Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ সেপ্টেম্বর ২০১৬

তথ্যবিবরণী ২৬ সেপ্টেম্বর ২০১৬

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩০০৬

বাজার তদারকি  
৬৭ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৭১ হাজার টাকা জরিমানা

ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর):
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় গতকাল ঢাকা মহানগর, চট্টগ্রাম, মানিকগঞ্জ, শেরপুর, লক্ষ¥ীপুর, কুষ্টিয়া, রংপুর, যশোর, খুলনা, রাজশাহী, নওগাঁ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, সিলেট, পাবনা, ঝালকাঠি, নেত্রকোনা, মৌলভীবাজার, বগুড়া, বরিশাল, পটুয়াখালী ও নরসিংদীতে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৬৭টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর তেজগাঁও এলাকায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে জাকিয়া মেডিসিন ফার্মাকে ২৫ হাজার টাকা ও ইলা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর তেজগাঁও এলাকায় সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্যের অপরাধে চরপধংংড় জবংঃধঁৎধহঃ কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
    অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, ওজনে কারচুপি, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, ওজনে কারচুপি, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপির অপরাধে চট্টগ্রাম মহানগরের কোতয়ালী থানা এলাকায় ৩টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা, চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানা এলাকায় ৩টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা, শেরপুর সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা, লক্ষ¥ীপুর সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, রংপুরের মিঠাপুকুর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা, যশোর সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, খুলনার বিভিন্ন এলাকায় ৪টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, রাজশাহীর পবা উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫শ’ টাকা, নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৫শ’ টাকা, টাঙ্গালের নাগরপুর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা, গোপালগঞ্জ সদর উপজেলয়   হাজার টাকা, সিলেট সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৫শ’ টাকা, সিলেটের শাহপরান থানা এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা, পাবনার সাথিয়া উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫শ’ টাকা। ঝালকাঠি সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৫  হাজার টাকা, নেত্রকোনা সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা, রংপুর সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা, মৌলভীবাজার সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা, বগুড়া সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানা এলাকায় ৪টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ’ টাকা, বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানা এলাকায় ১টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা, পটুয়াখালীর বাউফল উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ২শ’ টাকা ও নরসিংদী সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার  টাকা জরিমানা করা হয়।
#

আফরোজা/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩০০৫

মিরপুরে আরো ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করবে সরকার

ঢাকা, ১১ই আশ্বিন (২৬শে সেপ্টেম্বর) :
    সরকার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে মিরপুর এলাকায় আরো প্রায় ১০ হাজার আবাসিক ফ্ল্যাট নির্মাণ করবে। এ লক্ষ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নতুন প্রকল্প নিতে যাচ্ছে। কর্তৃপক্ষের নিজস্ব জমিতে নির্মিত এসব ফ্ল্যাট স্বল্প ও মধ্যআয়ের লোকদের মধ্যে বিক্রি করা হবে। এরমধ্যে মিরপুর ১১ নম্বর সেকশনে বাউনিয়া বাঁধের পাশে ৯২ একর জমির ওপর আট হাজার আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। ৮০০ বর্গফুট থেকে ১,৫০০ বর্গফুট আয়তনের এসব ফ্ল্যাট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে নির্মাণ করা হবে।
    এছাড়া মিরপুর তিন নম্বর সেকশনে এক একর জমির ওপর বহুতলবিশিষ্ট আবাসিক কাম বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে। নির্মিত এ ভবনের চারতলা পর্যন্ত হবে বাণিজ্যিক এবং উপরে ১৫০টি আবাসিক ফ্ল্যাট থাকবে। এখানে বর্তমানে বসবাসকারীগণ অগ্রাধিকারভিত্তিতে আবাসিক ফ্ল্যাটের বরাদ্দ পাবেন।
    আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মিরপুর এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নতুন প্রকল্প এলাকা পরিদর্শনকালে এ তথ্য জানান। এ সময়ে মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান খন্দকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    এ সময় আরো জানানো হয়, মিরপুর ৯ নম্বর সেকশনে সরকারি কর্মকর্তাদের জন্য আবাসিক ফ্ল্যাট, একই সেকশনে স্বল্প ও মধ্যআয়ের জনগোষ্ঠীর জন্য স্বপ্ননগর দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে ১,৫৬০টি আবাসিক ফ্ল্যাট ও স্বপ্ননগর তৃতীয় পর্যায়ের প্রকল্পে ৬২৪টি আবাসিক ফ্ল্যাট, মিরপুর এক নম্বর সেকশনে একটি বহুতলবিশিষ্ট আবাসিক কাম বাণিজ্যিক ভবন, কল্যাণপুরে ১৬২টি আবাসিক ফ্ল্যাট ও বহুতলবিশিষ্ট বাণিজ্যিক ভবন এবং টেকনিক্যালে বহুতলবিশিষ্ট বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে।      
    এর আগে মন্ত্রী মিরপুর ৯ নম্বর সেকশনে নির্মাণাধীন স্বপ্ননগর আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এখানে ১০টি বহুতল ভবনে ৮৭৮ বর্গফুট, ১,৩৩৮ বর্গফুট ও ১,৫৪৫ বর্গফুট আয়তনের মোট ১,০৪০টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। ১০টি ভবনের সবগুলোর বেসমেন্টের কাজ শেষ হয়েছে এবং কোন কোন ভবনের দোতলার ছাদ ঢালাইয়ের কাজ চলেছে। কাজের অগ্রগতি দেখে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।
    উল্লেখ্য, মিরপুর ৯ নম্বর সেকশনে জয়নগর প্রকল্পে সরকারি কর্মকর্তাদের জন্য পাঁচটি ভবনে ৫২০টি ফ্ল্যাট এবং ২১শে আগস্টে গ্রেনেড হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০০টি ফ্ল্যাট নির্মাণের কাজও চলছে।
#

