Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st August ২০১৬

তথ্যবিবরণী ১লা আগস্ট ২০১৬

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ২৪২৯

ড. রণজিৎ কুমার বিশ^াস স্মরণসভায় তথ্যমন্ত্রী
প্রজাতন্ত্রের কর্মচারীর জঙ্গিবিরোধী যুদ্ধ সংবিধানচর্চার মাধ্যমে

ঢাকা, ১৭ই শ্রাবণ (১লা আগস্ট) :  

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কর্মক্ষেত্রে সংবিধানের চর্চার মাধ্যমে বাংলাদেশকে তার নিজস্ব পথে এগিয়ে নেয়া প্রজাতন্ত্রের কর্মচারীবৃন্দের নৈতিক দায়িত্ব।
    আজ ঢাকায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন আয়োজিত প্রয়াত সিনিয়র সচিব ও জননন্দিত লেখক ড. রণজিৎ কুমার বিশ^াসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
    তথ্যমন্ত্রী বলেন, প্রয়াত ড. রণজিৎ ছিলেন একাধারে একজন কর্মবীর সিনিয়র সচিব, সুলেখক, সুবক্তা এবং খাঁটি বাঙালি। জঙ্গিবাদের বিরুদ্ধে এবং সুশাসন ও সমৃদ্ধি অর্জনের যে তিন যুদ্ধের ভেতরে আমরা রয়েছি, সেই যুদ্ধে ড. রণজিৎ ছিলেন আমাদের সহযোদ্ধা। তিনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সংবিধানের প্রতি নিখাদ আনুগত্য ও তার চর্চার মাধ্যমে এ যুদ্ধে আমৃত্যু ভূমিকা রেখেছেন। তার এ ভূমিকা অনুসরণীয় হয়ে রয়েছে। তার স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
    তথ্য ক্যাডারের এক অনন্য প্রতিভা, সৎ, ন্যায়পরায়ণ, প্রাজ্ঞ ও বিনয়ী অথচ নীতির প্রশ্নে আপোষহীন
ড. রণজিৎ কুমার বিশ^াস গত ২৩ জুন ৬০ বছর বয়সে চট্টগ্রাম সার্কিট হাউসে হৃদরোগে মৃত্যুবরণ করেন। সভায় তার স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন সকলে।   
    বিশেষ অতিথির বক্তৃতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ড. রণজিৎ কুমার বিশ^াসের বাংলা ভাষায় অপার দক্ষতা, মানবপ্রেম ও শিল্পসাহিত্যের প্রতি অনুরাগের কথা তুলে ধরে তার প্রতি শ্রদ্ধা জানান।
    বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি ও রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, তথ্য সচিব মরতুজা আহমদ, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়–য়া, সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ, প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ড. রণজিৎ কুমার বিশ^াসের সহধর্মিণী শেলী সেনগুপ্তা, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সাবেক প্রধান তথ্য অফিসার অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব এ এফ এম নুরুস সাফা চৌধুরী, এ এইচ এম আবদুল্লাহ, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন প্রয়াত সর্বজনশ্রদ্ধেয় ড. রণজিৎ কুমার বিশ^াসের বিনয়ী অথচ কঠোর সততাপরায়ণ সৃষ্টিশীল কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।
    তথ্য ক্যাডার কর্মকর্তাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে পূর্ণ এ শোকসভায় ইনফরমেশন এসোসিয়েশনের মহাসচিব স. ম. গোলাম কিবরিয়া ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক শারকে চামান খান যথাক্রমে সূত্রধর ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
    
