তথ্যবিবরণী নম্বর: ৩৪২৬
জামালপুরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ধর্মমন্ত্রীর
ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ):
জামালপুরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।
আজ ঢাকায় মিরপুরে জামালপুর জেলা সমিতির কার্যালয়ে উক্ত জেলার মন্ত্রী ও সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান।
ধর্মমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে জামালপুর জেলা বিভিন্ন দিক থেকে এখনো অনেক পিছিয়ে রয়েছে। এ জেলায় অনেক দুর্গম চরাঞ্চল রয়েছে যেখানে রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে অনেক ঘাটতি রয়েছে। এছাড়া নদীভাঙন ও বন্যায় প্রতিবছরই তারা নানা ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। এসকল চরাঞ্চের মানুষের উন্নয়নে বিশেষ মনোযোগ দিতে হবে।
মোঃ ফরিদুল হক খান আরো বলেন, জামালপুর জেলার উন্নয়নে আমি সর্বদা তৎপর। এ জেলার উন্নয়নে সবসময় আমাকে পাশে পাবেন। উন্নয়নের প্রশ্নে নিজেদের মধ্যে কোনরূপ বিভেদ থাকলে জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জেলার উন্নয়নের জন্য চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা সফলকাম হবো। তিনি জামালপুর জেলার উন্নয়নে সকলকে ইতিবাচক ও প্রগতিশীল নেতৃত্বের সাথে থাকার জন্য অনুরোধ করেন।
জামালপুর জেলা সমিতির সভাপতি হাসান মাহমুদ রাজার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জামালপুর-১ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুর রশিদ ও জামালপুর- ৫ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
#
হেমায়েত/পাশা/রফিকুল/সেলিম/২০২৪/২৩১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪২৫
চলতি অর্থবছরে ডেঙ্গু মোকাবিলায় সিটি কর্পোরেশনগুলোকে ৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে
-- স্থানীয় সরকার মন্ত্রী
ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ):
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, এডিস মশার প্রকোপ কমাতে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনগুলোতে উন্নয়ন সহায়তা হিসাবে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একইসঙ্গে জেলা প্রশাসকদের জনসচেতনতা বাড়াতে ও প্রচারণায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের দ্বিতীয় ও শেষ অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কার্যক্রম বিষয়ে অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মোঃ তাজুল ইসলাম এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, সারা পৃথিবীতে এডিস মশা বা ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষের সচেতনতা বৃদ্ধি। মানুষের সচেতনতাই হচ্ছে ডেঙ্গু প্রতিরোধের ৯০% হাতিয়ার আর বাকি ১০% টেকনিক্যাল বা ওষুধের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। এ সময় তিনি বলেন, আগে অধিকাংশ ক্ষেত্রে ঢাকা শহরেই ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যেত কিন্তু গত বছর থেকে ঢাকায় ডেঙ্গুর প্রকোপ কমে এখন ঢাকার বাইরেও তা ছড়িয়েছে। সেজন্য জেলা শহরেও ডেঙ্গু প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে জেলা প্রশাসকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এডিস মশা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে ইলেকট্রনিক মিডিয়াতে টিভিসি ও প্রিন্ট মিডিয়াতে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
এ সময় মন্ত্রী জানান, জন্ম নিবন্ধন নিয়ে যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধানে কাজ করা হচ্ছে এবং অতিশীঘ্রই জন্ম নিবন্ধন সেবা সহজে মানুষের নাগালে পৌঁছে যাবে। তিনি পরিবেশ সুরক্ষায় অবকাঠামো নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব কনক্রিট ব্লক ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে বলে জানান।
স্থানীয় সরকার মন্ত্রী গ্রামীণ অবকাঠামোর ক্ষেত্রে একই রাস্তায় দুইবার বরাদ্দরোধে আইডি দেখে বরাদ্দ দেওয়া হচ্ছে বলেও জানান। তিনি জলাশয় ও পানির সংরক্ষণ করার বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর জলাশয়গুলো সংরক্ষণের নির্দেশনা অনুসরণ করার জন্য এক্ষেত্রে বলা হয়েছে।
#
হেমায়েত/পাশা/ফয়সল/সায়েম/রফিকুল/সেলিম/২০২৪/১৯২০ ঘণ্টা
Handout Number : 3424
Women have been main driver of the development of Bangladesh
--- Environment Minister
Dhaka, 6 March:
Minister of Environment, Forest, and Climate Change Saber Hossain Chowdhury said development can not be achieved leaving half of people leaving behind and women have been main driver of the development of the country and their engagement will be important in mainstream Bangladesh. Research has shown that women are 14 times more impacted than men. And we know that they are pillar of resilience. The present government under the visionary leadership of Prime Minister Sheikh Hasina recognizes the need for more targeted and effective measures to mainstream gender considerations into our climate budgeting processes.
