস শ্রমিকদের অবস্থা ও অধিকার বিষয়ক একটি সমীক্ষার ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টস শিল্পের শ্রমিকদের জন্য লিভিং ওয়েজ এর পর্যায়ে আসতে আরো কিছুদিন সময় লাগবে। দেশের অর্থনৈতিক সক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গার্মেন্টস শিল্প অবশ্যই একদিন লিভিং ওয়েজের পর্যায়ে আসবে। এ বিষয়ে ব্র্যান্ড-বায়ার সংগঠনগলোকে তৈরিপোশাকের মূল্য বৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, কলকারখানা পরিদর্শন ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করেছে সরকার। অধিদপ্তরের জনবল বৃদ্ধি করা হয়েছে। শুধু গার্মেন্টস শ্রমিকের স্বার্থসংশ্লিষ্ট বিষয় দেখার জন্য ত্রিপক্ষীয় কমিটি গঠন করা হয়েছে। তিনি নারী শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় দেখার জন্য নারী শ্রমিক নেতাদেরকে শুধু নারী শ্রমিকদের নিয়ে ট্রেড ইউনিয়ন গঠনের পরামর্শ দেন। এছাড়া ট্রেড ইউনিয়ন নিবন্ধন পাওয়ার পর সেগুলোকে ভালভাবে চালানোর জন্য শ্রমিক নেতাদেরকে তাগিদ দেন। ট্রেড ইউনিয়ন সম্পর্কে শ্রমিক নেতাদেরকে আরো সচেতন হতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সমীক্ষায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের মোট ৭৭০ জন শ্রমিকের ওপর জরিপ পরিচালনা করা হয় এবং গুণগত উপায়ে মতামত নেয়া হয়। সমীক্ষায় গার্মেন্টসের নারী শ্রমিকদের কর্মস্থলের অভিজ্ঞতার ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়েছে। অনুষ্ঠানে জাননো হয়, ঢাকা ও গাজীপুরে শতকরা ৭২ ভাগ এবং নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৭৬ দশমিক ৬০ ভাগ শ্রমিক মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সম্পর্কে অবহিত।
সমীক্ষার ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ নারী শ্রমিকদের নিয়মিত বেতন, মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা প্রাপ্তি নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগী সংস্থা “তেরে দেস হোম্স” টিডিএইচ (ইতালি) ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহামুদুল এইচ সুমন এই সমীক্ষাটি পরিচালনা করেন।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে তেরে দেস হোম্স এর প্রতিনিধি সিলভিয়া রোজেলী,গার্মেন্টস সংক্রান্ত নি¤œতম মজুরি বোর্ডের সদস্য শামছুন্নাহার ভূইয়া এবং বিল্স এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বক্তৃতা করেন।
#
আকতারুল/মাহমুদ/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯১৯
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে সমঝোতা স্মারক স্বাক্ষর
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ ) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিচ্ছন্ন নগরীর জন্য বর্জ্য ব্যবস্থাপনা অপরিহার্য। শহরের আকার দিনে দিনে বড় হচ্ছে, যেখানে সেখানে ময়লা ফেলার সুযোগ নেই। ডাম্পিং স্টেশন প্রয়োজন। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। এতে একদিকে যেমন বর্জ্য ব্যবস্থাপনা সঠিক হবে অন্যদিকে শক্তি উৎপাদন সম্ভব হবে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় বিদ্যুৎ ভবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মাঝে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। তিনি বলে, পরিবেশবান্ধব দূষণমুক্ত ও স্মার্ট সিটি নির্মাণে বর্জ্যের সুষ্ঠু ব্যবহার করতে হবে। ঢাকা শহরে প্রতিদিন প্রায় ৯ হাজার টন বর্জ্য হয়। ৮০-১০০ টন বর্জ্য থেকে ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। সে হিসেবে ৯০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন এলাকা থেকে উৎপাদন সম্ভব। এতে শহর পরিষ্কার হওয়ার পাশাপাশি ময়লা ডাম্পিংয়ের সুনির্দিষ্ট স্থান হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব মীনা মাসুদ উদ-জামান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম এহতেশামুল হক।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা রহমান আইভি, বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউস ও পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ বক্তব্য রাখেন।
