Handout Number : 953
Parliamentary Delegation of Mali meets FM
Dhaka, April 04 :
The Foreign Minister Abul Hassan Mahmood Ali received a four member Parliamentary Delegation of the Republic of Mali led by Moussa Timbine, the Deputy Speaker of the National Assembly of Mali at the BICC today. The delegation was accompanied by the Ambassador of Mali to Bangladesh with residence in New Delhi Niankoro Yeah Samake.
The Malian Deputy Speaker highly appreciated warm hospitality of Bangladesh Parliament and the wonderful arrangements made by Bangladesh for organizing the 136th IPU Assembly and related meetings in Dhaka. He also highly appreciated the amazing achievements made by Bangladesh in different sectors. He thanked the government of Bangladesh for the contributions of troops by Bangladesh in the UN Peace Keeping Mission in Mali MINUSMA and for offering one scholarship for one defense official of Mali for studying at NDC in Bangladesh.
The Deputy Speaker of Mali briefed the Foreign Minister about various opportunities existing in Mali including agriculture farming, cotton planting and import of cotton to forge mutual cooperation between Mali and Bangladesh and requested for more scholarships for Malian defense officials from Bangladesh. The Malian Deputy Speaker proposed a bilateral agreement on abolition of visa for diplomatic and official passport holders of Mali and Bangladesh. The Ambassador of Mali shared his idea of bringing in all African Ambassadors in Delhi to Bangladesh to have dialogue with different sectors and stakeholders in Bangladesh.
The Foreign Minister briefed the Malian Deputy Speaker about the various development activities in various sectors during the two consecutive tenures of Prime Minister Sheikh Hasina’s governments and assured the Malian Leader of offering all possible support in building meaningful cooperation between Bangladesh and Mali and advised him to send formal requests for more scholarships and send more students to study at different government and private sector medical and technological academic institutions and take advantage of our development activities by forging meaningful cooperation with Bangladesh. He advised the Ambassador of Mali to go ahead with his plan of working with the diplomatic corps of African Ambassadors and extended his invitation to all African Ambassadors in Delhi to visit Bangladesh in near future. He also agreed in principle to conclude an agreement with Mali on abolition of visa for holders of diplomatic and officials passports of the two countries and agreed to send a draft of the proposed agreement to the Malian side soon.
#
Khaleda/Mahmud/Sanjib/Salim/2017/2020 Hrs.
তথ্যবিবরণী নম্বর : ৯৫২
স্কাউটদের গেরিলা যুদ্ধের কাহিনী শোনালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম আজ ঢাকার স্কাউট ভবনে স্কাউটদেরকে স্বাধীনতা যুদ্ধে ঢাকায় সংগঠিত গেরিলা যুদ্ধের বিজয়গাঁথা শোনালেন।
স্কাউটদের জাতীয় পর্যায়ে সমাজ উন্নয়ন পদক প্রদান অনুষ্ঠানে স্কাউটারদের অনুরোধে তিনি তার নেতৃত্বে সংগঠিত ক্র্যাক প্লাটুন সদস্যদের গেরিলা যুদ্ধের ইতিহাস শোনান। অনুষ্ঠানে ১৪৭ জন স্কাউটকে জাতীয় পর্যায়ে সমাজ উন্নয়ন পদক দেয়া হয়।
