তথ্যবিবরণী নম্বর : ৫৯১
বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক ৬০০ কেজি অবৈধ জাটকা আটক
ঢাকা, ১০ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি) :
আজ নারায়ণগঞ্জ জেলাস্থ কোস্টগার্ড পাগলা স্টেশনের একটি অপারেশনদল ধলেশ্বরী নদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘এম ভি জাহিদ-৭’ ও ‘অন্যতমা-১’ যাত্রীবাহী লঞ্চ হতে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ৬০০ কেজি অবৈধ জাটকা আটক করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মু›িসগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। আটককৃত জাটকার আনুমানিক মূল্য টাকা ১ লাখ ৮০ হাজার টাকা।
আটককৃত জাটকাগুলো মু›িসগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা অত্র জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
#
আফরাজ/মিজান/মোশাররফ/জয়নুল/২০১৬/২২৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৮৯
পোল্যান্ড ডেপুটি মিনিস্টারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের পেট্রোবাংলা পরিদর্শন
ঢাকা, ১০ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি) :
পোল্যান্ডের ডেপুটি মিনিস্টার ফর ইকোনমিক ডেভেলপমেন্ট রেডোস্লো ডোমাগলস্কি লেবেস্কি (জধফড়ংষধি উড়সধমধষংশর-খধনবফুশর) এর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল আজ ঢাকায় বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) পরিদর্শন করেন।
পেট্রোবাংলার বোর্ডরুমে অনুষ্ঠিত এক মতবিনিময়সভায় প্রতিনিধিদলকে ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে পোল্যান্ডের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করে পোল্যান্ডকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে আখ্যায়িত করা হয়। প্রতিনিধিদলকে পেট্রোবাংলার কার্যক্রম বিশেষত খনি পরিচালনা বিষয়ক কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। বাংলাদেশের সাথে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক উন্নত ও গতিশীল করার লক্ষ্যে বিশেষত কয়লা ও কঠিন শিলা খনি উন্নয়ন এবং পেট্রোবাংলা ও এর আওতাধীন মাইনিং কোম্পানি সমূহের সক্ষমতা বৃদ্ধিতে পোল্যান্ডের সহযোগিতা কামনা করা হয়। বিশেষ করে প্রতিশ্রুতিশীল কর্মকর্তাদের জন্য উচ্চতর শিক্ষা ও পেশাগত উন্নয়নে বৃত্তি প্রদানের জন্য অনুরোধ জানানো হয়। প্রতিনিধিদল বাংলাদেশের খনিজ সম্পদ উন্নয়নে পোল্যান্ডের পক্ষ হতে আর্থিক ও কারিগরি সহযোগিতার আশ্বাস প্রদান করে।
মতবিনিময়সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান, পেট্রোবাংলার পরিচালক মো. মোস্তফা কামাল, ইঞ্জি. মো. কামরুজ্জামান, ইঞ্জি. জামিল আহমেদ আলীম, মো. মোস্তাফিজুর রহমান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুজ্জামানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পোল্যান্ড প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশে পোল্যান্ডের রাষ্ট্রদূত টমাস লুকাজুক (ঞড়সধংু খঁশধংুঁশ), পোল্যান্ড দূতাবাসের হেড অভ্ ট্রেড সেকশন বিগনিউ ম্যাগডিয়ার্স (তনরমহরবি গধমফুরধৎু), পোল্যান্ডের মিনিস্ট্রি অভ ইকোনমিক ডেভেলপমেন্টের কাউন্সিলর-জেনারেল লুসিনা জেরেমজুক (খঁপুহধ ঔধৎবসপুঁশ) এবং পোল্যান্ড দূতাবাসের থার্ড সেক্রেটারি এনড্রেজ টুজিনস্কি (অহফৎুবল ঝঃঁপুুহংশর)।
#
তারিক/আফরাজ/মিজান/মোশারফ/আব্বাস/২০১৬/২১৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৮৮
পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে ভাষা শহিদ দিবস উদ্যাপিত
ওয়ারশ, পোল্যান্ড, (২২ ফেব্রুয়ারি) :
পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে গতকাল বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রথমবারের মতো ভাষা শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত হয়েছে। দু’দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদ্যাপিত হয়। ২০ ফেব্রুয়ারি দূতাবাসে একটি বাংলা দেয়াল পত্রিকা উন্মোচন করা হয়। এই পত্রিকায় প্রবাসী বাংলাদেশিসহ পোলিশ নাগরিকরাও বাংলা কবিতাসহ বিভিন্ন লেখা প্রকাশ করে। একই সাথে দূতাবাসে ভাষা আন্দোলনের সাক্ষ্য হিসেবে চব্বিশটি বিরল আলোকচিত্রের এক প্রদর্শনীর আয়োজন করা হয়।
দূতাবাসে আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করার পর রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বাংলাকে জাতিসংঘের অন্যতম ভাষা হিসেবে প্রতিষ্ঠায় এবং দেশে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে কার্যকর করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের প্রশংসা করেন।
দিবস উদ্যাপনে দূতাবাসে মোমবাতি ও মশাল প্রজ¦লন, দূতাবাস চত্বরে শহিদ মিনার স্থাপন, প্রভাত ফেরির মাধ্যমে একুশের গান গেয়ে নব্য স্থাপিত শহিদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
#
আফরাজ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৬/২১৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৮৭
আন্তর্জাতিক মানের খাদ্য নিরাপত্তা ও মান প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার তাগিদ
ঢাকা, ১০ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি) :
দেশে নিরাপদ খাদ্য সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে একটি আন্তর্জাতিকমানের খাদ্য নিরাপত্তা ও মান প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার তাগিদ দিয়েছেন খাদ্য বিজ্ঞানী ও পরীক্ষকরা। তারা বলেন, এ প্রতিষ্ঠান থেকে খাদ্য শিল্প উদ্যোক্তা, বিজ্ঞানী, গবেষক, টেকনোলজিস্ট ও পরীক্ষকরা নিরাপদ খাদ্য সম্পর্কিত যাবতীয় আইন, বিধিমালা, প্রযুক্তি ও অবকাঠামো সম্পর্কে বাস্তব ধারণা পাবে। এর ফলে দেশে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় গবেষণাগার ও মান অবকাঠামো গড়ে উঠবে।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (এফএও) এর যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশের খাদ্য পরীক্ষাগার সম্পর্কিত আলোচনা (ইধহমষধফবংয ঋড়ড়ফ খধনড়ৎধঃড়ৎরবং ঈড়হপষধাব) শীর্ষক কর্মশালায় তারা এ পরামর্শ দেন। রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তিহলে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। খাদ্যমন্ত্রী অ্যাড্ভোকেট কামরুল ইসলাম এর সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) মহাপরিচালক মো. আবু আবদুল্লাহ’র সভাপতিত্বে সমাপনী অধিবেশনে কর্মশালার সুপারিশমালা তুলে ধরেন এফএও’র বিশেষ কারিগরি পরামর্শক অধ্যাপক এলান রেইলি (চৎড়ভবংংড়ৎ অষধহ জবরষষু)। এতে অন্যদের মধ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মুস্তাক হাসান মো. ইফতেখার, জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার (এফএও) বাংলাদেশ কান্ট্রি প্রতিনিধি মাইক রবসন (গৎ. গরশব জড়নংড়হ) বক্তব্য রাখেন। কারিগরি সেশনে বিএসটিআই এবং বিসিএসআইআর এর খাদ্য বিজ্ঞানীরা পৃথকভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশে নিরাপদ খাদ্যের সরবরাহ বাড়াতে ফুড সেফ্টি নেটওয়ার্ক শক্তিশালী করা প্রয়োজন। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে স্থাপিত গবেষণাগারগুলোর মধ্যে মান ও অবকাঠামো বিষয়ক তথ্য আদান-প্রদানের সুযোগ বাড়াতে হবে। একই সাথে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ল্যাবরেটরিগুলোকে অ্যাক্রেডিটেড করার পরামর্শ দেন।