বেসরকারি নম্বর : ৫
জাতীয় পার্টি উন্নয়ন, উৎপাদন ও সমৃদ্ধির রাজনীতিতে বিশ্বাসী
-- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
রংপুর, ১২ মাঘ (২৫ জানুয়ারি) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, জাতীয় পার্টি উন্নয়ন, উৎপাদন ও সমৃদ্ধির রাজনীতিতে বিশ্বাসী। এ সংগঠনের জনকল্যাণমুখী নীতি ও আদর্শের উপর আস্থা রেখে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীগণ দলে দলে যোগদান করছেন।
জনাব রাঙ্গাঁ আজ রংপুর জেলার গংগাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের বিভিন্ন দলের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় স্থানীয় জাতীয় পার্টির নেতা মোঃ সামসুল আলম ও মোঃ মতিয়ার রহমানসহ অন্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পার্টি ক্ষমতার ভেতরে বা বাইরে থেকে দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা রেখে আসছে। তিনি বলেন, আগামী দিনে জাতীয় পার্টি দেশ ও জনগণের স্বার্থে নতুন নতুন কর্মসূচি গ্রহণ করবে। তিনি যোগদানকৃত বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে স্বাগত জানিয়ে বলেন- ত্যাগ, সততা ও নিষ্ঠার সাথে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে।
#
আহসান/সেলিমুজ্জামান/২০১৮/২১০০ ঘণ্টা