Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ফেব্রুয়ারি ২০১৭

তথ্যবিবরণী 9 February 2017

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৪১১

প্রকৃতিবান্ধব সভ্যতা ও জঙ্গিহীন দেশ গড়ার স্থপতি হোন 
                                                                    -- তথ্যমন্ত্রী 

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
স্থাপত্য শিক্ষার্থীদের প্রকৃতিবান্ধব সভ্যতা ও জঙ্গিহীন দেশ গড়ার স্থপতি হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 
আজ ঢাকার তেজগাঁওয়ে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের নবীনবরণ ও প্রকল্প প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ন, জ্বালানি ব্যবস্থাপনার মতো বিষয়গুলোকে বিবেচনায় এনে প্রকৃতির সঙ্গে সাযুজ্যপূর্ণ টেকসই সবুজ উন্নয়নমুখী সভ্যতা গড়তে হবে স্থপতিদের। একইসাথে তাদের হতে হবে জঙ্গিহীন শান্তির বাংলাদেশ গড়ার কারিগর। 
তথ্যমন্ত্রী বলেন, রাজনীতিতে যেমন সাম্প্রদায়িকতার সঙ্গে আপস চলে না, তেমনি স্থাপত্যেও প্রকৃতির সঙ্গে বিরোধ চলে না। তাই স্থপতিদের প্রকৃতি ও মানুষকে ভালোবাসতে হয়, মনের কারিগর হতে হয়। প্রকৃতির সাথে বন্ধুত্বপূর্ণ স্থাপত্যই সভ্যতাকে এগিয়ে নেয়। ফজলুর রহমান খান, মাযহারুল ইসলাম, কাজী খালিদ আশরাফ, কাশেফ মাহমুদ চৌধুরী প্রমুখ স্থাপত্যকলায় বাংলাদেশের নাম বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ ন ম মেশকাত উদ্দিনের সভপতিত্বে ট্রাস্টি বোর্ড সদস্য এম কামাল উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান ও স্থাপত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মীর মোবাশ্বের আলী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 
#

আকরাম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/২০৪০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৪১০

এশিয়া প্যাসিফিক বাণিজ্য ফোরামের অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
সফলভাবে এসডিজি অর্জন করবে বাংলাদেশ

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ সফল ভাবে এমডিজি অর্জন করে বিশ^বাসীর কাছে প্রশংসা অর্জন করেছে। সরকারের ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে একইভাবে বাংলাদেশ এসডিজি অর্জন করবে। সরকারের এ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে সকল বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে, এসডিজি অর্জনের জন্য সেগুলোই গুরুত্বপূর্ণ বিষয়। 
তিনি আজ ঢাকায় সোনারগাঁও হোটেলে এশিয়া প্যাসিফিক ফোরাম আয়োজিত ‘খরহশরহম ইঁংরহবংং রিঃয ঃযব ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ এড়ধষং : ডযধঃ পধহ বি ফড়’ শীর্ষক প্লেনারি সেশনে মডারেটরের বক্তব্যে এ সব কথা বলেন। 
তোফায়েল আহমেদ বলেন, এসডিজি অর্জনের জন্য বাংলাদেশের তৈরি বেশ কিছু প্রস্তাবনা জাতিসংঘে গৃহীত হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে সামাজিক বৈষম্য দূর, পরিবেশের ভারসাম্য রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা, প্রভৃতি ক্ষেত্রে ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ সকল বিষয়ে সফলতা অর্জন করে দেশের মানুষের অবস্থার উন্নয়ন ঘটিয়ে এলডিসি থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ। 
তিনি আরো বলেন, জাতিসংঘ ১৬৯টি বিষয়কে বিবেচনায় রেখে ১৭টি টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, বিশে^র দরিদ্র মানুষের সংখ্যা হ্রাস করা খুবই গুরুত্বপূর্ণ। টেকসই উন্নয়নের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনে বাণিজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। টেকসই উন্নয়নের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কর্মসূচির সফল বাস্তবায়ন জরুরি।
প্লেনারি সেশনে বক্তব্য রাখেন নেপালের বাণিজ্যমন্ত্রী জড়সর এধঁপযধহ ঞযধশধষর, শ্রীলংকার শিল্প ও বাণিজ্যমন্ত্রী জরংযধফ ইধঃযরঁফববহ, বাংলাদেরশের প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা চৎড়ভ. উৎ. এড়যিবৎ জরুার, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা উৎ. অ. ই. গরৎুধ গফ. অুরুঁষ ওংষধস, টঘঈঞঅউ এর সেক্রেটারি জেনারেল উৎ. গঁশযরংধ করঃুঁর, এশিয়ান ডেভেপলমেন্ট ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট ডবহপধর তযধহম, এশিয়ান স্ট্রাটেজি এন্ড লিডারশিপ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ঞধহ ঝৎর উধঃড়’ উৎ. গরপযধবষ ণবড়য, বাংলাদেশের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বিষয়ের মুখ্য সমন্বয়কারী  গৎ. অনঁষ কধষধস অুধফ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনাইটেড নেশনের আন্ডার সেক্রেটারি জেনারেল এন্ড ইসক্যাপের এক্সিকিউটিভ সেক্রেটারি  উৎ. ঝযধসংযধফ অশযঃধৎ.
#

