তথ্যবিবরণী নম্বর : ১৪৪৫
ইসলামাবাদে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন
ইসলামাবাদ, (৪ এপ্রিল):
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫১তম বর্ষপূর্তি উদ্যাপিত হয়েছে।
এ বছর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস তিন পর্বে উদ্যাপন করা হয়েছে। প্রথম পর্ব ২৬ মার্চ, দ্বিতীয় পর্ব ২৮ মার্চ ইসলামাবাদে হোটেল মেরিয়টে সংবর্ধনা ও তৃতীয় পর্বে ৩১ মার্র্চ লাহোরে হোটেল পার্ল কন্টিনেন্টালে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে, ২৬ মার্চ দূতালয় প্রাঙ্গণে হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার মোঃ রুহুল আলম সিদ্দিকী। এ সময় সমবেতকণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। বাণী পাঠ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে জাতির পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ এবং জাতির সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
উদ্যাপনের দ্বিতীয় পর্বে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ রুহুল আলম সিদ্দিকী ও তাঁর সহধর্মিণী শামসাদ আরা খানম ২৮ মার্চ স্থানীয় অভিজাত হোটেল মেরিয়টে এক সংবর্ধনার আয়োজন করেন। সংবর্ধনায় প্রায় তিন শতাধিক অতিথির মধ্যে পাকিস্তান জাতীয় খাদ্য নিরাপত্তা ও গবেষণা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মন্ত্রী সৈয়দ ফখর ইমামসহ সিনেটর, জাতীয় সংসদের সদস্য, প্রাদেশিক পরিষদের স্পিকার, প্রাদেশিক এসেম্বলির সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া পাকিস্তান সরকারের বেসামরিক ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্ব, প্রবাসী বাংলাদেশি, ছাত্র, এবং প্রশিক্ষণরত সামরিক কর্মকর্তা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে পার্ল কন্টিনেন্টাল হোটেলে আরো একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় দুইশতাধিক অতিথির মধ্যে প্রদেশিক সরকারের মন্ত্রী, সংসদ সদস্যসহ উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, বেসামরিক ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার, অনারির কনস্যুলেট জেনারেল, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্ব, প্রবাসী বাংলাদেশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ দু’টি সংবর্ধনা অনুষ্ঠান স্থলে বাংলাদেশের মহান স্বাধীনতার গৌরব উজ্জ্বল ইতিহাস ও উন্নয়নের পথে অগ্রযাত্রা তুলে ধরে যথাক্রমে ‘বঙ্গবন্ধু কর্নার’ ও ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্নার’ স্থাপন করা হয়। আগত অতিথিবর্গ এ কর্নারে স্থাপিত ব্যানার, স্ট্যান্ডিজ, সায়য়িকী, বই ও প্রকাশনা ইত্যাদি অত্যন্ত অগ্রহসহকারে দেখেন।
হাইকমিশনার মোঃ রুহুল আলম সিদ্দিকী তাঁর স্বাগত বক্তব্যে ১৯৭১ সালের ২৬ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে শহিদদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী ও বিধ্বংসী যুদ্ধের পর বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মাথাপিছু আয় ছিল মাত্র ৯৪ মার্কিন ডলার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় শূন্য। দারিদ্র্যের হার ছিল ৮২%, গড় আয়ু ৪৭.১৪। যুদ্ধের কারণে সরকারি সম্পদ, কৃষি, বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হয়েছিল ব্যাপক। সে হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু হয় ঋণাত্বক অবস্থান থেকে।
হাইকমিশনার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বিগত ৫০ বছরে বিশেষ করে স্বাধীনতা পরবর্তী সাড়ে তিন বছর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা বিশেষভাবে তুলে ধরেন।
#
জামিল/পাশা/রফিকুল/জয়নুল/২০২২/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৪৪
বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
ওয়াশিংটন, ৪ এপ্রিল :
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্যাপন উপলক্ষ্যে রবিবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় যুক্তরাষ্ট্র সফররত প্রতিনিধিদলের সদস্যগণ এবং দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পররাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিদলের সদস্য ও দূতাবাস কর্মকর্তাদের সাথে দু’দেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদ্যাপন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে অনুষ্ঠিতব্য বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের সঙ্গে ড. মোমেনের দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিবেন। যুক্তরাষ্ট্র সফরকালে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউএসএআইডি-এর অ্যাডমিনিস্ট্রেটর, যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর ও কংগ্রেসম্যান এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকের কথা রয়েছে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক কয়েকটি সেমিনারেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ৭ এপ্রিল ফ্লোরিডার মায়ামিতে স্থাপিত বাংলাদেশ কন্সুলেট জেনারেলের চ্যান্সারি ভবন উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী।