কিবরিয়া/আফরাজ/জসীম/আব্বাস/২০১৬/১৯১৭ ঘণ্ট

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩০০৪

তথ্য অধিকার দিবস উপলক্ষে আগামীকাল তথ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন  

ঢাকা, ১১ই আশ্বিন (২৬শে সেপ্টেম্বর) :
    ২৮ সেপ্টেম্বর তথ্য অধিকার দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে দুপুর সাড়ে বারোটায় এ সংবাদ সম্মেলন হবে।
    তথ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তথ্য কমিশন আয়োজিত দিবসটির এ বছরের মূল অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুপুরে এ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধান তথ্য কমিশনার ড. মো. গোলাম রহমান, তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ ও তথ্য কমিশনারবৃন্দ বক্তব্য রাখবেন।
    তথ্য অধিকারের বিষয়টিকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে অনুষ্ঠানের শেষে একটি পটগানের পর্ব পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দিবসটির উদযাপন পরিষদ। আমন্ত্রিত সুধীজনদের অংশগ্রহণে গ্রন্থিত এ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করার প্রস্তুতি নিচ্ছে। ২৮ সেপ্টেম্বর সকাল এগারোটায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে শেষ হবে। তথ্যমন্ত্রী, প্রধান তথ্য কমিশনার, তথ্যসচিব, তথ্য কমিশনারবৃন্দসহ তথ্য অধিকার নিয়ে কর্মরত বেসরকারি সংস্থাগুলোর প্রতিনিধিরা র‌্যালিতে অংশ নেবেন।    
    সারাদেশের মানুষকে তথ্যের অধিকার বিষয়ে আরো সচেতন করতে এদিন ঢাকাসহ প্রতিটি জেলায় তথ্য অফিসের সহায়তায় র‌্যালি, সমাবেশ, তথ্য অধিকারভিত্তিক প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করছে জেলা প্রশাসন। এর পাশাপাশি দিবসটিকে কেন্দ্র করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী, প্রধান তথ্য কমিশনার ও তথ্য  সচিবের বাণী, তথ্য কমিশনারবৃন্দের নিবন্ধসমৃদ্ধ বিশেষ স্মরণিকা প্রকাশ ও তথ্য অধিকারকে উপজীব্য করে পোস্টার মুদ্রণ এবং গণমাধ্যমে প্রচারের উদ্যোগ নিয়েছে তথ্য কমিশন। তথ্য অধিদফতর এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর যথাক্রমে প্রচার ও মুদ্রণের কাজে সহায়তা করছে।
    গত ৪ সেপ্টেম্বর তথ্য মন্ত্রণালয়ে সচিব মরতুজা আহমদের সভাপতিত্বে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০১৬ উদযাপন প্রস্তুতিসভায় গঠিত ১৬টি উপ-কমিটি এ উপলক্ষে বিভিন্ন বিষয়ে কাজ করছে।
#