বকসী/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৪০৯

উন্নয়ন কাজের গুণগতমান ঠিক রাখতে হবে
                           --- পরিকল্পনা মন্ত্রী

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, উন্নয়ন কাজের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এখন প্রয়োজন কাজের গুণগতমান ঠিক রাখা। কাজের গুণগতমান যথাযথ থাকলে রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক গুণ হ্রাস পাবে। এতে দেশ উপকৃত হবে ।
তিনি আজ ঢাকায় এনইসি সম্মেলন কেন্দ্রে সরকারি ক্রয় কাজে সামাজিক দায়বদ্ধতা এবং নাগরিকদের সম্পৃক্ত করতে উপযুক্ত পরিকল্পনা  ও বাস্তবায়ন বিষয়ক ১১তম বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন।
ইআরডি সচিব কাজী শফিকুল আজম, সিপিটিইউ মহাপরিচালক ফারুক হোসাইন, বিশ^ব্যাংক প্রতিনিধি ড.জাফরুল ইসলাম এবং আইইবি প্রেসিডেন্ট প্রকৌশলী কবির আহমেদ ভুঁইয়া অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন অনেকগুলো নীতি অনুসরণ করে প্রকল্প গ্রহণ করা হয়। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে প্রকল্পের সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সমীক্ষা করেই প্রকল্প প্রণয়ন করা হয়ে থাকে । বাস্তবায়নের ক্ষেত্রে যথাযথমান ঠিক রাখা হচ্ছে কী না তা মনিটরে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। এই লক্ষ্যে প্রকল্প এলাকায় প্রকল্পের বিস্তারিত তথ্য সাইন বোর্ডে প্রদর্শন করতে হবে। তিনি আশা করেন সরকারি ক্রয় কাজে সামাজিক দায়বদ্ধতা এবং নাগরিকদের সম্পৃক্ত করতে করণীয় ঠিক করতে বিশেষজ্ঞদের পরামর্শ অবদান রাখবে।
অনুষ্ঠানে এলজিডি, পররাষ্ট্রমন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়, এফবিসিসিআইসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
#

শেফায়েত/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৯৩৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৪০৮

