তথ্যবিবরণী নম্বর : ১৭৯০
চলচ্চিত্র পরিবারের সাথে বৈঠকে তথ্য মন্ত্রণালয়ের তিন সিদ্ধান্ত
ঢাকা, ২৫ আষাঢ় (৯ জুলাই) :
দেশের চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর চলচ্চিত্র বিষয়ে তিনটি সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়।
আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যসচিব মরতুজা আহমদের সভাপতিত্বে চলচ্চিত্রের সুষ্ঠু বিকাশ ও উন্নয়নের স্বার্থে অনুষ্ঠিত বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র উপস্থিতিতে চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিদের পক্ষে অভিনেতা ফারুক এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরেন।
উত্থাপিত প্রস্তাবগুলো পর্যালোচনা করে ‘দেশের চলচ্চিত্রের স্বার্থে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ নীতিমালা দ্রুত যুগোপযোগী ও পূর্ণাঙ্গ করে নতুন নীতিমালা তৈরি’, ‘নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ সম্পর্কিত কার্যক্রম স্থগিত রাখা’ এবং ‘চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এর তত্ত্বাবধানে ৫০টি এইচডি প্রজেক্টর মেশিন ক্রয় করে সিনেমা হলগুলোর প্রজেকশন কার্যক্রমে যুক্ত করা’র সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মোঃ মনজুরুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, যুগ্ম সচিব (চলচ্চিত্র) মোঃ ইউছুব আলী মোল্লা, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, উপসচিব (চলচ্চিত্র) শাহীন আরা বেগম, চলচ্চিত্র পরিবারের সদস্য দেলোয়ার জাহান ঝন্টু, খোরশেদ আলম খসরু, মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, অভিনেতা রিয়াজ ও জায়েদ খান উপস্থিত ছিলেন।
#
আকরাম/সেলিম/মোশারফ/আবব্াস/২০১৭/১৯৫৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৮৯
পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২৫ আষাঢ় (৯ জুলাই) :
দশম জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৫তম বৈঠক কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মোঃ ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান এবং মোঃ ইয়াসিন আলী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে পাহাড়ধস, বৃক্ষ রোপন ও সামাজিক বনায়ন নিয়ে আলোচনা হয় এবং সাম্প্রতিক সময়ে সংঘটিত পাহাড়ধস রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের সহায়তায় টেকনিক্যাল স্ট্যাডি করার সুপারিশ করা হয়। কমিটি পার্বত্য অঞ্চলের যে সকল এলাকায় ভূমিধস হয়েছে সে সকল এলাকায় স্পেশাল বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহণ করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার সুপারিশ করে।
বৈঠকে বিএফআইডিসির সিমেন্ট বন্ডেড পার্টিকেল বোর্ড, বাঁশ এবং রাবারের ফার্নিচার উৎপাদনের সাফল্য ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং সংসদীয় কমিটি কর্তৃক বাঁশের ফার্নিচার উৎপাদন পরিদর্শন করার সুপারিশ করা হয়। কমিটি বাঁশের ফার্নিচারের প্রচার ও প্রসারের লক্ষ্যে সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) এর সহায়তায় বাঁশের ফার্নিচার উৎপাদনের কারখানা করার সুপারিশ করে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
নীলুফার/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৭১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর :১৭৮৮
পার্বত্য মানুষের জীবনমান উন্নয়নে আড়াই শ কোটি টাকার প্রকল্প উদ্বোধন
ঢাকা, ২৫ আষাঢ় (৯ জুলাই) :
পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমি, সম্পদ ও জীবন-জীবিকা ব্যবস্থাপনা শক্তিশালীকরণের লক্ষ্যে ২শ ৫০ কোটি টাকার একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
আজ ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগং হিলট্রাক শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেন। মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসজিডি-বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, ইউএনডিপি বাংলাদেশ এর কান্ট্রি ডাইরেক্টর সুদীপ্ত মুখার্জী, ইউএসআইডি বাংলাদেশ এর মিশন ডাইরেক্টর জেনিনা জারুজেল্কি, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও ড্যানিডা বাংলাদেশ এর হেড অভ্ কোঅপারেশন পিটার বোগ জেনসেন (চবঃবৎ ইড়ময ঔবহংড়হ)।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের পর উন্নয়নের অগ্রযাত্রা সূচিত হয়। তারই ধারাবাহিকতায় সরকার ও বিভিন্ন সহযোগী সংস্থা এ অঞ্চলের টেকসই উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে।
তিনি নতুন এ প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
#
জুলফিকার/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৭৫৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর :১৭৮৭
ক্লিন এনার্জির ব্যবহার বাড়ানোর উদ্যোগকে উৎসাহিত করা হবে
---বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ২৫ আষাঢ় (৯ জুলাই) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ক্লিন এনার্জির ব্যবহার বাড়ানোর উদ্যোগকে উৎসাহিত করা হবে। কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ায় কার্বন বা সালফার বা নাইট্রোজেন বা নাইট্রোজেনের যৌগ নিয়ন্ত্রিতভাবে নিঃসরণের বিষয়ে সরকার সজাগ। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আরো সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। আমদানিকৃত বিদ্যুৎও ক্লিন এনার্জি হিসেবে পরিগণিত হয়।
প্রতিমন্ত্রী আজ বিদ্যুৎ ভবনে কাপ্তাইতে ৭.৪ মেগাওয়াট সোলার পাওয়ার নির্মাণের লক্ষ্যে ইপিসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, সোলার পার্ক করা হচ্ছে, সেখান থেকে সৌর বিদ্যুৎ উৎপাদন করা হবে। এ সময় তিনি সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাকে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন, ব্যবহার ও প্রসারে কাজ করার আহ্বান জানান।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব মীনা মাসহুদ উজ জামান এবং জেডটিই (তঞঊ) করপোরেশনের বাস্তবায়ন পরিচালক লি উই (খরঁ ডবর) এ চুক্তি স্বাক্ষর করেন। গ্রিডে সংযোজিতব্য এ বিদ্যুৎ কেন্দ্রের ইপিসি কন্ট্রাক্টের মোট প্রায় ৯.৩৪ মিলিয়ন ডলার এবং প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন মূল্য ৫.৪৮ টাকা। এশিয়ান উন্নয়ন ব্যাংক এর আর্থিক সহায়তায় এ প্রকল্পটি করা হচ্ছে এবং জুলাই ২০১৮ সালের মধ্যে এটি বাস্তবায়িত হবে বলে আশা করা যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ ও জেডটিই করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট ঝাং ইয়ানমেং (তযধহম ণধহসবহম) বক্তব্য রাখেন।
#
আসলাম/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৭১৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৮৬