#
আসলাম/মাহমুদ/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯১৮
নগরায়নের পাশাপাশি সবুজ বন প্রয়োজন
---পরিবেশ ও বনমন্ত্রী
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ ) :
পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, উন্নত জীবনের জন্য সমৃদ্ধ নগর যেমন প্রয়োজন তেমনি সবুজ বন দেয় সুস্থভাবে বেঁচে থাকার পরিবেশ। আজ রাজধানীর আগারগাঁও বন অধিদপ্তরে ‘আন্তর্জাতিক বন দিবস’ এবং ‘বাংলাদেশের এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণে বিশেষ সেবা সপ্তাহ’ উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, বনের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করে তোলাই আন্তর্জাতিক বন দিবসের উদ্দেশ্য। এবারে আন্তর্জাতিক বন দিবসের মূল প্রতিপাদ্য ঋড়ৎবংঃং ধহফ ঝঁংঃধরহধনষব ঈরঃরবং বা ‘সবুজ বন সমৃদ্ধ নগর’। বিষয়টির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের বেঁচে থাকার জন্য নগর জীবনকে যেমন সমৃদ্ধ করা প্রয়োজন তেমনি জীবনের জন্য প্রয়োজন বনবনানী। দ্রুতগতিতে জনসংখ্যা বৃদ্ধির কারণসহ বিভিন্ন কারণে বিশ্বজুড়ে বনভূমির পরিমাণ কমে আসছে। এ ক্ষেত্রে শুধু গাছগাছালির সংখ্যাই কমছে না, কমছে জীবজন্তু ও পাখপাখালীসহ নানা জীববৈচিত্র্য।
বনের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, একটি দেশের আর্থিক খাতে বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের অনেকাংশে রক্ষা করে বন। তিনি বলেন, সিডর ও আইলার মতো ঘূর্ণিঝড় থেকে উপকূলকে রক্ষায় সুন্দরবনের ভূমিকা আমাদের ভুলে গেলে চলবে না। কিন্তু মানুষ তার স্বার্থসিদ্ধির জন্য প্রকৃতিকে ধ্বংস করছে। তারা বুঝতে পারছে না যে একটি বনভূমি ধ্বংস করা মানে নিজেদের জীবনের অনিশ্চয়তা ডেকে আনা। তাই নিজেদের স্বার্থেই বন ধ্বংসের প্রক্রিয়া বন্ধ করতে হবে বলে মন্তব্য
করেন তিনি।
প্রধান বন সংরক্ষক সফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী।
#
আসলাম/মাহমুদ/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯১৭
জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন ৮ এপ্রিল
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ ) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আগামী ৮ এপ্রিল রবিবার বিকাল ৫ টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দশম জাতীয় সংসদের ২০তম (২০১৮ খ্রিস্টাব্দের ২য়) অধিবেশন আহ্বান করেছেন।
রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
#
তারিক/মাহমুদ/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯১৬
খাল উদ্ধার ও সংস্কারের নির্দেশ নৌপরিবহণমন্ত্রীর
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ ) :
ঢাকা ওয়াসার বিভিন্ন খাল উদ্ধার ও সংস্কার এবং উদ্ধারকৃত খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ওয়াকওয়ে নির্মাণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান। তিনি আজ রাজধানীর কল্যাণপুর ‘ক’ ও ‘চ’ খাল এবং রামচন্দ্রপুর খাল পরিদর্শনকালে এ নির্দেশ দেন। এসময় অন্যান্যের মধ্যে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. আব্দুর রব হাওলাদার, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিন এ খান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কল্যাণপুর ‘ক’ খালের শ্যামলীস্থ পঙ্গু হাসপাতালের কাছে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভেঙে যাওয়া ওয়াকওয়ে পুনর্নির্মাণ, অবৈধ পানির লাইনের সংযোগ বিছিন্ন করতে মন্ত্রী ঢাকা ওয়াসা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি কল্যাণপুর ‘ক’ খালের মুক্তিযুদ্ধ জাদুঘরের উত্তর পাশের ভরাটকৃত অংশ পুনঃখনন, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের অফিস সংলগ্ন কালভার্ট ভেঙে ফেলার এবং ওয়াকওয়ে বন্ধ করে পশ্চিম আগারগাঁওয়ে নির্মিত ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন। এছাড়া তিনি কল্যাণপুর ‘চ’ এবং রামচন্দ্রপুর খালের বিভিন্ন অবৈধ অংশ ভেঙে ফেলার, আবর্জনার স্তুপ তুলে ফেলে সেগুলো সংস্কার ও ওয়াকওয়ে নির্মাণেরও নির্দেশ দেন। তিনি তিনটি খালের বিভিন্ন অংশে ঢাকা ওয়াসা কর্তৃক আবর্জনা স্তুপ তুলে ফেলার কার্যক্রম পরিদর্শন করেন।