বাংলাদেশ স্কাউটের সমাজ উন্নয়ন বিষয়ক জাতীয় কমিশনার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মোঃ শাহ্ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটের সভাপতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ, স্কাউটের প্রধান কমিশনার জনপ্রশাসন সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান এ সময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মাধ্যমেই জাতি জেনে ফেলেছিল মুক্তিযুদ্ধ শুরু করে দিতে হবে, প্রস্তুতি নিতে হবে। তার আলোকে যুবকরা সংগঠিত হতে থাকে। কিন্তু কোন ঘোষণা ছাড়াই বিনা কারণে পাকিস্তানি সেনাবাহিনী ২৫ মার্চ রাতে এদেশের নিরীহ নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে লক্ষাধিক মানুষকে হত্যা করে। এক রাতে এতো মানুষের হত্যাকা- বিশ্বের কোন দেশের স্বাধীনতা যুদ্ধকালে সংঘঠিত হয়নি। বঙ্গবন্ধু ২৬ মার্চে স্বাধীনতা ঘোষণা দেয়ার পরপরই গ্রেফতার হন। এ প্রেক্ষাপটে ঢাকার লোকজন শহর ছেড়ে জিনজিরায় আশ্রয় নেয়। পাকিস্তানি বাহিনী সেখানেও আক্রমণ করলে আরো লক্ষাধিক মানুষ শহিদ হন। মায়া চৌধুরী বলেন, এ পর্যায়ে তারা ভারতে গিয়ে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নির্দেশে ঢাকায় আসেন গেরিলা যুদ্ধ করতে। জুন মাসের প্রথম সপ্তাহে তাদের নির্দেশ দেয়া হয় তৎকালীন হোটেল কন্টিনেন্টালে বোমা হামলা করতে। সেখানে সে সময় বিদেশ থেকে বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি দেখার জন্য সাংবাদিক ও বিশ্বব্যাংকের কর্মকর্তারা অবস্থান করছিলেন। মন্ত্রীর দল এক সন্ধ্যায় হোটেল কন্টিনেন্টাল, দৈনিক অবজারভার ও যুদ্ধাপরাধী গোলাম আজমের বাসার সামনে বোমা হামলা করে প্রথমবারের মতো আতঙ্ক ছড়িয়েছিল। বিশ্ববাসী জানতে পারে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছে।
স্কাউটদের উদ্দেশে তিনি বলেন, সেদিন জাতির প্রয়োজনে মুক্তিযুদ্ধ করতে হয়েছিল। ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে নতুন প্রজন্মের জন্য সোনালী জমিন বিছানো হয়েছে। আজ তাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য একইভাবে যুদ্ধে অবতীর্ণ হতে হবে। বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন পরিচয়ে দাঁড় করাতে হবে।
মন্ত্রী পরে ২০১৫ ও ২০১৬ সালের সমাজ উন্নয়ন পদকপ্রাপ্তদের পদক তুলে দেন।
#
ওমর ফারুক/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০১০ঘণ্টা
থ্যবিবরণী নম্বর : ৯৫১
জনস্বার্থের বিভিন্ন দিক নিয়ে আইপিইউ ও সিপিএ কাজ করছে
-- স্পিকার
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল) :
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা ও তরম্নণদেরকে গণতন্ত্রের প্রতি আগ্রহী করে গড়ে তোলাসহ জনস্বার্থের বিভিন্ন দিক নিয়ে আইপিইউ ও সিপিএ কাজ করছে। এ সকল ক্ষেত্রে উভয়ের সমন্বিত উদ্যোগ আরো কার্যকর ফলাফল বয়ে আনতে পারে।
চলমান ১৩৬তম আইপিইউ এসেম্বলির এবহবৎধষ উবনধঃব অনুষ্ঠানে সিপিএ চেয়ারপার্সন হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সিপিএ একটি আনত্মর্জাতিক পস্নাটফরম যা ৫২টি দেশের ১৮১টি জাতীয় ও আঞ্চলিক পার্লামেন্টের অংশগ্রহণে ২৫৪ কোটি জনগণের প্রতিনিধিত্ব করছে। এটি গণতন্ত্র, টেকসই উন্নয়ন, সংসদীয় গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে তৃণমুল পর্যায়ে কাজ করছে।
স্পিকার বলেন, সিপিএ তরম্নণ নেতৃত্ব সৃষ্টিতে এবং তরম্নণদের গণতন্ত্রের প্রতি আগ্রহী করে গড়ে তুলতে ভূমিকা রাখছে। সিপিএ সহিষ্ণুতা, শানিত্ম এবং সংহতিবোধ প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বব্যাপী কাজ করছে এবং এর মাধ্যমে নিপীড়িত জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করছে।
তিনি আরো বলেন, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে বৈষম্য নিরসন এবারের আইপিইউ সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয়। বৈষম্য সমাজে নানা অসনেত্মাষের জন্ম দিয়ে থাকে। সম্মেলনে বৈষম্য নিরসনের বিষয়ে বিভিন্ন দেশের সুনির্দিষ্ট প্রসত্মাব তুলে ধরা হয়েছে। বৈষম্য নিরসনে বিভিন্ন দেশের সংসদ সদস্যদের করণীয় কি তা ঢাকা ঘোষণার আলোকে ঠিক করা হবে।
#
মোতাহার/মাহমুদ/আলী/সেলিম/২০১৭/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯৫০
গার্মেন্টস শিল্পের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের কার্যক্রম শুরু
