Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ August ২০১৫

তথ্যবিবরণী 12/8/2015

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৫০

স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র মোকাবিলায় মুক্তিযুদ্ধের 
স্বপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার

গাইবান্ধা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট):

    ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, স্বাধীনতা বিরোধীরা জনগণকে বিভ্রান্ত করে আবারো রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়। তারা ষড়যন্ত্র-চক্রান্ত অব্যাহত রেখেছে। একের পর এক নাশকতা সৃষ্টি করছে। এই ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলায় মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 

    ডেপুটি স্পিকার আজ গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এরআগে তিনি সেখানে বঙ্গবন্ধু ভাস্কর্য উন্মোচন করেন।

    ডেপুটি স্পিকার বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি মানুষের মনে ভয় ঢুকাতে চায়। তারা মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ২০২১ সাল নয়, ২০১৬ সালের জুনের মধ্যেই বাংলাদেশ মধ্যমআয়ের দেশে উন্নীত হবে। আগামী ২০৪১ সালের বাংলাদেশ হবে একটি উন্নত রাষ্ট্র। 

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কোন কুমতলব, কুচক্র কাজে আসবে না। ঐসব কুচক্রের মূলোৎপাটনের ক্ষমতা জননেত্রীর রয়েছে। 

    আলোচনাসভার আগে তিনি বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে অ্যাডভোকেট ফজলে রাব্বী ভবন এবং নিজ নির্বাচনী এলাকা সাঘাটা উপজেলার বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের তিন তলা বিশিষ্ট আধুনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় তিনি শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন শিক্ষা গ্রহণের আহ্বান জানান। 

    ডেপুটি স্পিকার বিকেলে গলাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ আগস্ট উদ্যাপন উপলক্ষে আলোচনাসভায় যোগ দেন। পরে তিনি উপজেলা চত্বরে বৃক্ষ মেলার উদ্বোধন করেন।

#

স¦পন/আফরাজ/জসীম/রফিকুল/সেলিম/২০১৫/২১৩০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ২২৪৯

গান্ধী-নেহেরু-জিন্নাহ’র ভুল শুধরে দেন বঙ্গবন্ধু 
                                       --তথ্যমন্ত্রী 


ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে গান্ধী-নেহেরু-জিন্নাহ’র ১৯৪৭ সালে দেশভাগের রাজনৈতিক ভুল শুধরে দেন। এ মহান কীর্তি বাঙালি জাতির পিতাকে পৃথিবীর রাজনৈতিক-ভৌগোলিক ইতিহাসে অমর করে রেখেছে।’
    আজ রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ দীর্ঘা, নাজিরপুর আয়োজিত ‘মৃত্যুঞ্জয়ী শেখ মুজিব’ স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 
    তথ্যমন্ত্রী বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের প্রতি দৃকপাত করে বলেন, ‘বঙ্গবন্ধুর ওপর আক্রমণের অর্থ বাংলাদেশের ওপর আক্রমণ। একাত্তর, পঁচাত্তরের খুনী ও তার উত্তরসূরিরা হত্যার রাজনীতির মাধ্যমে দেশের ইতিহাস ও সংবিধানকে হত্যার চক্রান্ত করেছে। আর শেখ হাসিনার হাত ধরে ইতিহাস ও বঙ্গবন্ধু আবার স্বমহিমায় প্রত্যাবর্তন করছে।’
    মহান মুক্তিযুদ্ধ ছিল স্বাধীন বাংলাদেশের সাথে হানাদার পাকিস্তানি বাহিনীর যুদ্ধ, স্মরণ করিয়ে দিয়ে হাসানুল হক ইনু বলেন, ‘জাতির পিতা দেশ স্বাধীন করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামরিক ও সাম্প্রদায়িকতার জঞ্জাল পরিষ্কার করছেন।’
    একই সাথে সতর্কবাণীও উচ্চারণ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘বিপদ এখনও কাটেনি। শুধু খুনিদের পুনর্বাসনই নয়, মিথ্যা জন্মদিন পালনের মধ্য দিয়ে বেগম জিয়া ১৫ আগস্ট খুনি-রাজাকারদের নিয়ে উল্লাস করছেন। শোক দিবসে জন্মদিনের কেক কেটে তিনি বাংলাদেশের হƒদয় কাটছেন। খালেদা জিয়া প্রমাণ করছেন যে, তিনি একাত্তর-পঁচাত্তর-একুশে আগস্ট ও মানুষ পোড়ানো আগুনসন্ত্রাসীদের কাতারবন্দি।’
    ‘জঙ্গি-সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলতে তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে’, বলেন ইনু। বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের যুগ্মআহ্বায়ক গৌরাঙ্গ লাল রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন, দর্শন, সংগ্রাম ও আত্মত্যাগের ওপর আলোকপাত করেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ শাহ আলম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি এডভোকেট মোল্লা মোঃ আবু কাওসার ও সদস্য এডভোকেট দীপ্তিষ চন্দ্র হালদার, অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক এড বলরাম পোদ্দার, অনুষ্ঠানের আয়োজক বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ দীর্ঘা’র প্রতিষ্ঠাতা সদস্য সচিব মন্মথ হালদার বাবুরাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মশিউর মালেক, জয়বাংলা মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি মোঃ নিজামউদ্দিন তালুকদার, বাংলাদেশ আওয়ামী লীগের সহসম্পাদক মোঃ শহীদুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, এডভোকেট আবুল হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিউল হক মিঠু ও সাবেক ছাত্রনেতা এডভোকেট জাকারিয়া খান স্বপন উপস্থিত ছিলেন।

