Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী ১৭ সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৯১৪

১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের ১৮৭ জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত

ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর):

          গত ১ আগস্ট থেকে আজ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৮৭ জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

          তন্মধ্যে ডিআইজি ১ জন, অতিরিক্ত ডিআইজি ৭ জন, পুলিশ সুপার ২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১ জন, সহকারী পুলিশ সুপার ৫ জন, পুলিশ পরিদর্শক ৫ জন, এসআই ও সার্জেন্ট ১৪ জন, এএসআই ৯ জন, নায়েক ৭ জন এবং কনস্টেবল ১৩৬ জন।

          ১৮৭ জন পুলিশ সদস্যের মধ্যে ছুটিতে অতিবাস ৯৬ জন, কর্মস্থলে গরহাজির ৪৯ জন, স্বেচ্ছায় চাকরি ইস্তফা দিয়ে কর্মস্থলে অনুপস্থিত ৩ জন এবং অন্যান্য কারণে ৩৯ জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

          আজ পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

#

ফয়সল/খায়ের/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২২৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৯১৩

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার ত্রাণ

ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান প্রদান

ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর):

          জুলাই গণঅভ্যুত্থানে নিহত আহতদের পুনর্বাসন এবং চিকিৎসা সহায়তার জন্য গঠিত জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

          আজ রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজে শহীদ গোলাম নাফিজ ভবনের নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম একথা বলেন।

          নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। পাশাপাশি যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনেও তাদের চিকিৎসা করা হবে যেন তারা যতটুকু সম্ভব দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন।

          উপদেষ্টা বলেন, শহিদ নাফিসদের আত্মত্যাগের মধ্যদিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের রূপকার শহিদ নাফিসরা। আন্দোলনের মাস্টারমাইন্ড দেশের জনগণ। সেখানে সাধারণ জনগণের পাশাপাশি  স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং  মাদ্রাসার ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিলো বলেও তিনি মন্তব্য করেন।

          উপদেষ্টা বলেন, এ অভ্যুত্থান কোনো বিশেষ দল, মত বা গোষ্ঠীর নয় এ অভ্যুত্থান দেশের সকল মানুষের। যখন অভ্যুত্থানের ইতিহাস লেখা হবে তখন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর জায়গা থেকে ব্যাখ্যা না করার বিষয়েও তিনি সবাইকে সতর্ক করেন।

          শহিদদের কোনো দল নেই, তাদের স্মৃতিকে ধারণ করেই দেশ পরিচালনায় এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা।

           অনুষ্ঠানে শহিদ গোলাম নাফিজের বাবা মোঃ গোলাম রহমান, ঢাকার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মমিনুর রহমান, শহিদ মুগ্ধ’র ভাই স্নিগ্ধসহ স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

#

জসীম/আকরাম/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/২১১০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর: ৯১২

বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষতি

--- দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা

 

ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর):

            দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, সাম্প্রতিক বন্যায় ১১ জেলায় ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫২২ টাকা সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে।                             

            আজ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা এ তথ্য জানান।

            উপদেষ্টা বলেন, বন্যায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৯ লাখ ৪২ হাজার ৮২১ জন। মারা গেছেন ৭৪ জন, আহত হয়েছেন ৬৮ জন। বন্যায় ২,৩০৮ কোটি ৬ লাখ ২৯ হাজার ৭৪০ টাকার ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে; ৭১৮ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার ৬১০ টাকার ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৮ হাজার ৩৮৬টি ঘর সম্পূর্ণ এবং ৩ লাখ ১৯ হাজার ২১৯টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ যথাক্রমে ৪২৬ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা ও ১৯৮১ কোটি ১৯ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। তিনি বলেন, ২২৩২ দশমিক ৯২ কিলোমিটার পাকা রাস্তা সম্পূর্ণভাবে এবং ৩,৯৮৪ দশমিক ৩৪ কিলোমিটার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতি হয়েছে যথাক্রমে ১,৬৬৯ কোটি ৯০ লাখ ৬২ হাজার ১২৩ টাকা এবং ১৮৭৩ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭৫ টাকা।

            ফারুক ই আজম আরো বলেন উল্লেখ্য করেন, পুনর্বাসন কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষ নিয়ে ইতোমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। জেলা এবং উপজেলা পর্যায়েও এমন কমিটি গঠন করা হবে। তাঁরা পুরো পুনর্বাসন কর্মসূচি মনিটর করবেন।

            বন্যাদুর্গত এলাকায় কৃষকদের ক্ষুদ্র ঋণের কিস্তির টাকার বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না জানতে চাইলে ত্রাণ উপদেষ্টা জানান আগামী অক্টোবর পর্যন্ত কৃষকদের কিস্তির টাকা রহিত করা হয়েছে। তিনি বলেন বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ ক্ষয়ক্ষতির নিরূপণ করা হয়েছে। ইতিমধ্যে পুনর্বাসন কর্মসূচি শুরু হয়েছে।

