Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ August ২০১৬

তথ্যবিবরণী ৩০শে আগস্ট ২০১৬

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৭৯৪

বিশিষ্ট সমাজসেবী মল্লিকা আনসারীর
 মৃত্যুতে এলজিআরডি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

ঢাকা, ১৫ই ভাদ্র (৩০শে আগস্ট):
    সংসদ সদস্য অধ্যাপক ড. হাবিবে মিল্লাত মুন্নার মা বিশিষ্ট সমাজসেবী মল্লিকা আনসারী (৮০) এর মৃত্যুতে এলজিআরডি ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গভীর শোক প্রকাশ করেছে।
    মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, মল্লিকা আনসারীর মৃত্যুতে দেশ ও জাতি একজন সৎ ও দেশপ্রেমিক সমাজকর্মীকে হারালো।
    তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
    পৃথক শোকবার্তায় এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা, স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক এবং পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায় গভীর শোক প্রকাশ করেন।
#
আহসান/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২১৯০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৭৯৩

বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৫ই ভাদ্র (৩০শে আগস্ট):
    জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠক আজ কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, টিপু সুলতান, মো. ইয়াসিন আলী এবং মেরিনা রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে জীববৈচিত্র্য সংরক্ষণ ও এর উপাদানসমূহের টেকসই ব্যবহার, জীবসম্পদ ও তদ্সংশ্লিষ্ট জ্ঞান ব্যবহার থেকে প্রাপ্ত সুফলের সুষ্ঠু ও ন্যায্যহিস্যা বণ্টন এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান করা নিমিত্ত আনীত বিল ‘বাংলাদেশ জীববৈচিত্র্য বিল’ পরীক্ষাপূর্বক ৩ সপ্তাহের মধ্যে মূল কমিটিতে প্রতিবেদন প্রদানের বিষয়ে কমিটির সদস্য টিপু সুলতানকে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি সাবকমিটি গঠন করা হয়।
    পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রতিনিধিসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
এমাদুল/আফরাজ/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৭৯২

জ্বালানিসাশ্রয়ী যন্ত্রপাতি সহজলভ্য করার উদ্যোগ অব্যাহত থাকবে
                                                                        -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ১৫ই ভাদ্র (৩০শে আগস্ট):
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানির সাশ্রয়ী ব্যবহার পরিবার থেকেই শুরু করা উচিত। জ্বালানিসাশ্রয়ী যন্ত্রপাতি সহজলভ্য করার উদ্যোগ অব্যাহত রাখা হবে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য বাস্তবমুখী কার্যক্রম ঝঁংঃধরহধনষব ধহফ জবহবধিনষব ঊহবৎমু উবাবষড়ঢ়সবহঃ অঁঃযড়ৎরঃু (ঝজঊউঅ) গ্রহণ করবে।
    প্রতিমন্ত্রী আজ কেরাণীগঞ্জ জেলা পরিষদ মাঠে আধুনিক চুলার ব্যবহার বাড়াতে ক্যা¤িপং কার্যক্রম উপলক্ষে শ্রেডা ও এষড়নধষ অষষরধহপব ভড়ৎ ঈষবধহ ঈড়ড়শ ঝঃড়াবং (এঅঈঈ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত আধুনিক চুলার মেলা উদ্বোধনকালে একথা বলেন।
    প্রতিমন্ত্রী বলেন, আধুনিক চুলায় যেহেতু কম জ্বালানি খরচ হয়, কম ধোঁয়া নিঃসৃত হয় সেহেতু এটি পরিবেশবান্ধব। এ সময় তিনি বলেন, লক্ষ্য রাখতে হবে, যেন যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা না হয়। কেরাণীগঞ্জে আবর্জনা হতে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প হাতে নেয়া হয়েছে। আগামী দিনের জ্বালানি হবে নবায়নযোগ্য জ্বালানি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে প্রচলিত চুলা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া সর্বোচ্চ ৫টি স্বাস্থ্যঝুঁকির মধ্যে অন্যতম। প্রতি বছর ঘরের অভ্যন্তরস্থ বায়ু দূষণের ফলে বাংলাদেশে প্রায় ৫০ হাজার মানুষ অকালে মারা যায়।
    প্রতিমন্ত্রী আরো বলেন, ২০৩০ সালের মধ্যে ধোঁয়াবিহীন  রান্নাঘর করার সরকারের যে পরিকল্পনা আছে তা আরো দ্রুততার সাথে বাস্তবায়ন করা প্রয়োজন। আধুনিক চুলার মূল্য সামর্থ্যরে মধ্যে ও প্রাপ্যতা সহজলভ্য করতে হবে।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রেডার চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সিকদার, কেরাণীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ, শ্রেডার মেম্বার জুবায়ের সিদ্দিক এবং জিএসিসির বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আসনা তৌফিক (অংহধ ঞড়ভিরয়) বক্তব্য রাখেন।
#
আসলাম/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০০০ঘণ্টা

