Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী ৮ সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                   নম্বর: ৮০৬

নেপাল থেকে বিদ্যুৎ আমদানি নিয়ে আলোচনা

ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর):

নেপাল থেকে বিদ্যুৎ আমদানি ও তাদের সাথে যৌথ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের বিষয়ে সেদেশের রাষ্ট্রদূতের সাথে আলোচনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী (Ghanshyam Bhandari)-র নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাতে এ আলোচনা হয়।

উপদেষ্টা নেপাল হতে ৪০ মেগাওয়াট হাইড্রো ইলেক্ট্রিক পাওয়ার ক্রয়, নেপালের সাথে যৌথ উদ্যোগে ৬৮৩ মেগাওয়াট সাকোশি-৩ হাইড্রোপাওয়ার প্ল্যান্ট স্থাপন এবং নেপাল’স জিএমআর আপার হাইড্রোপাওয়ার লিমিটেড হতে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য পাওয়ার সেল এগ্রিমেন্টের বিষয়ে রাষ্ট্রদূতের সাথে আলোচনা করেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান নেপালের রাষ্ট্রদূতকে বলেন, নেপাল বাংলাদেশের দীর্ঘদিনের পুরনো প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। বাংলাদেশ নেপালের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সার্কের মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরো জোরদারের ব্যাপারে এসময় দু’জনের মাঝে আলোচনা হয়।

রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, নেপাল প্রথম থেকেই ছাত্র আন্দোলনকে স্বীকার করেছে এবং বাংলাদেশের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করেছে। বাংলাদেশের সাথে নেপালের ভালো সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেন তিনি।  

          সাক্ষাৎকালে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী উপস্থিত ছিলেন।

#

শফি/আকরাম/খায়ের/সঞ্জীব/শামীম/২০২৪/২১১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর: ৮০৫ 

হতাহতের ঘটনায় এস এন কর্পোরেশন ও

এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের পরিবেশগত ছাড়পত্র স্থগিত

 

ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর):  

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে দুর্ঘটনায় হতাহতের পরিপ্রেক্ষিতে এস এন কর্পোরেশন (ইউনিট-২) ও এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের পরিবেশগত ছাড়পত্র স্থগিত করেছে পরিবেশ অধিদপ্তর। কেন তাদের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা হবে না, সে বিষয়ে আগামী ৩ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের শিপ ব্রেকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

গত ৭ সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে মেসার্স এস এন কর্পোরেশন (ইউনিট-২) শিপ ব্রেকিং ইয়ার্ডে এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের কাটিং কার্যক্রম চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জন শ্রমিক আহত হন এবং ১ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার প্রাথমিক তদন্তে দেখা গেছে, শিপ ব্রেকিং ইয়ার্ডের পরিবেশগত ছাড়পত্রের কয়েকটি শর্ত লঙ্ঘিত হয়েছে। একইভাবে, স্ক্র্যাপ জাহাজের ছাড়পত্রের শর্তাবলিও ভঙ্গ করা হয়েছে বলে কমিটির ধারণা।  

#

দীপংকর/আকরাম/খায়ের/সঞ্জীব/মোশারফ/আব্বাস/২০২৪/২১১০ ঘণ্টা

 

 

Handout                                                                                                                  Number: 804

 

Environmental clearance for S.N. Corporation

(Unit-2) and MT. SWARAJYA scrap ship suspended
 

 

Dhaka, 8 September:

            On the directive of Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest, and Climate Change, the Department of Environment has suspended the environmental clearance for S.N. Corporation (Unit-2) and the MT. SWARAJYA scrap ship due to the accident that caused casualties. A show cause notice has been issued, requiring an explanation within three working days as to why their operations should not be permanently shut down. Until further notice, all ship-breaking activities of the Swarajya scrap ship will remain suspended.

            On 7 September an explosion occurred during the cutting of the MT. SWARAJYA scrap ship at the ship-breaking yard of S.N. Corporation (Unit-2) in Sitakunda, Chattogram. One worker died and 12 were injured in the blast.

            Initial investigations revealed violations of several conditions of the environmental clearance for the ship-breaking yard. It is also believed that conditions of the scrap ship's clearance were breached.

