Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ সেপ্টেম্বর ২০১৫

তথ্যবিবরণী ১২/০৯/২০১৫

তথ্যবিবরণী                                                                                                                 নম্বর : ২৫৭৬
বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা
ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর) :
    ১০ সেপ্টেম্বর নেদারল্যান্ডের দ্য-হেগে বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বৈঠকে উভয়পক্ষ বিরাজমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং সম্পর্কের এ ধারা অব্যাহত রেখে পানি সম্পদ, কৃষি, শিক্ষা, মৎস্যসহ সৃজনশীল খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হন। দু’দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সৃজনশীল খাতে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে তৈরিপোশাক, টেক্সটাইল, কৃষি এবং পাট খাতে মূল্য সংযোজনে সহায়তা করতে নেদারল্যান্ড সম্মত হয়। এছাড়াও নেদারল্যান্ড অধিকসংখ্যক বৃত্তি বাংলাদেশের জন্য সংরক্ষণের জন্য বাংলাদেশ পক্ষের অনুরোধ বিবেচনার আশ্বাস দেয়। 
    নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক ও নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল জবহবব ঔড়হবং-ইড়ং তাঁদের স্ব স্ব প্রতিনিধদলের নেতৃত্ব দেন। বৈঠকে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিস্তারিতভাবে আলোচিত হয়। উভয় দেশই সম্প্রতি দু’জন ডাচ মন্ত্রীর ঢাকা সফরে জ্ঞান ও সৃজনশীলতা, ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ ও সমুদ্র বক্ষ থেকে জমি পুনরুদ্ধার বিষয়ে স্বাক্ষরকৃত সমঝোতা স্মারকসমূহ দ্রুত বাস্তবায়নের ব্যপারে একমত হন। উভয়পক্ষ পানিসম্পদ, বন্দর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, সমুদ্র অর্থনীতি, তৈরিপোশাক, টেক্সটাইল, তথ্যপ্রযুক্তি, চামড়া ও চামড়াজাত পণ্য, বেসরকারি খাত উন্নয়ন এবং বিচার বিভাগীয় সক্ষমতা বৃদ্ধি ইত্যাদিতে কারিগরি সহযোগিতার বিষয়ে একমত হন।
    উভয় দেশই বাংলাদেশ-নেদারল্যান্ড সম্পর্কের  চিরাচরিত সহযোগিতানির্ভর সম্পর্ক থেকে ব্যবসা ও বিনিয়োগনির্ভর সম্পর্কের সাম্প্রতিক রূপান্তরকে উপলব্ধি করে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের সুফল অর্জনে একসাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করে। নেদারল্যান্ড আর্থসামাজিক খাতে বাংলাদেশের দৃষ্টান্তমূলক অগ্রগতিরও প্রশংসা করে এবং ২০২১ সাল নাগাদ একটি মধ্যমআয়ের দেশে পরিণত হওয়ার জন্য গুরুত্বপূর্ণ খাতে সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার আশা ব্যক্ত করে। 
    পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক ডাচ পররাষ্ট্র সচিবকে আঞ্চলিক যোগাযোগ, তৈরিপোশাক, অভিবাসন ইত্যাদি ক্ষেত্রে সাম্প্রতিক প্রেক্ষাপট সম্পর্কে অবহিত করেন। ডাচ পররাষ্ট্র সচিব ইউরোপের সাম্প্রতিক অভিবাসন সঙ্কট এবং ২০১৬ সালে নেদারল্যান্ডের ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃত্ব অর্জনের বিষয়ে বাংলাদেশ প্রতিনিধিদলকে অবহিত করেন। 
    পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক একইদিনে ডাচ পরিবেশ ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী মেলানি শুল্জ এবং ডাচ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে বৈঠকে মিলিত হন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। 
#