Environment Minister said this in his speech as the chief guest in a workshop on Gender-Responsive Climate Financing in Bangladesh held today at Hotel Sheraton in the capital.
Secretary of the Ministry Dr Farhina Ahmed, and Gitanjali Singh, UN Women Country Representative spoke among others. Dilruba Haider, Programme Specialist, DRR & Climate Change, UN Women, presented the keynote paper.
Environment Minister Saber Chowdhury said, women serve as vital pillars of resilience. While the total climate budget of our country surpasses that of many sectors, prioritizing spending over mere budget allocation is paramount. He also said, gender equality is a fundamental prerequisite for building climate resilience and achieving sustainable development. For this, we should pool our expertise, share best practices and devise innovative solutions that empower women, advance gender equality, and enhance our collective resilience to climate change.
Minister said, we have been steadfast in our commitment to climate action and environmental protection, recognizing the profound impact of climate change on our people, economy, and ecosystems. Our policies and strategies, such as the Mujib Climate Prosperity Plan, National Adaptation Plan, and National Biodiversity Strategy and Action Plan, reflect our determination to confront the climate crisis head-on.
#
Dipankar/Faisal/Sayeam/Rafiqul/Joynul/2024/2210 hour
তথ্যবিবরণী নম্বর: ৩৪২৩
জৈন্তাপুরে কর্মক্ষেত্রে অনুপস্থিত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে
সাময়িক বরখাস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী
সিলেট, ২২ ফাল্গুন (৬ মার্চ):
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় দু’টিতে আজ ঝটিকা অভিযান পরিচালনা করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এসময় কর্মক্ষেত্রে অননুমোদিত অনুপস্থিতজনিত কারণে জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রেন্টু পুরকায়স্থকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
আজ মন্ত্রণালয়ের উপসচিব শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
অভিযানকালে স্বাস্থ্যমন্ত্রী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার, পুরুষ ও মহিলা ওয়ার্ড রুম, স্টাফ কোয়ার্টারসহ বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে উপস্থিত ইনডোর ও আউটডোর রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ নেন। পরিদর্শনকালে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কিছু অনিয়ম দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে কমপ্লেক্স চত্বরে সহজে দৃষ্টিযোগ্য স্থানে চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারের স্থান পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞাপন দেখে বিস্ময় প্রকাশ করে উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তাদের এর কারণ ব্যাখ্যা করার নির্দেশ দেন।
এ সময় মন্ত্রী বলেন, একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকার কোটি কোটি টাকা ব্যয় করে ঐ উপজেলার মানুষদের স্বাস্থ্যসেবা দেবার জন্য। কিন্তু স্বাস্থ্যসেবা যারা দিবেন তারা যদি দায়িত্বশীল না থাকেন তাহলে তো সাধারণ মানুষ উপকৃত হবে না। সরকার যে জন্য বিনামূল্যে মানুষকে স্বাস্থ্যসেবা দিতে চাচ্ছে সেটিও পূরণ হবে না। তিনি বলেন, শুধু বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের ত্রুটিই দেখা হবে না। সরকারি হাসপাতালে এ ধরনের অব্যবস্থাপনা হলে সংশ্লিষ্ট কেউই মাফ পাবে না।
