Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ ফেব্রুয়ারি ২০১৬

তথ্যবিবরণী 25/02/2016

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৬৩৬

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মুস্তাফা শহীদের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

ঢাকা,  ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
    প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মুস্তাফা শহীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
#

সাইফুল্লাহ/নবী/মোশারফ/সেলিম/২০১৬/২২৩৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৬৩২

বাজার তদারকি  
৪৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

ঢাকা,  ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় আজ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বাগেরহাট, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, মৌলভীবাজার ও পঞ্চগড়ে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর রামপুরা এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে এফএফসি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে স্মেল এন্ড স্মাইল রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে আল কাদেরিয়া ক্যাফেকে ১৫ হাজার টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে মা-বাবার দোয়া ও কসমেটিক্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
    অপরদিকে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, বাটখারা ও ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা ও  খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের অপরাধে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ৫টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা, পঞ্চগড় সদর উপজেলায় ৭টি প্রতিষ্ঠানকে ২২ হাজার ৫শ’ টাকা, সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৬শ’ টাকা, কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা, বাগেরহাট সদর উপজেলায় ৭টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ’ টাকা এবং পাবনা সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
#

আফরোজা/মিজান/মোশাররফ/জয়নুল/২০১৬/২১৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৬৩০

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা,  ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে কমিটির সদস্য খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম, মো. আব্দুল মালেক, খন্দকার আবদুল বাতেন এবং শিরিন নাঈম বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়াও বিশেষ আমন্ত্রণে খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।
কমিটি বগুড়ার সান্তাহারে ‘কনস্ট্রাকশন অভ্ মাল্টিস্টোরিড ওয়্যার হাউজ এট সান্তাহার গ্রেইন সাইলো বগুড়া’ প্রকল্প বাস্তবায়ন কার্যক্রমে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে অভিজ্ঞ প্রকৌশলীদের দ্বারা পরীক্ষানিরীক্ষা করার বিষয়টি দ্রুততম সময়ে নিষ্পন্ন করে সোলার প্যানেল স্থাপনের জন্য সুপারিশ করে।  
বৈঠকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম তৃণমূল পর্যায় থেকে সক্রিয়ভাবে শুরু করা এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম দৃশ্যমান করার লক্ষ্যে মার্চ মাসের শেষ সপ্তাহে কর্মশালা আয়োজন করার সুপারিশ করা হয়।
কমিটি নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা প্রচার মাধ্যমে ব্যাপকভাবে প্রচারের পাশাপাশি উপজেলা পর্যায়ে মাইকিংয়ের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফিল্ড পর্যায়ে কর্তব্যরত খাদ্য পরিদর্শকদের এ বিষয়ে অধিকতর দায়িত্বশীল হওয়ার সুপারিশ করে।
বৈঠকে বেসরকারি পর্যায়ে আমদানিকৃত গমের মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সচেতনতা বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণসহ খাদ্য অধিদপ্তর কর্তৃক গম আমদানির প্রক্রিয়া স্বচ্ছ এবং অধিকতর গতিশীল করার সুপারিশ করে।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যনসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

হালিম/মিজান/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৬/২১২৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                     নম্বর :  ৬২৯

