Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ নভেম্বর ২০১৭

তথ্যবিবরণী ১৯ নভেম¦র ২০১৭

তথ্যবিবরণী                                                                   নম্বর : ৩১৩২
মুসলিম ইনস্টিটিউট চট্টগ্রামের সংস্কৃতিকর্মীদের মিলনস্থলে পরিণত হবে
  ---সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) : 
 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, মুসলিম ইনস্টিটিউট নির্মাণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী ৩ মাসের মধ্যে প্রকল্পটির কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে। নির্মাণকাজ সমাপ্ত হলে এটি চট্টগ্রামে একটি দৃষ্টিনন্দন স্থাপনায় এবং সংস্কৃতিকর্মীদের মিলনস্থলে পরিণত হবে। 
 
মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় তির্যক নাট্যদলের প্রতিষ্ঠার 
৪৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী নাট্যমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তির্যক নাট্যদলের দলপ্রধান আহমেদ ইকবাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঞ্চ সারথি আতাউর রহমান।
 
মন্ত্রী বলেন, তির্যক যে ধরনের নাটকগুলো প্রযোজনা করছে, সেগুলো তুলনামূলকভাবে কঠিন, ক্লাসিক্যাল ও বৈচিত্র্যপূর্ণ। অনুষ্ঠানে বরেণ্য অভিনেত্রী ও নির্দেশক ফেরদৌসী মজুমদারকে তির্যক সম্মাননা জ্ঞাপন করা হয়।
 
নাট্যমেলা ছাড়াও এ উপলক্ষে নাট্যস্মারক প্রদর্শনী, আলোচনা, সম্মাননা জ্ঞাপন, নাট্যভাবনা আদানপ্রদান এবং প্রতিদিন মুক্তমঞ্চে সংগীত, আবৃত্তি, নৃত্য, মূকাভিনয় ও চট্টগ্রামের লোকগান পরিবেশিত হয়।
#
 
ফয়সল/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/২০১৮ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                   নম্বর : ৩১৩১
মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত
 
উখিয়া (কক্সবাজার), ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) : 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে। 
      উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ২২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৩৩ ট্রাকের মাধ্যমে ৯৬ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৯ হাজার ৬ শত ৩০ প্যাকেট শুকনো খাবার, ৩৬ প্যাকেট শিশুখাদ্য,  ২৫ হাজার ৫ শত ৭০ পিস গৃহস্থালিসামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  
জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত কক্সবাজার ৪টি খাদ্য গুদামে প্রাপ্তি ও প্রদানের পর ৯৭৪ মেট্রিক টন চাল, ৭৯ মেট্রিক টন ডাল, ৯৪ হাজার ২ শত ২৯ লিটার তেল, ৬১ মেট্রিক টন লবণ, ৮১ মেট্রিক টন চিনি, ৭ হাজার  ৮ কেজি আটা, ৭৯ হাজার ৪ শত ৭০ কেজি গুঁড়োদুধ, ২৫ কেজি মুড়ি, ১৬ হাজার ১ শত পিস ও ৪৮৯ বান্ডিল কম্বল, ৫১১টি তাঁবু ও ত্রিপল মজুত রয়েছে।
জেলা প্রশাসক, কক্সবাজার এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকতা কর্তৃক যৌথভাবে পরিচালিত “অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা” নামক সোনালী ব্যাংক, কক্সবাজার শাখার চলতি হিসাব নং- ৩৩০২৪৬২৫ এ আজ পর্যন্ত ৩ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৭৬ টাকা জমা রয়েছে।
#
 
সাইফুল/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৯৩১ ঘণ্টা 
 
 
 
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর  : ৩১৩০
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
 
উখিয়া (কক্সবাজার), ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) :  
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
 
