Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী ৯ জানুয়ারি ২০২৫

Handout                                                                                                               Number: 2305

Bangladesh Rejects Baseless and Fabricated

Allegations of Mistreatment of Indian Fishermen

Dhaka, 9 January:

Bangladesh expresses its utter dismay and deep disappointment over the unfounded remarks and fabricated allegations of mistreatment, including physical abuses of the detained Indian fishermen by the Bangladesh authorities.

Bangladesh firmly rejects such unfounded allegations, which undermine the spirit of trust, goodwill, and mutual respect between Bangladesh and India. Concerned authorities of Bangladesh have confirmed that, under no circumstances, were the detained fishermen physically abused. The matter was thoroughly investigated and it was found that no such ill treatment or incident of physical abuse happened.

Bangladesh wishes to mention that the detained 95 Indian fishermen/crew members were treated appropriately during their stay in Bangladesh. As per the international norms, consular accesses were duly granted to the representatives of the Indian High Commission in Dhaka, who visited the fishermen during their detention.

The representatives of the Indian diplomatic missions were also present during the release of Indian fishermen on 2 January 2025 from the jails and during the fishermen’s departure from Mongla on 4 January 2025. The relevant hospitals completed the health screenings of all Indian fishermen, confirming that they were medically fit. During their journey towards maritime border, Bangladesh Coast Guard authorities extended all necessary support and provisions. 

The reciprocal repatriation process of the fishermen manifests commitment of the Government of Bangladesh in resolving humanitarian issues amicably and collaboratively with the Government of India.

Bangladesh calls upon all parties to avoid making such unfounded allegations that undermine the spirit of cooperation and mutual respect between the two countries. 

The reciprocal repatriation of 90 Bangladeshi fishermen/crew detained in India and 95 Indian fishermen/crew detained in Bangladesh was successfully completed in the afternoon of 5 January 2025 near the International Maritime Boundary Line. In presence of the representatives from the Ministry of Foreign Affairs, the Department of Fisheries, and Border Guard Bangladesh, the Bangladesh Coast Guard received 90 Bangladeshi fishermen/crew members and handed over 95 Indian fishermen/crew members to the Indian Coast Guard. Simultaneously, the exchange of detained vessels was also completed, two Bangladeshi fishing vessels, `FV Laila-2’ and `FV Meghna-5’, were returned to Bangladesh, while six Indian fishing boats were returned to India.

#

 

Kamrul/Sayeam/Rana/Sanjib/Shamim/2025/2215 Hrs. 

 

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ২৩০৪

 

হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই

                                                                               -- ধর্ম উপদেষ্টা

ঢাকা, ২৫ পৌষ (৯ জানুয়ারি): 

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রী নির্ধারণ করে থাকে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। হজযাত্রীর এই কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই।

আজ ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৫ সনের হজ ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, হজ এজেন্সির মাধ্যমে হজযাত্রী প্রেরণের ক্ষেত্রে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় হতে প্রতিবছর  হজযাত্রীর ন্যূনতম সংখ্যা বা কোটা নির্ধারণ করে থাকে। গতবছরের ১৮ জুন সৌদি সরকার ২০২৫ সালের হজের হজযাত্রীর কোটা নির্ধারণ-সহ হজ কার্যক্রমের যে রোডম্যাপ ঘোষণা করে সেসময় বাংলাদেশি হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা দুই হাজার জন হবে বলে জানানো হয়। তবে গতবছরের ৬ অক্টোবর সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে আলোচনা পরিপ্রেক্ষিতে  এবছর হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর সংখ্যা দুই হাজার জন হতে কমিয়ে এক হাজার নির্ধারণ করা হয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, হজ ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় হিসেবে এদেশের ধর্মপ্রাণ মুসলমানগণ যাতে সুষ্ঠু, সুন্দর ও সাবলীলভাবে হজ পালন করতে পারেন সেবিষয়ে ধর্ম মন্ত্রণালয় সর্বদা তৎপর রয়েছে। সৌদি সরকারের রোডম্যাপ ও বেঁধে দেওয়া সময়ের মধ্যেই আমরা সকল কার্যক্রম সম্পন্ন করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