মার্চের প্রথম সপ্তাহে চলতি বছরের হজের প্রাক নিবন্ধন শুরু
                                --  ধর্মমন্ত্রী
ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
    সৌদি ই-হজ ম্যানেজমেন্টের সাথে সমন্বয় সাধন এবং বাংলাদেশ সরকারের ডিজিটাল হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০১৬ সালে হজ গমনেচ্ছু যাত্রীদের অনলাইনে প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু করার যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। মার্চের প্রথম সপ্তাহ থেকে হজের প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে।
    ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আজ ঢাকার আশকোনায় হজ অফিসে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগপ্রাপ্ত আইটি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিমিটেড কর্তৃক চলতি সালে হজে গমনেচ্ছুদের প্রাক নিবন্ধন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।  
    মন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনার কাজে স¦চ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং হজযাত্রীদের সকল প্রকার হয়রানিমুক্ত করার লক্ষ্যে সরকার প্রথমবারের মতো প্রাক নিবন্ধন কার্যক্রম চালু করতে যাচ্ছে। সে লক্ষ্যে নিবন্ধন কাজের সাথে সম্পৃক্ত কর্মকর্তা ও কর্মচারীদের যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণার্থীগণ লব্ধজ্ঞান কাজে লাগিয়ে হজযাত্রীদের সঠিক তথ্য সহযোগিতা প্রদান করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।      
         ধর্মমন্ত্রী জানান, গত ১৪ ফেব্রুয়ারি তাঁর নেতৃত্বে ৫ সদস্যের বাংলাদেশ হজ প্রতিনিধিদল সৌদি আরবের সাথে হজচুক্তি সম্পাদন করেছেন। চুক্তি অনুসারে এবছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং অবশিষ্ট ৯১ হাজার ৭৫৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
    তিনি আরো বলেন, নির্ধারিত  কোটার বাইরে অতিরিক্ত পাঁচ হাজার হজযাত্রীকে এবছর হজে যাওয়ার সুযোগদানের জন্য তিনি সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন। সৌদি কর্তৃপক্ষের অনুমতি পাওয়া গেলে অতিরিক্ত হজযাত্রীগণ সরকারি ব্যবস্থাপনায়  হজে গমন করতে পারবেন। এছাড়াও এবছরের হজচুক্তি অনুসারে অনুমোদিত প্রত্যেক হজ এজেন্সিকে সর্বনিম্ন ১৫০ জন হজযাত্রী প্রেরণ করতে হবে, যা গতবছর ছিল ৫০ জন। এ নিয়মটি পৃথিবীর সকল দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। এছাড়া, পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের হজযাত্রীদেরকে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়ে কোরবানি কাজ সম্পাদনের  জন্য সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে।
    ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে গতবছরগুলোর মতো এবারও  হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও সুন্দর করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সেজন্য সম্ভাব্য সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। হজ ব্যবস্থাপনার যে কোনো পর্যায়ে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেন।
    ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আ. জলিল, হজ অফিসের পরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, হজ এজেন্সিজ এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (হাব) এর সভাপতি মো. ইবরাহিম বাহার এবং বিজনেস অটোমেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হাসান (মিতুল) বক্তব্য রাখেন।
#
আনোয়ার/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৬২৮
‘ফসল ও মৎস্যের জাত এবং প্রযুক্তিসমূহ’
শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করলেন কৃষিমন্ত্রী

ঢাকা,  ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আজ ঢাকায় কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘আইএপিপি’র অর্থায়নে ব্রি, বারি এবং বিএফআরআই উদ্ভাবিত ফসল ও মৎস্যের জাত এবং প্রযুক্তিসমূহ’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।
  উল্লেখ্য, কৃষির (ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ) উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প এলাকার উপযোগী লাগসই নতুন জাত ও প্রযুক্তি আইএপিপি’র টেকনোলজি জেনারেশনের মাধ্যমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করছে। উল্লিখিত টেকনোলজি প্রয়োগের মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন  এবং বীজ প্রত্যয়ন এজেন্সি কৃষক পর্যায়ে বাস্তবায়ন করছে।
২০১৫ সালের জুন পর্যন্ত বিআরআরআই কর্তৃক ধানের ৫টি নতুন জাত ব্রি-ধান-৬১, ৬২, ৬৫, ৬৬ ও ৬৭ এবং ৭টি প্রযুক্তি; বিএআরআই কর্তৃক গমের ৪টি নতুন জাত বারি গম-২৭, ২৮,২৯, ৩০ ও সরিষার নতুন জাত বারি সরিষা-১৭ এবং ৯টি প্রযুক্তি; বিএফআরআই কর্তৃক মাছের ৬টি ইমপ্রুভ্ড জেনারেশন ইঋজও এওজঞ ঋ-৪, ঋ-৫, ঋ-৬; ইঋজও কড়র ঋ-১, ঋ-২;  ইঋজও চধহমঁং ঋ-১ এবং ৯টি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আনোয়ার ফারুক। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
#

বিবেকানন্দ/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২১২০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৬২৭

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির  বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :

    দশম জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এতে সভাপতিত্ব করেন।
 
    কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তানভীর ইমাম, মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, মো. আফতাব উদ্দীন সরকার, রওশন আরা মান্নান এবং সাবিহা নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে কমিটির ১৪তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন সংযোজিত বিমানসমূহের পরবর্তী রুটসহ অন্যান্য রুট নিয়ে এবং পর্যটন বর্ষ ২০১৬-এর গৃহীত পরিকল্পনা ও সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

