তথ্যবিবরণী নম্বর: ৩২৫৪
পহেলা বৈশাখের শোভাযাত্রায় ফকির বাউলের মনে রঙিন আনন্দ ছিল
-- শারমীন এস মুরশিদ
ঢাকা, ৩ বৈশাখ (১৬ এপ্রিল):
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন করে ভালবাসা, নতুন করে সবাইকে নিয়ে চলা, নতুন করে প্রতিজ্ঞা করা এবং নতুন করে ভাবার সময় এসেছে আমাদের।
উপদেষ্টা আজ ঢাকার ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরে বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ছোট ছোট আনন্দ বিশাল বোধ তৈরি করে, আর বিশাল বিশাল পাওয়া বিষাদ তৈরি করে, যা কাম্য নয়। এ বাংলাদেশের সবাইকে নিয়ে গড়ে ওঠা বাংলাদেশকে আমরা মনেপ্রাণে আঁকড়ে ধরে রাখবো- হোক না এই নতুন বছরে আমাদের প্রতিজ্ঞা। তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্ম, ছোট বাচ্চারা যেভাবে প্রাণ দিয়েছিল তারা সেই স্বপ্নটা দেখতে পেরেছে কি না জানি না কিন্তু আমরা সেই স্বপ্নটা তাদের জন্য দেখবো। তিনি দেশের তরুণদের উদ্দেশ্যে বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৫১ শতাংশ জনগোষ্ঠীর প্রতিনিধি তোমরা।
উপদেষ্টা আরো বলেন, যার কারণে গত বছরের চাইতে এবার আমরা অনেক বড় আকারে ২৭টি জাতিগোষ্ঠীর সমন্বয়ে ৫৪ বছর পর আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ দেখেছি। আনন্দ শোভাযাত্রায় ফকির বাউলরা ছিল, তাদের মনে যে রঙিন আনন্দ ছিল, তা দেখে মনে হল এটাইতো আমার বাংলাদেশ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
#
রফিক/মেহেদী/রফিকুল/সেলিম/২০২৫/২১৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩২৫৩
ঢাকায় শিগগিরই প্রবাসীদের কল্যাণে প্রবাসী হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে
--- ড. আসিফ নজরুল
ঢাকা, ৩ বৈশাখ (১৬ এপ্রিল):
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ঢাকার গুলশানে শিগগিরই প্রবাসীদের কল্যাণে প্রবাসী হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। হাসপাতালটি বিদেশ ফেরৎ প্রবাসীদের দ্বারা পরিচালিত হবে। শেয়ার ক্রয়ের মাধ্যমে হাসপাতালটির মালিকানাও লাভ করবেন প্রবাসীরা।
উপদেষ্টা আজ ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আয়োজিত প্রবাসীদের মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী ভাতা, অসুস্থ প্রবাসীদের চিকিৎসা সহায়তা এবং প্রবাসে মৃতের পরিবারকে আর্থিক অনুদান এবং বিমা ও মৃত্যুজনিত ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, প্রবাসীদের কল্যাণ, অধিকার এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করছে সরকার। যেসকল প্রবাসী ভাইয়েরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে গ্রেফতার হয়েছিলেন, তারা কারামুক্ত হয়েছেন এবং দেশে আসার পর তাঁদেরকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে অনুদানও প্রদান করা হয়েছে।