হজ ব্যবস্থাপনা একটি দ্বি-রাষ্ট্রীয় কার্যক্রম উল্লেখ করে উপদেষ্টা বলেন, হজযাত্রী প্রেরণকারী সংশ্লিষ্ট দেশ এবং সৌদি সরকারের যৌথ ব্যবস্থাপনায় হজের যাবতীয় কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। একটি ধারাবাহিক কর্মপন্থা অনুসরণ করেই হজের সার্বিক কর্মকাণ্ড সম্পন্ন করতে হয়। হজ ব্যবস্থাপনাকে একটি সময়াবদ্ধ কার্যক্রম অভিহিত করে তিনি বলেন, সৌদি সরকার ঘোষিত সুনির্দিষ্ট রোডম্যাপ ও সময় অনুসরণ করেই হজের প্রতিটি কাজ শেষ করতে হয়। এক্ষেত্রে পিছিয়েপড়া বা নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করার কোনো অবকাশ নেই।

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর একটি আধা-সরকারি পত্রের উদ্ধৃতি দিয়ে উপদেষ্টা বলেন, ২০২৫ সনের হজে বাংলাদেশের হজযাত্রীদের জন্য সেবাদানকারী কোম্পানি নির্বাচন, তাঁবুর এলাকা রিজার্ভ, মক্কা ও মদিনায় হজযাত্রীদের জন্য বাড়ি বা হোটেল ভাড়া, ক্যাটারিং কোম্পানির সাথে চুক্তি সম্পাদনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো এখনও শুরু করা হয়নি। এসকল কার্যক্রম সম্পাদনের সর্বশেষ তারিখ  ১৪ ফেব্রুয়ারি ২০২৫  নির্ধারিত রয়েছে। তিনি  হজ এজেন্সি মালিক বা পরিচালকদেরকেও দুয়েকদিনের মধ্যেই সৌদি সরকারের নির্দেশনা মোতাবেক লিড এজেন্সি গঠন-সহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানান।

এ সময় ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলাম, সংস্থা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

 #

আবুবকর/সায়েম/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২০৩০ ঘণ্টা

Handout                                                                                                               Number: 2303

 

 

206 Cases, BDT 4.53 Crore Fines, 65 Brick Kilns

Shut in One Week’s Special Anti-pollution Drive


Dhaka, 9 January:

 

Under the special directives of the Ministry of Environment, Forest and Climate Change, the Department of Environment (DoE) conducted 74 mobile court operations across the country from January 2 to January 9, 2025. During these operations, 206 cases were filed, fines amounting to BDT 4.53 crore were collected, and 65 brick kiln chimneys were demolished, leading to the closure of operations. Additionally, strict orders were issued to shut down 25 brick kilns, and 17 hydraulic horns were seized.

 

 Today mobile court operations were conducted in Bogura, Gazipur, Jashore, Cumilla, Magura, Faridpur, and Tangail districts. As a result, 23 illegal brick kilns were fined BDT 25.7 lakh, 18 brick kilns were shut down, and one brick kiln owner in Gazipur was sentenced to six months of imprisonment.

 

In Shahbagh, Dhaka, mobile courts fined five vehicle drivers BDT 10 thousand for emitting excessive black smoke, while four unfit vehicles were impounded by BRTA.

 

In Chuadanga, actions against noise pollution resulted in the seizure of three hydraulic horns, and three drivers were fined Taka One thousand and five hundred. In Narayanganj, three polluting steel mills were fined a total of BDT 3.3 lakh.

 

To curb polythene production and use, mobile courts in Cumilla, Pirojpur, Habiganj, and Mohammadpur, Dhaka, imposed fines of BDT 38 thousand and seized 211.5 kg of polythene, along with 65 sacks of raw material for polythene production. One factory was sealed off.

 

In Basila and Aftab Nagar areas of Dhaka, mobile courts fined eight establishments BDT 34 thousand 500 for keeping construction materials in open spaces, and several owners were warned.

 

The Department of Environment will continue such special campaigns against pollution.

 

#

 

Dipankar/Sayeam/Rana/Sanjib/Salim/2025/1935 Hrs. 

 

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ২৩০২

 

পরিবেশ দূষণ রোধে বিশেষ অভিযানে ১ সপ্তাহে ২০৬টি মামলা,

৪ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা, ৬৫টি ইটভাটা বন্ধ, ২৫টি বন্ধে নির্দেশনা

 

ঢাকা, ২৫ পৌষ (৯ জানুয়ারি): 

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর সারা দেশে ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ৭৪টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ২০৬টি মামলার মাধ্যমে ৪ কোটি ৫৩ লাখ ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় এবং ৬৫টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। ২৫টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা এবং ১৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

 

অপরদিকে, আজ বগুড়া, গাজীপুর, যশোর, কুমিল্লা, মাগুড়া, ফরিদপুর ও টাংগাইল জেলায় ২৩টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় ও ১৮টি ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। গাজীপুরে এক ভাটা মালিককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