#
আকরাম/আফরাজ/মোশাররফ/আব্বাস/২০১৬/২২১৭ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪২৮

উত্তরাঞ্চলের নারীদের জন্য প্রশিক্ষণ প্রকল্পের  উদ্বোধন
ঢাকা, ১৭ই শ্রাবণ (১লা আগস্ট) :  
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, সরকার উত্তরাঞ্চলের বিপুলসংখ্যক দরিদ্র নারীদের তৈরিপোশাক শিল্পে কর্মসংস্থান এবং তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে হাতেকলমে প্রশিক্ষণের কার্যক্রম গ্রহণ করেছে।
প্রতিমন্ত্রী আজ সাভার গনকবাড়ীতে বিশ্বব্যাংকের অর্থায়নে উত্তরাঞ্চলের দারিদ্র্যবিমোচন উদ্যোগ-‘নারী’ প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, তৈরিপোশাক শিল্পের মিড-লেভেল ম্যানেজমেন্টে বিদেশি কর্মীদের জন্য প্রতি বছর ৫ বিলিয়ন ডলার খরচ হয়। তিনি বলেন, এই পর্যায়ে ম্যানেজমেন্টের জন্য দেশি কর্মীদের বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করলে ৫ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ সাশ্রয় হবে। তিনি এ বিষযে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, তৈরিপোশাক শিল্পে সরকারি উদ্যোগে দক্ষ কর্মী তৈরিতে এ ধরনের আবাসিক প্রশিক্ষণ এটিই প্রথম। স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এখানে প্রশিক্ষণ গ্রহণকারী সকলের কাজের সুব্যবস্থা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নারী প্রকল্পের আওতায় ঢাকা, চট্টগ্রাম ও ঈশ্বরদী ইপিজেড এলাকায় নারী প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম পর্যায়ে ৯শ’ নারীকে তিনমাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। আগামী তিন বছরে বৃহত্তর রংপুর অঞ্চলের ৫টি জেলার ১০ হাজার ৮শ’ দরিদ্র মহিলাদের হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হবে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এ প্রশিক্ষণের আয়োজন করেছে। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার বক্তৃতা করেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী প্রশিক্ষণার্থীদের সাথে প্রশিক্ষণ বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের আবাসিক হোস্টেল ঘুরে দেখেন।
#
আকতারুল/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/২১৫১ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                        নম্বর : ২৪২৭

পানগাঁও আইসিটি পূর্ণোদ্যমে চালু করতে ব্যবস্থা নেয়া হবে
                    ---নৌপরিবহণ মন্ত্রী
কেরানীগঞ্জ (ঢাকা), ১৭ই শ্রাবণ (১লা আগস্ট) :
    পানগঁাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল (আইসিটি) পূর্ণোদ্যমে চালু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। সরকার ব্যবসায়ীদের স¦ার্থে এবং পোর্ট চালু রাখতে বিভিন্ন ধরনের ভরতুকি প্রদান করবে।
    পানগাঁও আইসিটির মাধ্যমে পণ্য খালাস এবং পূর্ণোদ্যমে চালুকরণ বিষয়ে আজ ঢাকায় দক্ষিণ কেরানীগঞ্জে পানগাঁও আইসিটিতে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়।
    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন।
    বৈঠকে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী, নৌপরিবহণ সচিব অশোক  মাধব রায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল খালেদ ইকবাল, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, এফবিসিআইয়ের সভাপতি মাতলুব আহমদ, কাস্টমস্ কন্টেইনার শিপ ওনার্স এসোসিয়েশন, শিপিং এজেন্টস এসোসিয়েশন, কন্টেইনার শিপিং এজেন্ট এসোসিয়েশন, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
    সভায় জানানো হয়, ৩ হাজার ৫০০ কন্টেইনার ধারণক্ষমতাসম্পন্ন এই আইসিটির দৈর্ঘ্য  ১৮০ মিটার এবং প্রস্থ ২৬ মিটার । এতে কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য একটি মোবাইল হারবার ক্রেন এবং দু’টি স্ট্যাডেল ক্যারিয়ার রয়েছে।
    উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৭ নভেম্বর ঢাকাস্থ দক্ষিণ কেরানীগঞ্জে পানগাঁও কন্টেইনার টার্মিনালটি উদ্বোধন করেন। টার্মিনালটি চালু করার লক্ষ্যে নৌপরিবহণ মন্ত্রণালয় হতে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক তিনটি কন্টেইনার জাহাজ সংগ্রহ করে চট্টগ্রাম-পানগাঁও রুটে পরিচালনার জন্য মেসার্স সামিট পোর্ট এলায়েন্স লিমিটেডকে লিজ প্রদান করা হয়েছে। নীপা পরিবহণ কর্তৃক একটি এবং করিম শিপিং লাইন্স কর্তৃক দু’টি কন্টেইনার জাহাজ এ রুটে চালু করা হয়েছে।
#
জাহাঙ্গীর/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/২০৩৩ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৪২৬