#

আকরাম/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৪৮

ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে কেনিয়ার  
ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকারের সাক্ষাৎ

নাইরোবি (কেনিয়া), ১২ আগস্ট:

ঈড়সসড়হবিধষঃয চধৎষরধসবহঃধৎু অংংড়পরধঃরড়হ এর ৪৬ঃয অভৎরপধহ জবমরড়হধষ ঈড়হভবৎবহপব গতকাল কেনিয়ার রাজধানী নাইরোবির সাফারি পার্ক হোটেলে শুরু হয়েছে। 

আজ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে কেনিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার ঔঁংঃরহ ইবফধহ ঘলড়শধ গঁঃঁৎর সাক্ষাৎ করেছেন। 

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা দু’দেশের সংসদ ও জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এছাড়া তাঁরা দু’দেশের সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা দু’দেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন। 

    স্পিকার ১৩ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
    

#

মঞ্জুর/আফরাজ/রফিকুল/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২২৪৭

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত 

ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট):

    জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মোঃ আব্দুর রাজ্জাক এতে সভাপতিত্ব করেন।
 
    কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, মোঃ আব্দুল ওয়াদুদ, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মোঃ শওকত চৌধুরী এবং আখতার জাহান বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে ‘দ্য ইন্টারন্যাশনাল ফাইনান্সিয়াল কর্পোরেশন আইন, ২০১৫’ এর ওপর আলোচনা ও সুপারিশ প্রণয়ন এবং ‘ফাইনান্সিয়াল রিপোর্টিং বিল, ২০১৫’ এর ওপর বিস্তারিত আলোচনা হয়।

    কমিটি ‘দ্য ইন্টারন্যাশনাল ফাইনান্সিয়াল কর্পোরেশন আইন, ২০১৫’ এবং ‘ফাইনান্সিয়াল রিপোর্টিং বিল, ২০১৫’ পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা-নিরীক্ষা করে সংশোধনপূর্বক জাতীয় সংসদে রিপোর্ট প্রদানের সুপারিশ করে।

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সিনিয়র সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব, আইসিএমএবি প্রেসিডেন্ট, আইসিএবি প্রেসিডেন্টসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
    

#

এমাদুল/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮৫০ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২২৪৬

আন্তর্জাতিক যুব দিবস উদ্যাপন

ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট) :
    আজ আন্তর্জাতিক যুব দিবস। প্রতি বছর ১২ আগস্ট জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক যুবদিবস পালিত হয়ে থাকে। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এবছর আন্তর্জাতিক যুব দিবস ২০১৫ এর মূল প্রতিপাদ্য  হচ্ছে "ণড়ঁঃয ঈরারপ ঊহমধমবসবহঃ"  অর্থাৎ “যুবদের নাগরিক সম্পৃক্ততা”। 
দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে উদ্যাপনের লক্ষ্যে আজ ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে দিবসের থিমের ওপর এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল ও যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রওশন আরা ফিরোজ প্রতিপাদ্য বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় বক্তারা বলেন, যুবদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। সুনাগরিক হিসেবে গড়ে ওঠতে নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। সভায় প্রশিক্ষিত যুবরা নাগরিক কর্মকা-ে অংশ নিয়ে দেশের উন্নয়ন কার্যক্রমকে আরো ত্বরান্বিত করবে এ আশাবাদ ব্যক্ত করা হয়।
    এর আগে আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষে আজ সকালে স্বেচ্ছাসেবী যুবসংগঠনের উদ্যোগে একটি সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। র‌্যালিটি গে-ারিয়া থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। 


#

শফিকুল/আফরাজ/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯২০ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৪৫

