তথ্যবিবরণী নম্বর : ১৫১৫
জান্নাত-এ-ফেরদৌসী সমাজ সচেতন শিল্পী
--- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে ) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, শিল্পী জান্নাত-এ-ফেরদৌসী অসাধারণ কণ্ঠের অধিকারী প্রথিতযশা একজন শিল্পী। ব্যক্তিগত জীবনে তিনি বহু গুণী মানুষের সান্নিধ্যে এসেছেন এবং তাঁদের কাছ থেকে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি একজন সমাজ সচেতন শিল্পী। তিনি এ দেশের সংগ্রামের ইতিহাসের সাথে জড়িত জাগরণের গানে কণ্ঠ দিয়েছেন।
মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সংস্কৃতি সমন্বয় কেন্দ্র বাংলাদেশ এবং গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (জউঈ) আয়োজিত শিল্পী জান্নাত-এ-ফেরদৌসীর একক সংগীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, যদিও জান্নাত-এ-ফেরদৌসী নজরুল সংগীত শিল্পী হিসেবে পরিচিত, তিনি একজন বহুগুণে গুণান্বিত মানুষ। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ইতিহাস বিষয়ক গবেষণায় তাঁর বিশেষ অবদান রয়েছে।
সংস্কৃতি সমন্বয় কেন্দ্র বাংলাদেশ এবং গবেষণা ও উন্নয়ন কালেকটিভ এর চেয়ারপার্সন প্রফেসর ড. মেসবাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান আরিফ।
#
ফয়সল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/২০৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫১৪
রমজান মাসের চাঁদ দেখা যায়নি
শুক্রবার থেকে রমজান মাস শুরু, ১২ জুন দিবাগত রাতে লাইলাতুল কদর
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে):
বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৩৯ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল ১৭ মে বৃহস্পতিবার পবিত্র শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। এ প্রেক্ষাপটে আগামী ১৮ মে শুক্রবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে এবং আগামী ১২ জুন মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এমপি, ধর্মসচিব মোঃ আনিছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ইসলামিক ফাউন্ডেশন বোর্ডের গভর্নর এডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ, সিরাজ উদ্দীন আহমেদ, আলহাজ্জ মিজবাহুর রহমান চৌধুরী, ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ বি এম আমিনউল্লাহ নূরী, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোঃ সাইদুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মপ্রধান মোঃ আনছার আলী, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহ্মাদ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ জাফর উল্লাহ খান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ, ঢাকা জেলার এডিসি (জেনারেল) মোঃ শাহিদুজ্জামান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব ক্বারী আবু রায়হান উপস্থিত ছিলেন। এছাড়া সভায় বিশেষজ্ঞ আলেম-ওলামা উপস্থিত ছিলেন।
#
নিজাম/মাহমুদ/পারভেজ/রেজাউল/২০১৮/২০৩৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫১৩
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সরকার সফল
--- সমাজকল্যাণমন্ত্রী
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে ) :
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে বর্তমান সরকার দারুণ সাফল্য দেখিয়েছে বলে উল্লেখ করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।
আজ রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষক ও গভর্নিং বডির সাথে ‘উন্নয়নশীল দেশের অভিযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী সরকারের নানামুখী উন্নয়ন তুলে ধরেন।
মন্ত্রী জলে সমুদ্র বিজয়, স্থলে সীমান্ত চুক্তি ও ছিটমহলের সুষ্ঠু সমাধান এবং আকাশে বঙ্গবন্ধু-১ নামে স্যাটেলাইট উৎক্ষেপণ করার সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকার জলে, স্থলে ও আকাশে বাংলাদেশকে একটি উন্নত জায়গায় নিতে তৎপর।