ধর্ম মানুষের কল্যাণের জন্য, হত্যার জন্য নয়
                     -- এলজিআরডি প্রতিমন্ত্রী

রংপুর, ১৭ই শ্রাবণ (পয়লা আগস্ট):
স্থানীয় সরকার ও পল্লিøউন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ধর্ম মানুষের কল্যাণের জন্য, ধর্ম মানুষ হত্যা করার জন্য নয়। রাতের অন্ধকারে নিভৃতে যারা মানুষ হত্যা করে তারা কাপুরুষ, তারা উন্নয়নশীল দেশকে ভিখারী বানাতে চায়, সারাদেশে অরাজকতা সৃষ্টি করে রাজনীতি করতে চায়।
প্রতিমন্ত্রী আজ রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে রংপুর চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্র্রি’র উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসী বিরোধী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
রংপুর চেম্বারের সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য মিসেস রেহেনা আশিকুর রহমান।   
    প্রতিমন্ত্রী আরো বলেন, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। সাম্প্রদায়িক জঙ্গিবাদ, সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের মূলোৎপাটনে সকলকে ঐক্যের শপথ নেয়ার আহ্বান জানান তিনি।

#
আহসান/আফরাজ/মোশাররফ/জয়নুল/২০১৬/২০৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৪২৫

আচার্য্য দীনেশ চন্দ্র সেন স¦র্ণপদক পেলেন ডেপুটি স্পিকার

কলকাতা, ১৭ই শ্রাবণ (পয়লা আগস্ট):
    জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া আচার্য্য দীনেশ চন্দ্র সেন স¦র্ণপদক লাভ করেছেন। সমাজসেবা ও অসাম্প্রদায়িক রাজনীতির জন্য এ স¦র্ণপদক প্রদান করা হয়।
    আজ কলকাতা প্রেসক্লাবে আচার্য্য দীনেশ চন্দ্র সেন ¯মৃতি রিসার্চ সোসাইটির পক্ষ থেকে এ পদক দেয়া হয়।
    পদক প্রাপ্তি অনুষ্ঠানে ফজলে রাব্বি মিয়া বলেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। এখন বঙ্গবন্ধুর কন্যার বলিষ্ঠ নেতৃত্বে দেশ গড়ার কাজ করে যাচ্ছি। আমি আমৃত্যু এই কার্যক্রম অব্যাহত রাখব।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আচার্য্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটির সভাপতি স¦পন মুখোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা এমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের প্রাক্তন প্রধান ড. ওসমান গনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
#
মোফাকখারুল/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ২৪২৪

ড্যাপ রিভিউ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক

ঢাকা, ১৭ই শ্রাবণ (১লা আগস্ট) :  

    স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেককে আহ্বায়ক করে ৪ সদস্যবিশিষ্ট  ভূমি ব্যবহার ছাড়পত্র সংক্রান্ত প্রতিবেদন যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ উক্ত কমিটির সাচিবিক সহায়তা করবে। কমিটিতে ভূমি, গৃহায়ন ও গণপূর্ত এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন।

    আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) রিভিউয়ের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির নবম বৈঠকে ভূমি ব্যবহার পরিবর্তন সংক্রান্ত প্রতিবেদন যাচাই-বাছাই সংক্রান্ত এ কমিটি গঠন করা হয়েছে।

    ড্যাপের রিভিউ কমিটির সভাপতি স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, সংস্থা ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
    