স্বাস্থ্যমন্ত্রী এরপর গত ৫ মার্চ মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন স্থানীয় ব্যক্তির নিহত হবার ঘটনায় নিহতদের আত্মার প্রতি শান্তি কামনা করে শোক প্রকাশ করেন। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত একজনের পিতা জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা লিয়াকত আলীর বাসায় যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পরে স্বাস্থ্যমন্ত্রী বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি সেখানকার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। মন্ত্রী বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উপস্থিত স্বাস্থ্যকর্মীদের একত্র করে প্রয়োজনীয় কিছু দিকনির্দেশনা দেন এবং চিকিৎসা সেবা দিতে সবাইকে আরো সতর্ক থাকতে বলেন।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমি কোন মিডিয়ায় এই স্বাস্থ্যকেন্দ্র নিয়ে নেতিবাচক খবর দেখতে চাই না। স্বাস্থ্যকেন্দ্র মানুষের স্বাস্থ্যসেবার জন্য। কাজেই মানুষ যেন সঠিক সেবা পায়, রোগীরা যেন অসম্মানিত না হয় সেটি সবার আগে সবাইকে খেয়াল করতে হবে।’
অভিযান চলাকালে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, বিএমএ মহাসচিব এহতেশামুল হক চৌধুরী, সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন সিলেটসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
মাইদুল/পাশা/ফয়সল/সায়েম/রফিকুল/সেলিম/২০২৪/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪২২
কোরবানির পর থেকে চামড়া শিল্পনগরীর অবৈধ কারখানাগুলোর
পরিবেশ ছাড়পত্র বাতিল কার্যক্রম শুরু করা হবে
-- পরিবেশমন্ত্রী
সাভার (ঢাকা), ২২ ফাল্গুন (৬ মার্চ):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জনস্বাস্থ্য বিবেচনায় সাভার চামড়া শিল্প নগরীর আর কোন দূষণই গ্রহণযোগ্য হবে না। এখানকার শিল্পকারখানাগুলোতে ইটিপি চালু করতে সময়সীমা বেঁধে দিতে হবে। কোরবানির পর আর ছাড় দেয়া হবে না। অবৈধ কারখানাগুলোর পরিবেশের ছাড়পত্র বাতিল কার্যক্রম শুরু করা হবে। তিনি বলেন, মানুষের মৃত্যুর লাইসেন্স আমরা দিতে পারিনা। দূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয় একমত, যৌক্তিক সীমানার বাইরে যাওয়া সম্ভব না।
আজ সাভারের হেমায়েতপুরে অবস্থিত বিসিক চামড়া শিল্পনগরীর দূষণ নিয়ন্ত্রণ বিষয়ে শিল্পনগরীর অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, দূষণ নিয়ন্ত্রণে লেদার ওয়ার্কিং গ্রুপের চাহিদা পূরণ না করতে পারলে পণ্য রপ্তানি করা যাবে না। আমরা বিগত দশ বছরে মাইনাসে আছি। দূষণ রোধে এখন গুরুত্ব দিতে হবে। দুষণের কারণে মানুষের ক্যান্সার হয়। মানুষের মৃত্যুর কারণ হয়। অক্সিজেন না থাকায়, পানি পচে গেছে, এমনকি এখানে ব্যাকটেরিয়াও বেঁচে থাকতে পারে না। কোরবানির পর সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। একাজে সকলের সহযোগিতা দরকার।
সভায় প্রধানমন্ত্রীর বেসরকারিখাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিসিকের চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিসিক চামড়া শিল্প নগরীর ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ শিল্পনগরীর বর্তমান অবস্থা বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন। এসময় সংশ্লিষ্ট চামড়া কারখানার মালিকগণ উপস্থিত ছিলেন।
#
দীপংকর/পাশা/ফয়সল/সায়েম/রফিকুল/সেলিম/২০২৪/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪২১
নারীদের যোগ্যতার পরিচয় দিয়ে সমাজের মূলধারায়
প্রবেশ করার আহ্বান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর
ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ):
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) বলেছেন, ক্যারিয়ার কোনো লিঙ্গ চিনে না। কর্মজীবন সঠিক সময়ে যোগ্য প্রার্থী খুঁজে নেয়। নারীদের তাদের যোগ্যতার পরিচয় দিয়ে সমাজের মূলধারায় প্রবেশ করতে হবে।