উল্লেখ্য, ঢাকা ওয়াসার আওতাধীন ২৬ টি খাল রয়েছে। ২০১০ সালে নদীর নাব্যতা রক্ষা, দখল ও দূষণ রোধে গঠিত ‘টাস্কফোর্স’ এর সভাপতি হিসেবে নৌপরিবহণ মন্ত্রী ঢাকার বিভিন্ন খাল উদ্ধার ও সংস্কার করতে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সে আলোকে খালগুলো উদ্ধার ও সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।
#
জাহাঙ্গীর/মাহমুদ/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯১৫
উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে চাই
--- খাদ্যমন্ত্রী
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ ) :
খাদ্যমন্ত্রী মোঃ কামরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে দেশে খাদ্য ঘাটতি নিয়েই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল। এরপর দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রেখে এসেছিল। ২০০৯ সালে যখন আবার ক্ষমতায় আসে তখন আবার দেশে খাদ্য ঘাটতি ছিল। সেই ঘাটতি পূরণ করে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো শ্রীলংকায় চাল রপ্তানি করেছে।
আজ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত “ফুড এন্ড এগ্রো ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৮” এর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ২০১৩ সালে খাদ্য সংক্রান্ত আইন অনুমোদন দেয়া হয়েছে এবং ২০১৫ সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়েছে। আইনটি শ্রীলঙ্কা ও ভারতের আদলে তৈরি করা হয়েছে। ১৮টি মন্ত্রণালয় এবং ৪৮০ টি সংস্থার সমন্বয়ে এ কর্তৃপক্ষ কাজ করে থাকে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রমের কথা তুলে ধরে মন্ত্রী বলনে, ২০১৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে অর্জন তা ভারত ও শ্রীলংকাও করতে পারেনি। সেসব দেশেও আইনটি কার্যকর করতে তিন থেকে চার বছর সময় লেগেছে।
মন্ত্রী বলেন, গুঁড়োদুধসহ বিদেশ থেকে যে সমস্ত খাবার আসছে তারও নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ইতোমধ্যে ১০টি ল্যাবরেটরিকে স্বীকৃতি দেয়া হয়েছে। ভবিষ্যতে আমাদের নিজস্ব ল্যাবরেটরি তৈরি করা হবে। তিনি বলেন, উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এজন্য জনসচেতনতা দরকার। আর এই কাজটিকেই এখন অধিক গুরুত্ব দেয়া হচ্ছে।
মিস মেহেরুন এন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক, রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, বগুড়া এর মহাপরিচালক এম এ মতিন, ঢাকা চেম্বার অভ্ কমার্স এর প্রেসিডেন্ট আবুল কাশেম খান।
#
মেহেদী/মাহমুদ/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯১৪
বাংলাদেশের স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সাফল্য উদ্যাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ ) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সাফল্য ২২ মার্চ থেকে জাতীয়ভাবে উদ্যাপন উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়ার পথে এগিয়ে চলেছি আমরা। আর এ পথ-পরিক্রমায় গুরুত্বপূর্ণ ধাপ ছিল স্বল্পোন্নত তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ। আজ সেই ঐতিহাসিক সন্ধিক্ষণের মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশ। জাতির এই আনন্দঘন মুহুর্তে আমি নিজের এবং সরকারের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
এ দিনটি উদ্যাপন উপলক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ সমন্বিতভাবে ২২-২৩ মার্চ ২০১৮ দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জেনে আমি আনন্দিত।
বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। এরপর শান্তিতে সংগ্রামে সকলক্ষেত্রেই বাংলাদেশ আওয়ামী লীগ দেশকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়।