 

ঢাকার শাহবাগে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি পরিবহনের চালককে ১০ হাজার টাকা জরিমানা করা-সহ ফিটনেসবিহীন ৪টি গাড়ি ডাম্পিং করা হয়।

 

চুয়াডাঙ্গায় শব্দদূষণ রোধে ৩টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ৩টি যানবাহনের চালককে ১  হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী ৩টি স্টিল মিল থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

পলিথিন উৎপাদন ও ব্যবহার রোধে কুমিল্লা, পিরোজপুর, হবিগঞ্জ ও ঢাকায় ৩৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ২১১.৫ কেজি পলিথিন ও ৬৫ বস্তা কাঁচামাল জব্দ করা হয়। একটি কারখানা সিলগালা করা হয়।

 

ঢাকার বসিলা ও আফতাব নগরে খোলা নির্মাণ সামগ্রী রাখার দায়ে ৮টি প্রতিষ্ঠান থেকে ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

 

পরিবেশ অধিদপ্তরের দূষণ বিরোধী বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে।

 

 #

 

দীপংকর/সায়েম/রানা/সঞ্জীব/রফিকুল/সেলিম/২০২৫/২০৪০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৩০১

৪২২ উপজেলায় প্রতি কার্যদিবসে দুই মেট্রিক টন করে চাল বিক্রয় করা হবে

ঢাকা, ২৫ পৌষ (৯ জানুয়ারি):

          ওএমএস কার্যক্রমের আওতায় দেশের ৪২২ উপজেলায় প্রতি কার্যদিবসে দুই মেট্রিক টন করে চাল বিক্রয় করা হবে। জনপ্রতি পাঁচ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে ক্রয় করা যাবে।

          প্রথম পর্যায়ে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হবে।

          উল্লেখ্য, ইতোপূর্বে মোট ৯০৮টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হতো। এগুলো চলমান থাকবে।

#

ইমদাদ/সায়েম/সঞ্জীব/জয়নুল/২০২৫/২০২০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ২৩০০

 

বাণিজ্যের আকার আরো বহুগুণ বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে

                                                -- বাণিজ্য উপদেষ্টা

ঢাকা, ২৫ পৌষ (৯ জানুয়ারি): 

 

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি, মেশিনারিজ ইন্ডাস্ট্রিজ, অবকাঠামো খাত ও নির্মাণ খাতে বিনিয়োগে তুর্কিয়ে আগ্রহ প্রকাশ করেছে। 

 

আজ ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ে তুর্কিয়ের বাণিজ্য মন্ত্রী প্রফেসর ড. ওমর বোলাট'র নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের উপদেষ্টা এ কথা জানান। 

 

শেখ বশিরউদ্দীন বলেন, বিনিয়োগের কার্যকর দিকগুলো ঠিক করতে বৈঠকে বসবে জয়েন্ট ইকোনমিক কমিশন। গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সর্বশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশ তুর্কিয়েতে রপ্তানি করে ৫০০ মিলিয়ন ডলার এবং তুর্কিয়ে থেকে আমদানি করা হয় ৪৫০ মিলিয়ন ডলার। তিনি বলেন, তুর্কিয়ে ও বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ২৭ কোটির মতো। জনসংখ্যার ভিত্তিতে বাণিজ্যের আকার আরো বহুগুণ বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা অর্জন করার জন্য প্রাথমিক পর্যায়ে খাতগুলো চিহ্নিত করা হয়েছে। খাতগুলো বাস্তবায়ন করার জন্য জয়েন্ট ইকোনমিক কমিশনে আলোচনা করে ফাংশনাল খাতগুলো ঠিক করা হবে বলে উল্লেখ করেন শেখ বশিরউদ্দীন। 

 

          উপদেষ্টা বলেন, গার্মেন্টস, ফার্মেসি, নির্মাণ খাত, খাদ্য-সহ অর্থনৈতিক ক্ষেত্রে বিনিয়োগসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। তুর্কিয়ে চাইলে বাংলাদেশ আলাদা ইকোনমিক জোন করে দিতে আগ্রহী জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে তারা বিভিন্ন ক্ষেত্রে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। 

 

অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজার নিয়ে রমজানে কোনো সমস্যা হবে না। প্রয়োজনীয় মজুত রয়েছে। 

 

          বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ আবদুর রহিম খান এ সময় উপস্থিত ছিলেন। 

 

 #

 

কামাল/সায়েম/রফিকুল/সেলিম/২০২৫/১৮৩০ ঘণ্টা

Handout                                                                                                               Number: 2299

 

4 Acres of Forestland Recovered in Gazipur

7 Illegal Brick Kilns Demolished in Tangail


Dhaka, 9 January:

 

Under the directives of the Ministry of Environment, Forest, and Climate Change, separate operations were carried out in Gazipur and Tangail to recover forestland and demolish illegal brick kilns.