    বৈঠকে বাংলাদেশ বিমানে যাত্রীসেবার মান ঠিক রাখার জন্য বিমানবন্দরসমূহের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের যন্ত্রপাতি ক্রয়ে আগামী এক মাসের মধ্যে সুনির্দিষ্ট অগ্রগতি দেখানোর সুপারিশ করা হয়। এছাড়া, বিমানবন্দরসমূহের সক্ষমতা বৃদ্ধির জন্য যে সমস্ত জায়গায় উপযুক্ত লোকবল নেই সেখানে লোকবল নিয়োগের পরামর্শ দেয়া হয়।

    বৈঠকে অব্যাহত চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে ঢাকা থেকে ইতালির রোম রুটে পুনরায় যাত্রীবাহী বিমান চালু করা যায় কি না তা পুনর্মূল্যায়ন করে সংসদীয় কমিটিকে রিপোর্ট প্রদানের সুপারিশ করা হয়। বিমানের যে সমস্ত রুট দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সত্ত্বেও অফিসিয়াল কার্যক্রম চলমান সেগুলোর মেইনটেন্যান্স খরচসহ সার্বিক অবস্থার রিপোর্ট কমিটিকে প্রদান করার সুপারিশ করা হয়। বিমানের ফ্লাইট শিডিউল বিপর্যয়ের কারণ অনুসন্ধান করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ দেয়া হয়। সোনারগাঁও হোটেলের ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ ওঠায় তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য কমিটির সদস্য তানভীর ইমামকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট সাবকমিটি গঠন করা হয়।    

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

মিজানুর/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৬২৬

পশ্চাৎপদ জনগোষ্ঠীকে অর্থনীতির মূল ¯্রােতধারায় সম্পৃক্ত করতে হবে
                                                          -- পরিকল্পনামন্ত্রী
কুমিল্লা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :

    পরিকল্পনামন্ত্রী  আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পশ্চাৎপদ জনগোষ্ঠীকে অর্থনীতির মূল ¯্রােতধারায় সম্পৃক্ত করতে না পারলে টেকসই জাতীয় অগ্রগতি অর্জন সম্ভব নয়। সুবিধাবঞ্চিত মানুষদের সমাজের মূল ¯্রােতধারায় আনতে হবে। অনগ্রসর মানুষদের জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার যুগান্তকারী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে।

    মন্ত্রী আজ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কুমিল্লা জেলা প্রশাসন সম্মেলনকক্ষে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা জেলার জাঙ্গালিয়া  লাকধানাভী বাংলা পাওয়ার লিমিটেড স্থাপিত ৫২ দশমিক ২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানের আগে এক সমাবেশে একথা বলেন।

    পরিকল্পনামন্ত্রী দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রধানমন্ত্রী গৃহীত বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে বলেন, বিশ^ অর্থনীতিতে বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। তিনি বাংলাদেশ বিষয়ে বিশ^ব্যাংকের মূল্যায়ন তুলে ধরে বলেন, অগ্রগতির এ ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এবং সংসদ সদস্য রাজি মোহাম¥দ ফকরুল উপস্থিত ছিলেন।

#

শেফায়েত/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/২০০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ৬২৫

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :

জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ্ এতে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাইমুম সরওয়ার কমল বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর ২৫৪ জন অস্থায়ী কর্মচারীর বেতন-ভাতা ও সম্মানী সামঞ্জস্যপূর্ণভাবে বৃদ্ধি ও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের ওপর আলোচনা হয়।

কমিটি বিটিভিকে সচল রাখার জন্য নতুন পদ সৃষ্টি করে অস্থায়ীভিত্তিতে নিয়োজিতদের ঐ সকল পদে নিয়মিতকরণের সুপারিশ করে।

বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের উন্নয়নে কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

তথ্য সচিব মরতুজা আহমদ, প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

ইনামুল/মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ৬২৪

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :

    দশম জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এতে সভাপতিত্ব করেন।

    কমিটির সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম) এবং নিলুফার জাফর উল্লাহ বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) এর সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় ।

        বৈঠকে জানানো হয়, প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ প্রদানের মাধ্যমে পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ে দক্ষ ও নৈতিকভাবে বলীয়ান জনবল সৃষ্টিই এনএপিডির লক্ষ্য। এনএপিডির উদ্দেশ্য হলো পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ে জাতীয় সক্ষমতা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ উন্নয়নে সহায়তা, দেশের আর্থসামাজিক উন্নয়নের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সমসাময়িক বিষয়ের ওপর গবেষণা ও প্রকাশনা এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নতমানের নাগরিক সেবা প্রদানে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার চর্চা করা।

