Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০২১

তথ্যবিবরণী ১১ ফেব্রুয়ারি ২০২১

Handout                                                                                                                      Number : 663

 

Joint Communique on bilateral meeting between the Foreign

Ministers of Bangladesh and Maldives

 

Dhaka, February 11 :

            The Joint Communique on bilateral meeting between Bangladesh Foreign Minister Dr. A K Abdul Momen and Foreign Minister of Maldives Abdulla Shahid is given below:

            'At the invitation of the Foreign Minister of Bangladesh Dr. A K Abdul Momen, the Minister of Foreign Affairs of Maldives Abdulla Shahid made an official visit to Bangladesh on 8-11 February 2021. The Foreign Minister of Maldives was accompanied by the Foreign Secretary of Maldives Abdul Ghafoor Mohamed and Joint Secretary Fathimath Ghina of the Ministry of Foreign Affairs of Maldives.

            The two Foreign Ministers held a bilateral meeting on 9 February 2021 in a warm and friendly atmosphere, reflective of the renewed dynamism and historically close relationship between the two countries. They reviewed the entire gamut of bilateral relations and agreed to extend cooperation to a number of novel areas, with increased focus on exploring commerce and trade. Following the bilateral meeting, the Bangladesh Foreign Minister hosted a luncheon in honour of the visiting Foreign Minister of Maldives.

            The two Foreign Ministers discussed the forthcoming visit of the Hon’ble President of Maldives Ibrahim Solih to Dhaka in March 2021 to join the celebrations of the Birth Centenary of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman and the Golden Jubilee of the independence of Bangladesh. The Foreign Minister of Bangladesh stated that President Solih’s presence in the Mujib Year celebrations would be an important testament to the enduring friendship between the two nations.

            Foreign Minister Dr. A K Abdul Momen reiterated that Bangladesh attaches high importance to its relationship with Maldives, which he termed as a fraternity of common faith and shared values marked with trust, mutual respect and understanding. Foreign Minister Abdulla Shahid conveyed his Government’s appreciation for the continued support and cooperation from the Government of Bangladesh, in multiple areas.

            The Foreign Minister of Maldives visited the Bangabandhu Memorial Museum and paid courtesy calls on the Hon’ble President of Bangladesh and the Hon’ble Prime Minister of Bangladesh on 10 February 2021.

            During the visit, the following MoUs between Bangladesh and Maldives were signed:

i. MoU between Foreign Service Institute of Maldives and Foreign Service Academy (FSA)   of Bangladesh; and

ii. MoU on Placement of Human Resources

            Both sides agreed to establish the Joint Commission for Comprehensive Cooperation led by the two Foreign Ministers and the annual Foreign Office Consultations (FOC) through signing relevant MoUs during President Solih’s upcoming visit to Bangladesh in March 2021.

            Foreign Minister Shahid noted that the Bangladeshi expatriates were making substantial contributions to the economy of Maldives.

 

            Appreciating the regularization program launched by the Ministry of Economic Development of Maldives in 2019 to legalize undocumented workers, Foreign Minister Dr. Momen requested the Government of Maldives to regularize the remaining undocumented Bangladeshi expatriates at an accelerated pace.

            Maldives Minister Shahid explained that the goal of regularization programme is to legalise and provide job opportunities for those who wish to stay on in Maldives, and assist those who wish to return home voluntarily.He further emphasized that undocumented workers are vulnerable to violation of their rights and it is a humanitarian issue. Thanking the Government of Bangladesh for all cooperation, he requested facilitation for repatriation of Bangladeshi workers who wish to return to Bangladesh voluntarily.

            The Maldives Foreign Minister stated that a moratorium on recruitment of new unskilled human resources, is expected to remain until the regularization of existing undocumented expatriates was completed; he also clarified that Maldives would continue to welcome skilled workforce from Bangladesh as before.

            In order to conduct the programme more efficiently, Foreign Minister Shahid proposed to sign an MoU to resolve the challenges of migrant workers between the two countries, on which the Bangladesh side agreed to hold internal stakeholder consultations.

