তথ্যবিবরণী নম্বর: ৩২২৮
সত্যিকারের মৎস্যজীবীরা আইন ভঙ্গ করে না, জাটকা ধরে না
- প্রাণিসম্পদ উপদেষ্টা
ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল) :
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যারা সত্যিকারের মৎস্যজীবী তারা আইন ভঙ্গ করে না, জাটকা ধরে না। জাটকা ধরে দুষ্ট ব্যবসায়ীরা। যারা দাদন দিয়ে ব্যবসা করে; জেলেদেরকে আটক করে রাখে তারাই মূলত দুষ্ট ব্যবসায়ী।
আজ বিকালে রাজধানীর যাত্রাবাড়ীতে দয়ালভরসা মৎস্য বাজারে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার কিছু কাজ করে যেতে চায়। যেখানে মানুষ বৈষম্যের শিকার, অবিচারের শিকার, যেখানে মানুষ কষ্টে আছে সেখানেই বর্তমান সরকার মানুষের দুঃখ লাঘবে চেষ্টা করে যাচ্ছে। দেশের জন্য মাছের আড়তদারদের অবদানের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, যাত্রাবাড়ীতে একটি কমপ্লেক্সে স্বাস্থ্যসম্মত বাজার তৈরি করা হবে এবং যেখানে আলাদা আলাদা করে থাকবে সবকিছু। তিনি আরো বলেন, কমপ্লেক্স নির্মাণের বিষয়ে স্হানীয় সরকার মন্ত্রণলয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতায় যাত্রাবাড়ীতে স্বাস্থ্যসম্মত বাজার তৈরি করা হবে।
মৎস্য উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে বাজারে আড়তদারসহ মৎস্য ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা দূর করা হবে। তবে দয়া করে মাছের দাম অহেতুক বাড়াবেন না। অনেকেই জাটকাকে ইলিশ মনে করে; আবার যারা হিমায়িত ইলিশ সরবারহ করছে তারা মানুষকে ভুল বার্তা দিচ্ছে। কারণ পহেলা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয়। এ সময় কোনো ইলিশ সরবারহ করা হবে না, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
ফরিদা আখতার বলেন, জুনের পর এই জাটকা যখন ইলিশে পরিণত হবে তখন তা বাজারে আসবে। বাংলাদেশের নব্বই শতাংশ খেটে খাওয়া মানুষ হয়তোবা ইলিশ মাছ কিনে খেতে পারে না। তাহলে ইলিশ মাছ যেন আমরা কিনে খেতে পারি সে কাজটিই আমাদের করতে হবে। জুনের পর ইলিশ যেন ক্রয়সীমার মধ্যে থাকতে পারে সে লক্ষ্যে আমাদের একসাথে কাজ করতে হবে। তিনি আড়তদারদের উদ্দেশ্যে বলেন, ‘প্রতিজ্ঞা করেন জাটকা ধরবেন না আর জুনের পর ইলিশের দাম অহেতুক বাড়াবেন না’।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ মনিরুল ইসলাম। মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদা খানম, উপপরিচালক সাজদার হোসেন, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারীদের পক্ষে মোঃ ফেরদৌস, দয়াল ভরসা মৎস্য আড়তের সভাপতি দিব্যেন্দু রায় ভুলু বাবু, সাধারণ সম্পাদক আলী হোসেন, ইলিশ ব্যবসায়ী, জীবিত রুই মাছ বিক্রেতা, জীবিত মাছ বিক্রেতা, পাঙ্গাস মাছ বিক্রেতা, চিংড়ি মাছ বিক্রেতা, দেশীয় প্রজাতির মাছ বিক্রেতা, মাছ কাটা শ্রমিকরা অনুষ্ঠানে বক্তৃতা করেন।
#
মামুন/মেহেদী/মোশারফ/শামীম/২০২৫/২২১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২২৭
প্রাক্তন ফটোকপি অপারেটর আবুল কালামের মৃত্যুতে প্রধান তথ্য অফিসারের শোক
ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল) :
তথ্য অধিদফতরের প্রাক্তন ফটোকপি অপারেটর আবুল কালামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর।
প্রধান তথ্য অফিসার এবং তথ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা আজ পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ফটোকপি অপারেটর আবুল কালাম আজ ভোরে নোয়াখালীতে নিজ বড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন হৃদরোগ এবং কিডনী জটিলতায় ভুগছিলেন।
#
মাহমুদুল/ফেরদৌস/সঞ্জীব/রেজাউল/২০২৫/২০৩২ ঘণ্টা
Handout Number: 3226
Government to Create Alternative Livelihoods for
Tourism-Dependent Communities in Saint Martin’s Island
- Environment Adviser
Dhaka, April 13:
Syeda Rizwana Hasan, Adviser to the Ministry of Environment, Forest and Climate Change, stated that the government is taking various initiatives to ensure that limiting tourism on Saint Martin’s Island does not harm the livelihoods of its local communities. Alternative livelihood opportunities will be created while ensuring the protection and restoration of the island’s biodiversity.