মন্ত্রী বর্তমানের যুবসমাজকে নিয়ে তাঁর উদ্বেগের কথাও বলেন। তিনি বলেন, দেশের আনাচে-কানাচে মাদক ছাড়িয়ে পড়েছে। স্কুলগামী শিক্ষার্থীর ব্যাগেও এখন ইয়াবা পাওয়া যায়, যা খুবই উদ্বগের বিষয়। পুলিশ, র্যাব এ বিষয়ে সর্তক থাকলেও প্রতিটি এলাকার স্কুল, কলেজের শিক্ষক, অভিভাবকদের মাদকের কুফল নিয়ে সতর্ক থাকতে হবে। তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদের ব্যাপারে উপস্থিত অভিভাবক ও শিক্ষকদের সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সী কামরুজ্জামান কাজল, রমনা থানা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ স্কুল কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
#
মাইদুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/২০১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫১২
স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নির্মূল করে বঙ্গবন্ধুর অর্জিত স্বাধীনতা রক্ষা করব
--- শাজাহান খান
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে ) :
‘ছয় দফা দাবি নিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নির্মূল করে বঙ্গবন্ধুর অর্জিত স্বাধীনতা রক্ষা করব। সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দায়িত্ব আমাদের সকলের।’
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা এবং ৬ দফা দাবিতে এক মতবিনিময় সভায় সভাপতি হিসেবে এসব কথা বলেন।
শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন এবং মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ মতবিনিময় সভার আয়োজন করে।
শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের যুগ্মসচিব রোকেয়া প্রাচীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিচারপতি শামসুদ্দিন আহমেদ মানিক, সংসদ সদস্য শিরীন আক্তার, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, সেক্টরস কমান্ডার্স ফোরামের মহাসচিব হারুন হাবিব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ আরাফাত, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা এবং বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ।
বক্তারা ৬ দফা দাবির প্রতি সহমত ও একাত্মতা প্রকাশ করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই। মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্ম প্রবাহমান করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকারকে ক্ষমতায় রাখতে হবে।
সমন্বয় পরিষদের ৬-দফা দাবিগুলো হচ্ছে : মেধার ভিত্তিতে চাকুরি দেয়া হলেও জামাত-শিবির, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের সন্তানরা যাতে সরকারি চাকুরিতে নিয়োগ না পায় তা নিশ্চিত করতে হবে; জামাত-শিবির ও স্বাধীনতা বিরোধী যারা সরকারি চাকুরিতে বহাল থেকে মুক্তিযুদ্ধ বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, দেশের উন্নয়ন ব্যহত করছে ও সরকার বিরোধী নানা চক্রান্তে লিপ্ত রয়েছে তাদের চিহ্নিত করে চাকুরি থেকে বরখাস্ত করতে হবে; যুদ্ধাপরাধীদের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি ও জামাত-শিবির স্বাধীনতা বিরোধীদের পরিচালিত ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ইত্যাদির লভ্যাংশের টাকা জঙ্গি-সন্ত্রাসীদের লালন পালন করছে এবং দেশকে অস্থিতিশীল করার কাজে ব্যয় করছে, সেসব প্রতিষ্ঠানসমূহ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করতে হবে; মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণœকারী এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে কটাক্ষকারীদের বিরুদ্ধে পাশ্চাত্যের ‘হলোকাস্ট এক্ট বা জেনোসাইড ডিনায়েল ল’ এর আদলে আইন প্রণয়ন করে দেশদ্রোহী হিসেবে বিচারের ব্যবস্থা করতে হবে; ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপি-জামাতের নেতৃত্বে যারা পুড়িয়ে, পিটিয়ে কুপিয়ে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, যুবক, শিশু, নারীসহ, অসংখ্য মানুষ হত্যা করেছে এবং আগুন সন্ত্রাস সৃষ্টি করে বেসরকারি ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে; কোটা সংস্কারের নামে হত্যার গুজব ছড়িয়ে উস্কানি দিয়ে দেশে নাশকতা, অরাজকতা, নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টিকারীদের চিহ্নিত করে তাদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
#
জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০১৮/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫১১