আরাফাত/আফরাজ/নবী/সঞ্জীব/রেজাউল/২০১৫/২১০২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ২৫৭৪
দেশেই প্রথমবারের মতো পলিস্টার স্ট্যাপল ফাইবার উৎপাদনের উদ্যোগ
ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর) :
স্পিনিং মিলগুলোতে ব্যবহারের জন্য দেশেই পলিস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) উৎপাদন করবে দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফাইবার লিমিটেড। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত উদ্যোক্তা প্রতিষ্ঠান কেমটেক্স (ঈযবসঃবী, টঝঅ) এর সাথে যৌথ উদ্যোগে এ কারখানা স্থাপন করা হবে। এক হাজার কোটি টাকা যৌথ বিনিয়োগে দেশে প্রথমবারের মতো এ ধরনের প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। 
আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠান দু’টির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দেশবন্ধু গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান এবং কেমটেক্স ইউএসএ এর পক্ষে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট সিন মা (ঝবধহ গধ) চুক্তিতে স্বাক্ষর করেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে প্রধান অতিথি ছিলেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, কেমটেক্স ইউএসএ-এর প্রেসিডেন্ট সিন মা ও ভাইস প্রেসিডেন্ট অজয় দাস পুত্রি, দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান ও প্রধান অর্থ কর্মকর্তা এম এ বশির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, পলিস্টার স্ট্যাপল ফাইবার তৈরিপোশাক শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল। ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে এখাতে বিনিয়োগ রপ্তানিমুখী তৈরিপোশাক শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুষম আর্থসামাজিক উন্নয়নের নীতিতে বিশ্বাসী। তাঁর এ নীতির আলোকে সারাদেশে সমানভাবে উন্নয়নের লক্ষ্যে সরকার অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে।  সিরাজগঞ্জেও এ ধরনের অর্থনৈতিক জোন গড়ে তোলা হচ্ছে। বাঘাবাড়িতে পলিস্টার স্ট্যাপল ফাইবার কারখানা স্থাপন সুষম উন্নয়নের উদ্যোগ জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
চুক্তি অনুযায়ী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ঘাটে দেশবন্ধু ফাইবার লিমিটেড প্রকল্প বাস্তবায়ন করা হবে। ৩০ একর জমির উপর এ প্রকল্প স্থাপন করা হচ্ছে। আগামী দু’বছরের মধ্যে এটি পরীক্ষামূলক উৎপাদন শুরু করবে। এর মাধ্যমে প্রত্যক্ষভাবে ২ হাজার এবং পরোক্ষভাবে ন্যূনতম আরো ৬ হাজার লোকের কর্মসংস্থান হবে। প্রকল্পটি পুরোদমে চালু হলে বছরে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন পলিস্টার স্ট্যাপল ফাইবার উৎপাদন সম্ভব হবে।
উল্লেখ্য, পলিস্টার স্ট্যাপল ফাইবার দেশীয় স্পিনিং মিলগুলোর প্রধান কাঁচামাল। দেশে বর্তমানে এর বার্ষিক চাহিদা ৩ লাখ মেট্রিক টন। স্পিনিং মিলগুলো চাহিদার শতভাগ আমদানি করে থাকে। ফলে পিএসএফ আমদানিখাতে বছরে প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। নতুন এ কারখানা চালু হলে অভ্যন্তরীণ উৎপাদন থেকে মোট চাহিদার শতকরা ৪০ ভাগ যোগান দেয়া সম্ভব হবে। এর ফলে স্পিনিং মিল মালিকরা আমদানি মূল্যের চেয়ে শতকরা ২০ ভাগ কমে দেশীয় পলিস্টার স্ট্যাপল ফাইবার পাবেন। এটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি তৈরিপোশাক শিল্পের প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।

#
জলিল/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৮২৪ ঘণ্টা

Handout                                                                                                          Number : 2572   

 

PM Condoles death of 107 people

at Grand Mosque in Makkah to King of Saudi Arabia

 

Dhaka, September 12 :

 

            Prime Minister Sheikh Hasina has expressed her condolences at the tragic death of 107 people caused by a fatal collapse of a crane at the Grand Mosque in Makkah to King Salman bin Abdulaziz Al-Saud.

 

            The full text of PM's condolence message as follows :

 

"Your Majesty,

 

Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuhu.

 

I am deeply shocked and at tears learning about the tragic demise of 107 and injury of more than 234 brethren, mostly the guests of the Almighty Allah who gathered at His house to respond His call for Hajj, caused by a fatal collapse of a crane at the Grand Mosque in Makkah. Inna lillahi wa innailahi raajiun. The people and government of Bangladesh join me in expressing their deepest condolences and heartfelt sympathies to Your Majesty, and through you to the bereaved family members of the victims and the injured people from different countries. May the deceased rest in eternal peace in the highest place in the paradise. We also pray for early recovery of those who were wounded. May the Almighty Allah grant the victims and their near and dear ones the fortitude and patience to bear this irreparable loss.

 

We note with appreciation and commend the timely and efficient rescue and recovery efforts undertaken by the concerned Saudi authorities immediately after the fatal incident. I take this opportunity to express our readiness to extend any assistance during this time of need.   

 

Please accept, Your Majesty, the assurances of my highest consideration."

 

#

 

Noorelahi/Afraz/Nabi/Rezaul/2015/1742 hours

Todays handout (6).doc