#

এনায়েত/খায়ের/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২২০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর:  ৯১১

 

উন্নয়ন ত্বরান্বিত করতে মালিক-শ্রমিককে কালেক্টিভ অ্যাপ্রোচে কাজ করতে হবে

       -- উপদেষ্টা আসিফ মাহমুদ

রাজশাহী, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর):

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ৭ কোটি ৩০ লাখ শ্রমিক প্রতিদিন লড়াই করে যাচ্ছে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য। প্রোডাক্টিভিটি বাড়িয়ে উন্নতির পথকে ত্বরান্বিত করতে হলে মালিক-শ্রমিককে ‘কালেক্টিভ অ্যাপ্রোচে’ কাজ করতে হবে। আমাদের কাগজে-কলমে অনেক নিয়ম আছে কিন্তু তার বাস্তবায়ন নেই। বাস্তবায়ন করা সম্ভব হলে দেশ নিশ্চিতভাবে উন্নতি করতে পারবে।

আজ রাজশাহী জেলার রাপাড়া থানার তেরখাদিয়ায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, দেশের সামগ্রিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার উন্নতির লক্ষ্যে দেশীয় ও আন্তর্জাতিক চাহিদা মোতাবেক প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করার লক্ষ্যে ১৩৩ কোটি টাকা ব্যয়ে এই ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। তিনি বলেন, এই নবনির্মিত ইনস্টিটিউটের মাধ্যমে শ্রমিকদের মৃত্যুর সংখ্যা কমে আসবে এবং শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি পাবে। আমাদের সহযোগী দেশ এবং ডেভেলপমেন্ট পার্টনাররাও তাদের সহযোগিতার ধারা অব্যাহত রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। 

উপদেষ্টা বলেন, কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রায়ই শুনি বিভিন্ন ফ্যাক্টরিতে দুর্ঘটনার ফলে শ্রমিকরা আহত হচ্ছে, নিহত হচ্ছে। তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমরা এইসব দুর্ঘটনাকে সম্পূর্ণরূপে রোধ করতে পারছি না। তিনি বলেন, আমরা দায়িত্বভার নেওয়ার পরেই রানা প্লাজা ও তাজরীন  ফ্যাশনের হতাহতদের সাথে বসেছি, আলাপ-আলোচনা করেছি এবং  হতাহতদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে একটি কমিটি করে দিয়েছি। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ আবদুর রহিম খান। এ সময় উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান, সেনা কল্যাণ সংস্থা’র চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ হাবিব উল্লাহ, আইএলও’র কান্ট্রি ডিরেক্টর টুওমো পুটিআইনেন; বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট’ এর হেড অভ্ প্রধান মাহফুজুর রহমান ভূঁইয়া প্রমুখ।

#

আলাম/আকরাম/খায়ের/রানা/রফিকুল/রেজাউল/২০২৪/২১০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর:  ৯১০

 

জাতিসংঘের তদন্তে সরকার কোনো হস্তক্ষেপ করবে না

                                          --পররাষ্ট্র উপদেষ্টা

 

ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর):

 

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্তে বাংলাদেশ সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। তিনি বলেন, আমরা চাই সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত হোক। আমরা কোনো হস্তক্ষেপ করব না। তদন্তের কাজে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যেখানে যাবে, সেখানে যদি নিরাপত্তার ব্যবস্থা করতে হয়- সেরকম লজিস্টিকস সহযোগিতা করতে আমরা রাজি আছি। এটি তাদের বলা হয়েছে।

 

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্তকাজ বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

 

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন সরকারের নিকট কোনো সহযোগিতা চেয়েছে কিনা প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখনো তারা সহযোগিতার বিষয়ে কিছু বলেনি। তারা নিজেরাই সবকিছু আয়োজন করতে পারবে বলে মনে করছে। প্রয়োজন হলে তারা আমাদেরকে জানাবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, এ রকম এক প্রশ্নের জবাবে মোঃ তৌহিদ হোসেন বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রথমে যেটুকু বলেছিলেন যে, “তিনি (শেখ হাসিনা) এসেছেন, খুব তাড়াতাড়ি তাকে আসতে দিতে হয়েছে” সেটুকুই আমরা জানি।

 

‘শেখ হাসিনা কী স্ট্যাটাসে ভারতে রয়েছেন, সরকার তা জানতে চেয়েছে কি না’ প্রশ্নের জবাবে তিনি জানান, এখনও আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হয়নি।

 

পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর শেখ হাসিনা কোন প্রক্রিয়ায় ভারতে অবস্থান করবেন জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সবকিছু শুধু আইন দিয়ে চলে না। ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, তিনি সেখানে থাকছেন; আমাদের এটা সেভাবেই দেখতে হবে।