রোগ নির্ণয় পরীক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কমিটি গঠন
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে ) :
রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষার মানোন্নয়ন এবং সমনি¦ত মূল্য নির্ধারণের জন্য নীতিমালা প্রণয়নের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) এর নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। কমিটিতে অন্যান্যের মধ্যে সরকারি হাসপাতালের চারজন এবং বেসরকারি হাসপাতালের ছয়জন থাকবেন। কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে খসড়া প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
আজ সচিবালয়ে প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার মানোন্নয়ন সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে বাংলাদেশের চিকিৎসার মানের অনেক উন্নতি সাধিত হয়েছে। তারপরও মাঝে মাঝে বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার ভুলের কারণে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রক্রিয়া ব্যাহত হয়। হাসপাতাল ভেদেও একই টেস্টের ভিন্ন ভিন্ন রিপোর্ট পাওয়া যায়। এই সমস্যা থেকে উত্তরণের জন্যে একটি সমন্বিত নীতিমালা প্রয়োজন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি রোগ নির্ণয়ের মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করে সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছেন। সরকার চায় দেশের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা অটুট থাকুক। তাই দেশের সব হাসপাতালে প্যাথলজিক্যাল পরীক্ষার ক্ষেত্রে একই মান বজায় রাখার লক্ষ্যে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) বাবলু কুমার সাহা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি ডা. ইকবাল আর্সলান, বিএসএমএমইউ’র সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/মাহমুদ/পারভেজ/রেজাউল/২০১৮/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫১০
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চাই
--- খাদ্যমন্ত্রী
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে ) :
খাদ্যমন্ত্রী মোঃ কামরুল ইসলাম বলেছেন, নানা প্রতিকূলতা অতিক্রম করেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং খাদ্য নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি লাভ করছে। খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাদ্য গ্রহণ পর্যন্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চাই। বর্তমানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যেভাবে কাজ করছে এবং ক্যাবসহ অন্যান্য প্রতিষ্ঠান ও গণমাধ্যম যেভাবে সহায়তা করছে তাতে শীঘ্রই আমরা আমাদের কাক্সিক্ষত সাফল্য অর্জন করতে সক্ষম হবো।
আজ ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত কনজিউমার এসেসিয়েশন অভ্ বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘আসন্ন রমজানে ভেজাল খাদ্য নিরসনে করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমেদ বলেন, শুধু রমজানে নয়, সারা বছরই খাদ্য দরকার হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি প্রাণীকেই খাদ্য গ্রহণ করতে হয়। তাই এই অপরিহার্য বিষয়ের প্রতি সকলকে সচেতন থাকতে হবে।
কনজিউমার এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুযুল হক, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি খন্দকার রুহুল আমীনসহ রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
#
সুমন/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫০৯
শিক্ষামন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
এক হাজার কারিগরি শিক্ষককে প্রশিক্ষণ দেবে চীন
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে ) :
বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুও (তযধহম তঁড়)-এর নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধিদল আজ সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে তাঁর অফিস কক্ষে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষা অর্জনে চীন বাংলাদেশকে গুরুত্বপূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। চীনে বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করছে। শিক্ষকরাও আধুনিক শিক্ষাদান পদ্ধতি ও প্রযুক্তির ওপর চীনে প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি আরো বলেন, চীন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করছে। বর্তমানে পাঁচশ’র বেশি কারিগরি শিক্ষক পর্যায়ক্রমে চীনে প্রশিক্ষণ নিচ্ছেন। গত বছর পলিটেকনিক ইনস্টিটিউটের ৩৫০ জন শিক্ষার্থী কারিগরি বিষয়ে পড়াশুনা করতে চীনে গেছে। ভবিষ্যতে এ সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া সার্বিকভাবে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরো সম্প্রসারণের বিষয়ে শিক্ষামন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত একমত পোষণ করেন।
রাষ্ট্রদূত বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। তিনি বলেন, আগামী এক বছরে (জুলাই ২০১৮ থেকে জুলাই ২০১৯) চীন বাংলাদেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মহিউদ্দীন খান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন। চীনা প্রতিনিধিদলে দূতাবাসের কালচারাল কাউন্সেলর সুন ইয়ান (ঝঁহ ণধহ), এটাশে ঝা মিনগুয়েই (তযধ গরহমবির) এবং হু ঝাইং (ঐঁ তযরুরহম) উপস্থিত ছিলেন।
#
আফরাজুর/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৮/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫০৮
তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা
গণমাধ্যমে প্রতিবন্ধীদের মর্যাদা হানিকর বক্তব্য বা দৃশ্য প্রচার করা যাবে না
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে ) :
প্রতিবন্ধীদের শারীরিক ও মানসিক অক্ষমতা বা দৈহিক আকারকে কটাক্ষ করে বা তাদেরকে নিয়ে হাসিতামাশামূলক বা তাদের জন্য মর্যাদা হানিকর দৃশ্য বা বক্তব্য সংবলিত কোন অনুষ্ঠান ও বিজ্ঞাপন বা সংবাদ প্রচার না করার আহ্বান জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।
১৩ মে জারিকৃত এক পত্রে তথ্য মন্ত্রণালয় এ আহ্বান জানায়।
কোন অনুষ্ঠান, বিজ্ঞাপন বা সংবাদে প্রতিবন্ধীদের শারীরিক ও মানসিক অক্ষমতা বা দৈহিক আকারকে কটাক্ষ করে বা তাদের নিয়ে হাসিতামাশামূলক বা তাদের জন্য মর্যাদা হানিকর বক্তব্য বা দৃশ্য প্রচার ‘জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪’ এর অনুচ্ছেদ ৩.৬.৩, ৪.৩.৪ ও ৫.১.৩ এর পরিপন্থী বলে তথ্য মন্ত্রণালয়ের পত্রে উল্লেখ করা হয়।
#
মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫০৭
বাংলাদেশের অর্থনীতিতে পাটের গুরুত্ব অপরিসীম
- কৃষিমন্ত্রী
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে) :
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে পাটের গুরুত্ব অপরিসীম। এই কৃষি প্রধান দেশে ধানের পরে পাটের স্থান, তাই পাট প্রধান অর্থকরী ফসল। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিকূলতা এবং স্বল্পমূল্যের সিনথেটিক দ্রব্যের ব্যাপক আবির্ভাবের কারণে প্রাকৃতিক তন্তু পাট তার শ্রেষ্ঠত্বের গৌরবোজ্জ্বল অধ্যায় হারাতে থাকে।
মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরসি)এর অডিটোরিয়ামে 'বার্ষিক পাট গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০১৮' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী আরো বলেন, অতি সম্প্রতি দেশীয় বিজ্ঞানীগণ জুট জেনম সিকুয়েন্স অর্থাৎ পাটের জীবনরহস্য উৎঘাটন করতে সক্ষম হয়েছে। ফলে এখন উন্নত পাট উৎপাদন এবং পাটের বহুমূখী ব্যবহারের পথ সুগম হবে। বাংলাদেশ আবার পাটের হারানো গৌরব ফিরে পাবেন বলে মন্ত্রী উল্লেখ করেন।
পাট একটি কৃষিপণ্য আবার একটি শিল্পপণ্য উল্লেখ করে মন্ত্রী বলেন, পাটের উল্লেখযোগ্য শিল্পপণ্যের মধ্যে পাটের চিকন সূতা, অগ্নিরোধী পাটজাত বস্ত্র, পাটজাত শোষক তুলা, জুট-জিওটেক্সটাইল, স্থানান্তরযোগ্য সেচ নালা, জুট ফেল্ট/ফ্লোর ম্যাট ও সতরঞ্জি, গ্রে ফেব্রিক্স, পলিয়েস্টার ফেব্রিক্স, জেুট ডেনিম ইত্যাদি অন্যতম। উপস্থিত বিজ্ঞানীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, অতীত বর্তমান ও ভবিষ্যতের কথা বিবেচনা করে গবেষণা ও পরিকল্পনা করতে হবে।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ সভাপতিত্বে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
