তথ্যবিবরণী নম্বর : ৪৪১
রোয়াংছড়িতে ২টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন
রোয়াংছড়ি (বান্দরবান), ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি) :
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বৈদ্যপাড়া বৌদ্ধবিহারে উৎসর্গ, বুদ্ধাভিষেক ও প্রবজ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২১ লাখ টাকা ব্যয়ে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বৈদ্যপাড়া বৌদ্ধবিহার ও ৮ লাখ টাকা ব্যয়ে বৈদ্যপাড়া তারাছা যুব সমাজকল্যাণ সমিতির ভবনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এসময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। যার ফলে এ এলাকার মানুষের জীবনমানের উন্নতি হচ্ছে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
রোয়াংছড়ি উপজেলার কাইন্তারমুখপাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত মিহিন্দা মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উজানিপাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত চাইন্দাওয়ারা মহাথেরো, রাঙ্গামাটি জেলার কাপ্তাই এর অন্তর্গত ডলুছড়িপাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত তিস্সা মহাথেরো, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা এবং তিং তিং ম্যাসহ বৌদ্ধবিহারের সকল দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকাবৃন্দ।
#
জুলফিকার/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৪০
বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত
ঢাকা, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি) :
বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের সভা ৭-৮ ফেব্রুয়ারি ২০১৮ ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় ভারতের বাণিজ্য সচিব রীতা তিওতিয়া দশ সদস্যবিশিষ্ট ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন, পক্ষান্তরে ১৬ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব শুভাশীষ বসু।
বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য সচিব পর্যায়ের অনুষ্ঠিত এই সভায় গত সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং নিম্নলিখিত উল্লেখযোগ্য বিষয়সমূহের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্তমান বিদ্যমান পরিস্থিতি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনায় নিয়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে সমন্বিত অর্থনৈতিক সহযোগিতা (ঈড়সঢ়ৎবযবহংরাব ঊপড়হড়সরপ চধৎঃহবৎংযরঢ় ) স্থাপনের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থিত স্থলশুল্ক বন্দরসমূহে পণ্য খালাস দ্রুততর করা এবং ক্রমান্বয়ে অবকাঠামোগত উন্নয়ন ও সুযোগসুবিধা বৃদ্ধি করার বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের স্থলশুল্ক বন্দরসমূহের মাধ্যমে অধিকসংখ্যক পণ্য রপ্তানির সুযোগ প্রদানের জন্য ভারতের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ জানায় সে বিষয়টি পরীক্ষাধীন রয়েছে।
দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সিইওজ ফোরাম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ-ভারত সীমান্তে ইতিমধ্যে চালুকৃত ৪টি বর্ডার হাটের কার্যক্রমে উভয়পক্ষ সন্তোষ প্রকাশ করে। ইতিপূর্বে আরও ৬টি বর্ডার হাট স্থাপনের সিদ্ধান্ত অনুসারে বাস্তবায়নাধীন বর্ডার হাটসমূহ আগামী ৬ মাসের মধ্যে কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়। স্থানীয় চাহিদা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে আরও নতুন বর্ডার হাট স্থাপনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ভারত ইতোমধ্যে বাংলাদেশের বিএসটিআই-কে ২১টি খাদ্য পণ্যের সার্টিফিকেটের স্বীকৃতি প্রদান করায় বাংলাদেশ ভারতকে ধন্যবাদ জানায় এবং অবশিষ্ট ৬টি পণ্যের সার্টিফিকেটের স্বীকৃতি প্রদানের জন্য ভারতকে অনুরোধ জানায়। ভারত বাংলাদেশ থেকে আমদানিকৃত পাটজাত পণ্য এবং হাইড্রোজেন পার অক্সাইডের উপর এন্টিডাম্পিং শুল্ক আরোপ করেছে। আরোপিত এন্টিডাম্পিং শুল্ক প্রত্যাহার করার জন্য বংলাদেশ ভারতকে অনুরোধ জানিয়েছে এবং এন্টিডাম্পিং শুল্ক বিষয়ে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে ভারতের সহায়তা কামনা করা হয়েছে। বাংলাদেশ ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশি পণ্য রপ্তানি সুবিধা প্রদানের জন্য ভারতকে অনুরোধ করেছে।