            To ensure the expatriates do not fall victim to unscrupulous brokers at either end, Foreign Minister Dr. Momen suggested that future recruitments be made through agencies nominated by the Government of Bangladesh and endorsed by the Bangladesh High Commission in Malé. The Maldives side took positive note of the suggestion.

            Foreign Minister Shahid thanked the Government of Bangladesh for the support provided to Maldives during the pandemic, including for the deployment of a medical team from Bangladesh to help Maldives in its efforts to combat Covid-19.

            Foreign Minister Shahid expressed his Government’s appreciation for the continued support extended by Bangladesh towards the development of human resources in Maldives over the years in a variety of fields, including training and scholarships.

            Bangladesh Foreign Minister deeply appreciated President Solih’s declaration that all expatriates in Maldives would be vaccinated free of cost. In response to Maldives’ request to send a team of expert nurses from Bangladesh to assist the vaccination efforts in Maldives, he indicated that the request would be met soon. 

            Foreign Minister Shahid advocated for enhanced bilateral cooperation in the healthcare industry and requested more opportunities for Maldivian students in higher study of medicine and dentistry in Bangladesh. He also requested to consider recruitment of Bangladeshi doctors and nurses to mitigate the shortage of medical professionals and sought support in the import of pharmaceutical items from Bangladesh. Foreign Minister Dr. Momen assured him of support in this regard.

            The two Ministers also expressed their commitment to addressing welfare of their respective communities residing in both countries, including the speedy provision of consular services.

            The two Foreign Ministers observed that there is further potential for increased bilateral trade and noted the absence of a formal trade agreement between Bangladesh and Maldives. Foreign Minister Dr. Momen expressed Bangladesh’s interest to enter into a Preferential Trade Agreement (PTA) with the Maldives within the purview of WTO provisions, with a view to harnessing the trade potentials.

           

            The two Foreign Ministers underscored the need to have robust connectivity between Bangladesh and Maldives as a means to promote the exchange of goods and services, culture, and people. They also agreed on the need to boost private sector involvement.

            Foreign Minister Dr. Momen proposed to regularly hold Commerce Secretary Level Meeting (CSLM) between Bangladesh and Maldives, annually, to address trade issues in detail, comprising representatives from various line ministries. The Maldives side welcomed the proposal. 

            Foreign Minister Dr. Momen called upon the Maldives side to source world-class healthcare, RMG, processed food, vegetables and agro-products, household appliances, construction materials, and eco-friendly jute, leather, plastic, ceramic and light engineering products from Bangladesh at a competitive price.

            The two Foreign Ministers agreed that a direct shipping line, established through a Shipping Agreement, would be conducive to further trade between Bangladesh and Maldives.

            Foreign Minister Dr. Momen encouraged Maldivian investment in joint package tourism and suggested collaboration for market development, sharing of best practices and innovative ideas, and the exchange of expert tour operators between Maldives and Bangladesh. He particularly suggested the promotion of coastal and river cruise tourism between Male’ and Chattogram.

            The two Foreign Ministers also agreed that the proposed MoU on cooperation in the field of fisheries would be signed during President Solih’s visit to Bangladesh in March 2021.

            Foreign Minister Dr. Momen proposed to enhance cultural cooperation, so that both countries could benefit from closer people-to-people contacts.

            Foreign Minister Dr. Momen expressed Bangladesh’s willingness to offer training courses to the UN Peacekeepers of Maldives at Bangladesh Institute of Peace Support Operations Training (BIPSOT).

            The two sides highlighted the need to support each other in different negotiating platforms on climate change, including in the Climate Vulnerable Forum (CVF). The two Foreign Ministers put renewed impetus on the implementation of the Paris Agreement.

            Foreign Minister Shahid reiterated Maldives’ support to Bangladesh on the issue of forcibly displaced Myanmar nationals from Rakhine State and commended Prime Minister Sheikh Hasina’s generous efforts in taking care of them. He noted that Maldives had always advocated for the rights of the Rohingya people, and that Maldives was working together with the Government of Gambia to seek accountability at the International Court of Justice (ICJ) for Rohingya genocide committed by the Myanmar military.

