Handout Number: 457
ICT Division requests a thorough investigation against
some consultants, appointed by UNDP
Dhaka, August 20:
ICT Division has asked UNDP to conduct a thorough investigation of the allegations against some consultants who were appointed by UNDP Bangladesh for Aspire to Innovate (a2i) programme under the ICT division.
This information is passed through a letter, sent to the Resident Representative of UNDP Bangladesh today, signed by Zillur Rahman, Deputy Secretary of ICT division.
According to the letter sent to the UNDP Bangladesh representative, the ICT Division has recently become apprised of complaints against certain consultants employed by UNDP Bangladesh about their conduct and activities which have been circulated through social media. If proven, these allegations may undermine the credibility and effectiveness of the joint venture and collaborative efforts between the ICT Division and UNDP Bangladesh.
Given the importance of transparency and accountability in the joint initiative, the ICT Division requests UNDP that their office should initiate an immediate and thorough investigation into these allegations. ICT Division also appeals to UNDP Bangladesh to take appropriate actions against any individual found in violation of UNDP's standards and ethical guidelines.
The letter also ensured UNDP about their assistance if required in any way to facilitate this process.
#
Zashim/Rana/Ferdaus/Rafiqul/Salim/2024/21.40 Hrs
তথ্যবিবরণী নম্বর: ৪৫৬
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীগণকে
অপসারণ বা বদলি সংক্রান্ত প্রতারক চক্র থেকে সতর্ক থাকার নির্দেশ
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট):
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ হতে গত ১৯ আগস্ট অধ্যাদেশের পরিপ্রেক্ষিতে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়রগণ এবং জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানগণকে অপসারণ করে প্রশাসক নিয়োগ প্রদান করা হয়েছে। একইসাথে প্রজ্ঞাপন জারির মাধ্যমে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানগণকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়েছে।
সম্প্রতি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন কর্মকর্তার মিথ্যা পরিচয় দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতাধীন কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ এবং বদলির কথা বলে কিছু প্রতারক চক্র অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে, যা সম্পূর্ণরূপে মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা। এ পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণকে সর্তক থাকার জন্য বলা হয়েছে।
এই বিভাগের আওতাধীন সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণকে এমন প্রতারণায় বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেনের সাথে জড়িত না হওয়ার জন্য মন্ত্রণালয় থেকে সর্তক করা হয়েছে।
#
পবন/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৪/২২০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৫৫
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং
কমিটির সভাপতি পদে নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট):
দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে প্রশাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ‘বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়। জেলা পর্যায়ে জেলা প্রশাসক অথবা তার মনোনীত প্রতিনিধি, মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা তার মনোনীত প্রতিনিধি ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।’
পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।
#
মাহমুদুল/রানা/ফেরদৌস/রফিকুল/রেজাউল/২০২৪/২১১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৪৫৪
বন্যা ও নদীভাঙন রোধে স্বল্প ব্যয়ের প্রকল্প বাস্তবায়ন করতে হবে
--- পানি সম্পদ উপদেষ্টা
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট):
পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জনগণের অর্থের সাশ্রয় ও অপব্যয় এড়াতে বন্যা ও নদীভাঙন রোধে স্বল্প খরচের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত গ্রহণ করতে হবে। মানুষের কল্যাণের কথা সর্বাগ্রে বিবেচনায় নিতে হবে। জনকল্যাণমুখী কাজের মাধ্যমে জনগণের নিকট নিজ নিজ দপ্তরের অস্তিত্ব জানান দিতে হবে।
আজ বাংলাদেশ সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এর অধীন দপ্তর ও সংস্থা সমূহের প্রধানদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুশাসন নিশ্চিতে আইন ও বিধি অনুযায়ী নিজ নিজ দপ্তরের ম্যান্ডেট বাস্তবায়ন করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় নিয়মিতভাবে স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অব্যাহত রাখতে হবে। জনগণের অভিযোগ ও প্রত্যাশা পূরণে অভিযোগ প্রতিকার ব্যবস্থা কার্যকর ও শক্তিশালী করতে হবে। উপদেষ্টা এসময় পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে মতামত ও সুপারিশ গ্রহণ করেন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা, বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, যৌথ নদী কমিশন এবং নদী গবেষণা ইনস্টিটিউটের প্রধানগণ নিজ নিজ সংস্থার চলমান কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিত উপস্থাপন করেন।
#
দীপংকর/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/২০৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৫৩
শিশুরা যাতে সুনাগরিক এবং পরিপূর্ণ মানুষ হিসেবে
গড়ে ওঠে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে
--প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট):
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিশুরা যাতে সুনাগরিক এবং পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
উপদেষ্টা আজ ঢাকার মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি ৪) ড. উত্তম কুমার দাশ, উপ-পরিচালক মোঃ আব্দুল আলীম প্রমুখ।
উল্লেখ্য, দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৬৩০টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি। মোট প্রাথমিক শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৬৮৫ জন।
#
জাহাঙ্গীর/রানা/ফেরদৌস/রফিকুল/রেজাউল/২০২৪/২০৪২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৪৫২
টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট):
সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:
মূলবার্তা:
‘সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসার প্রয়োজনে এবং আহত ও নিহতদের তথ্য প্রেরণের নিমিত্তে নিম্নের হটলাইন নম্বরগুলো সচল রয়েছে। প্রয়োজনে এই সকল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্য বাতায়ন (২৪/৭ কল সেন্টার) হটলাইন নম্বর: ১৬২৬৩ এবং স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম হটলাইন নম্বরসমূহ: ০১৭৫৯১১৪৪৮৮, ০১৭৬৯৯৫৪১৯২--স্বাস্থ্য অধিদপ্তর।’
#
মিজানুর/রানা/ফেরদৌস/রফিকুল/সেলিম/২০২৪/১৭২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৫১
জুলাই বিপ্লবে হতাহতদের সাহায্যে ফাউন্ডেশন গঠনের প্রক্রিয়া শুরু করছে সরকার
-- ধর্ম উপদেষ্টা
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট):
ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবে হতাহতদের সাহায্যে প্রধান উপদেষ্টার উদ্যোগে একটি ফাউন্ডেশন গঠনের প্রক্রিয়া শুরু করছে সরকার। এ ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং আহত ব্যক্তিদের চিকিৎসা-সহ তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
আজ ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া ও তাদেরকে আর্থিক সহায়তা প্রদান শেষে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবে আহতদের সার্বিক চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করছে। এ বিপ্লবে ঢাকা-সহ দেশের বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসার জন্য যত টাকাই প্রয়োজন হোক না কেন, সেটা সরকার বহন করবে। এমনকি কারো যদি দেশের বাইরে নিয়ে চিকিৎসা করার প্রয়োজন হয়, সেই ব্যবস্থাও সরকার করবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা ব্যয় মওকুফের বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছে তাদেরকেও আমরা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখেছি এবং তাদের চিকিৎসা ব্যয়ও সরকার বহন করবে।
এর আগে ধর্ম উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চিকিৎসারত রোগীদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও আস-সুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আস-সুন্নাহ ট্রাস্টের উদ্যোগে আজ এই আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং ইতোমধ্যে এ ট্রাস্ট পাঁচকোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। এ ফাউন্ডেশন পরবর্তীতে আরো পাঁচকোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করবে।
#
সিদ্দীক/রানা/ফেরদৌস/রফিকুল/রেজাউল/২০২৪/১৯০৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৪৫০
এমবিবিএস এবং বিডিএস পাসকৃত চিকিৎসক ব্যতীত ডা. পদবি ব্যবহারের নিষেধাজ্ঞা
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট):
বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস পাসকৃত চিকিৎসক ব্যতীত অন্য কেউ ডাক্তার (ডা.) পদবী ব্যবহার করতে পারবেন না। বিএমএন্ডডিসি’র কোনো কর্মকর্তা এই আইনের পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা রাখে না। শুধু মহান জাতীয় সংসদ এই আইন পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা রাখে।
তাই ডা. পদবী ব্যবহার সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য স¦াস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।
#
শাহাদাত/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৪৪৯
তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও যুব উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষ্যৎ
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট):
আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার অফিস কক্ষে ওয়ার্ল্ড ব্যাংকের এক প্রতিনিধিদল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম তাঁর আলোচনায় ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘দেশ পুনর্গঠনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তরুণদের সুযোগ প্রয়োজন, দেশ পুনর্গঠন ও সুন্দর বাংলাদেশের জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।’
এসময় উপদেষ্টা কর্ম ও কর্মসংস্থানের ইকোসিস্টেমের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, প্রফেশনাল সেক্টরে ইকোসিস্টেম ঠিক করা প্রয়োজন। বাংলাদেশের বেকারত্ব দূর করতে কাজ করবে সরকার।