 

‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৫’ এর

খসড়ার ওপর মতামত প্রদানের সময়সীমা বৃদ্ধি

 

ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট):

 

          ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৫’ এর খসড়ার ওপর সর্বসাধারণের মতামত  প্রদানের জন্য তথ্য মন্ত্রণালয়ের পক্ষ  থেকে আহ্বান জানানো হয়েছে।

 

          ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৫’ এর খসড়াটি তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.moi.gov.bd তে দেয়া আছে। খসড়ার ওপর মতামত প্রদানের সময়সীমা ১২ আগস্ট ২০১৫ নির্ধারিত ছিল। উক্ত সময়সীমা আগামী ৩১ আগস্ট ২০১৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

         

#

 

নুরুল/আফরাজ/রফিকুল/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২২৪৪

তথ্য অধিকার আইন বিষয়ে গোলটেবিল বৈঠক
তথ্য অধিকার সম্পর্কে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দিকনির্দেশনা দেয়া হয়েছে

ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও প্রতিনিধিদেরকে বিশেষ দিকনির্দেশনা দেয়া হয়েছে।  
প্রতিমন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সমুন্নয় কর্তৃক “তথ্য অধিকার আইন ও প্রান্তজনবান্ধব সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি” শীর্ষক প্রকল্পের আওতায় প্রকল্প এলাকার অগ্রগতি মূল্যায়নে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান। 
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহীম খালেদের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও সাবেক তথ্য সচিব এ এম এম নাসির উদ্দিন। এতে প্রকল্পের সমন্বয়ক দিলরুবা ইয়াসমিন চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রতিমন্ত্রী বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী যেন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম পরিবীক্ষণ করতে পারেন, সেজন্য তাদেরকে তথ্য অধিকার আইন সম্পর্কে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে। তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে সমাজের বিশাল জনগোষ্ঠী যথেষ্ট অবগত নয়। এজন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি ও তথ্য অধিকার নিয়ে কর্মরত প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বাড়াতে হবে। তিনি সমুন্নয় কর্তৃক দেশের সুবিধাবঞ্চিত এলাকার অনগ্রসর ও বিত্তহীন মানুষকে নিয়ে তথ্য অধিকার বিষয়ে জরিপ পরিচালনা ও গঠনমূলক পরামর্শ সেবা প্রদান করায় ধন্যবাদ জ্ঞাপন করে সংগঠনটিকে সার্বিক সহায়তার আশ্বাস দেন। 
গোলটেবিল বৈঠকে প্রত্যন্ত এলাকার জনপ্রতিনিধি, উপকারভোগী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন।


#

আহসান/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭৫৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২২৪৩

 

প্রতি উপজেলায় একটি করে কারিগরি স্কুল প্রতিষ্ঠা করবে সরকার
                                                         -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার প্রতি উপজেলায় একটি করে কারিগরি স্কুল প্রতিষ্ঠা করবে। তিনি বলেন, ইতোমধ্যে ১০০ উপজেলায় কারিগরি স্কুল নির্মাণ প্রকল্প চূড়ান্ত অনুমোদন হয়েছে।
    মন্ত্রী আজ ঢাকার আগারগাঁওয়ে সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটে অতিরিক্ত ১ লাখ শিক্ষার্থী ভর্তি ও ২৩ টি বিশ্বমানের নতুন পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন উপলক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
    মন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দায়িত্ব গ্রহণের সময় দেশে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি মোট শিক্ষার্থীর ১% এরও কম ছিল। তিনি বলেন, চরম অবহেলা ও অব্যবস্থাপনা নিরসনে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার বর্তমানে ১০% এ উন্নীত হয়েছে। সরকার ২০২০ সাল নাগাদ কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার ২০% এ উন্নীত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসমূহে এবছর থেকে পর্যায়ক্রমে নতুন ১ লাখ ছাত্রছাত্রী ভর্তি হতে যাচ্ছে। এতে সরকারি এ ধরণের ৪৯টি প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যাবে। তিনি বলেন, আসন বৃদ্ধির পাশাপাশি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসমূহে সোলার টেকনোলজি, মিডিয়া, প্লাস্টিক শিল্প, পর্যটন, খাদ্য প্রক্রিয়াকরণের মতো নতুন নতুন বিভাগ খোলা হয়েছে যাতে তরুণ প্রজন্ম কারিগরি শিক্ষার প্রতি আকৃষ্ট হয়।
    প্রচলিত গতানুগতিক শিক্ষার মাধ্যমে বেকার না হয়ে কারিগরি শিক্ষা অর্জনের মাধ্যমে সত্যিকারের জনশক্তি হিসেবে গড়ে ওঠার জন্য মন্ত্রী তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।
    অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমর বিশ্বাস, স্টেপ প্রকল্প পরিচালক এমরান আহমেদ, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান 
ড. মোস্তাফিজুর রহমান এবং শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুস সাত্তার বক্তৃতা করেন।


