তথ্যবিবরণী নম্বর : ২৩২৬
বাজার তদারকি
১৬ প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা
ঢাকা, ৯ই শ্রাবণ (২৪শে জুলাই):
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় আজ ঢাকা মহানগর, সিলেট, যশোর এবং খুলনায় বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১৬টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে সেভেন হেভেনকে ৫ হাজার টাকা ও একই প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ১০ হাজার টাকা, ধানমন্ডিতে সাম্পানকে ৫ হাজার টাকা ও একই প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ২০ হাজার টাকা, ধানমন্ডিতে ফখরুদ্দিন রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা এবং একই অপরাধে তেজগাঁও এলাকায় হট হর্নস স্যান্ডউইচ বারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে অভিযোগ শুনানির মাধ্যমে প্রতিশ্রুত পণ্য বিক্রয় না করার অপরাধে ব্র্যাক ডেইরি এন্ড ফুড এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা এবং অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসাবে ১ হাজার ২৫০ টাকা প্রদান করা হয়।
এছাড়া সিলেট মহানগরের কোতয়ালী থানায় ৭টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা, যশোর সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং খুলনার রূপসা উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার জরিমানা করা হয়।
#
আফরোজা/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩২৫
সংবিধান অনুসরণই টেকসই উন্নয়নের মূলমন্ত্র
---তথ্যমন্ত্রী
ঢাকা, ৯ই শ্রাবণ (২৪শে জুলাই) :
সংবিধানের চার মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা অনুসরণ করে বৈষম্যহীন সমৃদ্ধি অর্জনের মধ্যেই বাংলাদেশের মানুষের টেকসই উন্নয়ন নিহিত বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ ঢাকায় পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে ‘চতুর্থ বাংলাদেশ সামিট- টেকসই উন্নয়ন ২০১৬’ সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, সমাজতন্ত্রসহ সংবিধানের চার মূলনীতির বলিষ্ঠ অনুসরণই টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।
ত্রিমাত্রিক উন্নয়নের ধারণা দিয়ে হাসানুল হক ইনু বলেন, আমাদের প্রয়োজন সবুজ, ডিজিটাল ও টেকসই উন্নয়ন। আর সেজন্য দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। অর্থনৈতিক ও মানসিক উভয় দারিদ্র্য থেকেই বেরিয়ে না এলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ একটি বাড়ি একটি খামার প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, আশ্রয়ণ প্রকল্প, সামাজিক নিরাপত্তা, শিক্ষা সহায়তা, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, টেকসই উন্নয়নে প্রধানমন্ত্রীর এসকল উদ্ভাবনী উদ্যোগের প্রতিটিই আমাদের অভীষ্ট উন্নয়নে উপনীত হতে একান্ত সহায়ক হবে।
মন্ত্রী বলেন, নারী-পুরুষ বৈষম্য ও অর্থনৈতিক বৈষম্য কমাতে ক্ষমতা কাঠামো, সম্পদ, বাজার এবং শিক্ষা-স্বাস্থ্যসহ মানব-উন্নয়নের মূল চাহিদাপূরণে সাধারণ মানুষের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে। একইসাথে অর্জন করতে হবে বিশ্বায়নের সাথে খাপখাইয়ে নেয়ার মানসিকতা।
‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বাস্তবায়ন এবং নিরীক্ষণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বেসরকারি সংস্থা এমিনেন্স এসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট যৌথভাবে দু’দিনব্যাপী এ সম্মেলন আয়োজন করেছে।
পিকেএসএফ সভাপতি এবং বাংলাদেশ সামিট ২০১৬’র আহ্বায়ক ড. কাজী খলীকুজ্জামানের সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মনজুরুল ইসলাম বিশেষ অতিথি ও জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এমিনেন্স’র প্রধান নির্বাহী এবং গ্লোবাল সিটিজেনস ফোরাম অন সাসেটেইনেবল ডেভেলপমেন্টের সদস্য সচিব ডা. মো. শামীম হায়দার তালুকদার স্বাগত বক্তব্য রাখেন।