Handout                                                                                                          Number : 2791

Norwegian Ambassador calls on Shahriar Alam

Dhaka, August 30:

            The outgoing Norwegian Ambassador Merete Lundemo paid her farewell call on State Minister for Foreign Affairs Md. Shahriar Alam at his office in Dhaka today.

            During the call on, the State Minister requested the outgoing ambassador to encourage the businessmen of Norway to come to Bangladesh and invest in various sectors specially in ship-building and deep-sea fishing. He has also sought technical assistance from Norway in these fields.

            The State Minister congratulated the outgoing ambassador for completing her tenure in Dhaka successfully and wished  success for her next assignment and good health.

            Ambassador Merete Lundemo expressed gratitude for bestowing on her cordial cooperation during her stay in Dhaka.

#

Khaleda/Afraz/Sanjib/Rezaul/2016/1938  hours

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৭৯০
জাতির পিতার আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে
                       -- নৌপরিবহণমন্ত্রী
ঢাকা, ১৫ই ভাদ্র (৩০শে আগস্ট):
    জাতির পিতা বঙ্গবন্ধুকে হারালেও আমরা তাঁর আদর্শ ও দর্শনকে হারাইনি। জাতির পিতার আদর্শকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা স্বাধীন দেশ পেয়েছি; আর তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।    
নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় দিলকুশাস্থ’ বিসিআইসি অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় একথা বলেন। শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আলোচনাসভার আয়োজন করে।  
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিবিএ’র সভাপতি মো. আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, শ্রমিক লীগ নেতা মো. সাহাবুদ্দিন, সড়ক পরিবহণ শ্রমিক নেতা মোখলেসুর রহমান, ব্যাংক কর্মচারী নেতা মো. জয়নাল আবেদীন এবং বিআইডব্লিউটিসি কর্মচারী নেতা মহসিন ভূঁইয়া বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, সমাজে যাতে কেউ জঙ্গি ও সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সে দিকে সকলকে সতর্ক থাকতে হবে। বাংলার মাটিতে জঙ্গিবাদের কোন স্থান হবে না। তাদেরকে চিরতরে নির্মূল করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জঙ্গিবাদের প্রশ্রয় ও মদদদাতাদেরকে বিচারের আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তাঁর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। ভবিষ্যতেও তাদের ষড়যন্ত্র সফল হবে না। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
#

জাহাঙ্গীর/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৯৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৭৮৯
জঙ্গিদের ধ্বংস ও তাদের দোসরদের বর্জন করতে হবে
                                               -- তথ্যমন্ত্রী
ঢাকা, ১৫ই ভাদ্র (৩০শে আগস্ট):
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিমুক্ত সমাজ গড়তে দুই কৌশল নিতে হবে, জঙ্গিদের ধ্বংস করা এবং তাদের দোসরদের একঘরে করে বর্জন করা।
    আজ রাজধানীর একটি হোটেলে দৈনিক পত্রিকা দ্য এশিয়ান এইজ আয়োজিত ‘শান্তির জন্য সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ (ডধৎ ড়হ ঞবৎৎড়ৎ ভড়ৎ চবধপব) বিষয়ে মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী একথা বলেন।
    মন্ত্রী বলেন, জঙ্গি লেবেল এঁটে কোনো নিরপরাধী হত্যা হচ্ছে না। যারা জঙ্গিদের নিরপরাধ বলে চালানোর চেষ্টা করছে, তারাই জঙ্গিদের দোসর। আর জঙ্গি দোসররা গণতন্ত্রের লেবেল এঁটে নিজেদেরকে রাজনীতির মাঠে হালাল করতে চায়। সে কারণে জঙ্গি পুনঃউৎপাদন বন্ধ করা ও স্থায়ী শান্তির জন্য জঙ্গি ও তাদের দোসর উভয়কেই নির্মূল করতে হবে।
    জঙ্গি দোসরদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিদের নিরপরাধ বলে রাজনীতির মাঠে চালানোর চেষ্টা ছাড়ুন। আজ পর্যন্ত যারা ধরা পড়েছে বা নিহত হয়েছে, কেউই নিরপরাধ বলে দাবি করেনি, তাদের পরিবার বা গণমাধ্যমও তেমন দাবি করেনি।
    মেজর জেনারেল (অব.) শামীম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আশরাফ, সংসদ সদস্য বিএম মোজাম্মেল এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অভ্ প্রফেশনালসের প্রোভিসি কলিম উল্লাহ।
    এছাড়াও নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক আব্দুর সেলিম, অধ্যাপক আতাউর রহমান, সাবেক কূটনীতিক ওয়ালিউর রহমান, নিম চন্দ্র ভৌমিক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক নজরুল ইসলাম, বাংলাদেশ অবজারভারের সহযোগী সম্পাদক বদরুল আহসান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ আলোচনায় অংশ নেন।
#
আকরাম/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৯০৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৭৮৮
মাতৃস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সংসদীয় সাবকমিটির সভা
ঢাকা, ১৫ই ভাদ্র (৩০শে আগস্ট):
ইউএনএফপিএ’র অর্থায়নে জাতীয় সংসদ সচিবালয় বাস্তবায়নাধীন ঝঃৎবহমঃযবহরহম চধৎষরধসবহঃ’ং ঈধঢ়ধপরঃু রহ ওহঃবমৎধঃরহম চড়ঢ়ঁষধঃরড়হ ওংংঁবং রহঃড় উবাবষড়ঢ়সবহঃ (ঝচঈচউ) শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ সাবকমিটির পঞ্চম সভা আজ জাতীয় সংসদে অনুষ্ঠিত হয়।
কমিটি ২০২০ সালের মধ্যে পরিবার পরিকল্পনা তথা মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণে বিশ্বে বাংলাদেশের নেতৃত্ব নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের মাঠ পরিদর্শন বৃদ্ধির সুপারিশ করে। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে পরিবার পরিকল্পনা বিষয়ে নবদম্পত্তিদের সচেতন করার সুপারিশ করে।
বৈঠকে কন্যাশিশুর প্রতি বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করা হয়। মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধ নিশ্চিত করতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির সম্ভাব্যতা খতিয়ে দেখার সুপারিশ করা হয়।
কমিটি পরিবার পরিকল্পনা বিষয়ে ব্যাপক প্রচারণার লক্ষ্যে ইলেক্ট্রনিক মিডিয়ায় টিভি স্পট, স্ক্রল ও ডকুমেন্টারি তৈরি করে প্রচারের সুপারিশ করে। বৈঠকে সন্তান প্রসবে সিজারিয়ান পদ্ধতির পরিবর্তে স্বাভাবিক পদ্ধতিতে সন্তান প্রসব নিশ্চিত করতে ডাক্তার, অভিভাবক ও সেবাগ্রহীতাকে সচেতন করার সুপারিশ করা হয়।
কমিটি এসপিসিপিডি প্রকল্পের সহযোগী ১০টি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতিদের বৈঠকে পর্যায়ক্রমে উপস্থিতি নিশ্চিত করার সুপারিশ করে।
মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ সাবকমিটির আহ্বায়ক ও চিফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে সভায় হুইপ মো. শাহাবউদ্দিন এবং সংসদ সদস্য আ ফ ম রুহুল হক, বেগম ফজিলাতুন নেছা ও উম্মে কুলসুম স্মৃতি এসময় উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম কিবরিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
#

কামাল/আফরাজ/নবী/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৯১৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৭৮৭

বাংলাদেশে নারীর অগ্রযাত্রা সিএসডব্লিউতে প্রশংসিত হয়েছে
                                    -- মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী
ঢাকা, ১৫ই ভাদ্র (৩০শে আগস্ট):
    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, জেন্ডার সমতা অর্জন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রযাত্রা জাতিসংঘের কনভেনশন অন দ্য স্ট্যাটাস অভ্ উইমেন (সিএসডব্লিউ) এর ৬০তম সভায় প্রশংসিত হয়েছে। গত ১৪ থেকে ২১ মার্চ নিউইয়র্কে এই সভা অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা, কর্মক্ষেত্র, মিডিয়া, সর্বোপরি রাজনীতিতে বাংলাদেশে নারীর অংশগ্রহণ সারা বিশ্বে একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
    প্রতিমন্ত্রী আজ রাজধানীর রেডিসন হোটেলে সিএসডব্লিউ এর ৬০তম সেশনের ওপর ইউএন উইমেন বাংলাদেশের আয়োজনে এক ফলোআপ সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি ক্রিস্টিন হান্টার (ঈযৎরংঃরহব ঐঁহঃবৎ) এর সভাপতিত্বে এই সভায় আরো উপস্থিত ছিলেন ইউএনএফপি’র বাংলাদেশ প্রতিনিধি আর্জেন্টিনা মেটাভেল (অৎমবহঃরহধ গধঃধাবষ), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এবং সেন্টার ফর পলিসি ডায়লগের ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
    প্রতিমন্ত্রী আরো বলেন, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য নারীর রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন, নারীর শিক্ষা, নারীনীতি, শিশুনীতি, পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন, ট্রাফিকিং আইনসহ প্রয়োজনীয় আইন ও লজিস্টিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
    সিএসডব্লিউ এর ৬০তম সভায় সদস্যরাষ্ট্রসমূহ জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে কিছু বিষয় বাস্তবায়নে ঐকমত্যে পৌঁছে। তার মধ্যে রয়েছে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধন, একই কর্মের জন্যে নারী পুরুষের বেতনের সমতা, নারীর জন্য উপযুক্ত কর্মস্থলের ব্যবস্থা করা, নারীর ব্যবহার্য্য পণ্য ও পুরুষের ব্যবহার্য্য পণ্যের মূল্যের মধ্যে সমতা আনয়ন, নারী উন্নয়ন ও নারী নির্যাতন বিষয়ে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করা, নারীর ক্ষমতায়নে পর্যাপ্ত বাজেট বরাদ্দ করা প্রভৃতি। উল্লিখিত বিষয়ে বাংলাদেশের অগ্রগতি এবং করণীর উক্ত সভায় আলোচনা হবে। পরবর্তীতে করণীয়সমূহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে।
#
খায়ের/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৭৮৬
শিক্ষা মন্ত্রণালয়ে ডিজিটাল হাজিরা উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
ঢাকা, ১৫ই ভাদ্র (৩০শে আগস্ট):
    শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল হাজিরা ব্যবস্থা শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর স্মার্ট কার্ড পাঞ্চ করে এ ডিজিটাল হাজিরা উদ্বোধন করেন।
    ডিজিটাল হাজিরা চালুর ফলে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসা এবং অফিস ত্যাগের সময় মনিটরিংয়ের পাশাপাশি এ সংক্রান্ত তথ্য দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হবে।
    অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ের ই-ফাইলিংও উদ্বোধন করেন।
    এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অফিস ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির প্রয়োগ মন্ত্রণালয়ের কাজের স্বচ্ছতা ও গতিবৃদ্ধি করতে ভূমিকা রাখবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছিলেন তা আজ বাস্তবে দৃশ্যমান।
    অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন অধিদপ্তর-সংস্থাসমূহের ওয়েবসাইট জাতীয় পোর্টাল ফ্রেমওয়ার্কে অন্তর্ভুক্তকরণও উদ্বোধন করেন।
    শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন এবং মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
#

সাইফুল্লাহ/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭৫৮ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৭৮৫
আইসিইউ সুবিধাসম্পন্ন হাসপাতালের পরিচালকদের সাথে স্বাস্থ্যমন্ত্রীর মতবিনিময়
ঢাকা, ১৫ই ভাদ্র (৩০শে আগস্ট):
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও সাহসী নেতৃত্বের কারণে বাংলাদেশ শত প্রতিকূলতা সত্ত্বেও এগিয়ে চলেছে। সারা বিশ^ আজ বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন এফ কেরী ব্যক্তিগতভাবে বাংলাদেশে এসে প্রশংসা করে গেছেন। নেতৃত্বের এই দক্ষতা মাঠ পর্যায়ে প্রতিফলিত করে মানুষের সেবা নিশ্চিত করাই এখন সকলের দায়িত্ব।
মন্ত্রী আজ সচিবালয়ে আইসিইউ সুবিধাসম্পন্ন সরকারি হাসপাতালসমূহের পরিচালকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্বকালে একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবায় সীমিত সম্পদ ও জনবল নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। এই সীমাবদ্ধতার মধ্যেও সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ের নেতৃত্বকে সচেষ্ট থাকতে হবে। সরকারি হাসপাতালে বিদ্যমান আইসিইউ সেবা যেন নিরবচ্ছিন্ন থাকে, এর যন্ত্রপাতি যেন সবসময় সচল থাকে সেদিকে লক্ষ্য রাখার জন্য হাসপাতালের পরিচালকদের প্রতি মন্ত্রী আহ্বান জানান।
সভায় জানানো হয়, সারাদেশের ১৪টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ও ৯টি বিশেষায়িত হাসপাতালে মোট ২৫টি আইসিইউ রয়েছে। আইসিইউ সেবা মানুষের কাছে সহজলভ্য করতে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার কথা এসময় হাসপাতাল পরিচালকরা তুলে ধরেন। মন্ত্রী মনোযোগ সহকারে সমস্যার কথা শোনেন এবং সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামসহ সারা দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেয়ায়িত হাসপাতালের পরিচালকগণ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী হাসপাতালে যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত কমিটির সভায় সভাপতিত্ব করেন।
#

পরীক্ষিৎ/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮৩০ ঘন্টা

Handout                                                                                                               Number : 2784

Kerry spent busy day in Dhaka

Dhaka, August 30:  

            The US Secretary of State John F Kerry spent a busy day during his maiden visit to Dhaka yesterday. Assistant Secretary of State for South and Central Asian Affairs Nisha Desai Biswal, Senior Director for South Asia of National Security Council Peter Lavoy and Deputy Assistant Secretary for South and Central Asian Affairs Manpreet Anand accompanied him during his day-long visit. Secretary Kerry came to convey the message of goodwill and support of the US government for Bangladesh. 

 Upon arrival, he commenced his official engagement by paying homage to the memory of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman and the martyred members of his family by placing a floral wreath at Bangabandhu Memorial Museum in 32 nuber Dhanmondi. State Minister for Foreign Affairs Md. Shahriar Alom and Grandson of the Father of the Nation Radwan Siddiq Bobby received him and showed him around the museum. Kerry also made a note in the visitors' book which says, ÔWhat a tragedy to have such brilliant and courageous leadership stolen from the people of Bangladesh in such a moment of violence and cowardice. But today Bangladesh is growing in the vision of Bangabandhu and under the strong leadership of his daughter.  The United States is proud to be a friend and strong supporter of the fulfillment of his vision. We look forward to growing and working together for peace and prosperity.Õ

 Immediately after that he called on the Prime Minister at her office and expressed his sentiments to witness the piece of history of Bangladesh at the museum. He said that he was moved by the simplicity of life style of the Father of the Nation.  

 Mr. Kerry recognized the impressive progress achieved by Bangladesh in food security, health, education and many other socio-economic sectors over the past few years and commended the leadership of Prime Minister Sheikh Hasina in advancing the development of Bangladesh. The issues of bilateral trade, investment and duty free quota free access of Bangladesh products to the US market were discussed in details. He greatly appreciated Bangladesh’s partnership with the US in the area of security and development. He lauded the recent move of the Law Enforcement Agencies to curb the terrorist activities and offered his government's support and assistance to the tremendous efforts of government of Bangladesh in this regard. 

 The issue of repatriation of the self-confessed convicted killer of Bangabandhu Sheikh Mujibur Rahman from the United States to Bangladesh was raised and discussed with utmost importance. Secretary Kerry assured the Prime Minister that he would look into this matter after his return to Washington DC. During the meeting, among other issues climate change and post COP 21 situation were discussed at length.  

 Later he met with Foreign Minister Abul Hassan Mahmood Ali at State Guest House Padma over a working lunch where Commerce Minister Tofail Ahmed, Minister for Law, Justice and Parliamentary Affairs Anisul Huq, Home Minister Asaduzzaman Khan, State Minister for Foreign Affairs Foreign Secretary Md. Shahidul Haque, Bangladesh Ambassador to the USA Mohammad Ziauddin and other high officials of the Ministry of Foreign Affairs were also present. 

            After finishing his other engagements, Kerry left Dhaka in the evening for New Delhi.

#

Kamruzzaman/Afraz/Sanjib/Joynul /2016/1825hours

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৭৮৩

যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করে মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় করা হবে
                                                       -- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ঢাকা, ১৫ই ভাদ্র (৩০শে আগস্ট):                
    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের সকল সম্পদ বাজেয়াপ্ত করে তা মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় করা হবে।
    জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
    মন্ত্রী বলেন, যারা একাত্তরে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে তাদের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। একাত্তরে স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল হিসেবে জামায়াতের রাজনীতিও নিষিদ্ধ করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। দেশের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে দেশবাসী ও মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় কাজ করার আহ্বান জানান তিনি।
    সংগঠনের সভাপতি শেখ আহমদ হোসেন মির্জার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমদ ও একাত্তরের সাবসেক্টর কমান্ডার মাহবুব উদ্দিন আহমদ, বীর বিক্রম বক্তব্য রাখেন।
#
মারুফ/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭২০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৭৮২

 নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের ওপর গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর
ঢাকা, ১৫ই ভাদ্র (৩০শে আগস্ট):
    শিক্ষার মানোন্নয়নে নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও মনিটরিংয়ের জন্য শিক্ষা বিভাগীয় কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, পাবলিক পরীক্ষায় এমপিওভুক্ত অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের হতাশাব্যঞ্জক ফলাফলে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের পেছনে সরকারি অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। শিক্ষামন্ত্রী বলেন, নিয়মিত পরিদর্শন ও মনিটরিংয়ের ব্যবস্থা থাকলে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের দুর্বলতা জানার জন্য পাবলিক পরীক্ষার ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হতো না, অনেক আগেই ব্যবস্থা নেয়া যেতো।
    মন্ত্রী আজ ঢাকার মোহাম্মদপুরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মিলনায়তনে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান মূল্যায়ন ২০১৫ এর চূড়ান্ত প্রতিবেদনের ওপর জাতীয় বিস্তরণ কর্মশালায় বক্তৃতায় একথা বলেন। সারাদেশের উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ এ কর্মশালায় অংশ নেন।
    মন্ত্রী বলেন, কোন কোন শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের যথাযথভাবে না পড়িয়ে কোচিংয়ে বাধ্য করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীদের নোট বই পড়তে উদ্বুদ্ধ করা, শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মিত উপস্থিতি প্রভৃতি অভিযোগও কোন কোন শিক্ষকের বিরুদ্ধে পাওয়া যায়। নিয়মিত পরিদর্শন ও মনিটরিংয়ের মাধ্যমে এসব শিক্ষক নামধারী দুর্জন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে উদ্যোগী হওয়ার জন্য শিক্ষামন্ত্রী শিক্ষা বিভাগীয় কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
    অনুষ্ঠানে গত বছর দেশব্যাপী পরিচালিত মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করে জানানো হয়, মূল্যায়নকৃত ৫২৭টি স্কুল ও মাদরাসার মধ্যে শিক্ষার মানের দিক থেকে সবচেয়ে ভালো বলে বিবেচিত হয়েছে রাজশাহীর বোয়ালিয়ার খাদেমুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং সবচেয়ে দুর্বল বলে বিবেচিত হয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জে উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়।
    অনুষ্ঠানে আরো জানানো হয়, ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে নির্ধারিত প্রশ্নপত্রে তাৎক্ষণিক শ্রেণি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ মূল্যায়ন প্রতিবেদন তৈরি করা হয়।
    শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের জন্য ২০১২ সাল থেকে এ ধরণের মূল্যায়নের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।
    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, টিকিউআই প্রকল্প পরিচালক জহির উদ্দিন বাবর, সেকায়েপ এর প্রকল্প পরিচালক ড. মো. মাহামুদুল হক এবং মাউশির পরিচালক প্রফেসর ড. মো. সেলিম মিয়াও বক্তৃতা করেন।
#
সাইফুল্লাহ/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭০০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ২৭৮১

পাসপোর্ট অধিদপ্তÍরের সেবা নিয়ে দুদকের গণশুনানি

ঢাকা, ১৫ই ভাদ্র (৩০শে আগস্ট):
    আজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগে ঢাকায় আগারগাঁওয়ের এলজিইডি ভবন মিলনায়তনে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সেবাপ্রাপ্তি নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ গণশুনানির উদ্বোধন করেন।
    এসময় কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ, কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন, বহিরাগত ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রিজওয়ানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
    কমিশনের চেয়ারম্যান বলেন, গণশুনানি দুদকের নিজস্ব কোনো উদ্যোগ নয়। এটি সরকারের উদ্যোগও বটে। তিনি বলেন, উন্নয়ন সহযোগী জাইকার সহযোগিতায় সরকারি বিভিন্ন দপ্তরের সেবাপ্রত্যাশীদের সেবা পেতে যে সকল হয়রানি বা বঞ্চনার শিকার হতে হয় তা গণশুনানির মাধ্যমে আমরা জানতে পারছি। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের অনুধাবন করতে হবে যে দিন বদলে যাচ্ছে। ঔপনিবেশিক আমলের ভাবধারা থেকে বের হতে হবে। সব সরকারি সেবাপ্রাপ্তির ক্ষেত্রে জনগণ এখনও কাক্সিক্ষত মাত্রায় সেবা পাচ্ছেন না। সরকারি সেবাপ্রাপ্তি সময়াবদ্ধ হতে হবে। এক্ষেত্রে কালক্ষেপণ করে মানুষকে বঞ্চিত করার সুযোগ নেই।
    দুদক চেয়ারম্যান বলেন, অনেক সরকারি কর্মকর্তা চাকরিকে দোকান খুলে বসার ব্যবস্থা মনে করেন। তাদের কেউ কেউ ভাবেন চাকরির জন্য বেতন আর কাজের জন্য ঘুষ। তিনি বলেন, দেশের মানুষ বদলেছে। তারাও তাদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছেন। কমিশনও চায় জনগণের সহায়তায় এসকল গণশুনানির মাধ্যমে দুর্নীতির স্বরূপ উদঘাটনের। তাই আমরা চাই দুর্নীতি ঘটে যাওয়ার আগেই প্রতিরোধ করা। তিনি আরো বলেন, পাসপোর্ট অফিসসমূহ দালালমুক্ত করতে হবে এবং দালালদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।
    আজকের গণশুনানিতে সাভারের আরিফুল ইসলাম, ঢাকার দয়াগঞ্জের মো. জুয়েল, শান্তি নগরের মো. ইলিয়াস, মিরপুরের মো. মনির হোসেন, ধানমন্ডির আবিদা সুলতানাসহ বিশজন নাগরিক গণশুনানিতে তাদের হয়রানি বা বঞ্চনার অভিযোগ উপস্থাপন করেন।
    গণশুনানিতে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রতিটি অভিযোগ আইনানুগভাবে  নিষ্পত্তি করা হবে। তিনি বলেন, দুদকের এ উদ্যোগ পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের উজ্জীবিত করেছে। জনগণকে সেবা প্রদানের ক্ষেত্রে অধিদপ্তরটি আরো সচেষ্ট হবে।
#
প্রনব/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                          

Todays handout (13).doc