তথ্যবিবরণী নম্বর: ৪৯২৬
ঘূর্ণিঝড় "রেমাল" এর প্রভাবে বিদ্যুৎ পুনঃসংযোগ বিষয়ক গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন
ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে) :
ঘূর্ণিঝড় "রেমাল এর প্রভাবে প্রায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় ঘূর্ণিঝড় পরবর্তী পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)’র বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাহক সংখ্যা ৩,০৩,০৯,৭০২ (তিন কোটি তিন লাখ নয় হাজার সাতশত দুই) ছিল। আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত আরইবি ৩ কোটি ০.২ লাখ (৯৯%) গ্রাহক-কে ইতিমধ্যে পুনঃসংযোগ প্রদান করা সম্ভব হয়েছে। অবশিষ্ট ২.৮০ লাখ গ্রাহককে বিদ্যুৎ পুনঃসংযোগ প্রদানের কাজ চলমান থাকবে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)’র গতকালই ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন সকল গ্রাহককে পুনঃসংযোগ প্রদান সম্পন্ন করেছে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড -এর বাকি ১% গ্রাহকদের সার্ভিস ড্রপ ও আনুষঙ্গিক মালামাল প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হচ্ছে। চ্যালেঞ্জ মোকাবিলা করে যথাসম্ভব দ্রুততার সাথে সংযোগের ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিক তথ্যানুসারে ১০৩.৩৩ কোটি (একশত তিন কোটি তেত্রিশ লাখ) টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ৮০টি সমিতির মধ্যে ৬০ টি সমিতির শতভাগ গ্রাহককে সংযোগ প্রদান করা সম্ভব হয়েছে। সমিতি, আরইবি ও ঠিকাদার জনবলসহ বর্তমানে প্র্রায় ১৭ হাজার জনবল মাঠে কাজ করছে।
#
আসলাম/সায়েম/সঞ্জীব/সেলিম/২০২৪/২২৪০ ঘণ্টা
Handout Number: 4925
Environment Minister Inaugurates Photography Exhibition organised by Embassy of Nepal
If the mountains survive, people will survive
Dhaka, May 31:
Minister of Environment, Forest and Climate Change Saber Hossain Chowdhury said what happens in the Himalayas affects Bangladesh, so, If the mountains including Himalayas survive, we will survive. Preserving these mountains is essential for our survival. He said climate change poses a significant threat to mountains, glaciers, and ecosystems. The melting of glaciers affects the biodiversity and the livelihoods of millions of people who depend on the water resources originating from these high altitudes. It is a stark reminder of the urgent need for global cooperation and concerted efforts to combat climate change.
Environment Minister said this in his speech as the chief guest while inaugurating a photography exhibition under the theme 'Mountain Memories: Connecting Peaks and People' in celebration of Mount Everest Day at the National Chitrashala Auditorium at the Bangladesh Shilpakala Academy in Dhaka today arranged by the Embassy of Nepal.
Saber Chowdhury said the images of talented photographers remind us of the profound impact that nature has on our lives, inspiring us to cherish and protect the environment that sustains us. As we gaze upon these images, let us remember that every peak climbed, every valley traversed, and every photograph taken is a testament to our collective journey towards a more sustainable and harmonious world.
Minister said the theme of today's exhibition, "Mountain Memories: Connecting Peaks and People," beautifully encapsulates the idea that mountains are the bridges that connect us across borders, fostering a sense of global community and shared responsibility. This shared vulnerability unites us with Nepal and other nations in our commitment to environmental sustainability and climate resilience.
Environment Minister commended the photographers for their dedication and artistry in capturing the spirit of the mountains. Your work not only delights and inspires us but also plays a crucial role in raising awareness about the importance of preserving our natural heritage.Together, we can ensure that future generations will have the opportunity to create their own mountain memories and continue the legacy of connecting peaks and people.
Foreign Secretary (Senior Secretary) Masud Bin Momen, Ambassador of Nepal to Bangladesh Ghanshyam Bhandari, Secretary of Bangladesh Shilpakala Academy Salahuddin Ahmed and Curator of the Photography Exhibition Enam Ul-Haque also spoke in the occasion as special guests.