বছরের পর বছর প্রবাসগামী ও প্রবাসফেরত কর্মীদেরকে বিমানবন্দরে বিনা কারণে হয়রানির শিকার হতে হয়েছে। ইতোমধ্যে বিমানবন্দরে গৃহীত নানা পদক্ষেপের কারণে প্রবাসীদের হয়রানি বন্ধ হয়েছে। বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মীরা প্রবাসীদের সাথে যেন ভাল আচরণ করে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যন্ত দৃষ্টিনন্দন ‘প্রবাসী লাউঞ্জ’ স্থাপন করা হয়েছে। সেখানে শতকরা ৩০ ভাগ পর্যন্ত সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন খাবার, ফ্রি ওয়াই-ফাই, ফ্রি টেলিফোন, মোবাইল চার্জিংসহ অন্যান্য সুবিধা রয়েছে। প্রবাসগামী ও প্রবাসফেরত কর্মীদের ভোগান্তি এড়াতে বিমানবন্দরের অভ্যন্তরে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্কে অতিরিক্ত জনবল নিয়োগের মাধ্যমে তাদেরকে সেবা প্রদান করা হচ্ছে।
উপদেষ্টা বলেন, প্রতিদিন গড়ে ১৫-২০ জন প্রবাসীকর্মীর মৃতদেহ দেশে ফেরত আসে। এই মৃতদেহ পরিবহনের জন্য ইতোপূর্বে বোর্ডের অ্যাম্বুলেন্স ব্যবহারে প্রবাসীদের ভাড়া দিতে হতো। বর্তমানে অ্যাম্বুলেন্স ভাড়া সম্পূর্ণ ফ্রি করা হয়েছে এবং আরো দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স ক্রয়ের বিষয় প্রক্রিয়াধীন।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড পরিচালিত প্রবাসবন্ধু কল সেন্টারকে শক্তিশালী ও কার্যকর করা হয়েছে। এছাড়া সেবা প্রার্থীদের সুবিধার্থে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে।
উপদেষ্টা বলেন, প্রবাসীদের সাময়িকভাবে অবস্থানের জন্য ঢাকায় বিমানবন্দরের সন্নিকটে খিলক্ষেত এলাকায় ওয়েজ আর্নার্স সেন্টারে ৫০ শয্যা বিশিষ্ট ডরমেটরিকে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ২০০ শয্যাবিশিষ্ট ভবনে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ভবন নির্মিত হলে দেশের বিভিন্ন প্রান্ত হতে আসা বিদেশগামী ও প্রত্যাবর্তনকারী প্রবাসী নিরাপদে এ সেন্টারে অবস্থান করতে পারবেন এবং সাশ্রয়ী মূল্যে খাবার পাবেন। জেলায় স্থাপিত ওয়েজ আর্নার্স সেন্টারকে বিদেশগামী কর্মীদের ওরিয়েন্টেশন ও ব্রিফিং, বিদেশ গমনেচ্ছু কর্মীদের ভাষা শিক্ষা, প্রশিক্ষণ-সহ নানা সুযোগ-সুবিধা সংবলিত প্রবাসী কমপ্লেক্স হিসাবে গড়ে তোলা হবে বলে উপদেষ্টা উল্লেখ করেন।
পরে উপদেষ্ট্ া১২ টি পরিবারের মধ্যে ৩৬ লাখ টাকার আর্থিক অনুদান, প্রবাসী পরিবারের ৬৫ জনের মধ্যে ২১ লাখ টাকার শিক্ষাবৃত্তি, ১১ জনের মধ্যে বিমা দাবির এক কোটি ৪ লাখ টাকা, ২টি পরিবারের মধ্যে ক্ষতিপূরণ বা বকেয়া বা সার্ভিস বেনিফিটের অর্থ বাবদ ২৭ লাখ ৬৭ হাজার টাকা, ৩ জনের মধ্যে চিকিৎসা সহায়তা হিসেবে ৩ লাখ ৩০ হাজার এবং দশ জনের মধ্যে প্রতিবন্ধী ভাতা হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা-সহ মোট এক কোটি ৯৩ লাখ ১৩ হাজার টাকার চেক হস্তান্তর করেন।
#
শেফায়েত/মেহেদী/মাহমুদুল/রানা/রফিকুল/জয়নুল/২০২৫/২০২০ ঘণ্টা
Handout Number: 3252
Strict legal action will be taken for open burning of waste
-- Environment Advisor
Dhaka, April 16:
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, has said that strict legal action will be taken against anyone found burning waste in open areas such as Matuail and Aminbazar. Both government and non-government individuals involved in such activities will be identified and held accountable.
