তথ্যবিবরণী নম্বর : ২১০৮
জাতীয় অধ্যাপক এম আর খানের শয্যাপাশে ডেপুটি স্পিকার
ঢাকা, ১৩ আষাঢ় (২৭ জুন) :
স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত জাতীয় অধ্যাপক এম আর খান রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁকে দেখতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া আজ সেন্ট্রাল হাসপাতালে যান। তিনি এম আর খানের পাশে কিছু সময় কাটান এবং কর্তব্যরত চিকিৎসকের নিকট তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।
এসময় অধ্যাপক এম আর খান ডেপুটি স্পিকারের সাথে একান্তে কথা বলেন। ডেপুটি স্পিকারের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী ও স্পিকারের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
এম আর খানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে ডেপুটি স্পিকারকে জানান কর্তব্যরত চিকিৎসক। ডেপুটি স্পিকার এম আর খানের আশু আরোগ্য কামনা করেন।
#
স¦পন/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮০২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১০৭
পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১৩ আষাঢ় (২৭ জুন):
দশম জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক আজ কমিটির সভাপতি রআম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, কুজেন্দ্র লাল ত্রিপুরা, উষাতন তালুকদার এবং এম এ আউয়াল বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে তিন পাবর্ত্য জেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি কলেজসমূহে বিদ্যমান শিক্ষকের শূন্য পদসমূহে জরুরিভিত্তিতে শিক্ষক পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় । এছাড়া তিন পাবর্ত্য জেলায় ২১০টি প্রাথমিক বিদ্যালয়কে জরুরিভিত্তিতে জাতীয়করণ এবং প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে শিক্ষক পদায়নের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কাপ্তাই লেক ব্যবস্থাপনার জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য আঞ্চলিক পরিষদকে সম্পৃক্ত করে নতুন একটি কমিটি গঠন করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হক/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৬৫৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১০৬
সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষককে দেখতে হাসপাতালে শিক্ষামন্ত্রী
ঢাকা, ১৩ আষাঢ় (২৭ জুন):
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ রাজধানীর শেরেবাংলা নগরে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক গোলাম মাওলাকে দেখতে যান।
পঙ্গু হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট চিকিৎসকগণ এবং আহত অধ্যাপক গোলাম মাওলার স্ত্রী এ সময় উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী আহত শিক্ষকের চিকিৎসার খোঁজখবর নেন। অধ্যাপক গোলাম মাওলার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসকদের প্রতি আহবান জানান শিক্ষামন্ত্রী। গোলাম মাওলার চিকিৎসার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, ২৫ জুন ঢাকা থেকে গোপালগঞ্জ ফেরার পথে অধ্যাপক গোলাম মাওলা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। আজ পঙ্গু হাসপাতালে তাঁর অপারেশন সম্পন্ন হয়।
#
সাইফুল্লাহ/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৬৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১০৫
সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণœ রাখতে সরকার বদ্ধপরিকর
-- বীরেন শিকদার
ঢাকা, ১৩ আষাঢ় (২৭ জুন):
বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান রয়েছে তা যে কোন মূল্যে অক্ষুণœ রাখতে সরকার বদ্ধপরিকর।
আজ রামকৃষ্ণ মিশন ও মঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার একথা বলেন। এসময় সংসদ সদস্য পংকজ নাথ এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ উপস্থিত ছিলেন।
ড. বীরেন শিকদার বলেন, আগুন সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসের কৌশল পাল্টিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে যে অশুভ তৎপরতা শুরু করেছে তা প্রতিহত করতে সরকার সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, রামকৃষ্ণ মঠ ও মিশনের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে এবং রামকৃষ্ণ মিশনের অধিকতর উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
#
শফিকুল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৬৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১০৪
বাজার তদারকি
৩৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা
ঢাকা, ১৩ আষাঢ় (২৭ জুন):
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ১০ জন কর্মকর্তার নেতৃত্বে গতকাল ঢাকা মহানগর, সিলেট, রাজশাহী, শরীয়তপুর, মৌলভীবাজার, ভোলা, পটুয়াখালী ও কিশোরগঞ্জে বাজার তদারকি করা হয়।
ঢাকা মহানগরীর ভাটারা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ম্যাগপাই রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে টিটি ফার্মাকে ৫ হাজার টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে জিনিয়ান রেস্টুরেন্টকে ৩০ হাজার জরিমানা করা হয়।
মোহাম্মদপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিমের সাথে ঢাকা মহানগরীর বংশাল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ওয়ান স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১ লাখ টাকা, রয়েল সুইটমিটকে ৪০ হাজার টাকা ও নিউ কস্তুরিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে রাজশাহীর বিসিক শিল্প নগরী এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা, সিলেট সদরে ৩টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা ও অভিযোগ শুনানির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে রোজ ভিউ হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ হিসেবে ৩ হাজার ৭৫০ টাকা প্রদান করা হয়, মৌলভীবাজার সদর উপজেলায় ৯টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৫শ’ টাকা, ভোলা সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৩ হাজার হাজার টাকা, পটুয়াখালীর বাউফল উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
#
আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১০৩
¬¬¬নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১৩ আষাঢ় (২৭ জুন) :
দশম জাতীয় সংসদের নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩১তম বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক এবং
মো. আনোয়ারুল আজীম (আনার) অংশগ্রহণ করেন।
বিআইডব্লিউটিএ’র ২০টি ড্রেজার ক্রয়ের বিষয়ে সিপিটিইউ থেকে প্রাপ্ত মতামত সম্পর্কে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে বিআইডব্লিউটিএ’র ২০টি ড্রেজার ক্রয়ের বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটিকে না জানিয়ে টেন্ডার ওপেন করায় কমিটি অসন্তোষ প্রকাশ করে এবং মন্ত্রণালয়কে বিআইডব্লিউটিএ’র ড্রেজার ক্রয়সহ অন্যান্য বিষয়ে নজরদারি বাড়ানোর জন্য সুপারিশ করে।
নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
সাব্বির/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৫৪২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১০২
¬¬¬
৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা
ঢাকা, ১৩ আষাঢ় (২৭ জুন) :
সরকার নির্বাহী আদেশে ৪ জুলাই ছুটি ঘোষণা করেছে এবং এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে।
যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি (ঊংংবহঃরধষ ঝবৎারপব) হিসেবে ঘোষণা করা হয়েছে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
#
আলমগীর/মোবাস্বেরা/খাদীজা/গিয়াস/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর ঃ ২১০১
প্রধান বিচারপতির অনুপস্থিতকালীন দায়িত্ব অর্পণ
ঢাকা, ১৩ আষাঢ়(২৭ জুন):
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হার অনুপস্থিতকালীন অর্থাৎ আগামী ২৫ জুন হতে ২৯ জুন পর্যন্ত অথবা মহোদয়ের যাত্রার তারিখ হতে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা-কে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেন।
আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
#
মোশতাক/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/শামীম/২০১৬/১১৫৭ ঘণ্টা