Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st নভেম্বর ২০১৭

তথ্যবিবরণী ২১ নভেম¦র ২০১৭

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৩১৫৫


মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে


উখিয়া (কক্সবাজার), ৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর) :


          কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।


আজ কুতুপালং-১ ক্যাম্পে ৭ শত ৪৬ জন পুরুষ ও ৬ শত ৯০ জন নারী মিলে ১ হাজার ৪ শত ৩৬ জন, কুতুপালং-২ ক্যাম্পে ১ হাজার ১ শত ৩৪ জন পুরুষ ও ১ হাজার ৩ শত ৮২ জন নারী মিলে ২ হাজার ৫ শত ১৬ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৪ শত ২৫ জন পুরুষ ও ৬ শত ২ জন নারী মিলে ১ হাজার ২৭ জন, থাইংখালী-১ ক্যাম্পে ১ হাজার ১ শত ৯৮ জন পুরুষ ও ১ হাজার ৫ শত ৩৮ জন নারী মিলে ২ হাজার ৭ শত ৩৬ জন, থাইংখালী-২ ক্যাম্পে ১ হাজার ১ শত ৪২ জন পুরুষ ও ১ হাজার ১ শত ১২ জন নারী মিলে ২ হাজার ২ শত ৫৪ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৭৪ জন পুরুষ ও ১ হাজার ৯  শত ৪৫ জন নারী মিলে ৩ হাজার ১৯ জন, শামলাপুর ক্যাম্পে ৭৬ জন পুরুষ ও ৫৭ জন নারী মিলে ১ শত ৩৩ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ১৩ হাজার ১ শত ২১ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।


আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৬ লাখ ১২ হাজার ৭ শত ৫ জনের নিবন্ধন করা হয়েছে।


#


সাইফুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০৫০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৩১৫৪


মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত


উখিয়া (কক্সবাজার), ৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর) :


          কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে।

         

          উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৫৬ ট্রাকের মাধ্যমে ১৮২ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১৮ হাজার ২ শত ৩ প্যাকেট শুকনো খাবার, ৩৬ প্যাকেট শিশুখাদ্য, ১ হাজার প্যাকেট রান্না খাবার,  ২২ হাজার ৯ শত ১৬ পিস গৃহস্থালিসামগ্রী, ৪০০টি স্যানিটেশনসামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।


জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত কক্সবাজার ৪টি খাদ্য গুদামে প্রাপ্তি ও প্রদানের পর ১ হাজার ৮৪ মেট্রিক টন চাল, ৭৭ মেট্রিক টন ডাল, ৯৪ হাজার ২ শত ২৯ লিটার তেল, ৫৯ মেট্রিক টন লবণ, ৭৯ মেট্রিক টন চিনি, ৭ হাজার  ৮ কিলোগ্রাম আটা, ৭৭ হাজার ৪ শত ৭০ কিলোগ্রাম গুঁড়োদুধ, ২৫ কিলোগ্রাম মুড়ি, ১৬ হাজার ১ শত পিস ও ৪৮৯ বান্ডিল কম্বল, ৫১১টি তাঁবু ও ত্রিপল মজুত রয়েছে।


জেলা প্রশাসক, কক্সবাজার এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকতা কর্তৃক যৌথভাবে পরিচালিত “অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা” নামক সোনালী ব্যাংক কক্সবাজার শাখার চলতি হিসাব নং- ৩৩০২৪৬২৫ এ আজ পর্যন্ত ৩ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৭৬ টাকা জমা রয়েছে।


#


সাইফুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০৪৫ ঘণ্টা

 

Handout                                                                                                                 Number : 3153

 

2nd FOC with Australia held in Dhaka

 

Dhaka, 21 November :

 

            Australia likes to extend cooperation to Bangladesh in sectors like trade and investment, agriculture, sports, and power and energy, climate change, and human resource development for Bangladesh. Australia will also extend different training offers for Bangladesh in a wide range of areas including counterterrorism, defense, maritime security, and so on. These were discussed during the 2nd Foreign Office Consultations (FOC) between Bangladesh and Australia held today at the State Guest House, Meghna in Dhaka.

 

            The Australian side was led by Penny Williams, Deputy Secretary, Department of Foreign Affairs and Trade (DFAT) of Australia and the Bangladesh side was led by Mahbub Uz Zaman, Secretary (Asia & Pacific) of the Ministry of Foreign Affairs. Representatives from different ministries and divisions such as Ministry of Power and Energy, Ministry of Home, Economic Relations Division, Youth and Sports, Bangladesh Investment Development Authority (BIDA), Police Headquarters (HQs) and others. At the meeting major issues of bilateral and regional interests were discussed.