She made these remarks while addressing a stakeholder meeting as the chief guest, held on today, 16 April 2025, at the conference room of the Ministry of Environment in the Bangladesh Secretariat. The meeting focused on coordinated actions to control air pollution in Dhaka city.
She emphasized that construction materials must be covered to reduce air pollution. Sand and other construction materials must be transported in covered trucks; otherwise, action will be taken. To enforce this, magistrates from the Department of Environment, RAJUK, City Corporations, and other relevant agencies will work jointly.
The Advisor further stated that service providers must avoid uncoordinated road digging. A "No Brick Field Zone" policy will be implemented. Water must be sprayed on roads and nearby areas to control dust. If rules are violated, special area-based enforcement drives will be conducted.
She added that greening the city is essential. Grass must be planted on road dividers. Effective measures must be taken to reduce air pollution to protect future generations. Public participation will be ensured in all actions.
The meeting was chaired by Dr. Farhina Ahmed, Secretary of the Ministry of Environment. Among others present were Md. Rezaul Maksud Jahedi, Secretary of the Local Government Division; Md. Nazrul Islam, Secretary of the Ministry of Housing and Public Works; Engr. Md. Riazul Islam, Chairman of RAJUK; Md. Yasin, Chairman of BRT; Md. Shamim Akhtar, Chief Engineer of the Public Works Department; Dr. Fahmida Khanom, Additional Secretary (Environment); and Dr. Kamaruzzaman, Director General of the Department of Environment.
#
Dipankar/Mammudul/Rana/Rafiqul/Salim/2025/1855 Hour
তথ্যবিবরণী নম্বর: ৩২৫১
শান্তি, সহিষ্ণুতা ও ন্যায়ভিত্তিক পৃথিবী গড়তে তরুণদের প্রতি আহ্বান শিক্ষা উপদেষ্টার
ঢাকা, ৩ বৈশাখ (১৬ এপ্রিল):
শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার শান্তি, সহিষ্ণুতা ও ন্যায়ভিত্তিক পৃথিবী গড়তে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একদিকে নতুন প্রযুক্তির মাধ্যমে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে, অন্যদিকে বিশ্বব্যাপী অসহিষ্ণুতা, উগ্রজাতীয়তাবাদ এবং সংকীর্ণতা বড় অর্জনের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেদের মেধা, দক্ষতা ও শ্রম দিয়ে নতুন পৃথিবী গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।
শিক্ষা উপদেষ্টা আজ রাজধানীর আফতাবনগর খেলার মাঠে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৪তম সমাবর্তন অনুষ্ঠানে এ আহ্বান জানান।
সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন। সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ২ হাজার ৮৮৫ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এছাড়া অনন্য মেধাবী ছয়জন শিক্ষার্থীকে দেওয়া হয় স্বর্ণ পদক।
অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, গ্রাজুয়েট ও তাঁদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
#
সিরাজ উদ-দৌলা/মেহেদী/মাহমুদুল/রানা/রফিকুল/সেলিম/২০২৫/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩২৫০
ডিজিটাল ভেরিফিকেশন এন্ড ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শেষ করলেন জনসংযোগ কর্মকর্তারা
ঢাকা, ৩ বৈশাখ (১৬ এপ্রিল):
বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত দুদিনব্যাপী ডিজিটাল ভেরিফিকেশন এন্ড ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ আজ শেষ হয়েছে। আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে প্রশিক্ষণের সমাপনী সেশনে উপস্থিত ছিলেন।