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বর্তমান সরকার সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে দেশে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি খাদ্য নিরাপত্তা জোরদারের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে নিরাপদ খাদ্য আইন-২০১৩ পাস করা হয়েছে। এ আইন বাস্তবায়নের জন্য ইতোমধ্যে সকল প্রকার বিধি, প্রবিধান, গাইডলাইন, সাংগঠনিক কাঠামো অনুমোদন প্রদানসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গড়ে তোলা হয়েছে। এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে আরো দ্রুততার সাথে এ আইন বাস্তবায়ন করা হবে বলে তিনি মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর জীবন ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে খাদ্য নিরাপত্তা বাড়াতে হবে। এ লক্ষ্যে দেশীয় ল্যাবরেটরিগুলোর গুণগতমান আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশে উৎপাদিত খাদ্যপণ্যের গুণগতমান আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বিদ্যমান খাদ্য পরীক্ষাগারগুলোর (ঋড়ড়ফ ঞবংঃরহম খধনড়ৎধঃড়ৎরবং) আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে করণীয় নির্ধারণের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়। এতে খাদ্য পরীক্ষাগার, গবেষণাগার, মানবিষয়ক নীতি নির্ধারক সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদসহ ২শতাধিক প্রতিনিধি অংশ নেন।
#
জলিল/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৮৬
বাংলাদেশ বেতারে এশিয়া কাপ (টি-২০) এর ধারাবিবরণী সরাসরি সম্প্রচার
ঢাকা, ১০ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি) :
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ (টি-২০) এর ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টা থেকে খেলা চলাকালীন ম্যাচগুলোর চলতি ধারাবিবরণী বাংলাদেশ বেতারের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার ও কুমিল্লা থেকে বিটিসিএল লাইনের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে।
#
আফরাজ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৬/২০০৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৮৫
সুইডেনে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
সুইডেন, (স্টকহোম), ২১ ফেব্রুয়ারি :
সুইডেনের স্টকহোমে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদা, গুরুত্ব ও ভাবগাম্ভীর্যের সাথে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্রতীকী শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ, সমবেত কণ্ঠে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গান পরিবেশন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন, বাণী পাঠ, রাষ্ট্রদূতের বক্তব্য, উপস্থিত দর্শকদের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদ্যাপিত হয়। উল্লেখ্য যে, বিপুল সংখ্যক প্রবাসীর স্বতঃস্ফূর্ত ও স্বপ্রণোদিত অংশগ্রহণে অনুষ্ঠানসমূহ প্রাণবন্ত হয়ে ওঠে।
রাষ্ট্র্রদূত মো. গোলাম সারোয়ার তাঁর স্বাগত বক্তব্যে ভাষা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় অবদান এবং ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ভাষা শহিদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহণ মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি গভীর অনুরাগ, অনুভূতি, মমত্ববোধ ও দেশপ্রেমের বহিঃপ্রকাশ বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বাংলা ভাষাভাষীই বিশ্বের একমাত্র জাতি যারা নিজ ভাষায় কথা বলার অধিকার আদায়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এবং তাঁদের এ আত্মাহুতিই নিজেদের স্বকীয়তা, স্বাতন্ত্র্য ও স্বাজাত্যবোধ সমুন্নত রেখে স্বাধিকার তথা স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আন্দোলনের দিকে ধাবিত করে।