আজ কুতুপালং-১ ক্যাম্পে ১ হাজার ৬২ জন পুরুষ, ১ হাজার ৪ শত ৩৬ জন নারী মিলে ২ হাজার ৪ শত ৯৮ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৯ শত ৯৮ জন পুরুষ, ১ হাজার ৩ শত ৪১ জন নারী মিলে ২ হাজার ৩ শত ৩৯ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৪ শত ২২ জন পুরুষ, ৪ শত ৮৯ জন নারী মিলে ৯ শত ১১ জন, থাইংখালী -১ ক্যাম্পে ৭ শত ৪৪ জন পুরুষ, ৮ শত ৮৩ জন নারী মিলে ১ হাজার ৬ শত ২৭ জন, থাইংখালী -২ ক্যাম্পে ৯ শত ৩০ জন পুরুষ, ১ হাজার ৭০ জন নারী মিলে ২ হাজার জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ২০ জন পুরুষ, ৬ শত ৬৫ জন নারী মিলে ১ হাজার ৬ শত ৮৫ জন, শামলাপুর ক্যাম্পে ৫ শত ২ জন পুরুষ, ৪ শত ৯২ জন নারী মিলে ৯ শত ৯৪ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ১২ হাজার ৫৪ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৫ লাখ ৮৬ হাজার ৫ শত ৭২ জনের নিবন্ধন করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। 
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ৮ শত ২২ জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।
#
 
সাইফুল/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৯৩১ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩১২৯
২ ডিসেম্বর সারাদেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদ্যাপিত হবে
 
ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) :
বাংলাদেশের আকাশে আজ ১৪৩৯ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ২০ নভেম্বর ২০১৭ খ্রি. সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২১ নভেম্বর ২০১৭ খ্রি. মঙ্গলবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ২ ডিসেম্বর শনিবার সারাদেশে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হবে।
 আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমান।
সভায় মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ হাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব  (প্রেস) মোঃ মিজান-উল-আলম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মোঃ শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ আবদুর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলীয়ার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহমদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী মসজিদের খতিব মাওলানা আবু রায়হান ও চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
#
 
শায়লা/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                           নম্বর : ৩১২৮
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক 
 
ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) : 
 
দশম জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৮তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর সভাপতিত্বে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোঃ তাজুল ইসলাম চৌধুরী এমপি, সফুরা বেগম এমপি, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও এ্যাডভোকেট সাহারা খাতুন এমপি বৈঠকে উপস্থিত ছিলেন।
 
বৈঠকে ওয়ান স্টপ সার্ভিস বিল, ২০১৭ এবং বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তিসহ মামলার জট কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটি “ওয়ান স্টপ সার্ভিস বিল, ২০১৭” এর উপর পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে এবং প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনী সহকারে পরবর্তী কমিটি বৈঠকে উপস্থাপন করার সুপারিশ করে। বৈঠকে ৩০ লাখ বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিচারক নিয়োগের প্রক্রিয়া ত্বরান্বিত করার সুপারিশ করা হয়।
  
বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব এবং আইন ও বিচার বিভাগের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
 
হালিম/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৮৫১ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩১২৭
শান্তি-উন্নয়নের সুফল প্রতিঘরে পৌঁছুতে সমাজতন্ত্র 
                                        ---তথ্যমন্ত্রী
 
ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) :
সমাজতন্ত্রকে শান্তি ও উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছুতে সবচেয়ে কার্যকর চেতনা বলে বর্ণনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযুদ্ধে গেরিলা প্রশিক্ষক ও বলিষ্ঠ সমাজতান্ত্রিক নেতা আ ফ ম মাহবুবুল হকের শোকসভায় মন্ত্রী বলেন, সমাজতন্ত্র যেমন চাষি-শ্রমিক-মজুরদের গণতন্ত্রে অংশ নিতে শেখায়, তেমনি জঙ্গিবাদ, দুর্নীতি ও বৈষম্য দূর করার সংগ্রামকেও এগিয়ে নেয়। তাই সমৃদ্ধির সুফল প্রতিঘরে পৌঁছুতে এটি সবচেয়ে কার্যকর পথ। একারণেই সংবিধানে সমাজতন্ত্র জাতীয় চার মূলনীতির অন্তর্ভুক্ত, বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, আ ফ ম মাহবুবুল হক ছিলেন সমাজতন্ত্রের লক্ষ্য সামনে রেখে মুক্তিযুদ্ধসহ সকল জাতীয় ও গগণতান্ত্রিক সংগ্রামে অংশ নেবার মৃত্যুঞ্জয়ী উদাহরণ। রাজনীতিতে তার আপোশহীন লড়াই এ দেশের বামপন্থী নেতাদের পথ দেখাবে। বাসদ সভাপতি আ স ম আব্দুর রবসহ বিশিষ্ট মুক্তিযোদ্ধাবৃন্দ, সমাজতান্ত্রিক রাজনীতিক ও গবেষকগণ সভায় হƒদয়গ্রাহী বক্তব্য রাখেন।
মস্তিষ্কে রক্তক্ষরণের পর আ ফ ম মাহবুবুল হক গত ১০ নভেম্বর কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। 
#
 