মোহসিন/পাশা/রফিকুল/আব্বাস/২০২২/১৮০৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৪৩
টাস্কফোর্স কমিটির সভায় বাণিজ্যমন্ত্রী
ভোজ্য তেলের ওপর ট্যাক্স ও ভ্যাট প্রত্যহারের সুবিধা ভোক্তা পাচ্ছে
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল):
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। ভোজ্য তেলের ওপর থেকে ট্যাক্স ও ভ্যাট প্রত্যাহারের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে। ভোজ্য তেলের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে তদারকি জোরদার করা হয়েছে। তিনি বলেন, মূল্য স্বাভাবিক রাখতে পণ্যের সরবরাহ আরো বৃদ্ধির চেষ্টা চালানো হচ্ছে। দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুত রয়েছে। অন্যান্য পণ্যের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই।
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির প্রথম সভায় প্রধান অতিথি হিসেবে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের নিম্ন আয়ের এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রদান করা হচ্ছে। পণ্য আমদানি ও সরবরাহে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমদানি পণ্যের দ্রুত খালাস ও শুলকায়ন, দ্রুত পরিবহণ করার ব্যবস্থা করা হয়েছে। পণ্যের আমদানি, পাইকারি বা ডিলার পর্যায়ে যাতে কোনো ধরনের সমস্যা না সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড এন্ড টেরিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) মোঃ আফজাল হোসেন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মোঃ মফিজুল ইসলাম, টিসিবি’র চেয়ারম্যান ব্রি জে মোঃ আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান, এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী, টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
বকসী/পাশা/রফিকুল/জয়নুল/২০২২/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৪২
ঈদুল ফিতর উপলক্ষ্যে এক লাখ ৩৩০ মেট্রিক টন চাল বরাদ্দ
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল):
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে খাদ্যশস্য সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা এবং পৌরসভাওয়ারি বিতরণের জন্য সরকার এক লাখ তিনশ’ ত্রিশ দশমিক পাঁচ চার শূন্য মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে । দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে আজ এ বরাদ্দ প্রদান করা হয় ।
ভিজিএফ কর্মসূচির আওতায় সারা দেশের ৬৪ টি জেলার ৪৯২ টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩ টি এবং ৩২৯ টি পৌরসভার জন্য ১২ লাখ ৫৩ হাজার ৮৫১টিসহ সর্বমোট ১ কোটি ৩৩ লাখ ৫৪০ টি ভিজিএফ কার্ডের বিপরীতে কার্ডপ্রতি ১০ কেজি হারে চাল প্রদানের লক্ষ্যে এ বরাদ্দ প্রদান করা হয় ।
ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ ,অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে । তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে ।
একই সাথে ভিজিএফ চাল আগামী ২৮ এপ্রিলের মধ্যে বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসকগণকে নির্দেশনা প্রদান করা হয়েছে ।
#
সেলিম/পাশা/রফিকুল/জয়নুল/২০২২/১৭৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৪০
জাটকা সংরক্ষণের মাধ্যমে অতিরিক্ত ৬ লাখ মেট্রিক টন ইলিশ আহরণ সম্ভব
-- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল):
জাটকা যথাযথভাবে সংরক্ষণ করতে পারলে অতিরিক্ত ৬ লাখ মেট্রিক টন ইলিশ আহরণ সম্ভব বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২২’ উপলক্ষ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত ‘ইলিশ সম্পদ উন্নয়নে সহনশীল আহরণ ও জাটকা সংরক্ষণ ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালায় বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ইলিশ আন্তর্জাতিক পরিসরে জিআই সনদপ্রাপ্ত অত্যন্ত সুস্বাদু মাছ। বিশ্বের সর্বোচ্চ ইলিশ উৎপাদনকারী দেশ বাংলাদেশ। শুধু জাটকা সংরক্ষণ করা হলে আরো ৬ লাখ মেট্রিক টন ইলিশ আহরণের সুযোগ হবে। এ জন্য জাটকা রক্ষায় সবাইকে যত্নশীল হতে হবে। তনিি বলেন, দেশের প্রায় ৬ লাখ লোক ইলিশ আহরণ সরাসরি সম্পৃক্ত। প্রায় ২০-২৫ লাখ মৎস্যজীবী ও তাদের পরিবার-পরিজনের জীবন-জীবিকা ইলিশ আহরণ ও বিপণনের ওপর নির্ভরশীল। দেশের ইলিশ সম্পদ রক্ষায় জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের জন্য ভিজিএফ খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের জন্য যতপ্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হয় সরকার সেটা করছে।
শ ম রেজাউল করিম আরো যোগ করেন, মৎস্যসম্পদের উন্নয়নে সরকার নতুন নতুন আইন প্রণয়ন করেছে। ইলিশ সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং ইলিশ গবেষণার বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জাটকা সংরক্ষণ ও ব্যবস্থাপনা, ইলিশের সহনীয় আহরণসহ অপরাপর কার্যক্রমের মাধ্যমে আগামীতে ইলিশের উৎপাদন আরো বৃদ্ধি করা হবে।
