তথ্যবিবরণী নম্বর : ৯৩৭
সরকার পুষ্টিমান উন্নয়নে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে
---স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ২০ চৈত্র (৩ এপ্রিল) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকার দেশে বহুমুখী ও সমন্বিত পুষ্টি আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে পুষ্টিমান উন্নয়নে সুনির্দিষ্ট নীতি ও কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। এ উদ্যোগের সফল বাস্তবায়নের লক্ষ্যে তিনি জাতিসংঘসহ সকল সহযোগী সংস্থার অব্যাহত সহায়তা কামনা করেন।
তিনি আজ স্কেলিং আপ নিউট্রিশন (সান) নেটওয়ার্ক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। হোটেল সোনারগাঁওয়ের সুরমা হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জাতিসংঘের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও স্কেলিং আপ নিউট্রিশন (সান) কো-অর্ডিনেটর গার্ডা ভারবার্গ (এবৎফধ ঠবৎনঁৎম), স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বক্তৃতা করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ গত কয়েক বছরে খাদ্য উৎপাদন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, পরিবার পরিকল্পনা, জনস্বাস্থ্য উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কিন্তু জনসংখ্যার এক তৃতীয়াংশের পরিপূর্ণ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত না করতে পারলে সার্বিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। তিনি এ সময় ৭ম জাতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পুষ্টি নীতি, পুষ্টি বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার কথা উল্লেখ করেন।
গার্ডা ভারবার্গ বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পুষ্টিমান উন্নয়ন নিশ্চিত করতে হবে। এজন্য সব সেক্টরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
#
পরীক্ষিৎ/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৭/২১৩১ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯৩৬
১৬ জেলা রেজিস্ট্রারের বদলি, ১০ জেলা রেজিস্ট্রারের পদায়ন
ঢাকা, ২০ চৈত্র (৩ এপ্রিল) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়াধীন নিবন্ধন পরিদপ্তরের ১৬ জন জেলা রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। একই সাথে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১০ জন জেলা রেজিস্ট্রারকে পদায়ন করা হয়েছে।
আজ মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে তাঁদের বদলি ও পদায়নের প্রজ্ঞাপন জারী করা হয়।
বদলির আদেশপ্রাপ্ত জেলা রেজিস্ট্রারগণের মধ্যে আলী আহম্মদকে চট্টগ্রাম থেকে সিলেটে; নাজমা ইয়াসমিনকে মাদারীপুর থেকে চট্টগ্রামে; আব্দুল লতিফকে যশোর থেকে নেত্রকোনায়; মো. আব্দুল মান্নানকে শেরপুর থেকে মাদারীপুরে; মো. আশরাফুজ্জামানকে কক্সবাজার থেকে নোয়াখালীতে; সৈয়দ মুজিবুর রহমানকে নোয়াখালী থেকে নওগাঁয়; মো. মকবুল হোসেনকে বরগুনা থেকে ফরিদপুরে; মীর মাহবুব মেহেদীকে রাজশাহী থেকে শরিয়তপুরে; আবুল কালাম আজাদকে চুয়াডাঙ্গা থেকে রাজশাহীতে; নৃপেন্দ্র নাথ সিকদারকে বরিশাল থেকে যশোরে; মো. মতিয়ার রহমানকে জয়পুরহাট থেকে মৌলভীবাজারে; মো. মনিরুল হক প্রধানকে বাগেরহাট থেকে কুষ্টিয়ায়; মো. মাহফুজুর রহমান খানকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায়; বীর জ্যোতি চাকমাকে ঝিনাইদহ থেকে খুলনায়; আব্দুল সালাম আজাদকে ফেনী থেকে টাংগাইলে এবং শেখ মো. আনোয়ারুল হককে সুনামগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি করা হয়েছে।
সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১০ জন জেলা রেজিস্ট্রারের মধ্যে মো. তাজিবার রহমানকে জয়পুরহাটে; খন্দকার জামিলুর রহমানকে চুয়াডাঙ্গায়; মো. ফজলার রহমানকে বাগেরহাটে; আব্দুল মালেককে ঝিনাইদহে; গোলাম ফারুককে বরগুনায়; আনন্দ কুমার রায়কে ফেনীতে; মো. সেলিম উদ্দিন তালুকদারকে শেরপুরে একেএম রায়হান মন্ডলকে কক্সবাজারে; সাইফুল ইসলামকে সুনামগঞ্জে এবং খন্দকার ফজলুর রহমানকে নরসিংদীতে জেলা রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে।
বদলির আদেশপ্রাপ্ত জেলা রেজিস্ট্রারগণ দুই বছর বা তার অধিক কাল একই কর্মস্থলে চাকরি করায় তাদেরকে বদলি করা হয়েছে। বদলি করার ক্ষেত্রে দৈবচয়নের মাধ্যমে তাঁদের কর্মস্থল নির্ধারণ করা হয়। একই পদ্ধতি সদ্য পদোন্নতিপ্রাপ্ত জেলা রেজিস্ট্রারগণের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়।
#
রেজাউল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮১০ঘণ্টা
Handout Number : 935
IPU delegates meet State Minister for Foreign Affairs
Dhaka, 3 March:
The delegates of three countries participating in the Inter-Parliamentary Union (IPU) conference called on State Minister for Foreign affairs Md. Shahriar Alam at the Bangabandhu International Conference Center (BICC) today. Atlia Lins, Member of the Chamber of Deputies (Lower House) of Brazil led the Brazil team of delegates, while Federico Pinedo, Speaker of Argentina and Raseriti Johannes Tau, Deputy Chairperson of National Council of Provinces of South Africa led the Argentina and South African team respectively.