আকরাম/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৫০ঘণ্টা
 
 
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩১২৬
দক্ষ জনবলের চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয় ও শিল্পকারখানার মাঝে সংযোগ থাকা জরুরি
                                                                             ---শিল্পমন্ত্রী
ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) :
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শিল্পায়নের জন্য প্রয়োজনীয় দক্ষ ব্যবস্থাপক ও জনবলের চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে শিল্পকারখানার কার্যকর সংযোগ থাকা জরুরি। শিল্পের চাহিদা, গতিপ্রকৃতি ও আন্তর্জাতিক বাজারের ওপর গবেষণা চালিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্যোক্তা ও জনবল সৃষ্টিতে সহায়ক পাঠদান করতে হবে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষিত গ্র্যাজুয়েটরা যোগ্য ব্যবস্থাপক ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠবে। এসব দক্ষ জনসম্পদ দেশের শিল্পায়ন প্রক্রিয়ায় কার্যকর অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেন।  
শিল্পমন্ত্রী আজ বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রাজধানীর ড্যাফোডিল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।   
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারন সম্পাদক মুনির হাসান, গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্কের কান্ট্রি হোস্ট সোহায়েল চৌধুরী, এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রধান মোহাম্মদ শিবলী শাহরিয়ার ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের চাকরি বাজারে কারিগরি পদে বিস্তর কর্মসংস্থানের সুযোগ থাকলেও এখাতে দক্ষ ও উপযুক্ত ডিগ্রিধারী প্রার্থীর তীব্র সংকট রয়েছে। এর ফলে প্রতিবছর বাংলাদেশ থেকে দক্ষ মানবসম্পদখাতে ৬ বিলিয়ন মার্কিন ডলার বাইরে চলে যাচ্ছে। কারিগরি জ্ঞানে দক্ষ ও অভিজ্ঞ জনসম্পদ তৈরির মাধ্যমে এ ধরনের জাতীয় ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব। বর্তমান সরকার দেশব্যাপী কারিগরি জ্ঞানে দক্ষ ও অভিজ্ঞ জনবল তৈরির লক্ষ্যে তৃণমূল পর্যায়ে বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করেছে। 
#
 
জলিল/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৪০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩১২৫
ব্রাজিলে বাংলাদেশি পণ্যের ডিউটি ফ্রি 
এক্সসেস সুবিধার জন্য বাণিজ্যমন্ত্রীর আহ্বান
 
 
ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) :
বাংলাদেশি পণ্য ব্রাজিলের বাজারে  অধিক পরিমাণে প্রবেশের ক্ষেত্রে ব্রাজিলের কাছে ডিউটি ফ্রি এক্সসেস সুবিধার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত জোআও তাবাজারা দ্য অলিভিয়ারা জুনিয়র (ঔঙঅঙ ঞঅইঅঔঅজঅ উঊ ঙখওঠঊওজঅ ঔটঘওঙজ) আজ বাণিজ্যমন্ত্রীর সাথে তাঁর সচিবালয়স্থ দপ্তরে সাক্ষাৎকালে মন্ত্রী এ আহ্বান জানান।
রাষ্ট্রদূত ডিউটি ফ্রি এক্সসেসের সুবিধার বিষয়টি তাঁর সরকারের সক্রিয় বিবেচনায় থাকবে বলে আশ্বাস দেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। 
বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ব্রাজিলের বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে বাণিজ্যমন্ত্রী আহ্বান জানান। তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলে বিদেশি অর্থ বিনিয়োগ সরকার শতভাগ ইক্যুইটি সুবিধা দিচ্ছে। মন্ত্রী জানান, বাংলাদেশ ব্রাজিল থেকে ২০১৬-১৭ অর্থবছরে ১১৫২ দশমিক ২০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, বিপরীতে ১১৫ দশমিক ৬৪ মিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে। তিনি আরো জানান, বাংলাদেশ ব্রাজিল থেকে মূলত চিনি ও তুলা আমদানি করে পাশাপাশি গার্মেন্টস পণ্য, ফুটওয়্যার, ঔষধ ও সিরামিকস পণ্য রপ্তানি করে।
#
 