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে এশীয় উন্নয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং (ডবহপধর তযধহম) আজ সচিবালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।  
প্রতিমন্ত্রী বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও ভবিষ্যৎ তুলে ধরেন। তিনি বলেন এশীয় উন্নয়ন ব্যাংক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সময়ক্ষেপণ করে তা কাম্য নয়। দ্রুততম সময়ে প্রকল্প বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি প্রযুক্তি সহযোগিতা ও মানব সম্পদ উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতা কামনা করেন। এ সময় বিদ্যুৎ কেন্দ্রের আধুনিকায়ন, জলবিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, সোলার ও উইন্ড পাওয়ার, বর্জ্য হতে বিদ্যুৎ, সোলার পার্ক, উপ-আঞ্চলিক সহযোগিতা, মানব সম্পদ উন্নয়ন, এসপিএম, গ্যাস সঞ্চালন পাইপ লাইন, পাইপ লাইনে তেল সঞ্চালন, ব্লু ইকোনমি, ইআরপি, স্ক্যাডা, এনএলডিসি, তাপি (ঞঅচও) ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। 
প্রতিমন্ত্রী জল-বিদ্যুৎ আমদানিতে এশীয় উন্নয়ন ব্যাংক-কে অংশীদার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ৬ থেকে ৭ মেগাওয়াট বিদ্যুৎ আমরা উপ-আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে পেতে চাচ্ছি। 
এডিবি’র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশে গৃহীত প্রকল্পসমূহ ব্যাখ্যা করে বলেন, প্রকল্পগুলো যথাসম্ভব কম সময়ে বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া হবে। ভবিষ্যতে বাংলাদেশকে কিভাবে আরো সহযোগিতা করা যায় সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এডিবি জ্বালানিসহ শিল্প, পল্লী উন্নয়ন, যোগাযোগ ও আইসিটি খাতে সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি জ্বালানির বহুমুখী ব্যবহার ও বর্জ্য জ্বালানি হতে বিদ্যুৎ উৎপাদনকে স্বাগত জানিয়ে বলেন, কার্বনসহ অন্যান্য গ্যাস নির্গমন নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার উন্নয়নে সহযোগিতা করা হবে। 
সাক্ষাৎকালে অন্যান্যের মাঝে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উভয় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এডিবি‘র কান্ট্রি ডিরেক্টর কাজুহিকু হিগোচি (কধুঁযরশড় ঐরমঁপযর) উপিস্থিত ছিলেন। 
#


আসলাম/মাহমুদ/আলী/মোশারফ/জয়নুল/২০১৭/১৯৪৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৪০৭

৬১ ভূমিহীন পরিবারের মাঝে কৃষি খাস জমির দলিল হস্তান্তর করলেন ভূমি প্রতিমন্ত্রী

লৌহজং, মুন্সীগঞ্জ, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আজ মুন্সীগঞ্জ জেলার লৌহজং সদর উপজেলার ঘোড়দৌড় মাঠে ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬১ ভূমিহীন পরিবারের প্রত্যেকের মাঝে ৫০ শতাংশ করে ৩০ একর কৃষি খাস জমি বরাদ্দের দলিল বিতরণ করেন। স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে নদীভাঙ্গা ভূমিহীন ৬১টি পরিবারকে কৃষি খাস জমির দলিল বুঝিয়ে দেওয়া হয়। 
ভূমি প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, এদেশের মানুষ বিনা পয়সায় জমি পাবে, বাসস্থান পাবে তা আগে কেউ ভাবতে পারেনি। বর্তমান সরকার রাষ্ট্রীয়ভাবে সকলের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নদী থেকে জেগে ওঠা চরের জমি ভূমিহীনদের মাঝে পদ্ধতিগতভাবে বন্দোবস্ত প্রদান করতে হবে। 
#

রেজুয়ান/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৪০৬

ডোমদেরকে খাটো করে দেখার সুযোগ নেই

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
ডোমরা সমাজের অবিচ্ছেদ্য অংশ, তাদেরকে খাটো করে দেখার সুযোগ নেই। তাদের পাশে সরকার রয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের নূ্যূনতম চাহিদা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। 
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডোম সমাজ উন্নয়ন কমিটির সভায় এসব কথা বলেন। 
তিনি বলেন, হরিজন ও ডোম সম্প্রদায়ের লোকদের সাথে তার আত্মিক সর্ম্পক রয়েছে। তিনি মাদারীপুর হরিজন সম্প্রদায়ের সভাপতি ছিলেন। তাদের উন্নয়নে তিনি সব সময় কাজ করে যাবেন। 
বাংলাদেশ ডোম সমাজ উন্নয়ন কমিটির সভাপতি মিঠু চাঁন ডোমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মক্তব্য রাখেন সংসদ সদস্য পংকজ দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তাপস কুমার পাল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক অরুন সরকার রানা, ডোম সমাজ উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা উত্তম কুমার ভক্ত এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ঢাকা দক্ষিণের সভাপতি চিত্তরঞ্জন দাস। 
#