শিক্ষাবিদ, উন্নয়নকর্মী, সরকারি কর্মকর্তা, পেশাদার এনজিওকর্মীসহ সুশীল সমাজ প্রতিনিধিদের অংশগ্রহণে দু’দিনব্যাপী সম্মেলনে ৭টি কারিগরি অধিবেশনে দারিদ্র্য ও ক্ষুধার সমাপ্তি, সুস্থ জীবন, সব বয়সের সবার জন্য কল্যাণ, মানসম্মত শিক্ষা, টেকসই পানি ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণবন্ত জনবসতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ টেকসই উন্নয়নের ১৭টি লক্ষ্য অর্জনের পন্থা গুরুত্ব পাচ্ছে ।
#
আকরাম/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/২০১২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩২৪
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৯ই শ্রাবণ (২৪শে জুলাই) :
দশম জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক আজ কমিটি সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সুকুমার রঞ্জন ঘোষ, মুস্তফা লুৎফুল্লাহ এবং খোরশেদ আরা হক বৈঠকে অংশগ্রহণ করেন।
ভূমি প্রশাসন এবং ব্যবস্থাপনার বিদ্যমান পরিস্থিতি ও সম্ভাব্য অগ্রগতি এবং বিপিএটিসির সার্বিক কর্মকা- সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে জানানো হয়, বিপিএটিসির প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত ৭৯২টি প্রশিক্ষণের মাধ্যমে ৩৬ হাজার ২৩৬ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বর্তমানে জিওবি ও জাইকার অর্থায়নে বিপিএটিসির ওসঢ়ৎড়ারহম চঁনষরপ ঝবৎারপবং ঃযৎড়ঁময ঞড়ঃধষ ছঁধষরঃু গধহধমবসবহঃ প্রকল্পটি বাস্তবায়নাধীন রয়েছে যা জুন ২০১৮ সালে শেষ হবে।
গ্রাম ও শহর অঞ্চলে যে সকল জলাশয় রয়েছে সেগুলো কোনভাবেই যেন ভরাট করা না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ভূমি মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। একটি আধুনিক যুগোপযোগী, দক্ষ ভূমি ব্যবস্থাপনা এবং জনগণের কাক্সিক্ষত ভূমি সেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুপারিশ করা হয়।
বিপিএটিসির কর্মকা-ে সকল ক্ষেত্রে স্বাধীনতা যুদ্ধের মহান চেতনা রাষ্ট্রপরিচালনার মূলনীতি এবং দেশপ্রেমকে ধারন করে প্রশিক্ষণের মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের মাঝে শৃঙ্খলা, শুদ্ধাচার, পেশাদারিত্ব এবং উদ্ভাবনী প্রয়াস সমুন্নত রাখার বিষয়ে কমিটি সুপারিশ করে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, বিপিএটিসির রেক্টরসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
এমদাদুল/আফরাজ/সেলিম/নবী/মোশারফ/আব্বাস/২০১৬/২০০৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩২৩
এটর্নি জেনারেল অফিসে জঙ্গি মামলা বিষয়ক সেল হতে পারে
-- আইনমন্ত্রী
ঢাকা, ৯ই শ্রাবণ (২৪শে জুলাই):
জঙ্গিদের জামিন ঠেকাতে এটর্নি জেনারেল নিজেই তাঁর অফিসে সেল গঠন করতে পারেন বলে মত দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে গেলে জঙ্গিদের জামিন ঠেকাতে এটর্নি জেনারেল প্রস্তাবিত সেল গঠনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটর্নি জেনারেল কার্যালয়ে পর্যাপ্ত সংখ্যক ডেপুটি এটর্নি জেনারেল এবং সহকারী এটর্নি জেনারেল আছেন। একজন অতিরিক্ত এটর্নি জেনারেলের নেতৃত্বে তাঁর অফিসে এ সেল গঠন করা যায়।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের মেরামত কাজ শীঘ্রই শুরু হবে।
পরিদর্শনকালে আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু এবং আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
রেজাউল/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/২০১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩২২
দখল ও দূষণরোধে ক্রাশ প্রোগ্রাম নেয়া হবে
---নৌপরিবহণ মন্ত্রী
ঢাকা, ৯ই শ্রাবণ (২৪শে জুলাই) :
নদী দখল প্রতিরোধ ও দূষণরোধে কোন ধরনের কম্প্রোমাইজ করা হবে না। দখল ও দূষণরোধে ক্রাশ প্রোগ্রাম নিয়ে এগিয়ে যেতে হবে।