জাহাঙ্গীর/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩১২৪
 
চট্টগ্রাম বন্দরের সাউথ কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন 
 
চট্টগ্রাম, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) :
চট্টগ্রাম বন্দরের গতিশীলতা আনয়ন ও অপারেশনাল কাজে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নবনির্মিত সাউথ কন্টেইনার ইয়ার্ড আজ উদ্বোধন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ চট্টগ্রাম বন্দরে সাউথ কন্টেইনার ইয়ার্ডের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম ও এম এ লতিফ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির প্রাণপ্রবাহ চট্টগ্রাম বন্দরের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। আগের তুলনায় বন্দরের সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রাম বন্দর লয়েডস্ লিস্টে ১৬ ধাপ এগিয়ে ৭১তম স্থানে উন্নীত হয়েছে।
 উল্লেখ্য, সাউথ কন্টেইনার ইয়ার্ডটি নির্মাণে ৪৩ কোটি টাকা ব্যয় হয়েছে।
মন্ত্রী পরে চট্টগ্রাম বন্দরের জন্য মুক্তিযুদ্ধের মনুমেন্ট ও ৪০ তলা ভবনের নক্শার পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন।
#
 
জাহাঙ্গীর/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                           নম্বর : ৩১২৩
 
সেকায়েপ প্রকল্পের ১১ লাখ পুরস্কারের বই হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী 
শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে
 
ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) : 
 
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট ( সেকায়েপ)’ এর উদ্যোগে প্রায় ১১ লাখ বই পুরস্কার হিসেবে স্কুল ও মাদরাসার ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হবে। এসব বই প্রক্রিয়াকরণ ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণের জন্য আজ ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সেকায়েপ প্রকল্পের পক্ষ থেকে এই বই বিশ্বসাহিত্য কেন্দ্রের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
 
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। জগৎকে জানতে হলে পাঠ্যবইয়ের বাইরে আরো বই পড়তে হবে। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে এর বিকল্প নেই। তিনি বলেন, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতায় ২০১৭ সালে ২২ লাখ শিক্ষার্থী বই পড়ায় অংশ নিয়েছে।  এদের মধ্যে ৭ লাখ ৫০ হাজার শিক্ষার্থীকে ১১ লাখ বই পুরস্কার দেয়া হবে। এ কর্মসূচির আওতায় ২০১০ সাল থেকে প্রায় ৮৩ লাখ শিক্ষার্থী বই পড়ায় অংশ নিয়েছে।
 
সেকায়েপ প্রকল্প পরিচালক ড. মো. মাহামুদ-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান, বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির কো-টিম লিডার শরীফ মাসুদ বক্তৃতা করেন।
 
উল্লেখ্য, চলতি ২০১৭ শিক্ষাবর্ষে দেশের ২৫০টি উপজেলার ১২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২২ লাখ শিক্ষার্থী পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতায় বই পড়ায় অংশগ্রহণ করে। এর মধ্যে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণের পর উত্তীর্ণ ৭ লাখ ৫০ হাজার শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে সেকায়েপ প্রকল্প থেকে দেয়া এই ১১ লাখ বই আগামী ডিসেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে বিতরণ সম্পন্ন হবে।
#
 
আফরাজ/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৮০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩১২২
সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন
                       --- শিল্পমন্ত্রী
 
ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) :
কোনো ব্যক্তির অধীনে নয়, সাংবিধানিক বিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, রাষ্ট্র চলে সংবিধানের ভিত্তিতে এবং সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। ২০১৪ সালে নির্বাচন বানচালের নামে সাংবিধানিক শূন্যতা সৃষ্টির মাধ্যমে অপশক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের সুযোগ করে দেয়ার অপচেষ্টা হয়েছিল। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দৃঢ়তায় তা মোকাবিলা করা সম্ভব হয়েছে। 
শিল্পমন্ত্রী আজ রাজধানীর আইডিইবি ভবনে ‘সমৃদ্ধ বাংলাদেশ ও এসডিজি অর্জনে দক্ষতা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইনস্টিটিউশন অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০১৭ উদ্যাপন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি প্রকৌশলী এ কে এম হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়–য়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, জাসদের স্থায়ী কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, আইডিইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শামসুর রহমান বক্তব্য রাখেন। 
মন্ত্রী বলেন, স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে পঞ্চাশের দশকে ফিরিয়ে নেয়া হয়েছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের মূল চেতনা পুনরুদ্ধারের পাশাপাশি অর্থনৈতিক অগ্রগতির ধারা জোরদার করা হয়েছে। এর ফলে বাংলাদেশ এমডিজি লক্ষ্য অর্জনে এশিয়ার অন্য দেশগুলো থেকে এগিয়ে গেছে। বাংলাদেশ অনেক আর্থসামাজিক সূচকে প্রতিবেশী রাষ্ট্র ভারতকেও ছাড়িয়ে গেছে। এক সময় সাত কোটি জনসংখ্যা নিয়ে খাদ্যঘাটতি থাকলেও বর্তমানে দেশে কানো খাদ্যাভাব নেই বলে তিনি মন্তব্য করেন। 
#
 
জলিল/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                           নম্বর : ৩১২১
 
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
 
ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) : 
 
দশম জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক আজ কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী 
মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম, মন্নুজান সুফিয়ান, ডাঃ মোঃ এনামুর রহমান, কুজেন্দ লাল ত্রিপুরা এবং সাবিনা আক্তার তুহিন বৈঠকে অংশগ্রহণ করেন।
 
কমিটি বিটিএমসি’র মিলগুলো পিপিপি’র আওতায় বাস্তবায়নের ক্ষেত্রে পিপিপি’র অগ্রাধিকারভিত্তিক অঞ্চল নির্ধারণ ও বিনিয়োগের সুবিধা, তাঁত বোর্ডের সমস্যা, রূপকল্প ২০২১ বাস্তবায়ন এবং বিজেএমসির অধীনস্থ পাটকলগুলোর সম্পদের পরিমাণ, মামলা মোকদ্দমার বর্তমান অবস্থা ও সম্পত্তি পুনরুদ্ধারের বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
 
১৩৬তম ওচট সম্মেলন ও ১৬৩তম ঈচঅ সম্মেলনে আগত বিদেশি অতিথিদের মধ্যে পাটপণ্যের বিষয়ে যারা আগ্রহ প্রকাশ করেছেন তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখা ও বহির্বিশে^ পাটের বাজার সম্পসারণ, রাশিয়া ও জাপানে পাট পণ্যের মেলা আহ্বান এবং পরিকল্পনা কমিশনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো দ্রুত অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
 
বিজেএমসির মামলাগুলো দ্রুত নিষ্পত্তি, মামলার পরিমাণ কমানো এবং প্রয়োজনে বিজেএমসির নিয়োগকৃত আইনজীবীদের পরিবর্তনের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিজেএমসি, বিটিএমসি ও তাঁত বোর্ডের চেয়ারম্যানগণ, পাট অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
 
এমাদুল/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৭১২ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                           নম্বর : ৩১২০
 
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন গণশিক্ষা মন্ত্রী 
 
ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) : 
 
উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে সারাদেশে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আজ শুরু হয়েছে। 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান রাজধানীর আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শান্তিনগর কোঅপারেটিভ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজারবাগ পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। 
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান ও অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল এবং ঢাকা বিভাগের উপপরিচালক ইন্দু ভূষন দেব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পরীক্ষা নিয়ন্ত্রণকক্ষ ও সারাদেশে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে নিয়োজিত কর্মকর্তাদের মাধ্যমে জানা যায় পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। 
#
 