The event drew a diverse audience, including dignitaries, High Commissioners, Ambassadors, diplomats, environmentalists, photographers, and students, all united by their admiration for the majestic Himalayas.
The 'Photography Exhibition' will remain open to the public at the National Chitrashala Auditorium until June 2, 2024, from 11 am to 8 pm offering an opportunity for more people to immerse themselves in the captivating imagery and stories of the mountains.
#
Dipankar/Sayeam/Sanjib/Salim/22.30 Hrs.
তথ্যবিবরণী নম্বর: ৪৯২৪
নেপাল দূতাবাস আয়োজিত ফটোগ্রাফি প্রদর্শনী উদ্বোধন করলেন পরিবেশমন্ত্রী
মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য পাহাড়গুলোকে সংরক্ষণ করা অপরিহার্য
ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে) :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, হিমালয়সহ পাহাড় পর্বত স্বাভাবিক থাকলে আমরা ভালো থাকবো, আমাদের বেঁচে থাকার জন্য এই পাহাড়গুলোকে সংরক্ষণ করা অপরিহার্য। জলবায়ু পরিবর্তন পর্বত, হিমবাহ এবং প্রতিবেশ ব্যবস্থার জন্য উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি করে। হিমবাহের গলে যাওয়া জীববৈচিত্র্য এবং পানির ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জীবিকাকে প্রভাবিত করে। এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপী সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার তাগিদ দেয়।
আজ মাউন্ট এভারেস্ট দিবস উদ্যাপন উপলক্ষ্যে ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে নেপাল দূতাবাস আয়োজিত ‘মাউন্টেন মেমোরিজ: কানেক্টিং পিক্স অ্যান্ড পিপল’ শীর্ষক ফটোগ্রাফি প্রদর্শনী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
সাবের চৌধুরী বলেন, মেধাবী ফটোগ্রাফারদের ছবিগুলো আমাদের জীবনে প্রকৃতির গভীর প্রভাবের কথা মনে করিয়ে দেয় এবং সেই পরিবেশকে লালন ও রক্ষা করতে অনুপ্রাণিত করে। মন্ত্রী বলেন, পর্বত আমাদের সীমানা পেরিয়ে নেপাল ও অন্যান্য জাতির সাথে পরিবেশগত স্থায়িত্ব ও জলবায়ু স্থিতিশীলতার প্রতিশ্রুতিতে একত্রিত করে। মন্ত্রী ফটোগ্রাফারদের শিল্পকর্মের জন্য প্রশংসা করে বলেন, আপনাদের কাজ কেবল আমাদের আনন্দিত ও অনুপ্রাণিত করে না, বরং আমাদের প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাউদ্দিন আহমেদ এবং ফটোগ্রাফি প্রদর্শনীর কিউরেটর এনাম উল-হক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের হাইকমিশনার, এম্বাসেডর, কূটনীতিক, পরিবেশবিদ, ফটোগ্রাফার, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা হিমালয়ের সৌন্দর্যের প্রশংসা করেন। মন্ত্রীসহ অতিথিবর্গ চিত্রপ্রদর্শনী ঘুরে দেখেন।
‘ফটোগ্রাফি প্রদর্শনী’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ২ জুন ২০২৪ পর্যন্ত সকাল ১১ টা হতে রাত ৮ টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, যা আরো বেশি লোককে পর্বতমালার মনোমুগ্ধকর ছবি ও গল্পে ডুব দেওয়ার সুযোগ দেবে।
#
দীপংকর/সায়েম/সঞ্জীব/সেলিম/২০২৪/২২২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৪৯২৩
বঙ্গবন্ধু অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করতেন
-- পানিসম্পদ প্রতিমন্ত্রী
বরিশাল, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে) :
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করতেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, স্বাধীনতা যুদ্ধে ধর্মের কোনো বিভেদ ছিল না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলে বাংলাদেশকে স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের।
আজ বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ বরিশাল মহানগর কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কথা ভাবে, দেশের শান্তির কথা ভাবে বলেই দেশে সাম্প্রদায়িক সংঘাত বহুলাংশে বন্ধ হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের মনে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্রোতধারা বহমান রয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট বলরাম পোদ্দার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হীরেন্দ্রনাথ সমাজদার হিরু ও এডভোকেট তাপস কুমার পাল, মেয়রপত্নী সমাজসেবক লুনা আব্দুল্লাহ এবং ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা
উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিষু।
#
গিয়াস/সায়েম/সঞ্জীব/সেলিম/২০২৪/২১২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৪৯২২
শিশু-কিশোরদের নৈতিক ও আদর্শগত শিক্ষা দিয়ে আগামীর নেতৃত্ব
প্রদানে সক্ষম প্রজন্ম গড়ে তোলার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর
ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক অভিভাবক এবং শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে উদ্যোগ গ্রহণের মাধ্যমে শিশু-কিশোরদের নৈতিক ও আদর্শগত শিক্ষা দিয়ে আগামীর নেতৃত্ব প্রদানে সক্ষম ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী আজ ঢাকার দনিয়ায় সহজপাঠ স্কুলে বীর মুক্তিযোদ্ধা এ কে খান বৃত্তি প্রদান-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আজকের যে প্রজন্ম তারাই একদিন শিক্ষা-দীক্ষায় পরিপূর্ণ হয়ে উন্নত মানবসম্পদে পরিণত হবেন। এদেশকে এগিয়ে নিয়ে যাবেন। সোনার বাংলাদেশ গড়ার সোনার ছেলে-মেয়ে হিসেবে নিজেদের তৈরি করবেন। তিনি বলেন, দেশের প্রত্যেকটি শিশুকে মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার মর্ম উপলব্ধি করতে হবে। দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার মানসিকতা নিয়ে গড়ে উঠতে হবে। তবেই বাংলাদেশ প্রকৃত সোনার বাংলা হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করবে।
সহজপাঠ স্কুলের চেয়ারম্যান বাংলাদেশ পুলিশের ডিআইজি সালমা ডলির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) বীর মুক্তিযোদ্ধা এ কে খান বক্তৃতা করেন।
পরে মন্ত্রী কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন।
#
এনায়েত/সায়েম/মোশারফ/সেলিম/২০২৪/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৪৯২১
কানাডা ও জাপান সফর শেষে দেশে ফিরেছেন গণপূর্তমন্ত্রী
ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে) :
কানাডা ও জাপানে ১৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। আজ জাপানের টোকিও থেকে তিনি ঢাকায় ফিরেছেন।
গত ১৮ মে ব্যক্তিগত সফরে মন্ত্রী কানাডায় যান। সেখান থেকে গত ২৬ মে তিনি জাপানের টোকিওতে পৌঁছান। গত ২৮ মে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনায় গণপূর্ত অধিদপ্তর কর্তৃক জাপানের নাগাসাকিতে স্থাপিত পিস মনুমেন্ট উদ্বোধন করেন। গত ৩০ মে তিনি টোকিওতে অবস্থিত জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সদর দপ্তরে যান এবং জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাওয়ামুরা কেনিচির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশে ভূমিকম্প সহনশীল নগর উন্নয়নে জাইকার সহযোগিতা চান।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নবীরুল ইসলাম এসময় তাঁর সঙ্গে ছিলেন।
#
সিদ্দিকী/সায়েম/মোশারফ/শামীম/২০২৪/১৮০৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৪৯২০
পর্যটন শিল্পে বিনিয়োগ করলে সমবায় সমিতিকে সর্বাত্মক সহযোগিতা করা হবে
- বিমান ও পর্যটন মন্ত্রী
ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে) :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, কোনো সমবায় সমিতি পর্যটন শিল্পে বিনিয়োগ করলে তাদেরকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্য মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, সমবায় সমিতিগুলো বাংলাদেশের অপার সম্ভাবনাময় পর্যটন খাতের বিভিন্ন বিষয়ে বিনিয়োগ করতে পারে। এতে যেমন সমিতিগুলোর আয় বৃদ্ধি পাবে অপরদিকে তারা দেশের পর্যটন শিল্পের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দেশের প্রচলিত সকল আইনকে যুগোপযোগী করার পদক্ষেপ নিয়েছেন। তার অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক সমবায় সম্পর্কিত আইন ও বিধি রিভিউ করার যে উদ্যোগ নেয়া হয়েছে তা একটি ভালো উদ্যোগ। আশা করি এই আইন রিভিউ হওয়ার পর তা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সমবায় সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আরো বৃদ্ধি করবে।
