Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ নভেম্বর ২০১৫

তথ্যবিবরণী ০৪/১১/১৫

 

তথ্যবিবরণী                                                                               নম্বর : ৩২১৪

ইউনেস্কো সাধারণ সম্মেলনের সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ
       
প্যারিস (ফ্রান্স), ৪ নভেম্বর : 

    শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ ইউনেস্কো সাধারণ সম্মেলনের ৩৮তম অধিবেশনের সহসভাপতি নির্বাচিত হয়েছেন। 

    আজ প্যারিসে ইউনেস্কো সদরদপ্তরে অনুষ্ঠানরত সম্মেলনে তিনি এ পদে নির্বাচিত হন। 

    বাংলাদেশ ২০১৫-২০১৭ সময়কালে ইউনেস্কো সাধারণ সম্মেলনের সহসভাপতির দায়িত্ব পালন করবে।

ইউনেস্কো অধিবেশনে ভাষণে শিড়্গামন্ত্রী

    বাংলাদেশের শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ আজ প্যারিসে ইউনেস্কো সাধারণ সম্মেলনের ৩৮তম অধিবেশনে ভাষণে সমাজে সকল  শ্রেণিকে সম্পৃক্ত করে মানসম্পন্ন শিড়্গার প্রসারে বিসত্মারিত কর্মসূচি গ্রহণের জন্য ইউনেস্কো ও বিশ্ব  নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

    মন্ত্রী ইউনেস্কো সূচিত ‘সবার জন্য শিড়্গা’, ‘জাতিতে জাতিতে সম্প্রীতির জন্য শিড়্গা’ ও  ‘টেকসই উন্নয়নের জন্য শিড়্গা’-এর সাফল্যের কথা বিশেষভাবে উলেস্নখ করেন। তিনি বলেন, নারীপুরম্নষ  বৈষম্য হ্রাস, নারীর ড়্গমতায়ন,  বেকারদের কর্মসংস'ান, জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়ানো, উগ্রবাদ মোকাবিলা ও বিশ্বশানিত্ম প্রতিষ্ঠায় শিড়্গা গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

    ইউনেস্কো’র ১৯৫টি সদস্যদেশের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সম্মেলনে যোগ দিচ্ছেন।
    
#

সাইফুলস্নাহ/আফরাজ/রফিকুল/সেলিম/২০১৫/১৯০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩২১৩ 

প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ গ্রেড-১ এ উন্নীত

ঢাকা, ২০ কার্তিক (৪ নভেম্বর) :

    বিসিএস (তথ্য) ক্যাডারের পদ পুনর্বিন্যাস করে বর্তমান সরকার প্রধান তথ্য অফিসারের পদটি গ্রেড-২ থেকে গ্রেড-১ এ উন্নীত করে। তছির আহাম্মদ সচিব পদমর্যাদার এ পদে প্রথম ব্যক্তি হিসেবে পদোন্নতি লাভ করে সরকারের প্রধান তথ্য অফিসার পদে দায়িত্ব পেলেন। তথ্য মন্ত্রণালয় আজ তাঁর এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে সুদীর্ঘ কর্মজীবনে তিনি তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব  পালন করেছেন।
    তছির আহাম্মদ বিসিএস (তথ্য) ক্যাডারের জ্যেষ্ঠতম সদস্য। তিনি ভোলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১ মার্চ ১৯৫৭ সালে জন্মগ্রহণ করেন। সাত ভাইবোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে অনার্স ও এম এ এবং প্রথম বিভাগে ডিপ্লোমা ইন এডুকেশন ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮২ বিসিএস নিয়মিত ব্যাচে তথ্য সার্ভিসে যোগ দেন।
    তছির আহাম্মদের সাত ভাইবোনের মধ্যে দুই ভাই প্রশাসন ক্যাডারে, এক ভাই স¦াস্থ্য ক্যাডারে এবং এক ভাই ও দুই বোন শিক্ষকতায় নিয়োজিত। তিনি দুই পুত্র এবং এক কন্যা সন্তানের জনক।
#