            Foreign Minister Shahid thanked the Government of Bangladesh for the warm hospitality extended to him and his delegation. He also expressed the hope to welcome Foreign Minister Dr. Momen in the Maldives at the earliest opportunity.'

#

Touhidul/Roksana/Masum/Sahela/Mosharaf/Salim/2021/22.30 Hrs.

 

 

তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ৬৬২

প্রশাসনকে গতিশীল ও সৃজনশীল হতে হবে

                               -- পরিকল্পনা মন্ত্রী

ঢাকা, ২৮ মাঘ (১১ ফেব্রুয়ারি) :

          পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, কাজ ফেলে রাখা যাবে না। দিনের কাজ দিনেই করতে হবে। মন্ত্রী বলেন, নিষ্প্রাণ প্রশাসন কোনো প্রশাসন নয়, প্রশাসনকে হতে হবে অতি চঞ্চল, অতি সুন্দর ও গতিশীল। কর্মকর্তাদের হতে হবে সৃজনশীল। তবে সব কিছুই করতে হবে আইনের মধ্যে থেকেই। তিনি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ÔSector Reclassification of ADP/RADPÕ বিষয়ক এক পরামর্শক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          মন্ত্রী সম্প্রতি একটি বিদেশি গণমাধ্যমে প্রচারিত একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে কর্মকর্তাদের উদ্দেশে বলেন, যারা খেলছে তাদের খেলতে দিন, আপনারা সেদিকে নজর দেবেন না। আপনারা আপনাদের কাজ করে যান।

          এম এ মান্নান আরো বলেন, জাপান আমাদের শুধু উন্নয়ন সহযোগীই নয়, ভালো বন্ধুও। একই সঙ্গে আঞ্চলিক ও সাংস্কৃতিক দিক থেকে আমাদের অনেক মিল রয়েছে।

          পরিকল্পনা সচিব জয়নুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন পরিকল্পনা কমিশনের সদস্য যথাক্রমে ড. শামসুল আলম, জাকির হোসেন আকন্দ, মামুন আল রশিদ, মোছাম্মৎ নাসিমা বেগম, রমেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) চিফ রিপ্রেজেনটেটিভ Yoho Hayakawa ও কার্যক্রম বিভাগের প্রধান খন্দকার আহসান।

#

শাহেদ/রোকসানা/সাহেলা/মোশারফ/জয়নুল/২০২১/২১০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৬৬১

 

গত ২৪ ঘন্টায় দেশব্যাপী ২ লাখ ৪ হাজার ৫৪০ জনের ভ্যাকসিন গ্রহণ

 

ঢাকা, ২৮ মাঘ (১১ ফেব্রুয়ারি) : 

 

          গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকা-সহ সারা দেশে মোট ২ লাখ ৪ হাজার ৫৪০ জন কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৪০ হাজার ১৫২ জন এবং মহিলা ৬৪ হাজার ৩৮৮ জন।

 

          গত ২৭ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৫ লাখ ৪২ হাজার ৩০৯ জন। এদের মধ্যে পুরুষ ৩ লাখ ৮৬ হাজার ৫৫৮ জন এবং মহিলা ১ লাখ ৫৫ হজার ৭৩১ জন।

 

          ভ্যাকসিন প্রদান শুরুর প্রথম দু'দিন অর্থাৎ গত ২৭ ও ২৮ জানুয়ারি মোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ছিল ৫৬৭ জন।

 

          এদিকে, ভ্যাকসিন প্রদান কেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড় এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে আজ থেকে দেশের ভ্যাকসিন প্রদান কেন্দ্রগুলোতে অন-অ্যারাইভাল রেজিস্ট্রেশন বন্ধ ঘোষণা করা হচ্ছে বলে ঢাকায় একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায়  জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

          উল্লেখ্য, দেশব্যাপী এই ভ্যাকসিন সরকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে প্রদান করছে।

 

#

 

মাইদুল/রোকসানা/মাসুম/সাহেলা/রফিকুল/সেলিম/২০২১/২০৫৫ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৬৬০