আজ ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি ভবনে a2i কর্তৃক আয়োজিত STEM (Science, Technology, Engineering and Mathematics) শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি: নারীর সমৃদ্ধি বিষয়ক গোলটেবিল বৈঠকে বক্তব্যকালে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, হাইটেক এবং কম্পিউটারাইজড বিশ্বের এই যুগে ICT এবং STEM ভিত্তিক শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং সকল ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধনের জন্য STEM ভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করতে হবে।
সিমিন হোসেন (রিমি) বলেন, বিশ্বব্যাপী উদ্ভাবন ও অগ্রগতিতে STEM এর ক্ষেত্রগুলো অগ্রণী ভূমিকা পালন করছে। তবে এই ক্ষেত্রগুলোতে নারীদের প্রতিনিধিত্ব অনেক কম। তিনি বলেন, মাত্র ১৪% নারী বাংলাদেশে STEM শিক্ষার ক্ষেত্রে যুক্ত আছে। তিনি বলেন, কঠিন কঠিন বিষয়গুলো মেয়েদের দিলে তারা ভালো করবে না এ ধরনের মানসিকতা পরিবর্তন করতে হবে। সন্তান লালন পালন করা শুধু নারীদের দায়িত্ব সেই মনোভাব থেকেও বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
#
আলম/পাশা/ফয়সল/সায়েম/রফিকুল/সেলিম/২০২৪/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪২০
দেশে কৃষিপণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করতে হবে
-- বাণিজ্য প্রতিমন্ত্রী
ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ):
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘আইন বাস্তবায়নে প্রতিযোগিতা কমিশন ও ভোক্তা অধিদপ্তরকে আরো শক্তিশালী করা হবে। বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে হবে। উৎপাদন, আমদানি সব পর্যায়ে পণ্যের দাম যৌক্তিক হতে হবে। দেশে কৃষিপণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করতে হবে। কেউ বাজারে যেনো কোন ধরনের নেতিবাচক অবস্থার সৃষ্টি করতে না পারে।
আজ রাজধানীর একটি হোটেলে UNCTAD এবং Commonowealth Secretariat এর সহযোগিতায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত ‘Peer Review Dissemination Workshop on Competition Act, 2012 of Bangladesh’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পরে অর্থনৈতিক ভঙ্গুর দেশকে সমৃদ্ধশালী করতে বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন। বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে। দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখা দরকার।
চট্টগ্রামে চিনির ফ্যাক্টরিতে দুর্ঘটনার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এ কারণে বাজারে কোন প্রভাব পড়ার কথা না। বাজারে পর্যাপ্ত চিনির সরবরাহ আছে। যদি কোন মিল দাম বাড়ায় বা যোগসাজশ করে তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।’
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আনক্টেডের ইকোনমিক অ্যাফেয়ার্স অফিসার এলিজাবেথ গাছুরি এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মোঃ হাফিজুর রহমান।
ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম সফিকুজ্জামান, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য সওদাগর মুস্তাফিজুর রহমান, মন্ত্রণালয়ের যুগ্মসচিব ডা. ফারহানা আইরিছসহ অন্যান্য অংশীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
#
আসিফ/পাশা/ফয়সল/সায়েম/রফিকুল/সেলিম/২০২৪/২০০০ ঘণ্টা
তথ্যববিরণী নম্বর : ৩৪১৯
বিনিয়োগ সংক্রান্ত সেবাসমূহের তথ্য আরো বেশি সুরক্ষিত থাকবে
--- বিডা’র নির্বাহী চেয়ারম্যান
ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ):
বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেছেন, বিনিয়োগ সংক্রান্ত সেবাসমূহের তথ্য আরো বেশি সুরক্ষিত থাকবে।
তিনি আজ ঢাকায় বিডা’র কনফারেন্স হলে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সমঝোতা স্মারকের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক রণজিৎ কুমার।