Adviser made these remarks while presiding over a meeting held at the Ministry’s conference room at the Bangladesh Secretariat today.
To identify suitable alternative employment, a working team has been formed with the Director General of the Department of Environment as convener. The committee includes representatives from the Department of Agricultural Extension, Department of Fisheries, Bangladesh Tourism Board, Ministry of Women and Children Affairs, Forest Department, District Administration, BRAC, and COAST Foundation. The team will soon submit its recommendations for necessary actions to the government.
The meeting discussed possible support for fishing, including the distribution of environment-friendly nets and modern devices. Branding initiatives will be introduced for marketing dried fish. Opportunities for seaweed and mushroom cultivation, vegetable farming, poultry and livestock rearing, content creation, blogging, and photography training were also considered. For women, training will be provided in tailoring, traditional embroidery (nakshi kantha), souvenir making using coconut husk, shells, and cane, as well as rope and handicrafts production from coconut coir.
Other initiatives will include educational support for students, tree plantation, waste management, and restaurant job training. Local youth will be trained in environmental awareness to serve as eco-tour guides. Land-based vegetable cultivation will also be encouraged. Measures will be taken to increase dried fish production and improve market access to Teknaf and Cox’s Bazar.These initiatives aim to boost the income of local residents and support a sustainable future for Saint Martin’s Island.
Among others, the meeting was attended by Dr. Farhina Ahmed, Secretary of the Ministry of Environment; Dr. Fahmida Khanom, Additional Secretary Dr. Md. Kamruzzaman, Director General of the Department of Environment; the Deputy Commissioner of Cox’s Bazar; representatives from police, coast guard, the UNO of Teknaf, the Chairman of Saint Martin Union Parishad, and officials from various government and non-government organizations.
#
Dipankar/Mehedi/Mahmudul/Rana/Ferdows/Sanjib/Shamim/2025/2110 Hrs
তথ্যবিবরণী নম্বর: ৩২২৫
ওআইসির শ্রম কেন্দ্রের সংবিধিতে স্বাক্ষর করলো বাংলাদেশ
জেদ্দা, ১৩ এপ্রিল :
বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) শ্রম কেন্দ্রের সংবিধিতে স্বাক্ষর করেছে। আজ সৌদি আরবের জেদ্দায় ওআইসি সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এই গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর করেন।
স্বাক্ষর অনুষ্ঠানে শ্রম উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা জানান ওআইসির অর্থনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব (এএসজি) ড. আহমেদ কাওয়েসা সেনগেন্ডো।
আলোচনায় শ্রম উপদেষ্টা এবং ওআইসি’র সহকারী মহাসচিব উভয়েই শ্রম কেন্দ্রের সংবিধিতে স্বাক্ষরের তাৎপর্য তুলে ধরেন এবং উল্লেখ করেন, এই দলিলে স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ শ্রম অধিকার ও শ্রমিকদের কল্যাণ বৃদ্ধিতে আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে।
শ্রম উপদেষ্টা জানান, বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র সব কোর কনভেনশন ও প্রটোকলের স্বাক্ষরকারী দেশ। শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য, ন্যূনতম মজুরি এবং কল্যাণ সুবিধা বৃদ্ধিতে বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