রাষ্ট্র্রদূত বলেন, ১৯৯৯ সালে ইউনেস্কো কর্র্তৃক মহান ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি মূলত বিশ্বের সব ভাষাভাষীর প্রতি শ্রদ্ধা ও স্বাতন্ত্র্যের পরিচায়ক। তিনি সবাইকে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে মাতৃভাষার ব্যাপক চর্চা ও লালনের মাধ্যমে স্বদেশ ও মাতৃভাষার প্রতি অনুরাগ ও অনুভূতি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার অভিপ্রায়ে কাজ করার আহ্বান জানান।
#
ফরিদা/আফরাজ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৮৪
বর্তমান সরকার সুষম উন্নয়ন নীতিতে বিশ্বাসী
-- এলজিআরডি প্রতিমন্ত্রী
রংপুর, ১০ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, বর্তমান সরকার সুষম উন্নয়ন নীতিতে বিশ্বাসী।
প্রতিমন্ত্রী আজ রংপুর জেলার গংগাচড়া উপজেলায় এলজিইডি কর্তৃক প্রায় ষাট লাখ টাকা ব্যয়ে বেতগাড়ী ইউনিয়নের চন্দনের হাট হতে খৈরোলগঞ্জ রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এ সময় জাতীয় পার্টির নেতা মো. সামসুল আলম উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, রাজনীতি হওয়া উচিত জনগণের কল্যাণের জন্য । অথচ বর্তমানে কিছু রাজনৈতিক দল জননিরাপত্তা ও কল্যাণ বিঘিœতকরণের রাজনীতি করছে। তিনি তাদেরকে গণমানুষের কল্যাণে ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানান। তিনি গংগাচড়া উপজেলার চলমান উন্নয়ন কর্মকা-ে এলাকাবাসীর সহায়তা কামনা করেন।
#
আহসান/আফরাজ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৮৩
২৯তম বিসিএসের এক প্রার্থীর স্থগিতকৃত ফলাফল ঘোষণা
ঢাকা, ১০ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি) :
তথ্য বিভ্রাট ও প্রশাসনিক কারণে ২৯তম বিসিএস পরীক্ষার প্রার্থী আব্দুল আউয়াল, রেজিস্ট্র্রেশন নম¦র-০০০৮৭৩ এর ফলাফল কমিশন কর্তৃক স্থগিত রাখা হয়েছিল। আদালতের আদেশের প্রক্ষিতে সরকারি কর্মকমিশন তার স্থগিত ফলাফল সাময়িকভাবে ঘোষণা করেছে। ফল অনুযায়ী আব্দুল আউয়ালকে বিসিএস (পুলিশ) ক্যাডারে মেধা কোটায় নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সাথে প্রদত্ত তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি তার নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। মেডিকেল বোর্ড কর্তৃক স¦াস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক প্রাক-নিয়োগ জীবন বৃত্তান্ত যাচাইয়ের পর সরকার কর্তৃক প্রার্থীকে নিয়োগ দেয়া হবে।
গত ১৮ ফেব্রুয়ারি কমিশন এ ফলাফল সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
#
নেছার/আফরাজ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৮২
ভাষা-সংস্কৃতি নিয়ে শিক্ষাদানে ব্রতী হতে শিক্ষকদের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর
ঢাকা, ১০ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি) :
বাংলাদেশকে নিজের পথে এগিয়ে নিতে ভাষা-সংস্কৃতি নিয়ে শিক্ষাদানে ব্রতী হবার জন্য শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী আজ রাজধানীর নায়েম মিলনায়তনে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির ১৪৫তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণরত প্রায় দু’শ কর্মকর্তার সম্মেলনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশের পথ হচ্ছে পীর-ফকির-বাউল-দরবেশের পথ; বিভিন্ন জাতিসত্তার মিলন, রবীন্দ্র-নজরুল, গণতন্ত্র ও বঙ্গবন্ধুর স্বপ্নের পথ। এই পথে তালেবান, তেঁতুলহুজুর, আগুনসন্ত্রাসী, দলবাজ-দুর্নীতিবাজদের কোন স্থান নেই। তিনি বলেন, শিক্ষকরা কখনও নীতির সাথে আপোশ করতে পারেন না। তাঁরা জাতির আত্মা এবং শিক্ষার্থীদের সোনালী ভবিষ্যৎ দেখার খোলা জানালা।
ভাষার সঠিক উচ্চারণের কোন বিকল্প নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিকৃত উচ্চারণকারীরা ভাষার শত্রু। তিনি বিশ্ববিদ্যালয়গুলোতেও বিভিন্ন অনুষদে বাংলাভাষা শিক্ষা পাঠ্যক্রম চালু করা এবং তথ্যপ্রযুক্তি খাতে বাংলায় বিষয়বস্তু তৈরির ওপর ব্যাপক গুরুত্বারোপ করেন।