During the call on, the State Minister and the delegate members discussed the issues of expanding trade and business engagement between Bangladesh and their respective countries. They also put emphasis on strengthening bilateral and other relationship.
#
Khaleda/Mahmud/Sanjib/Rezaul/2017/1800 hours
তথ্যবিবরণী নম্বর : ৯৩৪
ফেসবুক বন্ধে সরকার কোন সিদ্ধান্ত নেয়নি
ঢাকা, ২০ চৈত্র (৩ এপ্রিল) :
‘মধ্যরাতে ছয় ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক’ বিষয়ে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংবাদটি সঠিক নয়। সরকার ফেসবুক বন্ধের বিষয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সকলকে অনুরোধ জানানো হয়েছে।
#
এনায়েত/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯৩৩
বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য বিদেশিদের দৃষ্টি আকৃষ্ট করেছে
-- স্পিকার
ঢাকা, ২০ চৈত্র (৩ এপ্রিল) :
বাংলাদেশে উৎপাদিত রপ্তানিযোগ্য পণ্যসমূহ বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। জাতীয় সংসদের স্পিকার, সিপিএ চেয়ারপার্সন ও ১৩৬তম আইপিইউ এসেম্বলির সভাপতি ড. শিরীন শারমিন চৌধুরী আজ আইপিইউ মেলার স্টলসমূহ পরিদর্শনকালে এ কথা বলেন।
স্পিকার মেলায় বিক্রেতা ও আগত বিদেশি ক্রেতাদের সাথে ওষুধ শিল্প, চামড়াজাত শিল্প, তৈরিপোশাক শিল্প, প্লাস্টিক শিল্প, অলংকার সামগ্রী, পর্যটন, চা, তাঁত, টেরাকোটা, মৃৎশিল্প, কুটির শিল্প, ঢাকার ঐতিহ্যবাহী জামদানী শাড়ির মান নিয়ে কথা বলেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে অর্থনৈতিক কূটনীতি খুবই গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আইপিইউ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) সংলগ্ন আইপিইউ মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, নৃতাত্ত্বিক নিদর্শন, সংস্কৃতি ও বাংলাদেশে উৎপাদিত রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্যের সমাহার রয়েছে।
#
কামাল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯৩১
২য় বর্ষ ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ফল প্রকাশ
ঢাকা, ২০ চৈত্র (৩ এপ্রিল) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল আজ ৩ এপ্রিল বিকাল ৪টায় প্রকাশিত হয়েছে। সারাদেশের ১৭২৯টি কলেজের মোট ৬৯১টি কেন্দ্রে ১ লাখ ৬৯ হাজার ৩৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৬১ হাজার ৫৫ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হার ৯৫.২৮%।
পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও কলেজওয়ারি ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ ও িি.িহঁনফ.রহভড় থেকে এবং যে কোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে হঁ<ংঢ়ধপব>ফবম <ংঢ়ধপব> ৎবম লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে ফল পাওয়া যাবে। প্রকাশিত এ ফল পুনঃনিরীক্ষণের জন্য ৩ মে পর্যন্ত অনলাইনে (িি.িহঁনফ.রহভড়) আবেদন করা যাবে।
#
তথ্যবিবরণী নম্বর : ৯৩২
১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তির জন্য
বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৫ এপ্রিলের মধ্যে তথ্য জমা দিতে হবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান/আদিবাসী/প্রতিবন্ধী/পোষ্য কোটায় আবেদন করেছে কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি, তাদেরকে সংশ্লিষ্ট কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত
মূল সনদ পত্রের সত্যায়িত কপি ও প্রাথমিক আবেদন ফরমসহ ডিন ¯œাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর
আগামী ১৫ এপ্রিল মধ্যে অবশ্যই সরাসরি জমা দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট িি.িধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ অথবা হঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং লিঙ্কে গিয়ে এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