#

 

Dipankar/Akram/Sanjib/Joynul/2024/2110 hour 

 

 

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর: ৮০৩

 

আন্তর্জাতিক নাগরিক হয়ে ওঠার জন্য আমাদের অন্য ভাষা চর্চা করা প্রয়োজন

                                                     --- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর):

          প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, যোগাযোগ, যাতায়াত, অর্থনীতি, সবদিক দিয়ে বিশ^টাই একটি একীভূত বিষয় হয়ে গেছে। আন্তর্জাতিক নাগরিক হয়ে ওঠার জন্য আমাদের অন্য ভাষা চর্চা করা প্রয়োজন।

          আজ ঢাকায় তেজগাঁওস্থ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৪’ উদ্যাপন উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ‘বহু ভাষায় শিক্ষার প্রসার: পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা’ এ প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের সাথে আজ বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ অনুষ্ঠানের আয়োজন করে।

           উপদেষ্টা বলেন, শিক্ষা মানুষের অধিকার। বাংলাদেশের সংবিধানের ১৭ নং অনুচ্ছেদে নির্ধারিত স্তর পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করা হয়েছে। সাক্ষরতা বিস্তারে সাফল্যের জন্য আমরা ১৯৯৮ সালে ইউনেস্কো পুরস্কার পেয়েছি। আমরা অবৈতনিক শিক্ষা ও বাধ্যতামূলক শিক্ষা প্রকল্প গ্রহণ করেছি। শুধু অবৈতনিক শিক্ষা নয়, আমরা উপবৃত্তি দিচ্ছি, বইপত্র দিচ্ছি, স্কুলে দুপুরের খাবারের ব্যবস্থা কোনো কোনো স্কুলে হচ্ছে; সেটিকে আরো বিস্তৃত করার চেষ্টা করছি। তিনি বলেন, ভাষা ছাড়া অস্তিত্ব কল্পনা করা যায় না, শিশুরা মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে না পারলে তাদের ‘ডেভেলপড’ হতে সমস্যা হয়।

          উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক নুরজাহান খাতুন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদ, বাংলাদেশস্থ ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ (SUSAN VIZE) প্রমুখ।

          প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, দক্ষতাভিত্তিক সাক্ষরতা প্রকল্প  গ্রহণ করা হয়েছে। এটি পাইলট প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়েছে। আমরা শুধু মানুষকে সাক্ষর করে তুলতে চাই না, তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চাই; যেন সে কর্মজীবনে দক্ষ হয়ে উঠতে পারে। সাক্ষরতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাক্ষরতার মাধ্যমে একজন মানুষের ব্যক্তিত্ব পরিবর্তন হয়ে যায়। একজনকে সক্ষম করে তোলা মানে তার জ্ঞানের মাত্রাটা অবারিত হয়, অভিজ্ঞতাটা অবারিত হয়, প্রকাশটা অবারিত হয়।

          উপদেষ্টা বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৪’ এর উদ্বোধন করেন।

#

জাহাঙ্গীর/আকরাম/সঞ্জীব/জয়নুল/২০২৪/২১১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                     নম্বর: ৮০২

 

সংবিধান বিষয়ে মতামত দেবে ছাত্র-জনতা

               -- স্থানীয় সরকার উপদেষ্টা

ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর) :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, সংবিধান সংস্কার ও নির্বাচনি ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে আলোচনা হচ্ছে। তবে সেটি কোন প্রক্রিয়ায় হবে তা এখনও ঠিক হয়নি। এক্ষেত্রে, ছাত্র-জনতার কাছ থেকে মতামত নিতে হবে। সংবিধান পুনর্লিখন, সংশোধন নাকি বাতিল করা হবে তা ছাত্র-জনতার মতামতের ওপর নির্ভর করবে। সংবিধানের মধ্যে থেকে জিম্মি করে আওয়ামী লীগ সরকার মানুষকে দমন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদকিদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা আরো বলেন, সংস্কার ১৫ দিনে করা যাবে না। এ ক্ষেত্রে সময় লাগবে। নির্বাচনি ব্যবস্থাকে ভোটারদের কাছে গ্রহণযোগ্য করার ব্যবস্থা করা হবে। আগামী নির্বাচন কবে হবে ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়টি ছাত্র-জনতা ঠিক করবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনি ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এ নিয়ে কাজ করছে। এ সরকার হচ্ছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফসল। এ বিষয়ে ছাত্র-জনতারও ভূমিকা আছে।

এ দিন ঢাকায় সচিবালয়ে ডেঙ্গু-সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। গত বছর এই দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জন রোগী মৃত্যুবরণ করেন, আজ মৃতের সংখ্যা ১ জন। তবে এতে আমাদের সন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য হবে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন রোগীও যেন মারা না যায়।