 

            Australia will support Bangladesh for safe and dignified return of displaced people from Myanmar which is an essential component of durable solution of Rohingya crisis. During the discussion, the Australian side informed that Australia has lifted air cargo restriction for Bangladesh but cargoes originating from Bangladesh need to transit through designated points.

 

            Australia is committed to continue its development assistance for Bangladesh and continue to increase the number of scholarships for Bangladesh. Australia offered 217 scholarships for different categories and fields for Bangladeshi students during 2018. During the meeting Bangladesh proposed four Memorandum of Understanding (MoU) on four different areas of cooperation such as agriculture, promotion and protection of investment, sports, and power sector and Australian side assured for their consideration of the MoUs.  Both the sides expressed their willingness to work together for strengthening and deepening the bilateral relations so happily exists between the two countries since the independence of Bangladesh in 1971. 

 

#

 

Khaleda/Mahmud/Sanjib/Salimuzzaman/2017/2030 Hrs.

 

 

 

Handout                                                                                                              Number : 3152

 

Foreign Minister attends 13th ASEM Foreign Ministers’ Meeting

 

Dhaka, 21 November 2017 (Message received from Nay Pyi Taw, Myanmar):

 

            The 13th Asia-Europe Meeting (ASEM) of Foreign Ministers concluded today with adoption of a 36 point Chair’s statement titled “Strengthening Partnership for Peace and Sustainable Development”. On the second and last day of the meeting, Foreign Ministers and high-level representatives of 53 ASEM partners from Asia and Europe joined a retreat session conducted by Myanmar State Counsellor and Union Minister for Foreign Affairs Daw Aung San Suu Kyi.

 

            In an informal discussion during the retreat, Foreign Minister Abul Hassan Mahmood Ali appreciated ASEM Foreign Ministers for sharing their ideas and views in accelerating the ASEM process towards a better future for the people of Asia and Europe. He stressed on the critical role of ASEM in fostering stronger partnership among the stakeholders and to find out innovative ways of resource mobilization for various projects of ASEM. The Chair’s statement focused on, among others, the issues of security, nuclear threat in the Korean peninsula, adverse impact of climate change and  gender issue.

 

            Foreign Minister also held bilateral meetings with the Foreign Ministers of Malta and Norway, and the Deputy Minister for Foreign Affairs of Japan on the sideline of the 13th ASEM Foreign Ministers’ Meeting today, where issues of bilateral mutual interest were discussed. 

 

#

 

Khaleda/Mahmud/Sanjib/Salimuzzaman/2017/2020 Hrs.

 

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৩১৫০
দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় বাংলাদেশ-তুরস্ক একসাথে কাজ করবে
তুরস্কে আফাদ প্রধানের সাথে মায়া চৌধুরীর মতবিনিময়
 
আংকারা (তুরস্ক), ২১ নভেম্বর :
বাংলাদেশ ও তুরস্ক দুর্যোগ মোকাবিলায় একসাথে কাজ করবে। বিশেষত বন্যা, ঘূর্ণিঝড় ও ভূমিকম্প মোকাবিলায় পরস্পরের অভিজ্ঞতা বিনিময় করবে। তুরস্কোর রাজধানী আংকারায় তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা আফাদ (অঋঅউ) এর প্রধান গবযসবঃ এঁষষঁড়মষঁ এর সাথে মতবিনিময়কালে উভয় দেশের প্রতিনিধিদল এ তথ্য জানান।
বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম আজ আফাদের সদর দপ্তর পরিদর্শন করেন। বাংলাদেশের প্রতিনিধিদলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহমেদ, বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম এবং তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী উপস্থিত ছিলেন। 
মতবিনিময়কালে মায়া চৌধুরী বাংলাদেশে মিয়ানমার থেকে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের  সার্বিক পরিস্থিতি অবহিত করেন। রোহিঙ্গাদের  জন্য আফাদ প্রধান তুরস্ক প্রতিশ্রুত সহযোগিতাসহ মানবিক সমস্যা মোকাবিলায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মন্ত্রী বাংলাদেশের ভূমিকম্প প্রস্তুতি ও সাড়াদানকেন্দ্র নির্মাণে তুরস্কের অবকাঠামোগত ও প্রযুক্তিগত সহযোগিতা চান। 
মন্ত্রী পরে তুরস্কের ভূমিকম্প প্রস্তুতিকেন্দ্র ও আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র পরিদর্শন করেন। 
#
 
