Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ August ২০১৫

তথ্যবিবরণী ০৯/০৮/২০১৫

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২২১২

ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে দুর্নীতিমুক্ত
সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই
                                   -- তারানা হালিম

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :
         
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আমি সততা ও কর্মনিষ্ঠা দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে সবার কাছে দুর্নীতিমুক্ত সেবাদানকারী একটি প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে চাই। দুর্নীতির বিষয়ে আপনারদের কোনো অভিযোগ থাকলে আমাকে জানাবেন এবং দুর্র্নীতিমুক্ত মন্ত্রণালয় গঠনে সহায়তা করবেন।
 
    প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি মোবাইল ফোন অপারেটর প্রধান নির্বাহী কর্মকর্তাদের  সাথে মতবিনিময়কালে একথা বলেন।
 
    প্রতিমন্ত্রী বলেন, এ সেক্টরে  আপনাদের  এবং আমাদের উভয় দিকেই বিভিন্ন সমস্যা রয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য একটি, তাহলো ডিজিটাল বাংলাদেশ তৈরি করা। এ লক্ষ্য অর্জনে সকলকে একসাথে কাজ করতে হবে।
 
মতবিনিময়কালে অপারেটরদের শীর্ষ কর্মকর্তারা এ সেক্টরে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি, উচ্চ কর হার হ্রাস, সিমট্যাক্স প্রত্যাহার এবং সুষ্ঠু প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিসহ সেক্টরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।  প্রতিমন্ত্রী বলেন, টেলিকম সেক্টরে স্টেকহোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমেই বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, প্রযুক্তি নিরপেক্ষতা, মোবাইল নম্বর পোর্টেবিলিটি, টেলিযোগাযোগ নীতিমালা হালনাগাদ ইত্যাদি আলোচনার মাধ্যমেই করা হবে।
 
    সভায় ডাক ও টেলিযোগাযোগ সচিব  মোঃ ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান সুনিল কান্তি বোস এবং মোবাইল অপারেটর প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ঊর্র্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

এনায়েত/মোশাররফ/রফিকুল/রেজাউল/২০১৫/২১১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২২১১

দেশের সকল সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদ দমনে এগিয়ে আসুন
                                              -- বস্ত্র ও পাট মন্ত্রী

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :
    বস্ত্র ও পাট মন্ত্রী  মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, কারাতে একটি আত্মরক্ষামূলক খেলা হওয়ায় এর জন্মস্থান জাপান থেকে বর্তমানে বিশ্বব্যাপী বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশও এর বাইরে নয়। খেলাটি যুব সমাজকে আত্মরক্ষার পাশাপাশি সুস্থ, শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করে। তিনি দেশের প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কারাতে শিক্ষা চালু করার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি কারাতে শেখার মাধ্যমে দেশের সকল সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ দূর করতে এগিয়ে আসার জন্য যুবসমাজকে আহ্বান জানান।
    মন্ত্রী আজ ঢাকার জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে আয়োজিত ওয়ালটন ৮ম সিতোরিউ কারাতে-দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ-২০১৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    মন্ত্রী বলেন, একটি দেশের ক্রীড়ার মানোন্নয়নে অপরিহার্য উপাদান হলো পর্যাপ্ত ক্রীড়া অবকাঠামো, উন্নত প্রশিক্ষণ, নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতার আয়োজন। সীমিত সম্পদ সত্ত্বেও বর্তমান সরকার ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তৃর্ণমূল পর্যায়ে খেলাধুলার আয়োজন ও সংগঠনের বিষয়ে যুব নের্তৃত্ব সৃষ্টি, ক্রীড়া প্রতিভা সনাক্তকরণ, প্রতিভাবান খেলোয়াড়দের পরিচর্যা ও যোগ্য প্রশিক্ষক এবং ক্রীড়া বিশেষজ্ঞ তৈরির লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার কারণে দেশের ক্রীড়াক্ষেত্র বিশেষ করে ক্রিকেট খেলার মান আজ অনেকদূর এগিয়ে গেছে। ফলে আমাদের দেশের সোনার ছেলেরা বিশ্বের সেরা ক্রিকেট খেলুড়েদেশ অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দেশকে একের পর এক পরাজিত করছে। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানসহ অনেক তরুণ ক্রিকেটার গড়ছেন বিশ্বরেকর্ড। বাংলাদেশ আজ দেখছে বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জয়ের স্বপ্ন। 
    উদ্বোধন শেষে মন্ত্রী শিশু কারাত প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের পদক প্রদান করেন। 
     বাংলাদেশ সিতোরিউ কারাতে-দো ইউনিয়নের প্রেসিডেন্ট ও চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি মোখলেছুর রহমান, অনুষ্ঠানের স্পন্সর- ওয়ালটন গ্রুপের প্রতিনিধি এফ এম ইকবাল বিন আনোয়ার এবং বাংলাদেশ সিতোরিউ কারাতে-দো ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সেনসি নাজমুল হাসান অভি বক্তব্য রাখেন।