বাংলাদেশে ভারতীয় চিনি রপ্তানির ক্ষেত্রে এবং মোটরসাইকেল সংযোজন শিল্পের জন্য যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে শুল্ক সুবিধা প্রদানের জন্য ভারত বাংলাদেশকে অনুরোধ করেছে।
উল্লেখ্য, ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। গত ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ-ভারত মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৬ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে ভারত থেকে বাংলাদেশে আমদানির পরিমাণ ছিল ৬ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশ থেকে ভারতে রপ্তানির পরিমাণ ছিল ৬৭২ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ-ভারত বাণিজ্য ভারসাম্য ব্যাপকভাবে ভারতের অনুকূলে। যদিও ভারত ইতিমধ্যে বাংলাদেশকে ২৫টি পণ্য (মাদক, তামাক, মদ ইত্যাদি জাতীয় পণ্য) ব্যতীত সকল পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার দিয়েছে, তা সত্ত্বেও বিভিন্ন প্রকার প্রতিবন্ধকতা, অপ্রতুল অবকাঠামো এবং অশুল্ক বাধার কারণে বাণিজ্যবৈষম্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়নি। এসব বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করে দুই দেশের মধ্যে বাণিজ্যবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে দ্বিপাক্ষিক সভা নিয়মিত অনুষ্ঠিত হয়ে থাকে, যার মধ্যে বাণিজ্য সচিব পর্যায়ের সভা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাণিজ্য সচিব পর্যায়ের সভা এক বছর পরপর নিয়মিত অনুষ্ঠিত হয়ে থাকে। বাণিজ্য সচিব পর্যায়ের এর পূর্ববর্তী সভাটি অনুষ্ঠিত হয়েছিল ভারতের নয়া দিল্লিতে ১৫-১৬ নভেম্বর ২০১৬ তারিখে।
অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়। দুই দিনের বৈঠক শেষে ভারতের প্রতিনিধিদল আগামীকাল ঢাকা ত্যাগ করবে।
#
বকসী/মাহমুদ/আলী/মোশারফ/জয়নুল/২০১৭/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৩৯
একুশে পদক ২০১৮ ঘোষণা
ঢাকা, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি) :
সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স¦ীকৃতিস¦রূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০১৮ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
স¦ীকৃতি প্রদানের ক্ষেত্রসহ বিশিষ্ট ব্যক্তিরা হচ্ছেন : ভাষা আন্দোলনে মরহুম আ জা ম তকীয়ুল্লাহ (মরণোত্তর) ও অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম; সংগীতে শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্র মোহন রাজবংশী, মোঃ খুরশীদ আলম ও মতিউল হক খান; নৃত্যে বেগম মীনু হক (মীনু বিল্লাহ); অভিনয়ে মরহুম হুমায়ুন ফরীদি (মরণোত্তর); নাটকে নিখিল সেন; চারুকলায় কালিদাস কর্মকার; আলোকচিত্রে গোলাম মুস্তফা; সাংবাদিকতায় রণেশ মৈত্র; গবেষণায় মরহুমা ভাষাসৈনিক প্রফেসর জুলেখা হক (মরণোত্তর)। এছাড়া, অর্থনীতিতে ড. মইনুল ইসলাম; সমাজসেবায় ইলিয়াস কাঞ্চন, ভাষা ও সাহিত্যে সৈয়দ মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান (কবি হায়াৎ সাইফ), সুব্রত বড়–য়া, রবিউল হুসাইন ও মরহুম খালেকদাদ চৌধুরী।
আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৮ সালের একুশে পদক প্রদান করবেন।