বিএআরআই’র মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক। প্রবন্ধের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নিয়ামুল নাসের ও মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোহা. আতাউর রহমান খাঁন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ হেমায়েত হুসেনসহ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর ও বিএফআরআই’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
#
ইফতেখার/পাশা/রফিকুল/জয়নুল/২০২২/১৭১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৩৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ স্বপ্ন নয়, বাস্তবতা
-- আবুল হাসানাত আব্দুল্লাহ্
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল):
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিকরূপ ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নয়, বাস্তবতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা ও দূরদর্শী নেতৃত্বে যুবলীগের নেতা-কর্মীদের ডিজিটাল বাংলাদেশের এক একজন সদস্য হিসেবে তথ্যপ্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
আবুল হাসানাত আবদুল্লাহ্ আজ বরিশাল জেলার আগৈলঝাড়ার সেরালে উপজেলা যুবলীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে যুব সমাজকে ব্যাপকভাবে সম্পৃক্ত করেন। এ মহান নেতা দক্ষ, মেধাবী ও বিশ্ব চ্যালেঞ্জ উপযোগী যুব সমাজ গঠনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন। তাঁরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জাতির প্রশিক্ষিত ও তথ্যপ্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ যুব সমাজ উপহার দিতে প্রতিটি বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছে।
আবুল হাসানাত আবদুল্লাহ্ যুবলীগের নেতা-কর্মীদেরকে উন্নত বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে জ্ঞান অর্জনের পরামর্শ দেন। তিনি তাদেরকে বরিশালের দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে সদা নিয়োজিত থাকার আহ্বান জানান।
#
আহসান/পাশা/রফিকুল/জয়নুল/২০২২/১৬২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৩৮
ঈদ ও বর্ষাকে সামনে রেখে ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়ক দ্রুত
মেরামতের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল) :
ঈদ ও বর্ষাকে সামনে রেখে সারা বাংলাদেশে ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত মেরামত করে যান চলাচল সচল রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মন্ত্রী আজ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ নির্দেশ দেন।
এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প এলাকায় যান চলাচলে যেন কোনো প্রকার ভোগান্তি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন মন্ত্রী।
এ সময় তিনি চলমান প্রকল্পসমূহের কাজ দ্রুত এগিয়ে নিতে মনিটরিং ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, ঢাকা মাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি) এর চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
ওয়ালিদ/পাশা/রফিকুল/রেজাউল/২০২২/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৩৭
কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চিঠি
আঞ্চলিক নিরাপত্তা ও রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল) :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের এ বছরকে দু’দেশের অংশীদারীত্বের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি জে ব্লিনকেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে সম্প্রতি প্রেরিত এক চিঠিতে ব্লিনকেন বলেন, সন্ত্রাস, মানবপাচার ও অবৈধ মাদক পাচারের ক্ষতির কবল থেকে আমাদের জনগণকে সুরক্ষা দেয়ার ক্ষেত্রে দুদেশের ঘনিষ্ঠ সহযোগিতা প্রশংসনীয়। শ্রম অধিকার, ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক সুশাসন, বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির মূল বিষয় উল্লেখ করে এগুলোর ওপর সংলাপের ধারাবাহিকতাকে ব্লিনকেন স্বাগত জানান।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, উন্নয়নে বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, আঞ্চলিক নিরাপত্তা, শান্তিরক্ষা কার্যক্রম ও মায়ানমারের রোহিঙ্গাদের স্থায়ী সমাধানের মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নিবিড় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি চিঠিতে উল্লেখ করেন। ব্লিনকেন বলেন, দু’দেশের অংশীদারিত্বের পঞ্চাশ বছর উদযাপন অর্থবহ করতে ছয় কোটি ডোজ কোভিড ভ্যাক্সিন সরবরাহ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আগামী ৫০ বছরে অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
#
মোহসিন/অনসূয়া/পরীক্ষিৎ/রেজ্জাকুল/আসমা/২০২২/১১০০ ঘণ্টা