          প্রকল্পে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা  নিয়োগ এবং সংশ্লিষ্ট  প্রকল্প পরিচালকদেরকে সকল বিষয়ে অবহিত করার জন্য এনএপিডি থেকে প্রশিক্ষণ প্রদানের জন্য কমিটি সুপারিশ করে।

          মানবসম্পদ উন্নয়ন ও সরকারের পরিকল্পনাগুলো সঠিক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় ।         
    
    বৈঠকে পরিকল্পনা বিভাগের সচিব, আইএমইডি’র সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যগণ, এনএপিডি’র মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

এমাদুল/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৬২৩
চা শিল্পের প্রসারে নি¤œমানের চা আমদানি নিরুৎসাহিত করা হবে
                                                    -- বাণিজ্যমন্ত্রী
ঢাকা,  ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, চা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য সরকার প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দিয়ে যাবে। বাংলাদেশে উৎপাদিত চা বিশ^মানের। সরকার চায়ের চাহিদা পূরণ করতে আমদানির বদলে দেশীয় উৎপাদন বৃদ্ধি করতে আন্তরিক। তিনি বলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চাঁদপুরে স্পেশাল ইকনমিক জোনের কারণে যাতে চা বাগানের কোনো ক্ষতি না হয় সে বিষয়ে সরকার পদক্ষেপ নিবে। চা উৎপাদন বৃদ্ধি করতে সরকার স্বল্প সুদে ঋণ প্রদান এবং নি¤œমানের চা আমদানি নিরুৎসাহিত করবে।
    বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান আর্দাশির কবীরের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন।
    তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের চায়ের গৌরব উজ্জ¦ল অতীত রয়েছে। বর্তমানে প্রায় এক লাখ শ্রমিক চা বাগানে সরাসরি কাজ করছে। চা শিল্পের সাথে দেশের প্রায় দশ লাখ মানুষ জড়িত। বাংলাদেশের অনেক অঞ্চলের মাটি উন্নত চা চাষের জন্য খুবই উপযোগী। এখানে উন্নতমানের চা উৎপাদিত ও বিদেশে রপ্তানি হয়। আমাদের ঐতিহ্যবাহী চা শিল্পকে এগিয়ে নিতে হবে।
    মন্ত্রী বলেন, চা শিল্প রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। চা শিল্প বিকাশে বাণিজ্য মন্ত্রণালয়ের যা যা করণীয় সবকিছুই করা হবে। চা বাগান নষ্ট করে কিছু করার উদ্দেশ্য সরকারের নেই। চা শিল্পের যাতে কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে।
    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাংলাদেশ চা সংসদের সিনিয়র ভাইস চেয়ারম্যান এম শাহ আলম, ভাইস চেয়ারম্যান কামরান টি রহমান, কমিটি মেম্বার ওয়াহিদুল হক, মো. সাপওয়ান চৌধুরী, সাবেক চেয়ারম্যান এ কিউ আই চৌধুরী, সিলেট প্ল্যানটার্স লি. এর এমডি এ কে আজাদ, সাবাজপুর টি কোম্পানি লি. এর পরিচালক তপন চৌধুরী, ফিনলে টি এর চেয়ারম্যান আজম জে চৌধুরী এবং হালদা ভেলি টি কোং লি. এর এমডি নাদের খান এসময় উপস্থিত ছিলেন।
#
বকসী/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৬২২

সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে মন্ত্রীবর্গের শোক


ঢাকা,  ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
    সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মুস্তাফা শহীদের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এবং ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
    আজ পৃথক শোকবাণীতে মন্ত্রীবর্গ বলেন, এনামুল হক মুস্তাফা শহীদের মৃত্যুতে জাতি একজন প্রকৃত রাজনীতিক ও দেশপ্রেমিককে হারালো। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
#

নাছের/শহীদুল/রেজুয়ান/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৬২১
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মুস্তাফা শহীদের নামাজে জানাজা অনুষ্ঠিত

ঢাকা,  ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, আইনজীবী, মুক্তিযুদ্ধের সংগঠক, সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মুস্তাফা শহীদের নামাজে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।
জানাজায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা শরিক হন।  
জানাজা শেষে মরহুম এনামুল হক মুস্তাফা শহীদকে গার্ড অভ্ অনার প্রদান করা হয়। পরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলীয় সভানেত্রীসহ নেতৃবৃন্দ, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ এবং বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধী দলীয় হুইপ মো. নূরুল ইসলাম ওমর মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির উপসামরিক সচিব মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে মরহুমের রাজনৈতিক সহকর্মীবৃন্দ মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
#