ওমর ফারুক/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯২৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৩১৪৯
মুক্তিযুদ্ধ বাঙালি জাতির জীবনে সবচেয়ে আলোকিত অধ্যায় 
                                          --- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
 
ঢাকা, ৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর) :
বাঙালি জাতির জীবনে সবচেয়ে আলোকিত অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, নিজস্ব জাতিসত্তা, পবিত্র সংবিধান ও লাল-সবুজের পতাকা। 
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ আজ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভা, গুণিজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমান মিয়া, ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ঢাকা জেলা ছাত্রলীগের সহসভাপতি এইচ এম মেহেদী ও মোঃ জসিম উদ্দিন।
প্রতিমন্ত্রী বলেন, সমাজে সত্য, সুন্দর, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর সহায়ক ভূমিকা অপরিহার্য। দেশ ও জাতিকে বেশি বেশি আলোকিত সাদামনের মানুষ উপহার দিতে হলে নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞান চর্চায় দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে। তিনি সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনকে মুক্তচিন্তা ও স্বাধীনতার সপক্ষের মননশীল ও সৃষ্টিধর্মী সাংস্কৃতিক সংগঠন হিসেবে উল্লেখ করে এর কর্মযজ্ঞকে তৃণমূল মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। তিনি সংগঠনটিকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
পরে প্রতিমন্ত্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কৃতি ব্যক্তিগণের হাতে সম্মাননা পদক তুলে দেন। 
#
 
আহসান/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৩৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৩১৪৮
মামলার জট কমাতে বিচারকদের আন্তরিকভাবে কাজ করতে হবে
                                                       --- আইনমন্ত্রী
ঢাকা, ৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমানে দেশের আদালতগুলোতে প্রায় ৩০ লাখ মামলা বিচারাধীন আছে। এ মামলার জট কমিয়ে আনা বিচার বিভাগ ও সরকারের জন্য অন্যতম চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ নিয়েছে। দেওয়ানি কার্যবিধি এবং অর্থঋণ আদালত আইন সংশোধনের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির বিধান অন্তর্ভুক্ত করে দ্রুত বিচার নিষ্পত্তির সহায়ক আইন করা হয়েছে। বিচার বিভাগের উল্লেখযোগ্য উন্নয়ন এবং শত বছরের পুরোনো আইন ও বিধিগুলো সংস্কার করে বিচার ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মামলা জট কমিয়ে আনার চ্যালেঞ্জ মোকাবিলায় বিদ্যমান আইন অনুযায়ী বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে বিচারকদেরও আন্তরিকভাবে কাজ করতে হবে।
আজ ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের জুডিশিয়াল কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৩৭ তম রিফ্রেশার কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সরকার দুর্নীতির ক্ষেত্রে জেরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কারণ দুর্নীতি বাংলাদেশের উন্নয়নের অন্যতম শত্রু। সেজন্য দুর্নীতি সংক্রান্ত মামলার বিচারকালে বিচারকদের অত্যন্ত সজাগ এবং এ সংক্রান্ত মামলার প্রতিটি পর্যায়ে সততা ও দক্ষতার সাথে আইনানুগ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। তাছাড়া বিচারপ্রার্থী জনগণ যাতে স্বল্প খরচে, স্বল্প সময়ে ন্যায়বিচার পান এবং আইনি প্রক্রিয়া বা আইনি ব্যবস্থার জটিলতা কিংবা মামলার অযথা দীর্ঘসূত্রতার স্বীকার না হন তাও নিশ্চিত করতে বলেন তিনি। সংবিধান ও আইন অনুযায়ী বিচারকগণ প্রত্যেকেই স্বাধীন একথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, স্বাধীন বিচার ব্যবস্থায় একজন বিচারক যদি সৎ, দক্ষ, নিরপেক্ষ ও নির্লোভী হন তাহলে তার ন্যায়বিচার নিশ্চিত করতে কোন ভয় থাকবে না। তিনি আশা প্রকাশ করেন, বিচারকগণ মামলার প্রতিটি পর্যায়ে সততা, দক্ষতা, নিরপেক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে এবং বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা আরো বৃদ্ধি পাবে।
আইনমন্ত্রী বলেন, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মানসম্মত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সৎ, নিষ্ঠাবান, দক্ষ ও মেধাবী বিচারক গড়ে তোলার কাজটি করে থাকে। তাই এটিকে একটি উন্নতমানের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পরিণত করার জন্য সরকার আন্তরিক। তিনি বলেন, সরকার ইনস্টিটিউটটিকে বিচার বিভাগীয় শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে ঈবহঃৎব ড়ভ ঊীপবষষবহপব হিসেবে গড়ে তুলতে চায়।  
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হকও বক্তৃতা করেন।
#
 