 

In the Bhabanipur Beat of Bhawal Range, Gazipur, 4.05 acres of reserved forestland were recovered by removing illegal structures. A total of 13 unauthorized houses and a boundary wall were demolished during the operation. The Forest Department, district administration, and joint forces participated in the successful operation.

 

Meanwhile, in Mirzapur, Tangail, seven illegal brick kilns were demolished. Targeted areas in Bahuria, Baimail, and Paharpur. The chimneys of Bata Bricks, New Sarkar Bricks, Haque Bricks, New Romiz Bricks, B&B Bricks, Sony Bricks, and Ran Bricks were permanently dismantled.

 

The operation was led by Executive Magistrate Abdullah Al Mamun of the Department of Environment, Additional District Magistrate Abdullah Al Mamun of Tangail, Senior Assistant Commissioner and Executive Magistrate Rakibul Islam, Assistant Commissioner (Land) of Mirzapur Masudur Rahman, Deputy Director of the Department of Environment Miah Mahmudul Haque, Assistant Director Sajib Kumar Ghosh, and other relevant officials.

 

#

 

 Dipankar/Sayeam/Rafiqul//Salim/2025/1745 Hrs. 
 

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ২২৯৮

 

গাজীপুরে ৪ একর বনভূমি উদ্ধার, টাঙ্গাইলে ৭ ইটভাটা ভেঙ্গে কার্যক্রম বন্ধ করলো প্রশাসন

 

ঢাকা, ২৫ পৌষ (৯ জানুয়ারি): 

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে আজ গাজীপুর ও টাঙ্গাইলে পৃথক অভিযানে বনভূমি উদ্ধার ও অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয়েছে।

 

গাজীপুরের ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৪.০৫ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়। এই অভিযানে ১৩টি বসতবাড়ি ও একটি বাউন্ডারি ওয়াল অপসারণ করা হয়। অভিযান পরিচালনায় বন বিভাগ, জেলা প্রশাসন এবং যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন।

 

অন্যদিকে, টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ ৭টি ইটভাটা ভেঙে ফেলা হয়। অভিযানে বহুরিয়া, বাইমাইল ও পাহাড়পুর এলাকার বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বিএন্ডবি ব্রিকস, সনি ব্রিকস এবং রান ব্রিকস ইটভাটার চিমনি স্থায়ীভাবে ভেঙে দেওয়া হয়।

 

অভিযানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, মির্জাপুর সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিঞা মাহমুদুল হক এবং সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

#

 

দীপংকর/সায়েম/রফিকুল/সেলিম/২০২৫/১৭৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                              নম্বর: ২২৯৭

বাণিজ্য উপদেষ্টার সাথে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ

ঢাকা, ২৫ পৌষ (৯ জানুয়ারি):

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী Prof. Dr. Omer Bolat সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক বাণিজ্যের ভলিউম বৃদ্ধি, বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ সম্ভাবনা এবং হালাল ফুড সনদ প্রাপ্তি ও ইকোনমিক কমিশন গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।  

 বাণিজ্য উপদেষ্টা বলেন, তুরস্ক বাংলাদেশের ভাতৃপ্রতিম দেশ। বাংলাদেশ এবং তুরস্কের বিভিন্ন খাতে দীর্ঘদিনের সহযোগিতার ইতিহাস রয়েছে। এর মধ্যে ব্যবসা, শিক্ষা ও সংস্কৃতি অন্তর্ভুক্ত। তিনি দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশ্বের অন্যতম শীর্ষ হালাল রপ্তানিকারক দেশ উল্লেখ করে বাংলাদেশের হালাল খাবারের বাজার সম্প্রসারণে তুরস্কের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত হালাল সনদপ্রাপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বাংলাদেশ তুরস্কের হালাল অ্যাক্রিডিটেশন অথরিটি ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হালাল সনদপ্রাপ্তি সহজ করবে। হালাল খাবার রপ্তানি দেশের অর্থনীতি শক্তিশালী করবে বলেও তিনি উল্লেখ করেন।