হুদা/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৬২০

সারাদেশে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি চালুর কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ ভূমিমন্ত্রীর

ঢাকা,  ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সারাদেশে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি চালুর কর্মপরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
ভূমিমন্ত্রী আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অগ্রগতি পর্যালোচনাসভায় সভাপতিত্বকালে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, ৬০ হাজার ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের কার্যক্রম গ্রহণের নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া সারাদেশে জরাজীর্ণ ৩ হাজার ভূমি অফিস আধুনিকায়ন তথা পাকা ভবন নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্যও তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সভায় অন্যান্যের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সচিব মেছবাহ উল আলম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আবদুল আহাদ, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প পরিচালক আতাউর রহমান, জাতীয় ভূমি জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক কফিল উদ্দিন, ডিএলএমএস প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক জিল্লুর রহমান, গুচ্ছগ্রাম প্রকল্প পরিচালক মাহবুব-উল-আলম এবং ভাষানটেক প্রকল্প পরিচালক শামস আল মুজাদ্দিদ উপস্থিত ছিলেন।
মন্ত্রী চলতি বছর জুনের মধ্যে ১৫শ’ ভূমিহীন পরিবারকে যথাসময়ে পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সভায় জানানো হয়, ২৫৮ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যমাত্রা রয়েছে। স্ট্র্যাংদেনিং গভর্নমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ডাটা সেন্টার স্থাপন কাজের ৯৫ ভাগ সমাপ্ত হয়েছে। মন্ত্রী কর্মপরিকল্পনা অনুযায়ী প্রকল্পের বরাদ্দকৃত অর্থের শতভাগ ব্যয় নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ডিজিটাল পদ্ধতিতে ভূমি রেকর্ড, জরিপ ও সংরক্ষণ প্রকল্পের কম্পিউটারাইজেশন অভ্ এক্সিসটিং মৌজা ম্যাপস এন্ড খতিয়ান প্রজেক্টের আওতায় ৪ কোটি ৫৮ লাখ খতিয়ানের ডাটা এন্ট্রির লক্ষ্যমাত্রায় ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৬৫ লাখ ডাটা এন্ট্রি সম্পন্ন হয়েছে। সভায় ন্যাশনাল ল্যান্ড জোনিং প্রজেক্ট, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প বিষয়েও আলোচনা হয়।
#
রেজুয়ান/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৬১৯

চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ ঘোষণা
ঢাকা,  ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলচ্চিত্রের ২৬ (ছাব্বিশ) টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ প্রদানের ঘোষণা করেছে।

    পুরস্কার প্রাপ্তরা হলেন:- আজীবন সম্মাননা- ১) সৈয়দ হাসান ইমাম ২) রানী সরকার; শ্রেষ্ঠ চলচ্চিত্র-মুরাদ পারভেজ (প্রযোজক), বৃহন্নলা; শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র-মো. আশরাফুল আলম ওরফে আশরাফ শিশির (প্রযোজক), গাড়িওয়ালা; শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক- জাহিদুর রহিম অঞ্জন, মেঘমল্লার; শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে-ফেরদৌস আহমেদ, এক কাপ চা; শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে (যৌথভাবে)- ১. মৌসুমী (তাঁরকাটা),       ২. বিদ্যা সিনহা মিম (জোনাকির আলো); শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে- ডা: এজাজ ইসলাম, তাঁরকাটা; শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে- চিত্র লেখা গুহ, ৭১ এর মা জননী; শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে- তারেক আনাম, দেশা দ্যা লিডার; শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে- মিশা সওদাগর, অল্প অল্প প্রেমের গল্প; শ্রেষ্ঠ শিশু শিল্পী- আবির হোসেন অংকন, বৈষম্য; শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার-মারজান হোসাইন জারা, মেঘমল্লার; শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক- ড. সাইম রানা, নেকাব্বরের মহাপ্রয়াণ; শ্রেষ্ঠ গায়ক- মাহফুজ আনাম জেমস, দেশা দ্যা লিডার (পতাকাটা খামচাতে কখনো আসে যদি...); শ্রেষ্ঠ গায়িকা  (যৌথভাবে)- ১. রুনা লায়না, প্রিয়া তুমি সুখী হও (ও কালা অসময়ে বাজাও বাঁশি), ২. মমতাজ- নেকাব্বরের মহাপ্রয়াণ (নিশিপক্ষী ও

Todays handout (7).doc