#
গিয়াস/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫০৬
শ্রমিক কল্যাণ তহবিলে চার কোটি টাকা দিলো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে ) :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রথমবারের মতো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের লভ্যাংশের নির্দিষ্ট পরিমাণ চার কোটি টাকা প্রদান করেছে।
সচিবালয়ে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোবারক আলীর নেতৃত্বে আজ এক প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের হাতে কোম্পানির গত চারবছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ চার কোটি চার লাখ ২২ হাজার ৪৪০ টাকার একটি চেক হস্তান্তর করেন।
চেক প্রদান অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বাংলাদেশ শ্রম আইন মেনে প্রতিটি কোম্পানিকে লাভের নির্দিষ্ট অংশ
৫ শতাংশ শ্রমিক কল্যাণে এবং একই সাথে লাভের ৫ শতাংশের এক দশমাংশ অর্থ শ্রমিক কল্যাণ তহবিলে প্রদান করার আহ্বান জানান। তিনি বলেন, এই তহবিলে বর্তমানে জমার পরিমাণ প্রায় তিন’শ কোটি টাকা। শুধু বড় কোম্পানিগুলোই যদি এ তহবিলে লভ্যাংশের নির্দিষ্ট অংশ জমা দেয় তাহলে এ তহবিলে হাজার হাজার কোটি টাকা জমা হবে, যা অসহায় শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, অলিম্পিক ইন্ডাজট্রিজ লি. এর নির্বাহী পরিচালক তানভীর আলী, সামাদ মীর আলী, সিনিয়র মহাব্যবস্থাপক কাজী তৌহিদুজ্জামান এবং মহাব্যবস্থাপক মাজাহারুল হাসান খান এবং সত্য রঞ্জন মন্ডলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
#
আকতারুল/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৫১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫০৫
মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন
-ধর্মমন্ত্রী
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে ) :
পবিত্র মাহে রমজান সমাগত। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে রোজা পালনসহ অন্যান্য ইবাদত করার আহ্বান জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
পবিত্র মাহে রমজান ১৪৩৯ হিজরিকে স্বাগত জানানোর লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এক র্যালিপূর্ব সমাবেশে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি ধর্মমন্ত্রী এ আহ্বান জানান।
ধর্মমন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে দিনের বেলায় হোটেল/রেস্তোরা বন্ধ রাখা, খাদ্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকা, দ্রব্যমূল্য বৃদ্ধি করা থেকে বিরত থাকা, মাদক ব্যবহার থেকে বিরত থাকা, রাস্তা-ঘাট, ফুটপাতসহ সার্বিক পরিবেশ সুন্দর রাখা, যাকাত আদায় করা, গরীব, অসহায় মানুষকে বেশি বেশি সাহায্য করা, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন থাকা এবং পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতা বজায় রাখতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
মাহে রমজানের স্বাগতর্যালিতে ধর্মসচিব মো. আনিছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মো. আফজালসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন দপ্তর, সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং অসংখ্য মুসুল্লি বিভিন্ন আহ্বান সম্বলিত প্ল্যাকার্ডসহ অংশগ্রহণ করেন।
#
আনোয়ার/অনসূয়া/সুবর্ণা/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৪৫৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫০৪
এলজিআরডি মন্ত্রীর সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে ) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ১৫ মে সিঙ্গাপুর সিটিতে অনুষ্ঠিতব্য ‘বৈশি^ক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তন’ শীর্ষক সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
তিন দিনব্যাপী এ সম্মেলনে বৈশি^ক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির হাত থেকে রক্ষায় করণীয় বিষয়ে অংশগ্রহণকারী দেশসমূহের নীতি নির্ধারকগণ পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী সম্মেলনে তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। দলের অন্যান্য সদস্যগণ হলেন-স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (মন্ত্রীর একান্ত সচিব) মুহম্মদ ইব্রাহিম এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জলবায়ু সহিষ্ণু গ্রামীণ অবকাঠামো প্রকল্পের (ঈজজওচ) প্রকল্প পরিচালক মো. আনিসুল ওয়াহাব খান।