ফারুক খান বলেন, সমবায় সমিতি ভালোভাবে চলার জন্য এর প্রত্যেক সদস্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমিতিগুলোকে সফল করতে হলে এর সদস্য ও তাদের সন্তানদের মধ্য থেকে উচ্চ শিক্ষিত এবং প্রশিক্ষিত নেতৃত্ব তৈরি করতে হবে। মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সফলতা দেখে অন্যরাও সমবায় সম্পর্কে আগ্রহী হবেন। এই সমিতি শুধু এর সদস্যদের আবাসনের ব্যবস্থাই করছে না পাশাপাশি এর সদস্যদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য ঋণ প্রদান, শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা, স্বাস্থ্য সেবার জন্য হাসপাতাল স্থাপন ও আয় বৃদ্ধিকারী বিভিন্ন প্রকল্পে তারা বিনিয়োগ করেছেন। পর্যটন শিল্পের বিভিন্ন খাতেও তাদের বিনিয়োগ রয়েছে।
দ্য মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সভাপতি অগাস্টিন পিউরিফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট আভ্ অনার হিসেবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোঃ আখতারুজ্জামান ও অনিমা মুক্তি গোমেজ।
#
তানভীর/সায়েম/মোশারফ/শামীম/২০২৪/১৬৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৯১৯
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে) :
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ৪৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৮৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৫ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৮৮০ জন।
#
দাউদ/সায়েম/মোশারফ/আব্বাস/২০২৪/১৬৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৪৯১৮
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন
ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়
-ধর্মমন্ত্রী
জামালপুর, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে) :
ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমে জনগণ উপকৃত হয় এবং দেশ ও জাতির উন্নয়ন ত্বরান্বিত হয়ে থাকে।
মন্ত্রী আজ জামালপুরের ইসলামপুরে পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসা মাঠে সোনার তরী সমাজসেবা সংঘ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। মহান সংবিধানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং চিকিৎসা বিজ্ঞানের গবেষণার বৈপ্লবিক সূচনা হয়েছিল। তিনি জনস্বাস্থ্য ও জনগণের পুষ্টি স্তর উন্নত করার অঙ্গীকার নিয়ে স্বাস্থ্যসেবা উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছিলেন।
স্বাস্থ্যখাতে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবার সরকার গঠন করেই দেশের সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন। পরবর্তীতে ক্ষমতায় এসে বিএনপি নেতৃত্বাধীন সরকার সেগুলো বন্ধ করে দেয়। নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় কমিউনিটি চালু করে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দ্বার উন্মোচন করেন। এর ফলে সাধারণ মানুষের হাতের নাগালেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে। এই কমিউনিটি ক্লিনিকগুলো থেকে বর্তমানে প্রায় ৩২ ধরনের ঔষুধ সরবরাহ করা হচ্ছে।
ধর্মমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের আমলে গত দেড় দশকে স্বাস্থ্য অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ৩১ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালগুলোকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। এছাড়া, ৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালগুলোকে ১০০ শয্যা এবং কোথাও কোথাও ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্স নিয়োগ দিয়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যখাতের নানামুখী উন্নয়নের ফলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমেছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ এমডিজি’র অভীষ্ট অর্জনে লক্ষণীয় সাফল্য অর্জন করতে পেরেছে।