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বুড়িগঙ্গাসহ চারটি নদীর দূষণরোধে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রস্তুতকৃত পরিকল্পনা বাস্তবায়নের কৌশলপত্র উপস্থাপনা বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নদী দখল ও দূষণরোধে প্রধানমন্ত্রীর কমিটমেন্ট অনুযায়ী কাজ করছি। তিনি বলেন, নদী আমাদের প্রাণ। বিভিন্ন ধরনের বর্জ্য পড়ে নদীকে দূষণ ও এর গতিপ্রবাহ ক্ষতিগ্রস্ত এবং জনজীবন বিপর্যস্ত করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নদীর দখল ও দূষণরোধে আমরা সফল হবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, নৌপরিবহণ সচিব অশোক মাধব রায়, পরিবেশ ও বন সচিব মো. কামালউদ্দিন আহমেদ, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, সমন্বিত উদ্যোগের মধ্যমে নদী দখল ও দূষণরোধ করতে হবে। নৌবাহিনী প্রধানের নেতৃত্বে একটি মনিটরিং ও কোঅর্ডিনেশন কমিটি থাকবে। কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাগণ প্রতিনিধিত্ব করবেন।
সভায় জানানো হয়, কৌশলপত্রে ঢাকার চারদিকে নদীগুলোর দূষণের জন্য দায়ী ৬০ শতাংশ শিল্প বর্জ্য, ১৫ শতাংশ কঠিন বর্জ্য, ১৫ শতাংশ অন্যান্য এবং ১০ শতাংশ নৌযানের বর্জ্য। এসব নদী দূষণের কারণ চিহ্নিত করে বিভিন্ন মেয়াদি পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে পাঁচ বছরের মধ্যেই বর্তমান নদীদূষণ ও দখল পরিস্থিতি থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যাবে।
#
জাহাঙ্গীর/আফরাজ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/২০০৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩২১
বন্যাকবলিত জেলাসমূহে পর্যাপ্ত ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে
---দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী
ঢাকা, ৯ই শ্রাবণ (২৪শে জুলাই) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, সরকার উত্তরাঞ্চলের বন্যাকবলিত ১১টি জেলার জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রেরণ করেছে। এর আগে বন্যার পূর্বপ্রস্তুতি হিসেবে এসব জেলা সফর করে করণীয় বিষয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করা হয়েছে। ইতোমধ্যে এসব জেলায় ২ হাজার ৩০০ মেট্রিক টন চাল ও ৪৫ লাখ টাকার শুকনা খাবার পাঠানো হয়েছে। এর বাইরে মন্ত্রণালয় থেকে শুকনা খাবারসহ বন্যায় কাজে লাগে এমন সরঞ্জামাদির ৪ হাজার কার্টন উপদ্রুত জেলায় পাঠানো হয়েছে।
মন্ত্রী আজ রাজধানীর হোটেল অবকাশে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও ঝুঁকিহ্রাসে করণীয় শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বন্যাসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ তৎপরতা চালানোর জন্য পর্যাপ্ত খাদ্যশস্য সরকারের কাছে রয়েছে। চাহিদার আগেই সরকার জেলা প্রশাসক বরাবর সম্ভাব্য প্রয়োজনীয় খাবার বরাদ্দ দিয়ে রেখেছে। এর বাইরে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে নগদ ৫ কোটি টাকা ও ৬ হাজার মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দিয়ে রেখেছে। সরকার দেশের বন্যা পরিস্থিতি ও এর গতিবিধি সতর্কতার সাথে পর্যবেক্ষণে রেখেছে। মন্ত্রণালয়, অধিদপ্তর ও জেলাসমূহে মনিটরিং সেল খোলা হয়েছে। ত্রাণ তৎপরতার সময় সংবাদকর্মীদের সাথে রাখার জন্য মন্ত্রী জেলা-উপজেলা কর্মকর্তাদের নির্দেশ দেন। দুর্গত এলাকায় সতর্কতার সাথে ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ্ কামালের সভাপতিত্বে কর্মশালায় প্রারম্ভিক উপস্থাপনা করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতান মাহমুদ ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অভ্ মেরিন সায়েন্সেস এন্ড ফিসারিজের অধ্যাপক ও পরিচালক ড. মো. শাহাদাত হোসেন। মূল প্রবন্ধের উপর আলোচনা করেন সার্ক আবহাওয়া কেন্দ্রের সাবেক পরিচালক ড. ডি এ কাদের, ইন্টারন্যাশনাল ফেডারেশন অভ্ রেডক্রস এন্ড রেডক্রিসেন্ট সোসাইটির সিনিয়র এডভাইজর ড. শাম্মী আহমেদ, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামসুদ্দিন আহমেদ, ইনস্টিটিউট অভ্ ওয়াটার এন্ড ফ্লাড ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক ড. মো. মনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অভ্ ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারাবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক
ড. মাহবুবা নাসরিন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য বিএম মোজাম্মেল হক।
কর্মশালায় উপকূলীয় ১২ জেলার স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা, জাতীয় পর্যায়ের গবেষকবৃন্দ এ সংক্রান্ত বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ, উপকূলীয় স্বেচ্ছাসেবক সংস্থা সিপিপির প্রতিনিধিগণ, স্কাউট, রোভার স্কাউটের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানান হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপকূলীয় এলাকায় ১০০ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছে। আরও ২২০টি আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ চলমান আছে। উপকূলীয় ১২ জেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর ৩৯ হাজার ৩৬৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক প্রস্তত রাখা হয়েছে।
#
ফারুক/আফরাজ/মোশাররফ/আব্বাস/২০১৬/১৯১৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩১৯
ইসলামের প্রকৃত শিক্ষা নতুন প্রজন্মের কাছে তুলে ধরুন
---শিক্ষামন্ত্রী
ঢাকা, ৯ই শ্রাবণ (২৪শে জুলাই) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শান্তির ধর্ম ইসলামের প্রকৃত শিক্ষা নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য আলেম, ওলামা, মাদরাসা শিক্ষক ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।
মন্ত্রী আজ ঢাকায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলনায়তনে সারাদেশের ইবতেদায়ি, দাখিল ও আলিম মাদরাসার অধ্যক্ষ ও সুপারিনটেনডেন্টদের সাথে মতবিনিময়সভায় এ আহ্বান জানান। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘জঙ্গিবাদ প্রতিরোধে মাদরাসা শিক্ষকদের করণীয়’ শীর্ষক এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, সারাবিশ্বে দেশ যখন উন্নয়নের রোল মডেল হিসেবে সুনাম অর্জন করেছে, সারা বিশ্বে যখন দেশের ভাবমূর্তি উজ্জ্বল, তখনই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে স্বার্থান্বেষী কুচক্রী মহল ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের একটি অংশকে বিভ্রান্ত ও বিপথগামী করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ ধরনের জঙ্গিবাদী তৎপরতা রোধে সমাজে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে মন্ত্রী মাদরাসা শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারমান এ কে এম ছায়েফউল্যার সভাপতিত্বে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ ও এস এম এহসান কবীর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আহসান উল্লাহ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বিল্লাল হোসেন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের মহাসচিব শাব্বির আহমদ মোমতাজি এবং বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ বক্তব্য রাখেন।
মতবিনিময়সভায় সারাদেশের এক হাজার দু’শত মাদরাসার অধ্যক্ষ ও সুপার অংশগ্রহণ করেন।
#
তথ্যবিবরণী নম্বর : ২৩২০
মাধ্যমিক শিক্ষা কার্যক্রম মূল্যায়ন বিষয়ক কর্মশালায় শিক্ষামন্ত্রী
ঢাকা, ৯ই শ্রাবণ (২৪শে জুলাই) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশের বিভিন্ন স্থানে বিরাজমান পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রসারে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
মন্ত্রী আজ রাজধানীতে নায়েম মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠাসমূহে শিক্ষা কার্যক্রমের মূল্যায়ন প্রতিবেদন চূড়ান্তকরণ উপলক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতায় এ আহবান জানান। তিনি বলেন, দেশের পাহাড়ি অঞ্চল, হাওড় অঞ্চল, নদীভাঙন অঞ্চল, চা-বাগান প্রভৃতি এলাকায় বাস্তবতার নিরিখে শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন এবং নায়েমের মহাপরিচালক প্রফেসর হামিদুল হক বক্তব্য রাখেন।
#
সাইফুল্লাহ/আফরাজ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/১৯৫৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩১৮
