Handout Number : 1850
Newly appointed Malaysian HC calls on Foreign Minister
Dhaka, June 02 :
The newly appointed High Commissioner of Malaysia to Bangladesh Nur Ashikin Binti Mohd Taib called on Foreign Minister Abul Hassan Mahmood Ali at the latterÕs office in Dhaka today.
Welcoming the new High Commissioner, the Foreign Minister mentioned that the relations between Bangladesh and Malaysia are very close and excellent understanding and close relations exist between the two Heads of Government. The person to person contact is also satisfactory, the Minister added. He said, Bangladesh and Malaysia has been cooperating in the international forum including UN, NAM and OIC.
The Foreign Minister noted that there exists bright prospect of enhancing bilateral trade between the two countries further. Regarding this, he particularly mentioned about fast growing pharmaceutical sector and hoped that export of pharmaceuticals to Malaysia will be increased significantly in near future.
The Foreign Minister expressed satisfaction over Malaysian investment in Bangladesh and specifically mentioned about the 1320 MW power plant to be established in Moheshkhali under Malaysian investment.
Referring to the Economic Zones being established by the Government and private sector, Foreign Minister invited Malaysian investment there.
Referring to a few isolated incidents of violent extremism, Mahmood Ali informed the High Commissioner that the situation is under control. Small off shoots conducted a few isolated attacks, but the police prevented many incidents to happen and successfully rounded up perpetrators. He also mentioned that the back-bone of the violent extremists have been broken, they are no longer capable of going for concerted attack.
He assured the High commissioner of all possible cooperation from the side of Ministry of Foreign Affairs.
Malaysian High Commission noted that Bangladesh is developing fast.
#
Khaleda/Mahmud/Mosharaf/Joynul /2016/1930 hours
তথ্যবিবরণী নম্বর : ১৮৪৯
সরকার নার্সদের প্রতি সহানুভূতিশীল
-- স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ২ জুন (১৯ জ্যৈষ্ঠ):
বেকার নার্সদের আন্দোলনের বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, সরকার নার্সদের প্রতি সহানুভূতিশীল। জ্যেষ্ঠতার ভিত্তিতে সরকারি চাকুরিতে নার্সদের নিয়োগের দাবি সরকার সব সময় সহানুভূতিশীলতার সাথে বিবেচনা করে।
স¦াস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের প্রতি আন্তরিকভাবে সংবেদনশীল ও সহানুভূতিশীল বলেই নার্সদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেছেন। পাশাপাশি তিনি দ্রুত ১০ হাজার নার্স নিয়োগেরও নির্দেশ দিয়েছেন। সরকার সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ৩ হাজার ৬শ’ নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আরো ৭ হাজার নার্স চলতি অর্থবছরে (২০১৫-২০১৬) নিয়োগের প্রক্রিয়া চলছে। আগামী অর্থবছরে (২০১৬-২০১৭) আরো ৩ হাজার নার্স নিয়োগ দেয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে গৃহীত হয়েছে।
সরকারি চাকুরি বিধি অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেই প্রথম ও দ্বিতীয় শ্রেণির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। কোনোভাবেই এর ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই। অন্য কোনোভাবে নিয়োগপ্রাপ্ত হলে তাদের চাকুরিতে স্থায়ীকরণে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