 

অর্থনৈতিক মুক্তির সংগ্রামে করদাতাগণ সম্মুখ সারির যোদ্ধা

                                                 -- গণপূর্ত প্রতিমন্ত্রী

 

ময়মনসিংহ, ২৮ মাঘ (১১ ফেব্রুয়ারি) : 

 

          গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, দেশের অর্থনৈতিক মুক্তি ও সমৃদ্ধির জন্য শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত আন্দোলনে সম্মানিত করদাতাগণ হচ্ছেন অগ্র সৈনিক। তাদের করের টাকায় দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা সম্ভব হচ্ছে।

 

          আজ ময়মনসিংহ জেলার শিল্পকলা মিলনায়তনে কর অঞ্চল ময়মনসিংহ আয়োজিত শ্রেষ্ঠ করদাতাদের সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

 

          প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের উন্নয়নে কর্মযজ্ঞ চলছে। দেশের অর্থনীতি একটি শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে। দেশ  ইতোমধ্যে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণের সকল যোগ্যতা অর্জন করেছে। করোনা মহামারির সময়েও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ ৪২ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। মাথাপিছু আয় উপরের দিকে ২০০০ ডলার অতিক্রম করেছে।

 

          অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির ফলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, কর্ণফুলী টানেল ও মেট্রোরেলের মতো বৃহৎ বাজেটের মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে সম্মানিত করদাতাগণের আন্তরিকতা এবং দক্ষতার কারণে।

 

          একদিকে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব অন্যদিকে সম্মানিত করদাতাগণের আন্তরিকতা দেশের উন্নয়নে এক নতুন মাত্রা যোগ করেছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করা সম্ভব হবে।

 

          অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটেগরিতে ময়মনসিংহ কর অঞ্চলের সর্বমোট ৪৩ জন করদাতাকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত করদাতাগণ-সহ ময়মনসিংহ অঞ্চলের কর কমিশনার, ময়মনসিংহ কর অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

 

#

 

সিদ্দিকী/রোকসানা/সাহেলা/রফিকুল/সেলিম/২০২১/২০৪৫ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ৬৫৯

জাতীয় পরিবেশ পদক ২০২০ এর জন্য ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত

ঢাকা, ২৮ মাঘ (১১ ফেব্রুয়ারি) :

           দেশের পরিবেশ উন্নয়নে অসামান্য এবং অনুসরণীয় অবদান রাখার জন্য জাতীয় পরিবেশ পদক ২০২০ প্রদানের জন্য ৩ জন ব্যক্তি ও ৩ টি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। 

          আজ জাতীয় পরিবেশ পদক ২০২০ মনোনয়ন চূড়ান্তকরণের লক্ষ্যে ভার্চুয়ালি অনুষ্ঠিত পদক সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার, মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি, অতিরিক্ত সচিব (পরিবেশ) মোঃ মনিরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

          পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটেগরির ব্যক্তিগত পর্যায়ে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি), সাভার এর প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে কনকর্ড রেডিমিক্স এন্ড কনক্রিট প্রোডাক্টস লিমিটেড ও কনকর্ড প্রি-স্ট্রেসড কনক্রিট এন্ড ব্লক প্ল্যান্ট লিমিটেড কনকর্ড সেন্টারকে মনোনীত করা হয়েছে। এছাড়া, পরিবেশগত শিক্ষা ও প্রচার ক্যাটেগরির ব্যক্তিগত পর্যায়ে খ্যাতিমান জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ  ড. সালীমুল হক  এবং  প্রাতিষ্ঠানিক পর্যায়ে এনভায়রনমেন্ট  এন্ড সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন  (ইএসডিও) কে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটেগরির ব্যক্তিগত পর্যায়ে ড. জহুরুল করিম এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