#
ফয়জুল/অনসূয়া/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১৫৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯৩০
কক্সবাজারে শুরু হয়েছে আইএইএ এর আঞ্চলিক সংস্থা আরসিএ প্রতিনিধি সম্মেলন
ঢাকা, ২০ চৈত্র (৩ এপ্রিল):
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর অধীন পরমাণু শক্তি ও প্রযুক্তির গবেষণা, উন্নয়ন এবং প্রশিক্ষণ বিষয়ক এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের সংস্থা রিজিওনাল কোঅপারেটিভ এগ্রিমেন্টের (আরসিএ) এর ৩৯তম জাতীয় প্রতিনিধি সম্মেলন কক্সবাজারে একটি হোটেলে শুরু হয়েছে। চার দিনব্যাপী এ সম্মেলনে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, জাপান, মালয়েশিয়া, কোরিয়া ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ মোট ২২টি দেশের প্রায় ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন। বাংলাদেশে ৩য় বারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
আজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সম্মেলনের উদ্বোধন করেন। মন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, আইএইএ ও আরসিএর সক্রিয় সহযোগিতায় বাংলাদেশের কৃষি এবং পরমাণু চিকিৎসা খাতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের দূরদর্শী ও সময়োপযোগী নীতির ফলে বাংলাদেশ এখন প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নের দ্বারপ্রান্তে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষার ওপর সর্বোচ্চ জোর দেয়া হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য ড. আলেয়া বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান অধ্যাপক ড. নঈম চৌধুরী, আইএইএর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের কারিগরি সহযোগতিার পরিচালক ড. নাজাত মোখতার এবং আরসি’র বর্তমান চেয়ারপার্সন মঙ্গোলিয়ার প্রতিনিধি ড. চাদরাবাল মাভাগ।
#
কামরুল/অনসূয়া/গিয়াস/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৫৩০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর : ৯২৯
জাতীয় চলচ্চিত্র দিবসে তথ্যমন্ত্রী
জঙ্গিমুক্ত সুস্থ দেশ গড়তে ভূমিকা রাখবে চলচ্চিত্র
ঢাকা, ২০ চৈত্র (৩ এপ্রিল) :
জঙ্গিমুক্ত, সুস্থ, সুন্দর গণতন্ত্রের বাংলাদেশ গড়তে এদেশের চলচ্চিত্র সুদৃঢ় ভূমিকা রাখবে, বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মন্ত্রী আজ জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের আঙিনায় দিবসের কর্মসূচির উদ্বোধন ঘোষণা ও স্মরণিকার মোড়ক উন্মোচনকালে একথা বলেন।
তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন দিবসটি উপলক্ষে র্যালি, চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের লাল গালিচা সংবর্ধনা, সেমিনার, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, কথামালা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে জাতির পিতা চলচ্চিত্র জগতে যে নূতন অধ্যায়ের সূচনা করেন, তা বাঙ্গালি জাতীয়তাবাদের চেতনাকে বেগবান করেছে, স্বাধীনতা যুদ্ধে বাঙ্গালিদের প্রেরণা যুগিয়েছে। জাতীয় চলচ্চিত্র দিবসে বাংলাদেশের সকল মানুষ তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে।
হাসানুল হক ইনু এসময় ৩ এপ্রিলকে চলচ্চিত্র দিবস ও চলচ্চিত্রকে শিল্প ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চলচ্চিত্র জগতের সকলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। সেই সাথে চলচ্চিত্র শিল্পী, পরিচালক, প্রযোজক, পরিবেশক, কলাকুশলী ও চলচ্চিত্র বিশ্লেষকসহ দেশের সকল চলচ্চিত্রপ্রেমী মানুষকে শুভেচ্ছা জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্র জড়িয়ে আছে আমাদের জীবনের সাথে। চলচ্চিত্র আমাদের অতীতকে স্মরণ করতে, বর্তমানকে আনন্দময় করতে এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাতে শেখায়। তিনি বলেন, সাম্প্রদায়িকতা, কুসংস্কার ও বৈষম্য থেকে মুক্তির পথ দেখাতে চলচ্চিত্রের ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলচ্চিত্রে যে পূণর্জাগরণের সূচনা হয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেই ধারা আরো বেগবান হবে বলে তিনি উল্লেখ করেন।