‘ভিশন ২০২১’ এ আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের লক্ষ্য নির্ধারণ করেছিলোম। কিন্তু সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় নির্ধারিত সময়ের তিন বছর পূর্বেই আমরা এ লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছি। এ অর্জন সকলের, বাংলাদেশের প্রতিটি মানুষের।
তবে, আমাদের অর্জন এখানেই থেমে থাকবে না। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার নতুন গন্তব্য আমরা নির্ধারণ করেছি। এখন সে লক্ষ্যের দিকে এগিয়ে যাব আমরা।
স্বাল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের এ অর্জন ব্যতিক্রমধর্মী। বাংলাদেশই একমাত্র দেশ যেটি উত্তরণের জন্য জাতিসংঘ নির্ধারিত তিনটি নির্ণায়কই সফলভাবে অতিক্রম করতে সক্ষম হয়েছে। আমাদের জাতীয় মাথাপিছু গড় আয় বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ১,৬১০ মার্কিন ডলারে। গত দু’বছর ধরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ অতিক্রম করেছে। উল্লেখ্য, মাথাপিছু গড় আয় বিবেচনায় বিশ্বব্যাংকের সূচক অনুযায়ী ২০১৫ সালেই আমরা ‘নি¤œ আয়ের’ তালিকা থেকে বের হয়ে ‘নি¤œ মধ্যম আয়ের’ দেশে পরিণত হয়েছি। এছাড়া, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ অন্যান্য আর্থসামাজিক খাতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্জন রয়েছে। বিশেষ করে, গত এক দশকে পাঁচবছর বা তার কম বয়সের শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে উল্লেখযোগ্যভাবে এবং মাধ্যমিক স্কুলে ভর্তি ও বয়স্কশিক্ষার হারও সন্তোষজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সরকার মেয়েদের জন্য ¯œাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে। এখন বছরের প্রথম দিনেই প্রায় ছত্রিশ কোটি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়। তৃণমূলপর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার চালু করেছে কমিউনিটি ক্লিনিক। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় প্রতিবছর প্রায় দুই কোটি অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক সুবিধা প্রদান করা হয়। সমন্বিত এ সকল কার্যক্রমের ফলে গত এক দশকে দারিদ্র্যের হার কমে গেছে আশানুরূপভাবে। এছাড়া, নারী অধিকার প্রতিষ্ঠা, নারী-পুরুষ বৈষম্য হ্রাস, পরিবেশ সুরক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি হ্রাস প্রভৃতি খাতে সাফল্যের ফলে বাংলাদেশ বারবার আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সরকারের অর্জন অনেক। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ একদিকে যেমন গৌরবের, অন্যদিকে আমাদের জন্য এক নতুন চ্যালেঞ্জ। এই উত্তরণ আমাদের দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে। এবার আমাদের শুরু হবে নতুন লক্ষ্যের দিকে যাত্রা। উন্নত দেশের কাতারে শামিল হতে চাই আমরা। যাঁর যাঁর অবস্থান থেকে এ লক্ষ্য অর্জনে সকলে কাজ করে যাব আরো বেশি উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে-আজকের দিনে এই হোক আমাদের শপথ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৭৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯১২
বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন নতুন উচ্চতায়
-বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ ) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন নতুন উচ্চতায়, এ সম্পর্ক দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাথে ভারতের পারস্পরিক বিশ^াস এবং সম্পর্কের উন্নয়ন ঘটেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগ্রহে ও আন্তরিক প্রচেষ্টায় দ্বিপাক্ষিক সম্পর্কের অনেক উন্নতি ঘটেছে। দীর্ঘদিনের দু‘দেশের সীমানা সমস্যার শান্তিপূর্ণ সমাধান হয়েছে। ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত বন্ধু। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের সহযোগিতার কথা বাংলাদেশের মানুষ কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।
ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত ইনফরমাল ডব্লিউটিও মিনিস্টেরিয়াল মিটিং-এ যোগদানরত অন্যান্য দেশের বাণিজ্যমন্ত্রীদের সাথে ২০ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে এক মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে ইনফরমাল ডব্লিউটিও মিনিস্টেরিয়াল মিটিং-এর দ্বিতীয়পর্যায়ে ‘ওয়ে ফরোয়ার্ড অন ডেভেলপমেন্ট’ শীর্ষক মতবিনিময় সেশনে মূলবক্তা হিসেবে তোফায়েল আহমেদ বলেন, ডব্লিউটিও-কে কার্যকর ও সঠিক পথে পরিচালনার জন্য স্পেশাল এন্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট (এস এন্ড ডিটি) প্রভিশন সঠিক ও কার্যকর ভাবে পুনর্বিচার করার সময় এসেছে।
ভারতের বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রুভু-র সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য বাণিজ্যপ্রসার একান্ত প্রয়োজন, আর সে বাণিজ্যের জন্য প্রয়োজন ব্যবসাবান্ধব বাণিজ্যনীতি। এ বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব দেয়া প্রয়োজন বলে মন্ত্রী উল্লেখ করেন।
#
বকসী/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৫৪১ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯১০
প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উত্তরণ
-শাজাহান খান
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়ভীতি কোন কিছুর কাছে মাথা নত না করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। তাঁর গতিশীল নেতৃত্বে স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উত্তরণ হয়েছে। বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নতদেশে পরিণত করতে তাঁর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আজ ঢাকায় সদরঘাটস্থ টার্মিনাল ভবনে ‘নৌপরিবহন সেক্টরে অর্জিত সাফল্য, চলমান কার্যক্রম ও ভবিষৎ পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় নৌপরিবহন মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, নৌপথ খননের লক্ষ্যে সরকার গত মেয়াদে ১৪টি ড্রেজার সংগ্রহ করেছে এবং বর্তমান মেয়াদে ২০টি ড্রেজার সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। এ পর্যন্ত ১,৩০০ কিলোমিটার নৌপথ খনন করা হয়েছে। ১২২টি সহায়ক জলযান, দু’টি উদ্ধারকারী জাহাজ ও ১৪৪টি পন্টুন সংগ্রহ করা হয়েছে।
শাজাহান খান বলেন, নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ২০ কিলোমিটার ‘ওয়াকওয়ে’ নির্মাণ করা হয়েছে। আরো ৫০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হবে। নদীতীরে দু’টি ‘ইকোপার্ক’ নির্মাণ করা হয়েছে। ঢাকা নদীবন্দরসহ অন্যান্য বন্দরগুলোকে আধুনিকায়ন করা হয়েছে। তিনি আরো বলেন, ঢাকার পোস্তগোলাস্থ শ্মশানঘাটে একটি নতুন টার্মিনাল ভবন নির্মাণ করা হবে।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: আবদুস সামাদ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহণ) সংস্থার চেয়ারম্যান মাহবুবউদ্দিন আহমেদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো: মফিজুল হক এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম।
#
জাহাঙ্গীর/অনসূয়া/জসীম/সুবর্ণা/আসমা/২০১৮/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯০৯
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ ) :
ব্রাহ্মণবাড়িয়া-১ এবং গাইবান্ধা-১ আসনে উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং শামীম হায়দার পাটোয়ারীর শপথ অনুষ্ঠান আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আব্দুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ শহীদুজ্জামান সরকার, হুইপ শাহাব উদ্দিন, ফখরুল ইমাম, মো. তাজুল ইসলাম চৌধুরী, নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম মমতাজ এ সময় উপস্থিত ছিলেন।
#
তারিক/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৪৩৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯০৮
বরিশালে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বরিশাল, ৭ চৈত্র (২১ মার্চ ) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম ন