দেশের নার্স সংকট এবং বেকার নার্সদের অবস্থা বিবেচনা করে ৩ হাজার ৬শ’ নার্স নিয়োগ ত্বরান্বিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে পাবলিক সার্ভিস কমিশন ১০০০ নম্বরের লিখিত পরীক্ষার শর্ত শিথিল করে শুধু বহুনির্বাচনী প্রশ্ন ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সম্মতি প্রদান করেছে।
এমতাবস্থায় স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন, আগামীকাল নার্স নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পাবলিক সার্ভিস কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের সকল বেকার নার্সগণ সহযোগিতা করবেন।
#
পরীক্ষিৎ/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৪৮
‘ইনভেস্ট ত্রিপুরা’ বিনিয়োগ সম্মেলনে যোগ দিচ্ছেন শিল্পমন্ত্রী
ঢাকা, ২ জুন (১৯ জ্যৈষ্ঠ):
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ইনভেস্ট ত্রিপুরা (ওহাবংঃ ঞৎরঢ়ঁৎধ) শীর্ষক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে আগামীকাল সড়ক পথে ভারতের ত্রিপুরার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখানকার আগরতলায় ৪ জুন এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দ্য এসোসিটেড চেম্বার্স অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি অভ্ ইন্ডিয়া (অঝঝঙঈঐঅগ) এ সম্মেলন আয়োজন করেছে। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলের উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং, ত্রিপুরা রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী, ভারতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা অংশ নেবেন।
দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে ভারতের প্রতিবেশী দেশগুলোর দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করা হবে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেবেন।
শিল্পমন্ত্রী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্ব দেবেন। বিশেষ করে, তিনি এসব রাজ্যে বিদ্যমান প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে বাংলাদেশে যৌথ বিনিয়োগে শিল্পপণ্য উৎপাদন এবং তা ভারতে পুনরায় রপ্তানির প্রস্তাব তুলে ধরবেন। এছাড়া তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে কানেকটিভিটি জোরদার, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ ও প্রযুক্তি স্থানান্তরের লক্ষ্যে বাংলাদেশ সরকার গৃহীত সাম্প্রতিক উদ্যোগ সম্পর্কে আলোকপাত করবেন।
আগরতলায় আয়োজিত এ বিনিয়োগ সম্মেলন বাংলাদেশের সাথে ভারতের শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের অংশীদারিত্ব জোরদারে নতুন মাত্রা যোগ করবে। এর মাধ্যমে দু’দেশ ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিদ্যমান প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে শিল্পায়নের কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
সম্মেলনে যোগদান শেষে ৪ জুন বিকেলে শিল্পমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#
জলিল/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৪৭
ক্রীড়া সংগঠক আবদুস সালামের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর শোক
ঢাকা, ২ জুন (১৯ জ্যৈষ্ঠ) :
দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ ক্রীড়া সংগঠক আবদুস সালামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
পৃথক শোক বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী বলেন, আবদুস সালামের মৃত্যুতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। তাঁরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, আবদুস সালাম (৮০) গতরাতে দিনাজপুরে তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