 

এর আগে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ (Shiuneen Rasheed) এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অভ্ মাইগ্রেশনের (আইওএম) বাংলাদেশ মিশন প্রধান আব্দুসাত্তার ইসোয়েভ (Abdusattor Esoev) পৃথকভাবে সাক্ষাৎ করেন।

 

#

কামরুল/আকরাম/খায়ের/রানা/মোশারফ/রেজাউল/২০২৪/১৯৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৯০৯

বস্ত্রখাতের উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

                                                          --- বস্ত্র ও পাট উপদেষ্টা

ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর):

          বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বস্ত্রখাতের উন্নয়নে ভূমিকা রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করতে হবে। প্রাতিষ্ঠানিক সেবা পেতে কারো যেন কষ্ট না হয়। প্রতিষ্ঠানগুলোতে যে সমস্যা তা দূর করতে কাজ করা হবে।

          আজ রাজধানীর কারওয়ান বাজারস্থ বাংলাদেশ তাঁত বোর্ড এবং বস্ত্র অধিদপ্তর পরিদর্শন শেষে উপদেষ্টা কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

          এসময় বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শহীদুল ইসলাম ও বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন।

          বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তাঁত এবং বস্ত্রখাতের উন্নয়ন ও সম্প্রসারণে প্রতিষ্ঠানগুলো প্রতিবন্ধকতা অতিক্রম করে কাজ করে যাচ্ছে। তাঁত বোর্ডের মাধ্যমে ঐতিহ্যবাহী  মসলিন কাপড় পুনরুদ্ধার হয়েছে। 

#

আসিফ/আকরাম/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/১৯৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর:  ৯০৮

 

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

 

ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর):

 

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেল-সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :     

 

মূলবার্তা:

‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০ কোটি ৫০ লাখ টাকা প্রদান করেছে 

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানিয়েছে।

#

জাহাঙ্গীর/আকরাম/রানা/খায়ের/মোশারফ/সেলিম/২০২৪/১৮৩৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৯০৭

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রাথমিক ও গণশিক্ষা

মন্ত্রণালয়ের ২০ কোটি ৫০ লাখ টাকা প্রদান

ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর):

          সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাসমূহে দুর্দশাগ্রস্ত জনগণকে মানবিক সহায়তা প্রদানের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছায় প্রদত্ত একদিনের বেতনের সমপরিমাণ অর্থের অংশ হিসেবে ২০ কোটি ৫০ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। আজ ১৯ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়। এর আগে ২৭ আগস্ট এক কোটি ৫০ লাখ টাকার চেক প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে হস্তান্তর করা হয়।

          প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ  বাংলাদেশ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীকের নিকট ১৯ কোটি টাকার চেক হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজ কার্যালয়ে অনুদানের চেক গ্রহণ করেন।

          প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আব্দুল হাকিম এ সময় উপস্থিত ছিলেন।

#

জাহাঙ্গীর/আকরাম/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/১৭৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৯০৬

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শতকরা ৪ দশমিক ১৭ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১০১ জন।

#

দাউদ/আকরাম/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/১৭১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৯০৫

ওজোনস্তর রক্ষায় পরিবেশবান্ধব এসি, ফ্রিজ ব্যবহারের আহ্বান

       -পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ওজোনস্তর রক্ষায় পরিবেশবান্ধব প্রযুক্তির ফ্রিজ ও এসি এবং নন-সিএফসি ইনহেলার ব্যবহার করা উচিত। টেকনিশিয়ানদেরও ওজোনস্তরের জন্য ক্ষতিকারক পদার্থ নির্গমন রোধে সচেতন থাকতে হবে।

উপদেষ্টা আজ ‘করবো ওজোনস্তর সংরক্ষণ, রুখবো জলবায়ু পরিবর্তন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে বিশ্ব ওজোন দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমাদের ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক রক্ষণাবেক্ষণ করলে পরিবেশ রক্ষা করা সম্ভব। ত্বকের ক্যান্সার ও চোখের ছানি পড়া রোধে ওজোনস্তর রক্ষা জরুরি। এজন্য বিশ্ববাসীকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি নারীদের আরো সচেতন হওয়ার পরামর্শ দেন যেহেতু তারা ফ্রিজ, এসি কেনার সময় সিদ্ধান্ত দিয়ে থাকেন। এছাড়া, গণমাধ্যমকে জনসচেতনতা তৈরির কাজে ভূমিকা রাখতে হবে বলেও উল্লেখ করেন উপদেষ্টা।

অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকও বক্তৃতা রাখেন। এসময় চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সকালে বিশ্ব ওজোন দিবস উপলক্ষ্যে শাহবাগ থেকে জাতীয় শহীদ মিনার পর্যন্ত একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