সাক্ষাতে উপদেষ্টাদ্বয়ের উদ্দেশ্যে বর্তমান সরকারের সঙ্গে দেশ পুনর্গঠনে ওয়ার্ল্ড ব্যাংকের নানাবিধ ভিশনারি প্রস্তাবনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে শেক। তিনি বলেন, বর্তমান তরুণ প্রজন্ম অদম্য। সঠিক যত্ন নিলে, তারা হতে পারেন দেশ গড়ার অন্যতম জনশক্তি। ডিজিটাল দুনিয়ায় তাদের দক্ষ করে গড়ে তুলতে নানান যুগোপযোগী প্রস্তাবনার কথাও উল্লেখ করেন তিনি।
উপস্থিত ওয়ার্ল্ড ব্যাংকের অন্য সদস্যদের মধ্যে ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সুপর্না রায় ডিজিটাল জবস এবং ডিজিটাল নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরেন। ঢাকায় নিযুক্ত ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট রাশেদ আল জায়েদ জশ তৃণমূল পর্যায়ে তরুণদের দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় এনে অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করার কথা উল্লেখ করেন ।
সর্বোপরি, তরুণদের যুগোপযোগী প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উন্নত বিশ্বের সঙ্গে ডিজিটালি বাংলাদেশের সব অঙ্গনকে সমৃদ্ধ করার লক্ষ্যে সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছে ওয়ার্ল্ড ব্যাংক।
#
নূর আলম/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৪/২১৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৪৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা
এবং আহত ও নিহতদের তথ্য প্রেরণে হটলাইন চালু
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট):
সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসার প্রয়োজনে এবং আহত ও নিহতদের তথ্য প্রেরণের জন্য স্বাস্থ্য বাতায়ন (২৪/৭ কল সেন্টার) হটলাইন ‘১৬২৬৩’ এবং স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হটলাইন ‘০১৭৫৯১১৪৪৮৮, ০১৭৬৯৯৫৪১৯২’ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
#
মিজানুর রহমান/রানা/ফেরদৌস/রফিকুল/রেজাউল/২০২৪/১৮২২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৪৭
এটুআই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট):
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামে কর্মরত পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম-সহ নামে বেনামে বিভিন্নভাবে আনীত অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহম্মদ মেহেদী হাসানকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন এটুআই প্রোগ্রামের যুগ্ম প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মোঃ শাহীনুর আলম। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মোঃ জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
#
জসীম/রানা/ফেরদৌস/রফিকুল/রেজাউল/২০২৪/১৭৪২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৪৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের সহযোগিতা করবে
-- স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট):
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতাকে দেখতে রাজধানীর শেরে-বাংলা নগরস্থ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের সাহায্য ও সহযোগিতা করবে। তিনি বলেন, হাসপাতালের চিকিৎসকগণ এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক ও যত্নবান।
পরিদর্শনকালে উপদেষ্টা আহত ছাত্র-জনতার চিকিৎসার খোঁজখবর নেন ও তাদের প্রতি সহানুভূতি জানান। এ সময় তিনি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
#
ফয়সল/রানা/রফিকুল/রেজাউল/২০২৪/১৭৪৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৪৪৫
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৬৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৬০ জন।
#
দাউদ/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৭০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৪৪৪
এটুআই’র ১৪ জন কর্মকর্তাকে দাপ্তরিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট):
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামে কর্মরত ১৪ জন কর্মকর্তা/কনসালটেন্টের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্ত পরবর্তী কার্যক্রম চলমান থাকায় তাদের দায়িত্ব পালন হতে বিরত রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ হতে এই নির্দেশনা জারি করা হয়।
এটুআই প্রোগ্রামের যে সকল কর্মকর্তা/কনসালটেন্টগণকে দায়িত্ব পালন হতে বিরত রাখার নির্দেশ প্রদান করা হয়েছে তারা হলেন: পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী; ই-গভর্নমেন্ট এনালিস্ট মোঃ ফরহাদ জাহিদ শেখ; প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোঃ মাজেদুল ইসলাম; এইচডি মিডিয়ার প্রজেক্ট এনালিস্ট পূরবী মতিন; টেকনোলজি এনালিস্ট মোঃ হাফিজুর রহমান; ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ; রিসোর্স মবিলাইজেশন স্পেশালিস্ট মোঃ নাসের মিয়া; ডিএফএস স্পেশালিস্ট মোঃ তহুরুল হাসান; সলিউশন আর্কিটেকচার স্পেশালিস্ট রেজওয়ানুল হক জামী; এসপিএস’র সিনিয়র কনসালটেন্ট এইচ এম আসাদ-উজ্জামান; ই-নথি ইমপ্লিমেন্টেশন এক্সপার্ট এটিএম আল ফাত্তাহ; সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর কাদের ইমন; এডমিন এর কনসালটেন্ট মোঃ ওমর ফারুক এবং প্রকিউরমেন্টের সিনিয়র কনসালল্টেন্ট মোঃ সালাউদ্দিন।
#
জসীম/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৪/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৪৪৩