অনুষ্ঠানে বিডা’র নির্বাহী চেয়ারম্যান বলেন, বর্তমান প্রযুক্তিময় পৃথিবীতে তথ্যই শক্তি এবং তথ্যসুরক্ষা গুরুত্বপূর্ণ। উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিনিয়োগ বিকাশের কোনো বিকল্প নেই। আর বিনিয়োগকারীদের বিনিয়োগ সেবাসহ অন্যান্য তথ্য সুরক্ষা প্রদানের জন্য বিডা সব সময় অঙ্গীকারবদ্ধ। বিডা ও বিসিসি-এর মধ্যে এ সমঝোতা স্মারক স¦াক্ষরের ফলে আইআরএমএস-সহ সকল ডাটাসমূহ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর ন্যাশনাল ডাটা সেন্টারে স্থানান্তর হবে, যার মাধ্যমে বিনিয়োগ সংক্রান্ত সেবাসমূহের তথ্য আরো বেশি সুরক্ষিত থাকবে।
সভাপতির বক্তব্যে বিডা’র সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন, বিনিয়োগকারীদের সকল বিনিয়োগসেবা একই প্ল্যাটফর্ম থেকে প্রদানের লক্ষ্যে ২০১৮ সালে বিডা ওএসএস আইন পাশ হয়, যার পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে বিডা ওএসএস-এর কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে আমরা ৪৮টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স¦াক্ষর করেছি, তন্মধ্যে বর্তমানে ৩৮টি প্রতিষ্ঠানের ১১৩টি বিনিয়োগসেবা প্রদান করছি। তিরি বলেন, এতদিন বিডা ওএসএস- এর তথ্যাদি বিজনেস অটোমেশনের সার্ভারে সংরক্ষিত ছিল। আজকের সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে হোস্টিংসহ বিডা ওএসএস ও আইআরএমএস-এর সকল তথ্য ন্যাশনাল ডাটা সেন্টারে সুরক্ষিত থাকবে।
অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর নির্বাহী পরিচালক রণজিৎ কুমার বলেন, এই চুক্তির ফলে এখন থেকে বিডা ওএসএস ও আইআরএমএস ডাটা সংরক্ষণ ও সুরক্ষায় এক সাথে কাজ করবে এনডিসি ও বিসিসি।
অনুষ্ঠানে বিডার ঊধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
#
প্রশান্ত/ফয়সল/সায়েম/রফিকুল/জয়নুল/২০২৪/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪১৮
জনগণের রায় মেনে নিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে
-- আবুল হাসানাত আবদুল্লাহ্
বরিশাল, ২২ ফাল্গুন (৬ মার্চ):
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, দেশের গণতন্ত্রের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন অত্যন্ত যুগান্তকারী ঘটনা যা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন কর্তৃক সফলভাবে নির্বাচন পরিচালনার মাধ্যমে দেশে গণতান্ত্রিক শক্তি আরো সুদৃঢ় হয়েছে। জনগণের রায় মেনে নিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে।
আবুল হাসানাত আবদুল্লাহ্ আজ বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরালে স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি দেশের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির ধারাকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। তিনি এসব ষড়যন্ত্রকারীদের রুখে দিতে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। এ ব্যাপারে আওয়ামী লীগের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের সদা সজাগ থাকতে হবে। তিনি সংগঠনের কার্যক্রম আরো গণমুখী ও বরিশালবাসীর সার্বিক জীবনমান উন্নয়নে দলীয় নেতাকর্মীদেরকে ত্যাগের মনোভাব নিয়ে স্ব স্ব দায়িত্ব পালনের আহ্বান জানান।
আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূচিত স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে এগিয়ে নিতে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
#
আহসান/পাশা/ফয়সল/সায়েম/রফিকুল/সেলিম/২০২৪/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪১৭
কর্মসংস্থান উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রস্তুতে বিশ্বব্যাংক ও বাংলাদেশ একসাথে কাজ করবে
ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ):
কর্মসংস্থান উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রস্তুতে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক ভবিষ্যতে একসাথে কাজ করবে।