হাসান আরিফ জানান, ডেঙ্গু যাতে বৃদ্ধি না পায় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসা ও সচেতনতার ওপর জোর দেওয়া হয়েছে। সচেতনতা বাড়াতে প্রতি শুক্রবার মসজিদ, মন্দির-সহ সকল ধর্মীয় উপাসনালয়ে প্রচার চালানো হবে। উন্নত দেশের ন্যায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে গবেষণামূলক কার্যক্রম নেওয়া হবে। ডেঙ্গু বিষয়ক সচেতনতা বাড়াতে সংস্কৃতিকর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে উপদেষ্টা বলেন, এক মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি এটা ঠিক। জুলাইয়ের ঘটনায় পুলিশ দলীয়ভাবে নির্দেশ পালন করতে গিয়ে যে কাণ্ড ঘটিয়েছে সেখান থেকে তারা এখনও বের হতে পারেনি। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান-সহ স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সকল প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

#

 

পবন/আকরাম/খায়ের/সঞ্জীব/রেজাউল/২০২৪/২০৩৩ ঘণ্টা

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                                     নম্বর: ৮০১

 

নৌপরিবহন উপদেষ্টার সাথে

শিপার্স কাউন্সিল অভ্ বাংলাদেশ-এর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর) :

আজ সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের অফিসকক্ষে নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে শিপার্স কাউন্সিল অভ্ বাংলাদেশ (এসসিবি) এবং বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল এন্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।  

 

সাক্ষাতে শিপার্স কাউন্সিল অভ্ বাংলাদেশের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বোর্ডে শিপার্স কাউন্সিলের কোনো প্রতিনিধি নেই। তিনি উপদেষ্টার কাছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বোর্ডে শিপার্স কাউন্সিল অভ্ বাংলাদেশের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার বিষয়ে অনুরোধ জানান। এসময় দেশের রপ্তানি বাণিজ্য ও বন্দর কার্যক্রমে শিপার্স কাউন্সিল অভ্ বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন। চেয়ারম্যান রেজাউল করিম পাট থেকে তৈরি সোনালী ব্যাগের ভূয়সী প্রশংসা করেন।

 

দেশের রপ্তানিখাতে শিপার্স কাউন্সিলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে জানান উপদেষ্টা। তিনি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বোর্ডে একজন শিপার্স প্রতিনিধি অন্তর্ভুক্তির বিষয়টি যৌক্তিক তা বিবেচনার জন্য সভাতে উপস্থিত ভারপ্রাপ্ত সচিবকে নির্দেশনা প্রদান করেন। পরিবেশবান্ধব সোনালী ব্যাগ বহুল ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে এবং এক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। 

 

এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বণিক, অতিরিক্ত সচিব সুরাইয়া পারভীন শেলী, শিপার্স কাউন্সিল অভ্ বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল আহসান, ভাইস চেয়ারম্যান গনেশ চন্দ্র সাহা ও শিপার্স কাউন্সিল অভ্ বাংলাদেশের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

 

বস্ত্র ও পাট উপদেষ্টার সাথে বিএসটিএমপিআইএ প্রতিনিধিদলের সাক্ষাৎ

 

এর আগে সচিবালয়ে বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সাথে বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল এন্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে বিএসটিএমপিআইএ এর সভাপতি হামিদুল হক খোকন টেক্সটাইল শিল্পের বিকাশ ও আধুনিকায়নে বিনিয়োগ বৃদ্ধির জন্য তহবিল গঠনের নীতি প্রণয়নের বিষয় নিয়ে আলোচনা করেন। এক্ষেত্রে ব্যাংক সুদের হার কমানোর জন্য অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করতে অনুরোধ জানান।

 

উপদেষ্টা দেশের টেক্সটাইল খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ও চিহ্নিত দিকগুলো নিয়ে কাজ করার আশ্বাস প্রদান করেন। এ খাতের বিকাশে বস্ত্র ও পাট উপদেষ্টা সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

 

এ সময় বস্ত্র ও পাট সচিব মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, বিএসটিএমপিআইএ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ জাহাঙ্গীর কবীর, আব্দুস সালাম ভূঁইয়া এবং বিএসটিএমপিআইএ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

 

#

 

আসিফ/আকরাম/খায়ের/মোশারফ/রেজাউল/২০২৪/২০২৮ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ৮০০ 

পরিকল্পনা উপদেষ্টার সাথে ইউনিসেফ, ইউনেস্কো

ও ইউএনএফপিএ প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর):