ওআইসির সহকারী মহাসচিব স্বাক্ষরের জন্য বাংলাদেশকে আন্তরিক অভিনন্দন জানান এবং বাংলাদেশের শ্রমশক্তির উন্নয়ন সম্পর্কে অবহিত হওয়ার জন্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান। উভয়পক্ষ বাণিজ্য, বিনিয়োগ এবং শ্রম সম্পর্কিত ক্ষেত্রে সহযোগিতা ও গভীর বোঝাপড়া বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন ওআইসি কর্মকর্তাদের বাংলাদেশের ক্রমবর্ধমান জাহাজ নির্মাণ শিল্প সম্পর্কে অবহিত করেন, যা দিনে দিনে অধিক সংখ্যক দক্ষ ও অদক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।
স্বাক্ষর অনুষ্ঠানে ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এমজেএইচ জাবেদ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
মালেক/মেহেদী/মাহমুদুল/রানা/ফেদৌস/মোশারফ/শামীম/২০২৫/২০৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩২২৪
সেন্টমার্টিন দ্বীপের পর্যটননির্ভর জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে সরকার
- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল) :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেন্টমার্টিন দ্বীপে পর্যটন সীমিত করার ফলে স্থানীয় জনগণের জীবিকার যাতে কোনো ক্ষতি না হয়, সেই লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা ও পুনরুদ্ধার নিশ্চিত করেই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
আজ বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
সভায় দ্বীপের মানুষের জন্য বিকল্প কর্মসংস্থান নির্ধারণে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে আহ্বায়ক করে একটি ওয়ার্কিং টিম গঠন করা হয়েছে। কমিটিতে কৃষি, মৎস্য, ট্যুরিজম বোর্ড, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বন বিভাগ, জেলা প্রশাসন, ব্র্যাক ও কোস্ট ফাউন্ডেশনের প্রতিনিধিরা থাকবেন। এ কমিটি এ বিষয়ে অতিদ্রুত সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।
সভায় জানানো হয়, মাছ ধরায় সহযোগিতা, পরিবেশবান্ধব জাল ও আধুনিক ডিভাইস দেওয়া হতে পারে। শুটকি মাছের বাজারজাতকরণে ব্র্যান্ডিং করা হবে। সিউইড, মাশরুম, সবজি চাষ, পোল্ট্রি ও গবাদিপশু পালন, কন্টেন্ট ক্রিয়েশন, ব্লগিং, ফটোগ্রাফি প্রশিক্ষণের কথা বলা হয়। নারীদের জন্য সেলাই, নকশি কাঁথা, স্মারক সামগ্রী তৈরি, নারিকেল ছোবড়া দিয়ে দড়ি তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে।
এছাড়াও, ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়তা, অন্যদের বৃক্ষরোপণ, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রেস্টুরেন্টে কাজ শেখানোর উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় যুবকদের পরিবেশ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে ট্যুর গাইড হিসেবে গড়ে তোলা হবে। জমির ধরন অনুযায়ী সবজি উৎপাদনেও উৎসাহ দেওয়া হবে। সেন্টমার্টিনের শুটকি মাছ উৎপাদন বাড়াতে উৎসাহ ও বাজারজাতকরণের ব্যবস্থা নেওয়া হবে। এসব উদ্যোগ স্থানীয়দের আয় বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
সভায় অন্যান্যের মধ্যে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ কামরুজ্জামান, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, কোস্টগার্ড, টেকনাফের উপজেলা নির্বাহী অফিসার, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি বক্তব্য রাখেন।
#
দীপংকর/মেহেদী/মাহমুদুল/রানা/ফেদৌস/মোশারফ/শামীম/২০২৫/২০২০ঘণ্টা
Handout Number: 3223
Advisor Mahfuj Alam meets Turkish Minister of Women and Family Planning
Dhaka, 13 April:
Information and Broadcasting Advisor to the Interim Government of Bangladesh Md. Mahfuz Alam met with Turkish Minister of Women and Family Planning Mahinur Ozdemir Goktas. The meeting was held today on the sidelines of the 'Antalya Diplomacy Forum, 2025' in Turkiye. The development of the socio-economic conditions of women in Turkiye and Bangladesh was discussed in the meeting. At this time, Advisor Mahfuj Alam said that the government is working to remove the obstacles to women's empowerment in Bangladesh. The government has taken multifaceted initiatives, including training and providing loans to ensure employment for women. The advisor said that the government is taking a strict stance in preventing violence against women.