#
শফিকুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৪৬
ঝচঈচউ প্রকল্পের আওতায়
‘বাল্যবিবাহ গঠিত সাবকমিটি’ এর ৫ম সভা অনুষ্ঠিত
ঢাকা, ২ জুন (১৯ জ্যৈষ্ঠ) :
ইউএনএফপিএ এর অর্থায়নে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন ঝঃৎবহমঃযবহরহম চধৎষরধসবহঃ’ং ঈধঢ়ধপরঃু রহ ওহঃবমৎধঃরহম চড়ঢ়ঁষধঃরড়হ ওংংঁবং রহঃড় উবাবষড়ঢ়সবহঃ (ঝচঈচউ) শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত ‘বাল্যবিবাহ গঠিত সাবকমিটি’ এর ৫ম সভা আজ জাতীয় সংসদে অনুষ্ঠিত হয়।
কমিটি বাল্যবিবাহ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির জন্য প্রকল্প থেকে এবং টঘঋচঅ-এর তৈরিকৃত সকল লিফলেটসহ চিঠি বাল্যবিবাহ প্রবণ এলাকার সংসদ সদস্যদের পরামর্শক্রমে স্থানীয় প্রশাসন কর্তৃক বিতরণের সুপারিশ করে।
বৈঠকে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিতব্য বিভিন্ন সভায় বাল্যবিবাহরোধ সম্পর্কিত এজেন্ডা দিয়ে আলোচনা অব্যাহত রাখার জন্য জেলা প্রশাসকদের নিকট চিঠি প্রেরণের সুপারিশ করা হয়।
কমিটি বিটিভি ও সংসদ টিভিতে প্রচার এবং বিভিন্ন সভা ও সেমিনারে প্রদর্শনের নিমিত্ত বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কিত বিষয়ে ডকুমেন্টারি ফিল্ম তৈরি গতিশীল করার সুপারিশ করে।
বৈঠকে নিয়ম বহির্ভূত জাল ও মিথ্যা নিকাহ্ রেজিস্ট্র্রেশন বন্ধ করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে পরামর্শের সুপারিশ করা হয়। তাছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা ও গণআন্দোলন সৃষ্টি করতে বিভিন্ন মোবাইল কোম্পানির সহযোগিতা ও সহায়তা গ্রহণেরও সুপারিশ করা হয়।
সাবকমিটির আহ্বায়ক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম রেবেকা মমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মোছা. মাহাবুব আরা বেগম গিনি, বেগম সেলিনা বেগম এবং বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদারসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
#
হালিম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৪৫
‘বাংলাদেশ গ্যালারি’ উদ্বোধন করতে কলকাতা যাচ্ছেন সংস্কৃতিমন্ত্রী
ঢাকা, ২ জুন (১৯ জ্যৈষ্ঠ):
ভারতের কলকাতায় অবস্থিত অৎঃংঅপৎব ঋড়ঁহফধঃরড়হ-এ স্থাপিত ‘বাংলাদেশ গ্যালারি’ উদ্বোধন ও এ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আর্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আগামীকাল ঢাকা ত্যাগ করবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ ও অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান তাঁর সফরসঙ্গী হচ্ছেন।
২০১৪ সালে প্রতিষ্ঠিত অৎঃংঅপৎব ঋড়ঁহফধঃরড়হ একটি অলাভজনক প্রতিষ্ঠান। এটি একটি বোর্ড অভ্ ট্রাস্টি দ্বারা পরিচালিত হয়। এ অঞ্চলের সমসাময়িক শিল্পকলার চর্চা, উন্নয়ন ও বিকাশে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। বিশেষ করে তরুণ চিত্রশিল্পীদেরকে কাজের ক্ষেত্রে ব্যাপক পৃষ্ঠপোষকতা প্রদান করছে প্রতিষ্ঠানটি।
বাংলার আবহমান, ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ সংস্কৃতিকে বিশ্বময় ছড়িয়ে দিতে এটি প্রতিষ্ঠালগ্ন থেকে নানাবিধ উদ্যোগ গ্রহণ করে আসছে। এ প্রতিষ্ঠানের আর্ট জাদুঘরে এ অঞ্চলের আধুনিক ও সমসাময়িক শিল্পকর্মের বিশাল ভা-ার গড়ে তোলা হয়েছে। এটিকে আরো সমৃদ্ধ করতে সেখানে বাংলাদেশের চিত্রশিল্পীদের চিত্রকর্মের সমন্বয়ে স্থাপন করা হয়েছে ‘বাংলাদেশ গ্যালারি’।
প্রাথমিকভাবে বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী ফরিদা জামান, মাহমুদুল হক, শহীদ কবির, রফিকুন্নবী, রণজিৎ দাস, সমরজিৎ রায় চৌধুরী, মনিরুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর, মো. ইউনুস ও শেখ আফজালের প্রায় ২০টি চিত্রকর্ম দিয়ে ‘বাংলাদেশ গ্যালারি’র উদ্বোধন করা হবে।