পরিবেশ উপদেষ্টার সাথে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ
নদী পরিষ্কার প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করবে এডিবি
- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বুড়িগঙ্গা, তুরাগ, ও বালুসহ গুরুত্বপূর্ণ নদীগুলির জন্য নিম্ন-ব্যয়ের নদী পরিষ্কার প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করবে। এছাড়া, জাতীয় অভিযোজন পরিকল্পনাসহ জলবায়ু কর্ম পরিকল্পনা বাস্তবায়নেও সহায়তা করবে এডিবি।
উপদেষ্টার সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে এডিবি কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংয়ের বৈঠকে এ সকল বিষয়ে আলোচনা হয়। পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ এবং মন্ত্রণালয় ও এডিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ সুরক্ষা কার্যক্রমে বেসরকারি খাত ও যুবসমাজকে যুক্ত করার গুরুত্বের ওপর জোর দেন। তিনি দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপরও জোর দেন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠায় এডিবি’র সহায়তা চান।
উপদেষ্টা বাংলাদেশে বিভিন্ন পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত প্রকল্পে এডিবি’র চলমান সহায়তার প্রশংসা করেন। তিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বাংলাদেশের সহিষ্ণুতার ক্ষমতা শক্তিশালী করার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য অব্যাহত সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন। তিনি এই চ্যালেঞ্জগুলি কার্যকরভাবে মোকাবেলা করার জন্য উদ্ভাবনী পন্থা ও অর্থায়ন ব্যবস্থার উল্লেখ করেন।
এডিমন গিন্টিং বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য এডিবি’র প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি এআই প্রযুক্তি ব্যবহার করে নদী পরিষ্কারের প্রচেষ্টায় সহায়তার ঘোষণা দেন ও তাদের উদ্যোগগুলি সম্প্রসারণে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
কান্ট্রি ডিরেক্টর পরিবেশ উপদেষ্টাকে ১৭-১৮ সেপ্টেম্বর, ২০২৪ এ ম্যানিলা, ফিলিপাইনসের এডিবি সদর দপ্তরে অনুষ্ঠিতব্য ক্লাইমেট অ্যাডাপ্টেশন ইনভেস্টমেন্ট প্ল্যানিং ফোরামের উচ্চ পর্যায়ের সেশনে বক্তা হিসেবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।
বৈঠকটি বাংলাদেশের পরিবেশগত স্থিতিশীলতা এবং জলবায়ু সহনশীলতা প্রচারে অব্যাহত অংশীদারিত্বের জন্য একটি যৌথ প্রতিশ্রুতির মধ্য দিয়ে সমাপ্ত হয়।
#
দীপংকর/ ফাতেমা/রবি/সাজ্জাদ/আসমা/২০২৪/১৫০০ ঘণ্টা
Handout Namber: 442
ADB Country Director meets with Environment Advisor
ADB to assist Bangladesh in low-cost river cleaning projects
- Environment Advisor
Dhaka, 20 August :
Syeda Rizwana Hasan, Advisor on Environment, Forest, and Climate Change, announced that the Asian Development Bank (ADB) will assist Bangladesh in implementing low-cost river cleaning projects for the important rivers namely Buriganga, Turag, and Balu rivers. The ADB's support will also be extended to be execution of Bangladesh's action-oriented climate plans, including the National Adaptation Plan (NAP).
During a meeting with ADB's Country Director Edimon Ginting held today at the Bangladesh Secretariat, Rizwana Hasan also emphasized the importance of involving the private sector and youth socity in environmental protection efforts. She highlighted the need for capacity building and requested ADB's assistance in establishing a training institute for Department of Environment officials.
Rizwana Hasan expressed her appreciation for ADB's ongoing support in various environmental and climate-related projects in Bangladesh. She stressed the importance of continued collaboration to strengthen the country's resilience to climate change and ensure sustainable development. Innovative approaches and financing mechanisms were highlighted as crucial to effectively addressing these challenges.
Edimon Ginting reaffirmed ADB's commitment to supporting Bangladesh in achieving its environmental and climate goals. He announced that the ADB will assist in river cleaning efforts using AI technology and discussed future plans for expanding their initiatives in the country.
The Country Dircetor also invited Rizwana Hasan to participate as a speaker in the High-level Session of the Climate Adaptation Investment Planning Forum (CAIP2024), scheduled for September 17-18, 2024, at ADB Headquarters in Manila, Philippines.
Environment Secretary Dr. Farhina Ahmed and senior officials from the Ministry and ADB were also present during the meeting.
The meeting concluded with a shared commitment to continued partnership in promoting environmental sustainability and climate resilience in Bangladesh.
#
Dipankar/Fatema/Robi/Sazzad/Likhon/2024/1400 hour
তথ্যবিবরণী নম্বর: ৪৪০
মেট্রোরেলের কর্মচারীদের কাজে যোগদান
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট):
মেট্রোরেলের কর্মচারীরা আজ নিজ নিজ কাজে যোগদান করেছেন। রবিবার থেকে মেট্রোরেল চালু করার আশাবাদ ব্যক্ত করেছেন মেট্রোরেল কর্তৃপক্ষ।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক আজ বাংলা