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল) :
রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের যথাযথ উন্নয়ন, মালিক শ্রমিকের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক এর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের উন্নয়নের স্বার্থে যত সমস্যার উদ্ভব হোক না কেন সরকার মালিক এবং শ্রমিক তিন পক্ষ মিলে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। আজ থেকে তিন পক্ষ মিলে শিল্পের গুরুত্ব বিবেচনায় নিয়ে যা যা করা দরকার সবকিছু করা হবে। কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিতকল্পে সব পক্ষকেই আরো আন্তরিক হতে হবে।
বৈঠকে গার্মেন্টস শিল্পের উন্নয়নের স্বার্থে মালিক পক্ষ থেকে যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের প্রতি গুরুত্বারোপ করা হয়। শ্রমিকদের পক্ষ থেকে দুই মাসে অন্তত একদিন নিজ নিজ কারখানার শ্রমিকদের নিয়ে বসার জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শামসুজ্জামান ভূইয়া, বিজিএমইএ এর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন খান, মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
#
আকতারুল/মাহমুদ/আলী/জয়নুল/২০১৭/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯৪৯
বাংলাদেশে বিদেশি বিনিয়োগে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হয়
-- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
লন্ডন, এপ্রিল ৪:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারি বা বেসরকারি উভয় প্রকারের বিনিয়োগকে উৎসাহিত করা হয় এবং রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করা হয়। বিনিয়োগের জন্য অন্যতম উপযুক্ত স্থান বাংলাদেশ।
তিনি গতকাল যুক্তরাজ্যের লন্ডনে ‘ইধহমষধফবংয এৎড়ঃিয ঝঁসসরঃ’-এ বক্তৃতাকালে এসব কথা বলেন। তিনি এ সময় বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালনি খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৩০০ বিলিয়ন ডলার মূল্যের উন্নত কয়লা সঞ্চিত রয়েছে। উন্নতমানের গ্রানাইট উপযুক্ত প্রযুক্তির অভাবে চাহিদানুসারে তোলা যাচ্ছেনা। পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুসারে ২০৪০ সালে ৬০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। যার ১০ ভাগ হবে নবায়নযোগ্য জ্বালানি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আটোমেশনের উদ্যোগ নেয়া হয়েছে। বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সঞ্চালন লাইনও বেসরকারি খাতে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এখানেও দেশি-বিদেশি বিনিয়োগ হতে পারে।
#
আসলাম/মাহমুদ/আলী/রেজাউল/২০১৭/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯৪৮
বিশ্বের ৬৭ শতাংশ দেশের জনপ্রতিনিধি এখন ঢাকায়
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল) :
বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে ১৩১টি দেশের এক হাজার তিনশ’ পঞ্চান্ন জন প্রতিনিধি ঢাকায় ১৩৬তম আইপিইউ এসেম্বলিতে অংশ নিচ্ছেন।
বিশ্বের ৬৭ শতাংশ দেশের প্রতিনিধির মধ্যে ৫৩জন স্পিকার, ৪০ জন ডেপুটি স্পিকার ও ৬৮৭ জন সংসদ সদস্য পাঁচ দিনব্যাপী এসেম্বলির বিভিন্ন সেশনে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী সংসদ সদস্যদের মধ্যে নারী সদস্যের সংখ্যা ২০৯।
এসেম্বলি উপলক্ষে ঢাকা মহানগরীকে মনোরম সাজে সাজানো হয়েছে। ১শ’ ৩১টি দেশের জাতীয় পতাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে উড়ছে। এ সম্মেলন কেন্দ্রে ১ এপ্রিল থেকে এসেম্বলির বিভিন্ন ইভেন্ট চলছে।
নারী সংসদ সদস্যবৃন্দের ফোরাম, সংসদ সদস্যবৃন্দের মানবাধিকার কমিটি, শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক স্থায়ী কমিটি, আইপিইউ’র যুব সংসদ সদস্যবৃন্দের ফোরাম, টেকসই উন্নয়ন, অর্থ ও বাণিজ্য বিষয়ক স্থায়ী কমিটি, গণতন্ত্র ও মানবাধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে জনপ্রতিনিধিবৃন্দ অংশ নিচ্ছেন।