#


সাইফুল্লাহ/আফরাজ/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ২২৪২

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সাথে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট) :
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে ইরানের রাষ্ট্রদূত 
ড. আব্বাস বায়ঝি দেনবি (উৎ. অননধং ঠধবুর উবযহধার) আজ সচিবালয়ে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন। 
    ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইরানের মধ্যকার পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বাংলাদেশের সাথে ইরানের রয়েছে রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ক। এ সম্পর্ক সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি তেল শোধনাগার রক্ষনাবেক্ষণ, তেল, এলএনজি, সিএনজি রপ্তানি, বিদ্যুৎকেন্দ্রের উপকরণসমূহ সরবরাহে আগ্রহ প্রকাশ করেন।
    রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশ পরস্পরকে সহযোগিতা করলে সকলেরই উপকার হবে, দ্রুত অর্থনৈতিক বিকাশ ঘটবে। পেট্রো-কেমিকেল ইন্ডাস্ট্রিজ স্থাপনে তিনি ইরানের সহযোগিতা চান এবং ইরানের তেল সরবরাহের আগ্রহকে স্বাগত জানান। প্রতিমন্ত্রী বাংলাদেশ থেকে পাট ও পাটজাত দ্রব্যাদি, তৈরিপোশাক, ঔষধ প্রভৃতি আমদানি করার জন্য ইরানকে অনুরোধ জানান। যৌথ বিনিয়োগে ইরানে সার উৎপাদনের বিষয়টিও আলোচনায় স্থান পায়। 
    এ সময় অন্যান্যের মাঝে জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব মোঃ নাজিম উদ্দিন ও বাংলাদেশ এলাইড বিজনেস এসোসিয়েশনের নির্বাহী প্রধান ফারঝিন নিকসেজেল (ঋধৎুরহ ঘরশংবলবষ) উপস্থিত ছিলেন। 

#

আসলাম/অনসূয়া/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৫৫০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ২২৪১

প্রকাশিত হল হালনাগাদ ভূমি রেজিস্ট্রেশন ম্যানুয়াল

ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট) :

জমির দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত বিদ্যমান আইনসমূহ একত্রে সন্নিবেশিত করে হালনাগাদ রেজিস্ট্রেশন ম্যানুয়াল প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়। একইসাথে ইংরেজিতে করা এই ম্যানুয়ালের বাংলা সংস্করণও প্রকাশ করা হয়েছে। 

আইনমন্ত্রী আনিসুল হক আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হালনাগাদ রেজিস্ট্রেশন ম্যানুয়ালের মোড়ক উন্মোচন করেন। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং গেস্ট অভ অনার হিসেবে রেজিস্ট্রেশন পরিদপ্তরের মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মাহফুজুর রহমান খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। 

অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, হালনাগাদ রেজিস্ট্রেশন ম্যানুয়ালে আইনকানুন ও বিধিবিধান একসাথে সন্নিবেশিত থাকায় এটি রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তাদের কাজের জন্য খুবই সহায়ক হবে। তারা এটিকে অনুসরণ করে কাজ করলে উপকারভোগী সাধারণ মানুষের ভোগান্তি বহুলাংশে দূর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে ম্যানুয়ালটির বিষয়াদি অনুধাবন করে, এটির যথাযথ ব্যবহারে উদ্বুদ্ধ হন সে লক্ষ্যে তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হবে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

অনুষ্ঠানে জানানো হয় ১৯২৮ সালে ইংরেজি ভাষায় প্রথম রেজিস্ট্রেশন ম্যানুয়াল প্রকাশ করা হয়। বাংলাদেশে ১৯৮৩ সালে সরকারিভাবে প্রথম বাংলাদেশ রেজিস্ট্রেশন ম্যানুয়াল প্রকাশিত হয়। ইতোমধ্যে দেশে জমি হস্তান্তর সংক্রান্ত অনেক আইনকানুনের উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে, অনেক নতুন আইন প্রণীত হয়েছে এবং কিছু আইন বাতিল হয়েছে। কিন্তু এসবের সাথে তাল মিলিয়ে রেজিস্ট্রেশন ম্যানুয়াল হালনাগাদ করা যায়নি। ফলে রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তা, দলিল লেখক, আইনজীবী, ক্রেতা-বিক্রেতার নিকট কোনো হালনাগাদ নির্ভরযোগ্য গ্রন্থ ছিল না। বর্তমান সরকারের সময়েই এটি হালনাগাদ করে প্রকাশ করা হল। ইংরেজির পাশাপাশি বাংলায়ও প্রণীত হওয়ার ফলে এটি সকল শ্রেণির ব্যবহারকারীদের জন্য সহজবোধ্য হবে এবং এর ব্যবহার বাড়বে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়।