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এর সাথে ইউনিসেফ, ইউনেস্কো ও ইউএনএফপিএ-র প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

রাজধানীর শের-ই-বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে জাতিসংঘের অন্তবর্তীকালীন আবাসিক সমন্বয়ক এবং বাংলাদেশে ইউএনএফপি-এর এজেন্সি প্রধান ক্রিস্টিন ব্লখুস (Kristine Blokhus), বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ (Susan Vize) এবং বাংলাদেশে ইউনিসেফের ডেপুটি প্রতিনিধি এমা ব্রিগহাম (Emma Brigham) উপস্থিত ছিলেন।

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা প্রতিনিধিদলকে বলেন, আমরা মানসম্মত শিক্ষার উপর জোর দিচ্ছি। এ ব্যাপারে জাতিসংঘ এবং এর বিশেষায়িত সংস্থাসমূহের সবরকমের সহযোগিতাকে স্বাগত জানাই।

প্রতিনিধিবৃন্দ শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের উদ্যোগসমূহকে বাস্তবসম্মত অভিহিত করে যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত বলে শিক্ষা উপদেষ্টাকে জানান। তারা শিক্ষা ক্ষেত্রে সংস্কারের উপর জোর দেন, বিশেষত শিক্ষানীতি ২০১০ হালনাগাদ করা দরকার বলে মতামত দেন।

#

মাহমুদুল/আকরাম/খায়ের/সঞ্জীব/শামীম/২০২৪/২০০৫ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ৭৯৯

 

 

পরিকল্পনা উপদেষ্টার সাথে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

 

ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর) :   

 

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এর সাথে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-র প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

 

রাজধানীর শের-ই-বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুছি তমহিদে (Ichiguchi Tomohide) এর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন ঊর্ধতন প্রতিনিধি কমরি তাকাশি (Komori Takashi) এবং ইয়ামাদা ইজি (Yamada Eiji)।

 

পরিকল্পনা উপদেষ্টা জাইকা প্রতিনিধিবৃন্দকে ধন্যবাদ জানান এবং অতীতের মতো আগামী দিনগুলোতেও জাপান বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন। 

 

জাইকা প্রতিনিধিদল বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রতি তাদের সমর্থনের কথা জানান এবং বাংলাদেশে তাদের উন্নয়ন কার্যক্রম সর্ম্পকে পরিকল্পনা উপদেষ্টাকে অবহিত করেন।

 

 

#

 

মাহমুদুল/আকরাম/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৯৫৭ ঘণ্টা

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ৭৯৮ 

গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত

 

ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর):

বিভিন্ন আইন প্রয়োগকারী বা গোয়েন্দা সংস্থা কর্তৃক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এ বিষয়ে গঠিত পাঁচ সদস্যের কমিশন অভ্‌ ইনকোয়ারি’র প্রথম সভায় আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকার গুলশানে কমিশনের কর্যালয়ে সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ সভায় কমিশনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

পুলিশ, র‍্যব, বিজিবি, সিআইডি, বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার, এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড-সহ আইন প্রয়োগকারী কোনো সংস্থার কোনো সদস্য কর্তৃক জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে নিয়োজিত এ কমিশনের কার্যক্রম সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৬টা পর্যন্ত যথারীতি পরিচালিত হবে।

#

 

মেহেদি/আকরাম/খায়ের/সঞ্জীব/শামীম/২০২৪/১৮২০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ৭৯৭

ডিসেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত আছে

                               -  কৃষি সচিব

ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর):

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, দেশে ইউরিয়া-নন ইউরিয়া সারের যে মজুত রয়েছে তা দিয়ে আগামী ডিসেম্বর পর্যন্ত কোনো সংকট হবে না। আগামী ডিসেম্বর পর্যন্ত সার নিয়ে কোনো চিন্তার কারণ নেই।

আজ কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময়কালে কৃষি সচিব একথা বলেন।

এসময় বিএআরএফ এর সভাপতি রফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাওসার আজম, অর্থ সম্পাদক আয়নাল হোসেন, দপ্তর সম্পাদক ফারুক আহমাদ আরিফ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শওকত আলী পলাশ, কার্যনির্বাহী সদস্য মুন্না রায়হান ও হরলাল রায় সাগর উপস্থিত ছিলেন।