আগামীকাল গভর্নিং কাউন্সিল এবং গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক স্থায়ী কমিটির বৈঠক হবার কথা রয়েছে। এছাড়া এসেম্বলির প্রস্তাবনা, স্থায়ী কমিটিসমূহের প্রতিবেদন, সাধারণ আলোচনার ফলাফল প্রকাশের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ এসেম্বলির কার্যক্রম শেষ হবে। সর্বোপরি আইপিইউ’র ঘোষণা প্রদানের মধ্য দিয়ে ঢাকায় এ যাবৎকালের সর্ববৃহৎ আন্তর্জাতিক এসেম্বলির সমাপ্তি হবে।
আগামীকাল দুপুরে সমাপনী সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া প্রায় প্রতিদিনই দিনের কর্মসূচির ওপর সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে।
১৩৬তম আইপিইউ এসেম্বলির পাশাপাশি বাংলাদেশের রপ্তানিযোগ্য বিভিন্ন কারু ও পোশাক শিল্পপণ্য, ওষুধ সামগ্রীসহ নানা পণ্যসামগ্রীর মেলা চলছে। মেলায় বিদেশি অতিথিদের বিপুল সমাগম ঘটছে।
আজ অটিস্টিক শিশুদের আঁকা ছবি নিয়ে ছাপা একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বাংলাদেশে অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন বইটির সম্পাদনা করেন।
#
ইসতাক/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯৪৭
একনেক সভায় ৮ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল) :
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ৭ হাজার ৮ শত ৯০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৭টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে জিওবি ৩ হাজার ৮ শত ৭৬ কোটি ৩২ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৪ হাজার ১৩ কোটি ৬৮ লাখ টাকা।
আজ ঢাকায় শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। একনেক সদস্যবৃন্দ, সংশিস্নষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশিস্নষ্ট সিনিয়র সচিব ও সচিববৃন্দ বৈঠকে উপসি'ত ছিলেন।
পরিকল্পনা মন্ত্রী একনেক সভা শেষে সভার বিসত্মারিত সাংবাদিকদের জানান। তিনি বলেন, চট্টগ্রাম শহরে পরিত্যক্ত বাড়িতে সরকারি আবাসিক ফ্ল্যাট ও ডরমিটরি ভবন নির্মাণ শীর্ষক একটি প্রকল্প একনেক সভায় অনুমোদন দেয়া হয়েছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পর্যায়ক্রমে শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করতে এবং সরকারি পরিত্যক্ত সম্পত্তি যাতে বেদখল না হয় সে বিষয়ে ব্যবস'া গ্রহণের জন্য প্রধানমন্ত্রী সংশিস্নষ্টদের নির্দেশ দিয়েছেন। এছাড়া দেশের সকল জেলা রেজিস্ট্রি ও সাবরেজিস্ট্রি অফিস বিদ্যমান নকশা ঠিক রেখে পর্যায়ক্রমে নির্মাণ করার পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, রংপুর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যমান ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের কার্যক্রম অব্যাহত রাখা এবং আরো ৯টি (গোপালগঞ্জ, কক্সবাজার, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, কুমিলস্না, যশোর, নোয়াখালী) মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার স'াপন; চলমান ৬টি ওয়ান-স্টপ ক্রাইসিস সেলের কার্যক্রম অব্যাহত রাখা এবং আরো ৭টি (ঠাকুরগাঁও, ভোলা, মানিকগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, মৌলভীবাজার) জেলা সদর হাসপাতালে নতুন ওয়ান-স্টপ ক্রাইসিস সেল প্রতিষ্ঠা; ঢাকা মেডিকেল কলেজে বিদ্যমান ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, ৭টি বিভাগীয় মেডিকেল কলেজে বিদ্যমান রিজিওনাল ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরির কার্যক্রম অব্যহত রাখা এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রিজিওনাল ডিএনই স্ক্রিনিং ল্যাবরেটরি স'াপন; মহিলা বিষয়ক অধিদপ্তর ভবনে বিদ্যমান ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টারের কার্যক্রম অব্যাহত রাখা এবং ৯টি (ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, ফরিদপুর, ময়মনসিংহ) মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রিজিওনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার স'াপন; মহিলা বিষয়ক অধিদপ্তর ভবনে বিদ্যমান ন্যাশনাল হেল্পলাইন সেন্টারের কার্যক্রম শক্তিশালী করা; ন্যাশনাল সেন্টার অন জেন্ডার বেইজড ভায়োলেন্স এর কার্যক্রম পরিচালনা করা; জেন্ডার বেইজড ভায়োলেন্স বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালনা করা; জাতীয় কর্মপরিকল্পনা বাসত্মবায়ন, মনিটরিং, কস্টিং ও রিভিউ করার লক্ষ্যে ‘নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম (৪র্থ পর্ব ) প্রকল্পটি একনেক সভায় অনুমোদন লাভ করেছে।
