Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ ডিসেম্বর ২০১৭

তথ্যবিবরণী ১৭ নভেম্বর ২০১৭

তথ্যবিবরণী                                                                      নম্বর : ৩১০৬
 
মা সবার জীবনে মহীয়সী নারী
         -- আসাদুজ্জামান নূর
 
ঢাকা, ৩ অগ্রহায়ণ (১৭ নভেম্বর) :  
 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, মা সবার জীবনে মহীয়সী নারীর ভূমিকা পালন করে থাকেন, বিশেষ করে মেয়েদের জীবনে। মেয়েদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে মায়েরাই অগ্রজ ভূমিকা পালন করেন। তাঁদের মূল ভূমিকা থাকে অনুপ্রেরণা দানকারী ও উৎসাহদাতা হিসেবে। তবে মেয়েদের জীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে জীবনসঙ্গীর ভূমিকাও কোন অংশে কম গুরুত্বপূর্ণ নয়। অনেক সময় দেখা যায়, স্বামী ও পরিবারের প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহের অভাবে অনেক প্রতিভাসম্পন্ন নারীরা অকালে হারিয়ে যায়। এক্ষেত্রে ‘ঐবৎ ঝঃড়ৎরবং : অফাবহঃঁৎবং ড়ভ ঝঁঢ়বৎমরৎষং’ শীর্ষক গ্রন্থটি নতুন প্রজন্মকে জীবনে সফল হতে অনুপ্রেরণা যোগাবে।
 
মন্ত্রী আজ সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ঢাকা লিট ফেস্টিভালের অনুষ্ঠানসূচির অংশ হিসেবে ‘ঐবৎ ঝঃড়ৎরবং : অফাবহঃঁৎবং ড়ভ ঝঁঢ়বৎমরৎষং’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘ঐড়সবমৎড়হি ঝঁঢ়বৎমরৎষং’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠানে অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এসময় উপস্থিত ছিলেন।
 
প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম নারী যুদ্ধ-বৈমানিক নাইমা হক ও তামান্না-ই-লুৎফি, বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারী নিশাত মজুমদার, সাফ গেমসে ভারোত্তলনে স্বর্ণপদক জয়ী মাবিয়া আখতার এবং শিক্ষাবিদ ও স্কলাস্টিকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মাদিহা মুর্শেদ।
 
অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ড. সেওতি সবুর।
 
উল্লেখ্য, ‘ঐবৎ ঝঃড়ৎরবং : অফাবহঃঁৎবং ড়ভ ঝঁঢ়বৎমরৎষং’ বাংলাদেশের ২০ জন অসাধারণ ও প্রতিভাময়ী নারীর জীবনের গল্প নিয়ে সংকলিত শিশু গল্পগ্রন্থ।
 
#
 
ফয়সল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                      নম্বর : ৩১০৫
 
আমাদেরকে সাংস্কৃতিক কূটনীতিতে জোর দিতে হবে
                          -- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ৩ অগ্রহায়ণ (১৭ নভেম্বর) :  
 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, পৃথিবীর বুকে আজ বিভিন্নভাবে বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে, কিন্তু তাঁর সবগুলো ইতিবাচক নয়। বাংলাদেশকে পৃথিবীর মানুষের কাছে আরো ইতিবাচকভাবে তুলে ধরতে সময় এসেছে সাংস্কৃতিক কূটনীতিতে মনোযোগ দেওয়ার। বাঙালির রয়েছে হাজার বছরের ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ সংস্কৃতি। পৃথিবীর অনেক দেশের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় চুক্তি রয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশের সাথে সাংস্কৃতিক বিনিময় আগের চেয়ে অনেক বেড়েছে।
 
মন্ত্রী আজ বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বিটুপি এর আয়োজনে ‘পোর্ট্রেটস অভ্ লিমা (চঙজঞজঅওঞঝ ঙঋ খওগঅ)’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশে পেরুর কনসাল সারাহ আলী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত আলোকচিত্রশিল্পী গোলাম মোস্তফা।
 
উল্লেখ্য, পোর্ট্রেটস অভ্ লিমা (চঙজঞজঅওঞঝ ঙঋ খওগঅ)’ পেরুর বিখ্যাত আলোকচিত্রশিল্পী ইউজিন কোরেট (ঊঁমবহব ঈড়ঁৎৎবঃ) এর পেরুতে অবস্থানকালীন সময়ে তোলা আলোকচিত্রের একটি আর্কাইভ সংকলন যিনি ফ্রান্সে জন্মগ্রহণ করেন এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ ও দীর্ঘ সময় পেরুতে অতিবাহিত করেন।
 
প্রদর্শনীতে পেরুর মানুষের জীবনঘনিষ্ঠ বিভিন্ন ছবির মাধ্যমে পেরুর সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্য ও গভীরতা তুলে ধরা হয়েছে।
 
প্রদর্শনীটি আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে।
 
#
 
ফয়সল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮৩০ ঘণ্টা
Todays handout.docx