আফরাজ/মিজান/জসীম/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯২০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২১২ 

দেশের উন্নয়ন প্রক্রিয়া বেগবান করতে 
সমাজভিত্তিক সংগঠনসমূহকে এগিয়ে আসতে হবে
                                           --স্পিকার

ঢাকা, ২০ কার্তিক (৪ নভেম্বর) :
 স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে আরো বেগবান ও টেকসই করতে সমাজভিত্তিক সংগঠনসমূহকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।  
স্পিকার আজ ঢাকায় খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশনে অক্সফ্যাম ও সহযোগী সংগঠনসমূহ আয়োজিত ‘সমঅংশগ্রহণমূলক উন্নয়নের লক্ষ্যে সমাজভিত্তিক সংগঠনসমূহের জাতীয় সম্মেলন-২০১৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। তিনি এসময় বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যে উন্নয়ন অর্জিত হয়েছে তাতে সমাজভিত্তিক সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করেন। 
স্পিকার বলেন, শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নয়নের জন্য ধনী-দরিদ্রের মাঝে ব্যবধান কমিয়ে আনতে হবে। দারিদ্র্য ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে লক্ষ্য করে বিশেষ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। 
তিনি বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসমূহ একযোগে কাজ করলে ফলপ্রসূ উন্নয়ন সম্ভব। তিনি  সমাজভিত্তিক সংগঠনসমূহকে সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার পরামর্শ দেন। 
অক্সফ্যামের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ¯েœহাল ভি. সোনেজির সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, অক্সফ্যাম বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর এম বি আখতার এবং ‘সিড়ি’ সংস্থার এক্সিকিউটিভ অফিসার এইমন টেইলর বক্তব্য রাখেন। 
#

শিবলী/আফরাজ/মিজান/জসীম/জয়নুল/২০১৫/১৯২০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২১১ 

ঢাকায় ৩টি স্টিল রি-রোলিং মিলকে ১০ লাখ টাকা জরিমানা

ঢাকা, ২০ কার্তিক (৪ নভেম্বর) :

    বিএসটিআই’র উদ্যোগে আজ ঢাকায় শ্যামপুর এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট ৩টি স্টিল 
রি-রোলিং মিলকে ১০ লাখ টাকা জরিমানা করে। 
    বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে এমএস রড উৎপাদন, বিক্রয় ও বিতরণ এবং পাশাপাশি চঝজগ ব্র্যান্ড নকল করার অপরাধে পাইওনিয়ার স্টিল রি-রোলিং মিলস লি: কে ৪ লাখ টাকা এবং বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে এমএস রড উৎপাদন, বিক্রয় ও বিতরণ করার অপরাধে তাজ ইন্ডাস্ট্র্রিজ প্রা: লি: ও হানিফ স্টিল মিলস লি: প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়।
#

আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৯১৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২১০

দেশে নারী ক্ষমতায়নের ট্রেন এগিয়ে যাচ্ছে
                 -- মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী

ঢাকা, ২০ কার্তিক (৪ নভেম্বর) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, যে দেশে মুক্তমনাদের হত্যা করা হয় সে দেশে নারীর ক্ষমতায়নের বর্তমান অগ্রগতি একটি বিস্ময়। বাধার দেয়াল ভেঙ্গে বাংলাদেশে নারী ক্ষমতায়নের ট্রেন এগিয়ে যাচ্ছে। শিঘ্রই গন্তব্যে পৌঁছাবে। 
প্রতিমন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) এর সহায়তায় পরিচালিত অপরাজিতা কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: জেন্ডার সংবেদনশীল গভর্নেন্স এবং সার্ভিসেস বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
এসডিসি’র সহায়তায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে ২০১১ সাল থেকে অপরাজিতা কার্যক্রম চালিয়ে আসছে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট, ডেমক্রেসি ওয়াচ, খান ফাউন্ডেশন ও প্রিপ ট্রাস্ট। সেমিনারে আগামী স্থানীয় সরকার নির্বাচনে ৩৩ শতাংশ নারীকে মনোনয়ন দেয়ার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয়।
স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকারের সভাপতিত্বে সেমিনারে সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা, সাগুফতা ইয়াসমিন এমিলি, ছবি বিশ্বাস, জেবুন্নেছা আফরোজ হিরণ, কাজী রোজী, মোছা. সেলিনা জাহান লিটা ও নাজমুল হক প্রধান, প্রিপ স্ট্রাস্টের নির্বাহী পরিচালক আরমা দত্ত, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, এসডিসি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার সাবিনা ইয়াসমিন লুবনা এবং স্থানীয় সরকারের কয়েকজন নির্বাচিত নারী প্রতিনিধি বক্তব্য রাখেন।
#