#

শাহীন/অনসূয়া/শাহআলম/খাদীজা/জাহাঙ্গীর/লাভলী/২০১৫/১৬০০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ২২৪০

সংস্কৃতিমন্ত্রীর সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
‘প্রতœসম্পদের খননকার্য ও রক্ষণাবেক্ষণে সহযোগিতার আশ্বাস’

ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট) :
    সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আজ বাংলাদেশ সচিবালয়স্থ তার অফিসকক্ষে বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত গধংধঃড় ডধঃধহধনব এর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতে সংস্কৃতিসহ দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আক্তারী মমতাজ, অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান, মাহবুবা মশকুর ও জাপান দূতাবাসের প্রথম সচিব জঁসর অৎরুড়ংযর এ সময় উপস্থিত ছিলেন।
    নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র। সুদীর্ঘসময় ধরে ব্যাবসাবাণিজ্য, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে দু’দেশ একে অপরের সাথে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পারস্পরিক সহযোগিতার এ ক্ষেত্র আগামীতে আরও বিস্তৃত হবে বলে তিনি আশা পোষণ করেন।
    বাংলাদেশ ও জাপানের সংস্কৃতি প্রায় সমরূপ উল্লেখ করে আসাদুজ্জামান নূর বলেন, জাপানের সাথে বাংলাদেশের ১৯৮২ সাল থেকে সাংস্কৃতিক চুক্তি রয়েছে। এ চুক্তির আলোকে ২০০৫ সাল থেকে দেশ দু’টি দীর্ঘমেয়াদি  সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম গ্রহণ করেছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিবছর বিভিন্ন সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তারমধ্যে উল্লেখযোগ্য হলো- ঢাকায় অনুষ্ঠিত এশীয় দ্বি-বার্ষিক চারুকলা প্রদর্শনীতে জাপানের অংশগ্রহণ ও জাপানে অনুষ্ঠিত সেতৌশি ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে বাংলাদেশের অংশগ্রহণ।
     সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতœসম্পদের এক উর্বরক্ষেত্র। কিন্তু পর্যাপ্ত দক্ষ জনবল, যন্ত্রপাতি, বিশেষজ্ঞ ও অর্থের অপ্রতুলতায় এসব প্রতœতাত্ত্বিক নিদর্শনসমূহের খননকার্য ও রক্ষণাবেক্ষণ ব্যাহত হচ্ছে। এক্ষেত্রে তিনি জাপানের সহযোগিতা কামনা করেন।
    এ বছরের জানুয়ারিতে বাংলাদেশে জাপানের কধমধধিুধ চৎবভবপঃঁৎব এর শিল্পীদের অংশগ্রহণে যে অনুষ্ঠানমালা হওয়ার কথা ছিল তা অনিবার্য কারণে স্থগিত হওয়ায় পুনরায় তা আয়োজনে অচিরেই উদ্যোগ নেয়া হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
     বাংলাদেশ জাপানের ঘনিষ্ঠ মিত্র উল্লেখ করে জাপানের রাষ্ট্রদূত গধংধঃড় ডধঃধহধনব বলেন, পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে দু’দেশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রতি জাপানের সহযোগিতা অব্যাহত আছে। এদেশের প্রতœসম্পদের খননকার্য, রক্ষণাবেক্ষণসহ এ সংক্রান্ত বিষয়ে যথাযথ প্রস্তাব পেলে তারা সহযোগিতা করতে প্রস্তুত বলে তিনি মন্ত্রীকে আশ্বস্ত করেন।
    জাইকা, জাপান স্টাডি সেন্টারসহ বিভিন্ন জাপানি প্রতিষ্ঠান এদেশে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে বাংলাদেশের জনগণের সাথে জাপানের জনগণের ভ্রাতৃত্বের বন্ধন সূদৃঢ় হচ্ছে। তিনি এ বছরের নভেম্বর ও ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠেয় জাপানি চলচ্চিত্র প্রদর্শনীসহ অনুষ্ঠানমালায় মন্ত্রীকে আমন্ত্রণ জানান।

#

কুতুবুদ/অনসূয়া/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৪৫০ ঘণ্টা

Todays handout (7).doc