 বর্তমানে চমৎকার বিনিয়োগ পরিবেশ রয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে বিনিয়োগ এখন অনেক সহজ করা হয়েছে। বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে এদেশ বেশকিছু সুযোগ-সুবিধাও দিচ্ছে। তিনি বলেন, বাংলাদেশে রিনিউবল এনার্জি, টেলি-কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ফার্মাসিটিক্যালস, লাইট ইঞ্জিনিয়ারিং, সেবা, নির্মাণ শিল্প এবং তৈরি পোশাক খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। এসময় তিনি বাংলাদেশে স্পেশাল ইকোনমিক জোনে তুরস্কের বিনিয়োগ বৃদ্ধির আহবান জানান।

তুরস্কের বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যকে দুই বিলিয়ন ডলারে উন্নীত করার সুযোগ রয়েছে। বাংলাদেশ তুরস্ক থেকে আমদানির চেয়ে রপ্তানি বেশি করে অর্থাৎ এক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে আছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বর্তমানে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য মূলত টেক্সটাইল খাতকেন্দ্রিক। তুরস্ক বাংলাদেশে টেক্সটাইল খাতের বিভিন্ন যন্ত্র ও কেমিকেল রপ্তানি করে। অন্যদিকে বাংলাদেশ থেকে তুরস্ক তৈরি পোশাক আমদানি করে। তুরস্ক কেবল টেক্সটাইল খাতে সীমাবদ্ধ না থেকে দ্বিপাক্ষিক বাণিজ্যের বহুমুখীকরণ করতে চায়। তিনি বাংলাদেশে রিনিউবল এনার্জি, গাড়ি নির্মাণ শিল্প, ফার্মাসিটিক্যালস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত, লজিসটিক্স ও নির্মাণ শিল্প খাতে তুরস্কের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

তুরস্কের বাণিজ্য প্রতিমন্ত্রী মুস্তাফা তাজকু এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান এসময় উপস্থিত ছিলেন।

#

কামাল/শাহিদা/রবি/সুবর্ণা/সাঈদা/আলী/মাসুম/১৫১৪ ঘণ্টা

Handout                                                                    Number: 2296

EIB Vice President’s meeting with Finance Adviser

Dhaka, 9 January:

The visiting European Investment Bank (EIB) delegation led by Vice-president Nicola Beer met with Finance Adviser Dr. Salehuddin Ahmed yesterday at Hotel Intercontinental, Dhaka. The discussion focused on the EIB’s ongoing financial support, the development priorities of the interim government and the possibilities to explore new areas for financing in coming years.

During the meeting with Finance Adviser, EIB Vice President reassured their support for the interim government and expressed their interest to double the financing portfolio of EIB in Bangladesh. EIB showed significant interest to invest further in environment, railway, water, green energy as well as in private sector. The Vice President confirmed additional financing of 162 million Euro for two ongoing water-sector projects and also 650 million Euro in two under processed projects in railway and ICT sector.     

Finance Adviser Dr. Salehuddin Ahmed acknowledged the long-standing partnership with EIB and appreciated significant support to Bangladesh for socio-economic development. He reiterated the commitment of the interim government for a congenial environment in the country to boost investment as well as economic activities. He informed that the present government is trying to recover the economy and bring the growth on track and stressed on the necessity of financial support from EIB in the context of LDC graduation, the need for development in sectors of RMG, agriculture, education, skill development, renewable energy and leather, and also research, innovation and employment generation. He appreciated EIB’s interest in increasing support for the private sector which is crucial for the economy and sustainable development of the country.

The EIB delegation headed by Vice President arrived yesterday for a three-day trip to review existing partnership, discuss various issues and explore expanded investment cooperation with the interim government of Bangladesh. This is the highest-level visit from EIB so far for which both sides considered as it an opportune moment given the growing interest of the EU to deepen relations with Bangladesh and the increasing engagement of EIB in development cooperation. The EIB of EU, owned by 27 EU member states, and the largest multilateral financing institute of the world has been supporting Bangladesh since 2012 in critical sectors like infrastructure, transport, water and health with the financing portfolio of nearly one billion USD for the country. Currently six projects with EIB financing are being implemented in Bangladesh.

In the meeting with Finance Adviser, Md. Shahriar Kader Siddiky, Secretary, Economic Relations Division, Dr. Md. Khairuzzaman Mozumder, Secretary, Finance Division, Ministry of Finance and concerned officials of ERD were present. Michael MLLER, Ambassador, Head of the EU Delegation to Bangladesh and high officials of EIB were present from EU and EIB side.

#

Bidhan/Sahida/Ali/Asma/2025/1040 hours

2025-01-09-16-19-4813a0108c2d71916a7db33121fc8a90.docx