খায়ের/আফরাজ/মিজান/জসীম/জয়নুল/২০১৫/১৮৩০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                               নম্বর : ৩২০৯

ব্যাংককে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট সেমিনারে বাণিজ্যমন্ত্রী
বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্পেশাল ইকনমিক জোন করা হচ্ছে

ব্যাংকক (থাইল্যান্ড), ৪ নভেম্বর : 
     বাণিজ্যমন্ত্রী  তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে এখন চমৎকার বিনিয়োগের পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ সরকারের বিনিয়োগবান্ধব নীতি এবং প্রদত্ত সুযোগ সুবিধা বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে। ইতোমধ্যে অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসতে শুরু করেছে। বাংলাদেশের সস্তা শ্রম ও বিনিয়োগবান্ধব নীতি তাদের উৎসাহিত করছে।  
     মন্ত্রী আজ ব্যাংককে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট  সেমিনারে  ‘এশিয়া প্যাসিফিক পার্টিসিপেশন ইন ভেলু চেইন ঃ দ্য রোল অভ্ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট পলিসিস’ বিষয়ে প্যানেল আলোচনায় বক্তৃতাকালে একথা বলেন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ইউএনএসক্যাপের এর এক্সিকিউটিভ সেক্রেটারি  ড. শামশাদ আখতার (উৎ. ঝযধসংযধফ  অশযঃধৎ) অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
    মন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের জন্য দেশব্যাপী একশ’টি স্পেশাল ইকনমিক জোন গড়ে তুলার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এখানে বিদেশিদের অগ্রাধিকার দেয়া হবে। সরকার বিনিয়োগকারীদের জন্য আর্থিক সহায়তাসহ সকল আকর্ষণীয় সুযোগসুবিধা দিয়ে যাচ্ছে। বাংলাদেশ এ অঞ্চলে বাণিজ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
     তিনি বলেন, এশিয়া প্যাসিফিক পার্টিসিপেশন ইন ভেলু চেইন এ বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রাখার সক্ষমতা অর্জন করেছে। বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তৈরিপোশাক রপ্তানিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। তৈরিপোশাকের জন্য বাংলাদেশ পৃথক ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণ করছে। এ শিল্প পার্ক চালু হলে তৈরিপোশাক খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। আগামী ২০২১ সালে বাংলাদেশ শুধু তৈরিপোশাক রপ্তানি করে ৫০ বিলিয়ন মার্কিন ডলার আয় করার পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে ঔষধ, আইসিটি, জাহাজ নির্মাণ ও ফার্নিচারখাতে বিপুল সম্ভাবনা রয়েছে।
     প্যানেল আলোচনায় অন্যান্যের মধ্যে শ্রীলংকার স্পেশাল অ্যাসাইনমেন্ট বিষয়ক মন্ত্রী শ^রথ অমুনুগামা (ঝধৎধঃয অসঁহঁমধসধ), ইউনাইটেড আরব আমীরাতের দুবাই ডেভেলপমেন্ট অভ্ ইকনমিক ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রায়েদ সাফাদি (জধবফ ঝধভধফর), হংকং ইউনিভার্সিটির এশিয়া গ্লোবাল ইনস্টিটিউটের পেট্রিক ল (চধঃৎরপশ ষড়)ি এবং থাইল্যান্ড জয়েন্ট ফরেন চেম্বার অভ্ কমার্স-এর চেয়ারম্যান স্ট্যানলি কাং (ঝঃধহষবু শধহম) অংশ নেন। 
    অনুষ্ঠানে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ডিভিশনের পরিচালক এশিয়া প্যাসিফিক ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট-২০১৫ উপস্থাপন করেন।
    থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।
#
বকসী/আফরাজ/রফিকুল/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                              নম্বর : ৩২০৮