    এছাড়া বৈঠকে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত পরিকল্পনার মধ্যে রয়েছে খাল অবৈধ দখলমুক্ত করা, নদী খনন এবং ড্রেনেজ নির্মাণ। খালগুলোর সঙ্গে ঢাকার চারপাশে থাকা নদীগুলোর আন্তঃযোগাযোগ স্থাপন করার ব্যাপারে জোর দেন এলজিআরডি মন্ত্রী।

    সভায় উপস্থাপিত পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে দুটো গবেষণা সংস্থা সেন্টার ফর এনভায়রনমেন্ট এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এবং ইনস্টিটিউট অভ্ ওয়াটার মডেলিং (আইডাব্লিউএম) দুটি গবেষণাপত্র পেশ করে। তাদের গবেষণাপত্র দুটোর সুপারিশগুলো আমলে নিয়ে রিভিউ কমিটি সুপারিশমালার ওপর নির্ভর করে বিস্তারিত কর্মপরিকল্পনা ও বাজেট উপস্থাপন করার জন্য রাজউকের টেকনিক্যাল কমিটিকে বলা হয়।
#
শহিদুল/আফরাজ/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৬/১৯৪৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৪২৩

শিক্ষামন্ত্রীর সাথে বিসিএস শিক্ষা সমিতির প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ১৭ই শ্রাবণ (পয়লা আগস্ট):
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি আইকে সেলিমুল্লাহ খোন্দকার এবং মহাসচিব মো. শাহেদুল খবির চৌধুরী’র নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল আজ ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ে সাক্ষাৎ করে।
    প্রতিনিধিদল পদোন্নতিসহ বিভিন্ন বিষয়ে মন্ত্রীর সাথে মতবিনিময় করে। এসময় মন্ত্রী বলেন, সরকার শিক্ষকদের মান-মর্যাদা ও স্বার্থ সংরক্ষণের বিষয়ে অত্যন্ত আন্তরিক। তিনি শিক্ষা বিস্তার ও মানোন্নয়নে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।
    শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস এবং ড. মোল্লা জালালউদ্দিন এসময় উপস্থিত ছিলেন।

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৮ আগস্ট

    এইচএসসি ও সমমান পরীক্ষা-২০১৬ এর ফলাফল আগামী ১৮ আগস্ট বৃহস্পতিবার প্রকাশিত হবে।

#
সাইফুল্লাহ/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৩০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৪২২

বঙ্গবন্ধু-ঘাতকরা বাংলাদেশকে উগ্র মৌলবাদী রাষ্ট্র বানাতে চেয়েছিল
                                              -- মেহের আফরোজ চুমকি

ঢাকা, ১৭ই শ্রাবণ (১লা আগস্ট) :  

    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশকে আবার পাকিস্তানের অংশ বানাতে চেয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মুছে দিয়ে একটি উগ্র মৌলবাদী রাষ্ট্র বানাতে চেয়েছিল। কিন্তু ঘাতকরা সফল হতে পারেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।
    প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমির শেখ রাসেল মুক্তমঞ্চে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে
১৫ দিনব্যাপী  কর্মসূচির উদে¦াধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
    বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এবং বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন।
    প্রতিমন্ত্রী বলেন, ষড়যন্ত্র আজও অব্যাহত রয়েছে। বাংলাদেশের উন্নয়নের ধারাকে ব্যাহত করার জন্য ৭৫ এর ষড়যন্ত্রকারীরা আজও সক্রিয় রয়েছে। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদের জঙ্গি বানানো হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণের উদ্দেশ্যে বঙ্গবন্ধু সম্পর্কে জানার জন্য শিশুদের প্রতি তিনি আহ্বান জানান।
    অনুষ্ঠন শেষে প্রতিমন্ত্রী ১৫ দিনব্যাপী জাতীয় শোক দিবসের কার্যক্রম উদ্বোধন করেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র ঘুরে দেখেন।
    শোক দিবসের প্রতিদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাংলাদেশ শিশু একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধু গ্রন্থমালা প্রদর্শনী ও বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া আয়োজন করা হবে সঙ্গীত, আবৃত্তি, রচনা লিখন ও বক্তৃতা প্রতিযোগিতা, গল্প বলার আসর এবং সে¦চ্ছায় রক্তদান কর্মসূচি।
#
খায়ের/আফরাজ/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৬/১৯১৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                     নম্বর : ২৪২১