দ্রুত অগ্রসরমান সভ্যতায় তাল মিলিয়ে চলতে শেখ হাসিনার সরকার যে উন্নয়নের ধারায় দেশকে পরিচালিত করছেন সেখানে তথ্যপ্রযুক্তি, পরিবেশ ও জঙ্গিনির্মূল সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, এসময় জাতিকে তার স্বকীয়তা বজায় রাখতে ভাষা ও ঐতিহ্য সমুন্নত রাখতে হবে।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি-নায়েমের মহাপরিচালক অধ্যাপক মো. হামিদুল হকের সভাপতিত্বে সভায় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মিয়া ইনামুল হক সিদ্দিকী বক্তব্য রাখেন।
#
আকরাম/আফরাজ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৬/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৮১
আধুনিক জীবনের চাহিদা মেটাতে পারে স্মার্ট সিটি
-- স্থানীয় সরকার মন্ত্রী
ঢাকা, ১০ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি) :
স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আধুনিক জীবনের চাহিদা মেটাতে পারে স্মার্ট সিটি। স্মার্ট সিটির সুনির্দিষ্ট কোন সংজ্ঞা নেই। তবে যে সিটি আধুনিক জীবনের সকল চাহিদা পূরণ করতে পারে এবং নগরীর অধিবাসীরা যেখানে বাস করতে স্বাচ্ছন্দ্যবোধ করে সেটিই স্মার্ট সিটি।
মন্ত্রী আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সুইডেন এম্বাসি ও বিজনেস সুইডেনের যৌথ উদ্যোগে আয়োজিত “স্মার্ট সিটি বাই সুইডেন” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রাইসেল। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক-প্রাইভেট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফসার এইচ উদ্দিন, বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমদাদুল বারী। এছাড়া সেমিনারে ঢাকায় ব্যবসারত সুইডেনের বিভিন্ন কোম্পানির কর্মকর্তা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
স্মার্ট সিটির বিভিন্ন সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নগরবাসীর চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পানি-বিদ্যুৎ সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, পাবলিক পরিবহণ, গরিবদের নাগালের মধ্যে আবাসন ব্যবস্থা, নাগরিক নিরাপত্তা, স্বাস্থ্য-শিক্ষা, টেকসই পরিবেশ ও তথ্যপ্রযুক্তির ব্যাপক সুযোগ সৃষ্টি করা খুবই জরুরি।
তিনি বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের ১১ লক্ষ্যমাত্রার মধ্যেও স্মার্ট সিটির ওপর যথাযথ গুরুত্বারোপ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে এ লক্ষ্য পূরণে কাজ করছে বাংলাদেশ। এ যাত্রায় সুইডেন বাংলাদেশের পাশে থাকবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোলমডেলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এখন আর নিম্নআয়ের দেশে নেই। তাঁর ঘোষিত ‘ভিশন ২০২১’ এর আলোকে নিম্ন মধ্যম আয়ের বলয় ভেঙে মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে বাংলাদেশ।
সেমিনারে অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের প্রতি বাংলাদেশের বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশ ছোট হলেও এর বিপুলসংখ্যক জনগোষ্ঠী রয়েছে। এরা বিভিন্ন কাজে দক্ষতার পরিচয় দিয়েছে। দেশের মানুষ সুইডিশ পণ্যের গুণগত মান ও প্রযুক্তি সম্পর্কে যথেষ্ট সচেতন বলে তিনি জানান।
সেমিনারে সুইডেন ও বাংলাদেশের বেসরকারি সংস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ, পরিবহণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইটিসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা অংশ নেন।
#
শহিদুল/আফরাজ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৮০
শর্ত লঙ্ঘিত পাটকল ও টেক্সটাইল মিল সরকারি ব্যবস্থাপনায় আনতে টাস্কফোর্স
ঢাকা, ১০ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি) :