জাহাঙ্গীর/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৪০৫

পর্যটকদের আকৃষ্ট করার জন্য সি-ক্রুজ চালু করা হবে
                                                       -- রাশেদ খান মেনন

পাগলা (নারায়ণগঞ্জ), ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
    অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হলো পর্যটন। পর্যটন শিল্পের বিকাশের সাথে সাথে দেশে বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পর্যটকদের আকৃষ্ট করার জন্য এ মাসের শেষ দিকে সি-ক্রুজ চালু করা হবে। 
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন আজ নারায়ণগঞ্জের পাগলায় নব সংযোজিত ‘সোনারগাও ভাসমান রেস্তোরা ও বার’ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। 
বাংলাদেশ পর্যটন শিল্প করপোরেশনের চেয়ারম্যান অপরুপ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান প্রকৌশলী ড. জ্ঞান রঞ্জন শীল, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন । 
নৌপরিবহণ মন্ত্রী শাজাহন খান বলেন, বিভিন্ন সময়ে দেশের নদীগুলো দখল ও দূষণের ফলে নৌ-পর্যটন প্রায় হারিয়ে যেতে বসেছে। যারা নদীকে দখল ও দূষণ করে নদীর প্রাণ প্রবাহ বন্ধ করে দিয়েছে তারা এ যুগের রাজাকার। তিনি বলেন, নদী তীরের অবৈধ দখলরোধ ও বিনোদনের জন্য রাজধানীর শ্যামপুর, নারায়ণগঞ্জের কাচপুরে ‘ইকোপার্ক’ নির্মাণ করা হয়েছে। এছাড়া বরিশাল ও নাটোরে ইকোপার্ক নির্মাণ করা হবে। 
#

জাহাঙ্গীর/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৪০৪

টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকা-ে হতাহতদের মাঝে অনুদানের চেক হস্তান্তর

টঙ্গী, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
    টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নি দুর্ঘটনায় নিহতদের উত্তরাধিকারী এবং আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
    আজ টঙ্গীতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক প্রধান অতিথি হিসেবে নিহত এবং আহত শ্রমিকের স্বজনদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।
    গত বছর ১০ সেপ্টেম্বর টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকা-ে নিহত ৩২ জন শ্রমিকের স্বজনদের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ২ লাখ এবং মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে ১ লাখ মোট ৩ লাখ করে এবং আহত ৪০ জনকে বা তাদের স্বজনদেরকে ৫০ হাজার করে মোট এক কোটি ১৩ লাখ ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। নিহতদের একজনকে আহত অবস্থায় চিকিৎসা বাবদ ৫০ হাজার, আহতদের একজনকে ৫০ হাজার করে এবং ৯ জনকে ১৫ হাজার করে দুর্ঘটনা পরবর্তী সময়ে চিকিৎসা বাবদ দেয়া হয়।
    টাম্পাকো দুর্ঘটনায় নিহত এবং আহত শ্রমিকদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন- এখন আর কোন শ্রমিক অসহায় নয়। শ্রমিকদের আপদে-বিপদে পাশে আছে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এবং কেন্দ্রীয় তহবিল।
    তিনি বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত কোন শ্রমিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ২ লাখ, প্রভিডেন্ট ফান্ডের আওতায় থাকলে প্রভিডেন্ট ফান্ডের অর্থ পাবে। অন্যদিকে গার্মেন্টসে কর্মরত শ্রমিক কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করলে শ্রম মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল থেকে ৩ লাখ এবং বীমা বাবদ ২ লাখ মোট ৫ লাখ টাকা পাবে।
    প্রতিমন্ত্রী বলেন অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ড খোলার উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিক অবস্থায় ১ লাখ শ্রমিককে প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনা হবে। প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কল্যাণের জন্য সরকার আইনের আওতায় তহবিল গঠন করে বিশ্বে নজির স্থাপন করেছে। সরকার প্রতিটি শিল্প কারখানাসহ প্রতিটি কর্মস্থলই নিরাপদ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। প্রথম বারের মতো পেশাগত রোগের চিকিৎসার জন্য আন্তর্জাতিক মানের দু’টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে। নারী শ্রমিকদের আবাসন সুবিধা প্রদানের জন্য নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে দু’টি ডরমিটরি নির্মাণ করা হচ্ছে। গাজীপুরেও একটি ডরমিটরি নির্মাণের উদ্যোগ নেয়া হবে।
    অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ এর সভাপতিত্বে সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর মহাপরিচালক ড. আনিসুল আউয়াল, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম এবং সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শামসুন নাহার বক্তৃতা করেন।
#

আকতারুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৪০৩

স্কুল কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকা- বাড়াতে হবে
                                                                 -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকা- অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিপূর্ণ মানুষরূপে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকা-ে তাদেরকে সম্পৃক্ত করতে হবে। এজন্য স্কুল কলেজগুলোতে এসব কর্মকা- বাড়াতে হবে।
তিনি আজ ঢাকায় বনানীতে বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি অর্জন এবং বাইরের জগৎ সম্পর্কে ধারণা লাভ করতে হবে। এজন্য খেলাধুলায় অংশগ্রহণ প্রয়োজন। তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মকে বিশ্বমানের জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা দিয়ে গড়ে তুলতে হবে। উন্নত বাংলাদেশ নির্মাণের অগ্রবাহিনী হিসেবে এরা কাজ করবে। দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে সরকার জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ এমপি, গভর্নিং বডির সদস্য আফরোজা খন্দকার এবং কলেজের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) এবিএম আসাদুজ্জামান বক্তৃতা করেন।
পরে শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি প্রতিষ্ঠানে একটি নতুন ভবন নির্মাণের আশ্বাস দেন। 
#

আফরাজুর/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৪০২

প্রবাসী বাংলাদেশীদের জন্য ক্ষতিকর কোন আইন করা হবে না
                                                                                    -- আইনমন্ত্রী

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান সরকারের আমলে এমন কোন আইন হবে না যা জনবান্ধব হবে না। বিদেশে বসবাসকারী বাংলাদেশীদের ক্ষতি হবে এমন কোন আইন করা হবে না।
তিনি আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশীস আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন।
তিনি জানান নাগরিকত্ব আইনের যে সব ধারা-উপধারা নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলো যাচাই করে দেখা হচ্ছে এবং যে সব ধারা বা উপধারা দেশের মানুষের জন্য ক্ষতিকর হবে সেগুলো বাতিল বা সংশোধন বা পরিমার্জন করা হবে। তিনি বলেন, নাগরিকত্ব আইনের ৫ ধারার উপধারা ২ ও ৩ এবং ৭ ধারার উপধারা ২(ঘ) ও ২(ঙ) বাতিল বা সংশোধন বা পরিমার্জন  হবে।
প্রসঙ্গত ২০০৫ সালে বিচারপতি মোস্তফা কামালের নেতৃত্বে গঠিত আইন কমিশন বিদ্যমান নাগরিকত্ব আইন, ১৯৫১ ও ১৯৭২ বাতিল করে নতুন নাগরিকত্ব আইন প্রণয়নের সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনের একটি খসড়া প্রেরণ করে। এর প্রেক্ষিতে ২০১১ সালে মন্ত্রিপরিষদ নাগরিকত্ব আইনের একটি খসড়া নীতিগতভাবে অনুমোদন করে এবং সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শ করে খসড়াটি চূড়ান্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকত্ব আইনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন জনগোষ্ঠীর সাথে মতবিনিময় করে নাগরিকত্ব আইনের একটি খসড়া প্রস্তুত করে ২০১৫ সালের শেষ দিকে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য প্রেরণ করে। এরপর আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ একাধিক আন্তঃমন্ত্রণালয় সভা করে নাগরিকত্ব আইনের খসড়াটি সংশোধিত আকারে চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে। ২০১৬ সালে মন্ত্রিপরিষদ আইন মন্ত্রণালয়ের পুনরায় ভেটিং সাপেক্ষে আইনটি চূড়ান্ত অনুমোদন করে। মন্ত্রিপরিষদের উক্ত নির্দেশনার প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকত্ব আইনের কয়েকটি বিধান (শাস্তি, অপরাধ এবং বিদেশি শত্রু)সহ খসড়াটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে পুনরায় প্রেরণ করে। আইনটি পুনরায় ভেটিংকালে এ আইনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকগণ বিশেষ করে প্রবাসী নাগরিকগণের যৌক্তিক দাবি বিবেচনা করে কতিপয় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সেন্টার ফর ননরেসিডেন্ট বাংলাদেশীস এর চেয়ারপার্সন এম.এস. শেকিল চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অন্যদের মধ্যে প্রধানমনন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক, সাংবাদিক মাহফুজ উল্লাহ এবং সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন অংশ নেন।