আকরাম/আফরাজ/মাহমুদ/জসীম/আব্বাস/২০১৬/১৯০৫ ঘণ্ট

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩০০৩

তিন কোটি গৃহে জ্বালানি সাশ্রয়ী উন্নত চুলা স্থাপনের উদ্যোগ

ঢাকা, ১১ই আশ্বিন (২৬শে সেপ্টেম্বর) :
    জাতিসংঘ ঘোষিত ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ এড়ধষ (ঝউএ) এর ৭ নং লক্ষ্যমাত্রার সাথে সঙ্গতি রেখে দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে ৩ কোটি গৃহে উন্নতমানের জ্বালানি সাশ্রয়ী রান্নার চুলা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর ফলে  মা ও শিশুর স্থাস্থ্য সংরক্ষণ, বায়ু দূষণ হ্রাস ও পরিবেশগত ধোঁয়ামুক্ত রান্নাঘর নিশ্চিত হবে।
    এ লক্ষ্যে সরকার  "ঈড়ঁহঃৎু অপঃরড়হ চষধহ (ঈঅচ) ভড়ৎ ঈষবধহ ঈড়ড়ড়শংঃৎড়াবং" প্রণয়ন করেছে। একশন প্লান অনুযায়ী বাংলাদেশের প্রতিটি গৃহে পরিবেশ ও স¦াস্থ্যসম্মত ওসঢ়ৎড়াবফ পষবধহ ঈড়ড়শ ঝঃৎড়াব (ওঈঝ) বিতরণ করার উদ্দেশ্যে উন্নত চুলা প্রস্তুতকারী, বিপণনকারী, বিক্রয়ে উদ্বুদ্ধকারী ও অর্থায়নকারী দেশি ও বিদেশি এনজিও, আমদানিকারক ও বিকল্প জ্বালানি প্রস্তুতকারী এবং উন্নত চুলা বিষয়ে গবেষক, কারিগরি উন্নয়নে মান নিশ্চিতকারী নিয়োজিত সংস্থাসমূহ এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহের প্রতিনিধি সমন্বয়ে ঐড়ঁংবযড়ষফ ঊহবৎমু চষধঃভড়ৎস (ঐঊচ) গঠিত হয়েছে।
    বিদ্যুৎ বিভাগের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (¯্রডো) বর্তমানে উন্নত চুলার ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।  এর মধ্যে জনসচেতনতা সৃষ্টি অন্যতম।  এ লক্ষ্যে ¯্রডো উন্নত চুলা ও এর উপকারিতা সম্পর্কিত নি¤œবর্ণিত এসএমএসটি বিটিআরসির মাধ্যমে দেশের সকল মোবাইল গ্রাহকের নিকট প্রেরণের উদ্যোগ নিয়েছে।
    ‘মায়েদের স¦াস্থ্য রক্ষায় উন্নতমানের মডার্ন চুলার জুড়ি নাই। এটি ধোঁয়াবিহীন ও জ¦ালানি সাশ্রয়ী -¯্রডো, বিদ্যুৎ বিভাগ।’
#