শাবিপ্রবি’র সাবেক ভিসির মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
ঢাকা, ৯ই শ্রাবণ (২৪শে জুলাই) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় মন্ত্রী দেশে বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় ড. ছদরুদ্দিনের অবদান বিশেষভাবে স্মরণ করেন।
তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
#
সাইফুল্লাহ/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৮৫৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩১৭
দুদকের কৌশলগত কর্মপরিকল্পনার ওপর মতবিনিময় সভা
ঢাকা, ৯ই শ্রাবণ (২৪শে জুলাই):
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর ‘খসড়া কৌশলগত কর্মপরিকল্পনা ২০১৬-২১’এর ওপর ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গের সাথে আজ এক মতবিনিময় সভা কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ এতে সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় দুদকের চেয়ারম্যান বলেন, দুর্নীতি বাংলাদেশের একটি বড় সমস্যা। দুর্নীতি দমনও একটি দুরূহ কাজ কিন্তুু অসম্ভব নয়। বর্তমান কমিশন সকলের সহযোগিতায় দুর্নীতির বিরুদ্ধে নিরলস সংগ্রাম চালিয়ে যাবে।
কমিশনের খসড়া কৌশলগত কর্মপরিকল্পনা ২০১৬-২১ প্রসঙ্গে গণমাধ্যম ব্যক্তিবর্গের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনাদের সুপারিশসমূহ পরীক্ষা-নিরীক্ষা করে এই কৌশলপত্রে সংযুক্ত করব। তিনি বলেন, অর্থনৈতিক সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। আর এক্ষেত্রে আমরা যদি ব্যর্থ হই তবে কেউই নিরাপদ থাকব না।
ব্যাংকের অর্থ আত্মসাৎ প্রসঙ্গে তিনি বলেন আমরা ২০১৬ সনে আর্থিক খাত, শিক্ষা ও স্বাস্থ্য খাতের দুর্নীতি দমনে অধিকতর গুরুত্ব দিচ্ছি। ব্যাংকিং সেক্টরে যে সকল অনিয়ম বা দুর্নীতি হয়েছে এবং যেগুলো আমাদের নজরে এসেছে তার প্রত্যেকটি আমরা অনুসন্ধান বা তদন্ত করছি। সরকারি-বেসরকারি সকল ব্যাংকই জনগণের অর্থে পরিচালিত হয়। ব্যাংকিং খাতে যে সকল অব্যবস্থাপনা রয়েছে তা আমরা শনাক্ত করছি। সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে এ বিষয়ে সুপারিশমালা প্রণয়ন করা হবে।
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনে আইনের কোনো দুর্বলতা নেই, ক্ষমতারও কোনো কমতি নেই এবং রাজনৈতিক কোনো চাপও নেই। স্বাস্থ্যখাত প্রসঙ্গে তিনি বলেন, স্বাস্থ্য উপকরণ ও যন্ত্রপাতি ক্রয়ে দুনীতি হলে আইনি ব্যবস্থা নিতে আমরা ন্যূনতম কুন্ঠাবোধ করবো না।
এ মতবিনিময় সভায় কমিশনের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ। মতবিনিময় সভায় বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন, বিটিভি’র মহাপরিচালক এস এম হারুন-অর রশীদ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজেশ আলী খান।
জার্মানভিত্তিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জিআইজেড এর কারিগরি সহযোগিতায় পাঁচ বছর মেয়াদি এ কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
#
প্রণব কুমার/আফরাজ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩১৬
জঙ্গিবাদ বিষয়ে মতবিনিময়সভা বিটিভি ও বেতারে সরাসরি সম্প্রচার
ঢাকা, ৯ই শ্রাবণ (২৪শে জুলাই):
আগামী ২৭ জুলাই ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বেতার এক মতবিনিময় অনুষ্ঠান আয়োজন করেছে।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক একেএম নেছার উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং প্রাসঙ্গিক প্রশ্নোত্তরে অংশগ্রহণ করবেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মসজিদের ঈমাম, মাদ্রাসার শিক্ষক, আলেম-ওলামা, মাশায়েখ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বাংলাদেশ পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এ মতবিনিময় অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র এবং বাংলাদেশ টেলিভিশন থেকে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে।
#
নেছার/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩১৫
ঢাকা রিপোর্টার্স ইউনিটি হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন
ঢাকা, ৯ই শ্রাবণ (২৪শে জুলাই) :
আজ থেকে ঢাকায় গুলিস্তান হ্যান্ডবল স্টেডিয়ামে প্রাণ-ক্র্যাকো ডিআরইউ হ্যান্ডবল টুর্র্নামেন্ট ২০১৬ শুরু হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা। এতে বিভিন্ন সংবাদ মাধ্যমের ২৪টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া ও সংস্কৃতি চর্চা করতে হবে। এতে যুব সমাজকে সন্ত্রাস, মাদক ও অপরাধ প্রবণতা থেকে দূরে রাখা সম্ভব হবে। একজন ক্রীড়াবিদের ব্যক্তিত্বে থাকে পরিচ্ছন্নতার ছাপ। সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজনকে সাধুবাদ জানিয়ে ডিআরইউ’র সার্বিক কর্মকা- এগিয়ে নিতে তিনি সম্ভাব্য সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।
ডিআরইউ সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও ওমর ফারুক, ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও প্রাণ গ্রুপের কর্মকর্তা রায়হানুল হক।
পরে প্রতিমন্ত্রী ১ম, ২য় ও ৩য় ম্যাচের ম্যান অভ্ দ্য ম্যাচ যথাক্রমে এটিএন নিউজের খায়রুজ্জামান, দৈনিক ইনকিলাবের রবিউল ইসলাম ও বাংলা মেইলের আলাউদ্দিনের হাতে ক্রেস্ট তুলে দেন।
#
আহসান/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩১৪
গণযোগাযোগ অধিদপ্তরের সাথে ৬৮টি তথ্য অফিসের এপিএ স¦াক্ষর
ঢাকা, ৯ই শ্রাবণ (২৪শে জুলাই) :
গণযোগাযোগ অধিদপ্তরের ৬৪টি জেলা তথ্য অফিস ও ৪টি পার্বত্য উপজেলা তথ্য অফিসের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স¦াক্ষর হয়েছে। জেলা তথ্য অফিসসমূহে কর্মরত কর্মকর্তাদের সাথে এপিএ স¦াক্ষর ও জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় এ চুক্তি স¦াক্ষরিত হয়।
আজ ঢাকার পিআইবিতে অধিদপ্তরের মহাপরিচালক কামরুন্নাহার এবং জেলা তথ্য অফিসারগণ নিজ নিজ তথ্য অফিসের পক্ষে চুক্তিতে স¦াক্ষর করেন।
তথ্য সচিব মরতুজা আহমদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন-অর-রশিদ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী খান বক্তৃতা করেন ।
#
ফায়জুল/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৭২৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩১৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ
ঢাকা, ৯ই শ্রাবণ (২৪শে জুলাই):
২০১৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে । ৪ শত ৫০টি কলেজের মোট ১ লাখ ৭০ হাজার ৭৬ জন শিক্ষার্থী ১ শত ৬৩টি কেন্দ্রের মাধ্যমে এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
ফলাফল সন্ধ্যা-৭ টা থেকে ঝগঝ এর মাধ্যমে হঁ<ংঢ়ধপব> য৩ <ংঢ়ধপব> জড়ষষ হড় লিখে ১৬২২২ নাম্বারে ঝবহফ করে জানা যাবে এবং রাত ৯ টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ) থেকে পাওয়া যাবে।
#
ফয়জুল/মোবাস্বেরা/খাদীজা/রেজ্জাকুল/কামাল/২০১৬/১৬৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩১২
শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশের শতকরা ৫ ভাগ জমা দিন
- শ্রম প্রতিমন্ত্রী
ঢাকা, ৯ই শ্রাবণ (২৪শে জুলাই):
প্রথমবারের মতো মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড তাদের লভ্যাংশের একটি অংশ তিন কোটি চার লাখ টাকা শ্রমিক কল্যাণ তহবিলে প্রদান করেছে। আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের হাতে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক মীর ছাইফুল্লাহ আল খালেদের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল তিন কোটি চার লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন।
চেক প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশই প্রথম রাষ্ট্র যেখানে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কল্যাণে এ ধরনের একটি তহবিল গঠন করা হয়েছে। তিনি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে শ্রম আইন অনুযায়ী লভ্যাংশের শতকরা ৫ ভাগ অর্থ শ্রমিক কল্যাণ তহবিলে প্রদানের জন্য কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, এ তহবিলের অর্থ শ্রমিকদের পেশাগত অসুখের চিকিৎসায়ও ব্যবহার করা হবে। দেশি-ব