আজ সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর অ্যাবদুলেই সিক (Abdoulaye Seek)-এর এক দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্বব্যাংক তিনটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প তিনটি হলো-হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট), লানিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) এবং অ্যাক্সিলারেশন এন্ড স্ট্রেংদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এসেট) প্রকল্প। বৈঠকে প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এই সকল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রস্তুত করা হবে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক বাংলাদেশ অফিসের অপারেশনস ম্যানেজার গেইল মার্টিন (Gayle Martin), লিড ইকোনমিস্ট এন্ড প্রোগ্রাম লিডার সৈয়দ আমির আহমেদ, সিনিয়র এক্সটার্নাল আ্যাফেয়ার্স অফিসার মেহরিন এ মাহবুব, সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি. এম. আসাদুজ্জামান প্রমুখ।
#
খায়ের/পাশা/ফয়সল/সায়েম/রফিকুল/সেলিম/২০২৪/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪১৬
সৌদি প্রবাসীদেরকে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান
জেদ্দা (সৌদি আরব), ৬ মার্চ ː
সৌদি প্রবাসী বাংলাদেশিদেরকে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহ্মুদ।
আজ সৌদি আরবের জেদ্দায় স্থানীয় একটি হোটেলে সে দেশে প্রবাসী বাংলাদেশিদের অভ্যর্থনায় মন্ত্রী এ আহ্বান জানিয়ে বলেন, সৌদিতে আমাদের দেশের প্রায় ত্রিশ লাখ মানুষ রয়েছেন। প্রত্যেক প্রবাসীই দেশের প্রতিনিধি এবং তাদের আচরণেই দেশ পরিচিত হয়। সবাই বৈধ পথে রেমিটেন্স পাঠালে দেশের অর্থনীতিতে সেটি বড় ভূমিকা রাখে।
সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুপ্রতিম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই সম্পর্ককে বহুমাত্রিক করেছে উল্লেখ করে তিনি বলেন, আগে শুধু সৌদি আরবে জনশক্তি রপ্তানির সম্পর্ক ছিল। এখন পেট্রোলিয়াম, কৃষি, পরিবেশ, অবকাঠামো নির্মাণ, বাণিজ্য-বিনিয়োগ, প্রযুক্তি বহুবিধ খাতে সহযোগিতাসহ সেই সম্পর্ককে আমরা বহুমাত্রিক করেছি।
সভায় জেদ্দায় সদ্যসমাপ্ত ১৯তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের এক্সট্রাঅর্ডিনারি সেশনে যোগদানের পাশাপাশি সৌদি পররাষ্ট্রমন্ত্রী ও ওআইসি মহাসচিবের সঙ্গে সাক্ষাতের ওপর আলোকপাত করেন ড. হাছান। তিনি জানান, তারা উভয়েই টানা ৪র্থ বারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান, রোহিঙ্গা ইস্যুতে পূর্ণ সহযোগিতা ও ফিলিস্তিনে সহিংসতা অবসানে একযোগে কাজের প্রত্যয় জানিয়েছেন।
অত্যন্ত আন্তরিক পরিবেশে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রস্তাবিত বাংলাদেশ সফর, পেট্রোলিয়াম ক্রয়, শিল্প সহযোগিতাসহ নানা বিষয়ে আলোচনা তুলে ধরে হাছান মাহ্মুদ জানান, সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন।
রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল মুহাম্মদ নাজমুল হক এবং সৌদি প্রবাসীগণ অভ্যর্থনা সভায় অংশ নেন।
#
আকরাম/পাশা/ফয়সল/সায়েম/রফিকুল/সেলিম/২০২৪/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪১৫
মানসম্মত পাটবীজের সংকট দূর করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে
-- বস্ত্র ও পাট মন্ত্রী
ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ):
চলতি পাট মৌসুমে মানসম্মত পাটবীজের সংকট দূর করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চলতি পাট মৌসুমে পাটবীজের সংকট হবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
মন্ত্রী আজ ঢাকার মতিঝিলে বাংলাদেশ জুট মিলস্ করপোরেশন (বিজেএমসি)-এর সম্মেলন কক্ষে ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক। সেমিনারে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট সচিব মোঃ আব্দুর রউফ।
সেমিনারে ‘পাটবীজ উৎপাদনের সম্ভাবনা, সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক পেপার উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়া ‘পাট পচন প্রক্রিয়া: আধুনিক ক্রমোন্নয়ন’ শীর্ষক পেপার উপস্থাপন করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী মোঃ মোছাদ্দেক হোসেন।