সংস্কৃতিমন্ত্রী আগামীকাল সন্ধ্যা ৬টায় ফাউন্ডেশনে স্থাপিত এ গ্যালারি উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে শিল্পী সৈয়দ আবুল বারক্ আলভীসহ উল্লিখিত শিল্পীগণ ও ফাউন্ডেশনের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
মন্ত্রী ৫ জুন দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#
কুতুব/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৪৪
আসন্ন ঈদে যাত্রীদের যাতায়াত নির্বিঘœ করতে প্রস্তুতি সভা
ঢাকা, ২ জুন (১৯ জ্যৈষ্ঠ):
আজ রাজধানীর একটি হোটেলে আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০১৬ উপলক্ষে সড়ক, নৌ ও রেলপথে যাতায়াতকারী যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘœ করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে রেলপথ মন্ত্রী মজিবুল হক, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ পুলিশের সকল রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবহণ মালিক সমিতি, শ্রমিক সংগঠন, ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, এ বছর হাতে সময় রেখেই ঈদের প্রস্তুতি সভা আহ্বান করা হয়েছে, যাতে ঈদে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘœ করতে সভায় উত্থাপিত সমস্যাদি সমাধানের সময় পাওয়া যায়।
তিনি বলেন, সিদ্ধান্তসমূহ গতানুগতিক হলেও বাস্তবায়ন প্রক্রিয়া যেন গতানুগতিক না হয়। জনগণের স্বাচ্ছন্দ্যে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে নিজ নিজ দায়িত্ব পালনে সকলকে সচেষ্ট হতে আহ্বান জানান তিনি।
পরে সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ মন্ত্রী গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে রয়েছে সিএনজি স্টেশনগুলো ১ জুলাই থেকে ১০ জুলাই ১০ দিন ২৪ ঘণ্টা খোলা রাখা; ঈদের আগের ৩ দিন ও পরের ৩ দিন সকল মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা; বাস টার্মিনাল ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; সড়কপথে চুরি, ডাকাতি, ছিনতাই, পকেটমার, মলম পার্টি, অজ্ঞান পার্টির দৌরাত্ম্যরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; ভিজিলেন্স টিম গঠন; মহাসড়ক যানজট ও দুর্ঘটনামুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; মহাসড়ক মনিটরিং; বিকল্প সড়ক ব্যবহার প্রভৃতি।
#
নাছের/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৭৩৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৪৩
রমজান উপলক্ষে সৌদি সরকারের দেয়া খেজুর গ্রহণ
ঢাকা, (১৯ জ্যৈষ্ঠ) ২ জুন :
রমজান উপলক্ষে সৌদি সরকার বাংলাদেশকে ১০০ মেট্রিক টন খেজুর উপহার হিসেবে দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ্ কামাল আজ সচিবালয়ে বাংলাদেশে সৌদি চার্জ দ্য এফেয়ার্স আল হাসান আলী আল হাজমীর কাছ থেকে এ খেজুর গ্রহণ করেন।
মুসলিম ভ্রাতৃত্বের নিদর্শন হিসেবে এ খেজুর বাংলাদেশি মুসলিম ভাইবোনদের দেয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সৌদি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশা প্রকাশ করেন চলতি সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী সৌদি আরব গমন করায় দু’দেশের সম্পর্ক আরো জোরদার হবে।
মুসলিম ভ্রাতৃত্ববোধ ও বিশ্বশান্তি রক্ষা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দু’দেশ একসাথে কাজ করবে বলে সচিব আশাবাদ ব্যক্ত করেন। এ সময়ে সৌদি সরকারের প্রতিনিধি আব্দুল্লাহ আল সুআইয়ুব, ইব্রাহীম আল হামিদ, আব্দুল মালিক হিলাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অতিরিক্ত সচিব জাকির হোসেন আকন্দ উপস্থিত ছিলেন।