রবীন্দ্র/রিফাত/শহিদ/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৩১১৯ 
কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী
 
ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) : 
 
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন : 
“নারীমুক্তি, গণতন্ত্র ও সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের অগ্রদূত কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
কবি সুফিয়া কামাল ছিলেন নারী আন্দোলনের পথিকৃৎ এবং সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার বিরুদ্ধে এক অকুতোভয় যোদ্ধা। তিনি নারীসমাজকে অজ্ঞানতা, কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্ত করতে আজীবন সংগ্রাম করে গেছেন। মহান ভাষা আন্দোলন, স্বাধিকার, মুক্তিযুদ্ধসহ গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলনে তিনি আমৃত্যু সক্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, তিনি ছিলেন তাঁর অন্যতম উদ্যোক্তা। বিভিন্ন গণতান্ত্রিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে তাঁর অবদানের জন্য তাঁকে ‘জননী সাহসিকা’ উপাধিতে ভূষিত করা হয়।
১৯১১ সালে কবি সুফিয়া কামালের যখন জন্ম তখন বাঙালি মুসলমান মেয়েদের শিক্ষার সুযোগ ছিল একেবারে সীমিত। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের আগ্রহে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা করেন। তিনি নিজ উদ্যোগে শুধু নিজেকে শিক্ষিত করেননি, পিছিয়ে পড়া নারী সমাজকে শিক্ষার সুযোগ করে দেয়ারও আন্দোলন শুরু করেছিলেন। তাঁর প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ মহিলা পরিষদ’ নারী অধিকার আদায়ের এক অনন্য প্রতিষ্ঠান। তিনি তাঁর কাব্যপ্রতিভা ও কর্মের গুণে আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন। এই মহীয়সী নারীর জীবনাদর্শ ও সাহিত্যকর্ম তরুণ প্রজন্মকে দেশপ্রেমের মহান চেতনায় উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
আমি কবি সুফিয়া কামালের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/রিফাত/জসীম/আসমা/২০১৭/১৪৩০ ঘণ্টা 
 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩১১৮ 
 
 
চলচ্চিত্র একটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের স্মারক
                               - সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) : 
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, চলচ্চিত্র একটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের স্মারক। চলচ্চিত্রের মাধ্যমে আমরা একটি দেশের সংস্কৃতি, জীবনধারা ও ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারি। পৃথিবীর সবদেশে ভ্রমণ করার সুযোগ হয়তো আমাদের হয় না, কিন্তু চলচ্চিত্র, নাটক, সংগীত, নৃত্য ও চিত্রপ্রদর্শনীসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বিনিময় আমাদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধিতে সহায়তা করে।
মন্ত্রী আজ রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ঢাকাস্থ কোরিয়ান দূতাবাসের আয়োজনে ‘কড়ৎবধহ ঋরষস ঋবংঃরাধষ ২০১৭’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, কোরিয়ান চলচ্চিত্রের মান খুব উন্নত। তাদের বাণিজ্যিক ও বিকল্পধারা দুই ধরনের ছবি রয়েছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত ইমিগ্র্যান্ট ফেস্টিভালে বাংলাদেশ ১ম স্থান অধিকার করেছে। এটা অত্যন্ত খুশির খবর যে দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় হচ্ছে এবং সাম্প্রতিককালে তা আরো বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, দক্ষিণ কোরিয়া শক্তিশালী অর্থনীতির দেশ। তারা বাংলাদেশ জাদুঘরের উন্নয়নসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করছে। চলচ্চিত্র উৎসবসহ এ ধরনের কর্মসূচির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে বলে তিনি এসময় আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত অযহ ঝবড়হম-ফড়ড়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
#
 
ফয়সল/রিফাত/শহিদ/জসীম/আসমা/২০১৭/১৪২০ ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৩১১৭ 
 
বিমান ও পর্যটন মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
 
ঢাকা, ৫ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) : 
ভারতের  হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা আজ সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সাথে সচিবালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা বলেন, ভারতের উত্তরপূর্বাঞ্চলের সাথে বিনিয়োগ ও বাণিজ্যে  বিপুল সম্ভাবন
Todays handout.docx