Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ সেপ্টেম্বর ২০১৬

তথ্যবিবরণী 23 September 2016

Handout                                                                                                                   No. 2973

Visa-free visit agreement signed between Bangladesh and Russia

New York, 23 September :

            At a historic meeting held yesterday  evening (22 September 2016) at the UN Head Quarters, Bangladesh Foreign Minister A H Mahmood Ali and Russian Foreign Minister Sergey V. Lavrov signed the 'Agreement on Visa-free visit for persons holding diplomatic and official (service) passports', on behalf of their respective governments. The agreement once implemented will ease and enhance the level of engagements between the peoples of the two friendly countries.

            During the meeting, two foreign ministers discussed issues of mutual interest. They also discussed the possibility of a visit by Russian Prime Minister Medvedev to Dhaka sometime early 2017, dates for which will be worked out through diplomatic channel. Russia thanked Bangladesh for its constructive and balanced role at the UN on various issues of mutual concerns.

            Russian side showed interest in formalising a few agreements including the Inter-governmental cooperation, maritime cooperation and send delegation to Dhaka to further the ongoing discussion.       Foreign Minister Ali thanked the Russian government for its continued support to Bangladesh and especially referred to the implementation of the country's first nuclear power plant under Russian assistance.

            Foreign Secretary Md. Shahidul Haque was present during the meeting.

#

Khaleda/Mahmud/Mosharaf/Nazrul/1830 hours

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৯৭২
 
জঙ্গিবাদ, সন্ত্রাস, হিং¯্রতা ও প্রকৃতিবিরোধীদের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ
                               -- ভূমিমন্ত্রী 
ঢাকা, ৮ই আশ্বিন (২৩শে সেপ্টেম্বর):

    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, হিং¯্রতা ও প্রকৃতিবিরোধীদের বিরুদ্ধে বাঙালি জাতি আবারো ঐক্যবদ্ধ হয়েছে।   

    আজ রাজধানীর মতিঝিলে নটরডেম কলেজের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নটরডেম নেচার স্টাডি ক্লাব আয়োজিত ৭ম জাতীয় পরিবেশ উৎসব-২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।

    ভূমিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে দেওয়া তাঁর ভাষণে জঙ্গিবাদ, সন্ত্রাসবাস, হিং¯্রতা, প্রকৃতি ও মানবতা বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এবং জঙ্গিদের অস্ত্র ও অর্থ সরবরাহ বন্ধ করার জন্য বিশ^বাসীর কাছে আহ্বান জানিয়েছেন। 

    তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্মের মানুষকে নিয়ে মিলেমিশে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। আজ সারা বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এ ঐক্যবদ্ধের মাধ্যমেই জঙ্গিদের আজ গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

    মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিলেন প্রকৃতি প্রেমিক মানুষ। বঙ্গবন্ধু এদেশে ক্ষুধা নিবারণে প্রথম সবুজ বিপ্লবের আহ্বান জানিয়েছিলেন। বর্তমান সরকার এদেশের কৃষি, বন, ভূমি, নদ নদী, পাহাড় পর্বত ও জীববৈচিত্র্যকে রক্ষা করে একটি সুন্দর উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

    পরে মন্ত্রী নেচার স্টাডি ক্লাব আয়োজিত নেচার অলিম্পিয়াড, ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি, কনফ্যাব সেমিনার, ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

    নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ডেপুটি চিফ কনজারভেটর ড. তপন দে, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক সেলিনা হোসেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, বনবিভাগের কনজারভেটর অসিত রঞ্জন পাল বক্তব্য রাখেন।
#
রেজুয়ান/মাহমুদ/সেলিম/মোশাররফ/নজরুল/২০১৬/১৮০০ঘণ্টা

Todays handout.docx