একনেক সভায় অনুমোদিত প্রকল্পসমূহ হচ্ছে ‘শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প (এসএফপি) (২য় সংশোধিত) প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৪ হাজার ৯৮৪ দশমিক ৯৭ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৯৯৮ দশমিক ৮৯ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ৩ হাজার ৯৮৬ দশমিক ০৮ কোটি টাকা। ‘চট্টগ্রাম শহরে পরিত্যক্ত বাড়িতে সরকারি আবাসিক ফ্ল্যাট ও ডরমিটরি ভবন নির্মাণ’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৪৭৬ দশমিক ৬১ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ‘দেশের বিভিন্ন জেলায় জেলায় জেলা রেজিস্ট্রি ও সাব রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ (২য় পর্যায়)’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩০৯ দশমিক ৩৩ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ‘আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সত্মরে শিক্ষার প্রচলন (২য় পর্যায়)’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১ হাজার ৩৫৩ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ‘নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম (৪র্থ পর্ব)’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১১৫ দশমিক ০৮ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৮৭ দশমিক ৪৭ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ২৭ দশমিক ৬০ কোটি টাকা। চট্টগ্রাম জেলার হাটহাজারী ও রাউজান উপজেলায় হালদা নদীর উভয় তীরের ভাঙন হতে বিভিন্ন এলাকা রক্ষাকল্পে তীর সংরক্ষণ কাজ’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২১২ দশমিক ০৮ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ‘গুরম্নত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশসত্মতায় উন্নীতকরণ (রাজশাহী জোন)’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৪৩৮ দশমিক ৯৪ কোটি টাকা। এর পুরোটাই জিওবি।
#
শেফায়েত/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯৪৬
অভিবাসী কর্মীদের অধিকার সম্পর্কিত আলোচনায় অংশ নিলেন মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি
জেনেভা (সুইজারল্যান্ড) এপ্রিল ৪:
গতকাল (৩ এপ্রিল) সুইজারল্যান্ডের জেনেভাস্থ পেলে উইলসনের কনফারেন্স রুমে ওহঃবৎহধঃরড়হধষ ঈড়হাবহঃরড়হ ড়হ ঃযব চৎড়ঃবপঃরড়হ ড়ভ ঃযব জরমযঃং ড়ভ অষষ গরমৎধহঃ ডড়ৎশবৎং ধহফ গবসনবৎং ড়ভ ঃযবরৎ ঋধসরষরবং (ওঈজগড) সংশ্লিষ্ট প্রাথমিক প্রতিবেদন বিষয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মন্ত্রী বিদেশে কর্মরত বাংলাদেশী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন এবং প্রবাসী কর্মীদের মানবাধিকার বিষয়ে বিশ্বসভায় বাংলাদেশের দায়িত্ব ও অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে মন্ত্রী বাংলাদেশের উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে আরো উপস্থিত ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহীদুল হক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, বাংলাদেশ স্থায়ী মিশনের জেনেভার স্থায়ী প্রতিনিধি এম শামীম আহসান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব খন্দকার মোস্তান হোসাইনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ১১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ দলের নেতৃত্ব দেন। প্রথম দিনে গঠনমূলক আলোচনা অনুষ্ঠানে ১৪ সদস্যবিশিষ্ট কমিটি অন মাইগ্রেশন ওয়াকার্স এর নেতৃত্ব দেন জোস ব্রিলান্টস।
অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার সংরক্ষণে জাতিসংঘ ঘোষিত ওহঃবৎহধঃরড়হধষ ঈড়হাবহঃরড়হ ড়হ ঃযব চৎড়ঃবপঃরড়হ ড়ভ ঃযব জরমযঃং ড়ভ অষষ গরমৎধহঃ ডড়ৎশবৎং ধহফ গবসনবৎং ড়ভ ঃযবরৎ ঋধসরষরবং (ওঈজগড), ১৯৯০, বাংলাদেশ সরকার ২০১১ সালে অনুসমর্থন করে। কনভেনশনের কতিপয় নির্দেশনা ইতিমধ্যে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩’ অন্তর্ভুক্ত করা হয়েছে। উক্ত কনভেনশন ও আর্টিকেল ৭৩ অনুযায়ী ঝঃধঃব চধৎঃু সমূহের অভিবাসী কর্মীদের জন্য গৃহীত আইনগত, বিচারিক, প্রশাসনিক ও অন্যান্য ব্যবস্থার ওপর আর্টিকেল ৭২ এর আওতায় গঠিত ঈড়সসরঃঃবব ড়হ গরমৎধহঃ ডড়ৎশবৎং (ঈগড) এর নিকট প্রতিবেদন দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে। এ প্রেক্ষিতে
৩ থেকে ৪ এপ্রিল ২০১৭ দুই দিনব্যাপী ওঈজগড কনভেনশনের আওতায় বাংলাদেশের প্রাথমিক প্রতিবেদন ঈগড সমীপে উপস্থাপন এবং বাংলাদেশের প্রতিনিধিদলের উপস্থিতিতে এ সংক্রান্ত একটি শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
#
জাহাঙ্গীর/মাহমুদ/আলী/রেজাউল/২০১৭/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯৪৫
তামাক নিয়ন্ত্রণ নীতি চূড়ানত্ম পর্যায়ে
-- স্বাস'্যমন্ত্রী
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল) :
জাতীয় তামাক নিয়ন্ত্রণ নীতি ও স্বাস'্য উন্নয়ন সারচার্জ ব্যবস'াপনা নীতি চূড়ানত্ম পর্যায়ে রয়েছে জানিয়ে স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শীঘ্রই ওই নীতিমালা কার্যকর করা হবে।
আজ রাজধানীর একটি পাঁচতারা হোটেলে সমকাল-প্রজ্ঞা আয়োজিত এক গোলটেবিল আলোচনায় মন্ত্রী এ কথা বলেন।
তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উলেস্নখ করে স্বাস'্যমন্ত্রী বলেন, শুধু স্বাস'্য মন্ত্রণালয়ের একার পড়্গে দেশ তামাকমুক্ত করা সম্ভব নয়। এর সঙ্গে সংশিস্নষ্ট সব মন্ত্রণালয় ও সেক্টরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪০ সালের মধ্যেই দেশ তামাকমুক্ত করা সম্ভ্ভব হবে।
তামাক নিয়ন্ত্রণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মোহাম্মদ নাসিম বলেন, স্বাস'্যমন্ত্রী হিসেবে তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমার যতটুকু করণীয় আছে, তা করবো। তিনি বলেন, ধূমপান মুক্ত সনদপত্র ছাড়া কেউ মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে না। গত বছর থেকে এটি কার্যকর করেছি। সমসত্ম স্বাস'্য স'াপনা, কেন্দ্র ও মন্ত্রণালয়কে ধূমপানমুক্ত করেছি। গত বছর বিদেশে বিশ্ব স্বাস'্য সংস'ার একটি সম্মেলনে গিয়ে বলেছিলাম-অধূমপায়ী ছাড়া কেউ স্বাস'্যমন্ত্রী হতে পারবেন না। বিশ্ব নেতৃবৃন্দ এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছিলেন।
মোহাম্মদ নাসিম বলেন, তামাককে মাদক বলা যায়। কারণ বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা ধূমপান করে ধ্বংস হয়ে যাচ্ছে। ধূমপানের পরবর্তী ধাপে আরো ক্ষতিকর নেশায় তারা আসক্ত হয়ে পড়ে। তাদের মধ্যে কেউ কেউ সন্ত্রাসী, জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়ে। তাই তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্র্কে সবাইকে সচেতন করে তুলতে হবে। এজন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক মুসত্মাফিজ শফির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব:) আব্দুল মালিক, কাজী খলীকুজ্জামান, বিএফইউজে সভাপতি মনজুরম্নল আহসান বুলবুল, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের প্রমুখ।
এর আগে স্বাস'্যমন্ত্রী চ্যানেল আই কার্যালয়ে বিশ্ব স্বাস'্য দিবস ২০১৭ এর থিম সংয়ের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিষণ্নতার মতো মানসিক সমস্যা যেন কোনো মানুষকে গ্রাস করতে না পারে সেজন্য স্বজন ও অভিভাবকদের সচেতন থাকতে হবে। সকলকে মনে রাখতে হবে বিষণ্নতায় আক্রানত্ম হওয়ার কোনো নির্দিষ্ট বয়স নেই। মানসিক অবসাদকে ভুলিয়ে দিতে গান শোনা, বই পড়া এবং শরীরচর্চার অভ্যাস গড়ে তোলার ওপরও তিনি গুরম্নত্বারোপ করেন।