          সভাপতির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেন, দেশে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান পরিবেশ ও বৃক্ষের কল্যাণে প্রশংসনীয় কাজ করে চলেছেন। তিনি বলেন, অধিকাংশ মানুষ যেখানে সাময়িক ব্যক্তি স্বার্থে নির্বিচারে বৃক্ষ নিধন করে চলেছে, সেখানে ওয়াহিদ আলী সরদারের মতো মানুষ গাছের প্রতি দয়া পরবশ হয়ে হাজার হাজার গাছ থেকে পেরেক ওঠানোর কাজ করছেন। মন্ত্রী বলেন, নীরবে কাজ করে যাওয়া এসকল মানুষকে উৎসাহ প্রদানের লক্ষ্যে ভবিষ্যতে পুরস্কারের পরিমাণ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।

          উল্লেখ্য, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২২ ক্যারেট মানের দুই তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্য ও অতিরিক্ত আরো ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হবে।

#

দীপংকর/রোকসানা/সাহেলা/রফিকুল/জয়নুল/২০২১/২০৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ৬৫৮

সীমান্ত দিয়ে চালের ট্রাকের অগ্রাধিকার প্রবেশ এবং

চাল আমদানিতে অসুবিধা দূরীকরণে ব্যবস্থা নেয়া হবে

-- খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সিদ্ধান্ত

ঢাকা, ২৮ মাঘ (১১ ফেব্রুয়ারি) :

          সীমান্ত দিয়ে চালের ট্রাক প্রবেশে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া এবং চাল আমদানিতে অন্যান্য যেসকল অসুবিধা আছে তা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়। আজ অনলাইন জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম-সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট এর মহাপরিচালক। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সঞ্চালনা করেন খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।

           ভোমরা, হিলি, বুড়িমারী, বাংলাবান্ধা, শেওলা, সোনা মসজিদ-সহ যেসকল স্থল বন্দর দিয়ে চাল দেশে প্রবেশ করছে সে সকল বন্দরে শত শত চালের ট্রাক অপেক্ষমান রয়েছে বলে সভায় জানানো হয়। অপেক্ষমান এসব চালের ট্রাক যাতে অগ্রাধিকার ভিত্তিতে সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে পারে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের অনুরোধ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

          দেশের সিলেট ও চট্টগ্রাম বিভাগে আতপ চালের প্রচুর চাহিদা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, জাতীয় রাজস্ব বোর্ড থেকে বেসরকারি পর্যায়ে আতপ চাল আমদানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা শিথিল করে নন-বাসমতি মোটা আতপ চাল আমদানির অনুমতি প্রদান করা যায় কিনা তা বিবেচনার জন্য অনুরোধ জানান তিনি। সভায় উপস্থিত অর্থমন্ত্রী নন-বাসমতি মোটা আতপ চাল আমদানির অনুমতি-সহ অন্যান্য প্রয়োজনীয় সকল বিষয়ে একত্রে প্রস্তাব পাঠাতে বলেন। এছাড়া বর্তমান চালের মজুত পরিস্থিতি, অভ্যন্তরীণ পর্যায়ে সংগ্রহের প্রবণতা, চালের আমদানির পরিমাণ, চালের বাজার মূল্য, ওএমএস খাতে বরাদ্দ প্রভৃতি বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

          মন্ত্রী বলেন, ইতোমধ্যেই খাদ্য মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে। এছাড়া মন্ত্রণালয় ১৩টি জেলার (খুলনা, রাজশাহী, রংপুর, বগুড়া, যশোর, জয়পুরহাট, সাতক্ষীরা, সিলেট, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, চট্টগ্রাম ও ঢাকা) জেলা প্রশাসক ও আমদানিকারকদের নিয়ে একটি মিটিং করেছে। এলসি খোলার সর্বশেষ সময়সীমা ১৫ ফেব্রুয়ারির পরে আর কেউ এলসি খুলতে পারবেন না বলেও উক্ত সভায় আমদানিকারকদের জানিয়ে দেয়া হয়েছে। যারা ১৫ তারিখের মধ্যে এলসি খুলতে পারবে না তাদের বরাদ্দ বাতিল করে নতুন করে অন্যান্য প্রতিষ্ঠানকে আমদানির অনুমতি দেয়া হবে।