#

রেজাউল/মোশাররফ/নবী/জসীম/রেজাউল/২০১৫/২১০৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২২১০

 

বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি পদে নিয়োগ পেলেন বিমান বাহিনী প্রধান

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ১৯৭৪ (সংশোধনী অধ্যাদেশ-১৯৭৬) এর ২০ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার এক প্রজ্ঞাপনে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি-কে বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি পদে নিয়োগ প্রদান করেছেন।

#

শফিকুর/মোশাররফ/রফিকুল/রেজাউল/২০১৫/১৯৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২০৯

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) : 

    দশম জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়’ সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। 
    কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, এ এম নাঈমুর রহমান এবং মোঃ নূরুল ইসলাম তালুকদার  বৈঠকে অংশগ্রহণ করেন। 
বিগত বৈঠকে গৃহীত সুপারিশসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে জানানো হয়, বিকেএসপির কার্যক্রম সমগ্র দেশে আরো বৃহৎ পরিসরে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে সরকার ২০০৫ সালে দিনাজপুর, ২০০৮ সালে সিলেট, বরিশাল, খুলনা ও চট্টগ্রামে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে। বর্তমানে সিলেট ও চট্টগ্রাম ব্যতীত সকল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র চালু রয়েছে।
রাজশাহী ও চট্টগ্রামে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে স্বল্প ও দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ প্রদানের সুপারিশ করা হয়। আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহকে যুগোপযোগী হিসেবে গড়ে তোলা, যাতে করে কেন্দ্রগুলোকে আরো বৃহৎ পরিসরে ব্যবহার করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। 
বিকেএসপিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন জটিলতা নিরসন, ১শ’টি পদে জনবল নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অতিরিক্ত বরাদ্দ এবং জিমন্যাশিয়ামের জন্য নিজস্ব  হোস্টেলের  ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় বাস্কেটবল কোর্ট নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
    বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন ও সার্বিক কার্যক্রম তদন্ত করে প্রতিবেদন প্রদানের জন্য  এ এম নাঈমুর রহমানকে আহ্বায়ক, মোঃ কবিরুল হক, নাহিম রাজ্জাক, মোঃ নূরুল ইসলাম তালুকদার এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি সাবকমিটি গঠন করা হয়
          যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

মোশাররফ/নবী/রফিকুল/আব্বাস/২০১৫/২০২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২২০৮

পররাষ্ট্রমন্ত্রীর সাথে তুরস্কের বিদায়ি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
 

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হোসেইন মুফতুগলু (ঐঁংবুরহ গঁভঃঁড়মষঁ) আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ি সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও রাষ্ট্রদূত মুফতুগলু বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট ও দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। 
    
    পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো সম্প্রসারণ ও গতিশীলকরণের লক্ষ্যে দু’দেশের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি প্রক্রিয়ার দ্রুত সমাপ্তির ওপর গুরুত্বারোপ করেন। এর সাথে একমত পোষণ করে রাষ্ট্রদূত হোসেইন মুফতুগলু বলেন, তুরস্ক বাংলাদেশের সাথে বিদ্যমান ভ্রাতৃত্বমূলক  সুসম্পর্ক জোরদারে আগ্রহী এবং দু’দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের গতি বৃদ্ধিতে ঢাকাস্থ তুর্কী দূতাবাস আন্তরিকতার সাথে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে পররাষ্ট্রমন্ত্রীকে তিনি আশ্বাস প্রদান করেন। 
    
    দু’বছরের অধিককাল বাংলাদেশে দায়িত্ব পালনকালে সকল প্রকার সহযোগিতার জন্য তুরস্কের বিদায়ি রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কর্মকর্তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি এদেশে তাঁর কর্মকাল অত্যন্ত আনন্দময় ও ফলপ্রসূ ছিল বলে অভিমত ব্যক্ত করেন।

মাহমুদ আলী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারকরণ ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য রাষ্ট্রদূত হোসেইন মুফতুগলুকে ধন্যবাদ জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন।