#
মুছা/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৭৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৩৮
ছয় মাসে বিআইডব্লিউটিসি’র প্রায় ৭১ কোটি টাকা আয়
ঢাকা, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি) :
বিআইডব্লিউটিসি বিগত ছয় মাসে (আগস্ট’১৭-জানুয়ারি’১৮) ৪৮টি ফেরির ট্রিপের মাধ্যমে প্রায়
৭১ কোটি টাকা আয় করেছে। উক্ত সময়ে বিআইডব্লিউটিসি ১০টি ফেরি রুটে ৮ লাখ ৫৭ হাজার ৫২৬টি যানবাহন পারাপার করেছে। নতুন নতুন ফেরি রুট চালু করার লক্ষ্যে বিআইডব্লিউটিসির সমীক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।
আজ নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সভায় এসব তথ্য জানানো হয়। নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুস সামাদ, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মেহাম্মদ মফিজুল হক উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বিআইডব্লিউটিসি ২০১৬-১৭ অর্থবছরে ২৭ কোটি টাকা নিট মুনাফা করেছে এবং চলতি অর্থবছরের (২০১৭-১৮) প্রথম চার মাসে পাঁচ কোটি টাকা আয় করেছে। বিআইডব্লিউটিসির তহবিলে ৭১৭ কোটি টাকার মেয়াদি আমানত (ফিক্সড ডিপোজিট) রয়েছে।
#
জাহাঙ্গীর/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৩৭
জ্বালানি সাশ্রয়সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবন এখন সময়ের দাবি
- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি সাশ্রয়সংক্রান্ত নতূন প্রযুক্তি উদ্ভাবন এখন সময়ের দাবি। প্রাকৃতিক গ্যাস ক্রমহ্রাসমান, নবায়ণযোগ্য জ্বালানি কিভাবে জনপ্রিয় ও স্বল্পখরচে পাওয়া যায়, তা নিয়ে আরো গবেষণা প্রয়োজন।
প্রতিমন্ত্রী আজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ আয়োজিত ‘১১তম ডিআরএমসি ভূমিজ জাতীয় বিজ্ঞান উৎসব ২০১৮’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিজ্ঞানচর্চা সম্ভাবনা ও সমৃদ্ধির দ্বার উন্মোচন করে। নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতে সরকার স্কুলগুলোতে সাইন্সল্যাব, কম্পিউটারল্যাব করে দিচ্ছে, ইনোভেটিভ আইডিয়া নিয়ে প্রতিযোগিতা করছে ও ইনোভেটিভ প্রকল্পে অর্থায়ন করছে।
তিন দিনব্যাপী এ বিজ্ঞান উৎসবে ২০০টি স্কুল ও কলেজ অংশগ্রহণ করছে। এখানে বিভিন্ন প্রজেক্ট ডিসপ্লে, দেয়ালপত্রিকা, স্ক্রাপ বুকডিসপ্লে, ফটোগ্রাফি প্রদর্শনী, অলিম্পিয়ার্ড আইকিউ টেস্ট, সাইন্সফিকশন লিখন, কুইজ, সুডোকু প্রতিযোগিতা, মোবাইল ফটোগ্রাফি, প্রোগ্রামিং কনটেস্ট, রোবোটিক ওয়ার্কশপ ইত্যাদি থাকবে।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ-এর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল শেখ শরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশিষ্ট বিজ্ঞানী ড. আলী আসগর, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও ভূমিজ গ্রুপের কো ফাউন্ডার ফারহানা রশীদ বক্তব্য রাখেন।
#
আসলাম/অনসূয়া/শহিদ/আসমা/২০১৮/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৩৬
মোঃ আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সমাজকল্যাণ মন্ত্রীর অভিনন্দন
ঢাকা, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি) :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি হিসেবে মোঃ আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় মন্ত্রী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে গত ৫ বছরে মোঃ আবদুল হামিদ অত্যন্ত ন্যায়, নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তিনি এদেশের সর্বমহলে একজন প্রশংসিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তৃণমূল পর্যায়ের রাজনীতিবিদ হিসেবে সাধারণ মানুষের নিকটও তিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব।
মন্ত্রী তাঁর মতো একজন ব্যক্তিত্বকে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
#
মাইদুল/অনসূয়া/রফিকুল/আসমা/২০১৮/১৪২০ ঘণ্টা