আফরাজ/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৬/১৮২৮ ঘণ্ট

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩০০২

শিক্ষামন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ১১ই আশ্বিন (২৬শে সেপ্টেম্বর):
    বাংলাদেশের শিক্ষাখাতের উন্নয়নে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে বর্তমানে পরিচালিত প্রকল্পভিত্তিক সহায়তার পরিবর্তে ২০১৮ সালের জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে- সমন্বিতভাবে সহায়তা প্রদানের ব্যবস্থা ‘সেক্টর-ওয়াইজ এপ্রোচ প্রোগ্রাম’-সোয়াপ (ঝবপঃড়ৎ-রিংব অঢ়ঢ়ৎড়ধপয চৎড়মৎধসসব-ঝডঅচ)।
    বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল আজ ঢাকায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে তাঁর মন্ত্রণালয়ের দপ্তরে সাক্ষাৎকালে নতুন পদ্ধতি ‘সোয়াপ’ এর জনবল কাঠামো, কার্যপদ্ধতি, খসড়া কর্মসূচি প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।
    বিশ্বব্যাংকের সফররত সিনিয়র ইকোনমিস্ট দিলিপ পারাজুলি (উরষরঢ় চধৎধলঁষর) দরিদ্র শিক্ষার্থী ঝরেপড়া রোধসহ শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা পদ্ধতি ও ব্যবস্থাপনা আধুনিকায়নে বাংলাদেশে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমানে পরিচালিত প্রকল্পভিত্তিক সহায়তা থেকে ‘সোয়াপ’ উওরণের অগ্রগতির বিষয়ে  মন্ত্রীর সাথে মতবিনিময় করেন। অন্যান্য দাতাসংস্থা ও উন্নয়ন সহযোগী দেশ ‘সোয়াপ’-এ যোগ দেবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়। বিশ্বব্যাংকের অপারেশনস এনালিস্ট টি এম আসাদুজ্জামান প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন।
    মন্ত্রী বাংলাদেশে শিক্ষাখাতে অব্যাহত সহায়তা প্রদানের জন্য দাতাসংস্থা ও উন্নয়ন সহযোগী দেশসমূহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব এ এস মাহমুদ এবং সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড একসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ)-এর প্রকল্প পরিচালক ড. মো. মাহমুদুল হক এসময় উপস্থিত ছিলেন।
#

সাইফুল্লাহ/আফরাজ/জসীম/রেজাউল/২০১৬/১৭২৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩০০১

বাণিজ্যমন্ত্রীর সাথে হাইতির ব্যবসায়ী প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর):
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ২০০৪ সাল থেকে বাংলাদেশের সেনাবাহিনী দক্ষতা ও সুনামের সাথে কাজ করছে। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। বেশ কিছু বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীগণ বাংলাদেশের এ সকল স্পেশাল ইকনোমিক জোনে বিনিযোগ করছেন।
    আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ এবং হাইতির ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্কস অথরিটির মহাপরিচালক কধৎষ ঋৎবফবৎরপ গধৎরব চযরষরঢ়ঢ়ব উবনৎধংংব -এর নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।
    মন্ত্রী বলেন, বাংলাদেশের হামিম গ্রুপ হাইতিতে তৈরিপোশাক খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। হাইতি মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত তৈরিপোশাক রপ্তানি করতে পারে। এ জন্য বাংলাদেশের বেসরকারি খাতের বিনিয়োগ লাভজনক হবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ গত বছর হাইতিতে ১ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের তামাক ও তামাকজাত পণ্য, প্লাস্টিক, বৈদ্যুতিক সামগ্রীসহ বিভিন্ন পণ্য রপ্তানি করেছে।  তিনি বলেন, সফররত হাইতির ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশের সার্বিক উন্ননে মুগ্ধ। তারা হাইতির শান্তি রক্ষায় বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা ও দক্ষতার প্রশংসা করেন।
    প্রতিনিধি দলের প্রধান বলেন,  বিনিয়োগের জন্য হাইতিতে জমি, বিদ্যুৎ, দক্ষ শ্রমিকসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে। হাইতি সরকার বিদেশি বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দিচ্ছে। বাংলাদেশ তৈরিপোশাক খাতে ব্যাপক উন্নতি করেছে। এ সেক্টরে বাংলাদেশের অভিজ্ঞতা অনেক। বাংলাদেশের ব্যবসায়ীরা হাইতিতে তৈরিপোশাক খাতে বিনিয়োগ করলে উভয় দেশ উপকৃত হবে।
    এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, হাইতির ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্কস অথরিটির কনসালট্যান্ট জোসেফ পিয়েরি লিওনেল ডিলেটর (ঔড়ংবঢ়য চরবৎৎব খরড়হবষ উষধঃড়ঁৎ), হাইতি এসোসিয়েশন অভ্ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট জর্জ বাড়াউ সাসিন (এবড়ৎমবং ইধৎধঁ ঝধংংরহব), হামিম গ্রুপের কনসালট্যান্ট এস জেড এম শরিফুল ইসলাম এবং নির্বাহী পরিচালক মোফাখখেরুল ইসলাম উপস্থিত ছিলেন।
#