   অ্যাক্রিডিটেশন কাউন্সিল অভ্ বাংলাদেশ অ্যাক্টের খসড়ার 
ওপর মতামত পাঠানোর সময় ১৫ নভেম্বর পর্যন্ত বাড়লো
       
ঢাকা, ২০ কার্তিক (৪ নভেম্বর) : 

    শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট িি.িসড়বফঁ.মড়া.নফ এ প্রদর্শিত অ্যাক্রিডিটেশন কাউন্সিল অভ্ বাংলাদেশ অ্যাক্ট-২০১৫ এর খসড়ার ওপর মতামত পাঠানোর সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

    দেশের উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকরণের লক্ষ্যে প্রণীত এ খসড়া আইনের ওপর যেকোনো মতামত ংধং.ঁহর১@সড়বফঁ.মড়া.নফ ই-মেইলে প্রেরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে।


#

সাইফুল্লাহ/আফরাজ/জসীম/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩২০৭


অপুষ্টি মোকাবিলায় প্রতিটি দেশকে একযোগে কাজ করতে স্পিকারের আহ্বান  
          
ঢাকা, ২০ কার্তিক (৪ নভেম্বর) : 

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী, অপুষ্টি মোকাবিলায় প্রতিটি দেশকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
আজ স্থানীয় একটি হোটেলে ওহঃবৎহধঃরড়হধষ ঋড়ড়ফ চড়ষরপু জবংবধৎপয ওহংঃরঃঁঃব (ওঋচজও) আয়োজিত এষড়নধষ ঘঁঃৎরঃরড়হ জবঢ়ড়ৎঃ ২০১৫ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।
স্পিকার বলেন, পুষ্টিসমস্যা শুধু বাংলাদেশের বা তৃতীয় বিশ্বের সমস্যা নয় বরং বিশ্বব্যাপী এ সমস্যা বিরাজমান। তাই এ সমস্যা মোকাবিলায় প্রতিটি দেশকে সমন্বিতভাবে কাজ করতে হবে। স্পিকার পুষ্টিখাতে অধিক বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।  
তিনি বলেন, খাদ্যনিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। বাংলাদেশের মতো জনবহুল দেশের খাদ্যসমস্যা মোকাবিলা একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে। এই সাফল্য ধরে রেখে পুষ্টিসমস্যা মোকাবিলায় তিনি সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। 
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোক্সানা কাদের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 
ওঋচজও এর সিনিয়র রিসার্চ ফেলো ড. লরেন্স হাদ্দাদ অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। ওঋচজও এর প্রতিনিধি ড. আখতার আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। 
#

শিবলী/অনসূয়া/খাদীজা/শুকলা/মিজান/আলী/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩২০৬


তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
 রানা প্লাজা চলচ্চিত্রের প্রদর্শন স্থগিত
                    
ঢাকা, ২০ কার্তিক (৪ নভেম্বর) : 

    ‘রানা প্লাজা’ চলচ্চিত্রের বিষয়ে সেন্সর আপিল কমিটির নিকট আপিল আবেদন হওয়ায় উক্ত আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটির প্রদর্শন সমগ্র বাংলাদেশে স্থগিত করা হয়েছে।
    আজ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।
#

অনসূয়া/শুকলা/আসমা/২০১৫/১২০০ ঘণ্টা 

Todays handout (5).doc