          উল্লেখ্য, সর্বপ্রথম বরাদ্দ পত্র ইস্যুর ৭দিনের মধ্যে এলসি খুলে এ সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছিল। ৫ হাজার মেট্রিক টন বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীগণকে এলসি খোলার ১০ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং সর্বমোট ২০ দিনের মধ্যে সমুদয় চাল এবং ১০-১৫ হাজার মেট্রিক টন বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীগণকে এলসি খোলার ১৫ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং সর্বমোট ৩০ দিনের মধ্যে সমুদয় চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে মর্মে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত অফিস আদেশে উল্লেখ করা হয়েছিল। পরবর্তীতে এলসি খোলার সময়সীমা বাড়িয়ে ৩১ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত করা হয়। পরে আবারও এলসি খোলার সময়সীমা ১৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়।

          এপর্যন্ত ৩২০ প্রতিষ্ঠানের অনুকূলে মোট ১০ লাখ ১৪ হাজার ৫০০ মেট্রিক টন চাল বেসরকারি পর্যায়ে আমদানির জন্য অনুমতি দেয়া হয়েছে। ইতোমধ্যে আমদানিকৃত চাল দেশে আসতে শুরু করেছে।

#

মেহেদী/রোকসানা/সাহেলা/রফিকুল/জয়নুল/২০২১/২০৩০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                                               নম্বর : ৬৫৭

 

কোভিড-১৯ (করোনা ভাইরাসসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ২৮ মাঘ (১১ ফেব্রুয়ারি) : 

 ‌          স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৭৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৪১৮ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৩৯ হাজার ৫৭১ জন।

 

          গত ২৪ ঘণ্টায় ৯ জন-সহ এ পর্যন্ত ৮ হাজার ২৪৮ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।

 

          করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ৯৭১ জন।

 

#

 

হাবিবুর/রোকসানা/সাহেলা/রফিকুল/আব্বাস/২০২১/১৭৪২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর : ৬৫৬

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দেশে ক্লিন এনার্জির প্রসারকে গুরুত্ব দেয়া হচ্ছে

ঢাকা, ২৮ মাঘ (১১ ফেব্রুয়ারি) : 

          বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশে ক্লিন এনার্জির প্রসারকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। পরিবেশের সাথে সমন্বয় করেই সকল উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয়। নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও বিকাশে নেয়া হয়েছে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ।

          ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ আজ সচিবালয়ে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি এ কথা বলেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

          বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ডেনমার্ক ক্লিন এনার্জিতে যেভাবে এগিয়েছে তা অনুকরণীয়। বিদ্যুৎ খাতে বিনিয়োগের উপখাতগুলো বর্ণনা করে প্রতিমন্ত্রী বলেন, উইন্ড ম্যাপিং ও উইন্ড পাওয়ার-এ ডেনমার্ক বিনিয়োগ  করতে পারে। জয়েন্ট ভেঞ্চার বা পিপিপি ফরম্যাটে এ বিনিয়োগ হতে পারে। তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার জন্য ফ্রেমওয়ার্ক চুক্তি থাকলে পরবর্তী কাজ দ্রুত এগোবে।

          ডেনমার্কের রাষ্ট্রদূত বাংলাদেশের দ্রুত অগ্রগতির প্রশংসা করে বলেন, ডেনমার্কের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রযুক্তিগত সহযোগিতা করতে আগ্রহী। দু’দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ করার জন্য ডায়লগ আয়োজন করা যেতে পারে। এ সময় তিনি ক্লিন এনার্জি ও গ্রিন এনার্জি ট্রানজিশন নিয়ে আলোচনা করেন।

          আলোচনাকালে ডেনমার্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর আলী মোস্তাক বাট উপস্থিত ছিলেন।

#

আসলাম/পরীক্ষিৎ/শাম্মী/রেজ্জাকুল/কুতুব/২০২১/১৬৫০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ৬৫৫

বিদ্যুতের সুষম বণ্টন নিশ্চিতে আঞ্চলিক সহযোগিতা গুরুত্বপূর্ণ

                                                        -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ২৮ মাঘ (১১ ফেব্রুয়ারি) : 

          বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ সরবরাহের সুষম বন্টন নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।  

          প্রতিমন্ত্রী আজ অনলাইনে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব এনার্জি রিসোর্স ও ডিলরেট এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্রস বর্ডার পাওয়ার ট্রেডিং’ শীর্ষক কর্মশালায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

          তিনি বলেন,  আঞ্চলিক ও উপআঞ্চলিক বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতাকে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয়। ইতোমধ্যে ভারত হতে ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে হচ্ছে। নেপাল হয়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। ভুটানের সাথে আলোচনা চলছে। বাংলাদেশের পাওয়ার সিস্টেম মাষ্টার প্ল্যানেও ক্রস বর্ডার ট্রেড এর মাধ্যমে শতকরা ১৫ ভাগ বিদ্যুৎ অর্থাৎ ২০৪১ সালের মধ্যে ৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির নির্দেশনা রয়েছে। প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং রাখবে। ক্রস বর্ডার পাওয়ার ট্রেড পরিবেশ সংরক্ষণ করবে এবং আর্থিক ভাবেও সাশ্রয়ী।

          ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যদের সাথে বিদ্যুৎ সচিব মোঃ হাবিবুর রহমান, যুক্তরাষ্ট্রের বাংলাদেশস্থ দূতাবাসের মিশন উপপ্রধান মিজ জুঅ্যান ওয়াগনার এবং পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

#

আসলাম/পরীক্ষিৎ/শাম্মী/রেজ্জাকুল/শামীম/২০২১/১৫৩০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ৬৫৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষ ডিগ্রি পাস পরীক্ষা শুরু ১৩ ফেব্রুয়ারি

ঢাকা, ২৮ মাঘ (১১ ফেব্রুয়ারি) : 

          জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ২য় বর্ষ ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে। পরীক্ষা চলবে ২৩ মার্চ পর্যন্ত। আজ জাতীয় বিশ্ববিদ্যালয় এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে।

          শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ২ টা থেকে পরীক্ষা শুরু হবে। সারাদেশে মোট ১ হাজার ৮৭৭টি কলেজের ৭০২টি কেন্দ্রে ১ লাখ ৯০ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী এবারের ২য় বর্ষের পরীক্ষায় অংশ নিবেন।

          প্রজ্ঞাপনে জানানো হয়, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হল।

#

ফয়জুল/পরীক্ষিৎ/শাম্মী/রেজ্জাকুল/শামীম/২০২১/১৫১৭ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ৬৫৩

 

বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজপ্রতিযোগিতা

গতকালের বিজয়ীদের তালিকা

ঢাকা, ২৮ মাঘ (১১ ফেব্রুয়ারি) : 

          জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত গতকালের অনলাইনভিত্তিক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতার স্মার্টফোন বিজয়ী পাঁচজন হলেন :  ঢাকার মো. হেলাল হোসেন সাগর, বরিশালের মো. সাকিব খান, চাঁপাইনবাবগঞ্জের আল হেলাল, ঢাকার মো. রেজওয়ান রশীদ ও চাঁপাইনবাবগঞ্জের আবু নিজাম।

          গতকালের কুইজে ৮১ হাজার ১২৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।

          স্মার্টফোন বিজয়ী পাঁচজনসহ ১০০ জিবি মোবাইল ডাটা বিজয়ী ১০০ জনের ছবিযুক্ত নামের তালিকা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির ওয়েবসাইট https://mujib100.gov.bd অথবা https://quiz.priyo.com থেকে জানা যাবে।

#

মোহসিন/পরীক্ষিৎ/শাম্মী/রেজ্জাকুল/শামীম/২০২১/১৪২১ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                                                      নম্বর : ৬৫২

আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

ঢাকা, ২৮ মাঘ (১১ ফেব্রুয়ারি) :

          ১৪৪২ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও পবিত্র শবেমেরাজ এর তারিখ নির্ধারণ এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল সন্ধ্যা ৬.৩০ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন ব

2021-02-11-22-37-af4175af07b35b92caff9b47f9ac8482.docx