এ খেজুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাধারণ জনগণকে বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
#
ওমর ফারুক/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৪২
বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে শুরু হয়েছে ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
ঢাকা, (১৯ জ্যৈষ্ঠ) ২ জুন :
‘টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি’ এ প্রতিপাদ্য নিয়ে ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০১৬ আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
মেলায় ৬৪টি জেলা থেকে আগত জেলা পর্যায়ে জুনিয়র, সিনিয়র এবং বিশেষ গ্রুপে ১ম স্থান অধিকারী প্রতিযোগী ও গাইডসহ তরুণ ও অপেশাদার বিজ্ঞানীসহ প্রায় ৩শ’ জন অংশগ্রহণ করেন। জুনিয়র গ্রুপে স্কুল পর্যায়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি, সিনিয়র গ্রুপে কলেজ পর্যায় এবং বিশেষ গ্রুপে নবীন ও অপেশাদার বিজ্ঞানীরা ১৫০টি প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এটি বিবেচনায় রেখেই বর্তমান সরকার বিজ্ঞান গবেষণা ও উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। তিনি আরো বলেন, আমরা প্রবীণেরা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছি। এখন তরুণ প্রজন্ম ও নবীন বিজ্ঞানীদের দায়িত্ব হচ্ছে বিজ্ঞানের উন্নয়ন ও গবেষণার মাধ্যমে বাংলাদেশকে দ্রুত উন্নত ডিজিটাল দেশে পরিণত করা।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির পরিচালক ড. এম এ মাজেদ ও বিজ্ঞান জাদুঘরের সাবেক পরিচালক ড. মোবারক আলী আকন্দ। স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান জাদুঘরের কিউরেটর কাজী হাসিবুদ্দীন আহমেদ।
আগামী ৪ জুন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
#
কামরুল/মাহমুদ/জয়নুল/২০১৬/১৫২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৪১
নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২ জুন (১৯ জ্যৈষ্ঠ):
জাতীয় সংসদের নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৯তম বৈঠক আজ কমিটি সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য তালুকদার আব্দুল খালেক, এম আব্দুল লতিফ, রণজিৎ কুমার রায় ও মো. আনোয়ারুল আজীম (আনার) বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উন্নয়ন কার্যক্রম, বিআইডব্লিউটিএ’র ২০টি ড্রেজারসহ সহায়ক যন্ত্রপাতি এবং সরঞ্জামাদি সংগ্রহের বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত মতামতের বিষয়ে পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বিআইডব্লিউটিএ’র ২০টি ড্রেজারসহ সহায়ক যন্ত্রপাতি এবং সরঞ্জামাদি সংগ্রহের বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রক্রিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) থেকে প্রাপ্ত মতামতের আলোকে বিআইডব্লিউটিএ ও নৌÑপরিবহণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
চট্টগ্রাম বন্দরের যন্ত্রপাতি ক্রয় এবং বন্দরের জট কমানোসহ উন্নয়ন কার্যক্রমের কোন প্রকারের বিঘœ না ঘটে সে বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
আসন্ন ঈদুল ফিতর ও দূর্যোগপূর্ণ আবহাওয়ার সময়ে যাত্রীদের নির্বিঘেœ চলাচলে যাতে কোন প্রকার বিঘœ না ঘটে সে বিষয়ে বিআইডব্লিউটিএ ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।
বৈঠকে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
এমাদুল/মোবাস্বেরা/গিয়াস/কামাল/২০১৬/১৪৩৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৪০
পাবনা জেলার আটঘরিয়া পৌরসভার নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি
ঢাকা, ২ জুন (১৯ জ্যৈষ্ঠ) :
পাবনা জেলার আটঘরিয়া পৌরসভার সাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সরকার সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।