রেজাউল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৩০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৩১৪৭
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ
 
ঢাকা, ৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর) :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের সাথে আজ তাঁর সচিবালয়স্থ কার্যালয়ে বাংলাদেশে থাইল্যান্ডের রাষ্ট্রদূত চধহঢ়রসড়হ ঝঁধিহহধঢ়ড়হমংব সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মন্ত্রী প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন কর্মকা- থাই রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। রাষ্ট্রদূত গাজীপুরে মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঢাকার উত্তরায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে বিভিন্ন সবজি ও ফুলের বাগান করার প্রস্তাব করেন।
উল্লেখ্য, থাই সরকার ২০১০ সাল থেকে চিলড্রেন ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে গাজীপুর ও উত্তরায় এই দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের স¦াস্থ্য ও পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ গিয়াস উদ্দিন আহমেদ ও ড. এ এফ এম মনজুর কাদির সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
#
 
রবীন্দ্র/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৪০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                        নম্বর : ৩১৪৬
 
মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির ইন্তেকাল
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক
 
ঢাকা, ৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর) :  
 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মহম্মদপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় তিনি  মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
 
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মহম্মদপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন মোল্লা (৬৭) আজ দুপুর দেড়টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...............রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
 
#
 
শফিকুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৬৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৩১৪৫
সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকার কাজ করছে
                    --- স্থপতি ইয়াফেস ওসমান 
 
ঢাকা, ৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর) :
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে। তাঁর নেতৃত্বের ফলেই  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো বিশ্ব ডকুমেন্টারি ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। 
বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কঙওঈঅ) আয়োজিত ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ’ বিষয়ক প্রশিক্ষণ ও ওয়ার্কশপের উদ্বোধনকালে মন্ত্রী এসব  কথা বলেন।
জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত আন সিয়ং দু (অযহ ঝবড়হম-ফড়ড়), কোইকার বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর জো হিউন-গু (ঔড়ব ঐুঁহ-এঁব) এবং কোরিয়া কালচারাল হেরিটেজ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট লি হাইয়াং-সু (খবব ঐুধহম-ঝড়ড়)। 
কোরিয়ার অর্থায়নে এ প্রকল্পের মাধ্যমে কোরিয়া কালচারাল হেরিটেজ ফাউন্ডেশন বাংলাদেশ জাতীয় জাদুঘরকে সংরক্ষণ বিষয়ক আধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষণ প্রদান করেছে। এর মাধ্যমে জাতীয় জাদুঘরের ঐতিহ্য সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি পাবে।
#
 
কামরুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩১৪৪ 
 
সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঘোষিত কর্মসূচি প্রত্যাহার
ঢাকা, ৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর) :  
সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকুরি নিয়মিতকরণের লক্ষ্যে দেশব্যাপী বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঘোষিত সকল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাথে অনুষ্ঠিত এক সভায় ঘোষিত কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় ইউনিয়ন নেতৃবৃন্দ।
এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় বাছাইকৃত দুই হাজার ছয়শ সাতষট্টি জন ওয়ার্কচার্জড কর্মচারীকে নিয়মিতকরণের প্রস্তাব প্রশাসনিক সংস্কার বিষয়ক সচিব কমিটিতে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের ইতিবাচক মতামত পাওয়া গেছে। সওজ’র অবশিষ্ট চার হাজার তিনশ বিরানব্বই জন ওয়ার্কচার্জড কর্মচারীর বিষয়ে প্রচলিত বিধিবিধান অনুযায়ী দ্রুত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এছাড়া, সভায় সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাত দফা দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দাবিসমূহ পর্যালোচনা করে স্বল্পসময়ে সমস্যা সমাধানের বিষয়ে সভায় ঐক্যমত পোষণ করা হয়।
এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার রাকিবুর রহমান ও মোহাম্মদ বেলায়েত হোসেন, সওজ কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া দুলালসহ ইউনিয়ন সদস্যগণ উপস্থিত ছিলেন।
 
#
 
নাছের/রিফাত/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৪৪৯ ঘণ্টা
 
Todays handout (4).docx