During the meeting, Turkish Minister Mahinur Ozdemir Goktas said that the Turkish government will assist in the socio-economic advancement of women in Bangladesh. She expressed her hopes for Bangladeshi women to thrive in their careers.
#
Mamun/Mammudul/Rana/Ferdows/Sanjib/Abbas/2025/2023 Hour
Handout Number: 3222
Advisor Mahfuj Alam meets Turkish Defense Minister
Dhaka, 13 April:
Information and Broadcasting Advisor to the Interim Government of Bangladesh Md. Mahfuj Alam met with Turkish Defense Minister Yasar Guler. The meeting was held today on the 'Antalya Diplomacy Forum, 2025' in Turkiye.
During the meeting, Advisor Mahfuj Alam talks about the issues of bilateral interest specially defence collaboration and defence equipments manufacturing. After the discussion, Mahfuj Alam handed over the graffiti book 'Odes to A Bangladesh Reborn' on the July Uprising to Turkish Defense Minister Yasar Guler.
#
Mamun/Mammudul/Rana/Sanjib/Abbas/2025/2001 Hour
তথ্যবিবরণী নম্বর: ৩২২১
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার
---উপদেষ্টা মাহফুজ আলম
ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল):
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে কাজ করছে, যা উন্নত বাংলাদেশের পথ প্রশস্ত করবে। গতকাল তুরস্কে 'আন্টালিয়া কূটনীতি ফোরাম, ২০২৫'-এর সাইডলাইনে টিআরটি ওয়ার্ল্ডে দেওয়া এক সাক্ষাৎকারে উপদেষ্টা এ কথা বলেন।
গত সরকারের সমালোচনা করে উপদেষ্টা বলেন, শেখ হাসিনার শাসনামলের বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার কাজ করছে। এ ছাড়া শেখ হাসিনার শাসনামলের অস্থিতিশীল প্রতিষ্ঠানসমূহের সংস্কার এবং গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিয়েও সরকার কাজ করছে। সাক্ষাৎকালে মাহফুজ আলম আরো বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার, হত্যাকাণ্ডের বিচার এবং গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে নির্বাচন—এই তিন বিষয় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে। এর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণেও সরকার গুরুত্ব দিচ্ছে।
#
মামুন/মাহমুদুল/রানা/ফেরদৌস/সঞ্জীব/আব্বাস/২০২৫/২০০০ ঘণ্টা
Handout Number: 3220
Interim government working towards democratic transition in Bangladesh
---Advisor Mahfuj Alam
Dhaka, 13 April:
Advisor to the Ministry of Information and Broadcasting Md. Mahfuj Alam said that the interim government is working towards democratic transition in Bangladesh, which will pave the way for a developed Bangladesh. Advisor said this in an interview given to TRT World on the sidelines of the 'Antalya Diplomacy Forum, 2025' in Turkiye on Yesterday.
Criticizing the previous government, he said that the current government is working to overcome the disastrous economic situation during Sheikh Hasina's regime. Apart from this, the government is also working on reforming unstable institutions during Sheikh Hasina's regime and prosecuting those involved in enforced disappearances and extrajudicial killings.
In the interview, Mahfuj Alam further said that institutional reforms, trials of killings and holding elections for democratic transition are the top priorities of the government. Along with this, the government is also giving importance to ensuring transparency and accountability.