আটঘরিয়া পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে সকল সরকারি, আধাসরকারি, স¦ায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের স¦ স¦ ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে এ ছুটি ঘোষণা করা হয়েছে।
সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় নির্বাচনের তারিখে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষাসংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীগণ সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবে।
#
অলিউর/মোবাস্বেরা/গিয়াস/রফিকুল/আসমা/২০১৬/১৪৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৩৯
মাস্টার্স শেষ পর্ব (প্রাইভেট) কোর্সে রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি
ঢাকা, ২ জুন (১৯ জ্যৈষ্ঠ) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (প্রাইভেট) কোর্সের রেজিস্ট্রেশন আগামী ১৩ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ/সভ ও িি.িহঁ.বফঁ.নফ থেকে জানা যাবে।
#
ফয়জুল/মোবাস্বেরা/আসমা/২০১৬/১৫২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৩৮
সিঙ্গাপুরে তথ্যযোগাযোগ ও সাইবার সম্মেলন শেষে দেশে ফিরেছেন তথ্যমন্ত্রী
ঢাকা, ২ জুন (১৯ জ্যৈষ্ঠ):
তথ্যযোগাযোগ এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সিঙ্গাপুরে অনুষ্ঠিত দু’দিনব্যাপী ‘তথ্যযোগাযোগ গণমাধ্যম কার্যাবলির আদান-প্রদান (ওহভড়পড়সস গবফরধ ইঁংরহবংং ঊীপযধহমব-রসনঢ)’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে ১ জুন দেশে ফিরেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
ইনফোকম ডেভলপমেন্ট অথরিটি অভ্ সিঙ্গাপুর আয়োজিত ৩০ ও ৩১ মে দু’দিনের সম্মেলনের প্রথম দিনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফোরামে বাংলাদেশের পক্ষে তথ্যমন্ত্রীর বিষয়ভিত্তিক বক্তব্য ফোরামে সাড়া জাগায়।
মন্ত্রী তাঁর বক্তব্যে বিশ্বময় মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধিতে অবাধ তথ্য আদান-প্রদানের ওপর ব্যাপক গুরুত্ব আরোপ করেন। একইসাথে তিনি ইন্টারনেটে প্রত্যেকের মাতৃভাষায় বিষয়বস্তু তৈরি এবং অনভিপ্রেত বিষয় ও অবৈধ আগ্রাসন থেকে সাইবার জগতের সুরক্ষার জন্য দ্বিমুখী নিরাপত্তার প্রস্তাব দেন । তিনি বলেন, সাইবার নিরাপত্তার জন্য প্রাযুক্তিক ব্যবস্থাপনা এবং সময়োপযোগী আইনি কাঠামো প্রণয়নের কোনো বিকল্প নেই। ফোরামের সদস্যবৃন্দ এ বক্তব্যকে পূর্ণ সমর্থন দেন।
বাংলাদেশের পাশাপাশি বাহরাইন, ভুটান, ব্রুনাই, কম্বোডিয়া, কোস্টারিকা, গ্যাবন, জাপান, লাও পিডিআর, কেনিয়া, মালয়েশিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মিয়ানমার, নাইজেরিয়া, ওমান, পূর্ব তিমুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, স্বাগতিক সিঙ্গাপুর ও এশীয়-প্রশান্ত টেলিকমিউনিটির মহাসচিব, বিশ্বব্যাংক, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, আইবিএম, আইক্যান, গুগল, ফেসবুক, ক্যাসপারস্কাইসহ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি নিয়ে কর্মরত বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ সম্মেলনে যোগ দেন।
সম্মেলনের পাশাপাশি জাপানের অভ্যন্তরীণ ও যোগাযোগ বিষয়ক উপমন্ত্রী ইয়াসুয়ো সাকামোতো এবং থাইল্যান্ডের যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী উত্তম সাভানয়ন এর সাথে পৃথক সাক্ষাতে মিলিত হন তথ্যমন্ত্রী।
এর আগে ২৪ থেকে ২৬ মে দক্ষিণ কোরিয়ার ইঞ্চনে আয়োজিত ‘বিশ্ব তথ্য, সম্প্রচার ও যোগাযোগ’ শীর্ষ সম্মেলন ও এশিয়া মিডিয়া সামিট ২০১৬ -তে দেয়া তথ্যমন্ত্রীর বক্তব্যসমূহও ফোরাম দু’টিতে ব্যাপক প্রশংসিত হয়।
#
মীর আকরাম/মোবাস্বেরা/গিয়াস/রফিকুল/কামাল/২০১৬/১৪৩০ ঘণ্টা