#

দীপংকর/ফাতেমা/সাজ্জাদ/মাসুম/২০২৪/১৫০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর:৯০৪

রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ২ আশ্বিন (1৭ †m‡Þ¤^i):

          রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে আজ রাজধানীর রেল ভবনে তাঁর দপ্তরে বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত Achim Tröster সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে উপদেষ্টাকে রাষ্ট্রদূত শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

          উপদেষ্টা বলেন জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা, জনগণের ভোগান্তি লাঘব এবং জনপ্রত্যাশা পূরণ এ সরকারের প্রধান ম্যান্ডেট।

          উপদেষ্টা বাংলাদেশে লোকোমোটিভ ও ক্যারেজ সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে জার্মান সরকারের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত জার্মান রেলওয়ে ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে বাংলাদেশ ও জার্মান সরকারের মধ্যে একটি এম ও ইউ স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে। এম ও ইউ স্বাক্ষরিত হলে প্রয়োজনীয় আর্থিক, কারিগরি ও নীতি সহায়তা প্রদান সম্ভব হবে বলে রাষ্ট্রদূত জানান।

          সাক্ষাতকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকী এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী উপস্থিত ছিলেন। 

#

রেজাউল/ফাতেমা/সুর্বণা/সাজ্জাদ/কলি/লিখন/২০২৪/ঘন্টা ১৪০৯

Handout                                                                                         Namber: 903

Meeting between Environment Advisor and German Ambassador

Germany to Provide 1 Billion Euro Support to Bangladesh for Renewable Energy                                                                                                                                                         -- Environment Advisor                                                   

Dhaka, 17 September:

            Environment, Forest and Climate Change & Water Resources Advisor Syeda Rizwana Hasan stated that Germany will provide Bangladesh with 1 billion Euro over the next ten years, including 15 million Euro this year, focusing on renewable energy generation. Both countries will promote knowledge exchange and cooperation with non-state actors like the private sector, research institutes, academia, and civil society.

            Environment Advisor said these after her meeting with Achim Tröster, the German Ambassador to Bangladesh. The meeting has been held at the Ministry’s office at the Bangladesh Secretariat on today.

            Syeda Rizwana Hasan said the collaboration will also involve small ethnic minorities, women, and youth, fostering a multi-stakeholder approach. She thanked the Ambassador for Germany’s continued support in environmental and climate matters. She emphasized the need for increased international cooperation to address global climate challenges and the importance of sustainable forest management.

            Ambassador Tröster expressed Germany’s commitment to supporting Bangladesh in its fight against climate change and appreciated the government’s efforts in protecting the environment. He also highlighted Germany’s expertise in renewable energy and offered technical assistance to support Bangladesh’s green energy initiatives.

            During the meeting, both sides discussed strengthening bilateral cooperation on environmental protection, river cleaning projects and climate change mitigation. The discussions included potential collaboration on sustainable development projects, green technology adoption, for tackling environmental and climate-related challenges.

            The meeting concluded with a mutual agreement to explore further avenues for collaboration, particularly in technology transfer and environmental sustainability projects.

#

Dipankar/Fatema/Saburana/Sazzad/Koli/Likhon/2024/Hour/1253

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৯০২

মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার নির্দেশ

  -স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর):

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছেন ।

উপদেষ্টা রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ নির্দেশনা প্রদান করেন।

উপদেষ্টা বলেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত বড় বড় গডফাদারদেরকে ধরতে হবে। চলমান যৌথ অভিযানে এ কার্যক্রম জোরদার করতে হবে এবং দৈনিক অগ্রগতির রিপোর্ট প্রদান করতে হবে। এ বিষয়ে সাফল্যের ওপর নির্ভর করে অধিদপ্তরের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে।

মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, দুর্নীতি না কমাতে পারলে এ সরকারের সাফল্য আসবে না। তিনি এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ, দুর্নীতি থেকে দূরে থাকার আহবান জানান। উপদেষ্টা বলেন, মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনে। তাই মাদক নির্মূলে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন করে আন্তরিকভাবে কাজ করতে হবে।

উপদেষ্টা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ইউনিফর্ম আছে কিন্তু অস্ত্র বা হাতিয়ার নেই। তাই সফল অভিযান পরিচালনার স্বার্থে তাদেরকে অস্ত্র দেয়া প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তাছাড়া, যেসব অভিযান পরিচালনার সময় হামলার আশঙ্কা রয়েছে, সেখানে পুলিশসহ অভিযান পরিচালনার জন্য তিনি পরামর্শ প্রদান করেন।

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মোঃ মশিউর রহমান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

#

ফয়সল/ফাতেমাসুবর্ণা/সাজ্জাদ/কলি/মাসুম/২০২৪/১১১৫ ঘণ্টা

 

2024-09-17-16-34-c682ef90acfb0ae87278503c74659505.docx