বকসী/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭৪৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩০০০

৩৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট ৩০ সেপ্টেম্বর

ঢাকা, ১১ই আশ্বিন (২৬শে সেপ্টেম্বর) :
    আগামী ৩০শে সেপ্টেম্বর ৩৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে। পরিক্ষার্থীদের পরীক্ষা হলে মোবাইল ফোন, সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর, ব্যাগ, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি এবং নিষিদ্ধ সামগ্রী নিয়ে প্রবেশ করতে নিষেধ করেছে বাংলাদেশ কর্ম কমিশন। সময় জানার জন্য পরীক্ষা কক্ষে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
    পরীক্ষা হলে কোনো প্রার্থীর নিকট উল্লিখিত যে কোনো দ্রব্য সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে। বিসিএস পরীক্ষা বিধিমালা ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিলসহ ভবিষ্যতে কমিশন কর্তৃক গৃহীতব্য সকল নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে বলে কমিশন জানিয়েছে।

#
নেছার/মোবাস্বেরা/সাহেলা/রেজ্জাকুল/রফিকুল/শামীম/২০১৬/১৬০২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৯৯৯

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের অনুষ্ঠান বেতারে সরাসরি সম্প্রচার

ঢাকা, ১১ই আশ্বিন (২৬শে সেপ্টেম্বর) :

    আগামী ২৮শে সেপ্টেম্বর বুধবার বেলা ২.৩০ মিনিটে ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০১৬ উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
    অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা বিটিসিএল লাইনের মাধ্যমে ঢাকা-ক, ৬৯৩ কিলোহার্জ, এফ. এম ১০৩.২ মেগাহার্জ এবং ওয়েব সাইট িি.িনবঃধৎ.মড়া.নফ এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে।    
#

সালাহউদ্দিন/মোবাস্বেরা/সাহেলা/রেজ্জাকুল/শামীম/২০১৬/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৯৯৮

অস্ট্রেলিয়ার উদ্দেশে নৌপরিবহণ মন্ত্রীর ঢাকা ত্যাগ

ঢাকা, ১১ই আশ্বিন (২৬শে সেপ্টেম্বর) :
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান সিডনী বন্দর পরিদর্শনের জন্য গতকাল অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন-মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল রিয়াজউদ্দিন আহমেদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল, নৌপরিবহণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এম এম তারিকুল ইসলাম এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।
সিডনী বন্দর পরিদর্শনের ফলে চট্টগ্রাম এবং মংলা বন্দরের সাথে বিশ্বের উন্নত বন্দরসমূহের সম্পর্ক স্থাপন এবং অভিজ্ঞতা বিনিময় করা সম্ভব হবে।
মন্ত্রী পহেলা অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।  
#

জাহাঙ্গীর/মোবাস্বেরা/সাহেলা/আলী/রফিকুল/কামাল/২০১৬/১৫১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৯৯৭
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর) :

