তথ্যবিবরণী নম্বর : ১২২০
সিপিএ’র নির্বাহী কমিটির সভায় ড. শিরীন শারমিন চৌধুরী
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে একযোগে কাজ করার আহ্বান
কোটা কিনাবালু (মালয়েশিয়া) ২৮ এপ্রিল :
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সিপিএ’র কার্যক্রম আরো গতিশীল ও দৃশ্যমান করে সংস্থার উদ্দেশ্য বাস্তবে রূপ দিতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে।
স্পিকার আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে ঈড়সসড়হবিধষঃয চধৎষরধসবহঃধৎু অংংড়পরধঃরড়হ (ঈচঅ) এর গরফ-ণবধৎ ঊীবপঁঃরাব ঈড়সসরঃঃবব মিটিং এ বক্তৃতাকালে একথা বলেন।
স্পিকার বলেন, সিপিএ হচ্ছে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সমন্বয়ে এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে সিপিএভুক্ত দেশগুলোর সাধারণ বিষয়াবলিকে সামনে রেখে প্রত্যেকটি দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামীদিনে সিপিএভুক্ত দেশগুলো কিভাবে একে আরো গতিশীল করবে তার কর্মপরিকল্পনা সামনে রেখে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, ‘‘ণড়ঁহম ঈড়সসড়হবিধষঃয’’ এই থিমকে সামনে রেখে সিপিএ কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্ম উন্নয়নের সোপান - তরুণ সংসদ সদস্যদেরকে আগামীদিনে সকল বিষয়ে কাজ করার সুযোগ দিতে হবে। তরুণরাই শক্তির আধার। আগামীদিনে সিপিএভুক্ত দেশগুলোতে তরুণ সংসদ সদস্যদের নেতৃত্বকে আরো গতিশীল করতে হবে।
তিনি আরো বলেন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, জেন্ডার সমতা, দারিদ্র্যবিমোচন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, নিরাপদ পানি ও স্যানিটেশন, জ্বালানি সংকট, শান্তি ও নিরাপত্তা এবং নারীর রাজনৈতিক নেতৃত্ব বৃদ্ধির মাধ্যমে নারী-পুরুষের সমানাধিকার নিশ্চিতকরণ এবং তরুণ প্রজন্মকে উন্নয়নের সকল প্রক্রিয়ায় সম্পৃক্ত করে আগামীদিনের সকল উন্নয়নকে টেকসই রূপদান করতে হবে।
স্পিকার বলেন, নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধির মাধ্যমে নারীকে দক্ষ, অধিকার সচেতন এবং তৃণমূলপর্যায়ে নারীনেতৃত্বকে আরো এগিয়ে নেয়ার লক্ষ্যে সিপিএ কাজ করে যাচ্ছে। নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করে দক্ষতাবৃদ্ধির মাধ্যমে নারীর রাজনৈতিক নেতৃত্বকে আরো গতিশীল করতে হবে। তৃণমূলপর্যায় হতে সকলস্তরে নারীর রাজনৈতিক নেতৃত্বকে নিশ্চিত করে নারী-পুরুষের সমতা আনতে হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বর্তমান বিশ্বচ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় উন্নয়নকে টেকসই রূপদানে সংসদ সদস্যদের রয়েছে বিশাল ভূমিকা। সংসদ সদস্যরা নিজেদের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত রেখে কাজ করে গেলে ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ এড়ধষ (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) অর্জন অনেক সহজ হয়ে যাবে। সহ¯্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সংসদ সদস্যসহ সকলকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা, আইনের শাসনপ্রতিষ্ঠা, টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিতকরণে কমনওয়েলথভুক্ত দেশসমূহের পার্লামেন্টগুলোর একসাথে কাজ করার সুযোগ রয়েছে। কমনওয়েলথভুক্ত দেশসমূহের উন্নয়ন প্রক্রিয়াকে এগিয়ে নিতে কমনওয়েলথভুক্ত দেশসমূহের জনপ্রতিনিধিদের আরো কার্যকরী ভূমিকা পালন করতে হবে।
#
মঞ্জুর/সাইফুল্লাহ/মিজান/আলম/রফিকুল/জয়নুল/২০১৫/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২১৯
১শ’ টাকার প্রাইজবন্ডের ড্র বৃহস্পতিবার
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল) :
১শ’ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৭৯তম ড্র বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে।
প্রাইজবন্ডের প্রতিসিরিজে প্রতিড্রতে ছয়লাখ টাকার একটি, তিনলাখ পঁচিশ হাজার টাকার একটি, একলাখ টাকার ২টি, পঞ্চাশ হাজার টাকার ২টি এবং দশ হাজার টাকার ৪০টিসহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।
পয়লা মে জাতীয় দৈনিক পত্রিকায় ড্র’র ফলাফল প্রকাশিত হবে।
#
সাইফুল্লাহ/মিজান/রফিকুল/রেজাউল/২০১৫/১৭০৫ ঘণ্টা