বন্যাদুর্গত জেলা সফরে ত্রাণমন্ত্রী
ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিতে হবে

টাঙ্গাইল, ১৭ই শ্রাবণ (১লা আগস্ট) :  

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, সরকারের হাতে পর্যাপ্ত ত্রাণসামগ্রী রয়েছে। এগুলোর বিতরণে কোন প্রকার অনিয়ম করা যাবে না। বানভাসি মানুষের কষ্ট লাঘবে সকলের ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে হবে।

    মন্ত্রী আজ টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় যমুনা নদীর তীরে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে একথা বলেন।

    সংসদ সদস্য সানোয়ার হোসেন, মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের টাঙ্গাইল জেলার ত্রাণ বিতরণ মনিটরিং টিমের সদস্য অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা ও জেলা প্রশাসক মাহবুব হোসেন এসময় উপস্থিত ছিলেন।

    মন্ত্রী বলেন, প্রাকৃতিক নিয়মে বন্যা হয়। সরকারের কাজ হলো বন্যায় যাতে কোন মানুষ কষ্ট না পায় তার তদারকি করা। তিনি এ সময় টাঙ্গাইলে নতুন করে ২০০ মেট্রিক টন চাল ও নগদ ২০ লাখ টাকা বরাদ্দ করেন। এর আগে এ জেলার জন্য ২১০ মেট্রিক টন চাল ও ১২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল।

    মন্ত্রী এর পূর্বে মানিকগঞ্জ জেলার শিবালয়ের জাফরগঞ্জে ত্রাণসামগ্রী বিতরণ করেন। তিনি এ সময় বানভাসি মানুষের সাথে কথা বলেন। তিনি মানিকগঞ্জ উপজেলার জন্য নতুন করে ২০০ মেট্রিক টন চাল ও নগদ ২০ লাখ টাকা বরাদ্দ করেন। এর আগে এ জেলার জন্য ১৭৫ মেট্রিক টন চাল ও ১২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল।  সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মানিকগঞ্জ জেলার ত্রাণ বিতরণ মনিটরিং টিমের সদস্য অতিরিক্ত সচিব সাজ্জাদ কবির এবং জেলা প্রশাসক রাশেদা ফেরদৌসি এসময় উপস্থিত ছিলেন।

    মন্ত্রী আজ সিরাজগঞ্জ ও বগুড়া জেলায়ও ত্রাণ বিতরণ করবেন।

#
ওমর ফারুক/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭৫৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৪২০

কাঁচা পাট কিনতে ২৬০ কোটি টাকা পাচ্ছে বিজেএমসি
ঢাকা, ১৭ই শ্রাবণ (পয়লা আগস্ট):
    কাঁচা পাট কিনে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) আওতাভুক্ত মিলগুলোকে সচল রাখতে ২৬০ কোটি টাকা ঋণ দেওয়ার সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
    অর্থ ছাড়করণ সংক্রান্ত  চিঠিতে উল্লেখ করা হয়, বিজেএমসি’র আওতায় পরিচালিত মিলসমূহের কাঁচা পাট কেনার লক্ষ্যে ২৬০ কোটি টাকা ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে অর্থ বিভাগের ‘অনুন্নয়ন খাতে নগদ ঋণ’ খাত থেকে বরাদ্দ দেয়া হয়েছে। ছাড় করা অর্থ চলতি অর্থবছরে বিজেএমসির মিলগুলোর জন্য কাঁচা পাট ক্রয় ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। এ অর্থ সুনির্দিষ্ট ব্যাংকের একাউন্ট-পেয়ি চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে।
    অর্থ ব্যয়ের বিস্তারিত হিসাব আগামী তিন মাসের মধ্যে অর্থ বিভাগে পাঠাতে হবে।
    ছাড় করা অর্থ বিজেএমসির অনুকূলে সরকারি ঋণ হিসেবে গণ্য হবে, যা আগামী পাঁচ বছর পাঁচ শতাংশ সুদে ষাণ¥াসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। এ বিষয়ে অর্থ বিভাগের সঙ্গে বিজেএমসির একটি চুক্তি স্বাক্ষরিত হবে।
    আর্থিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বিজেএমসি ও অর্থ বিভাগের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে বর্ণিত শর্তাদি যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
#
সৈকত/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/মোশারফ/জয়নুল/২০১৬/১৮২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৪১৯