#

রেজাউল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৪০১

মেডিকেল কলেজে বিদেশি শিক্ষার্থী কোটা নীতিমালা সংশোধন

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
     মেডিকেল কলেজগুলোতে বিদেশি কোটায় শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সার্ক অঞ্চলের বরাদ্দ আসনের বিপরীতে কোনো দেশের কোটা পূরণ না হলে খালি আসনগুলো অন্যান্য দেশের মধ্যে বণ্টন করে দেয়া হবে।
    আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে মেডিকেল কলেজে বিদেশি কোটা নীতিমালা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।
     বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালার শর্ত পরিপূরণ করে কলেজ পরিচালনার জন্য পুনরায় আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার চায় না কোনো কলেজ বন্ধ হোক। কিন্তু চিকিৎসা শিক্ষার মান অক্ষুন্ন রাখতে কলেজ পরিচালনায় নীতিমালা মেনে চলতে হবে। নীতিমালার শর্ত পূরণ করতে না পারলে কলেজ বন্ধ করে দেওয়ার মতো কঠোর অবস্থানে যেতে সরকার বাধ্য হবে।
    সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য সচিব মোঃ সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়, অধিদপ্তর ও ঢাকা বিশ^বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
#

পরীক্ষিৎ/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮০০ঘণ্টা 

তথ্যবিবরণী                                         নম্বর: ৪০০

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
   
জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৫তম বৈঠক আজ কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে  সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মো. আফছারুল আমীন, নুরুন্নবী চৌধুরী, আশেক উল্লাহ রফিক, স্বপন ভট্টাচার্য্য এবং কামরুল লায়লা জলি বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সম্পর্কিত গঠিত কমিটি এবং মুক্তিযোদ্ধা কলাণ ট্রাস্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। 
সভায় জানানো হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীন মোট ৩২টি প্রতিষ্ঠান আছে। এর মধ্যে ৭টি প্রতিষ্ঠান গুটিয়ে ফেলা হয়েছে, ৭টি প্রতিষ্ঠান হতে পুঁজি প্রত্যাহার করা হয়েছে এবং ১৭টি প্রতিষ্ঠানের বিষয়ে নির্বাহী কমিটির সভার সিদ্ধান্তানুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়। 
বাংলাদেশ মুক্তিযুদ্ধো কল্যাণ ট্রাস্টের স্থাবর-অস্থাবর সম্পত্তি কিভাবে আরো লাভজনক করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এছাড়া মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সম্পর্কিত গঠিত কমিটিতে প্রতিনিধি প্রেরণ এবং বধ্যভূমির তালিকা জরুরিভিক্তিতে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক গঠিত ২ নম্বর সাবকমিটির প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যপস্থাপনা পরিচালক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।                                                                  