#
জাকির/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৪৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫০৩
World Telecommunication and Information Society Day উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ World Telecommunication and Information Society Day উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
"বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও 'World Telecommunication and Information Society Day 2018' উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
বর্তমান বিশ্বায়নের যুগে তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান হাতিয়ার। টেলিযোগাযোগ ব্যবস্থা ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্ববাসীকে এক কাতারে শামিল করেছে। প্রযুক্তির ক্রমবিকাশের পথ ধরে আমরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছি। আমাদের নিত্যদিনের অনুসঙ্গ স্মার্টফোন থেকে শুরু করে কলকারখানা, যোগাযোগ ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রে আজ কৃত্রিম বুদ্ধিমত্তার একচ্ছত্র আধিপত্য। তাই মানুষের কল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগোপযোগী ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রেক্ষিতে World Telecommunication and Information Society Day-র এবারের প্রতিপাদ্য 'Enabling the Positive use of Artificial Intelligence for All' যথার্থ হয়েছে বলে আমি মনে করি।
তথ্যপ্রযুক্তি এবং টেলিযোগাযোগ ব্যবস্থার সুফল দেশের সর্বস্তরের জনগণের মধ্যে পৌঁছে দিতে বর্তমান সরকার রূপকল্প-২০২১ ঘোষণা করেছে। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকার ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ ও কেন্দ্রীয়পর্যায়ে সকলক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ অব্যাহত রেখেছে। দেশব্যাপী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ফলে জনগণ ঘরে বসেই তাদের মৌলিক নাগরিক সেবাসহ নানাবিধ সেবা পাচ্ছেন। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে নতুন মাত্রা সংযোজিত হচ্ছে। প্রযুক্তি প্রতিনিয়ত উন্নত থেকে উন্নততর হচ্ছে। তাই প্রতিনিয়ত পরিবর্তনশীল টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলে সচেষ্ট থাকবেন - এ প্রত্যাশা করি।
আমি 'World Telecommunication and Information Society Day 2018' উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।"
#
আজাদ/অনসূয়া/সুবর্ণা/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৪৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫০২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডড়ৎষফ ঞবষবপড়সসঁহরপধঃরড়হ ধহফ ওহভড়ৎসধঃরড়হ ঝড়পরবঃু উধু উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ১৭ মে ২০১৮ ডড়ৎষফ ঞবষবপড়সসঁহরপধঃরড়হ ধহফ ওহভড়ৎসধঃরড়হ ঝড়পরবঃু উধু পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য 'ঊহধনষরহম ঃযব চড়ংরঃরাব ঁংব ড়ভ অৎঃরভরপরধষ ওহঃবষষরমবহপব ভড়ৎ অষষ' অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
আওয়ামী লীগ সরকার গত সাড়ে নয় বছরে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির সুফল দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে প্রযুক্তির অবকাঠামো উন্নয়ন, প্রায়োগিক উৎকর্ষ সাধন, ব্যাপক ব্যবহার নিশ্চিত করাসহ এ খাতে ব্যাপক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। ইন্টারনেট ডেনসিটি বৃদ্ধি, সাবমেরিন ক্যাবলের ক্যাপাসিটি বৃদ্ধি, নতুন সাবমেরিন ক্যাবল স্থাপনসহ টেলিযোগাযোগ খাতের সেবাসমূহ আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। তথ্যপ্রযুক্তিবান্ধব নীতি প্রণয়ন করা হয়েছে। দেশের ৯৯ ভাগ এলাকা এখন মোবাইল নেটওয়ার্কের আওতায় এসেছে। দেশে ফোর-জি প্রযুক্তির নেটওয়ার্ক চালু করা হয়েছে। ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ টেলিযোগাযোগ খাতের যুগান্ত