#

খালেদা/মোশাররফ/রফিকুল/রেজাউল/২০১৫/১৯৩৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২২০৭

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী
সৃজনশীল পদ্ধতির মানোন্নয়ন করা হয়েছে
 

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত এইচএসসি ও সমমান পরীক্ষার চেয়ে এবারের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ হ্রাসের জন্য বছরের শুরুর বিএনপির-জামায়াতের হরতাল অবরোধসহ ধ্বংসাত্মক কর্মসূচিকে দায়ি করেছেন।

    শিক্ষামন্ত্রী আজ তাঁর মন্ত্রণালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন।

    মন্ত্রী ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, বছরের শুরুতে পরীক্ষার জন্য প্রস্তুতির সময়ে ধ্বংসাত্মক কর্মসূচির জন্য পরীক্ষার্থাদেরকে একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়েছে। তারা ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি, এমনকি অনেক শিক্ষা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে তাদের শিক্ষা কার্যক্রম চালাতে পারেনি। তিনি বলেন, স্বাভাবিক পরিস্থিতি থাকলে পরীক্ষার্থীদের ফলাফল আরো ভাল হতো।

    শিক্ষামন্ত্রী গতবারের চেয়ে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নের ধরণের পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, প্রশ্নপত্র ফাঁসরোধে প্রশ্ন প্রণয়নে কিছুটা পরিবর্তন করতে হয়েছে। এছাড়া সৃজনশীল পদ্ধতির মানোন্নয়ন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 

    শিক্ষামন্ত্রী বলেন, এবার অন্যান্য বিভাগ থেকে বিজ্ঞান বিভাগে ফলাফল ভাল হয়েছে। এ প্রসঙ্গে তিনি বিজ্ঞান শিক্ষার প্রসারে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।

    শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের তথ্য তুলে ধরে বলেন, কারিগরিতে পাসের হার ও জিপিএ-৫ সংখ্যা উভয়ই গতবারের চেয়ে বেশি।

    শিক্ষামন্ত্রী টিআইবি’র উত্থাপিত প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন হিসেবে উল্লেখ করে বলেন, প্রশ্নপত্র ফাঁসরোধে কর্তৃপক্ষ সর্বদা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে থাকে। তিনি বলেন, টিআইবি যে বলছে, ‘বিজি প্রেস থেকে প্রশ্নপত্র ছাপানো শেষে বোর্ডে আনা হয়, সর্টিং করা হয়, যার ফলে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে’-তা মোটেই ঠিক নয়। তিনি বলেন, ছাপানো প্রশ্নপত্র কখনো বিজিপ্রেস থেকে বোর্ডে আনা হয় না। অতএব বোর্ডে প্রশ্নপত্র ফাঁসের প্রশ্নই উঠে না। টিআইবি প্রশ্নপত্র প্রণয়ন পদ্ধতি সম্পর্কে যথাযথভাবে খোঁজখবর না নিয়েই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলছে বলে তিনি মন্তব্য করেন। 

    সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

#

সাইফুল্লাহ/মোশাররফ/রফিকুল/রেজাউল/২০১৫/২০০২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২২০৬

স্থানীয় সরকার পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :
    বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মারসিয়া স্টিফেনশ ব্লুম বার্নিকাট (গধৎপরধ ঝঃবঢ়যবহং ইষড়ড়স ইবৎহরপধঃ) আজ স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাথে বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন। 

    এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এবং বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত সৌহার্দ্য-২ কর্মসূচি এবং স্মাইলিং কর্মসূচির সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। 

    মার্কিন রাষ্ট্রদূত এ কর্মসূচির বাস্তবায়নে সরকার গৃহীত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। স্থানীয় সরকার মন্ত্রী অতীতের ন্যায় ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন। 

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএআইডি বাংলাদেশ এর মিশন ডাইরেক্টর ঔধহরহধ ঔধৎুঁবষংশর, ঋড়ড়ফ অরফ ধহফ উরংধংঃবৎ অংংরংঃধহপব ধঃ টঝঅওউ এর ডাইরেক্টর গঁংঃধঢ়যধ ঊষ ঐধসুধড়ঁর এবং প্রোগ্রাম স্পেশালিষ্ট মোহাম্মদ নুরুন নবী। 

#

শহিদুল/মোশাররফ/নবী/রফিকুল/রেজাউল/২০১৫/১৮৪৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                        নম্বর : ২২০৫

ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যাওয়ার্ড পেল ১৭ প্রতিষ্ঠান

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :
শিল্পখাতে বিশেষ অবদানের জন্য ১৭টি প্রতিষ্ঠানকে ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৩ প্রদান করেছে শিল্প মন্ত্রণালয়। নিজ নিজ শিল্প-কারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো এ পুরস্কার দেয়া হয়।
২০১৩ সালের জন্য ৬টি ক্যাটাগরিতে ১৭টি শিল্প প্রতিষ্ঠানকে এ পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। এর মধ্যে পৃথক ক্যাটাগরি হিসেবে বৃহৎ শিল্পে ৩টি,  মাঝারি শিল্পে ৩টি, ক্ষুদ্র শিল্পে ৩টি, মাইক্রো শিল্পে ২টি, কুটির শিল্পে ৩টি এবং রাষ্ট্রায়ত্ত শিল্পের ৩টি প্রতিষ্ঠান রয়েছে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ প্রধান অতিথি হিসেবে রাজধানীর পূর্বাণী হোটেলে নির্বাচিত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার গৃহিত শিল্পনীতির ফলে বাংলাদেশে শিল্পায়নের ধারা বেগবান হয়েছে। বিশ্বব্যাংকের মূল্যায়নে ইতোমধ্যে বাংলাদেশ নি¤œমধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির পেছনে শিল্পখাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি টেকসই শিল্পায়নের মাধ্যমে জনগণের জীবন-মানের কাক্সিক্ষত পরিবর্তনের লক্ষ্যে শিল্প কারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধির তাগিদ দেন।   
মন্ত্রী বলেন, ১৯৪৭ থেকে ১৯৭০ পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের ব্যাংক, বিমা, শিল্প প্রতিষ্ঠানসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর মালিকানা পশ্চিম পাকিস্তানি ও বিহারীদের হাতে ছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ায় আজ বাংলাদেশে বড় বড় শিল্প উদ্যোক্তা তৈরি হয়েছে। তিনি উৎপাদনশীলতা বিষয়ক ধারণার প্রসারে শিল্প উদ্যোক্তাদের সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান। 
ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিও) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এতে অন্যদের মধ্যে এনপিও’র পরিচালক ড. মো. নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক আবদুল বাকী চৌধুরী, পুরস্কারের জন্য নির্বাচিত প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর সৈয়দ ইরশাদ আহমেদ, ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশ কোং লিমিটেডের চেয়ারম্যান গোলাম মাঈনুদ্দিন ও মেসার্স রনি অ্যাগ্রো ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থাপনা পরিচালক জি. এম. নূরুল ইসলাম (রনি) বক্তব্য রাখেন। 

#

জলিল/অনসূয়া/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৬১০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                                                                                                                                         নম্বর : ২২০৪

বরিশালে নৌ-আদালত প্রতিষ্ঠা করা হবে
                  - নৌ-পরিবহণ মন্ত্রী

নারায়ণগঞ্জ, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :

    নৌ-দুর্ঘটনারোধে নৌযান শ্রমিক বিশেষ করে বালুবাহী বাল্কহেড কার্গোর শ্রমিকদের প্রশিক্ষণ প্রদানে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। নৌ-যান মালিক, শ্রমিক ও যাত্রীসহ সংশ্লিষ্ট সকলের সচেতনতাই দুর্ঘটনাহ্রাস করতে পারে।  

নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ নারায়ণগঞ্জে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ট্রেনিং এন্ড কালচারাল সেন্টার-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। 

    বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ট্রেনিং এন্ড কালচারাল সেন্টার এর চেয়ারম্যান শুক্কুর মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ কে এম সেলিম ওসমান, সমুদ্র পরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমডোর জাকিউর রহমান ভূঁইয়া, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদল এবং ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মো. এমদাদুল হক বাদশা।  

    মন্ত্রী বলেন, নৌ-দুর্ঘটনা সংক্রান্ত মামলা নিষ্পত্তির লক্ষ্যে ঢাকায় একটি নৌ-আদালত রয়েছে। 
নৌ-দুর্ঘটনা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বরিশালে আরো একটি নৌ-আদালত প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, নৌ-যান শ্রমিকদের প্রশিক্ষণের জন্য সরকারিভাবে একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল, সরকারের গত মেয়াদে বরিশালে ও মাদারীপুরে দু’টি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। 

#

জাহাঙ্গীর/অনসূয়া/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৪৫০ ঘণ্টা  

Todays handout (6).doc