ছয়টি বিলে রাষ্ট্রপতির সম্মতি  
ঢাকা, ১৭ই শ্রাবণ (পয়লা আগস্ট) :

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দশম জাতীয় সংসদের একাদশ (২০১৬ খ্রিস্টাব্দের বাজেট) অধিবেশনে জাতীয় সংসদ গৃহীত ৬টি বিলে আজ সম্মতি জ্ঞাপন করেছেন।
বিলগুলো হচ্ছে :  বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিল, ২০১৬;  রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল, ২০১৬; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৬; পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০১৬; চা বিল, ২০১৬; এবং ঝঁঢ়ৎবসব ঈড়ঁৎঃ ঔঁফমবং (জবসঁহবৎধঃরড়হ ধহফ চৎরারষবমবং) (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬.

#
হুদা/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৪১৮

পিআইডি টেলিফোন গাইডের জন্য তথ্য প্রেরণের সময়সীমা বর্ধিত

ঢাকা, ১৭ই শ্রাবণ (পয়লা আগস্ট) :
    পিআইডি টেলিফোন গাইডের নতুন সংস্করণ (চওউ ঞবষবঢ়যড়হব এঁরফব-২০১৬) শিগ্গিরই প্রকাশ করা হবে। এ উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর/প্রতিষ্ঠানসমূহ এবং সংবাদ সংস্থা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন মিডিয়া হাউজসমূহের হালনাগাদ তথ্য সংগ্রহের কাজ চলছে।
    যে সকল সরকারি দপ্তর/প্রতিষ্ঠান, সংবাদ সংস্থা ও মিডিয়া হাউজ এখনো পিআইডি টেলিফোন গাইডে অন্তর্ভুক্তির জন্য তথ্য প্রদান করেনি সে সকল প্রতিষ্ঠানকে তথ্য অধিদফতর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ঠিকানায় অথবা ৯৫৪০৫৫৩, ৯৫৪০০২৬ ও ৯৫৪০৯৪২ নম্বর ফ্যাক্সের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য আগামী ৩১ আগস্ট ২০১৬ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
    টেলিফোন গাইডটি ইংরেজিতে প্রকাশ করা হবে। তাই সকল তথ্য ইংরেজিতে প্রেরণ এবং দ্রুত কাজের সুবিধার্থে তথ্যাদির হার্ডকপির পাশাপাশি সফটকপি সিডির মাধ্যমে অথবা ঢ়রফঃবষবঢ়যড়হবমঁরফব২০১৬@মসধরষ.পড়স অথবা ঢ়রফফযধশধ@মসধরষ.পড়স ঠিকানায় প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
    যোগাযোগ : মো. মিজানুর রহমান, সিনিয়র তথ্য অফিসার (প্রটোকল), মোবাইল : ০১৫৫২৩১৭৪৯৪ এবং অনসূয়া বড়–য়া, সিনিয়র তথ্য অফিসার (মিডিয়া সেন্টার), মোবাইল : ০১৭১৫৬৭৬২৫৯।
#
মিজান/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৪০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৪১৭

ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা-২০১৫ এর পে স্লিপ সংগ্রহ

ঢাকা, ১৭ই শ্রাবণ (পয়লা আগস্ট) :
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার যেসব শিক্ষার্থী আবেদন ফরম পূরণ করেছে কিন্তু সংশ্লিষ্ট কলেজে তাদের ডাটা নিশ্চিত করতে পারেনি বা ডাটা নিশ্চিত করলেও পে স্লিপ গ্রহণ করতে পারেনি শুধুমাত্র সেসব শিক্ষার্থীদের ডাটা এবং পে স্লিপ গ্রহণ ও সোনালী সেবার মাধ্যমে আগামী ৩রা আগস্ট সকাল ১০টা হতে বিকাল ৪টা এবং এসব শিক্ষার্থীর
পে স্লিপ, হিসাববিবরণী ও ফরম পূরণের বিবরণী আগামী ৭ই আগস্ট গাজীপুর ক্যাম্পাসে জমা দিতে পারবে।
#
 
ফয়জুল/মোবাস্বেরা/সাহেলা/সুবর্ণা/রফিকুল/আসমা/২০১৬/১৫৫০ ঘণ্টা  

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৪১৬

সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহের মানববন্ধন

ঢাকা, ১৭ই শ্রাবণ (পয়লা আগস্ট) :
    বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আহ্বানে আজ বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত সন্ত্রাসের বিরুদ্ধে ‘সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই’ এই বক্তব্যসহ অভিন্ন ব্যানারে দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজসমূহের হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী স্ব স্ব অবস্থানে থেকে শান্তিপূর্ণভাবে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করে।
    জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শেখ বোরহান উদ্দিন কলেজ ও তেজগাঁও কলেজ যৌথভাবে কেন্দ্রীয় শহিদ মিনারে জমায়েত হয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ যোগ দেন।
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশের শিক্ষক-শিক্ষার্থীরা আজ মাঠে নেমেছে, তাই জঙ্গিবাদের আর এদেশে ঠাঁই হবে না। ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, বিশ্ববিদ্যালয়সমূহে যাতে কোনো সন্ত্রাসী-জঙ্গিবাদী সৃষ্টি না হতে পারে সেজন্য মঞ্জুরি কমিশনের উদ্যোগে স্থায়ী মনিটর মোতায়েনের ব্যবস্থা করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ দেশব্যাপী শিক্ষা পরিবারের সদস্যদের মানববন্ধনে অংশগ্রহণ করায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্যে বলেন, আমরা অশুভ-সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে শুভ শক্তির উদ্বোধন ঘটাতে আজ দেশব্যাপী লক্ষ লক্ষ শিক্ষক-শিক্ষার্থী শান্তিপূর্ণ মানববন্ধন করছি।
#
ফয়জুল/মোবাস্বেরা/সাহেলা/রফিকুল/কামাল/২০১৬/১৬০৫ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪১৫
প্রতারকচক্রকে থানায় সোপর্দ করতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধ
ঢাকা, ১৭ই শ্রাবণ (পয়লা আগস্ট) :
    শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের কথা বলে একটি প্রতারকচক্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের নিকট হতে অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব প্রতারককে পাকড়াও করে নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
    শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, ভবন নির্মাণ, এমপিওভুক্তি, বিষয় খোলা, প্রকল্প অনুমোদন প্রভৃতি শিক্ষা মন্ত্রণালয়ের রুটিন কাজ, যা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে স্বাভাবিক নিয়মে সম্পন্ন হয়। এ ধরণের সরকারি কাজের জন্য অর্থ আদায়ের কোনো বিধান নেই। শিক্ষা মন্ত্রণালয় বা এর অধীন দপ্তরে কর্মরত কেউ এ ধরণের কাজের জন্য অর্থ দাবি বা গ্রহণ করেছেন এমন কিছু প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
    শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কাজের জন্য কাউকে কোনো টাকা না দেয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
#
সাইফুল্লাহ/মোবাস্বেরা/সাহেলা/রফিকুল/কামাল/২০১৬/১৫১০ ঘণ্টা

Todays handout (17).doc