Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ফেব্রুয়ারি ২০১৫

তথ্যবিবরণী 15/02/2015

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৪৫৭

আগামী ১-৭ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ

ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :
    ‘জাটকা মাছ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি’ সেøাগানকে সামনে রেখে আগামী ১-৭ এপ্রিল’ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ’১৫ উদযাপন করতে যাচ্ছে।
    আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় একথা জানানো হয়।
    জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ম দিন ১ এপ্রিল বিভিন্ন জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, একই দিন চাঁদপুরে জনপ্রতিনিধিগণের সাথে মতবিনিময় এবং সংবাদ সম্মেলন। দ্বিতীয় দিন চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন এবং মেঘনা নদীতে নৌর‌্যালি। জাটকা সংরক্ষণ সপ্তাহের তৃতীয় দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং সন্ধ্যায় ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও চিত্র প্রর্দশনী। চতুর্থদিন জাটকা সংরক্ষণ বিষয়ক আলোচনাসভা বিটিভিসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেলে প্রচার এবং ট্রাকযোগে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ করে মৎস্য অবতরণ কেন্দ্র, আড়ত, মাছ বাজারে জাটকা সংরক্ষণ আইন প্রচারণা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। পঞ্চম দিনে জাটকা সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা বাংলাদেশ বেতারসহ অন্যান্য বেসরকারি রেডিওতে প্রচার। ৬ষ্ঠ দিন মৎস্য অধিদপ্তরে জাটকা সংরক্ষণ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক কর্মশালা। কর্মসূচির সপ্তম দিন জাটকা সংরক্ষণ গবেষণার অগ্রগতি ভবিষ্যতে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।
    এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৮ এপ্রিল বরিশালে নৌর‌্যালি অনুষ্ঠিত হবে।
    সভায় দেশ ও জাতির স্বার্থে ইলিশ সম্পদ বৃদ্ধিতে জনসচেতনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়।
    বিভিন্ন মন্ত্রণালয়, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, র‌্যাবের ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, মৎস্যজীবী এবং লঞ্চ মালিকদের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।


#

আকতারুল/ফায়জুল/নবী/মোশারফ/জয়নুল/২০১৫/১৯৩০ঘণ্টা  


তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৪৫৬

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :
    দশম জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৬ষ্ঠ বৈঠক আজ কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
    সভাপতির অভিপ্রায় অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে কমিটির সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সুকুমার রঞ্জন ঘোষ, মুস্তফা লুৎফুল্লাহ এবং খোরশেদ আরা হক অংশগ্রহণ করেন।
    সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) আইন ২০১৪ বিল নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। বিলটি পরীক্ষানিরীক্ষা করে সংশোধনী সাপেক্ষে সংসদে পাস করার সুপারিশ করা হয়।
    জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরীসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।


#

মিজানুর/ফায়জুল/নবী/জসীম/জয়নুল/২০১৫/১৯২০ঘণ্টা  


তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৪৫৫


রিপোটার্স স্যান্স ফ্রন্টিয়ার্স এর সূচক বাস্তবতাবিবর্জিত
                                             -- তথ্যমন্ত্রী


ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :
    সম্প্রতি ফরাসী সংস্থা ‘রিপোটার্স স্যান্স ফ্রন্টিয়ার্স (জবঢ়ড়ৎঃবৎং ঝধহং ঋৎড়হঃরবৎং)’ প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স-২০১৪ এর বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র বিবৃতি-
    ‘সম্প্রতি ফরাসী সংস্থা ‘রিপোটার্স স্যান্স ফ্রন্টিয়ার্স’ প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স-২০১৪ এর প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। এ সূচকে বাংলাদেশের অবস্থান যেভাবে দেখানো হয়েছে তা গ্রহণযোগ্য নয়। কারণ, এটি সম্পূর্ণ বাস্তবতাবিবর্জিত, ভিত্তিহীন, মনগড়া ও কল্পনাপ্রসূত।
    বাংলাদেশের গণমাধ্যম স্মরণকালের মধ্যে এখন সবচাইতে স্বাধীনভাবে কাজ করছে। বর্তমান সরকারের আমলে সংবাদ গণমাধ্যম সবচাইতে বেশি সম্প্রসারিত ও বিকাশ লাভ করেছে। বিগত সরকারের আমলে যেখানে দৈনিক, সাপ্তাহিক, মাসিক মোট ৬০০ পত্রপত্রিকা প্রকাশিত হতো, সেখানে এখন এ সংখ্যা দাঁড়িয়েছে ১২০০ এরও বেশি। দেশে এখন ২৬টি বেসরকারি টেলিভিশন চ্যানেল সম্পূর্ণ স্বাধীনভাবে সম্প্রচারিত হচ্ছে, যেখানে সরকারি টেলিভিশনের সংখ্যা মাত্র ৩টি। একইসাথে বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারিভাবে সম্প্রচারিত হচ্ছে ১১টি এফএম রেডিও। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর হিসেবে ৩২টি কমিউনিটি রেডিওকে সম্প্রচারের অনুমতি দিয়েছে, যার মধ্যে ১৪টির পূর্ণ সম্প্রচার চলছে।
    সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত বিভিন্ন রাজনৈতিক দল-মহল বা ব্যক্তির মালিকানাধীন অসংখ্য পত্রিকা সম্পূর্ণ স্বাধীনভাবে প্রকাশিত হচ্ছে। সরকারের কঠোর বিরোধী জামায়াতে ইসলামীর মালিকানাধীন দৈনিক সংগ্রাম, বিএনপি’র মালিকানাধীন দৈনিক দিনকালসহ বহুসংখ্যক বিরোধী মনোভাবাপন্ন পত্রপত্রিকা নিয়মিতভাবে প্রকাশ ও প্রচার অব্যাহত রয়েছে। সরকার কখনো কোন বাধা  দেয়নি বা হস্তক্ষেপ করেনি।
    স্মর্তব্য যে, সংবাদপত্র বা ইলেক্ট্রনিক গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার মতো কোনো আইনও এমুহূর্তে দেশে নেই। সরকারবিরোধী অবস্থান বা মতামতের জন্য কোনো সাংবাদিক বা গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তার-নির্যাতন দূরের কথা কাউকে কখনো হয়রানির শিকারও হতে হয়নি।
    ‘আমার দেশ’ নামের পত্রিকাটি মালিকানা ও ছাপাখানা বিষয়ক  মিথ্যা তথ্য প্রদান জটিলতায় তাদের প্রিন্ট সংস্করণ বন্ধ রেখেছে। কিন্তু অনলাইন সংস্করণ চালু রয়েছে। একই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সরাসরি নাশকতার উস্কানি দেয়ার অভিযোগে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে’ বিচারাধীন রয়েছেন। ‘দিগন্ত মিডিয়া লিমিটেডে’র মালিকানাধীন দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশনের সম্প্রচারও একই কারণে সাময়িক স্থগিত রয়েছে, যা আদালতে বিচারাধীন। সরকার তাদের লাইসেন্স বাতিল করেনি। একই ‘দিগন্ত মিডিয়া লিমিটেডে’র পত্রিকা ‘দৈনিক দিগন্ত’ সম্পূর্ণ বাধাহীনভাবে প্রকাশিত হচ্ছে। সুতরাং এক্ষেত্রে ভুল বোঝাবুঝির কোন অবকাশ নেই।
    এরূপ পরিস্থিতিতে দেশ যখন গণমাধ্যমের অবাধ স্বাধীনতা ও সম্প্রসারমান যুগে প্রবেশ করেছে, তখন ‘রিপোটার্স স্যান্স ফ্রন্টিয়ার্স’ বাংলাদেশের সঠিক চিত্র প্রতিফলনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সে কারণেই প্রতিষ্ঠানটির সূচকে বাংলাদেশের প্রদর্শিত অবস্থান কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
    নিশ্চিতভাবেই বাংলাদেশের গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে ও দায়িত্বশীলতার সাথে তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং দেশ ও জনগণের কল্যাণের পাশাপাশি বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদাকে আরো উন্নীত করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।’

#


আকরাম/ফায়জুল/নবী/জসীম/রেজাউল/২০১৫/১৮৫৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৪৫৩


টেকনাফের নাইট্যংপাড়া এলাকা হতে 
১০ হাজার ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড

ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :
     আজ বাংলাদেশ কোস্টগার্ড সিজিস্টেশন টেকনাফ কর্তৃক নাফ নদীর নাইট্যংপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন পরিচালনা করে ১০ হাজার ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ৫২ লাখ ৫০ হাজার টাকা।
    জব্দকৃত ইয়াবা যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। 

#

ফায়জুল/মোশারফ/জয়নুল/২০১৫/১৮২০ঘণ্টা 


তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৪৫২


সংসদ উপনেতার হার্টের বাইপাস অপারেশন সফলভাবে সম্পন্ন
তাঁর আশু আরোগ্য কামনা

দিল্লি, ১৫ ফেব্রুয়ারি :
    গত ১৩ ফেব্রুয়ারি ভারতের দিল্লিস্থ মেদান্তা (গঊউঅঘঞঅ) হাসপাতালে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর হার্টের বাইপাস অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সেখানে পোস্ট অপারেটিভ কেয়ারে আছেন। 
    জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া সৈয়দা সাজেদা চৌধুরীর আশু আরোগ্য কামনা করে সুস্থভাবে দেশে ফেরার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন।

#


স¦পন/ফায়জুল/নবী/মোশারফ/জয়নুল/২০১৫/১৮১০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৪৫১

১ম বর্ষ স্নাতক (পাস) ও অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি

ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ও অনার্স প্রফেশনাল কোর্সের ভর্তি কার্যক্রমের আবেদনের সময়সীমা আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
    এ ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ /ধফসরংংরড়হং থেকে জানা যাবে।