জাতীয়করণকৃত এবং পরবর্তীতে বেসরকারি মালিকানায় হস্তান্তরিত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুটমিল এবং টেক্সটাইল মিলসমূহের মধ্যে শর্ত লঙ্ঘিত মিল সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে আনার বিষয়ে ১০ সদস্যের একটি টাস্কফোর্স গঠিত হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পবি) টাস্কফোর্সের সভাপতির দায়িত্ব পালন করবেন। টাস্কফোর্সের সদস্যরা হলেন : অর্থ বিভাগের প্রতিনিধি, স¦রাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি, আইন ও বিচার বিভাগের প্রতিনিধি, ভূমি মন্ত্রণালয়ের প্রতিনিধি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি, বাংলাদেশ জুটমিলস করপোরেশনের প্রতিনিধি, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের প্রতিনিধি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিওবি)কে সদস্য সচিব করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী টাস্কফোর্সের কার্যপরিধি হলো, মিলসমূহের শর্ত লঙ্ঘনের বিষয়সমূহ পর্যালোচনা, ইতোমধ্যে মিলগুলোর বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অগ্রাধিকার তালিকা প্রস্তুত করে সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে আনার লক্ষ্যে কেস টু কেস ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনে মিলসমূহ সরেজমিন পরিদর্শন ও সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে এনে চালু করার বিষয়ে সুপারিশমালা তৈরি করা এবং এসব কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে মাসিক অগ্রগতির প্রতিবেদন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের কাছে দাখিল করা।
#
আফরাজ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৭৯
বিদেশে বাংলাদেশ মিশনসমূহে মহান শহিদ দিবস পালিত
ঢাকা, ১০ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি) :
২১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহে যথাযথ মর্যাদা, গুরুত্ব ও ভাবভাম্ভীর্যের সাথে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। অনুষ্ঠানসূচিতে ছিল প্রতীকী শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ, সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ পরিবেশন, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন, এক মিনিট নীরবতা পালন, বাণী পাঠ, রাষ্ট্রদূতদের স¦াগত বক্তব্য, উপস্থিত অতিথিবৃন্দের মধ্য থেকে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।
বাংলাদেশ দূতাবাস ভিয়েনা, স্টকহোম, ম্যানিলা, কায়রো, বার্লিন, দি হেগ, বেইজিং, হংকং, মিলান, মানচেস্টার, লিসবন, ব্রাসেলস, লন্ডন, নেপাল, ইয়াংগুন, রাবাত, সিউল, ভুটান, ব্যাংকক, করাচি, এথেন্স, সিংগাপুর, জাকার্তা, তাসখন্দ, মুম্বাই, জাপান, ভিয়েতনামসহ সকল বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বিপুল সংখ্যক প্রবাসীর স¦তঃস্ফূর্ত ও স¦প্রণোদিত অংশগ্রহণে এ অনুষ্ঠান পালিত হয়।
#
কামরুজ্জামান/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৮১৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৭৮
বাংলাদেশ ও কানাডার মধ্যে বিমান যোগাযোগ স্থাপিত হচ্ছে
ঢাকা, ১০ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি) :
বাংলাদেশের বিমান যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত প্রসারিত হতে হচ্ছে। এয়ার কানাডা ঢাকার সাথে দিল্লি পর্যন্ত ফ্লাইট চালু করতে যাচ্ছে। এ ফ্লাইটের যাত্রীরা দিল্লি থেকে সরাসরি কানাডার টরেন্টোতে অবতরণ করবেন। টরেন্টো থেকে প্রতিদিন অনেক ফ্লাইট নিউইয়র্কের উদ্দেশে ছেড়ে যায়। ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু না হওয়া পর্যন্ত বাংলাদেশের যাত্রীরা এ রুটে নিউইয়র্ক পর্যন্ত যেতে পারবেন। এর জন্য কানাডার সাথে প্রয়োজনীয় এয়ার সার্ভিস এগ্রিমেন্ট (অরৎ ঝবৎারপব অমৎববসবহঃ) ইতোপূর্বে সম্পাদিত হয়েছে।