তথ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ, জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির সভাপতি নায়ক রাজ রাজ্জাক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, বিশিষ্ট অভিনেতা হাসান ইমাম, অভিনেত্রী অঞ্জনা রহমান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সকলের উপস্থিতিতে তথ্যমন্ত্রী শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন।
#
আকরাম/অনসূয়া/নুসরাত/শহিদ/রফিকুল/আসমা/২০১৭/১৪৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯২৮
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন ২০১৭ এর খসড়া ওয়েবসাইটে প্রকাশ
ঢাকা, ২০ চৈত্র (৩ এপ্রিল) :
শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ইতোমধ্যে ‘দ্যা টেকনিক্যাল এডুকেশন অ্যাক্ট ১৯৬৭’ হালনাগাদ ও যুগোপযোগীকরণের লক্ষ্যে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনক্রমে খসড়া ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন ২০১৭’ প্রণয়ন করেছে। এ খসড়া আইনের কপি মতামতের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাসমূহের কাছে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে সর্বসাধারণের মতামত গ্রহণের লক্ষ্যে তা িি.িসড়বফঁ.মড়া.নফ, িি.িনঃবন.মড়া.নফ, িি.িঃবপযবফঁ.মড়া.নফ ওয়েবসাইট এ প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ‘দ্যা টেকনিক্যাল এডুকেশন অ্যাক্ট ১৯৬৭’-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।
আগামী এক সপ্তাহের মধ্যে ঃসবফ.মড়া.নফ ই-মেইলে এ বিষয়ে সুচিন্তিত মতামত জানাতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
#
আফরাজুর/অনসূয়া/নুসরাত/শহিদ/রফিকুল/আসমা/২০১৭/১৪৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯২৭
স্পিকারের সাথে জার্মান প্রতিনিধিদল প্রধানের সাক্ষাৎ
ঢাকা, ২০ চৈত্র (৩ এপ্রিল) :
স্পিকার, সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ও ১৩৬তম আইপিইউ এসেম্বলির সভাপতি ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে এসেম্বলিতে আগত জার্মান প্রতিনিধি দলের প্রধান আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
স্পিকার আইপিইউ এসেম্বলিতে আগত প্রতিনিধিদলকে স্বাগত জানান। এসেম্বলিকে বিশ্বের সর্ববৃহৎ মিলন মেলা আখ্যায়িত করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সংসদ ও সহযোগী সংস্থা থেকে আগত প্রতিনিধিদের অংশগ্রহণ বাংলাদেশকে এক অনন্য ঊঁচ্চতায় অধিষ্ঠিত করেছে।
জার্মান পার্লামেন্ট (বুনডেসটাগ) এর প্রেসিডেন্ট ও প্রতিনিধিদলের প্রধান চৎড়ভ. উৎ. খধসসবৎঃ ঘড়ৎনবৎঃ সাক্ষাৎকালে বলেন, জার্মানি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ,উন্নয়ন অংশীদার এবং উভয় দেশের মধ্যে দীর্ঘদিন থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। জার্মানি দীর্ঘদিন থেকে বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন এবং সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে আখ্যায়িত করেন। তিনি এ সমস্যা আন্তর্জাতিকভাবে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
স্পিকার বলেন, সরকার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং দেশের মানুষের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে পরিণত করেছেন উন্নয়নের রোল মডেলে। এর ফলে আর্থসামাজিক সূচকে বাংলাদেশ দ্রুত উন্নতি লাভ করছে। তিনি বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিসহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ে বাংলাদেশের অগ্রগতির বিবরণ দেন। তিনি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জার্মান বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
#
তারিক/অনসূয়া/গিয়াস/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১৪২০ ঘণ্টা