#


এমাদুল/অনসূয়া/মাসুম/রেজ্জাকুল/শামীম/২০১৭/১৬০৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                       নম্বর : ৩৯৯


সম্প্রচার মাধ্যমগুলোতে ভাষার ব্যবহার সুচারু হওয়া বাঞ্ছনীয়
                                                     - তথ্যসচিব


ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) : 

    শহিদের রক্তে অর্জিত বিশ্বের একমাত্র ভাষা আমাদের প্রাণের ভাষা বাংলার শুদ্ধচর্চা দাপ্তরিক কাজকে গতিময় ও আনন্দদায়ী করে তুলবে। বাংলা ভাষা আমাদের অস্তিত্ব, আমাদের গর্ব। জীবনের সকল ক্ষেত্রে এর চর্চা হতে হবে সুচারুরূপে, যতেœর সাথে।
    তথ্যসচিব মরতুজা আহমদ আজ তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে মন্ত্রণালয়ের সভাকক্ষে দাপ্তরিক কাজে বাংলা ভাষার ব্যবহার ও বানান রীতি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মো. মনজুরুল রহমান। 
    মরতুজা আহমদ বলেন, বই ও পত্র-পত্রিকা পড়ার অভ্যাস বজায় রাখতে হবে, শুদ্ধ বানান লিখতে হবে, বলতে হবে শুদ্ধ উচ্চারণে। সম্প্রচার মাধ্যমগুলোতে ভাষার ব্যবহার সুচারু হওয়া বাঞ্ছনীয়।  তিনি এসময় মন্ত্রণালয়ের বেতার শাখাকে রেডিও অনুষ্ঠান উপস্থাপকদের উচ্চারণ তদারক করার নির্দেশনা দেন।  
    তথ্যসচিব বলেন, বাংলাদেশ টেলিভিশনের প্রথম মহাপরিচালক জামিল চৌধুরী ১৯৬৪ সালে বাংলায় ব্যাংকের চেক বই লিখে দাপ্তরিক কাজে বাংলা ভাষা ব্যবহারের এক অনন্য নজির গড়েছিলেন। তিনি এ মন্ত্রণালয়েরই কর্মকর্তা ছিলেন। আদালত দাপ্তরিক কাজে বাংলা ভাষার ব্যবহার বিষয়ে যে আদেশ দিয়েছেন, তথ্য মন্ত্রণালয় তা পূর্ণরূপে প্রতিপালন করবে।
    অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান তুলে দেন তথ্যসচিব মরতুজা আহমদ।
    মহান ভাষার মাস উপলক্ষে বিশেষভাবে আয়োজিত দিনব্যাপী এ প্রশিক্ষণে অতিরিক্ত সচিব সরাফ উদ্দিন আহমেদ, শাহজাদী আঞ্জুমান আরা, যুগ্ম-সচিব মো. আবুল কালাম আজাদ, মিজান-উল-আলমসহ মন্ত্রণালয়ের কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। 
#
আকরাম/অনসূয়া/নুসরাত/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                         নম্বর: ৩৯৮

এসডিজি’র কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা অর্জনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম 
                                                   -প্রধান তথ্য অফিসার

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :   

    টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ (এসডিজি) অজর্নে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ও এসডিজি’র লক্ষ্যসমূহ অর্জনে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
     প্রধান তথ্য অফিসার ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আজ তথ্য অধিদফতরের সভাকক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগসমূহ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সম্পর্কে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। 
    সরকারের বিশেষ উদ্যোগসমূহসহ বিভিন্ন কর্মসূচির বিষয়ে উল্লেখ করে প্রধান তথ্য অফিসার বলেন, সংবাদমাধ্যম সমাজ পরিবর্তনে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করছে। সমাজের বিভিন্ন অনিয়ম অসঙ্গতি তুলে ধরলে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে। তিনি বলেন, গণমাধ্যমের সহযোগিতায় এসডিজি’র শতভাগ বাস্তবায়নের মাধ্যমে কাক্সিক্ষত সুখী-সমৃদ্ধ বাংলাদ

Todays handout.docx