#
পরীড়্গিৎ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯৪৪
ভোলার আওয়ামী লীগ নেতার মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল) :
ভোলা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের শ্যালক ইঞ্জিনিয়ার মো. শাহজাহান তালুকদার ওরফে সেন্টু তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
গতকাল ঢাকায় গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস'ায় শাহজাহান তালুকদার ইনেত্মকাল করেন (ইন্না লিলস্নাহে-----রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।
গতকালই মরহুমের লাশ বিশেষ লঞ্চযোগে ঢাকা থেকে ভোলায় নেওয়া হয়। ভোলা সরকারি স্কুল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস'ানে দাফন করা হয়। আগামী ৭ এপ্রিল ভোলায় মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে।
#
বকসী/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯৪৩
আর্ট বুক অনন্য ছবি টহরয়ঁব এষরসঢ়ংবং এর মোড়ক উন্মোচন
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল):
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আর্ট পুস্তকের রঙিন রঙের মতো রাঙিয়ে আমরা সারা পৃথিবীর সাথে একইভাবে রঙিন বিশ্ব বিনির্মাণে কাজ করে যাব।
স্পিকার আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) এর উইন্ডি হলে সায়মা ওয়াজেদ হোসেনের সংগ্রহ ও সম্পাদনায় বিশেষভাবে প্রকাশিত বিশেষভাবে সক্ষমদের সম্ভাবনায় পথচলা শীর্ষক আর্ট বুক অনন্য ছবি টহরয়ঁব এষরসঢ়ংবং এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
স্পিকার বলেন, সমাজের শারীরিক ও মানসিকভাবে অক্ষম জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা ও তাদের অধিকার সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে সংসদ সদস্যগণ ভূমিকা পালন করতে পারেন। তিনি এ বিষয়ে সারা বিশ্বের সংসদ সদস্যগণকে ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আরো বলেন, ১৩৬তম আইপিইউ এসেম্বলির মতো এমন একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বিদেশিদের উপস্থিতিতে এমন একটি আর্ট পুস্তকের মোড়ক উন্মোচন বিদেশিদের এ কাজের প্রতি সংহতির বহিঃপ্রকাশ। তিনি এ ধরনের কাজে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ হোসেন চিত্র কর্মসংগ্রহের বিষয়ে বিস্তারিত বিবরণ দেন এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে যথাযথ সহযোগিতা প্রদান ও তাদের অধিকার আদায়ের লক্ষে কিভাবে কাজ করে যাচ্ছেন তার অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এবং আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুনগং বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, সংসদ সদস্যবৃন্দ এবং আইপিইউ সম্মেলনে আগত বিদেশি অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
অনন্য ছবিতে দক্ষতা সম্পন্ন শিল্পীদের আঁকা আড়াই শতাধিক উজ্জ্বল চিত্রকর্ম স্থান পেয়েছে। এই চিত্রকর্মগুলো সায়মা ওয়াজেদ হোসেনের অনবদ্য সংগ্রহ। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার অটিজম বিষয়ে চ্যাম্পিয়ন।
#
নূরুল/অনসূয়া/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১৬১৮ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর : ৯৪২
জর্ডানের সঙ্গে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল):
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও কিংডম অভ্ জর্ডানের পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে জলবায়ু পরিবর্তনে পারস্পরিক সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
৩ এপ্রিল জর্ডানের রাজধানী আম্মানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও জর্ডানের পরিবেশ মন্ত্রী ড. ইয়াসিন এম খায়াত (উৎ ণধংববহ গ কযধুুধঃ) নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় স্থানীয় সরকার সচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন।
স্মারকের উল্লেখযোগ্য দিকগু