কৃষি সচিব বলেন, ‘সারের বর্তমান মজুত দিয়ে ডিসেম্বর পর্যন্ত চাহিদা মেটানো যাবে। তবে সার আমদানির এলসি খোলার ক্ষেত্রে এখনো কিছুটা সংকট রয়েছে, যেটা আমরা সমাধানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

সভায় জানানো হয়, দেশে ১০ লাখ ৬৩ হাজার মেট্রিক টন নন ইউরিয়া সার মজুত আছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে কয়েকটি ধাপে প্রণোদনা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান সচিব। তিনি বলেন, কৃষকদের সহায়তার জন্য এখন পর্যন্ত ১৯৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা কয়েকটি ধাপে কৃষি পুনর্বাসনে ব্যবহার করা হবে। ২৩ টি জেলার ১৪ লাখের বেশি কৃষক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও মূলত ১১টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রণোদনার বেশির ভাগই এই জেলাগুলোর কৃষকদেরকে টার্গেট করেই দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত এসব জেলা এবং আশপাশের জেলাগুলোর কৃষি বিভাগের যত অব্যবহৃত জায়গা রয়েছে সব জায়গায় রোপা আমনের বীজতলা তৈরি করা হয়েছে। যা আমন চাষীদের মধ্যে বিতরণ করা হবে। পুনর্বাসনের আওতায় নয়টি জেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৮০ হাজার কৃষককে এক বিঘা জমি চাষের জন্য বিনামূল্যে রোপা আমনের উফশী জাতের বীজ, সার সহায়তা (১০কেজি) এবং মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ১ হাজার করে নগদ টাকা দেওয়া হবে বলে জানান সচিব।

সচিব বলেন, বসতবাড়িতে আগাম শীতকালীন সবজি চাষের জন্য ২২টি জেলায় দেড় লাখ কৃষককে বিভিন্ন জাতের সবজির বীজ ও এক হাজার করে নগদ টাকা দেওয়া হবে।

উজান থেকে নেমে আসা ঢল ও টানা ভারী বর্ষণে গত ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১৪ লাখ ১৪ হাজার ৮৯ জন। যে পরিমাণ জমির ফসল নষ্ট হয়েছে তাতে করে ধান, সবজি, ফলমূলসহ প্রায় ১০ লাখ মে. টন উৎপাদন নষ্ট হয়েছে। টাকার অংকে এই ক্ষতির পরিমাণ ৩ হাজার ৩৪৬ কোটি টাকা। বন্যায় মোট তিন লাখ ৭২ হাজার ৭৩৩ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষককে ধানের বীজ, চারা, সার ও নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। বন্যার পানি চলে যাওয়ার পর ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে সেই অনুযায়ী পূনর্বাসনের জন্য আর কি কি কর্মসূচি নেওয়া যায় তা ঠিক করা হবে বলে জানান কৃষি সচিব।

বন্যার কারণে দেশে খাদ্য ঘাটতিতে পড়বে কিনা-জানতে চাইলে সচিব বলেন, আগামী মৌসুমে বোরো উৎপাদনে কোনো সমস্যা না হলে খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো সংকট হবে না। তাই এখন আমাদের টার্গেট আগামী বোরো মৌসুমে ভালো উৎপাদন করা।

#

জাকির/আকরাম/খায়ের/মোশারফ/শামীম/২০২৪/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৭৯৬

 

প্রধান উপদেষ্টার পক্ষে ১ কোটি ৭১ লাখ টাকার আনুদান গ্রহণ করেছেন ত্রাণ উপদেষ্টা

 

ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর):

          প্রদান উপদেষ্টার পক্ষে আরো ১ কোটি ৭১ লাখ ৭৪  হাজার ৫১ টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে তিনি আজ তার দপ্তরে এই অনুদান গ্রহণ করেন।

          প্রতিষ্ঠানসমূহের মধ্যে ভাইয়া হোটেল এন্ড রিসোর্টস লিমিটেড ১০ লাখ টাকা, ভাইয়া হাউজিং লিমিটেড ১০ লাখ টাকা, এস এম লেবেলস বাংলাদেশ লিমিটেড ১৮ লাখ ৩৫ হাজার ৯৯৬ টাকার চেক প্রদান করেন। অপর দিকে ব্যক্তি পর্যায়ে যশোরের মোঃ কবির হোসেন ১ লাখ ৮০ হাজার টাকা, নাজমুল হুদা ১ লাখ টাকার চেক প্রদান করেন। রাজশাহী কলেজ এইচ এইচ এমএনই এসোসিয়েশন ৫ লাখ ৫৭ হাজার ৩৫৫ টাকা, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকারস এসোসিয়েশন ১০ লাখ টাকা, সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেড ৩ লাখ টাকা, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ১ কোটি টাকা, ঢাকা ইউনিভার্সিটি একাউন্টিং ৪র্থ ব্যাচ ১২ লাখ টাকার চেক প্রদান করেন।

          উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যাক্তি ও প্রতিষ্ঠান সমূহকে ধন্যবাদ জানান।

#

 

এনায়েত/আকরাম/খায়ের/সঞ্জীব/জয়নুল/২০২৪/২০১০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৭৯৫

 

নেপালি শিক্ষার্থীদের নিরাপত্তা ও সহজে ভিসা প্রদানে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস

 

ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর):

          স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সঙ্গে আজ রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি সাক্ষাৎ করেছেন। এসময় মেডিকেল ও অন্যান্য বিষয়ে বাংলাদেশে অধ্যয়নরত প্রায় তিন হাজার নেপালি শিক্ষার্থীর নিরাপত্তা ও ভিসা সহজীকরণে রাষ্ট্রদূত অনুরোধ জানালে তাঁকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

          সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য বৃদ্ধি, নেপালি শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ বিষয়ে তথ্য আদান-প্রদান-সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

          উপদেষ্টা বলেন, নেপাল বাংলাদেশের অন্যতম নিকটবর্তী প্রতিবেশী ও স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম কয়েকটি দেশের মধ্যে অন্যতম। তিনি এসময় দুই দেশের মধ্যে পারস্পরিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

          রাষ্ট্রদূত নেপাল সরকারের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও নেপালের কিছু নদীর উৎসমুখ একই বিধায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণের ক্ষেত্রে দুই দেশের  পরস্পরিক সহযোগিতায় নেপাল প্রস্তুত রয়েছে।

          বৈঠকে ঢাকাস্থ নেপাল দূতাবাস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

ফয়সল/আকরাম/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৯৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ৭৯৪

 

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর) :   

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেল-সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :     

মূলবার্তা:

‘হতাহতের ঘটনায় এস এন কর্পোরেশন (ইউনিট-২) ও এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের পরিবেশগত ছাড়পত্র স্থগিত ও জাহাজটির ভাঙা কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর।’ 

 

#

 

দীপংকর/আকরাম/খায়ের/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৯১১ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৭৯৩

 

বিজিবি’র অভিযানে আগস্ট মাসে ২৭২ কোটি ৬৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

 

ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর) :   

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আগস্ট-২০২৪ মাসে দেশের সীমান্ত এলাকা-সহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২৭২ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে। 

 

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২৯ কেজি ১৩১ গ্রাম স্বর্ণ, ১৬ কেজি ৩০০ গ্রাম রুপা, ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ, ১ লাখ ২১ হাজারা ৫৫১টি কসমেটিক্স সামগ্রী, ২৫ হাজার ৯২২টি ইমিটেশন গহনা, ১২ হাজার ১৮৩টি শাড়ি, ৪ হাজার ৫৭টি থ্রিপিস, শার্টপিস, চাদর, কম্বল ও তৈরি পোশাক। বিজিবি এ অভিযানে ২ হাজার ২৬১ মিটার থান কাপড়, ২ হাজার ২৭ ঘনফুট কাঠ, ৩ হাজার ৭৩১ কেজি ৫০০ গ্রাম চা পাতা, ৩ লাখ ৯১ হাজার ৪৩ কেজি চিনি, ১৭ হাজার ৩৮০ কেজি কয়লা, ১৯ হাজার ৪৩৯টি মোবাইল ডিসপ্লে, ১ লাখ ২৬ হাজার ৩০৪টি চশমা এবং ১ হাজার ৩৬৬ কেজি ৫০০ গ্রাম জিরা জব্দ কেরেছে। তাছাড়া অভিযানে ৬টি ট্রাক, ১২টি পিকআপ, ৪টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ৯টি ট্রলি, ১৯১টি নৌকা, ১৭টি সিএনজি ও ইজিবাইক, ৩৮টি মোটরসাইকেল এবং ৩২টি বাইসাইকেলও জন্দ করে।

 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি পিস্তল, ২টি গান জাতীয় অস্ত্র, ১টি মর্টার শেল, ১টি ম্যাগাজিন এবং ১৮ রাউন্ড গুলি। এছাড়া গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে।

 

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়া

2024-09-08-15-56-4573cce45d573285610be84578f5587c.docx