Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী ১৯ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৩৫৫৩

সুশিড়্গা ছাড়া দেশ ও জাতির অগ্রগতি সম্ভব নয় 
                      -- এলজিআরডি প্রতিমন্ত্রী

রংপুর, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) :    

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, নতুন প্রজন্মের সুশিড়্গা অর্জন ছাড়া দেশ ও জাতির অগ্রগতি সম্ভব নয়। 

প্রতিমন্ত্রী আজ রংপুর মহানগরের আনন্দলোক ডিগ্রী কলেজের দু’কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রশাসনিক ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এক আলোচনা সভায় একথা বলেন। এসময় কলেজের অধ্যড়্গসহ স'ানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপসি'ত ছিলেন। 

    প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিড়্গাবান্ধব সরকার। চলতি অর্থবছরে মানসম্মত শিড়্গা ব্যবস'া সমুন্নত রাখার লড়্গ্যে শিড়্গাখাতে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। তিনি ছাত্রছাত্রীদেরকে তথ্যপ্রযুক্তি নির্ভর শিড়্গায় শিড়্গিত হয়ে বিশ্বদরবারে বাংলাদেশকে যোগ্যতম আসনে অধিষ্ঠিত করার পরামর্শ দেন। তিনি শিড়্গার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞান চর্চায় দড়্গতা অর্জনে আহ্বান জানান। তিনি কলেজের শিড়্গক, শিড়্গার্থী ও অভিভাবকদেরকে সম্মিলিতভাবে প্রতিষ্ঠানটির শিড়্গার গুণগতমান উন্নয়নের আহ্বান জানান। 

    এর আগে প্রতিমন্ত্রী মহানগরের ধাপ গুডহেল্‌থ হাসপাতাল ইউ এস এইড প্রজেক্টের মাধ্যমে বিনামূল্যে তালুকাটা, ঠোঁট কাটা পস্নাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। 

#

আহসান/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/২১০০ ঘণ্টা

Todays handout.docx