সোনার তরী সমাজসেবা সংঘের সভাপতি মোঃ মোরশেদুর রহমান খান মাসুমের সভাপতিত্বে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিরাজুল ইসলাম, সহকারি পুলিশ সুপার অভিজিৎ দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক আকন্দ, সন্ধানী স্পেশালাইজড হসপিটাল (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল ইসলাম রবিউল প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
পরে ধর্মমন্ত্রী নিজের স্বাস্থ্য চেক-আপ মধ্য দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন।
#
সিদ্দীক/কামরুজ্জামান/রবি/সাজ্জাদ/মানসুরা/২০২৪/১৩৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৯১৭
রোহিঙ্গা বিষয়ে ওআইসি দেশগুলোর রাষ্ট্রদূতদেরকে পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফ
নিউইয়র্ক, ৩১ মে:
নিউইয়র্কে গতকাল জাতিসংঘ সদর দফতরের ওআইসি সম্মেলন কক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদেরকে মিয়ানমারের রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। রোহিঙ্গাদের দুর্দশা নিরসনে আন্তর্জাতিক প্রচেষ্টার অগ্রভাগে থাকার জন্য তিনি অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের প্রশংসা করেন।
পররাষ্ট্রমন্ত্রী হাছান মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ও মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার পূর্ণ নাগরিক অধিকারসহ তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের প্রচেষ্টায় ওআইসি রাষ্ট্রদূতদের সংহতি অব্যাহত রাখার আহ্বান জানান।
ওআইসিভুক্ত দেশ সৌদি আরব, গাম্বিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, তুর্কি, ইরান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মিশর, ইন্দোনেশিয়ার জাতিসংঘে স্থায়ী প্রতিনিধিরা সময়োপযোগী এ ব্রিফিংয়ের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা উদ্বাস্তু রোহিঙ্গাদের আশ্রয়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার প্রশংসা করেন এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশের দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
#
আকরাম/কামরুজ্জামান/রবি/সাজ্জাদ/শামীম/২০২৪/১৫৩২ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর: ৪৯১৬
আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী
নিউইয়র্ক, ৩১ মে:
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহ্মুদ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন উপলক্ষ্যে গতকাল জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও অস্ট্রিয়ার যৌথ অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
অভ্যর্থনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতায় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম সর্বোচ্চ অবদান রাখা বাংলাদেশের অব্যাহত সমর্থন ও সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈদেশিক নীতি অনুযায়ী বাংলাদেশ সবসময় শান্তির প্রচেষ্টায় জাতিসংঘের অগ্রভাগে রয়েছে। বাংলাদেশী শান্তিরক্ষীরা জাতিসংঘ শান্তিরক্ষায় অত্যন্ত আন্তরিকতা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন, উল্লেখ করেন মন্ত্রী।
শান্তিরক্ষা কার্যক্রমে এ যাবৎ নিহত শান্তিরক্ষীর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বময় সংঘাত ও সহিংসতার ক্রমাগত বৃদ্ধি শান্তির জন্য ক্রমবর্ধমান হুমকি এবং এ কারণে শান্তিরক্ষা কার্যক্রম জোরদার করার বিকল্প নেই।
বক্তব্য শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের আন্ডার-সেক্রেটারি জেনারেল জ্যঁ-পিয়েরে ল্যাক্রোইক্স (Jean-Pierre Lacroix) এবং অস্ট্রিয়ার চার্জ দ্য এফেয়ার্স স্টেফান প্রিটেরহফারকে (Stefan Pretterhofer) সাথে নিয়ে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ২০২৩ সালে ৩৪টি দেশের ৬৪ জন আত্মদানকারী সামরিক, পুলিশ এবং বেসামরিক শান্তিরক্ষীর নামফলকে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ অনুষ্ঠানের আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত জাতিসংঘ মহাসচিবের কাছ থেকে ২০২৩ সালে শহীদ বাংলাদেশের দুই শান্তিরক্ষীর পক্ষে ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ গ্রহণ করেন।
#
আকরাম/কামরুজ্জামান/রবি/সাজ্জাদ/মানসুরা/২০২৪/১৪৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৪৯১৫
বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার-পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিব
নিউইয়র্ক, ৩১ মে:
বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বলে বর্ণনা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
নিউইয়র্কে গতকাল জাতিসংঘ সদর দপ্তরে সরকারি দায়িত্বে যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে জাতিসংঘ মহাসচিব একথা বলেন।
আন্তোনিও গুতেরেস বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ জাতিসংঘের অনেক কর্মযজ্ঞে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। সেই কারণেই জাতিসংঘ বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে।
জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা জানান। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে সেদেশের সেনাবাহিনী তরুণ রোহিঙ্গাদের জোরপূর্বক নিয়োগ করার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।
দ্বিপাক্ষিক এ বৈঠকে জাতিসংঘ মহাসচিব জলবায়ু পরিবর্তনের সাথে বাংলাদেশের অভিযোজন ও প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতার প্রশংসা করেন।
পররাষ্ট্রমন্ত্রী হাছান নিম্ন আয়ের দেশের কাতার থেকে বাংলাদেশের উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা কামনা করলে গুতেরেস এ বিষয়ে বিশ্বসংস্থার পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, 'এ জন্য বাংলাদেশকে পুরস্কৃত করা উচিত, শাস্তিদান নয়'।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান ফিলিস্তিনের গাজায় সংঘাতসহ চলমান বিশ্বের কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় মহাসচিবকে তাঁর নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাফায় সংঘাত এড়াতে সেখানে জাতিসংঘ মহাসচিব যেভাবে নিজে উপস্থিত হয়েছিলেন, শান্তিপ্রিয় বিশ্ববাসী তার প্রশংসা করেছে।
এ সময় রোহিঙ্গা সঙ্কটের ওপর বিশ্বের আলোকপাত বজায় রাখা, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার মর্যাদার সাথে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন এবং মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতির উন্নতিকল্পে জাতিসংঘের জোরদার ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
জাতিসংঘ মহাসচিব গত দশকে বাংলাদেশের অসামান্য অগ্রগতির প্রশংসা করলে ড. হাছান মহাসচিব গুতেরেসকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি ও দক্ষ নেতৃত্বের কারণেই বাংলাদেশ অনেক আগেই সামাজিক, অর্থনৈতিক, মানবিক সূচকসহ সকল সূচকে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে এবং গত কয়েক বছরে অনেক সূচকে ভারতকেও ছাড়িয়ে গেছে। এছাড়া, আন্তর্জাতিক অর্থ তহবিলের পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালে মাথাপিছু আয়েও ভারতকে ছাড়িয়ে গেছে, উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী হাছান গত ৫০ বছর ধরে বাংলাদেশ ও জাতিসংঘের দৃঢ় অংশীদারিত্ব এবং উন্নয়নে সহায়তার জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান এবং Wallpapers জাতিসংঘে যোগদানের অর্ধশত বছরপূর্তিতে গুতেরেসকে বাংলাদেশ সফরের সাদর আমন্ত্রণ জানান।
নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গীরা ও মিশনের কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
আকরাম/কামরুজ্জামান/রবি/সাজ্জাদ/মানসুরা/২০২৪/১৪৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৯১৪
খালেদা জিয়া কেন জিয়া হত্যার বিচার করেননি প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর
নিউইয়র্ক, ৩১ মে:
দুই পূর্ণ মেয়াদে ক্ষমতায় থেকেও বিএনপি তথা খালেদা জিয়া কেন জিয়াউর রহমান হত্যার বিচার করেননি, সেই প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গুলশান টেরাসে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ প্রশ্ন রাখেন।
মন্ত্রী বলেন, বিএনপি ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুদিবসে নানা বক্তব্য দেয়। কিন্তু তারা ক্ষমতায় থেকেও এই হত্যার বিচার করেননি, বরং এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। ফলে জিয়া হত্যায় তার কাছের ও পরিবারের কারো হাত ছ&