১ম বর্ষ স্নাতক সম্মান ভর্তির ২য় মেধা তালিকার বিষয়
পরিবর্তন ও কোটার মেধা তালিকা ১৭ ফেব্রুয়ারি প্রকাশ

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের ২য় মেধা তালিকার বিষয় পরিবর্তন ও কোটার মেধা তালিকা আগামী ১৭ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। উক্ত  ফলাফল ঝগঝ এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে- ঘট<ংঢ়ধপব>অঞ<ংঢ়ধপ ব>জড়ষষ ঘড়. লিখে ১৬২২২ নম্বরে মেসেজ ঝবহফ করলে ফলাফল জানা যাবে এবং রাত ৯টায় ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং থেকে ফলাফল পাওয়া যাবে।

    এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ /ধফসরংংরড়হং থেকে জানা যাবে।

#

ফায়জুল/মোশারফ/জয়নুল/২০১৫/১৭৪০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৪৫০

বার্ণ ইউনিটে দগ্ধ শ্রমিকদের মাঝে শ্রম প্রতিমন্ত্রীর চেক বিতরণ

ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) : 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন সাধারণ মানুষকে জিম্মি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি-জামাত জোটের কোন দিন পূর্ণ হবে না। তিনি আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে দগ্ধ শ্রমিকদের মাঝে চেক বিতরণকালে একথা বলেন। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আহত মোট ৪৯জন শ্রমিকের প্রতিজনের হাতে প্রতিমন্ত্রী ২০ হাজার টাকার চেক তুলে দেন। প্রতিমন্ত্রী জানান পরবর্তীতে আরো প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হবে।

অন্যান্যদের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান যুগ্ম-সচিব ফয়জুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আহম্মদ, জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ, ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম এ সময় উপস্থিত ছিলেন। 

#

আরিফুজ্জামান/অনসূয়া/খাদীজা/শুক্লা/লাভলী/২০১৫/১৫৪০ ঘণ্টা 

 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৪৪৯


আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠক

ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :

    দশম জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১২তম বৈঠক আজ কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় । 

    কমিটি সদস্য মো. শামসুল হক টুকু, মো. আব্দুল মজিদ খান, এড মো. জিয়াউল হক মৃধা এবং সফুরা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। 

    বৈঠকে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিল, ২০১৫ পরীক্ষাপূর্বক রিপোর্ট চূড়ান্তকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিল, ২০১৫ পরীক্ষাপূর্বক রিপোর্ট চূড়ান্তকরণের জন্য কমিটির সভাপতির নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি সাবÑকমিটি গঠন করা হয় । 

    বৈঠকে অর্থ বিভাগের সিনিয়র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, নিবন্ধন পরিদপ্তরের আইজিআর, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এর সিওসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

#

এমাদুল/অনসূয়া/খাদীজা/শুক্লা/লাভলী/২০১৫/১৫০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৪৪৮

জনবিমুখ কর্মসূচির কারণে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজ বাধাগ্রস্থ হচ্ছে
                                                                                    - ভূমিমন্ত্রী

আটঘরিয়া, পাবনা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :

    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, জামায়াত ইসলামের জনবিমুখ কর্মসূচির কারণে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজ বাধাগ্রস্থ হচ্ছে। নারী-পুরুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ মিলে একটি সম্প্রীতির দেশ ও সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী’র হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী। আজ পাবনা জেলার আটঘরিয়া উপজেলা পরিষদ হল রুমে দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় রাজাকার, আলবদর, আলশামস্ এদেশে নারকীয় তা-ব চালিয়ে মানুষ হত্যা, ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে মানুষের মনে অশান্তি সৃষ্টি করেছিল। তিনি বলেন, তাদেরই দোসর জামায়াতে ইসলাম এখন আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে, যানবাহন ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে। কৃষকদের উৎপাদিত ফসল বিক্রয় ও বিপননে অসুবিধা সৃষ্টি করছে। ৪৪ বছর ধরে তাদের নৃশংস নারকীয় তান্ডবের কারণে এদেশ শতভাগ সোনার বাংলা হতে পারেনি। তিনি এদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার আহ্বান জানান।

    ভূমিমন্ত্রী এ সময় উপজেলার ৬ বছর বয়সের সকল ছেলে-মেয়েদের বিদ্যালয়ে যাওয়া নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহবান জানান। 

    পরে মন্ত্রী উপজেলার ৩৮ জন গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে প্রত্যেককে ১ বান ঢেউটিন ও ৩ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন। 

    উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীবের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইডিএস প্রকল্পের কো-অর্ডিনেটর আমিনুর রহমান।

#

রেজুয়ান/অনসূয়া/খাদীজা/শুক্লা/লাভলী/২০১৫/১২৪০ ঘণ্টা

Todays handout (1).doc