গতকাল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করে বলেন, সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত প্রচুর অপতথ্য ছড়ানো হচ্ছে। এসবের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৫ আগস্টের পর বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে বড় সাইবার যুদ্ধের মুখোমুখি হয়েছে। এখন ভুল তথ্য, মিথ্যা তথ্য এবং সাইবার যুদ্ধ অন্য যেকোনো সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় আমাদের সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, বর্তমানে সাইবার স্পেসে যে মিথ্যা তথ্য ছড়াচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তার ব্যাপকতা বৃদ্ধি পাবে। এ ব্যাপকতা প্রতিরোধে আমাদের প্রস্তুত থাকতে হবে। মনে রাখতে হবে মিথ্যা তথ্য দেশের সামাজিক সৌহার্দ নষ্ট করে, তাই এ বিষয়টিকে ছোট করে দেখা বা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ভুল তথ্য এবং মিথ্যা তথ্য চেক করতে আমাদের লাগবে ফ্যাক্টস এন্ড ফিগার। এই ফ্যাক্টস এন্ড ফিগার অথেনটিক কি না তা নিশ্চিত করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
আজ সমাপনী বক্তব্যে সচিব বলেন, বর্তমান ডিজিটাল যুগে ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে যা সরকারের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জনসংযোগ কর্মকর্তারা যদি তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জন করেন তাহলে তারা সরকারের প্রকৃত বার্তা জনগণের কাছে পৌঁছাতে আরো কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
প্রশিক্ষণ শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত উপপ্রধান তথ্য অফিসার এ. কে. এম. কামরুল আহছান বলেন, বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের প্রশিক্ষণ খুবই সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণের ফলে জনসংযোগ কর্মকর্তাগণের দক্ষতা আরো শাণিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার) মোঃ ফয়সল হাসান বলেন, সোশ্যাল
মিডিয়া-সহ মূল ধারার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেমন তথ্যের অবাধ প্রবাহ ঘটছে, তেমনি বিভিন্নভাবে ভুল তথ্য, অপতথ্য ছড়িয়ে যাচ্ছে তা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেভাবেই হোক না কেন। সেজন্য জনগণের নিকট সঠিক তথ্য পৌঁছে দিতে যেকোন তথ্যের সত্যতা নিশ্চিতকরণ বা ফ্যাক্ট চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার) দীপংকর বর বলেন, প্রশিক্ষণে ডিজিটাল কনটেন্ট যাচাই, ওপেন-সোর্স ইন্টেলিজেন্স টুলস ব্যবহারের পদ্ধতি এবং ডিজইনফরমেশন মোকাবিলার বাস্তব কৌশল শেখানো হয়েছে। ভবিষ্যতে ডিপফেক শনাক্তকরণ, এআই কনটেন্ট চিহ্নিতকরণসহ আরো সময়োপযোগী মডিউল ও নিয়মিত রিফ্রেশার কোর্স চালু করা হলে জনসংযোগ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা আরো বাড়বে।
অন্যান্যের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে সঠিক তথ্য প্রচারে গুরুত¦পূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এর নির্দেশনায় প্রথম বারের মতো বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের নিয়ে এধরনের প্রশিক্ষণ আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। প্রশিক্ষণে সম্পদ ব্যক্তি হিসেবে ছিলেন কদরুদ্দিন শিশির।
#
জসীম/মেহেদী/মাহমুদুল/রানা/রফিকুল/জয়নুল/২০২৫/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩২৪৯
উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে
-- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ৩ বৈশাখ (১৬ এপ্রিল):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মাতুয়াইল, আমিনবাজার-সহ উন্মুক্ত স্থানে কেউ বর্জ্য পোড়ালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্জ্য পোড়ানোর ঘটনায় দায়ী সরকারি, বেসরকারি ব্যক্তিকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আজ বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। সভায় ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
রিজওয়ানা হাসান বলেন, বায়ুদূষণ রোধে নির্মাণসামগ্রী ঢেকে রাখতে হবে। বালু ও নির্মাণসামগ্রী ঢেকে পরিবহন করতে হবে। তা না হলে ব্যবস্থা নেয়া হবে। এলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, রাজউক, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর ম্যাজিস্ট্রেটরা একসাথে কাজ করবে।
উপদেষ্টা বলেন, সেবাপ্রদান সংস্থাগুলো যেন আলাদা আলাদাভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি না করে, সেটা নিশ্চিত করতে হবে। ‘নো ব্রিক ফিল্ড জোন’ বাস্তবায়ন করা হবে। রাস্তা ও আশপাশে পানি ছিটাতে হবে। আইন না মানলে অঞ্চলভিত্তিক বিশেষ অভিযান চালানো হবে। তিনি আরো বলেন, শহরকে সবুজ করতে হবে। রাস্তার ডিভাইডারে ঘাস লাগাতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বায়ুদূষণ কমাতেই হবে। জনগণকে সম্পৃক্ত করেই কাজ করতে হবে।
পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, বিআরটি চেয়ারম্যান মো. ইয়াসীন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. কামরুজ্জামান প্রমুখ।
#
দীপংকর/মাহমুদুল/রানা/রফিকুল/সেলিম/২০২৫/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩২৪৮
দেশীয় প্রজাতির মাছ রক্ষায় কাজ করতে হবে
- প্রাণিসম্পদ উপদেষ্টা
ঢাকা, ৩ বৈশাখ (১৬এপ্রিল):
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের সকল মানুষের আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ-সহ সকল ধরনের মাছ রক্ষায় কাজ করতে হবে। একইসঙ্গে সঠিক পদ্ধতিতে চাষকৃত মাছেরও উৎপাদন বাড়ানোর তাগিদ দেন।
আজ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে মৎস্য অধিদপ্তরের আওতাধীন ‘সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়)’-সম্পর্কে কেন্দ্রীয় পর্যায়ে অবহিতকরণ—শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, স্বাদ ও পুষ্টিগুণে অনন্য দেশীয় প্রজাতির মাছ। প্রায় বিলুপ্তির পথে থাকা মাছগুলোকে রক্ষা করতে হবে। এই দেশের জন্য মৎস্য কর্মকর্তা ও মাছ চাষিদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, সকল প্রকল্পকে আদর্শ ও আন্তর্জাতিক মানের করা উচিত। এজন্য সরকার সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
উপদেষ্টা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, অনেকেই বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে গিয়ে অপরিকল্পিতভাবে কাজ করছে। তাদেরকে সচেতন ও প্রশিক্ষিত করতে মৎস্য কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। পরিকল্পিতভাবে চাষকৃত মাছের উৎপাদন বাড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফের সভাপতিত্বে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) তোফাজ্জেল হোসেন এবং অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
মামুন/মাহমুদুল/রানা/রফিকুল/শামীম/২০২৫/১৮৩০ঘণ্টা
Handout Number: 3247
ERD and IOM Signs Grant Agreement Worth Five Million Euro
Dhaka, 16 April:
The Economic Relations Division (ERD), Ministry of Finance Signed Grant Agreement worth five million Euro with International Organization for Migration (IOM) yesterday. The agreement titled ‘Strengthened Service Delivery Systems for Improved Migration Management and Sustainable Reintegration’ will contribute to implementing the four-year project by the IOM with fund support from the European Union. The project will support the initiatives of the Ministry of Expatriates' Welfare and Overseas Employment and Ministry of Foreign Affairs to strengthen initiatives related to migration and reintegration.
The objective of the project is to contribute to strengthened gender-responsive and right-based migration and reintegration services in Bangladesh that ensure safe and orderly migration practices and the sustainable reintegration of migrants and returnees. The project aims to achieve this through two main outcomes: Strengthening Migration Service Delivery Systems and Supporting Vulnerable Returnees.
Md. Shahriar Kader Siddiky, Secretary of the ERD, and Lance Bonneau, Chief of Mission, IOM Bangladesh signed the agreement. Representatives from UN Wing of ERD and concerned Government agencies were present at the signing ceremony.
#
Parvin/Tohidul/Fatema/Saida/Masum/2025/1455 hour
তথ্যবিবরণী নম্বর : ৩২৪৬
এ বছর ২২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হবে
ঢাকা, ৩ বৈশাখ (১৬ এপ্রিল) :
প্রতিবছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়। এ বছর সেসময় ঈদুল ফিতরের সরকারি ছুটি থাকায় আগামী ২২ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদ্যাপিত হবে। এ অনুষ্ঠানে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের প্রতিপাদ্য ‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’।
#
কায়ছার/তৌহিদ/ফাতেমা/মিতু/রমজান/আসমা/২০২৫/১১২০ ঘণ্টা