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
    “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব পর্যটন দিবস ২০১৬’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ঞড়ঁৎরংস ভড়ৎ ধষষ; চৎড়সড়ঃরহম টহরাবৎংধষ অপপবংংরনরষরঃু’ অর্থাৎ ‘সকলের জন্য পর্যটন: সার্বজনীন পর্যটনের অভিগম্যতা’ যা পর্যটন কর্মকা-ে সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণকে উৎসাহিত করবে বলে আমার বিশ্বাস।
    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে ১৯৭২ সালে পর্যটন কর্পোরেশন গঠন করেন। জাতির পিতা উপলব্ধি করেছিলেন বাংলাদেশ পর্যটনের ক্ষেত্রে সম্ভাবনাময় একটি দেশ।
    আওয়ামী লীগ সরকার পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে বিভিন্নমুখী কার্যক্রম গ্রহণ করেছে। দেশের পর্যটনকে দেশি-বিদেশি নারী, পুরুষ, বয়স্ক, যুবা, শারীরিকভাবে অক্ষম ও আর্থিকভাবে অপেক্ষাকৃত অসচ্ছল অর্থাৎ সকল শ্রেণির মানুষের নিকট তুলে ধরতে সরকার সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণ করেছে। স্বল্প খরচে ভ্রমণ, আবাসন ও বিনোদনসহ বিভিন্ন পর্যটন সুবিধাদি সাধারণ মানুষের সাধ্যের মধ্যে পৌঁছে দিতে সরকার অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।      
    পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জনসহ অর্থনৈতিক উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশি ও বিদেশি পর্যটকদের সামনে আমরা স্থানীয় সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য তুলে ধরতে পারি। বাংলাদেশকে বিশ্বের দরবারে আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে সরকার ২০১৬ সালকে ‘পর্যটন বর্ষ’ ঘোষণা করেছে।  
    আমি দেশি-বিদেশি সকল শ্রেণির মানুষকে স্বল্প খরচে বাংলাদেশ ভ্রমণে এবং অন্যান্য পর্যটন সুবিধাদি প্রদানে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
    আমি আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম হব।
    আমি বিশ্ব পর্যটন দিবস ২০১৬ এর সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।        
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু                                                                           
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
রশিদ/মোবাস্বেরা/সাহেলা/রফিকুল/আসমা/২০১৬/১২০০ ঘণ্টা    

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৯৯৬
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ১১ই আশ্বিন (২৬শে সেপ্টেম্বর) :
    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২৭শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন:
    “বিশ্ব পর্যটন সংস্থা ঘোষিত ‘বিশ্ব পর্যটন দিবস-২০১৬’ বাংলাদেশে আড়ম্বরপূর্ণভাবে পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
    বর্তমান প্রেক্ষাপটে এ বছরের প্রতিপাদ্য 'ঞড়ঁৎরংস ভড়ৎ অষষ; চৎড়সড়ঃরহম টহরাবৎংধষ অপপবংংরনরষরঃু' অর্থাৎ ‘সকলের জন্য পর্যটন: সার্বজনীন পর্যটনের অভিগম্যতা’ অত্যন্ত যথার্থ হয়েছে বলে আমি মনে করি। এবারের প্রতিপাদ্যে পর্যটন কর্মকা-ে নারী, পুরুষ, বয়স্ক, যুবা, শিশু, সচ্ছল, অসচ্ছল, প্রতিবন্ধী সকল শ্রেণির মানুষের অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পর্যটনের মাধ্যমে মানুষে মানুষে সম্প্রীতির মেলবন্ধন রচিত হয়। সাংস্কৃতিক কর্মকা- বিকশিত হয়। ভ্রমণের মাধ্যমে মানুষ একে অপরকে জানতে চেষ্টা করে। পৃথিবীর রং, রূপ,সৌন্দর্য উপভোগ করে।
    পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের অফুরন্ত পর্যটন আকর্ষণ সমূহকে দেশি-বিদেশি পর্যটকদের নিকট তুলে ধরার প্রয়াসে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। পর্যটন সেবা সর্বসাধারণের নিকট স্বল্পমূল্যে পৌঁছে দিতে ভ্রমণ ও আবাসন ব্যয়সহ অন্যান্য ব্যয় হ্রাসের ব্যবস্থা নিতে হবে। অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করতে হবে। সচ্ছল, অসচ্ছল, বয়স্ক, শিশু ও প্রতিবন্ধী সকলের ভ্রমণ সহজসাধ্য করতে হবে। তরুণ ও যুবাদের জন্য স্বল্প খরচে বিভিন্ন অ্যাডভেঞ্চারধর্মী সেবা ও নিরাপদ ভ্রমণের ব্যবস্থা নিতে হবে।
    সকলের জন্য পর্যটন বাস্তাবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে পর্যটন শিল্পে সকলের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হবে বলে আমি মনে করি। এই কর্মকা-ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পর্যটন পিয়াসু সকলকে আহ্বান জানাচ্ছি।
    ‘বিশ্ব পর্যটন দিবস-২০১৬’ সফল হউক।    
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
হাসান/মোবাস্বেরা/সাহেলা/রেজ্জাকুল/রফিকুল/শামীম/২০১৬/১১৫২ ঘণ্টা

Todays handout (7).docx