#
Mamun/Mammudul/Rana/Ferdus/Sanjib/Abbas/2025/1955 Hour
তথ্যবিবরণী নম্বর: ৩২১৯
তুরস্কের মহিলা ও পরিবার পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ
ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল):
তুরস্কের মহিলা ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মাহিনুর ওজডিমির গোকটাস-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। আজ তুরস্কে 'আন্টালিয়া কূটনীতি ফোরাম, ২০২৫'-এর সাইডলাইনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তুরস্ক ও বাংলাদেশের নারীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে যেসব বাধা রয়েছে, সেসব বাধা দূরীকরণে সরকার কাজ করছে। নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ, ঋণ
প্রদান-সহ বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপদেষ্টা জানান, নারী নির্যাতন প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
এ সময় তুরস্কের মহিলা ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মাহিনুর ওজডিমির গোকটাস বলেন, তুরস্ক সরকার বাংলাদেশের নারীদের আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা প্রদান করবে। তিনি কর্মক্ষেত্রে বাংলাদেশের নারীদের সফলতা কামনা করেন।
#
মামুন/মাহমুদুল/রানা/ফেরদৌস/সঞ্জীব/আব্বাস/২০২৫/১৯৩৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩২১৮
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ
ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল):
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টামোঃ মাহফুজ আলম। আজ তুরস্কে ‘আন্টালিয়া কূটনীতি ফোরাম, ২০২৫’-এ এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপদেষ্টা মাহফুজ আলম দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে উপদেষ্টা মাহফুজ আলম তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলারকে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতির বই 'ওডস্ টু এ বাংলাদেশ রিবর্ন’ হস্তান্তর করেন।
#
মামুন/মাহমুদুল/রানা/ফেরদৌস/সঞ্জীব/আব্বাস/২০২৫/১৮৪৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩২১৭
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ভান্ডার সংরক্ষণের জন্য 'সার্ভার স্টেশন' উদ্বোধন
ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল):
প্রাথমিক শিক্ষার নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা অর্জন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিশাল তথ্য ভাণ্ডারের সুষ্ঠু সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, নিরাপদ সেবা প্রদান, অংশীজনদের জন্য অনলাইন সেবা কার্যক্রম সম্প্রসারণ, তথ্যের নিরাপদ সংরক্ষণ ও ব্যাকআপ সার্ভিস নিশ্চিতকরণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে 'সার্ভার স্টেশন' চালু করা হয়েছে। সার্ভার স্টেশনটিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্ভার এবং স্টোরেজ সিস্টেম; ক্লাউড সার্ভিস ও ভার্চুয়ালাইজেশন; ২৪/৭ বিদ্যুৎ ও টেকসই নেটওয়ার্ক সংযোগ; কুলিং সিস্টেম; ফায়ার প্রোটেকশন সিস্টেম; উন্নত সাইবার সিকিউরিটি; ফিজিক্যাল সিকিউরিটি এবং কালিয়াকৈর-এ অবস্থিত ডাটা সেন্টারের ডিজাস্টার রিকোভারি সংযোগ সুবিধা রয়েছে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অডিটরিয়ামের আধুনিকায়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সার্ভার স্টেশনটি নির্মাণে ব্যয় হয়েছে ২৩ কোটি টাকা এবং অডিটরিয়ামটির আধুনিকায়নে ব্যয় হয়েছে ৯৭ লাখ টাকা।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার আজ ঢাকার মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ দুটি কাজের উদ্বোধন করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
উপদেষ্টা পরে আধুনিকায়নকৃত অডিটরিয়ামে ৪১ তম বিসিএস নন-ক্যাডার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকৃত প্রধান শিক্ষকগণের ওরিয়েন্টেশনে সমাপনী বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ৪১ তম বিসিএস নন-ক্যাডার থেকে ১৫১জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন।
#
জাহাঙ্গীর/মাহমুদুল/রানা/ফেরদৌস/সঞ্জীব/আব্বাস/২০২৫/১৮২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩২১৬
বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল
ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল):
বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল করা হয়েছে।
গত ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখা থেকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রেরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে স্বাক্ষর করেন বহিরাগমন-৪ শাখার উপসচিব নীলিমা আফরোজ।
চিঠিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
#
ফয়সল/মাহমুদুল/রানা/সঞ্জীব/আব্বাস/২০২৫/১৮২৯ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩২১৫
পেশাদারিত্ব, মেধা ও সততা দিয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে
---ভূমি উপদেষ্টা
ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল):
ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে খাপখাওয়ানো এবং নিজেকে দক্ষ ও যোগ্য করে তোলার লক্ষ্যেই প্রশিক্ষণ। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান পেশাদারিত্ব, মেধা ও সততা দিয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে।
আজ রাজধানীর ভূমি ভবনের সেমিনার কক্ষে ১৩৯তম সার্ভে ও সেটেলম্যান্ট প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান, ২০২৪-২০২৫ এ উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো: সাইদুর রহমান।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ভুমি উপদেষ্টা বলেন, সার্ভে ও সেটেলম্যান্ট প্রশিক্ষণ হতে অর্জিত জ্ঞান চর্চা করতে হবে। এছাড়া এই প্রশিক্ষণে আরো কিছু ক্যাডার যুক্ত করা প্রয়োজন। এবং চাকরির শুরুতে এই প্রশিক্ষণ দেওয়া হলে কর্মক্ষেত্রে অধিক কল্যাণকর সেবা নিশ্চিত করতে পারবে নবীন কর্মকর্তাগণ। জনবান্ধব ভূমিসেবা দিতে ভূমি খাতে অবশ্যই সুশাসন নিশ্চিত করতে হবে।
ভূমি উপদেষ্টা বলেন, যুগে যুগে মানব সভ্যতা ও জ্ঞান-বিজ্ঞানের বিবর্তনের সাথে সাথে ভূমি ব্যবহারেও এসেছে নানা বৈচিত্র্য। ফলে সময়ে সময়ে এর রক্ষণাবেক্ষণ পদ্ধতির ক্ষেত্রেও পরিবর্তন ও সংস্কার সাধিত হচ্ছে। আধুনিক বিশ্বে ভূমি, ভূমির ব্যবহার ও ভূমি ব্যবস্থাপনার সাথে জাতীয় উন্নয়ন পরিকল্পনার প্রায় প্রতিটি বিষয় এমন ওতপ্রোতভাবে সম্পৃক্ত যে এর একটি থেকে আর একটি আলাদা করা কঠিন।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে পরস্পরের সাথে বন্ধুত্বের বন্ধন দৃঢ় হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে মানুষের কল্যাণ ও রাষ্ট্রের কল্যাণে কাজে লাগাতে হবে। এছাড়া ভূমি আইন যারা করেছেন এবং যারা বাস্তবায়ন করবেন তাদের মনে রাখতে হবে মানুষের অধিকার যেন ক্ষুণ্ন না হয়।
আলী ইমাম মজুমদার ১৩৯তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। এ সময় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, চেয়ারম্যান (সচিব) ভূমি সংস্কার বোর্ড, এএসএম সালাউদ্দিন নাগরী, চেয়ারম্যান (সচিব) ভূমি আপীল বোর্ড, মোহাম্মদ ইবরাহিম-সহ মন্ত্রণালয় এবং অন্যান্য দপ্তর সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য , প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। এই প্রশিক্ষণে প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, জুডিশিয়ারি ক্যাডার ও বন ক্যাডারের মোট ৬৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এর মধ্যে নারী কর্মকর্তা ছিলেন ২২ জন।
#
গিয়াস/মাহমুদুল/রানা/সঞ্জীব/আব্বাস/২০২৫/১৭৫৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩২১৪
সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে গণফোরাম এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল):
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে মতামত জমা দিয়েছে গণফোরাম। আজ ঢাকায় সংসদ ভবনস্থ জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে নিজেদের প্রস্তাবনা জমা দেয় দলটির সাধারণ সম্পাদক ডা. মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল। পরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষে সংস্কার প্রস্তাবনা জমা দেয় দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পূর্বে সংবিধান বিষয়ক প্রস্তাবনা জমা দেয়, অবশিষ্ট ৪টি বিষয়ে আজ তাদের মতামত কমিশনে পেশ করেছে।
এ সময় কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন।
সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে এই কমিশনের কার্যক্রম শুরু হয়।
উল্লেখ্য, প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ স