তথ্যবিবরণী নম্বর : ১৩০৬
দশম জাতীয় সংসদের ষষ্ঠদশ অধিবেশন ৩০ মে শুরু
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে):
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১৪২৪ বঙ্গাব্দের ১৬ জ্যৈষ্ঠ মোতাবেক ২০১৭ খ্রিষ্টাব্দের ৩০মে রোজ মঙ্গলবার সকাল ১১-০০ ঘটিকায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দশম জাতীয় সংসদের ষষ্ঠদশ (২০১৭ খ্রিষ্টাব্দের বাজেট) অধিবেশন আহ্বান করেছেন।
#
মোতাহের/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/২০১৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩০৫
গার্মেন্টস শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে সেল উদ্বোধন
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে):
গার্মেন্টস শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কারখানাগুলোর সংস্কার কাজ সমন্বয়ের উদ্দেশ্যে গঠিত রেমেডিয়েশন কোঅর্ডিনেশন সেল (আরসিসি) এর উদ্বোধন করা হয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক (চুন্নু) আরসিসি’র উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, ২০১৮ সালের পরে গার্মেন্টস শিল্পের কারখানা পরিদর্শনের কাজে একোর্ড এবং এলায়েন্সের প্রয়োজন নেই। তিনি বলেন, একোর্ড এবং এলায়েন্সের আলাদাভাবে কাজ না করে আইএলও সমর্থিত বাংলাদেশ সরকারের ন্যাশনাল ইনিশিয়েটিভ এর সাথে কাজ করলে রেমিডিয়েশনের কাজ সজতর হবে। তিনি একোর্ড এবং এলায়েন্সকে আরসিসি’র অর্ন্তভুক্ত হবারও আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টস শিল্পের সংস্কার কাজ ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। এ জন্য গার্মেন্টস পণ্যের মূল্য বৃদ্ধি করতে হবে। এ বিষয়ে বায়ারদের এগিয়ে আসতে হবে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, বাংলাদেশে কানাডার হাইকমিশনার বেনোইট পিয়েরে লারামি, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত মিস লিওনী মার্গারেটা কুয়েলি নেয়ার, আইএলও এর কান্ট্রি ডিরেক্টর শ্রী নিবাসা বি রেড্ডি বাংলাদেশ ইমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি আলাউদ্দিন কাশেম খান, বিজিএমইএ এর সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএ এর ভাইস প্রেসিডেন্ট আসলাম সানি, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন,
এন সি সি ডবলু ই এর সদস্য সচিব চৌধুরী আশিকুল আলম এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শামসুজ্জামান উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে আরসিসি ১২৯৩টি কারখানা নিয়ে কাজ করবে। তবে নতুন কারখানা স্থাপিত হলে ন্যাশনাল ইনিশিয়েটিভ এর অর্ন্তভুক্ত হবে। আরসিসি এর উদ্দেশ্য হলো কারখানার নিরাপত্তা পরিদর্শন এবং লাইসেন্সিংয়ের জন্য দীর্ঘমেয়াদি সমন্বিত পদ্ধতি নির্ধারণ ও বাস্তবায়ন করা। ক্রমানুসারে আরসিসি একটি ওয়নস্টপ সেবা কেন্দ্রে রূপান্তরিত হবে।
#
আকতারুল/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/২০১৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩০৪
নদী দখল ও দূষণমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে):
আদি বুড়িগঙ্গা, সাভারের ধলেশ্বরী, চট্টগ্রামের কর্ণফুলী ও পাবনার বড়াল নদী দখল ও দূষণমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাবনার চাটমোহর পৌরসভা কর্তৃপক্ষ কর্তৃক নদী ভরাট করে মার্কেট তৈরির কাজ বন্ধ এবং পাবনা শহরের ইছামতি নদী খনন করার ব্যবস্থা করা হবে।
আজ নৌপরিবহণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চট্টগ্রামের কর্ণফুলি নদীসহ ঢাকার চারপাশে নদীগুলোর দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধি সংক্রান্ত ‘টাস্কফোর্স’ এর ৩৫তম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
নৌপরিবহণ মন্ত্রী ও টাস্কফোর্স এর সভাপতি শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, নৌপরিবহণ মন্ত্রণালয়ে সচিব অশোক মাধব রায়, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ও সংস্থার কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, নদীর দু’পাড়ে বিআইডব্লিউটিএ কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে। নদীর সীমানা চিহ্নিত করার লক্ষ্যে জরিপ অধিদপ্তর থেকে নকশা তোলার কাজ চলমান রয়েছে। এ পর্যন্ত ৮৬০টি নকশা তোলা হয়েছে।
বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা অননুমোদিত ৪৫টি ধর্মীয় স্থাপনা বিষয়ে ধর্মীয় নেতাদের সাথে আরো আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।
#
জাহাঙ্গীর/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৮৫২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩০৩
সুস্থ শিক্ষিত মা সমৃদ্ধ জাতির মূল চালিকাশক্তি
---তথ্যমন্ত্রী
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে):
সুস্থ শিক্ষিত হাসিখুশি মায়েদেরকে সমৃদ্ধ জাতির মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করে তাদের স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে আরো ভাবতে হবে বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ রাজধানীর মহাখালীতে রাওয়া সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত বিশ্ব মা দিবসে বিশেষ সম্মাননা পুরস্কার গরবিনী মা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মা দিবসে সব মায়ের প্রতি সম্মান জানিয়ে মন্ত্রী স্মরণ করেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদারদের হাতে বন্দি অবস্থায় অকথ্য অত্যাচারে শহিদ আজাদ ও তার মায়ের কথা। বন্দি আজাদের সাথে শেষ দেখায় মা বুকভাঙা কষ্ট চেপে বলেছিলেন, কষ্ট সহ্য করিয়া থাকিও বাবা, সহযোদ্ধাদের নাম কিন্তু বলিও না। আজাদ মায়ের কথা রেখেছিলেন। প্রাণ দিয়েছেন কিন্তু নাম বলেননি। আবেগরুদ্ধ কণ্ঠে হাসানুল হক ইনু যখন বলছিলেন- এই আমাদের বাংলাদেশের মা, মুক্তিযোদ্ধার মা, হলভর্তি দর্শককে তখন অশ্রু সংবরণ করতে দেখা যায়।
তথ্যমন্ত্রী বলেন, নারীদের শুধু সম্মান দেয়াই যথেষ্ট নয়, সম্পত্তিতেও সমান অধিকার দেয়া উচিত। এসময় গর্ভকালীন ও প্রসূতি মায়ের যতœ ও নারীস্বাস্থ্য রক্ষায় বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
সন্তানের কৃতিত্বের জন্য সাকেরা বেগম, রমা রায়, শ্যামলী নাসরিন চৌধুরী, মন্নুজান খাতুন, রাণী হামিদ, ¯িœগ্ধা চন্দ, রাশিদা চৌধুরী, শিরীন হায়াত, নমিতা চৌধুরী এবং জহুরা বেগমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
হাসপাতালের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।
সম্মাননাপ্রাপ্ত মায়েদের সন্তানদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায়, ফুটবলার কায়সার হামিদ, সংগীতশিল্পী ফাহমিদা নবী, অভিনয়শিল্পী বিপাশা হায়াত, চঞ্চল চৌধুরী, মেধাবীমুখ মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
আয়োজক সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্তী তার স্বাগত বক্তব্যে আয়োজনের রূপরেখা তুলে ধরেন ।
#
আকরাম/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩০২
বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে):
বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনায় শুধু ব্যবসায়িক স্বার্থ বিবেচনা না করে সেবার ক্ষেত্রকে গুরুত্ব দেওয়ার জন্য কলেজ মালিক ও অধ্যাপকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ সচিবালয়ে বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনার মানোন্নয়নে রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ মালিক ও অধ্যক্ষদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল কলেজ থেকে মানুষের চিকিৎসার জন্য চিকিৎসক তৈরি করা হয়। তাই এই শিক্ষার মান নিয়ে কোনো আপোষ করা যাবে না। সরকার কলেজ স্থাপন ও শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অনেক উদারতা দেখালেও শিক্ষা কার্যক্রমের মান নিয়ে কোনো দুর্বলতার স্থান দেবে না।
সভায় রাজধানীর প্রায় সব বেসরকারি মেডিকেল কলেজ বোর্ডের চেয়ারম্যান ও অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন। তারা কলেজ পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা এবং সরকারের করণীয় সম্পর্কে মতামত তুলে ধরেন।
সম্প্রতি চারটি বেসরকারি মেডিকেল কলেজে চলমান শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তি স্থগিত এবং কয়েকটি কলেজকে আর্থিক জরিমানার সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পরিচালনার নীতিমালা অনুযায়ী হাসপাতাল, লাইব্রেরি, ল্যাবরেটরি এবং অন্যান্য সুবিধা পর্যাপ্ত না থাকায় সেই কলেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অন্যান্য কলেজের জন্য বিশেষ বার্তা। সকলকেই মানসম্মত ব্যবস্থার মধ্য দিয়ে কলেজ পরিচালনার জন্য তিনি এসময় পুনরায় আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সংসদ সদস্য ডা. এনামুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য আলহাজ¦ মকবুল আহমেদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মোঃ সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৭৩৯ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩০১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে ) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ৭ টি কলেজ বাদে) ২০১৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়। পরীক্ষায় ১ লাখ ১৯ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৯৮ হাজার ১২৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮১ দশমিক ৮ ভাগ।
প্রকাশিত ফল ঝগঝ এর মাধ্যমে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে হঁ<ংঢ়ধপব>য৪<ংঢ়ধপব> জড়ষষ লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ এবং িি.িহঁনফ.রহভড় থেকে জানা যাবে।
#
ফয়জুল/নুসরাত/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩০০
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে) :
জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বজলুল হক হারুন বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য মো. আসলামুল হক, সাধন চন্দ্র মজুমদার, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান) এবং দিলারা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। ২৪তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এসেম্বলি সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে মর্মে অভিমত প্রকাশ করা হয় এবং এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং এসেম্বলির সাথে সম্পৃক্ত সকলকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে সম্প্রতি হারামাইন শরিফ ও মসজিদে নববীর খতিবদ্বয়ের বাংলাদেশে আগমন এবং জঙ্গিবাদবিরোধী অবস্থান সম্পর্কে তাঁদের বক্তব্য বাংলাদেশের ধর্মভীরু মানুষের মনে গভীর রেখাপাত করেছে মর্মে অভিমত জানানো হয়। এছাড়াও সৌদি আরবের মজলিশ আশ শুরার স্পিকারের বাংলাদেশ সফর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে মর্মে অভিমত প্রকাশ করা হয়।
বৈঠকে হজের সর্বশেষ অবস্থা সম্পর্কে পর্যালোচনা করা হয় এবং ২০১৭ সালের হজ সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য মন্ত্রণালয় ও সংসদীয় কমিটি একসাথে কাজ করার দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করে। বৈঠকে হজ সংক্রান্ত সকল কার্যক্রমে স্থায়ী কমিটির প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
ধর্ম মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
নূরুল/নুসরাত/সাহেলা/গিয়াস/আশরোফা/শহিদ/রফিুকল/আসমা/২০১৭/১৫৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৯৯
ইসলামাবাদে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্্যাপন
ইসলামাবাদ, ১৪ মে :
যথাযথ মর্যাদা ও আনন্দ-উৎসবের মধ্যদিয়ে ১৩ মে শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্যাপন করা হয়। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি প্রতিভা ও বাংলা সাহিত্যে তাঁদের অবিস্মরণীয় অবদান স্মরণ করে তাঁদের জীবন ও কর্মের ওপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা, কবিতা আবৃত্তি এবং সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।
আলোচনা সভায় পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান বাংলা সাহিত্যকে বিশ্বে পরিচিতি লাভ ও বিশেষ মর্যাদার আসনে বসাতে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, উভয় কবিরই পূর্ববাংলার (বর্তমান বাংলাদেশ) জনগণের জীবনাচারের সাথে ছিল গভীর আত্মিক যোগাযোগ এবং তাঁদের সাহিত্যের প্রধান উপজীব্য। তিনি আরো বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন এই দুই কবির গান-কবিতা বীর মুক্তিযোদ্ধাদের সাহস, শক্তি ও অনুপ্রেরণা যুগিয়েছে। হাইকমিশনার উল্লেখ করেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অবদানকে স্বীকৃতি দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে ভারত থেকে সদ্য স্বাধীন বাংলাদেশে নিয়ে এসেছিলেন এবং নাগরিকত্ব প্রদান করেছিলেন।
প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী এবং মিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দ দিনব্যাপী অনুষ্ঠানমালায় যোগ দেন। পাকিস্তানের প্রখ্যাত মানবাধিকার কর্মী তাহিরা আবদুল্লাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
#
ইকবাল/নুসরাত/গিয়াস/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১২৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৯৮
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ মে’র পরীক্ষা স্থগিত
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬ সালের অনার্স (নিয়মিত) তৃতীয় বর্ষের শুধুমাত্র ১৬ মে’র পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা আগামী ১০ জুন ২০১৭ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষার অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। পরীক্ষার বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ এবং িি.িহঁনফ.রহভড় থেকে জানা যাবে।
#
ফয়জুল/নুসরাত/গিয়াস/শহিদ/আসমা/২০১৭/১১৪৫ ঘন্টা