আজ দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সাথে ঢাকায় কানাডিয়ান হাইকমিশনার ইবহড়রঃ-চরবৎৎব খধৎধসবব'র বৈঠককালে এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়। বিমান বাংলাদেশ এয়ারলইন্সের লন্ডন পর্যন্ত ফ্লাইট আছে। এয়ার কানাডার সাথে কোডিং শেয়ারের মাধ্যমে একে ফ্রাংকফুর্ট, প্যারিস ও রোম পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের কাছ থেকে ফিফথ ফ্রিডম অভ্ এয়ার সুবিধা পাওয়ার কৌশল নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ২০১৬ পর্যটনবর্ষ সফল করার জন্য বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কানাডা বাংলাদেশে একটি থিম পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব করলে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব উত্থাপনের অনুরোধ জানান।
বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ঢাকায় কানাডিয়ান হাইকমিশনের এশিয়া বিষয়ক ডিরেক্টর ঞযড়সধং ঈড়হধৎফ উব ডড়ষভ, কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের প্রজেক্ট ম্যানেজার ঔড়হধঃযধহ ঘবরষষ, হাইকমিশনের ট্রেড কমিশনার কামাল উদ্দিন এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হাসনাত জিয়াউল হক।
#
তুহিন/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৭৫২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫৭৬
মিলানের সকল স্কুলকে ২১ ফেব্রুয়ারি উদ্যাপনের নির্দেশ কমিউনি ডি মিলানোর
ইতালিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত
মিলান, ২২ ফেব্রুয়ারি :
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল স্থানীয় স্টার হোটেল বিজনেস প্যালেসে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান হয়।
কনসাল জেনারেল রেজিনা আহমেদ ‘ভাষা আন্দোলনের ইতিহাস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পটভূমি এবং ইউনেস্কো রেজুলেশন গ্রহণ’ শীর্ষক একটি গবেষণাপত্র সভায় উপস্থাপন করেন। এরপর প্রধান অতিথি এবং অতিথি বক্তাবৃন্দ তাদের বক্তব্য পেশ করেন। তারা প্রত্যেকেই মাতৃভাষা চর্চার ওপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন। বক্তারা কনস্যুলেটের এই উদ্যোগের প্রশংসা করেন এবং তারা বলেন যে ইতালি একটি অভিবাসী প্রধান দেশ বিধায় এখানে মাতৃভাষা ও সংস্কৃতি নিয়ে কাজ করা একান্ত জরুরি। উল্লেখ্য যে, এই প্রথমবারের মত কমিউনি ডি মিলানো শহরের সকল স্কুলকে ২১ ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের জন্য নির্দেশনা দিয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে বেশ কিছু মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপিত হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মিলানস্থ প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ভাষা আন্দোলনকে উপজীব্য করে মঞ্চায়িত একটি নাটিকা। এরপর ইন্টারন্যাশনাল স্কুল অভ্ মিলান এর বিভিন্ন শ্রেণির ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ১৮টি ভাষায় নির্মিত একটি ভিডিও বার্তা প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনি ডি মিলানোর শিক্ষা বিষয়ক কাউন্সিলর ফ্রানসেসকো কাপেলি। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লোম্বারদি অঞ্চলের ডেমোক্রেটিক পার্টির সদস্য ডিয়ানা ডি মার্কি, মিলান কেন্দ্রীয় লাইব্রেরির ইতালিয় ও আন্তর্জাতিক বিষয়ের পরিচালক আলদো পিরোলা, বাংলাদেশ কমিউনিটির দুইজন সদস্য এবং ইন্টারন্যাশনাল স্কুল অভ্ মিলান-এর মাতৃভাষা বিষয়ক সমন্বয়ক স্যালি ফ্লানাগান। এছাড়াও উপস্থিত ছিলেন ভারত, মরক্কো, আলজেরিয়া ও ওমানের কনসাল জেনারেল, কনস্যুলেটের সদস্যবৃন্দ, বিশিষ্ট ইতালিয়ান নাগরিক, বিভিন্ন ভাষাভাষি অতিথি, সাংবাদিক এবং প্রবাসী বাংলাদেশিগণ।
#
খাদীজা/আলী/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৩১৫ ঘণ্টা
Handout &n